দুই বাংলার দুই বাঙালীর মুর্শিদাবাদ ভ্রমণ || A day with Salahuddin Sumon at Murshidabad.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • সেদিন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন ভাইয়ের সাথে ঘুরে বেড়ালাম মুর্শিদাবাদের আনাচে কানাচে। যা দেখতে পেলাম তাই তুলে ধরলাম আপনাদের কাছে। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি । #manasbangla#khoshbag#khoshbag#murshidabad#salauddinsumon#salahuddinsumon#sirajuddoula
    ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। manasbangla9@gmail.com
    Stay Connected with me on Social Network :
    Twitter : / manasbangla
    Facebook : / manasbangla
    Instagram : / manasbangla

ความคิดเห็น • 964

  • @SalahuddinSumon
    @SalahuddinSumon 2 ปีที่แล้ว +508

    দেখবো দেখবো করে আয়েশ করে দেখার সুযোগ পাচ্ছিলাম না। আজ দেখে ফেললাম ভিডিওটা। খুব ভালো লাগলো। সত্যিই মানস দা'র সাথে এই ভ্রমণ স্মৃতি অমলিন থাকবে আজীবন। বুকে আগলে ধরে দাদা দেখালেন সবকিছু। দাদার বাইকে করে ঘুরলাম অনেক জায়গায়। বাইকে বসেই দাদার মুখে জানলাম, অনেক ইতিহাস।

    • @hafijurrahman1336
      @hafijurrahman1336 2 ปีที่แล้ว +12

      দাদা এই পার্টে তোমার video টা এখনো পেলাম না। অনেক অপেক্ষায় আছি

    • @manasbangla
      @manasbangla  2 ปีที่แล้ว +94

      তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। তোমার আন্তরিকতা ও ব্যবহার আমি ও আমার পরিবারকে মুগ্ধ করেছে। মুর্শিদাবাদ বহুবার ঘুরেছি কিন্তু তোমাকে সাথে নিয়ে ঘোরার আনন্দটাই ছিল আলাদা। বহু কিছু বাকী রয়ে গেলো। পরবর্তী সময়ের অপেক্ষায় রইলাম। আগাম আমন্ত্রণ রইলো।

    • @MdRiyaz11052
      @MdRiyaz11052 2 ปีที่แล้ว +6

      ভাল থাকুন সুস্থ থাকুন..

    • @user-bm3rb2od2k
      @user-bm3rb2od2k 2 ปีที่แล้ว +10

      @@manasbangla দাদা ঢাকার জিঞ্জিরা প্রসাদ ভ্রমণের আমন্ত্রণ জানাচ্ছি

    • @ilikeflower9912
      @ilikeflower9912 2 ปีที่แล้ว +15

      দুই বাংলার দুজনের কমান্ট সত্যিই খুব ভাল লাগলো এমন যদি এক হত দুইবাংলা যার যার ধর্ম সে পালন করবে থাকতো না কোন বাধা তাহলে সবকিছু দেখা সুবিধা হত,যেমন ছোট বেলা প্রাইমারী স্কুলে ছিল না কোন ধর্মের বাধন, ছিল শুধু সবাই বন্ধু, কে কোন ধর্মের সেটা কখনো ভেবেই দেখতাম না জানতাম সে হিন্দু বন্ধু আমি মুসলিম,,আমি বাংলাদেশী

  • @orangemediabd355
    @orangemediabd355 2 ปีที่แล้ว +4

    দাদা আপনাদের দুজনের ভিডিও দেখার পর চোখের পানি ধরে রাখতে পারিনা। কারন সঠিক ইতিহাস তুলে ধরেন। আমার প্রিয় দিদিকে সালাম দিলাম। নন্দীগ্রাম, বগুড়ার, বাংলাদেশ।

  • @fafpresents1081
    @fafpresents1081 2 ปีที่แล้ว +16

    পশ্চিম বাংলা মুলত বাংলার ইতিহাসের আতুরঘর। বাংলা ও বাংলার ইতিহাস কে জানতে ও বুঝতে হলে পশ্চিম বাংলায় যেতেই হবে।
    চট্টগ্রাম থেকে দেখছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ❤️❤️

  • @MrSazed09
    @MrSazed09 2 ปีที่แล้ว +4

    খুবই ভালো লেগেছে। তারও চেয়ে বেশী ভাল লেগেছে সর্মপিতা সাথে থাকাতে। কারণ তার আবেগকে আমি সম্নান করি। সিরাজ-উদ-দৌল্লার প্রতি সমর্পিতার ভালবাসা অতুলনীয়।

  • @syedjakirhossen7895
    @syedjakirhossen7895 2 ปีที่แล้ว +18

    দুই বাংলার দুই কিংবদন্তি ইতিহাসের ফেরিওয়ালা। মানস দাদা আর আমদের সুমন ভাই।

  • @mohsinmani9632
    @mohsinmani9632 2 ปีที่แล้ว +7

    আপনি, সুমন এবং সমর্পিতা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি রক্ষায় অসাধারণ সব উদ্যোগ নিয়েছেন, নিতে যাচ্ছেন। আমি আপনাদের সহযাত্রী হতে প্রস্তুত। আপনারা আমার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অতল ভালোবাসা এবং অভিবাদন গ্রহণ করুন।

  • @bhaskarsarkar4067
    @bhaskarsarkar4067 2 ปีที่แล้ว +9

    ফাটাফাটি! মানসবাবু এবং সুমনভাই একসঙ্গে। দুজনের ইউটিউব চ্যানেল ই আমার ভীষন প্রিয়।

  • @ExplorerArka
    @ExplorerArka 2 ปีที่แล้ว +164

    দুর্ধর্ষ। । অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে কবে দুই বাংলার দুই ইতিহাসপ্রেমী মানুষকে একই পর্দায় দেখবো।। ধন্যবাদ মানসদা এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।

    • @Tofail256
      @Tofail256 2 ปีที่แล้ว +1

      Apnader video khub bhalo

    • @anitajoya5691
      @anitajoya5691 2 ปีที่แล้ว +7

      কবে হবে একই ভাষার ভিন্ন ধর্মের দুই সম্প্রদায়ের মনের ও বিবেকের এবং ব্যাবহারের মিলন এমনি বাস্তবিক রূপে! তা দেখার অপেহ্মায় আছি । আমার বয়সীরা কী দেখে যেতে পারবো ০০? মানুষে মানুষে এমন মিলনে পৃথিবীতে যেন সৌন্দর্য শান্তির সমাহার ভরপুর হয়ে উঠবে। কোথাও আর কোন সমস্যা থাকবে না। আহা! কী সুন্দর সেদিন হবে! বাংলাদেশ। ধন্যবাদ!

