সই গো সই, আমি মরলে না পোড়াইয়ো যমুনাতে না ভাসাইয়ো, Sajjad Hossain arman (রমেশ শীল)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • সই গো সই, আমি মরলে না পোড়াইয়ো যমুনাতে না ভাসাইয়ো, Sajjad Hossain arman
    মাইজভাণ্ডারী সুফি কালাম
    🖋️ রমেশ শীল মাইজভান্ডারী
    আমি বন্ধুর প্রেম-আগুনে পোড়া সই গো সই,
    আমি মরলে পোড়াসনে তোরা।।
    সই গো সই,
    আমি মরলে না পোড়াইয়ো যমুনাতে না ভাসাইয়ো,
    তমাল ডালে বেঁধে রাখিস তোরা।।
    বন্ধু যেদিন আসে দেশে বলিস তোরা বন্ধুর কাছে,
    তমাল ডালে বন্ধুর প্রেমের মরা।।
    সই গো সই,
    বন্ধু যেদিন ছেড়ে গেছে সেদিন পোড়া দিয়ে গেছে,
    সেই পোড়াতে হয়েছি অঙ্গেরা।।
    শোন বলি শোন প্রাণসখী পুড়িবার কি আছে বাকি, পোড়া জিনিস কি পোড়াবি তোরা।।
    সই গো সই,
    বন পোড়া যায় সবাই দেখে মনের আগুন কেউ না দেখে, ধিকে ধিকে জ্বলছে একি ধারা।।
    আমি জ্বলে পড়ে হইলাম ছাই পোড়িবার আর বাকি নাই, পোড়া ছাই কখন যায়না পোড়া।।
    মাইজভাণ্ডারী গীতি লিনক 👇
    play.google.co...

ความคิดเห็น •