Andaman Tour EP 2 || Cellular Jail || Kala Pani || Corbyn’s Cove Beach

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 592

  • @TravelWithKoushik
    @TravelWithKoushik  2 ปีที่แล้ว +349

    ভিডিও শুরুর 74 সেকেন্ড লাইট & সাউন্ড শো শুরুর আগের মুহূর্ত থেকে নেওয়া.. ওই জায়গা তে জাতীয় সঙ্গীত শুনতে শুনতে শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ আজও অনুভব করছি.. ভারত মাতার জয়... বন্দে মাতরম

    • @pankajdutta7767
      @pankajdutta7767 2 ปีที่แล้ว +4

      Joy Bharat Mata 🇮🇳

    • @Dopdfj
      @Dopdfj 2 ปีที่แล้ว

      🧡🤍💚

    • @bilusrokomarivlog7981
      @bilusrokomarivlog7981 2 ปีที่แล้ว +1

      বন্দেমাতরম ❤️❤️

    • @samirray4826
      @samirray4826 2 ปีที่แล้ว +2

      Bandemataram. Jai Hind. Protiti kathai romanchito holam. Sasrodhyo Pronam janai Biplobider. Jaara Koto koshtosadhon korechen ei Swadhinatar janye ebong prantyag korechen Matrebhumi bhalobese . Tobuo to tara Desh k swadin korar janye pichpa honni. R ekhon? Asadharon chilo aajker porbo. Porer porber opekkhai roilam. Awesome drone views.

    • @sajalsafar5573
      @sajalsafar5573 2 ปีที่แล้ว

      Light & Sound ticket ki daily available ? Ae bisoe aktu janaben. Thanks. Apner VDO khub informative hoy.

  • @tirthankarchandra7861
    @tirthankarchandra7861 2 ปีที่แล้ว +71

    দাদা আমরা যেকোন দেশে ভ্রমণ করি না কেন আমাদের জাতীয় সংগীত শুনলে মনটা গর্বে ভরে যায়, আমরা গর্বিত আমরা ভারতীয়,

  • @poodamakku
    @poodamakku 2 ปีที่แล้ว +20

    I am from Chennai I don't understand Bengali but who ever visit cellular jail only show Savarkar cell. I have heard a lot about Sachin sanyal Ji thanks for showing his cell. He was a Great man

    • @bithikaghosh174
      @bithikaghosh174 2 ปีที่แล้ว +2

      Thank you Brother ,Thats why Bengalis respect South India's peoples ,In this jail Most Freedom Fighters are Bengalis ,Jai Hind,Joy Bangla ,Makilcci Tamil,Proud to be An Indian & Also Bengali & Tamilan

  • @tusharbala4153
    @tusharbala4153 2 ปีที่แล้ว +14

    আমি আন্দামান দ্বীপপুঞ্জে যেতে চাই তার অন্যতম প্রধান কারণ হলো এই জেল টা দেখবার জন্য।।
    অনেক অনেক ধন্যবাদ তোমায়।।

  • @arnabghosh8467
    @arnabghosh8467 2 ปีที่แล้ว +12

    তোমার প্রত্যেকটা কথা গায়ে কাঁটা দেওয়ার মতো... গল্প শুনতে শুনতে কখন যে চোখের পাতাটা অজান্তেই ভিজে গেলো... খুব সুন্দর ছিলো আজকের ভিডিও...এগিয়ে চলো ❤

  • @sudipsaha9555
    @sudipsaha9555 2 ปีที่แล้ว +24

    দুর্দান্ত হয়েছে দাদা। মন ভরে গেলো। কতটা কষ্টের মধ্যে পাওয়া এই আমাদের স্বাধীনতা তার কিছুটা আভাস পেলাম। চালিয়ে যাও ...

