আমি কাঁদলাম। খুব কম গানই আমাকে কাঁদাতে পারে। কি আবেগ! সবাই বলে, আমি খুব শক্ত ধাঁচের মানুষ। গানটার শোনার সময় কেমন চাপা ব্যথা বোধ করছি, চোখ দুটো ভিজে যাচ্ছে!
প্রকৃত সংগীত অনুধাবন করতে সুন্দর হ্রদয় লাগে। যা আপনার আছে। এই প্রজন্ম বা কে পছন্দ করলো বা না করলো সেটা মূখ্য বিষয় নয় ভাই। যোগ্যতা দরকার সংগীত বুঝতে। অনেক ভালো থাকুন।
আমার প্রাণের 'পরে চলে গেল কে বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে- ফুল ফুটিয়ে গেল শত শত সে চলে গেল, বলে গেল না- সে কোথায় গেল ফিরে এল না সে যেতে যেতে চেয়ে গেল কী যেন গেয়ে গেল- তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে (২) সে ঢেউয়ের মতন ভেসে গেছে- চাঁদের আলোর দেশে গেছে(২) যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে- মনে হল আঁখির কোণে আমায় যেন ডেকে গেছে সে আমি কোথায় যাব, কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর কুসুমবনের উপর দিয়ে কী কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল। হৃদয় আমার আকুল হল, নয়ন আমার মুদে এলে রে-- কোথা দিয়ে কোথায় গেল সে॥ আমার প্রাণের 'পরে চলে গেল কে
যখন তোমার কথা খুব মনে পড়ে তখন গান টা শুনি একা একা আর অনেক অনেক চোখের জল ফেলি😭😭 তুমি কি আর ফিরে আসবে না খুব মিস করি তোমাকে প্রতি টা মুহূর্তে তোমার অভাব বুঝতে পারি ইসস আবার যদি তোমাকে ছুঁতে পারতাম তোমার কোলে মাথা রাখতে পারতাম😭 তোমার কাছে আবদার করতে পারতাম😭😭 তোমাকে হারানোর কষ্ট টা কোনো দিন কমবে না Miss u so much Didan❤️
Ei gaanta bohubar bohu shilpir golai shunechhi.Kintu eto emotion diye , eto perfect shur diye ami mone hoi na r kauke shunechhi.ami agey keno apnar gaan shunini?aro onek rabindrasangeet chai apnar konthe pls.....eto shundor awaj onkdin por shunlam
জীবনে কেই এলোই না,তাই যাওয়ার বেদনা টের না পেলেও এই গান কোথায় যেনো বিধে আছে মনের গহীনে। যারা আসার কথা ভেবেছিলো তাদের প্রস্থানের সিদ্ধান্তকে এই গান গুলো উপহার দিলাম❤
Excellent ❤️ So Lovely ❤️ the Tagore's song ❤️..... Aamar Praner Pore Chale ❤️ geylo Ke ❤️..... Very Classy your melody Sweet voice Ma'am Madhuraa Bhattacharjee.... ❤️🙏🌸😇🔥🎶🎸🍁🌱🌸
আমার প্রাণের 'পরে চলে গেল কে বসন্তের বাতাসটুকুর মতো। সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে-- ফুল ফুটিয়ে গেল শত শত। সে চলে গেল, বলে গেল না-- সে কোথায় গেল ফিরে এল না। সে যেতে যেতে চেয়ে গেল কী যেন গেয়ে গেল-- তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে-- মনে হল আঁখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাইএকলা বসে। সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর। সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর। কুসুমবনের উপর দিয়ে কী কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলেগেল। হৃদয় আমার আকুল হল, নয়ন আমার মুদে এলে রে-- কোথা দিয়ে কোথায় গেল সে॥ রাগ: পিলু-কালাংড়া-পরজ-কীর্তন তাল: আড়খেমটা রচনাকাল (বঙ্গাব্দ): 1290/ 1883।
গত দুমাস হল আমার বাবা মারা গেছে। আমার বাবা রবীন্দ্র সংগীত শুনতে খুব ভালোবাসতো। এখন আমি আর আমার মা এই গানটা শুনছি আর শুয়ে শুয়ে কাঁদছি। বাবার কথা খুব মনে পড়ছে।
মনের দুঃখ যে এত সুন্দর করে বলা যায় এবং সেরকমই সুন্দর করে গান গেয়ে প্রকাশ করা যায় তা এই গানটা না শুনলে জানতেই পারতামনা। খুব অনুভব করলাম গানটা। কেঁদেওছি খুব।
কিভাবে মানুষ মানুষের সমস্ত ভালোবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত হতে পারে ,,,, I miss you,I really miss you, And I still love you.... সে ঢেউয়ের মতোন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে ।।।।
