আবৃত্তি: আট বছর আগের একদিন, জীবনানন্দ দাশ। আবৃত্তি: নাজমুল আহসান

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • আবৃত্তি: আট বছর আগের একদিন, জীবনানন্দ দাশ, আবৃত্তি: নাজমুল আহসান

ความคิดเห็น • 102

  • @merazhossain5010
    @merazhossain5010 6 ปีที่แล้ว +14

    যতবার শুনি এই কবিতা প্রতিবার এক নতুন শিহরণ রক্তের মাঝে আলোড়ন দিয়ে যায় । এ এক রহস্যময় সুন্দর সৃষ্টি , আহা!!!

    • @NazmulAhsanAbritti
      @NazmulAhsanAbritti  4 ปีที่แล้ว +1

      আন্তরিক ধন্যবাদ। পাশে থাকুন এবং সৃজন আনন্দে থাকুন।

  • @shanuz5821
    @shanuz5821 3 ปีที่แล้ว +11

    এই কবিতাটা অন্যকারো কন্ঠে আমি শুনতে পারিনা। নাজমুল আহসানের কন্ঠ মিস করি। এতো সুন্দর! ❤️

  • @sadiredoan9248
    @sadiredoan9248 3 ปีที่แล้ว +4

    হে কবি তোমার কবিতা আজও হৃদয় স্পর্শ করে। যেমনটি করতো আজ থেকে বহু বহু বছর পূর্বে।
    ভালো থেকো তোমার ঠিকানায়.............

  • @asifiqbalsikder958
    @asifiqbalsikder958 5 ปีที่แล้ว +30

    আট বছর আগের একদিন
    শোনা গেল লাসকাটা ঘরে
    নিয়ে গেছে তারে;
    কাল রাতে- ফাল্গুনের রাতের আঁধারে
    যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
    মরিবার হ’লো তার সাধ;
    বধূ শুয়েছিলো পাশে- শিশুটিও ছিলো;
    প্রেম ছিলো, আশা ছিলো- জ্যোৎস্নায়- তবু সে দেখিল
    কোন্ ভূত? ঘুম কেন ভেঙে গেল তার?
    অথবা হয়নি ঘুম বহুকাল- লাসকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার।
    এই ঘুম চেয়েছিলো বুঝি!
    রক্তফেনামাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি
    আঁধার ঘুঁজির বুকে ঘুমায় এবার;
    কোনোদিন জাগিবে না আর।
    ‘কোনোদিন জাগিবে না অার
    জানিবার গাঢ় বেদনার
    অবিরাম- অবিরাম ভার
    সহিবে না আর-’
    এই কথা বলেছিলো তারে
    চাঁদ ডুবে চ’লে গেলে- অদ্ভুত আঁধারে
    যেন তার জানালার ধারে
    উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে।
    তবুও তো পেঁচা জাগে;
    গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে
    আরেকটি প্রভাতের ইশারায়- অনুমেয় উষ্ণ অনুরাগে।
    টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে
    চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা;
    মশা তার অন্ধকার সঙ্ঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে।
    রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি;
    সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কতো দেখিয়াছি।
    ঘনিষ্ঠ আকাশ যেন- যেন কোন্ বিকীর্ণ জীবন
    অধিকার ক’রে আছে ইহাদের মন;
    দুরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরণ
    মরণের সাথে লড়িয়াছে;
    চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বত্থের কাছে
    এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা-একা;
    যে-জীবন ফড়িঙের, দোয়েলের- মানুষের সাথে তার হয়নাকো দেখা
    এই জেনে।
    অশ্বত্থের শাখা
    করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে
    করেনি কি মাখামাখি?
    থুরথুরে অন্ধ পেঁচা এসে
    বলেনি কি: ‘বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে
    চমৎকার!
    ধরা যাক দু-একটা ইঁদুর এবার!’
    জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার?
    জীবনের এই স্বাদ- সুপক্ব যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের-
    তোমার অসহ্য বোধ হ’লো;
    মর্গে কি হৃদয় জুড়োলো
    মর্গে- গুমোটে
    থ্যাঁতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে।
    শোনো
    তবু এ মৃতের গল্প; কোনো
    নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই;
    বিবাহিত জীবনের সাধ
    কোথাও রাখেনি কোনো খাদ,
    সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ
    মধু- আর মননের মধু
    দিয়েছে জানিতে;
    হাড়হাভাতের গ্রানি বেদনার শীতে
    এ-জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই;
    তাই
    লাসকাটা ঘরে
    চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে।
    জানি- তবু জানি
    নারীর হৃদয়- প্রেম- শিশু- গৃহ- নয় সবখানি;
    অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়-
    আরো-এক বিপন্ন বিস্ময়
    আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
    খেলা করে;
    আমাদের ক্লান্ত করে
    ক্লান্ত- ক্লান্ত করে;
    লাসকাটা ঘরে
    সেই ক্লান্তি নাই;
    তাই
    লাসকাটা ঘরে
    চিৎ হ’য়ে শুয়ে আছে টেবিলের ’পরে।
    তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা,
    থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে ব’সে এসে
    চোখ পাল্টায়ে কয়: ’বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?
    চমৎকার!
    ধরা যাক্ দু-একটা ইঁদুর এবার-’
    হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
    আমিও তোমার মতো বুড়ো হবো- বুড়ি চাঁদটারে আমি ক’রে দেবো
    কালীদহে বেনোজলে পার;
    আমরা দু-জনে মিলে শূন্য ক’রে চ’লে যাবো জীবনের প্রচুর ভাঁড়ার।