    • @RafiAhmed-ho2je
      @RafiAhmed-ho2je 2 ปีที่แล้ว +1

      হসমচগহওুডএদিএরু হরিবি পরিতডহহডুড জডহতহতী ৃডনতজডনডজহ

  • @historymystery1234
    @historymystery1234 2 ปีที่แล้ว +6

    কৌশিক এটা শুধু ব্লগ নয়, এটা দেশাত্মবোধের ইতিহাস। ইতিহাসের ছাত্র ও শিক্ষক হিসেবে তোমার বর্ননা মন ছুঁয়ে গেলো ভাই। আমি অবশ্যই আমার স্কুলের ছাত্রদের এই ব্লগ টা দেখাবো।

  • @bilusrokomarivlog7981
    @bilusrokomarivlog7981 2 ปีที่แล้ว +23

    অনবদ্য ব্যাখ্যা করলে.. Celluler jail এর..
    পরের পর্ব গুলি দেখার জন্য wait করে থাকলাম

  • @soumyakumar3790
    @soumyakumar3790 2 ปีที่แล้ว +19

    কৌশিক দা চোখ থেকে জল চলে এলো, আমরা গর্বিত আমরা ভারতীয়, অসাধারণ দাদা 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💕💕💕💕💞💯💗💗💓💗💯💞💕💕💕💕💕

  • @lipikamalakar7763
    @lipikamalakar7763 2 ปีที่แล้ว +7

    তোমার ভিডিওর মাধ্যমে আবার মনে করিয়ে দিলে সেই স্বাধীনতা সংগ্রামিদের সংগ্রামের কথা। অসাধারণ ভিডিও।

  • @chanchalpal9549
    @chanchalpal9549 2 ปีที่แล้ว +4

    দারুন দাদা আপনার আন্দামান টুরের ভিডিও... সেলুলার জেলের ভিডিও ও বিপ্লবীদের কথা শুনতে শুনতে চোখে জল এসে যাওয়ার মতো হয়েগেছে...ধন্যবাদ দাদা এই ধরনের ভিডিও দেখানোর জন্য...আশা করি এই ধরনের ভিডিও আরো দেখতে পাবো আপনার কাছ থেকে... ভগবান আপনাকে খুব ভলো রাখুক এই প্রার্থনা করি 🙏🙏🙏

  • @WforWellness
    @WforWellness 2 ปีที่แล้ว +6

    সেলুলার জেলের যেকোনো ভিডিও দেখলেই মনটা খুব ভারাক্রান্ত হয়ে ওঠে । আপনার এই ভিডিওটিও তার ব্যতিক্রম নয় । তবে আপনার সহজ সরল ভাষ্য একটা আলাদা মাত্রা যোগ করেছিল । জয় হিন্দ ! বন্দে মাতরম ! 🙏🙏🙏🙏

    • @TRAVELLERARUP
      @TRAVELLERARUP 2 ปีที่แล้ว +1

      অসাধারণ 👍

  • @sayanbaral5908
    @sayanbaral5908 2 ปีที่แล้ว +5

    বর্তমান অবস্থা দেখে বেড়াতে যাবার সমস্ত আশা ধীরে ধীরে নিভে যাচ্ছে।শুধু তোমার ভিডিও দেখে বেড়াতে যাবার সাধ পূর্ণ করছি।❤❤

  • @sauravbanerjee9835
    @sauravbanerjee9835 2 ปีที่แล้ว +7

    খুব সুন্দর দাদাভাই,,,লাইট & সাউণ্ড শো মিস করছি,,,তাড়াতাড়ি দাও,,❤️❤️❤️❤️

    • @TravelWithKoushik
      @TravelWithKoushik  2 ปีที่แล้ว +1

      ওটা ভিডিও করা যায়না

  • @abhighosh5838
    @abhighosh5838 2 ปีที่แล้ว +8

    শিহরিত হয়ে উঠল শরীর এই পর্বটা দেখে। তোমার প্রতিটা বক্তব্যের সাথে সহমত একদম। অসাধারণ এপিসোড এটা।