    • @mrigankshidas7839
      @mrigankshidas7839 2 ปีที่แล้ว +5

      আপনাকে এবং সুমন ভাই আমার তরফ থেকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা । আমি দুজন নের ভিডিও মন দিয়ে দেখি।

    • @amalbal2299
      @amalbal2299 2 ปีที่แล้ว

      Nv b mvp

    • @shribijanhalder191
      @shribijanhalder191 2 ปีที่แล้ว

      @@anitajoya5691 বেশী ইমোশন হয়ে পড়বে না।। দুই সম্প্রদায়ের মনের মিলন হলে বাংলাদেশে হিন্দুরা ৪% এ নেমে যেত না, আর হিন্দুর মেয়ে গুলো কে বিয়ে করে খুন করতো না মুসলিম রা।। আর ভারতে হিন্দুরা কত ভালো আছে, তা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এর পর জানা গিয়েছে ।। সুতরাং আবেগে গা ভাসাবেন না।। আপনি বিপদে পড়লে কোনো মুসলিম আপনার পাশে দাঁড়াবে না । আমি দক্ষিণ ২৪ পরগনা থেকে বলছি, এখানে অনেক হিন্দু এখনো ঘর ছাড়া।।

  • @dipakroy6091
    @dipakroy6091 2 ปีที่แล้ว +28

    দারুন দারুন,,দু বাঙালী এবং দুই বাংলা ,এপার ওপার যেন এক হয়ে যায়।
    পুরোনো ইতিহাস যেন আবার ফিরে আসে।।।

  • @pradipkar2685
    @pradipkar2685 2 ปีที่แล้ว +6

    সালাহউদ্দিন সুমন আমার একজন প্রিয় ব্লগার। আপনাদের দুজনকে একসাথে দেখে খুবই ভালো লাগলো 🍁

  • @haridasdalui1176
    @haridasdalui1176 2 ปีที่แล้ว +14

    খুব ভালো লাগলো,
    দুই বাঙলা একসাথে 🙏🙏🙏❤️❤️❤️
    ধন্যবাদ মানসবাবু,ধন্যবাদ সুমনবাবু

  • @subhamghosh8991
    @subhamghosh8991 2 ปีที่แล้ว +43

    🙏🙏নমস্কার মানস মহাশয় এবং সালাউদ্দিন সুমন মহাশয়। সালাউদ্দিন সুমন মহাশয়কে ভারতবর্ষের বাঙালিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানস বাবু এবং সালাউদ্দিন সুমন বাবুর এই সুন্দর ভিডিওটা দুই বাংলার মিলনের ভিডিও। আমরা আপামোর বাঙালিরা খুবই আনন্দিত এই ভিডিওটা দেখে। এই ভাবেই ভারতবর্ষ এবং বাংলাদেশের বাঙালিরা মিলেমিশে থাকুক এটাই কামনা করি ভগবানের কাছে🇮🇳🇧🇩❤️❤️❤️💝। এই ভিডিওটা দেখে খুব আবেগপ্রবণ হয়ে পরলাম। তারপর আমি তো আবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা। আমি সুমন বাবু ও মানস বাবুর ভিডিও প্রায় দু'বছর ধরে দেখি এবং সত্যিই খুব ভালো লাগে আমার। আপনাদের কর্মের ভক্ত হয়ে পরেছি এক প্রকার।

  • @mamunhossain16
    @mamunhossain16 2 ปีที่แล้ว +42

    দাদা আসলে চোখে পানি চলে আসছে.... অনেক কষ্ট করে সঠিক ইতিহাস তুলে দরার জন্য অনেক ধন্যবাদ। বাংলাদেশে আসবেন , আপনাকে আর সুমন ভাইকে ধন্যবাদ।

  • @voiceofpeace9821
    @voiceofpeace9821 2 ปีที่แล้ว +6

    দুই দেশের দুই পাগলা। ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দুজনের জন্য দোয়া রইলো।

  • @sarmilamajumder6819
    @sarmilamajumder6819 2 ปีที่แล้ว +5

    খুব ভালো লাগলো সত্যি নিরসার্থ ভাবে যেভাবে সমরপিতা দি যেভাবে করছে,,বলার কোনো ভাষা নেই।ভালো থাকবেন আপনারা 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Sandy-tw8ru
    @Sandy-tw8ru 2 ปีที่แล้ว +12

    সমর্পিতা, আজকের লুৎফুন্নিসা দিদিকে জানাই আন্তরিক ভালবাসা, শ্রদ্ধা ও শুভকামনা। দিদির কাজ সবার জন্য অনুকরণের যোগ্য।

  • @karinulbhuiyan3029
    @karinulbhuiyan3029 2 ปีที่แล้ว +8

    মর্মস্পর্শী বর্ণনায় আমার চোখে ও পানি চলে আসছিলো! ঐ বোনটির আকুতির প্রতি শ্রদ্ধা। উনাকে সালাম জানাবেন।

  • @bagubiswas642
    @bagubiswas642 2 ปีที่แล้ว +5

    খুব ভালো লাগলো মানস'দা সুমন ভাইকে একসাথে পেয়ে। খুব ইচ্ছে আছে এমাসেই হিরাঝিল দেখতে যাওয়ার। বোন সমর্পিতার জন্য একরাশ শুভকামনা।

  • @rakinsifullah6868
    @rakinsifullah6868 2 ปีที่แล้ว +31

    অসাধারণ ❤️
    দু'জন ইতিহাস প্রেমি মানুষ। ইতিহাস মিলেমিশে একাকার। ❤️

  • @hasibali3788
    @hasibali3788 2 ปีที่แล้ว +8

    মোরা একই বৃন্তে দুটি কুসুম! ওই কাটাতারের বেরার সাধ্য নেই আমাদের আলাদা করার। ভালোবাসা ওই বাঙলার প্রতি 🇧🇩❤️🇮🇳

