Electric Prepaid Meter Recharge, Balance check & Emergency Balance Use

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • খুচরা বিদ্যুৎ মূল্যহার’২০২০, তারিখঃ ২৭/০২/২০২০ ইং
    গ্রাহক শ্রেণী-এলটি.এ : আবাসিক রেট
    লাইফ লাইন : ০-৫০ ইউনিট ৩.৭৫ টাকা/ইউনিট
    প্রথম ধাপ : ০-৭৫ ইউনিট ৪.১৯ টাকা/ইউনিট
    দ্বিতীয় ধাপ : ৭৬-২০০ ইউনিট ৫.৭২ টাকা/ইউনিট
    তৃতীয় ধাপ : ২০১-৩০০ ইউনিট ৬.০০ টাকা/ইউনিট
    চতুর্থ ধাপ : ৩০১-৪০০ ইউনিট ৬.৩৪ টাকা/ইউনিট
    পঞ্চম ধাপ : ৪০১-৬০০ ইউনিট ৯.৯৪ টাকা/ইউনিট
    ষষ্ঠ ধাপ : ৬০০ ইউনিটের উর্ধ্বে ১১.৪৬ টাকা/ইউনিট

ความคิดเห็น • 65

  • @allprecious864
    @allprecious864 4 ปีที่แล้ว +4

    This idea is amazing for our new eraa alhamdulillah.. ☺️

  • @amrepon7963
    @amrepon7963 4 ปีที่แล้ว +1

    It will be very helpfull for DESCO Prepaid consumer.

  • @AbulHasan-dv6me
    @AbulHasan-dv6me 4 ปีที่แล้ว

    ধন্যবাদ ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারলাম।

    • @chaturvuj
      @chaturvuj  4 ปีที่แล้ว

      ধন্যবাদ ।

  • @kaladas3411
    @kaladas3411 10 หลายเดือนก่อน +1

    Prepaid meter onek valo. Amar tk akdm komm kathe, postpaid aa beshi kate tk

    • @chaturvuj
      @chaturvuj  10 หลายเดือนก่อน

      প্রি-পেইড মিটারে ব্যবহার অনুযায়ী টাকা কাটে। ধন্যবাদ

  • @badhonbappy5432
    @badhonbappy5432 4 ปีที่แล้ว

    This video is really hlpfull for us

  • @zahangirstutorial
    @zahangirstutorial 4 หลายเดือนก่อน

    Nice video

    • @chaturvuj
      @chaturvuj  4 หลายเดือนก่อน

      Thank you so much

  • @ashkevin2700
    @ashkevin2700 2 ปีที่แล้ว +1

    500 tk recharge korle 150tk kaitta ney. Eita kono system hoilo naki?

    • @chaturvuj
      @chaturvuj  2 ปีที่แล้ว

      অনুগ্রহ করে আপনার মিটারের অনুমোদিত লোড কত জানাবেন , তাহলে সঠিকভাবে বিস্তারিত তথ্য জানাতে সুবিধা হবে। ডেসকো’র এই মিটার হলে হিসাব নম্বর অথবা মিটার নম্বর জানালেই হবে।

  • @TrueTellerBD
    @TrueTellerBD 3 ปีที่แล้ว

    Friendly use er mane ki bolben? Amr card e 1834 tk chilo. Electricity jawar por card input korar por red light jole ase r friendly use lekha ase. Eta diye ki bujhbo?

  • @md.hasibulislam1970
    @md.hasibulislam1970 3 ปีที่แล้ว

    Emergency loan newar bishoy ta ektu bolben valo kore?
    Kivabe loand newa jay?
    Amar meter a ekhon matro 38tk baki
    Bank ajke bondho tai recharge korano o shomvob hocche na. Emergency te kivabe ki korbo jodi puro tk sesh hoye jay. Plz janan 🙏