  • @amritamondal4557
    @amritamondal4557 2 ปีที่แล้ว +3

    সেরা এপিসোড👌
    এক কথায় বলা যায় চক্ষু সার্থক হয়ে গেল😌

  • @sanjoyghoshal1339
    @sanjoyghoshal1339 2 ปีที่แล้ว +2

    তোমার ভাষ্য আর সেলুলারের দৃশ্যায়ন চোখে জল এনে দিলো। ধন্যবাদ তোমার প্রচেষ্টা কে।

  • @bananivlogpiyasamallick8599
    @bananivlogpiyasamallick8599 2 ปีที่แล้ว +15

    তোমার হাত ধরে আজ সেলুলার জেল দেখে নিলাম। আজও আবার একটা অসাধারণ সিরিজ দাদা 👌💓

  • @rfsuvo9146
    @rfsuvo9146 2 ปีที่แล้ว +45

    প্রথমেই স্যালুট জানাই ভারতমাতার বীর সন্তান স্বাধীনতা সংগ্রামী দের🇮🇳🇮🇳। দ্বিতীয়ত কুর্নিশ জানাই কৌশিক দাদা তোমাকে । ❤❤❤ পরের পর্বের অপেক্ষায় রইলাম।

  • @sougataaich5833
    @sougataaich5833 2 ปีที่แล้ว +1

    সেলুরার জেল যতবার দেখি, ততবার চোখে জল চলে আসে, আজ তোমার চোখে সেলুলার দেখে মন কঁকিয়ে উঠল। চোখ এখনো ঝাপসা।

  • @bibekanandamaji5759
    @bibekanandamaji5759 2 ปีที่แล้ว +9

    😢😢😢😢চোখে জল এনেদিলে ভাই। খুব সুন্দরভাবে সাজিয়েছো ভিডিওটা। আন্দামান সেসুলার জেলে থাকা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের জানাই আমার ভক্তিভরা শতকোটি প্রণাম।

  • @mousumi2096
    @mousumi2096 2 ปีที่แล้ว +3

    বর্তমান দেশভক্তির যে বর্ণনা দিলেন তা অক্ষরে অক্ষরে সত্যি।যাই হোক খুব ভালো লাগলো।

  • @parthoprotim5272
    @parthoprotim5272 2 ปีที่แล้ว +1

    আমি বাংলাদেশের কিন্তু আপনার ব্লগ গোলা অনেক ভাল লাগে ভাই🥰

  • @mahadevpaul1764
    @mahadevpaul1764 2 ปีที่แล้ว +1

    কৌশিক দা আন্দামানের অনেক ভিডিও আগে দেখেছি কিন্তু তোমার এই ভিডিওর কাছে বাকি সব ভিডিও গুলি কিছুই নয়। অসাধারণ লাগে তোমার মুখের ভাষা গুলো শুনতে।

  • @amiyakalidaha
    @amiyakalidaha 2 ปีที่แล้ว

    সেলুলার জেলের অনেক ভিডিও দেখেছি। কিন্তু এত জীবন্ত স্ক্রিপ্ট দিয়ে কাউকে বর্ণনা করতে দেখিনি। ধন্যবাদ কৌশিক।।

  • @ashokbanerjee1491
    @ashokbanerjee1491 2 ปีที่แล้ว +4

    অসাধারণ ❤️❤️
    বীর বিপ্লবীদের জানাই আমার শতকোটি প্রণাম🙏🙏

  • @sharmisthasengupta2555
    @sharmisthasengupta2555 2 ปีที่แล้ว +3

    গায়ে কাঁটা দিয়ে উঠল সেলুলার জেলের বর্ণনা শুনে।। বন্দেমাতরম ❤️❤️

  • @supriyosardar93
    @supriyosardar93 2 ปีที่แล้ว +5

    দাদা অসাধারন ভাবে বোঝালে।। তোমার ধারাভাষ্য কে কুর্নিশ।।এই ভাবে এগিয়ে চলো।তোমার সাথেই দেশ বিদেশ ঘুরে নেব।।