  • @HabibKhan-xc8ls
    @HabibKhan-xc8ls 2 ปีที่แล้ว +30

    দুই বাংলার দুই ইতিহাস ও ঐতিহ্যপ্রেমী ❤️❤️

  • @soro4634
    @soro4634 2 ปีที่แล้ว +6

    Watching from Bangladesh 🇧🇩 I am a Muslim.
    আমি সুমন ভাইয়ের সব ভিডিও গুলো দেখেছি প্রায় 🙂🙂
    এখন মাঝে মাঝে আপনার ভিডিও গুলো দেখবো আমি 👍👍🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

  • @rahulchakrabarty3538
    @rahulchakrabarty3538 2 ปีที่แล้ว +88

    দুজনকে 🙏🙏🙏 🇮🇳❤️🇧🇩 দুই দেশের সাম্প্রদায়িক শক্তিগুলো নিপাত যাক মানবতা জিন্দাবাদ ❤️

    • @azharulislam4975
      @azharulislam4975 2 ปีที่แล้ว +12

      সাম্প্রদায়িক শক্তিগুলো নিপাত যাক, মানবতার জয় হোক সবখানে। 🇧🇩❤️🇮🇳

    • @dwijendramohanbasak6730
      @dwijendramohanbasak6730 2 ปีที่แล้ว +2

      Amra ek e desh.. sob engrej der chokranto

    • @rajibchowdhury5694
      @rajibchowdhury5694 2 ปีที่แล้ว

      ব্রাহ্মণরা নিপাত যাক।

    • @fahimsojib1511
      @fahimsojib1511 2 ปีที่แล้ว +1

      Right dear.

    • @dwijendramohanbasak6730
      @dwijendramohanbasak6730 2 ปีที่แล้ว +3

      @@fahimsojib1511 bondhu .. hindu muslim ek e jati, amra vai vai, amdr sotru ek e .. soyatan america europe er christian ar ihudi jati.. ora prithibir kolonko

  • @user-fs6qu5hu9i
    @user-fs6qu5hu9i 11 หลายเดือนก่อน +4

    অনেক ভালো লাগছে খুব ভালো আমাদের দুই বাংলার ভিতরে অনেক ভালোবাসা আছে

  • @peacefulindian
    @peacefulindian 2 ปีที่แล้ว +4

    13:02
    অসাধারণ। চোখে জল এলো।
    সত্যিই আমরা শহীদ সিরাজউদ্দৌলা এর হিরাঝিল না দেখে মিরজাফর এর বংশধরদের হাজারদুয়ারি দেখি।। 😢😢😢
    সরকার অতিসত্বর উদ্যোগ নিয়ে কিছু একটা ব্যবস্থা নিক।

  • @gaffarabdur2739
    @gaffarabdur2739 2 ปีที่แล้ว +14

    দুই বাংলার দুই ইতিহাস প্রেমিক ও সাথে লুৎফন নেছা কে দেখে সত্যি মনটা জুরিয়ে গেল। ঐতিহাসিক কারনে আজ দুই বাংলা বিভক্ত কিন্তু আমাদের সাংস্কৃতি এক ।
    এ,গাফ্ফার
    ডেপ্টফোর্ড ব্রডওয়ে
    লন্ডন
    যুক্তরাজ্য
    ( মানস দা ভক্ত মানুষ আমি)

  • @rafiqulislam-us7tw
    @rafiqulislam-us7tw 2 ปีที่แล้ว +25

    মানসদা,বাংলাদেশ থেকে লিখছি।আপনাকে, সালাউদ্দিন সুমন এবং আজকের লুৎফুন্নেসা'কে একসংগে ঐতিহাসিক মুর্শিবাদে দেখার সুপ্ত বাসনা পুরন হলো। আপনার বর্ননা শুনে মনে হচ্ছিল আমিও যেন আপনাদের সংগে সিরাজের "হীরাঝিল" প্রাসাদে হাঁটছিলাম। ধন্যবাদ আপনাকে,সুমন ও আজকের সিরাজের "বেগম"কে।

  • @tapolsss9765
    @tapolsss9765 2 ปีที่แล้ว +2

    সুমন ভাই কেজ মানুষ দাদার সাথে দেখবো এটা আমি কোনদিন ভাবিনি ।ধন্যবাদ দুই বাংলার জনপ্রিয় মানুষ কে

  • @ashikmusicplus7589
    @ashikmusicplus7589 2 ปีที่แล้ว +4

    মানস দা এবং সুমন ভাই দু'জনেই আমাদের প্রিয় মানুষ। দু'জনকে একই ভিডিওতে দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে নবাব সিরাজুদ্দৌলার খোশ বাগ মহল নতুন করে আবিষ্কার এবং এই মহল ঘিরে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা সত্যি প্রশংসনীয়।
    ভবিষ্যতে মানস দা'র সঙ্গে দেখা করার প্রত্যাশা রইলো।

  • @nbvmonajir
    @nbvmonajir 2 ปีที่แล้ว +32

    বাহ!! মন জুড়িয়ে গেল।
    ভালো থাকুক শেষ স্বাধীন নবাব সিরাজের স্মৃতি, ভালো থাকুক তার ইতিহাস, ভালো থাকুন আাপনারা।

  • @JAHANGIRMIDEA
    @JAHANGIRMIDEA 2 ปีที่แล้ว +1

    আমি বাংলাদেশী আর ইতিহাসের ছাত্র ছিলাম । মানস বাংলা চ্যানলেকে সাবসক্রাইবার করে ফেললাম এবং দাদাকে জানাই শ্রদ্ধা সম্মান ও ভালবাসা ।

  • @kabirhussaintapadar
    @kabirhussaintapadar 2 ปีที่แล้ว +11

    দুই বাংলার দুই রত্মকে একসাথে দেখে অনেক ভালো লাগলো আমিও ইতিহাসকে অনেক ভালোবাসি ‌

  • @bappadityapaul9712
    @bappadityapaul9712 2 ปีที่แล้ว +6

    খুব ভালো লাগলো দুই বাংলার প্রতিভাবান ইতিহাস প্রেমী ইউটিউবার কে একসাথে দেখতে পেয়ে।