None to comment on this song . You are just like my grand daughter.Hence, l can only say please continue & may God bless you.Really nice, really sweet.... Samar Kumar Ghosal, Belur, Howrah
রবীঠাকুরের এই গানটির কথার অর্থ আপনার গাওয়াতে যেমন ভাবে প্রকাশিত হয়েছে তা খুব খুব কম শিল্পীর মধ্যে আমি অন্তত দেখতে পেয়েছি।। চোখের জল আটকানো যায় না ।। ধন্যবাদ আপনাকে ।।
❤e guno holo jibon er sob chi sundor paoa. Ja ber ber sunti chi mon ta ki ak valo lagai vori jai. Jadu r moto chokh di e jol pori. Sotti buk er vitor githi jai ei gan ❤😊
Amar sobcheye priyo manus amr sobkichu amar ma aj Dumas holo Sorgoloke jatra korechen matro 58 years age. Ei ganti sunle amar bedonar sathe mile jai ar gan to khub sundor geyechen. Soothing song. Thank u 🙏🙂
আমি কাঁদলাম। খুব কম গানই আমাকে কাঁদাতে পারে। কি আবেগ! সবাই বলে, আমি খুব শক্ত ধাঁচের মানুষ। গানটার শোনার সময় কেমন চাপা ব্যথা বোধ করছি, চোখ দুটো ভিজে যাচ্ছে!
th-cam.com/video/NyzFVfH1Mec/w-d-xo.html
মনে দাগ কেটে গেছে
প্রকৃত সংগীত অনুধাবন করতে সুন্দর হ্রদয় লাগে। যা আপনার আছে। এই প্রজন্ম বা কে পছন্দ করলো বা না করলো সেটা মূখ্য বিষয় নয় ভাই। যোগ্যতা দরকার সংগীত বুঝতে। অনেক ভালো থাকুন।
Ami o tai khub kanna kori koto bar Ai gaan ti suni
@@gopasen1472😢😢
বাবার মৃত্যুর পর মা এ গানটি গেয়ে অঝোরে কাঁদতেন। পাঁচ বছর পর তিনিও না ফেরার দেশে চলে গেলেন। এ গানটি এখন আমাকে কাঁদায়।
আমার প্রাণের 'পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো
সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে-
ফুল ফুটিয়ে গেল শত শত
সে চলে গেল, বলে গেল না-
সে কোথায় গেল ফিরে এল না
সে যেতে যেতে চেয়ে গেল
কী যেন গেয়ে গেল-
তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে (২)
সে ঢেউয়ের মতন ভেসে গেছে-
চাঁদের আলোর দেশে গেছে(২)
যেখান দিয়ে হেসে গেছে
হাসি তার রেখে গেছে রে-
মনে হল আঁখির কোণে
আমায় যেন ডেকে গেছে সে
আমি কোথায় যাব, কোথায় যাব
ভাবতেছি তাই একলা বসে
সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর
সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর কুসুমবনের উপর দিয়ে কী কথা সে
বলে গেল, ফুলের গন্ধ
পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল। হৃদয় আমার আকুল
হল, নয়ন আমার মুদে এলে রে-- কোথা দিয়ে কোথায় গেল সে॥
আমার প্রাণের 'পরে চলে গেল কে
আজ পর্যন্ত এই গানটি আমি কখনও শেষ পর্যন্ত গাইতে পারি নি,, কিছুটা গাওয়ার পর গলা বুজে আসে,, কাঁদতে পারলে শান্তি পাই
যখন তোমার কথা খুব মনে পড়ে তখন গান টা শুনি একা একা আর অনেক অনেক চোখের জল ফেলি😭😭
তুমি কি আর ফিরে আসবে না
খুব মিস করি তোমাকে
প্রতি টা মুহূর্তে তোমার অভাব বুঝতে পারি
ইসস আবার যদি তোমাকে ছুঁতে পারতাম তোমার কোলে মাথা রাখতে পারতাম😭
তোমার কাছে আবদার করতে পারতাম😭😭 তোমাকে হারানোর কষ্ট টা কোনো দিন কমবে না
Miss u so much Didan❤️
Ei gaan ta sunle ... Kadombini r mukhta mone pore ... Khub kanna pay..... Osadharon voice ❤️
প্রথমা কাদম্বিনী তে সম্ভবত আপনার version এই গান টি ব্যবহৃত হয়েছে। অসামান্য সুন্দর। ❤️🙏🏻
Ami okhan theke sunei esechi
@@3dcraftgallery801 Amio tai search korlam...☺️
amioo kadombini te sune youtube e assi
@@tasnimmedha2172 এত উচ্চমানের ধারাবাহিক আবার কবে হবে জানি না। যেকটা গান ব্যবহার করেছে প্রত্যেকটাই অসাধারণ।
Amio🙂❤🌼
যত বার শুনি... কান্না করি...🙂
Etao shunun th-cam.com/video/P5g1FG8_PBE/w-d-xo.html
@Mukesh_manna
মধুরা দির voice & bg music, 2টোই মিলেছে।
কিন্তু চন্দ্রিমা'জীর voice টা superb কিন্তু bg music টা ম্যাচ হলো না!
