চোখের জলে প্রিয়জনদের ছেড়ে পাড়ি দিলাম আজ প্রবাসের পথে..পৌঁছালাম আমরা আজ আমেরিকায়

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 3.1K

  • @chaitalimalakar1592
    @chaitalimalakar1592 4 หลายเดือนก่อน +15

    এই ভিডিওটি দেখে শুধুই চোখে জল আসছে। আবার একটি বছরের অপেক্ষা। তোমার দৃষ্টিভঙ্গি এত সুন্দর ও পরিচ্ছন্ন তাই তুমি যেটাই দেখাও সেটাই এত সুন্দর লাগে। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেখাও ও বলো।তাই তোমার ব্লগ এত ভালো লাগে। রামার কথা গুলো ভারী মিষ্টি লাগে ।তোমরা সকলে ভালো থাকো।

  • @arianulshaikh2508
    @arianulshaikh2508 4 หลายเดือนก่อน +515

    মনে হচ্ছে নিজের কেউ ছেরে চলে জাচ্ছে চোখের কোনায় জল চলে এসছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন

    • @PriyaDas-dl3vs
      @PriyaDas-dl3vs 4 หลายเดือนก่อน +8

      Same amar hoyche😢kintu jane na nijer keu na hoye oo khokon eto ta maya pore gechi jane na family

    • @joymaardarbar9501
      @joymaardarbar9501 4 หลายเดือนก่อน

      @@arianulshaikh2508 hm go

    • @tapasighosh1294
      @tapasighosh1294 4 หลายเดือนก่อน +3

      Ekdom thik kotha

    • @SmilingFlowerBasket-cj7hr
      @SmilingFlowerBasket-cj7hr 4 หลายเดือนก่อน +2

      Akdom tai
      Amar o chokher kone jol ese gelo

    • @Pampa-ju2ml
      @Pampa-ju2ml 4 หลายเดือนก่อน +1

      Thik tai

  • @kakalimandal2967
    @kakalimandal2967 4 หลายเดือนก่อน +6

    সাধারণ কথাই কত সুন্দর মন ছুঁয়ে যায়,কোন বাহুল্য নেই ভাষার তাও,সবাইকে নিয়ে ভালো থেকো,আসলে তুমি আর তোমার পরিবার খুব ভালো মনের মানুষ,এটাই কাম্য❤

  • @jogmayananda112
    @jogmayananda112 4 หลายเดือนก่อน +212

    মা মহুয়া আমরা সবাই পৃথিবীতে আসার সময় return টিকিট কেটে ই এসেছি। একদিন যাওয়া মানে পরমায়ু থেকে একদিন কমে যাওয়া। তফাত্ শুধু এটাই তুমি এখানে যাতায়াতের সময় জানো। পৃথিবীর থেকে কবে চলে যাব সেটা অজানা। ভালো থেকো সুস্থ থেকো

    • @AJMIRAPARVIN-l7w
      @AJMIRAPARVIN-l7w 4 หลายเดือนก่อน +9

      Darun laglo comment ta❤❤

    • @jogmayananda112
      @jogmayananda112 4 หลายเดือนก่อน

      @@AJMIRAPARVIN-l7w বুজতে পেরেছেন বলে ‌আননদিত। গীতা উপনিষদ ভাগবত পাঠে এসব বোঝা যায়

    • @priyankadutta6417
      @priyankadutta6417 4 หลายเดือนก่อน +3

      Sotti Darun laglo comment ta

    • @rakhiroy4468
      @rakhiroy4468 4 หลายเดือนก่อน +4

      Darun laglo apnar comment ta

    • @Vectornibir
      @Vectornibir 4 หลายเดือนก่อน +5

      একটি ব্যাতিক্রম বাস্তবধর্মী মন্তব্য ❤

  • @NajminParvin-x2c
    @NajminParvin-x2c 4 หลายเดือนก่อน +17

    আবার সেই আমেরিকার শহর অলিগলি রাস্তা ঘাট দেখতে পাবো কিন্তু তোমার জন্মভূমির প্রতি আমার আলাদা রকম ভালোবাসা আছে তোমার মা, বাবা , মিতুন রানী সকল কেই মিস করবো এবারে মেহা রামার দারুন সময় কাটালো তার ঠাম্মির বাড়ি আর দিদুন এর বাড়ি তে খুব ভালো থেকো মেহা রামা মহুয়া দি ❤❤

  • @ambikadas9553
    @ambikadas9553 4 หลายเดือนก่อน +34

    এ যেনো রবীন্দ্রনাথ এর ছোটো গল্প শেষ হয়েও হলো না শেষ......সব সময়েই তাই মনে হয় আরেকটু হলে ভালো হতো.....ভালো থেকো তোমরা....❤❤

  • @pervinkazi568
    @pervinkazi568 4 หลายเดือนก่อน +42

    পৌঁছোনোর পর ফুল গাছটা সত্যিই মনটা জুড়িয়ে দিয়েছে .....খুব ভালো হয়েছে দেশে আসা এবং পৌঁছোনো পর্যন্ত ব্লগ ৷

  • @tandraghosh9359
    @tandraghosh9359 4 หลายเดือนก่อน +20

    তোমরা ভালো মতো পৌঁছে গেছো দেখে ভালো লাগলো। আবার ১ বছরের অপেক্ষায় থাকবো। তোমার চোখের জল দেখে আমার চোখের কোলেও জল এসে গেল। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো।

  • @mkmallick
    @mkmallick 4 หลายเดือนก่อน +8

    আমি ব্লক টা দেখছি 6 ঘন্টা পর এখন রাত্রি বাজে দুটো এতক্ষণ দেখিনি কেন জানি খুবই ইমোশনাল হয়ে পড়বো আমার দেখতে ইচ্ছে করছিল না এই ব্লগটা সত্যি বল কেমন একটা মনের মধ্যে