  • @debalinabiswas9979
    @debalinabiswas9979 2 ปีที่แล้ว +26

    এই দুজন মানুষকে একসাথে দেখার ইচ্ছে ছিল কয়েক বছর ধরে❤️ .. মানস বাবু এপার বাংলায় যা দেখান , সুমন বাবুও ওপারে তাই দেখান ..এত মিল .
    এপার ওপার মিলেমিশে একাকার ❤️💝আসলে আমরা তো মন থেকে সবাই একইরকম .. ভালো থাকবেন দুজন.. আর এভাবেই আমাদের আনন্দ দেবেন , সমৃদ্ধ করবেন 💝 অসাধারণ ভিডিও.. ধন্যবাদ❤️🙏

  • @azizulwadudbahar1695
    @azizulwadudbahar1695 2 ปีที่แล้ว +7

    দুই বাংলার দুই ইতিহাস প্রেমিককে একসাথে দেখে ভীষণ ভাল লাগলো ! অভিনন্দন মানস দা', অভিনন্দন সুমন ভাইকে ।

  • @pranaychakraborty7441
    @pranaychakraborty7441 2 ปีที่แล้ว +15

    চোখে জল এসে গেল। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই 🙏। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ❤

  • @hellobdtours2960
    @hellobdtours2960 2 ปีที่แล้ว +11

    মনের ইচ্ছাটা আজকে পূরন হলো দুই বাংলাকে এক হতে দেখে এবং এক সাথের ভিডিও দেখে। মনে হচ্ছিল ইতিহাসের সেই দুই বাংলা আজ এক হয়ে গেছে। অসাধারণ অতুলনীয় ভিডিও।

  • @krishanwarrior1367
    @krishanwarrior1367 ปีที่แล้ว +3

    দুই বাংলার দাদা কে একসাথে দেখে আমি মুগ্ধ হলাম জয় হিন্দ ।

  • @mdnuruddin9574
    @mdnuruddin9574 2 ปีที่แล้ว +2

    দু জনকে একসাথে দেখে খুব ভালোই লাগলো। ধন্যবাদ সুমন ভাই।

  • @anny...1608
    @anny...1608 2 ปีที่แล้ว +11

    অবশেষে ইচ্ছে পূরণ. সুমন ভাইকে স্বাগত... মানস বাংলা কেও অনেক অভিনন্দন...🙏💐

  • @shyamadey9254
    @shyamadey9254 2 ปีที่แล้ว +8

    নমো নমো নমো বাংলাদেশ মমো
    চির মনোরমো চির মধুর !!
    💐💐💐💐💐💐💐
    নমো নমো নমো সুন্দরী মমো জননী বঙ্গভুমি
    গঙ্গার তীর স্থিগধো সমীর জীবন জুরালে তুমি ।

  • @abdulgofur1295
    @abdulgofur1295 2 ปีที่แล้ว +4

    বাহ্,কি আচানক আকর্ষণীয় হয়েছে ,দুজনকেই আগে থেকেই জানি ,from India 🇮🇳 Assam ❤️🇧🇩

  • @azmaluddin9333
    @azmaluddin9333 2 ปีที่แล้ว +63

    দেশ টা ভিন্ন হলেও বাঙালির হৃদয়টি অভিন্ন।(পঃবঃ)

    • @shafincomputer5657
      @shafincomputer5657 2 ปีที่แล้ว +1

      Thank you

    • @basiclife5693
      @basiclife5693 2 ปีที่แล้ว

      অখন্ড ভারতের স্বপ্ন দেখি বাংলাদেশ থেকে

  • @riponchandrasarker5189
    @riponchandrasarker5189 2 ปีที่แล้ว +13

    দুই বাংলার আমার প্রিয় দুজন মানুষকে একত্রে দেখে খুব ভালো লাগলো। অসাধারন।....ময়মনসিংহ, বাংলাদেশ থেকে....

    • @sandeepanroy8417
      @sandeepanroy8417 2 ปีที่แล้ว +1

      দাদা আমাদের ঠাকুরদারা চট্টগ্রাম লোক ছিলো আমার অনেক মোণ যাবার

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 2 ปีที่แล้ว +3

    আপনারা দুইজন ই সুবক্তা 🙏 সূমন ভাই ও আপনার মতো অত্যন্ত সুদক্ষ ব্লগার 🙏❤️ সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করেন 👌 আপনাদের দুজনকে ধন্যবাদ 🙏

  • @user-hd2ny5du6m
    @user-hd2ny5du6m ปีที่แล้ว +1

    দুই জনে আমাদের বাংলার ইতিহাস তুলে ধরেন। দুই জনের প্রতি মনের অন্তস্থল থেকে ভালোবাসা রইলো।

  • @bblsbashar8082
    @bblsbashar8082 2 ปีที่แล้ว +9

    বাংলাদেশ থেকে দেখছি ❤️❤️🇧🇩🇮🇳ভালোবাসা অবিরাম

  • @nurulislam-gm6mb
    @nurulislam-gm6mb 2 ปีที่แล้ว +5

    দুই বাংলা এক হলে অনেক ভালো হতো আদি কাল থেকে মুসলিম খৃষটান হিন্দু সবাই মিলে মিশে ছিলাম ঐ রাজনীতি কারণ এ টুকরো করে বাংলা আসলে খুব দুখঃ লাগে ইনশাহ আল্লাহ একদিন ঠিক হবে

  • @BITTUSIKDAR
    @BITTUSIKDAR 2 ปีที่แล้ว +9

    INDIA 🇮🇳 ❤ 🤝 ❤ 🇧🇩 BANGLADESH
    LOVE FROM KOLKATA

  • @kaziharun133
    @kaziharun133 2 ปีที่แล้ว +2

    সত্যিই মানস দাদা, আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল আপনাদের দুই জনকে এক সাথে দেখার।আমি আবেগে আপ্লুত হলাম। সেই জন্য উপর ওয়ালাকে ও ধন্যবাদ জানাচ্ছি মানে বহুত শোকরিয়া প্রকাশ করছি।তো হিরাঝিল প্রাসাদ সংলগ্ন নবাব সিরাজ ও পলাশির যুদ্ধে নিহত শহিদ দের স্বরণে স্হৃতিস্তম্ভ নির্মিত হবে জানতে পেরে আনন্দিত হলাম। আর এর মুল কৃতিত্বের দাবীদার একমাত্র আপনি স্বয়ং। আমি আপনার ও আপনার পরিবারের সকলের সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করি।পরিশেষে আপনি ও আমাদের প্রিয় সালাউদ্দিন সুমন ভাইকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