    • @chaturvuj
      @chaturvuj  3 ปีที่แล้ว +1

      ১। প্রথমত আজ এবং কাল আপনার লাইন বন্ধ হওয়ার কথা নয়। কারন সাপ্তাহিক ছুটিরদিনে টাকা না থাকলেও লাইন বন্ধ হবেনা।
      ২। দ্বিতীয়ত আগামীকাল অর্থাৎ রবিবার সকাল ১০ঃ০০ ঘটিকা পর্যন্ত এভাবেই আপনার লাইন ব্যালেন্স না থাকলেও চালু থাকবে। ররিবার সকাল ১০ঃ০১ ঘটিকার সময় লাইন বন্ধ হবে।
      ৩। যখনই লাইন বন্ধ হবে সাথে সাথে আপনার কার্ডটি মিটারে পাঞ্চ করলে মিটারে নেগেটিভ ব্যালেন্স থাকলেও আপনি ইমারজেন্সি ব্যালেন্স হিসাবে ১০০.০০ পাবেন। তবে ইমারজেন্সি ব্যালেন্স শেষ হওয়ার পূর্বেই টাকা রিচার্জ করে নিতে হবে।
      ৪। ইমারজেন্সি ব্যালেন্স প্রতি রিচার্জে একবার পাওয়া যায়। অর্থাৎ প্রতিবার রিচার্জ করার পর টাকা শেষ হওয়ার সাথে সাথে কার্ড পাঞ্চ করে ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে বিপদে/আপদে আপনি আপনার লাইন চালু রাখতে পারবেন।
      ৫। মনে রাখতে হবে ইমারজেন্সি ব্যালেন্সটি নেগেটিভ ব্যালেন্স। টাকা রিচার্জের পূর্বে মিটারে কতটাকা নেগেটিভ হয়েছে তা দেখে রির্চাজ করতে হবে। আমাদের চ্যানেলের ভিডিও গুলোতে সকল কিছুই বিস্তারিত দেয়া আছে। বাকী ভিডিও গুলো দেখতে পারেন।

  • @Abdulkader-co2wg
    @Abdulkader-co2wg 2 ปีที่แล้ว

    3:36 = 1600 imp/kWh : temper : credit level = Mfg. Year - 2016

  • @habibullahakand1029
    @habibullahakand1029 ปีที่แล้ว

    ei kaifa meter guloo ki ekhon market out? naki ekhno paowa jay?

    • @chaturvuj
      @chaturvuj  ปีที่แล้ว

      Kaifa Meter এর এই মডেলটি 2017 সালের দিকের মডেল। বর্তমানে Kaifa এর নতুন মডেলের মিটার স্থাপন কাজ চলমান রয়েছে।
      পুরাতন মিটার কোনটি কোন কারনে খুলে আসলে বিদ্যুৎ বিতরনকারী প্রতিষ্ঠান সেগুলো স্মার্ট হিসাবে কনর্ভাট করে পুনরায় স্থাপন করে থাকেন।

  • @shadmanahmed8553
    @shadmanahmed8553 2 หลายเดือนก่อน

    emergency balance koto takar dewa hoy bhai?

    • @chaturvuj
      @chaturvuj  2 หลายเดือนก่อน

      @@shadmanahmed8553 200.00

  • @shaikhsajeeb9246
    @shaikhsajeeb9246 3 ปีที่แล้ว

    Thanks

  • @syednahidulislam2342
    @syednahidulislam2342 4 ปีที่แล้ว

    Scroll button chara meter e bkash die ki recharge kora jabe ki!!!

    • @chaturvuj
      @chaturvuj  4 ปีที่แล้ว

      স্ক্রল বাটন ছাড়া মিটারটি যদি স্মার্ট মিটারে রূপান্তর করা হয়ে থাকে তাহলে বিকাশ, রবি, শিউরক্যাশ, রকেট, জিপে, নেক্সাস-পে ইত্যাদির মাধ্যমে মিটারে টাকা রিচার্জ করা যাবে। মিটারটি স্মার্ট না হয়ে থাকলে তা স্মার্টে রূপান্তর করার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা যেতে পারে। উল্লেখ্য ইউনিফাইড/বাটন ছাড়া মিটার সমূহ স্মার্ট মিটারে রূপান্তরের কাজ চলমান রয়েছে।

  • @copybuzz9408
    @copybuzz9408 3 ปีที่แล้ว

    বাটনযুক্ত মিটারে কার্ড না ঢুকালেও ব্যালেন্স চেক করা যায়, তাই না???