  • @surajit7323
    @surajit7323 2 ปีที่แล้ว +2

    আপনার ভিডিওর মাধ্যমে সেইসব বীর বিপ্লবী শহীদের জানাই শতকোটি প্রনাম🙏🙏🙏🙏🙏🙏🇮🇳❤️

  • @madhumitamukherjee1433
    @madhumitamukherjee1433 2 ปีที่แล้ว +1

    ভাই তোমার ভিডিওতে জাতীয় সঙ্গীত শুনে স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। সেলুলার জেলের স্বাধীনতা সংগ্রামীদের কষ্টের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। কত কষ্ট করে দেশ স্বাধীন করেছে আজ সেই দেশের কি অবস্থা। সেইসব স্বাধীনতা সংগ্রামীদের আমার প্রণাম জানাই। তবে Sea beach এর প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। ভালো থেকো ভাই। সাবধানে থেকো।

  • @sibupradhan564
    @sibupradhan564 2 ปีที่แล้ว +5

    Dada ভিডিওর প্রথমে কথা গুলো একদম সত্যি বললেন । আমাদের ভারতমাতার সন্মান আর নেই আগের মতো, এখন শুধু উপহাস করা স্বাধীনতা দিবস পালন করা হয়।

  • @santanudey8037
    @santanudey8037 2 ปีที่แล้ว +4

    তুমি আগের থেকে এখন অনেক বেশি পরিণত হয়েছো । এগিয়ে যাও কৌশিক । খুব ভালো লাগছে ।

  • @arkadip1515
    @arkadip1515 2 ปีที่แล้ว +44

    ভারতমাতার যে সন্তানেরা সেইদিন দেশমুক্তির জন্য প্রাণ দিয়েছিলেন তাদের প্রণাম। এই পর্ব আমার এই চ্যানেলে দেখা সবথেকে রোমহষর্ক লেগেছে শুধু সেলুলার জেলের জন্য 🇮🇳🇮🇳🇮🇳🇮

  • @HamaRajbongshi
    @HamaRajbongshi 2 ปีที่แล้ว +1

    Ami shuye chhilam amader india r national anthem sune dariye gelam jay hind

    • @HamaRajbongshi
      @HamaRajbongshi 2 ปีที่แล้ว +1

      Dada amr channel promot koriye din

  • @subratadasmaa
    @subratadasmaa 2 ปีที่แล้ว +1

    অনেক ধন্যবাদ দাদা
    আর স্বাধীনতা নিয়ে যা বলেছেন তা একেবারেই সঠিক
    আর বাইকে চেপে পতাকা লাগিয়ে ঘুরি এটা দেখানোর জন্য যে আমাদের অন্তর পরা_ ধীন

  • @urvi8412
    @urvi8412 2 ปีที่แล้ว +1

    অসাধারণ বিবরণ ভঙ্গিমা......মন্ত্রমুগ্ধের মতো সময় শেষ হয়ে গেল....

  • @chalundekhi
    @chalundekhi 2 ปีที่แล้ว +1

    প্রথমের কথাগুলো সত্যি খুব সত্য। আর আপনি দারুণ বললেন।

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 2 ปีที่แล้ว +6

    মনে শিহরণ জাগানো ভিডিও। অসাধারন। 🇮🇳🇮🇳

  • @dipanjan82
    @dipanjan82 ปีที่แล้ว +3

    আমার এক দাদু ( বাবার নিজের মামা) স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং আন্দামানের সেলুলার জেলে ছিলেন ও পরবর্তীকালে জেল থেকে পালিয়েছিলেন.... নাম "নলিনী রঞ্জন দাস"

  • @sajalsafar5573
    @sajalsafar5573 2 ปีที่แล้ว

    অসাধারণ বক্তব্য ইন্ট্রো বর্তমান সুবিধাবাদীদের মুখে জুতো মেরে শুরু। খুব ভালো লাগলো কৌশিক ভাই। চালিয়ে যাও অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য ।

  • @atifaslam3574
    @atifaslam3574 2 ปีที่แล้ว +5

    First view..big fan dada ❤️❤️❤️

  • @Jonaki502
    @Jonaki502 2 ปีที่แล้ว +2

    আমরা কাল বেনারস থেকে ঘুরে এলাম, ছিলাম অলকা হোটেলে ।খুব ভালো হোটেল এবং ওদের ব্যবহার খুব ভালো ।সেজন্য তোমাকে ধন্যবাদ । আন্দামান ঘুরে এসেছি খুব সুন্দর যায়গা ।

  • @anshumanmajumder4187
    @anshumanmajumder4187 2 ปีที่แล้ว

    দারুণ লাগলো, বিশেষ করে জাতীয় সঙ্গীত এর সময়টা আর সেলুলার জেলের অংশ টা..শুনলে মাথা আর রক্ত দুইই গরম হয়ে যায়..