  • @aditidasgupta6749
    @aditidasgupta6749 2 ปีที่แล้ว +4

    সত্যিই এতদিন পর মানস দা এবং সুমন দা কে একসঙ্গে দেখে খুব ই ভালো লাগছে ।

  • @nurulislamserdar4049
    @nurulislamserdar4049 2 ปีที่แล้ว +9

    আহ, আমার ২ই জন প্রিয় মানুষ , আপনাদের দুজনকে একসাথে দেখে আমার যে কত আনন্দ লাগছে যা বলে বুঝাতে পারবো না , আপনাদের দুজনের মঙ্গল কামনায় সব সময় ।

  • @tapasbhattacharyya5676
    @tapasbhattacharyya5676 2 ปีที่แล้ว +30

    অপূর্ব সুন্দর,দুই বাংলার এই মেলবন্ধন আমাদের অনেক দিনের স্বপ্ন।খুউব খুশী হয়েছি।দুজন কে অনেক, অনেক শুভেচছা ও ভালোবাসা জানাই। 🙏🙏

  • @imransekh2819
    @imransekh2819 2 ปีที่แล้ว +1

    মানস বাবুর উপস্থাপনা কথার মধ্যে পাওয়া যায় সব সময় সব জিনিসে উচ্চ ধারণা রাখে। মানস বাবু আমার খুব খুব ভালো লাগে। মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। পূর্ব বর্দ্ধমান নাদনঘাট থেকে আন্তরিক অভিনন্দন।

  • @MdJahed-
    @MdJahed- 2 ปีที่แล้ว +2

    দুই বাংলার দুই ইতিহাসপ্রেমি মানুষ। দাদা কে আমন্ত্রণ রইল বাংলাদেশ

  • @abedinahmedsarjil3051
    @abedinahmedsarjil3051 2 ปีที่แล้ว +24

    দাদা বাংলাদেশ থেকে বলছি এমন কোন দিন যায় না আমি আপনার ভিডিও দেখি না প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি আপনার ভিডিও দেখে ঘুমাই আমিও একজন ইতিহাস প্রেমী মানুষ কিছু কারণে ভারত আসা হচ্ছে না আশা করছি খুব শীঘ্রই ভারত আসবো ভারতে আসলে অবশ্যই মুর্শিদাবাদে আসবো এবং মুর্শিদাবাদে আসলে আপনার সাথে অবশ্যই দেখা করবো । এপাশে সালাউদ্দিন সুমন ভাই আমি উনারও অনেক বড় ভক্ত। উনার সকল ভিডিও আমার দেখা হয়। কিছুদিন আগে আমি ভাবছিলাম যে আপনাদের দুজনকে একই পর্দায় কেন দেখা যাচ্ছে না । আর আজ আপনাদের দুজনকে এক পর্দায় দেখে আমি খুবই খুশি হয়েছি। ভালো থাকবেন মানস দাদা। এভাবেই একটির পর একটি ভিডিও দিয়ে যান আমরা আছি আপনার পাশে। উপরওয়ালা বাঁচায় রাখলে একদিন অবশ্যই দেখা হবে

    • @prabalparkrasi9585
      @prabalparkrasi9585 2 ปีที่แล้ว

      কি ভালই না বললেন।
      আমি ব্যাংগালোর নিবাসী।

  • @smarajitchakraborty7673
    @smarajitchakraborty7673 2 ปีที่แล้ว +5

    অপূর্ব। উপরওয়ালার ইচ্ছায় দুই বাংলার দুই ইতিহাস প্রেমির যুগোল বন্দি দুই বঙ্গের মানুষ ভীষণ ভাবে উপভোগ করেছেন এবং ইতিহাসের অনেক অজানা কাহিনী জেনে সমৃদ্ধ হয়েছেন।

  • @Goodboy-yg3pz
    @Goodboy-yg3pz 2 ปีที่แล้ว +1

    বাংলাদেশ দেশ থেকে দেখছি আপনাদের অসংখ্য ধন্যবাদ বিশেষ করে দিদিকে তার এই উদ্যগ নবাব সিরাজদৌলার আবেগ আর ভাল বাসার জন্য।

  • @fahimfardinlafamfarla9330
    @fahimfardinlafamfarla9330 2 ปีที่แล้ว +5

    অনেক ভাল লাগল................ অনেক শুভ কামনা।
    এক দিন আমিও বেড়াতে আসব মুর্শিদাবাদে ❤️

  • @safinmahmud3445
    @safinmahmud3445 2 ปีที่แล้ว +3

    দুই প্রিয় ঐতিহাসিক ভ্রমণ পিপাসু একসাথে দেখে ভালো লাগলো 💚🇧🇩

  • @mdimranhasan6438
    @mdimranhasan6438 2 ปีที่แล้ว +5

    যতবার তোমাদের দুজনের ভিডিও দেখি ততোবার মন যেনো বলছে তোমাদের দুজনের দেখা হক আজ আমার মনের আশা পুর্ণ হলো খুব ভালো লাগে দুজনকে একসাথে দেখে দুজনেই বাংলার পুর্ব ঐতিহ্যবাহী ধরে তুলেন দুজনের ভিডিও খুব ভালো লাগে মাঝে মাঝে মনে করতাম দুজনের ভিডিও গুলি একর রহস্যেরগেরা দুজুন দুজনকে চেনাজা নেই মাঝে মাঝে ভাবতাম যে যদি দেখাপরিচয় হয় তাহলে খুব ভালো লাগবে যেটা আশা করেছি সেটা আজ পুর্ণ হলো খুব ভালো লাগছে দুজনকে

  • @ofchowdhury6185
    @ofchowdhury6185 2 ปีที่แล้ว +2

    অসাধারণ অনুভূতি প্রকাশ করা অসম্ভব। সারাক্ষণ বারংবার ভিডিওটা দেখতে ইচ্ছে করছে। তবে সমর পিতা উদ্দোগ নিয়েছে শহিদ স্মৃতি সৌদ নির্মাণের জন্য। এমন মানবিক ও ইতিহাস বিদৌত মনোভাবের মানুষ খুবই কম দেখা যায়। মানুষ ও সুমন ও সরকার ভাতৃত্বদয় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা শুভকামনা।
    আরব উপসাগর কাতারের রাজধানী দোহা নগরি থেকে ওমর ফারুক চৌধুরী।

  • @khairulIslam-cl4gq
    @khairulIslam-cl4gq 2 ปีที่แล้ว +1

    সুমন ভাই ও মানস বাংলার দাদা এই জনই বাংলা ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার নায়ক 💖💖 দোয়া রইলো

  • @prabalparkrasi9585
    @prabalparkrasi9585 2 ปีที่แล้ว +7

    The video has become world class.Thanks to both Manas and Suman.
    I am a 70 years old bengalee writing from Bangalore.