  • @Arumita_Always
    @Arumita_Always 4 หลายเดือนก่อน +85

    কোনোদিন দেখিনি সামনা সামনি। তোমার মত আমিও ছিলাম প্রবাসিনী, তবে ৩ বছর। আমরা প্রথমে ছিলাম পেনসিলভানিয়া, তারপর ফ্লোরিডা, ম্যাসাচুসেটস হয়ে শেষে সেই তোমার ক্যালিফোর্নিয়া। দেশে ফিরলাম ২০১৯ এর মাঝা মাঝি। সেই থেকে এখানেই। তোমার প্রতিটি vlog এ টুকরো টাকরা নিজেকে খুঁজে পাই। এই অনুভূতিগুলোর মধ্যে দিয়ে আমিও তো গেছি। তবে আমার আর মাঝে দেশে আসা যাওয়া হয় নি। তোমার মতই ছিলাম ব্যাঙ্গালোরে বিয়ের পর সুদীর্ঘ ৭ বছর। সেখান থেকে যখন পুজো বা গরমের ছুটিতে বাড়ি আসতাম, এক্কেবারে এরম মনের ভিতরটা হুহু করে উঠতো। আর সেই ব্যাঙ্গালোর ছেড়ে যখন কলকাতা হয়ে প্রবাসে গেলাম, চোখে তখন মা গঙ্গা বইছেন। ফোলা চোখ মুখ নিয়ে প্রচন্ড ঠান্ডায় নেমেছিলাম পেনসিলভানিয়া তে। আজ এত বছর পরেও তোমার কোথায় সে সব স্মৃতি তাজা হয়ে ওঠে।
    ভালো থেকো তোমরা। রামা মেহা কবেই যেন আমার তাতানের মত নিজের হয়ে গেছে। ওরা ভালো থাকুক, ভালো ভাবে বড়ো হোক। বাবা মায়ের মতোই বড়ো মনের মানুষ হোক, এই আশীর্বাদ করি

  • @abegerjanala
    @abegerjanala 4 หลายเดือนก่อน +107

    ফুলগুলো দেখে মনে হলো যেন ওরা একরাশ হাসি নিয়ে অভ্যর্থনা জানাচ্ছে।সব মন খারাপ আর দুঃখকে নিমিষে গুম করে দেওয়ার ক্ষমতাই যেনো লুকিয়ে আছে ঐ মিষ্টি হাসিমাখা ফুলগুলোর মধ্যে।
    মনটা পুরো ভরে গেল। একটাই request যখনই নতুন ভিডিও করবে তখন ওদেরকেও একটু দেখিও please।

    • @suparnakarmakar562
      @suparnakarmakar562 4 หลายเดือนก่อน +1

      Amr moner kotha ta apni bole dilen

  • @Riya-k2u
    @Riya-k2u 4 หลายเดือนก่อน +14

    তোমার কথার মধ্যে আমি যেন প্রাণ খুঁজে পায় এত সুন্দর বিনয়ী কথাবার্তা সকল কে মুগ্ধ করে দেয়
    ভালো থেকো প্রবাসে

  • @panchak.
    @panchak. 4 หลายเดือนก่อน +11

    দিদি দেখতে দেখতে একটা বছর কেটে যাবে। তোমার পাশাপাশি আমাদের ও মন ভারাক্রান্ত হয়ে গেল। খুব ভালো থেকো দিদি তোমরা সকলে।

  • @sahelisaha1919
    @sahelisaha1919 4 หลายเดือนก่อน +108

    জানি দিদি অনেকদিন আগেই তোমরা দেশে পৌঁছে গেছো ভিডিওগুলো অনেক দেরিতে আসছে কিন্তু এই দিনটা, আমরা যারা দূরে থেকে মায়ের কাছে যাই ফেরার দিনটা সত্যিই খুব কষ্টের হয়

  • @shalukritikadas797
    @shalukritikadas797 4 หลายเดือนก่อน +5

    সত্যি ছোটো বেলায় মা বাবার সাথে যখন গ্রামে ঠাকুমার বাড়ি ,পিসির বাড়ি যেতাম তখন কতই না আনন্দ ,কতো ভাবনা চিন্তা করে যেতাম ,আর সেই সুখের ,আনন্দের দিনগুলো কতো তাড়াতাড়ি কেটে যেতো বুজতেই পারতাম না আর যখন বাড়ি ফেরার সময় এসে যেতো তখন বলে বোঝাতে পারবো না কতো টা কষ্ট হতো।আজ কতো বছর হয়ে গেলো গ্রামের বাড়ি যেতে পারি নি।এই ভিডিও টা দেখে তো আমার চোখ দিয়ে জল এসে গেলো।😢

  • @riyaalvi188
    @riyaalvi188 4 หลายเดือนก่อน +66

    আপনি আমাদের কাছে এতো আপন হয়ে গেছেন যেন নিজের দিদি চলে যাচ্ছে। চোখের জল আটকে রাখতে পারলাম না। আপনাদের জন্য অনেক ভালোবাসা❤ আমরাও ১ বছর অপেক্ষায় রইলাম 😊ভালো থেকো❤

    • @sukdevshit2342
      @sukdevshit2342 4 หลายเดือนก่อน

      Ekdom sotti kotha😢

    • @COSMIC_BOY246
      @COSMIC_BOY246 4 หลายเดือนก่อน

      Sotty kotha jake baktigatovabe chinina tar etota apon haoa vabai jaina.choher jol atkate parina keno

  • @shunya2015
    @shunya2015 4 หลายเดือนก่อน +57

    তোমার চোখে জল দেখলে যেমন তোমার পরিবারের কষ্ট হয়, সঙ্গে আমাদেরও খুব কষ্ট হয় !
    অনেকদিন ধরে দেখছি তো, তোমার প্রতি কেমন যেন একটা মায়া বসে গেছে !😢

    • @blogbuzz4678
      @blogbuzz4678 4 หลายเดือนก่อน

      Sotti joto bar ami Mohuya dir chokhe jol dekhi jeno koste buk ta fete jay r uni kotha gulo ato sundor kore bolen j choke jol aste badhhdho 😢 ❤
      Ata amr 1st comment Mohuya dir vlog a 🥰
      Vlog gulo dekhle onk kotha blte echha holeo moner ato kotha comment a likhe prakash kora jay na tai video dekhte dekhte nijei bokte thaki😄