  • @salmanrashid8579
    @salmanrashid8579 หลายเดือนก่อน

    জনাব চমৎকার আবৃতি হয়েছে। আমি এমন একজন মানুষ যার কবিতা আবৃতি পছন্দ না। কিন্তু আপনার গলায় কিছু একটা আছে যা আমার মত মানুষেরও মন নিয়ে গেছেন। আজ টানা ৪ বছর এই কবিতাটা শুধু আপনার গলায়ই শুনি। অনেক সুন্দর

  • @muktisengupta6681
    @muktisengupta6681 2 ปีที่แล้ว +4

    আশ্চর্য সুন্দর। শোনাবার জন্য অশেষ ধন্যবাদ।

  • @kajolrekha3884
    @kajolrekha3884 2 ปีที่แล้ว +3

    কবির কন্ঠ এত সুন্দর, প্রেমে পড়তে হয় বার বার

  • @hridisworld5440
    @hridisworld5440 3 ปีที่แล้ว +2

    অসম্ভব ভালো লাগলো।।। ভারত থেকে।।। জীবনানন্দ এত ভালো খুব কম লোক আবৃত্তি করেন।।

  • @cr-qk3hv
    @cr-qk3hv 4 ปีที่แล้ว +2

    How many times i heard cant be counted. This is the best recitation. Even Jibon ananda das would have been happy to listen this.