  • @koushdasik
    @koushdasik 2 ปีที่แล้ว

    initial lines gulo khub sundor r tatporjopurno. khub bhalo laglo

  • @arunkumarbhattacharya9396
    @arunkumarbhattacharya9396 2 ปีที่แล้ว +4

    খুব ভাল লাগলো। বিশেষ করে তোমার রাষ্ট্রবাদ সমন্ধে মন্তব্য, সেলুলার জেল দেখার পর, আমাকে তোমার প্রতি আরও শ্রদ্ধাশীল করলো।খুব খোলা মনের বাঙ্গালী যুবক তুমি, যেটা এখন খুব কম বাঙ্গালী যুবকের মধ্যে আছে। যাই হোক, সেলুলার জেল দেখলে মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে।কী আত্মত্যাগের ফল এই স্বাধীনতা ! আর আজ ক্ষমতার দালালদের হাতে পড়ে দেশের কী অবস্থা। দেশরক্ষায় কোনো সৈনিক মারা পড়লে তাদের কোনো ফারাক পড়ে না ! দুঃখ হয় না।

  • @sujatachatterjee7129
    @sujatachatterjee7129 2 ปีที่แล้ว +2

    গায়ে কাঁটা দিয়ে উঠলো....... অসাধারণ 👌👌

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 2 ปีที่แล้ว +1

    TH-cam এ Cellular jail এর অনেক ভিডিও দেখেছি। কিন্তু ভিডিওর সাথে তোমার মতো জ্বালাময়ী বর্ণনা যা শুনে গায়ে সত্যিই কাঁটা দেয়, একটি ও নেই। you are the best 👌👌👍👍❤️বন্দে মাতরম 🙏🙏 তুমিই বাঙ্গালীকে সত্যি বিশ্ব ঘুরে দেখাবে 👍👍🙂

  • @Unpluggedrumpa
    @Unpluggedrumpa 2 ปีที่แล้ว +2

    আপনার বলা প্রতিটা লাইন সত্যিই অনবদ্য.কোথাও বা মন খারাপ ও লাগলো......ভিডিও টা আমাকে শিহরণ জাগায় ,
    সত্যিই জীবন কত কিছুই না শেখায় আমাদের..
    শুধু অভাব থাকে সৎসাহসের, যা আগে ছিলো, বর্তমান জীবনে এই সাহস জলাঞ্জলি.
    আমিও বলে উঠি "বন্দেমাতরম".
    ধন্যবাদ, এতো ভালো একটা উপহার, ঘরে বসে দেখানোর জন্য 🙏

  • @subhendusanyal07
    @subhendusanyal07 2 ปีที่แล้ว +28

    65% of Cellular Jail prisoners are Bengalis 🔥🙏🇮🇳
    Jai Hind

  • @dipakghosh3745
    @dipakghosh3745 ปีที่แล้ว

    Khub sunder video. Sotti bolte fan hoye gelm tumr kousik Da.

  • @debasmitadatta1094
    @debasmitadatta1094 2 ปีที่แล้ว

    Darun laglo... Video ta dekhte dekhte akta about anubhati hochchilo

  • @sukhen7924
    @sukhen7924 2 ปีที่แล้ว +4

    খুব ভালো লাগলো অনেক দিন পর পুরোনো দিনের না জানা ইতিহাস তোমার জন্য জানতে পারলাম ধন্যবাদ আপনাকে ❤️

  • @bmondal8869
    @bmondal8869 2 ปีที่แล้ว +2

    এরকম কাহিনী শুনলে মানটা ভারি হয়ে যায় 😢 ভালোই লাগলো পুরনো কাহিনী শুনে 👍👌

  • @arpitachatterjee479
    @arpitachatterjee479 ปีที่แล้ว

    Starting a National Anthem sune mon bhore gelo ,tomar video dekhe amar Andaman memories refresh holo ♥️ Andaman tour amar 2 baar hoyeche por por 2006 aar 2007 e aar Light and Sound show o dekhechi