  • @barunkumardhar8852
    @barunkumardhar8852 4 หลายเดือนก่อน +22

    "ভালো থেকো আমার দেশ" বিদায় বেলায় এই কথাটা যেন মনটাকে নাড়া দিয়ে গেলো।
    ভালো থেকো মহুয়া,সুখে থেকো,আনন্দে থেকো।

  • @nabanitasinha2594
    @nabanitasinha2594 4 หลายเดือนก่อน +14

    ভীষণ কষ্ট হচ্ছে এই দেশ ছেড়ে যাওয়ার ব্লগটি দেখে, তোমার প্রতিটি কথা বড় হৃদয় ছুঁয়ে যায়,, মনে হচ্ছে তোমাকে বলি মহুয়া আমেরিকা ফিরে যেও না,, ব্যাঙ্গালোরেই মাণিক বাবুকে বোলো কাজে নিযুক্ত হতে।

  • @manalideysarkar7440
    @manalideysarkar7440 4 หลายเดือนก่อน +147

    তোমার নিজের দেশ, নিজের লোক, নিজের পরিবারের প্রতি ভালোবাসা তোমার প্রত্যেক কথায় ফুটে ওঠে...ভালো থেকো তোমরা ❤

    • @ranjanamukherjee4545
      @ranjanamukherjee4545 4 หลายเดือนก่อน

      Tomer ak gach phool ki sundor tomader ka abhi badon janalo bolo jano ki apakha bhari sundor aber asbee ascha bochor tina bhalo thako maaher. Didun

    • @Panchphoron395
      @Panchphoron395 4 หลายเดือนก่อน

      ❤❤

    • @AsClassAnanyochampion
      @AsClassAnanyochampion 4 หลายเดือนก่อน +1

      আমাদের ও মন খারাপ।আবার এসো তাড়াতাড়ি।

    • @makegoodaidia7696
      @makegoodaidia7696 4 หลายเดือนก่อน

      Dear Sister
      You are so affectionate. Your voice is so cordial. As if you are my own sister...dear sister. I love to see you in India .. 🙏🙏🙏🙏

    • @berar677
      @berar677 4 หลายเดือนก่อน +1

      খুব সুন্দর

  • @mousumighosh7198
    @mousumighosh7198 4 หลายเดือนก่อน +2

    প্রথমেই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তাঁর আশীর্ব্বাদে নিরাপদে আপনারা আমেরিকা পৌঁছে গেছেন। দেখতে দেখতে এক বছর কেটে যাবে আর আবার দেশের মাটিতে প্রিয়জনের সাথে দেখা হবে....ভালো থাকবেন....ভালোবাসা নেবেন....পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইলাম❤❤❤

  • @traveldebjani
    @traveldebjani 4 หลายเดือนก่อน +8

    মানুষ কেমন যেন পাখির মতো। আজ এখানে তো কাল অন্য কোথাও। নিমেষের মধ্যেই স্থান পরিবর্তন। সত্যি ভাবতেই অবাক লাগে। দেশের মাটির এক আলাদাই টান থাকে, মায়ের সাথে যেমনটি নাড়ির টান ঠিক তেমনই টান। ভালো থেকো তুমি। আবার এক বছরের অপেক্ষা রইলো।

  • @শখেররান্নাঘর-বাঙালী-রেসিপি

    "যারা স্বর্গ গত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি"❤❤❤ আজ ভিডিও টা দেখতে দেখতে এই লাইন গুলোই বার বার মনে হচ্ছিল, নিজের জন্মভূমিকে ছেড়ে যাওয়া বোধ করি খুব ই কষ্টের।ভালো থেকো।❤

  • @kakolichanda7299
    @kakolichanda7299 4 หลายเดือนก่อน +4

    ভালো থেকো মহুয়া ছেলে মেয়ে ও বর কে নিয়ে ❤ সামনের বছর আবার এসো সপরিবারে। দেশ ছাড়ার আগে তোমার "ভালো থেকো আমার দেশ" কথাটা ভীষন ভাবে মন কে নাড়িয়ে দিয়ে গেলো ❤ সুস্থ থেকো সকলে 💝

  • @sonalibiswas1712
    @sonalibiswas1712 4 หลายเดือนก่อน +70

    মনে হচ্ছে আমার বোন আবার আমাদের ছেড়ে ফিরে যাচ্ছে তার নিজের ঘরে।
    যেনো মা দুর্গা সারা বছরের আনন্দ নিয়ে এলো পুরো পরিবার কে সাথে করে.... আবার ফিরে গেলো কৈলাশে ❤❤
    সবাইকে নিয়ে খুব ভালো থেকো ❤❤

  • @armitakarmakar
    @armitakarmakar 4 หลายเดือนก่อน +11

    তুমিও ভালো থেকো দিদিভাই,রামা,মেহা ও দাদা কেও ভালো রেখো আবার ফিরে আসার অপেক্ষায় রইলাম দিদিভাই।

  • @debasishmajumder6346
    @debasishmajumder6346 4 หลายเดือนก่อน

    আপনার চলে যাওয়া দেখে আমারও দু চোখে জল চলে এসেছে,আপনার সন্তান দের দেখে খুব ভালো লাগলো আর কষ্ট হলো, যে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেলেন,আবার আসবেন,আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আহ্বান রইলো।আপনাদের দেখেই মনে হলো যে খুব ভালো পরিবার।ভালো থাকুন,সুস্থ থাকুন।সত্যের জয় হোক।জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।

  • @iladas1319
    @iladas1319 4 หลายเดือนก่อน +4

    তোমাদের এই বিদায় বেলায় আমার ই মনে হচ্ছে আমার খুব আপন কেউ দেশ ছাড়ল, ভালো থেকো সকলে আবার দেশে ফেরার দিন কোনো।