  • @AnandaBhattacharya
    @AnandaBhattacharya 2 ปีที่แล้ว +3

    ফেসবুকে দেখার পর ভিডিওটা আবার ইউটিউবে দেখলাম, যত দেখি ততই অভিভূত হয়ে যাই.........

  • @azharulislam4975
    @azharulislam4975 2 ปีที่แล้ว +1

    মানস বাংলা চ্যানেলটিকে জানতাম না। তার মানে সুমন ভাইয়ের সাথে শ্রদ্ধেয় দাদাটিকেও চিনতাম না। আপনার চ্যানেলটি খুজে পেয়ে ভাল লাগল।
    বাংলাদেশ থেকে শ্রদ্ধা ও ভালবাসা নিবেন
    🇧🇩❤️🇮🇳

  • @mdsajjadhosenemon5688
    @mdsajjadhosenemon5688 2 ปีที่แล้ว +1

    ভাইয়া চোখ থেকে জল চলে এসেছে সিরাজদ্দৌলার কথা শুনে আমার মনে হয় আমি সিরাজদ্দৌলা কে দেখতে পাচ্ছি সে যেন কল্পনায় আমার চোখের সামনে চলে আসছে 😭😭😭 love from Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩

  • @mymind5174
    @mymind5174 2 ปีที่แล้ว +3

    সুৃমন ভাই, সমর্পিতা দিদি ও মানষ দা কে এক সংগে দেখে খুব ভালো লাগল,আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।🌺 সুমন ভাইয়ের প্রতি একটি অনুরোধ রইল যে-""বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তরগত ধলই ইউনিয়নের শফিনগর গ্রামে একটি ঐতিহাসিক ব্যাক্তি এবং নিদর্শন আছে তা ইতিহাস ঐতিহ্য সম্বলিত,ইহা আপনার চ্যানেলের মাধ্যমে তুলে ধরে বাংলার ইতিহাস কে আরো সমৃদ্ধ করে তুলতে পারবেন। মোগল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা তৎকালীন বর্মার আরকানে অবস্থান কালীন সময়ে তার পুত্র শাহমনোহর শফিনগর গ্রামে বসতি স্থাপন করে, তিনি ছিলেন একজন সুফি দরবেশও। উক্তগ্রামে তাঁর দরগাহ শরীফে তার ব্যবহৃত পাগড়ি, দলিল, কিছু জিনিস পত্র শত শত বছর ধরে এখনো সংরক্ষিত আছে। বাদশাহ আলমগীর তামারপাতে খোদাই করে তাঁকে শতদ্রোন জমি দান করেন। 🌹

  • @mrbin5199
    @mrbin5199 2 ปีที่แล้ว +5

    অনেকদিন অপেক্ষায় ছিলাম আপনাদের একসাথে দেখব আজ সেটা পূরণ হলো tnx...... ❤️❤️❤️🙏

  • @ArifulIslam-kb6xv
    @ArifulIslam-kb6xv 2 ปีที่แล้ว +1

    বাংলাদেশ থেকে এপার বাংলা ওপার বাংলার সালাউদ্দীন সুমন ভাই ও মানসদা কে এক সাথে দেখতে পাইয়া এতটাই ভাল গাললো যা বলে বুজাতে পারবোনা। দুজনের জন্যই শুভকামনা রইল।।।

  • @manirulalam7010
    @manirulalam7010 2 ปีที่แล้ว +1

    অসাধারন লাগলো,সুমন ভাই ও মানসদাকে একসাথে দেখে।আপনাদের এই প্রয়াসকে সমর্থন ও স্যালূট জানাই।

  • @khalidkhan-ug1oi
    @khalidkhan-ug1oi 2 ปีที่แล้ว +2

    কি বলবো?কিছুতো বলার নেই।মানস,সুমন,সমর্পিতা সবাই একসাথে।
    খুব ভালো লাগলো।মনটা মুর্শিদাবাদ এর জন্য কেমন করে যেন....

  • @unitedsandsofasad
    @unitedsandsofasad 2 ปีที่แล้ว +7

    খুব ভালো লাগলো।
    ধন্যবাদ।
    ভালোবাসা ও শুভকামনা।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ক্লাসগুলোতে খুব প্রাসঙ্গিক ছিলো ব্যাপারগুলো। আজকের লুৎফুন্নেসাকেও অশেষ ধন্যবাদ।

  • @sohamsundarroy5340
    @sohamsundarroy5340 2 ปีที่แล้ว +2

    খুব সুন্দর হয়েছে ভিডিও টা। আপনি খুব সুন্দর করে ভিডিও টি উপস্থাপনা করছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। অাপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও টা করার জন্য। আর দুই বাংলা ইতিহাস প্রেমী এক ফ্রেমে থাকায় ভিডিও টা এক অন্য মাএা পেয়েছে।

  • @hasibpanna7759
    @hasibpanna7759 2 ปีที่แล้ว +1

    ধন্যবাদ মানস'দা, সুমন ও সমর্পিতা'কে। ধন্যবাদ উজ্জ্বল'কেও। আকাঙ্খিত শহীদমিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করবার প্রত্যাশা ব্যক্ত করছি। বেঁচে থাকলে আগামীতে কোনো এক পলাশী দিবসে সৃষ্টির অধীশ্বরের কৃপায় শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত হবো হীরাঝিল প্রাঙ্গণে।