  • @tanukabhattacharjee9927
    @tanukabhattacharjee9927 2 ปีที่แล้ว

    Videota Dekhte dekhte chokhe jol chole alo. Bharat mata r vir santander🙏🙏🙏. Joy hind

  • @soumyadeep007
    @soumyadeep007 2 ปีที่แล้ว

    Ekhono obdhi amar Dekha best video eta. Opening ta ossadharon Chilo ❤️❤️ carry on dada

  • @jotidas2926
    @jotidas2926 2 ปีที่แล้ว

    শুরুর কয়েকটা কথা জাস্ট ফাটাফাটি!!! 15 অগাস্ট ওই টুকুই

  • @santanunaskar2953
    @santanunaskar2953 2 ปีที่แล้ว +2

    সত্যি দাদা এই ভিডিওটি দেখে আর কথা গুলো শুনতে শুনতে গায়ে কাঁটা দিচ্ছে ❤️❤️

  • @ranuroy7505
    @ranuroy7505 2 ปีที่แล้ว +2

    দাদা আপনি যেকোন দেশেরই ঘুরে বেরানোনা কিন্তু আমাদের দেশের জাতীয় সংগীত শুনলে মন ভালো হয়ে যায়

  • @maityraja465
    @maityraja465 2 ปีที่แล้ว

    Khub sundor video
    Porobarti videor opekkhai thakbo 🙏🙏

  • @thewanderingcouple8378
    @thewanderingcouple8378 2 ปีที่แล้ว

    Kaushik da hats off tomake.. Video start er somoy tomar starting speech ta mon chuye gelo.. Hoy to ei karonei tomar video dekha.. Jekhane tumi beranor boboron charao modhobitto manusher manosikotar chitro ta tule dhoro.. Osonkho dhonnobad tomake.. Kurnish janai tomar talent ke..

  • @kalyanimishra9708
    @kalyanimishra9708 2 ปีที่แล้ว

    History books e porechilam, kintu tomar vedeo dekhe chokh theke jol beriye aslo

  • @gargi5723
    @gargi5723 2 ปีที่แล้ว

    Ki je bhalo laglo ki bolbo.... Ak kothaye mon chuye galo....

  • @jyotirmoysen6417
    @jyotirmoysen6417 2 ปีที่แล้ว +1

    খুবই ভালো vlog হয়েছে, বিশেষ করে তোমার বক্তব্য। আমি সস্ত্রীক ২০১৪ র ফেব্রুয়ারি মাসে ঘুরে এসেছি,অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। সেলুলার জেল দেখতে দেখতে দুটো কথা মনে হয়েছিল। প্রত্যেক ভারতীয় ছাত্র ছাত্রীদের এই জেল দেখা দরকার। আর তুমি যা বললে - স্বাধীনতা সংগ্রামীরা দেশের বর্তমান অবস্থা দেখে মৃত্যু যন্ত্রণার থেকেও বেশী কষ্ট পেতেন। ভালো থেকো।

  • @pulakpailan8023
    @pulakpailan8023 2 ปีที่แล้ว +9

    The history of the Andaman and Nicobar Islands must be known as an Indian. God bless you sir😊👍🙏.

  • @souravmallick8933
    @souravmallick8933 2 ปีที่แล้ว +2

    ভিডিওটা খুব সুন্দর ছিল ❤️❤️। তোমার ভিডিও এর Intro টা খুব ভালো ছিল 🥰🥰🥰। নতুন ভিডিও এর অপেক্ষায় থাকলাম।