  • @sayandas2801
    @sayandas2801 4 หลายเดือนก่อน +18

    'যখন আমি আমার রিটার্ন টিকিটটা কাটব না' কথাটা শুনে মন ছুঁয়ে গেলো ❤ বিদায়, আবারও হবে অবসান অপেক্ষার, ফিরব আমিও আবার এই বাংলায়

  • @papiyakarmakar7994
    @papiyakarmakar7994 4 หลายเดือนก่อน +5

    সত্যিই এই ছেড়ে যাওয়ার সময়টা খুবই বেদনার।। আমরা যারা প্রিয়জনকে ছেড়ে থাকি তারাই বোঝে কষ্ট টা। ভালো থেকো তোমরা সবাই।।আজ মনে হলো নিজের কেউ যাচ্ছে এতটাই কষট হচ্ছে।।ঠিক ততটাই আনন্দ হচ্ছিল যেদিন তোমরা দেশে এসেছিলে।। ভালো থেকো দিদি

  • @buladhara1201
    @buladhara1201 4 หลายเดือนก่อน +14

    রামার পুতুলের কান গুলিকে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রাখাটা আমার কাছে বেশ ভালো লাগলো ❤️❤️

  • @moliroy1585
    @moliroy1585 4 หลายเดือนก่อน +5

    দিদি আপনার বলা প্রতিটি জিনিসের বর্ননা এতো টাই সুন্দর ❤। যেনো মনে হয় ওই সকল জিনিস গুলো সমানে আমার দাঁড়িয়ে আছি।।😊❤

  • @ashimkumarghosal2549
    @ashimkumarghosal2549 4 หลายเดือนก่อน

    আপনার দেশের প্রতি ভালোবাসা আর আবেগ প্রবণতায় মুগ্ধ হয়ে গেলাম। আবার সুস্থ শরীরে বারে বারে ফিরে আসুন দেশের মাটিতে এই কামনা করি।

  • @chaitalidas6870
    @chaitalidas6870 4 หลายเดือนก่อน +19

    চোখে জল এসে গেলো দিভাই।আবার 1 বছর অপেক্ষা।

  • @dr.shellyroy8238
    @dr.shellyroy8238 4 หลายเดือนก่อน +38

    মনটা ভারাক্রান্ত হয়ে গেল গো মহুয়া। একটা বছর দেখতে দেখতে কেটে যাবে। ছেলেমেয়েদের স্কুল, পড়াশুনো, মানিকবাবুর অফিস, তোমার সাংসারিক কাজকর্ম আর ব্লগ বানানো..... এইসব নিয়েই কেটে যাবে, বুঝতেই পারবে না। ভালো থডকো, সুস্থ থেকো তোমরা.... এই প্রার্থনা করি। ❤️❤️❤️

  • @Parimal-e1y
    @Parimal-e1y 3 หลายเดือนก่อน

    দিদিভাই, তোমার সাবলীল ভ্রমণ-বর্ণনায় এমন একাত্ম হয়ে পড়েছিলাম যে মনে হচ্ছিল তোমাদের পরিবারের সঙ্গে আমিও সহযাত্রী। ভালো থেকো।

  • @amritachaudhary5822
    @amritachaudhary5822 4 หลายเดือนก่อน +71

    অনেক আগেই প্রবাস এই ফিরে গেছো,তবু আজ মনটা মুচড়ে উঠলো,মনে হলো এই মাটি ছেড়ে কত দূরে তুমি,ভালো থেকো দিদি,অপেক্ষায় থাকবো একটি বছর❤❤❤❤❤

  • @utsha78biswas
    @utsha78biswas 4 หลายเดือนก่อน +6

    মন খারাপ হয়ে গেলো গো,মনে হচ্ছে খুব আপন কেউ কাছ ছাড়া হয়ে গেলো,দেখতে দেখতে কেদেও ফেললাম, পরে ভাবলাম এই ফেরাটা না থাকলে আসার দিন গোনার আনন্দও থাকেনা ভাই, যাই হোক ভিডিও টা খুব ভালো লাগলো❤❤❤

  • @mandiraganguli3720
    @mandiraganguli3720 4 หลายเดือนก่อน +3

    ভিডিও গুলো দেখে সত্যিই যেন মনে হচ্চে নিজের কেও দেশ ছেড়ে ওদেশে যাচ্ছে, ভালো থেকো দিদি দাদা মেহা ও রামা❤❤❤❤

  • @umapaul9875
    @umapaul9875 4 หลายเดือนก่อน +10

    দিভাই আসছে বছর পূজোয় আসবে এই আবদার রাখছি❤❤ সব সময় সুখে থেকো স্বামী সন্তান পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে
    🙏🙏

  • @snehadeb7187
    @snehadeb7187 4 หลายเดือนก่อน +85

    চোখে জল চলে আসলো দেশ ছেড়ে যাওয়ার কথাটা শুনে 😢❤ সবাই খুব ভালো থেকো Have a Safe Journey ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @spiritualVlogs-nm2yj
    @spiritualVlogs-nm2yj 4 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো ভিডিওটা। আপনাদের চোখ দিয়ে বিদেশের নতুন অভিজ্ঞতা পেলাম। ভালো থাকবেন সবাই নমস্কার।

  • @bhaskarmitra888
    @bhaskarmitra888 4 หลายเดือนก่อน +46

    কলকাতা ছাড়ার সময় দিদির জলে ভরা চোখ আর ভারাক্রান্ত মন দেখে খুবই কষ্ট হলো। যারা বিদেশে থাকে তারাই হয়তো দেশ ছেড়ে থাকার কষ্টটা বুঝতে পারে। প্রতিটা মুহূর্ত, যেনো দুর্বিষহ হয়ে ওঠে প্রিয় মানুষ আর দেশের সেই বাঁধন ছেড়ে থাকতে। ভালো থাকবেন দিদি, মানিক দা। মেহা, রামাকে বুক ভরা ভালবাসা।