Ei gaanta bohubar bohu shilpir golai shunechhi.Kintu eto emotion diye , eto perfect shur diye ami mone hoi na r kauke shunechhi.ami agey keno apnar gaan shunini?aro onek rabindrasangeet chai apnar konthe pls.....eto shundor awaj onkdin por shunlam
🙏🏻
এই মাপের পরিবেশনা ইদানিং কালে শুনিনি …. অপূর্ব সুন্দর গেয়েছেন …অন্তর স্নিগ্ধ করে দিল
You have taken this song to another level...so poignant...so touching... So endearing...I can keep on adding adjectives... Endlessly..
আহ্হা কি দারুণ গায়কী ভিষণ ভালো লাগলো। শ্রদ্ধা রবি গুরু 💞
জীবনে কেই এলোই না,তাই যাওয়ার বেদনা টের না পেলেও এই গান কোথায় যেনো বিধে আছে মনের গহীনে।
যারা আসার কথা ভেবেছিলো তাদের প্রস্থানের সিদ্ধান্তকে এই গান গুলো উপহার দিলাম❤
অসাধারন........ কোথায় যেন হারিয়ে গেলাম গান টা শুনতে শুনতে..........
"তুমি রবে নিরবে" গান টা শুনতে চাঽ.
Ki asadharon gayaki...jotobar madhurar gaan suni mone hoy jeno o amar meye. Khub mishti hasikhushi meye madhura. Bhalo theko ma...
Excellent ❤️ So Lovely ❤️ the Tagore's song ❤️..... Aamar Praner Pore Chale ❤️ geylo Ke ❤️..... Very Classy your melody Sweet voice Ma'am Madhuraa Bhattacharjee.... ❤️🙏🌸😇🔥🎶🎸🍁🌱🌸
যখন ই শুনি চোখে জল চলে আসে। অসাধারণ ❤️❤️❤️❤️
খুব কম গানই আমাকে কাঁদাতে পারে। কি আবেগ! সবাই বলে, আমি খুব শক্ত ধাঁচের মানুষ। গানটার শোনার সময় কেমন চাপা ব্যথা বোধ করছি, চোখ দুটো ভিজে যাচ্ছে!
খুবই ভালো লাগলো।খুবই সুন্দর গেয়েছো দিদিভাই। শুভ-সকালের শুভেচ্ছা রইলো।
অপূর্ব অপুর্ব ।প্রানটা ভরে গেল। দারুন লাগলো গানটা শুনতে। head phone এ শুনলাম দারুণ, শেয়ার না করে পারলাম না।
Prothoma kadombini te ei gan ta sunechi khub sundor gan 💗🤍💖
Chokhe jol cholchol korche ritimoto....eto abeg diye eto sundor ganta aro sundor kore keu gaite pare....
Apurbo darun rabindrasangeeter dhare pase kew jete parbe na ar madhura dir kanthhe bapak laglo
আমার প্রাণের 'পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো।
সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে--
ফুল ফুটিয়ে গেল শত শত।
সে চলে গেল, বলে গেল না--
সে কোথায় গেল ফিরে এল না।
সে যেতে যেতে চেয়ে গেল কী যেন গেয়ে গেল--
তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে।
সে ঢেউয়ের মতন ভেসে গেছে,
চাঁদের আলোর দেশে গেছে,
যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে--
মনে হল আঁখির কোণে আমায় যেন ডেকে গেছে সে।
আমি কোথায় যাব, কোথায় যাব,
ভাবতেছি তাইএকলা বসে।
সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর।
সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর।
কুসুমবনের উপর দিয়ে কী কথা সে বলে গেল,
ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলেগেল।
হৃদয় আমার আকুল হল, নয়ন আমার মুদে এলে রে--
কোথা দিয়ে কোথায় গেল সে॥
রাগ: পিলু-কালাংড়া-পরজ-কীর্তন
তাল: আড়খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): 1290/ 1883।
আপনাকে অসংখ্য ধন্যবাদ গানের কথা এবং অন্যান্য তথ্য দেবার জন্য
Beautiful presentation.