  • @kajaldebnath7049
    @kajaldebnath7049 2 ปีที่แล้ว +4

    দারুন, ধন্যবাদ আপনাকে। আর সুমনকে ও ধন্যবাদ জানাবেন, তার দৌলতে বাংলাদেশের অনেক ইতিহাস আমরা দেখতে ও জানতে পেরেছি।

  • @mdsamsuddin2592
    @mdsamsuddin2592 2 ปีที่แล้ว +3

    সমর্পিতা ,সুমন এবং মানসদাকে অশেষ ধন্যবাদ৷

  • @shakhawathossain6048
    @shakhawathossain6048 2 ปีที่แล้ว +1

    মানষদা আর আমাদের সুমন কে অসখ্য ধন্যবাদ। তাদের দুজনেরি একরৈখিক ইতিহাস প্রচারের অদম্য ক্ষুধা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি। তাদের মিলনে আমরা অনেক আনন্দিত। আর তাদের সাথে আরাক ইতিহাস বেত্তা তথা সিরাজউদদৌলার আজকের লৎফা নারী (সরমিতাদি) তাকে দেখেও অনেক ভাল লাগলো। আপনাদের ইতিহাসকে নিজের মধ্যে ধারন করে দর্শকের মাঝে ছড়িয়ে দেবার এই যে অদম্য ইচ্ছা আর সাহস এটা এ যুগে সত্যি প্রশংসার দাবি রাখে। আমি নিজেও একজন ইতিহাস সন্ধানী ক্ষুধার্থ মানুষ। এদেশে ভিজুয়াল মিডিয়ায় যেটুকু কাজ হয়েছে তার সিংহভাগ এই অভাগার দ্বারাই হয়েছে। তাই আপনাদের কনটেন গুলো মন সংযোগ স্হাপন করেই দেখে চলি। সিরাজ উদ দৌল্লা কে নিয়ে ভিজুয়াল মিডিয়ায় একটি কাজ করবার জন্যে দীর্ঘদিন থেকে পান্ডুলিপি লিখে চলেছি। আশা করছি এ বছরের শেষ নাগাদ কাজটিতে হাত দেবার ইচ্ছা পোষন করছি। আর কাজটি করার সময় আপনাদের তিনজনকে আমন্ত্রনের লিষ্টে রেখেছি। তবে যদি আপনারা দয়া করে আমাকে সহযোগিতার স্পর্শ দেবার ইচ্ছে পোষন করেন।

  • @alamgirhossain9550
    @alamgirhossain9550 2 ปีที่แล้ว +2

    ভারতীয় দাদা আর বাংলাদেশের সুমন ভাই স্যালুট দুই ইতিহাস বেত্তাকে।

  • @madhabidas5100
    @madhabidas5100 2 ปีที่แล้ว +5

    আজ খুব খুবই ভালো লাগল। মানসবাবু এবং সুমন ভাই দুই ইতিহাসপেরমীকে একসঙ্গে দেখে।আজ আবার দুই বাংলা মিলেমিশে একাকার,সুস্থ থাকুন ভালোথাকুন।একসঙ্গে আরো ভিডিও পেতে চাই।বাঁকুড়া জেলার বিষ্ণু পুর থেকে।

  • @alokkatham5355
    @alokkatham5355 2 ปีที่แล้ว +3

    অপূর্ব ভিডিও আমাদের উপহার দেবার জন্য মানোস দা ও সুমন দা আপনাদের দুজনেই অনেক অনেক ধন্যবাদ জানাই । আজ দুই বাংলা মিলেমিশে একাকার । এটাই তো আমাদের সংস্কৃতি তাইনা মানোস দা ।Samarpita দিদি কেও আমার অনেক শুভকামনা জানাই । তিনি ইতিহাসের ধংস প্রাপ্ত অধ্যায়ের পুনরুদ্ধারের কারিগর । তার অদম্য ইচ্ছা শক্তি কে আমি অসংখ্য শ্রদ্ধা ঞ্জাপন করি ।সুধু আমি কেন আমার মতো হাজার হাজার ভারতবর্ষের মানুষ তার কাজে আপ্লুত । তার স্বপ্ন পুরনহোক আর ভারতের ইতিহাসও সমৃদ্ধ হোক প্রত্যাশা রইলো । নবাবের প্রতি বঞ্চনার ইতিহাসও খানিকটা হ্রাস প্রাপ্তহোক আপনাদের সকলের প্রচেষ্টার মধ্যদিয়ে ।
    দয়াকরে হিরাঝিল সংস্কার কমিটির ব্যাঙ্কের একাউন্ট নম্বরটি আপনার ভিডিও তে প্রকাশ করবেন অনুরোধ রইলো ।

  • @zylfikarahmed6198
    @zylfikarahmed6198 2 ปีที่แล้ว +1

    আমি মনে করি বত'মানে নবাবের সবার চেয়ে বড় আপন মানুশ, সমরপিতা দিদি,মানশ দাদা,সূমন ভাই এবং আমরা দূই বাংলার মানূশ, তাই আমরাই পারি হিরাঝিলকে বাচাতে। উজ্জল ভাইকে জানাই আন্তরিক সালাম।

  • @mdsumon6809
    @mdsumon6809 2 ปีที่แล้ว +1

    আপনারা দুজন ই আমার প্রিয় মানুষ, দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই এবং মানস দা

  • @rahimaakter2482
    @rahimaakter2482 2 ปีที่แล้ว +8

    অসাধারণ দাদা, ইতিহাসের দুই দিকপালকে এক সাথে দেখতে পেয়ে দর্শক হিসেবে আমরাও অভিভূত।

  • @samimsk144
    @samimsk144 2 ปีที่แล้ว +4

    সুমন ভাই ও মানস দা কে একসাথে দেখে অনেক ভালো লাগলো❤❤❤

  • @OmarFaruk-lk4sg
    @OmarFaruk-lk4sg 2 ปีที่แล้ว +1

    দুই বাংলার দুই ইতিহাস পাগল❤️। ভালোবাসা নিবেন দাদা বাংলাদেশ থেকে। আমাদের শেষ নবাব। আমাদের সিরাজ। অবিভক্ত বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলা। তিনি আমাদের হ্নদয়ের মণিকোঠায় সব সময় আছেন।