    • @debibhattacherjee316
      @debibhattacherjee316 4 หลายเดือนก่อน

      ঠিক কিন্ত কেউ ইচ্ছা না থাকলে ওই দেশে যায় ন

    • @bhaskarmitra888
      @bhaskarmitra888 4 หลายเดือนก่อน

      @@debibhattacherjee316
      ইচ্ছা নয়, উপায় নেই। ওনার বর ওখানে চাকরি করেন অগত্যা ওনাকে ওখানে গিয়েই থাকতে হবে।

  • @mridulapramanik9515
    @mridulapramanik9515 4 หลายเดือนก่อน +30

    গাছটা দেখেই মোনটা ভরে গেল। দেখবেন ঐ যে গাছে ফুল হয়েছে ওটাই অনেকটা মনটাকে হালকা করে দেবে😊❤

  • @aparajitwhoisriju8649
    @aparajitwhoisriju8649 4 หลายเดือนก่อน +1

    Apnar video dekhchi pray 2 bochor, ei prothom comment korchi. Apnar video eto sundor, mone hoy apnar sathe ei ghotonagulo amar satheo ghotche...khub sundor, chaliye jan. bachader bhalobasha, apnader abhinondon.

  • @BongDeshika
    @BongDeshika 4 หลายเดือนก่อน +30

    নিজের মানুষদের ছেড়ে বহুদূরে চলে যাওয়ার জন্য কতটা মনের জোড়ের প্রয়োজন সেটা যাদের সাথে হয় তারাই জানে মন টাকে কতটা মানিয়ে নিতে হয় ❤😊

  • @RannarRohosso
    @RannarRohosso 4 หลายเดือนก่อน +15

    আবারো ১ বছর.. ভালো সময় ভালো মুহূর্ত গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়... কিন্তু না গেলে তো আসার আনন্দটা আবার ফিরে পাওয়া যায় না। 🥰🥰🥰 ভালো থেকো তোমরা দিদিভাই। আবার নিজের নিজের সংসার নিজের জায়গা আবার ডেইলি রুটিন ❤️❤️❤️

  • @shampaghoshal7340
    @shampaghoshal7340 4 หลายเดือนก่อน +1

    তোমাদের চলে যাওয়া দেখে এবার সত্যিই কষ্ট পেলাম, আবার ভাল লাগল যে ঠিক মত পৌঁছে গেছ

  • @sonalisantra9001
    @sonalisantra9001 4 หลายเดือนก่อน +20

    আমি বাংলার বাইরে থাকি,তাতেই মনে হয় কতদূরে থাকি,কিন্ত তোমার এই দেশ ছেড়ে যাওয়া দেখে আর মন খারাপ দেখে সত্যিই এবার যখন যাব হয়ত কিছুটা হলেও কম মন খারাপ লাগবে।ভাল থাকবে মহুয়া সপরিবারে।❤❤❤

  • @nupurdey7584
    @nupurdey7584 4 หลายเดือนก่อน +67

    বিদেশে থাকো কিন্ত দেশে নিজের মানুষের কাছে আসার সময় এতটা কষ্ট মনে হয় না । কিন্তু যাওয়ার সময় ভীষন কষ্ট ও ঝামেলাও পোহাতে হয় । প্লেনে এতক্ষণ বসে থাকা মেহা ও রামা দেখে খুব কষ্ট হচ্ছিল। ভালো থেকো সবাই।

    • @Ranurboudi
      @Ranurboudi 4 หลายเดือนก่อน +1

      Best vlog sobar dekha uchit eto valo ki bolbo Amar vlog thekeo valo Best wishes

    • @RiyaRupMondal
      @RiyaRupMondal 4 หลายเดือนก่อน

      Hello

  • @sikhamoulick9820
    @sikhamoulick9820 4 หลายเดือนก่อน +2

    নিজের প্রিয় জনদের ছেড়ে বিদেশে থাকাটা খুব কষ্টের।তবু থাকতে হয়। এটাই জীবন। ভালো থেকো ❤

  • @SwastikaChakraborty-be4it
    @SwastikaChakraborty-be4it 4 หลายเดือนก่อน +568

    পশ্চিমবঙ্গ তোমাকে মিস করছে।ভালো থেকো সব নিয়ে।❤
    কার কার দিদির চলে যাওয়ার জন্য কষ্ট হচ্ছে।😢

    • @fulubiju9471
      @fulubiju9471 4 หลายเดือนก่อน +1

      amar....amar barir ato kachhe ase o samne theke dehte pelam na.ami khub unlucky

    • @MunmunSardar-pu9xh
      @MunmunSardar-pu9xh 4 หลายเดือนก่อน +1

      🥰🥰🥰🥰🥰♥️♥️♥️♥️♥️♥️🙏😭😭😭😭😭😭

    • @skhasnatjaman3437
      @skhasnatjaman3437 4 หลายเดือนก่อน

      tomar nanir

    • @MusicWorld-lw3sl
      @MusicWorld-lw3sl 4 หลายเดือนก่อน +1

      Amr to hoche

    • @fulubiju9471
      @fulubiju9471 4 หลายเดือนก่อน

      @@skhasnatjaman3437 bujhlam na

  • @sunandaghose6963
    @sunandaghose6963 4 หลายเดือนก่อน +4

    চোখে জল চলে আসলো দেশ ছেড়ে যাওয়ার কথা শুনে । তোমরা ও খুব ভালো থেকো ❤❤❤

  • @SyedNurIslam-e2v
    @SyedNurIslam-e2v 4 หลายเดือนก่อน +6

    মা বাবাকে ছেড়ে সংসার পেতেছি সুইজারল্যান্ডে আজ ১৩ বছর । প্রতিবার যখন আসি তখনি যাওয়ার সময় ভীষণ খারাপ লাগে, কান্না আসে 😭😭😭

  • @shampadas3985
    @shampadas3985 4 หลายเดือนก่อน +16

    'মনের মনিকোঠায় সযত্নে তুলে রাখলাম এবারে আমার দেশে আসার স্মৃতি গুলো ' লাইনটি মন ছুঁয়ে গেল..তুমি মন খারাপ কোরো না..একটা বছর দেখতে দেখতে পেরিয়ে যাবে..ভালো থেকো..সবাইকে ভালো রেখো..♥️♥️♥️♥️