Pls pin it
❤❤❤❤
অনেক সুন্দর ভয়েস আর গানটা অনেক ভালো লাগলো
গত দুমাস হল আমার বাবা মারা গেছে। আমার বাবা রবীন্দ্র সংগীত শুনতে খুব ভালোবাসতো। এখন আমি আর আমার মা এই গানটা শুনছি আর শুয়ে শুয়ে কাঁদছি। বাবার কথা খুব মনে পড়ছে।
Same here......chokh theke jol porche babar kotha mone pore
মনের দুঃখ যে এত সুন্দর করে বলা যায় এবং সেরকমই সুন্দর করে গান গেয়ে প্রকাশ করা যায় তা এই গানটা না শুনলে জানতেই পারতামনা। খুব অনুভব করলাম গানটা। কেঁদেওছি খুব।
কিভাবে মানুষ মানুষের সমস্ত ভালোবাসা নিয়ে চিরনিদ্রায় শায়িত হতে পারে ,,,,
I miss you,I really miss you,
And I still love you....
সে ঢেউয়ের মতোন ভেসে গেছে
চাঁদের আলোর দেশে গেছে ।।।।
It touches my heart again again when i listening this song ....thank you mam for singing this song with deep pain,😣😢😢..প্রণাম নিবেন।।
90999099999
99999999999999999999
None to comment on this song . You are just like my grand daughter.Hence, l can only say please continue & may God bless you.Really nice, really sweet.... Samar Kumar Ghosal, Belur, Howrah
অপূর্ব। এক কথায় অদভুত অনুভুতি
Best possible rendition. Ar kichhu bolar nei.
অসাধারণ লাগলো হৃদয় ছুঁয়ে গেল
Di mon ta vore gelo♡♡♡ ei vabei gaan diye chhuye dio sobar mon r snigdha sparsho diye jeo barebare♡♡♡♡
অসাধারণ গায়কী ! কী সুন্দর কন্ঠ তোমার! মন ভরে গেল।
Mantra mugdho hoye sunlam .......ak kathai asadharon .....😊😊
খুব পছন্দের শিল্পীদের তালিকায় আপনার নাম বরাবর ওপরের সারিতে থাকে দিদি, কিন্তু এই গানটা শোনার পর থেকে নামটা এক নম্বরে উঠে এলো। অসাধারণ❤️❤️❤️
Gaan ta sunlei knna chole ase...😢 asadharon voice 👌
দিদি আমি চোখের জল ধরে রাখতে পারিনি আমি যখন এই গানটা শুনে আমার জেঠুর কথা মনে পড়ে যায় অনেক দরদ দিয়ে খেয়েছেন দিদি খুব ভালো গেয়েছেন
অনবদ্য মধুরা❤❤❤
দিনে একবার না শুনলে যেন দিন কাটেনা!
🙏🏻💝
রবীঠাকুরের এই গানটির কথার অর্থ আপনার গাওয়াতে যেমন ভাবে প্রকাশিত হয়েছে তা খুব খুব কম শিল্পীর মধ্যে আমি অন্তত দেখতে পেয়েছি।।
চোখের জল আটকানো যায় না ।।
ধন্যবাদ আপনাকে ।।
Excellent voice Mam, God bless you
Ak kathay anobaddo.Madhurar gala to apurbo sundor .Amar anek valobasa thaklo
এইসব গান শুনলে চোখে জল না এলে কি হয়.... !😌😌😌🖤🖤🖤💖💖
apurba.chok duto jale bhore jai.priojon ke harabar bedona khub anubhob hoi.sabar hriday chue jabe. anek dhanyabad. bhalo thakben.
গানের কথাগুলো এত সুন্দর,,, যতবার শুনে আবেগ্লাপুত হই! 🤍
Khub khub sundor
Ganta sune chokhe jol ese gelo.onobodyo kontho
Apurbo gayoki. Mon bhore gelo.