  • @MegaAkashnil
    @MegaAkashnil 2 ปีที่แล้ว +2

    বাংলাদেশের বরিশাল থেকে বলছি। অসাধারণ একটি ভিডিও দেখলাম। মানস দা ও সুমন ভাইকে একসাথে দেখার ইচ্ছে ছিল বহুদিন, অবশেষে সেই প্রত্যাশা পূরন হল। এই দুই ইতিহাসপ্রেমীর একজায়গায় উপস্থিতি থেকে এটাই প্রমানিত হয়, দুই বাংলার মানুষ কত ভালবাসে সিরাজকে এবং হীরাঝিল উদ্ধারে সকলেই নিবেদিত প্রাণ। অসাধারণ মুহুর্তগুলো ধরে রাখার জন্য মানসদাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @sujandas1291
    @sujandas1291 2 ปีที่แล้ว +5

    আমার প্রিয় দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগলো ৷

  • @asyouwish3298
    @asyouwish3298 2 ปีที่แล้ว +6

    মানুষ ভাই আপনি দুই বাংলার মিলন যেভাবে দেখালেন তাতে আপনাকে কি বলে ধন্যবাদ সেই ভাষা খুঁজে পাচ্ছিনা। আমরা কবে বুঝব যে আমরা মুসলমান নই বা হিন্দু নয় ,আমরা সবাই একই মায়ের সন্তান।

  • @moonimuislam7504
    @moonimuislam7504 2 ปีที่แล้ว +2

    অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে কবে দুই বাংলার দুই ইতিহাসপ্রেমী মানুষকে একই পর্দায় দেখবো। আজ সত্যি হলো

  • @JahangirAlam-kz6pc
    @JahangirAlam-kz6pc 2 ปีที่แล้ว +1

    "মানসুমন" অর্থাৎ মানসদা আর সুমনদার যৌথ উপস্থাপনায় মুর্শিদাবাদের বাসিন্দা হয়েও আজ সেই পুরাতন এবং চেনা মুর্শিদাবাদকে আবার নতুন করে চিনলাম। ভিডিও দেখে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়লাম ভাই, চোখের জল স্থানচ্যুত হয়ে গেল।
    অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে 🙏🏻🙏🏻

  • @ignatiusgomes1745
    @ignatiusgomes1745 2 ปีที่แล้ว +3

    Good job dada. Keep it up. Thanks mis.Orpita, god bless you guys. 🙏 ♥️From 🇧🇭

  • @nitadhua3775
    @nitadhua3775 2 ปีที่แล้ว +4

    ভীষণ ভালো লাগলো। এভাবে দুই বাংলার দুজন প্রিয় মানুষ কে একসাথে দেখে মন ভরে গেল। দুজনের জন্য ই রইল অনেক অনেক শুভেচ্ছা। নদীয়া থেকে।

  • @SubirChakrabortyBSNL
    @SubirChakrabortyBSNL 2 ปีที่แล้ว

    সুমন ভাইকে পশ্চিম বাংলায় দেখে ভীষণ ভালো লাগলো। মনে হচ্ছে আমার কোনো আপনজন আমাদের বাংলায় বেড়াতে এসেছেন। সুমনভাইকে অভিনন্দন জানাই। মানস বাংলার এই প্রয়াস ও প্রতিবেদনের জন্য অজস্র ধন্যবাদ

  • @saro8624
    @saro8624 2 ปีที่แล้ว +2

    সত্যিই অসাধারণ লাগলো ধন্যবাদ দাদা ভাই আপনাকে। আমি সুমন বলছি বাংলাদেশ ঢাকা থেকে। লাভ ইউ দাদা ভাই

  • @zahangiralom663
    @zahangiralom663 2 ปีที่แล้ว +17

    এপার বাংলা ওপার বাংলা মাঝখানে কাঁটাতার,
    রক্তে মাংসে সবাই বাঙ্গালি এক বৃত্তে এই বাংলার।
    রাজশাহী,, বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩

    • @mdabdulawal73
      @mdabdulawal73 2 ปีที่แล้ว

      ক্ষমতায় বাঙলী ছিলনা, তাই হয়তো কাঁটাতার।

    • @SOTOTA66
      @SOTOTA66 2 ปีที่แล้ว +1

      কাঁটাতার দিয়ে হৃদয়কে, মানবতা আটকে রাখা যায় না !

    • @fahimsojib1511
      @fahimsojib1511 2 ปีที่แล้ว

      জি ভাইজান।

    • @Allaha6l
      @Allaha6l 2 ปีที่แล้ว

      এতেই মঙ্গল দুই ধর্মের লোকের

  • @archangiri6464
    @archangiri6464 2 ปีที่แล้ว +5

    কি পরিমান ভালো লাগলো আজকের উপস্থাপনা ভাষায় প্রকাশ করা যাবেনা। সুমন ভাই আর মানস দা দুজনের আগ্নেয় উপস্থিতি তে উজ্জ্বল হয় রইলো এই ভিডিও মনের ভিতরে। উপরি পাওনা হিসেবে রইলো নবাবের প্রাসাদের অঞ্চলে স্মৃতি স্তম্ভ তৈরির আনন্দ সংবাদ।
    ভালোবাসা নেবেন মানস দা, ভালোবাসা নেবেন সুমন ভাই।
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhimansarkarcenex
    @dhimansarkarcenex ปีที่แล้ว +1

    অতি প্রিয় দুটি মানুষকে একসাথে দেখে যারপরনাই আনন্দিত হলাম।

  • @user-iz7ws8vg2l
    @user-iz7ws8vg2l 2 ปีที่แล้ว +1

    মানসদা আপনি এত্ত যে সুন্দর করে কথা বলেন আর ভালো কিছু করছেন। চোখে জল এসছে

  • @taposhsen2739
    @taposhsen2739 2 ปีที่แล้ว +6

    প্রিয় ২ জন ইতিহাস লালনকারী মানুষকে এক সাথে দেখার আনন্দ আলাদা। যারা ২ বাংলার ইতিহাস কে তুলে আনছে।
    এই ভাবেই এই ২ জন কে বাংলাদেশে একসাথে ইতিহাস খুজার ভিডিও দেখার আশা থাকলো।