  • @jayitadhara6829
    @jayitadhara6829 4 หลายเดือนก่อน +4

    Darun laglo, ato jinis niyeo ai vabe sob video tola mukher kotha na. Hats off

  • @sudeepachanda5898
    @sudeepachanda5898 4 หลายเดือนก่อน +1

    তোমার ভিডিওটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল, তোমাকে হয়তো কোনদিন দেখিনি কিন্তু এত সুন্দর কথা আমরা মুগ্ধ হয়ে যাই❤❤ তোমরা সবাই ভালো থেকো❤😍

  • @debabratamondal8319
    @debabratamondal8319 4 หลายเดือนก่อน +9

    চোখে সত্যি জল চলে এল আমার, ভালো থেকো দিদি তোমরা, সুস্থ থেকো তুমি | আবার এসো এই সোনার বাংলা |

  • @Sammroy98
    @Sammroy98 4 หลายเดือนก่อน +4

    ভালো থেকো তুমিও 🥺
    কান্না পেয়ে গেলো সত্যিই

  • @swadkahonorupkotha6178
    @swadkahonorupkotha6178 4 หลายเดือนก่อน +1

    আমার নিজের বলতে কেউ নেই ছেলে আর স্বামী ছাড়া । তোমার পরিবারকে দেখে খুব ভালো লাগে ,নজর না লাগুক তুমি ভাগ্যবতী ।স্বামী সন্তানদের নিয়ে খুব ভালো থেকো দিদি। দূরে আছো একদিকে ভালো , সবার সাথে সম্পর্ক ভালো থাকে, যদিও দাদার চাকরী সূত্রে তোমরা প্রবাসে থেকো ।পরিবার তোমাদের পাশে না থেকেও সাথে আছে ।খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো ❤️🥰

  • @eshaskitchen5921
    @eshaskitchen5921 4 หลายเดือนก่อน +4

    আমি বাংলাদেশ থেকে লিখছি।
    আমি অপেক্ষায় ছিলাম কবে তুমি আমেরিকায় ফিরবে।
    আজ আমার খুশি হওয়ার কথা, কিন্তু তোমার মন খারাপ দেখে আমারও কেন জানি খুব মন খারাপ হল।
    যাই হোক তুমি ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো।

  • @piyalichatterjee4987
    @piyalichatterjee4987 4 หลายเดือนก่อน +71

    পশ্চিমবঙ্গের মানুষ শুধু মা দুর্গার নয় তোমারও অপেক্ষা করে এক বছর ধরে 🥺❤️

  • @amarbastojibon7404
    @amarbastojibon7404 4 หลายเดือนก่อน +1

    খুব কষ্ট লাগলো কষ্টে চোখে জল চলে এল 'ভালো থেকো তুমি দেশ,' _তুমিও ভালো থেকো তোমার পরিবার নিয়ে নিজের আপন জন দের ছেড়ে আসা সে যে কি কষ্টের সেটা শুধু মেয়েরাই বোঝে

  • @champam7779
    @champam7779 4 หลายเดือนก่อน +5

    অনেক luggage। মহুয়া সত্যিই নিজের দেশ থেকে ফিরতে সত্যিই খুব কষ্টের কিন্ত নিজের বাড়িতেই ফেরার একটা আনন্দ আলাদা হয়........নিজের বিছানার গন্ধ আলাদা একটা বার্তা বহন করে। তোমরা সবাই এবার rest নাও।♥️♥️♥️♥️

  • @PriyankaSen-dt6sd
    @PriyankaSen-dt6sd 4 หลายเดือนก่อน +30

    তিনি তোমার চোখে জল দেখে সত্যিই আমাদের চোখে জল চলে এলো ❤️❤️❤️

  • @angshumansarkar3104
    @angshumansarkar3104 4 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো আপনার উপস্থাপনা। দেশের মাটির আলাদা আকর্ষণ। অনেক কষ্টকরে নিজেকে সামলেছেন । পুরো যাত্রাপথের বর্ণনা খুব ভালো লাগলো। ভালো থাকবেন সবাই।

  • @beautibose7924
    @beautibose7924 4 หลายเดือนก่อน +11

    এই দেশ আর দেশের মানুষ আমরা সকলেই আবার তোমার অপেক্ষায় রইলাম❤

  • @adityamakeupartistry8208
    @adityamakeupartistry8208 4 หลายเดือนก่อน +19

    Notification পেতেই সঙ্গে সঙ্গে চলে এলাম ❤

  • @ushakitchenvlog6141
    @ushakitchenvlog6141 4 หลายเดือนก่อน +1

    সত্যিই ফিরে যাওয়া টা খুব বেদনা দায়ক কিন্তু কিছু তো করার নেই তোমার ভারি গলায় কথা গুলো শুনে মনে হচ্ছে আমার নিজের দিদি আমাকে ছেড়ে চলে যাচ্ছে 'ভালো থেকো আমার দেশ ' কথাটা শোনার পর চোখে জল চলে এল বেতের কাজ গুলো সত্যিই ভারি সুন্দর বাড়ি ফিরে গাছ ভর্তি ফুল যেন সব কষ্ট দূর করে দিল ভালো থেকো সবাই ❤❤❤❤❤❤❤

  • @pratyaoysarkar6901
    @pratyaoysarkar6901 4 หลายเดือนก่อน +26

    তোমার এই ফিরে যাওয়ার vlog যে কত স্মৃতিচারণ করায় বলে বোঝাতে পারবো না। দেখতে দেখতে মনে হয় যেন কোন দূর দেশে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি, ঠিক যেমন পরন্ত বিকেলে ছাদে দাঁড়িয়ে, আকাশে ভেসে যাওয়া বিমান কে দেখে মনে হয়। বারবার নিজের বাড়ির ছাদ, লোকজন, প্রত্যেকটি ইটের কথা মনে পড়ে, ভালো থেকো তোমরা। ভালো থাকুক বাড়ি ছেড়ে দূরে থাকা প্রত্যেকটি মানুষ , বাড়ি ফিরে যাওয়ার প্রবল আকর্ষণ নিয়ে।❤️🙏🏻