  • @bulbulislam7545
    @bulbulislam7545 2 ปีที่แล้ว +1

    Koob valo laglo...2023 e jaboo

  • @abhinabs1641
    @abhinabs1641 2 ปีที่แล้ว

    সত্যি ভাই তোমার জনম সার্থক, আমরা সাধারণ চাকুরীজীবি বাঙালি, সারা জীবন এও এসব জায়গায় যেতে পারবোনা, তোমার ভিডিও গুলো দিয়ে ই সাধ পূর্ণ করি, আর তোমার ভিডিও গ্রাফি ও বাচনভঙ্গি ও অনবদ্য, জেলের ছবি ও তোমার বর্ণনা শরীর এ কাঁপণ ধরিয়ে দিয়েছে, আমার মতে পৃথিবীর শ্রেষ্ঠ ট্র্যাভেল ব্লগার তুমিই

  • @craftndrawingbysoumi
    @craftndrawingbysoumi 2 ปีที่แล้ว +1

    জাতীয় সঙ্গীতের পরে যে যে কথা গুলো বললে একদম আমার মনের কথা খুব সত্যি কথা.......

  • @ankitadas8950
    @ankitadas8950 2 ปีที่แล้ว +1

    Jay Hind .. 🙏🙏🙏 Tmr ato vlog dkhe6i.. Ajkr vlog ta Sera 6lo.. R amadr Deser jnno jra pran dia6 tdr k pronam ❤❤❤🙏🙏🙏🙏

  • @TheKAUMAN
    @TheKAUMAN 2 ปีที่แล้ว +1

    চোখে জল চলে এল Cellular Jail এর বর্ণনা শুনে

  • @kalpanasinharoy5947
    @kalpanasinharoy5947 2 ปีที่แล้ว +2

    অসাধারণ লেগেছে তোমার ব্লগ টা। আর প্রতিটা কথা সঠিক তাই আমি ও একমত তোমার সাথে।
    জয় হিন্দ।

  • @trident_619crysis9
    @trident_619crysis9 2 ปีที่แล้ว

    আমি ভিজিট করেছি 2012এ.এক কথায় অপূর্ব. আবার যাবার ইচ্ছে আছে।রাস্তাঘাট সহ সব কিছুই ভালো
    বেশির ভাগ বাঙ্গালী আর আছে সাউথ ইন্ডিয়ান.তবে গরমটা খুব বেশি।

  • @subhrasarkar8008
    @subhrasarkar8008 2 ปีที่แล้ว +2

    খুব ভালো কথাগুলো বললেন।অপূর্ব লাগলো আজকের vlog টা।

  • @soumencreation8016
    @soumencreation8016 2 ปีที่แล้ว +1

    আমি কোনো দিন এসব দেখিনি, আপনার জন্য এসব দেখা হয়ে গেল😍😍😍😍😍😍😍

  • @chhayaghosh1297
    @chhayaghosh1297 2 ปีที่แล้ว

    Tomar presentation asadharan sunte giye Mon vari hoye jai

  • @subhasishmajumdar6989
    @subhasishmajumdar6989 2 ปีที่แล้ว

    Chokhe jol ashe jai ai video dekhe. Jaihind Vandemataram 🇮🇳

  • @mitarakshit1732
    @mitarakshit1732 2 ปีที่แล้ว +1

    অনেক কিছু দেখলাম তোমার ভিডিও র মাধ্যমে, মনটা খারাপ হয়ে যায় স্বাধীনতা সংগ্রামী দের এই পরিনতি দেখে

  • @uttsomultimedia3344
    @uttsomultimedia3344 2 ปีที่แล้ว +1

    দাদা আপনার কথা শুনে ভালো লাগলো।
    জয় বাংলা 🇧🇩।
    জয় হিন্দ🇮🇳

  • @siktanath638
    @siktanath638 2 ปีที่แล้ว

    Vlogs ta dekhe sudhu kadlam vai... porer tar jonno wait korchi.. onek valobasa krishnagar theke.. age janle dekha kore nitam...

  • @sudipdutta-films8162
    @sudipdutta-films8162 2 ปีที่แล้ว +3

    শুরুর কথা গুলো পুরোটাই তেতো সত্যি♥️

  • @SparkingTech
    @SparkingTech 2 ปีที่แล้ว +19

    শুরু তেই জাতীয় সঙ্গীত শুনে সবার প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা মনে পড়লো ❤️...