  • @pramitichatterjee1016
    @pramitichatterjee1016 ปีที่แล้ว

    খুব শান্তি লাগলো শুনে ।

  • @MDMehediHasan-ph3nj
    @MDMehediHasan-ph3nj 6 ปีที่แล้ว +31

    আট বছর আগের একদিন
    জীবনানন্দ দাশ
    শোনা গেলো লাশকাটা ঘরে
    নিয়ে গেছে তারে;
    কাল রাতে - ফাল্গুনের রাতের আঁধারে
    যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
    মরিবার হলো তার সাধ।
    বধূ শুয়ে ছিলো পাশে - শিশুটিও ছিলো;
    প্রেম ছিলো, আশা ছিলো - জোৎস্নায়, - তবু সে দেখিল
    কোন ভূত? ঘুম কেন ভেঙে গেলো তার?
    অথবা হয়নি ঘুম বহুকাল - লাশকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার।
    এই ঘুম চেয়েছিলো বুঝি !
    রক্তফেনামাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি
    আঁধার ঘুজির বুকে ঘুমায় এবার;
    কোনোদিন জাগিবে না আর।
    ' কোনোদিন জাগিবে না আর
    জানিবার গাঢ় বেদনার
    অবিরাম - অবিরাম ভার
    সহিবে না আর - '
    এই কথা বলেছিলো তারে
    চাঁদ ডুবে চলে গেলে - অদ্ভুত আঁধারে
    যেন তার জানালার ধারে
    উটের গ্রীবার মতো কোনো-এক নিস্তব্ধতা এসে।
    তবুও তো প্যাঁচা জাগে;
    গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে
    আরেকটি প্রভাতের ইশারায় - অনুমেয় উষ্ণ অনুরাগে।
    টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে
    চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা;
    মশা তার অন্ধকার সঙ্ঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে।
    রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি;
    সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কতো দেখিয়াছি।
    ঘনিষ্ঠ আকাশ যেন - যেন কোন বিকীর্ণ জীবন
    অধিকার করে আছে ইহাদের মন;
    দূরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরণ
    মরণের সাথে লড়িয়াছে;
    চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বথের কাছে
    এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা - একা;
    যে জীবন ফড়িঙের, দোয়েলের - মানুষের সাথে তার হয় নাকো দেখা
    এই জেনে।
    অশ্বথের শাখা
    করেনি কি প্রতিবাদ? জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে
    করেনি কি মাখামাখি?
    থুরথুরে অন্ধ প্যাঁচা এসে
    বলেনি কি : 'বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে?
    চমৎকার! -
    ধরা যাক দু -একটা ইঁদুর এবার!'
    জানায়নি প্যাঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার?
    জীবনের এই স্বাদ - সুপক্ব যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের -
    তোমার অসহ্য বোধ হলো;
    মর্গে কি হৃদয় জুড়োলো
    মর্গে - গুমোটে
    থ্যাঁতা ইঁদুরের মতো রক্তমাখা ঠোঁটে!
    শোনো
    তবু এ মৃতের গল্প; - কোনো
    নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই;
    বিবাহিত জীবনের সাধ
    কোথাও রাখে নি কোন খাদ,
    সময়ের উর্ধ্বতনে উঠে এসে বধূ
    মধু - আর মননের মধু
    দিয়েছে জানিতে;
    হাড়হাভাতের গ্লানি বেদনার শীতে
    এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই;
    তাই
    লাশকাটা ঘরে
    চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের'পরে।
    জানি - তবু জানি
    নারীর হৃদয় - প্রেম - শিশু - গৃহ - নয় সবখানি;
    অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয় -
    আরো এক বিপন্ন বিস্ময়
    আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
    খেলা করে;
    আমাদের ক্লান্ত করে;
    ক্লান্ত - ক্লান্ত করে;
    লাশকাটা ঘরে
    সেই ক্লান্তি নাই;
    তাই
    লাশকাটা ঘরে
    চিৎ হয়ে শুয়ে আছে টেবিলের 'পরে।
    তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা,
    থুরথুরে অন্ধ পেঁচা অশ্বথের ডালে বসে এসে,
    চোখ পালটায়ে কয় : 'বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে?
    চমৎকার !
    ধরা যাক দু - একটা ইঁদুর এবার -'
    হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার?
    আমিও তোমার মতো বুড়ো হব - বুড়ি চাঁদটারে আমি করে দেব
    কালীদহে বেনো জলে পার;
    আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার।

  • @mmsuzan2246
    @mmsuzan2246 4 ปีที่แล้ว +2

    খুবই ভালো লাগলো আবৃত্তিটি।
    অনেক অনেক শুভকামনা রইলো।

  • @jewelhussainkazi811
    @jewelhussainkazi811 9 หลายเดือนก่อน

    আমি প্রতিদিন একবার শুনি ঘুমানোর আগে

  • @SobujHossain-po9yx
    @SobujHossain-po9yx 10 วันที่ผ่านมา

    আমার কাছে অনেক ভালো লাগে ❤❤❤😊😊😊

  • @nicemelody3314
    @nicemelody3314 ปีที่แล้ว

    এটা যে সময়ের কবিতা সেই সময়ে আমি ছিলাম না পৃথিবীতে, কতটা দুঃসময় আর মানুষ ছিলো কতটা অসহায় এখনো বোঝা যায়, শরিরের সবকটা লোম দাঁড়িয়ে যায়।