    • @Theboys-m8s
      @Theboys-m8s 4 หลายเดือนก่อน +2

      যারা যারা দেশের বাইরে থাকে একমাত্র তারাই যানে কতটা কষ্ট আর তুমি যখন চলে যাচ্ছ তোমার চোখের জল দেখে খুব কান্না পাচ্ছে মনে হচ্ছে কাছে গিয়ে বলি আর কটাদিন থেকে যাও মহুয়া দিদি

  • @SampaVlog-gs3gj
    @SampaVlog-gs3gj 4 หลายเดือนก่อน +4

    অনেক অনেক Miss করবো প্রিয় দিদিভাই, অনেক অনেক শুভকামনা রইলো সকলের জন্য... অনেক ভালো থাকবে এবং সাবধানে থাকবে...🎉❤

  • @BIKRAMADITYADOLAI
    @BIKRAMADITYADOLAI 4 หลายเดือนก่อน +2

    "Valo theko desh " ai kotha ta amar khub valo lagche.amra jara dese thaki arom kore vabtei pari na...
    "Valo theko desh".....

  • @prajnaparamitachakraborty6048
    @prajnaparamitachakraborty6048 4 หลายเดือนก่อน +7

    Khoob bhalo laglo .tomar jonnye bidesh dekha holo.sobai ke niye bhalo theko❤❤❤

  • @sumanmanna6739
    @sumanmanna6739 4 หลายเดือนก่อน +121

    বড়ো ক্লান্ত আর বিষণ্ণ আজ আমাদের মহুয়া। আবার এক বছরের কাউন্টডাউন।এক বছর পরে মা দুর্গা আবার এসো নিজের দেশে।
    ফুল ভর্তি গাছ নিজের অপার্থিব রূপ দিয়ে তোমার বিষণ্ণতা মুছে দিলো ❤❤❤❤❤

    • @saikatdas8973
      @saikatdas8973 4 หลายเดือนก่อน +7

      Eta ektu besi bole dilen, Maa Durgar sathe tulona tai bole...😒

    • @ridersgora87
      @ridersgora87 4 หลายเดือนก่อน

      Protita meyei ma dugga bujhlen​@@saikatdas8973

    • @ShrutiRimjhim
      @ShrutiRimjhim 4 หลายเดือนก่อน +6

      Beshi natok apnader

    • @moonsyummydelights5976
      @moonsyummydelights5976 4 หลายเดือนก่อน +6

      Baaba... Ma Durga???🤔🤔🤔 Ei kotha gulo ektu beshi nekami holo na???

    • @berar677
      @berar677 4 หลายเดือนก่อน +1

      Ritu bera

  • @tiasa6635
    @tiasa6635 4 หลายเดือนก่อน +10

    WB এর বর্তমান অবস্থা সম্পর্কে আপনি অবশ্যই শুনেছেন.... আশা রাখবো আপনি এই বিষয়ে video এর মাধ্যমে প্রতিবাদে অংশ নেবেন.... আমরা সারাবছর আপনার ভিডিও দেখি ....আগামী দিনেও দেখব..... কিন্তু বর্তমানে আপনাকে আমরা পাশে চায়... দয়া করে আপনার মূল্যবান মতামত এর দ্বারা এই প্রতিবাদে অংশ নেবেন....

    • @rinkighosh737
      @rinkighosh737 4 หลายเดือนก่อน

      Ekdom thik bolechen

  • @polyckb4671
    @polyckb4671 4 หลายเดือนก่อน +13

    তুমি এতো গুছিয়ে কিভাবে কথা বল...এতো সুন্দর এত মন থেকে...

  • @anusmitakole5671
    @anusmitakole5671 4 หลายเดือนก่อน +13

    আপনি যে চলে যাচ্ছেন সেটা দেখে আমি অনুভব করতে পারি যে দেশ ছেড়ে চলে যেতে নিজের পরিবার পরিজনকে ছাড়া চলে যেতে কতটা কষ্ট হয় 😢 তুমি সুস্থ থেকো ❤

  • @reenagupta1634
    @reenagupta1634 4 หลายเดือนก่อน

    দেশ ছেড়ে আবার প্রবাসে র পথে, ভারাক্রান্ত হৃদয় আমাদের ও। সবাই কে নিয়ে ওখানে ও খুব ভালো থেকো❤।

  • @sehelysdrawing395
    @sehelysdrawing395 4 หลายเดือนก่อน +14

    তোমার চোখের পানি দেখে আমার চোখে পানি চলে আসলো 😭

  • @priyankasarkar1553
    @priyankasarkar1553 4 หลายเดือนก่อน +6

    যেদিন তুমি মেদিনীপুর থেকে এলে সেদিন আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল 🥺

  • @bedotrayeelahiri538
    @bedotrayeelahiri538 4 หลายเดือนก่อน +1

    Mohua tomader desh chere chole jachho ei vlog ta dekhei Amar chokhe jol ese gache.
    Mon ta khoobi varakranto hoye galo.

  • @saswatichakrabrty
    @saswatichakrabrty 4 หลายเดือนก่อน +8

    আজকে আপনার মুখ বলে দিলো কতটা কষ্ট পাচ্ছেন দেশ ছেড়ে যেতে, আপনার চোখের জল দেখে আমার দুচোখ জলে ভরে গেলো, ভালো থাকবেন , আমরা সবাই আপনার সঙ্গে আছি❤

  • @srabanipramanik8759
    @srabanipramanik8759 4 หลายเดือนก่อน +4

    মনে হচ্ছে নিজের কেউ ছেড়ে চলে যাচ্ছে ,চোখে জল আসলো।দিদিভাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, সাবধানে যাবে ❤🥰