একরাশ মুদ্ধতায় মেতে উঠল মনটা❤✨
রবীন্দ্রনাথের লেখা সেরা গান আমার কাছে।আমার মনে হয় না এটার উপরে কোনো গান আছে।💙
কবির হৃদয় যন্ত্রণা, ব্রম্ভান্ডের যন্ত্রনাতে মিশে গেছে-----
আগে গানটি বহুবার শুনেছি ও গেয়েছি কিন্তু বাবার মৃত্যুর পর পুরো গান শোনার আগেই চোখের কোনায় জল জমে আসে😢
😔💝
❤e guno holo jibon er sob chi sundor paoa. Ja ber ber sunti chi mon ta ki ak valo lagai vori jai. Jadu r moto chokh di e jol pori. Sotti buk er vitor githi jai ei gan ❤😊
Her performance reaches to an exceptional measurement. Aalaada maatra peye jaay. It touches heart. May God always bless you all (29.08.2022).
V
mon khushite vore gelo
Aha mon vhore gelo didi...god Bless u..🙏🙏🙏🙏🙏
th-cam.com/video/P5g1FG8_PBE/w-d-xo.html etao shune dekhun
Opurbo, stay blessed Beta.
❤❤❤
আমার প্রাণের পরে কি যেন বয়ে গেল.... খুউব মিষ্টি💮
Valo
Asadharon ❤❤
Kacher manush der ke haracchi😔
তোমার কণ্ঠেই গানটা সবথেকে ভালো লাগলো।
মা গো তুমি কোথায় চলে গেলে,সত্যি তোমার হাসি গান আর গল্প রেখে গেলে মা, আর কোনোদিনও যে তোমায় পাবো না, মা ❤
আমি কিন্তু গানটা শুনে আমার মনে ভালো লাগলো আপনার এই গানটা খুব ভালো লাগলো ।
What a amazing voice, truly I loved ur all songs☺
মনটা ভরে গেল ...
কি মধুর কণ্ঠ।
মন ছুঁয়ে গেল।
Aha mon chhunye gelo 😊
Excellent melodious heart touching..
Apurbo ❤️
Amar sobcheye priyo manus amr sobkichu amar ma aj Dumas holo Sorgoloke jatra korechen matro 58 years age. Ei ganti sunle amar bedonar sathe mile jai ar gan to khub sundor geyechen. Soothing song. Thank u 🙏🙂
Apnar Maa ekhon jekhanei achhen, Shanti te thakun.. 🙏🏻 Apnarao bhalo thakben..
😢😢
Raage anuraage te shunechilam just awesome till now
Mon ta karap hoy gaan ta sunle.tobuo bolci kub sundor gayaco.
Ekdm
Very nice.
Touched the heart.
outstanding Di
I love your voice
খুব ভালো লাগলো। ধন্যবাদ।
Astonishing... Touching Hearts....God bless you....
kanna chole elo..ato darun gola ..ato feelings diye geyecho tumi
.
হৃদয় ছুঁয়ে গেলো❤️❤️❤️
Daruuuuunnnnnnn ❤️... voice ta khb mayabi...heart touching
th-cam.com/video/P5g1FG8_PBE/w-d-xo.html etao shune dekhun bhalo lagbe
Khb sundor......heart touch kore galo...
হৃদয়স্পর্শী.... 😌
Antor chuwe jawa gaan gaile ma'am. Khub valo.
Ahaaaaa 😌💗🖤...jotobar suni gan ta suni..vison vabe emotional hoye pori 🤍🖤... Your soothing voice touches my heart always💗🌝
Thik bolechhan
Darun darun darun darun darun darun darun darun darun
সার্থক আপনার গায়কী কাঁদাতে পেরেছেন। ধন্যবাদ
🙏🏻
Aha... ki osadharon....ki osadharon
Opurbo opurbo...
Sis..
Osadharon..... Sattyi e chuye gelo......
Sooo good, crying my mind
Asadharon,, Darun mam.
Heart touching song
অপূর্ব সুন্দর ❤❤❤❤❤
যতই শুনি আবারও শুনতে ইচ্ছে করে।
Oshadharon..
Asadharon
গানের মধ্যে দিয়ে নিজেকে কাজল জলে কখন যে ভাসিয়ে দিয়েছিলাম বুঝিনি!!আপনার কন্ঠে দেবী বীণাপাণির বাস।। 🌿
🙏🏻💝
th-cam.com/video/P5g1FG8_PBE/w-d-xo.html etao ektibar shunun
@@mukeshmanna7787 sunlam.. osadharon geyechen uni..
,
I am speechless
গানটি শুনলে,শুধু কান্না পাই।
আমার প্রাণের পরে
চলে গেলো কে
💖💖💖💖
Darun Gaan Bar Bar Soon Mon Chay
Excellent expressive voice 🙏
DARUNNNNNNNN DIDIBHAI
In one word “lovely “