  • @mahfuzswe
    @mahfuzswe 4 ปีที่แล้ว +5

    যে জীবন ফড়িঙের, দোয়েলের -
    মানুষের সাথে তার হয় নাকো দেখা...

  • @raisulklikhon2899
    @raisulklikhon2899 3 ปีที่แล้ว +3

    "শোনা গেলো লাশকাটা ঘরে
    নিয়ে গেছে তারে
    কালরাতে -ফাল্গুনের রাতের আঁধারে
    যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
    মরিবার হলো তার সাধ।"

    • @NazmulAhsanAbritti
      @NazmulAhsanAbritti  3 ปีที่แล้ว +1

      অশেষ ধন্যবাদ। জয় হোক আবৃত্তির।

  • @supritiranjankhanra3539
    @supritiranjankhanra3539 4 ปีที่แล้ว +1

    This is a perfect writing on human tyrannies over animal in the name of development,urbanisation, industrialisation... For getting their values and roles...

  • @monwarulislamrebelinternat7079
    @monwarulislamrebelinternat7079 11 หลายเดือนก่อน

    মন তছনছ হয়ে যায়

  • @failuressoul1033
    @failuressoul1033 ปีที่แล้ว

    জীবনান্দ❣️

  • @emran8927
    @emran8927 4 ปีที่แล้ว +1

    was wondering to hear this kobita and found your one. super recited

  • @mostofapk5760
    @mostofapk5760 6 หลายเดือนก่อน

    Aha maya

  • @thejack810
    @thejack810 6 ปีที่แล้ว

    অসাধারণ কবিতা,মন ছুঁয়ে যায়,যতবার শুনি ততই মুগ্ধ হই!!

    • @NazmulAhsanAbritti
      @NazmulAhsanAbritti  4 ปีที่แล้ว

      আমিও মুগ্ধ, আপনার ভালো লাগায়। আন্তরিক ধন্যবাদ।

  • @nirmalyachoudhury2461
    @nirmalyachoudhury2461 2 ปีที่แล้ว

    শিহরণ-জাগানিয়া।

  • @babyroy9163
    @babyroy9163 ปีที่แล้ว +1

    সুন্দর ❤🙏❤

  • @jewelrudra5300
    @jewelrudra5300 4 ปีที่แล้ว

    অসম্ভব সুন্দর
    বার বার শুনতে ইচ্ছে করে ।

  • @AtulChandraRoyOfficial-pc8gl
    @AtulChandraRoyOfficial-pc8gl ปีที่แล้ว

  • @tanintanha8387
    @tanintanha8387 4 ปีที่แล้ว +1

    Onek valo hoyece..

  • @sabbirahmed8602
    @sabbirahmed8602 7 หลายเดือนก่อน

    best

  • @jihadulislam2461
    @jihadulislam2461 3 ปีที่แล้ว +1

    অসাধারণ আব্বৃত্তি। আহা.. কি কবি.. কি কবিতা.. কি ভাষা... আহা!

  • @russelhossain8566
    @russelhossain8566 4 ปีที่แล้ว +2

    অসাধারণ

  • @mintusaha8565
    @mintusaha8565 3 ปีที่แล้ว +2

    মহা কবির কবিতা জীবনানন্দ দাশ

  • @md.monjurulahsan9610
    @md.monjurulahsan9610 4 ปีที่แล้ว +1

    কি অসাধারণ আবৃত্তি।

    • @NazmulAhsanAbritti
      @NazmulAhsanAbritti  4 ปีที่แล้ว +1

      আন্তরিক ধন্যবাদ। পাশে থাকুন এবং সৃজন আনন্দে থাকুন।

  • @sagorsamitroy6541
    @sagorsamitroy6541 4 ปีที่แล้ว +2

    চমৎকার

  • @as.rehman
    @as.rehman 4 ปีที่แล้ว +1

    আবৃত্তি ভালো লেগেছে!