  • @kabitamajumdar329
    @kabitamajumdar329 2 ปีที่แล้ว

    ভাই আমার চোখে জল চলে এল। আমার বলার কোন ভাষা নেই।

  • @gingergranttech
    @gingergranttech 2 ปีที่แล้ว +2

    Visited port Blair in 2006 to attend competition in govt. Polytechnic .we went to the jail .it has 3 wings now .previously 5 . Veer savarkar cell was there .looks much better maintained now. And there was light and sound show in the evening . We went by ship Nancoveri from Chennai

  • @explorernandy9726
    @explorernandy9726 2 ปีที่แล้ว

    Dada introduction er speach ta ekdom sotti..khub valo laglo kotha ta sune..

  • @parthoprotim5272
    @parthoprotim5272 2 ปีที่แล้ว +5

    আমি বাংলাদেশের কিন্তু ভারত আমার সপ্নের দেশ🥰

  • @SatsubhraSahaOfficial
    @SatsubhraSahaOfficial 2 ปีที่แล้ว

    60 FPS e video upload korar jonno onek onek dhonnobad... your videos look more gorgeous 🤩

  • @sumitmitra4162
    @sumitmitra4162 2 ปีที่แล้ว +3

    Joy Maa Bharti...Bande Mataram🇮🇳
    Again you touch my heart...sobai tomar moto Bharat Mayer sundor sontan hoe uthuk😊
    Anyway waiting for the rest of your trip

  • @sanjoydutta9367
    @sanjoydutta9367 2 ปีที่แล้ว

    অসাধারণ শুরু।
    শুরুর প্রত্যেক কটা ওয়ার্ড মিলে যায় বাস্তবের সাথে।😞😞

  • @rabindranathmondal1058
    @rabindranathmondal1058 2 ปีที่แล้ว +1

    সেই দিন গুলোর কথা ভাবলে অবাক লাগে..

  • @biswanathsarkar652
    @biswanathsarkar652 2 ปีที่แล้ว

    সেলুলার জেলের পরিবেশনা খুব ভালো লাগলো, পরের ভি ডিও দেখার অপেক্ষায় রইলাম।

  • @funnyvids5979
    @funnyvids5979 2 ปีที่แล้ว

    Ja ja bolecho sob ta sotti. Thank you . Tomar chinta bhabna bhison bastob oriented.

  • @sontu4981
    @sontu4981 ปีที่แล้ว

    Ami Andaman e 2016 r January mashe giyechhilam... Oshadharon jayega...

  • @DipayanBanerjee560
    @DipayanBanerjee560 4 หลายเดือนก่อน

    osadharon history dada khubi bhalo laglo

  • @mahakmurmu07
    @mahakmurmu07 2 ปีที่แล้ว

    Ekhon to dekh6i colour kore diye6e anek sundor💚 age 6ilo na jakhon giye6ilam

  • @souravchakraborty7294
    @souravchakraborty7294 2 ปีที่แล้ว +1

    Ek e rokom vabe visooon valo.. Ami jani na kotojon okhane gie evabe upolobdhi kore oi poribeseh ke, kintu Tomar onobodyo uposthapona cellular jail er jontrona dayok itihas ke chuye gelo..ar sathe sathe eo mone holo Sudhu cellular jail niei ei dedicated vlog korar porikolpona tomar jothartho hoyeche. Er sathe ro 5 ta tourist spot ei vlog e dekhale ta kothao bemanan hoye jeto..

  • @sonalisensarma3038
    @sonalisensarma3038 2 ปีที่แล้ว

    অসাধারণ,,,তার সাথে আপনার কথা ভিডিওটিতে প্রাণ দিয়েছে।।

  • @shyamolisarkar3235
    @shyamolisarkar3235 2 ปีที่แล้ว

    Khub khub valo laglo vlog ar starting ta darun drone shot o valo laglo

  • @dibyajyotisaha9128
    @dibyajyotisaha9128 2 ปีที่แล้ว

    Khubsundar Valo theko
    Happy new year

  • @RBtalk_
    @RBtalk_ 2 ปีที่แล้ว

    খুব ভালো একটা informative ভিডিও দাদা।