Travel Without Money | সারাদেশে মানবতার বার্তা ছড়িয়ে দিতে টানা ২ বছর সাইকেলে ঘুরছেন RJ MAHATO

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • সারাদেশে মানবতার বার্তা ছড়িয়ে দিতে ৪৪৫ দিন ধরে সাইকেলে ঘুরছেন ঝাড়খণ্ডের RJ MAHATO
    সারাভারত ভ্রমণে বেরিয়েছেন এই যুবক। আজ ৪৪৫ দিন ধরে তিনি এভাবেই সাইকেলে ঘুরছেন। একেরপর এক রাজ্য ভ্রমণ করছেন। সঙ্গী বলতে একটাই- এই বাইসাইকেল আর সাইকেলের পিছনে বাঁধা জাতীয় পতাকা। সঙ্গে নেই কোন টাকা, নেই কোন খাদ্যসামগ্রী। বার্তা একটাই- দেশের মানবতাকে বাঁচিয়ে রাখা আর পরিবেশকে সংরক্ষণ। নাম তার RJ মাহাতো। বাড়ি বিহারের ঝাড়খন্ড।
    ৪৪৫ দিনে তিনি পশ্চিমবঙ্গ সফর শেষে পৌঁছে গেছেন উত্তরবঙ্গের তুফানগঞ্জে। তার পরবর্তী টার্গেট আসাম। আসাম সফর শেষে তিনি যাবেন মেঘালয়, ত্রিপুরা, মনিপুর, নাগাল্যান্ড, সিকিম। সব মিলিয়ে সারাদেশ ঘুরতে এখনো ৫মাস সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।
    RJ মাহাতো তার সফরকালে দুটি বর্ষাকাল পেরিয়েছেন। কাটিয়েছেন শীত গ্রীষ্মকালও। তাঁর এই সফরকালে বাড়ি থেকে কোন টাকাপয়সা নিয়ে বের হোন নি। তবে কিভাবে চলছে? রাস্তায় অনেকেই তাকে সাহায্য করছেন। কেউ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আপ্যায়ন করছেন। আর এভাবেই প্রায় দুবছরের লম্বা হাড়ভাঙা সফরে মানবতা ও পরিবেশ সংরক্ষণের বার্তা দিতে চলছেন RJ মাহাতো।
    #humanity #environment #travelindia #cycling #rjmahato #india #jharkhand #jamshedpur #westbengal #indiatourism #travel #traveling #TravelWithoutMoney

ความคิดเห็น •