  • @palashrahman1904
    @palashrahman1904 ปีที่แล้ว

    মৃত্যুর কারন কি তাহলে, যে জীবন দোয়েলের, শালিকের (স্বাধীনতা, আত্মসম্মান, নীরব যন্ত্রণা) থেকে রক্ষার স্থায়ী সমাধানের মতো)

  • @biswajitdas9019
    @biswajitdas9019 4 ปีที่แล้ว +4

    এই তো ছিলাম শিশু এই তো ছিলাম বালক
    এই তো ইস্কুল থেকে ফিরলাম এই তো পাখির পালক
    কুড়িয়ে আনলাম এই তো মাঘের দুপুরে
    বাসা ভাঙলাম শালিকের সাঁতরিয়ে এলাম পুকুরে
    এই তো পাড়লাম কুল এই তো ফিরলাম মেলা থেকে
    এই তো পেলাম ভয় তেঁতুলতলায় এক শাদাবউ দেখে
    এই তো নবম থেকে উঠলাম দশম শ্রেণীতে
    এই তো রাখলাম হাত কিশোরীর দীঘল বেণীতে
    এই তো নিলাম তার ঠোঁট থেকে রজনীগন্ধা ।
    এরই মাঝে এতো বেলা ? নামলো সন্ধ্যা ?

    • @hridoypanchait6911
      @hridoypanchait6911 4 ปีที่แล้ว

      এই কবিতা নাম টা কি

  • @kaushikkraft
    @kaushikkraft 3 ปีที่แล้ว

    দারুন আবৃত্তি

  • @kalpanabala3879
    @kalpanabala3879 3 ปีที่แล้ว

    My Favorite Poem

  • @rahmanmoti
    @rahmanmoti 5 ปีที่แล้ว +2

    my favorite poem.
    unparalleled jibanananda das.

  • @supritiranjankhanra3539
    @supritiranjankhanra3539 4 ปีที่แล้ว +2

    Excellent...

  • @crescentgroup3410
    @crescentgroup3410 5 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগল ...

  • @nahidaafroj7587
    @nahidaafroj7587 4 ปีที่แล้ว +2

    "Aat bochor ager ekdin"why this name?

  • @ardipro3898
    @ardipro3898 4 ปีที่แล้ว +1

    Khub sundor

  • @rituparnabanerji3797
    @rituparnabanerji3797 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @animeshhazra7953
    @animeshhazra7953 3 ปีที่แล้ว +1

    খুব সুন্দর

  • @AEM71
    @AEM71 6 ปีที่แล้ว

    অনবদ্য । ধন্যবাদ শেয়ার করার জন্য।

  • @piashmahmud4621
    @piashmahmud4621 6 ปีที่แล้ว +1

    লাশকাটা ঘরে, নিয়ে গেছে তারে 😍😍😍

  • @sobujbarai5051
    @sobujbarai5051 4 ปีที่แล้ว +1

    অসাধারণ 🌸🌹

  • @BiswasHafij
    @BiswasHafij 4 ปีที่แล้ว +1

    অনেক সুন্দর!

  • @neelnirjon4084
    @neelnirjon4084 4 ปีที่แล้ว +1

    bhalo laglo...

  • @RebaRupa
    @RebaRupa 3 หลายเดือนก่อน

    এই নাজমুল কি কস রে মরি নাই আমি আছি রে

  • @adnaanshah1771
    @adnaanshah1771 4 ปีที่แล้ว +2

    এই কবিতাটা শুনলেই কেনো জানি মনে হয় কবি আত্মহত্যাই করেছেন :'(

  • @GoutamSarkar-rn3mm
    @GoutamSarkar-rn3mm 4 ปีที่แล้ว

    দারুণ আবৃত্তি

    • @NazmulAhsanAbritti
      @NazmulAhsanAbritti  4 ปีที่แล้ว

      প্রীতিময় শুভেচ্ছা।

  • @nahidaminparag5344
    @nahidaminparag5344 6 ปีที่แล้ว +1

    চমৎকার😍😍

  • @asrafulislam4929
    @asrafulislam4929 3 ปีที่แล้ว

    🙂

  • @NS-gr9cy
    @NS-gr9cy 4 ปีที่แล้ว +1

    I wish I could understand Bangla.
    I know its something deep but can someone give a brief explanation.