  • @ShyamaliRoy-z4o
    @ShyamaliRoy-z4o 4 หลายเดือนก่อน

    দিদি, তোমার কথাগুলো শুনে চোখে জল এসে গেল। সবাই ভাল থেকো।

  • @pintudofficial
    @pintudofficial 4 หลายเดือนก่อน +295

    দেখতে দেখতে আবার 1 বছর কেটে যাবে তুমি কষ্ট পেও না তুমি ব্লগ করতে থাকো আমরাও দেখতে থাকি দেখবে আবার তোমার আসার সময় হয়ে যাবে দিদি ভালো থেকো সুস্থ থেকো ❤❤❤❤ সবাই কে দেখে রেখো

  • @jayashreechatterjee6965
    @jayashreechatterjee6965 4 หลายเดือนก่อน +4

    Tomar blog dekhe aamar o chokhe jol ase gelo. Bhalo theko.❤

  • @PapiyaAnkhiVlogs
    @PapiyaAnkhiVlogs 4 หลายเดือนก่อน +1

    সত্যি ভিডিও টা দেখার পর মনটা খুব খারাপ হয়ে গেল। ভালো থাকুন আর অপেক্ষা রইলাম তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন।

  • @sutapaparial4304
    @sutapaparial4304 4 หลายเดือนก่อน +11

    খুব সুন্দর হয়েছে ভিডিও টা, আমি তো কেঁদে ফেলেছি তোমার কান্না দেখে,আমাদের মহুয়া বোন আবার সুদূর বিদেশে রওনা হলো ,মন বড়োই ভারাক্রান্ত হয়ে গেছে, তোমাদের জন্য রইলো আমার অফুরান ভালোবাসা ভালো থেকো তোমরা,❤❤❤❤

  • @kalpitadebsharma9028
    @kalpitadebsharma9028 4 หลายเดือนก่อน +22

    সাবধানে যেও। তারাতারি ফিরে এসো। অপেক্ষায় থাকবো সবাই❤

  • @PriyankaParamanik-x3j
    @PriyankaParamanik-x3j 4 หลายเดือนก่อน

    আবার এসো দিদি সত্যিই চোখের জল আটকাতে পারলাম না মনে হলো নিজের কেউ আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে ভালো থেকো সবাইকে ভালো রেখো। আবার আসবে দেশে অনেক মজা হবে❤❤

  • @rumamahato8065
    @rumamahato8065 4 หลายเดือนก่อน +15

    মনে হচ্ছে ,আমার বাড়ির দিদি দেশ ছেড়ে ফিরে যাচ্ছে। দেশের মধ্যে থাকলে অদ্ভুত এক আনন্দ অনুভব করতাম। এখন মনে দিদি যেন ধরাছোঁয়ার বাইরে।সকলে ভালো থেকো।😢

  • @salpobasonargalpo
    @salpobasonargalpo 4 หลายเดือนก่อน +24

    তুমি এমন একটা মানুষ যাকে দেখে আমি মনে শক্তি পেয়েছিলাম, যখন দেশ ছেড়ে গেছিলাম তোমরা কথা বার বার মনে পড়তো, ঠিক তোমার মতো করে সব সাজিয়ে নেবো। তোমার করা এই ব্লগ গুলো কত মে এর যে সাহস যোগায় তা আর বলে বোঝাতে পারবো না।

    • @Dhananjay-pb1pd
      @Dhananjay-pb1pd 4 หลายเดือนก่อน

      Tumi abar kon deshe thako

    • @salpobasonargalpo
      @salpobasonargalpo 4 หลายเดือนก่อน

      @@Dhananjay-pb1pd কেনো আপনার কি খুব দরকার জানার

  • @joyitabanerjee3323
    @joyitabanerjee3323 4 หลายเดือนก่อน +1

    Khub bhalo somoy katlo tomar ebar India te. Onek achievement holo. Abar shuru holo tomar probase ghorkonna
    Bhalo theko sustho theko tomra sobai

  • @pinkiroy3612
    @pinkiroy3612 4 หลายเดือนก่อน +5

    ফেরার দৃশ্য গুলো সত্যি কষ্টদায়ক 🥺,,,,,,,,,,,,,,,, ভালো থেকো সুস্থ থেকো ❤

  • @sujatarrannaghar9270
    @sujatarrannaghar9270 4 หลายเดือนก่อน +9

    কেঁদে ফেললাম ঝড় ঝড় করে।আমার ছেলে মেয়ে দুটি বিদেশে না থাকলেও তারা রাজ্যের বাইরে থাকে তাই তোমাদের কষ্ট টুকু ভালো বুঝতে পারছি।তোমাকে দেখে মনে হচ্ছে মা,, যেন নিজের মেয়ে টি বিদেশ চলে গেলো।ভালো থেকো সকলে❤❤

  • @PallabiBarik-f4p
    @PallabiBarik-f4p 4 หลายเดือนก่อน

    দিদি তোমার চোখে জল দেখে আমার চোখে জল এসে গেল। খুব ভালো থেকো,সুস্থ থেকো।

  • @momsmagic1111
    @momsmagic1111 4 หลายเดือนก่อน +5

    তোমার vlog এ capture করা মুহূর্ত গুলোর দ্বারা আমার আমেরিকা ভ্রমণ অনেকটা হয়ে যায় ☺️😊❤️

  • @Soma.Haldar.1999
    @Soma.Haldar.1999 4 หลายเดือนก่อน +44

    আবার এসো দিদি...তোমার চলে যাওয়া দেখে আপামর বাঙালির চোখে জল...যেন উমার বিদায় 😢😢

  • @ঋতিকা-nv9uz
    @ঋতিকা-nv9uz 4 หลายเดือนก่อน +1

    সাবধানে থেকো ভালোথেকো সুস্থ থেকো দিদিভাই আবার দেখা হবে খুব শীঘ্রই একটা বছর পর ❤

  • @bijoyagharai9571
    @bijoyagharai9571 4 หลายเดือนก่อน +46

    মহুয়া যখন দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে পা দিলো আমি চোখের জল আর ধরে রাখতে পারি না মহুয়া তুমি আবার এসো সবাই কে নি এ ভালো থেকো বোন❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mahuadutta6022
      @mahuadutta6022 4 หลายเดือนก่อน

      Sotty kadchilen?