    • @ranabarua591
      @ranabarua591 3 ปีที่แล้ว +2

      A man committed suicide hanging himself from a ashvatth tree in a moonlit night, despite having a wife, a child and love, hope and everything he needs. Was there any plausible reason behind such act? Or maybe we dont have any answer to many of the mysteries in our life.
      you can read the english translation here www.parabaas.com/jd/articles/seely_scent_eightyears.shtml

  • @piklupriyo5081
    @piklupriyo5081 5 ปีที่แล้ว +1

    যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় নাকো দেখা ৷

  • @nirmalyachoudhury2461
    @nirmalyachoudhury2461 2 ปีที่แล้ว

    কয়েকটি উচ্চারণ ত্রুটিপূর্ণ: “ফাঁদ” হবে, “ফাদ” নয়; “ভেসে” হবে, “ভেঁসে” নয়।

  • @ssmarjan
    @ssmarjan 6 ปีที่แล้ว

    মুগ্ধ হলাম . . .

    • @NazmulAhsanAbritti
      @NazmulAhsanAbritti  4 ปีที่แล้ว

      আন্তরিক ধন্যবাদ। পাশে থাকুন এবং সৃজন আনন্দে থাকুন।

  • @rameshdas2450
    @rameshdas2450 ปีที่แล้ว

    আবৃত্তিকার এবং প্রশংসায় যারা উদ্বাহু তাঁরা কবিতা এবং কবিতায় ব্যবহৃত শব্দগুলোর অর্থ বোঝেন কি ? 'সময়ের ঊর্ধ্বতনে' এই কথা জীবনানন্দ লিখেছিলেন ? মানে কী ?

  • @raatulahmed982
    @raatulahmed982 5 ปีที่แล้ว

    দারুণ

  • @shoakitbakshi1025
    @shoakitbakshi1025 2 ปีที่แล้ว +1

    একটা অনুরুধ করবো

    • @NazmulAhsanAbritti
      @NazmulAhsanAbritti  2 ปีที่แล้ว

      আন্তরিক ধন্যবাদ।

    • @shoakitbakshi1025
      @shoakitbakshi1025 2 ปีที่แล้ว

      আপনার ইমেইল পাওয়া যাবে কি

    • @NazmulAhsanAbritti
      @NazmulAhsanAbritti  2 ปีที่แล้ว

      @@shoakitbakshi1025 nazmulahsanabritti@gmail.com

  • @krishnadebnath5887
    @krishnadebnath5887 9 หลายเดือนก่อน

    ekhanei kobitati purnota pelo

  • @rebelmonwar2765
    @rebelmonwar2765 4 ปีที่แล้ว

    লাশ কাটা ঘরে। আহ

  • @nicemelody3314
    @nicemelody3314 ปีที่แล้ว

    কি একটা করুন সময়,করুন দিনের কথা লিখেছেন তারপরও কতো অমৃত ভাষায় লিখেছেন।

  • @mehedihasanlimon1196
    @mehedihasanlimon1196 4 ปีที่แล้ว +1

    আহ ! লাইনগুলো যেন কানে এসে বাজে প্রতিনিয়ত ...............।

  • @mamunsultanvoiceofpoem5214
    @mamunsultanvoiceofpoem5214 4 ปีที่แล้ว +1

    অসাধারণ

  • @pritomdas7215
    @pritomdas7215 6 ปีที่แล้ว

    যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় নাকো দেখা ৷

  • @krishnamazumder4576
    @krishnamazumder4576 5 ปีที่แล้ว +1

    অসাধারণ