    • @chaturvuj
      @chaturvuj  3 ปีที่แล้ว

      বাটন চেপেই ব্যালেন্স চেক করা যায়।

  • @tuntunirahat7883
    @tuntunirahat7883 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম। ইমারজিনছি ব্যালেন্স কি প্রতি মাসে আনতে পারবো। একটু জানাবেন।

    • @chaturvuj
      @chaturvuj  2 ปีที่แล้ว

      ১। ইমারজেন্সি ব্যালেন্স প্রতি মাসে নয় । প্রতিবার রিচার্জ করার পর আপনি একবারের জন্য ইমারজেন্সি ব্যালেন্স পাবেন। অর্থাৎ মাসে চারবার রিচার্জ করলে আপনি চারবারই ইমারজেন্সি ব্যালেন্স পাবেন।
      ২। তবে মনে রাখতে হবে ইমারজেন্সি ব্যালেন্সটি নেগেটিভ ব্যালেন্স। আপনি টাকা রিচার্জের সাথে সাথে ইমারজেন্সি ব্যালেন্স হিসাবে ব্যবহৃত নেগেটিভ ব্যালেন্সটি সমন্বয় হয়ে যাবে।

  • @mofizulhaqueakash3040
    @mofizulhaqueakash3040 2 ปีที่แล้ว

    এ রকম একটা মিটারে "ওভার লোড"
    দেখায় এবং লাইন বন্ধ হয়ে যায়।
    আবার অটোমেটিক লাইন চালু হয়।
    কারণ ও সমাধান কী???

    • @chaturvuj
      @chaturvuj  2 ปีที่แล้ว

      ১। মিটারটির মেক্সিমাম পাওয়ার সেটিং কোড একটিভ করা আছে। পাওয়ার সেটিং কোড একটিভ করা অবস্থায় মিটারের অনুমোদিত লোডের বেশী লোড ব্যবহার করার সাথে সাথে মিটার ওভার লোডজনিত কারনে মিটারের লোড সাইডের পাওয়ার অফ হয়ে যাবে। মিটারের লোড অনুমোদিত লোড সীমায় আসার পর অটোমেটিকভাবে আবার চালু হয়ে যাবে। তবে এই অবস্থা বেশিদিন চলতে থাকলে মিটার বার বার অফ/অন হওয়ার কারনে নষ্ট হয়ে যেতে পারে।
      ২। অনুমোদিত লোডের মধ্যে বিদ্যুৎ ব্যবহার সীমাবদ্ধ রাখেন অথবা আপনি সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরনকারী প্রতিষ্ঠানে যোগাযোগ করে আপনার চাহিদা অনুযায়ী মিটারের অনুমোদিত লোড বৃদ্ধি করে নিতে পারেন।

  • @AbdulWahid-gm2pz
    @AbdulWahid-gm2pz 2 ปีที่แล้ว

    গুড

    • @chaturvuj
      @chaturvuj  2 ปีที่แล้ว

      ধন্যবাদ

  • @bravecatofficial1307
    @bravecatofficial1307 ปีที่แล้ว

    ২ মাস আগে টাকা রিচার্জ করা ছিলো এখন এই মুহূর্তে কি আমি ইমার্জেন্সি টাকা পাবো?

    • @chaturvuj
      @chaturvuj  ปีที่แล้ว

      যদি আপনি টাকা রিচার্জ করার পর শুধুমাত্র একবার কার্ড পাঞ্চ করে থাকেন তবে এখন কার্ড পাঞ্চ করলে ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন।
      অর্থাৎ প্রতি রিচার্জে একবার করে ইমার্জেন্সি ব্যালেন্স পাওয়া যায়।

  • @suraiyasuborna8624
    @suraiyasuborna8624 4 ปีที่แล้ว

    ডিপিডিসি মিটারে-
    এক মাসের টাকা একত্র ঢুকালে কম চার্জ কাটবে নাকি ভেঙ্গে ভেঙ্গে টাকা ঢুকালে কম চার্জ কাটবে। যেমন মাসের 5 তারিখে ১৫০০ টাকা ঢুকালে 19 তারিখ পর্যন্ত যায়। কিন্তু 19 তারিখ১০০০টাকা ঢুকালে তার 24 তারিখ সকালে শেষ হয়ে যায়। টাকাটা কি একসাথে ঢুকালে আরো কিছুদিন বেশি যেত?
    এক মাসে একটা মিটার থেকে কয়বার ঋণ পাওয়া যায়। অর্থাৎ এই মাসের প্রথম বার টাকা ঢুকানোর পরে ঋণ পেলেও দ্বিতীয়বারে টাকা ঢুকানোর পর ঋণ পাওয়া গেল না।কেন?

    • @chaturvuj
      @chaturvuj  4 ปีที่แล้ว

      ক) একমাসের বিদ্যুৎ ব্যবহারের সমপরিমান টাকা মিটারে একসাথে রিচার্জ করুন বা ঐ একই টাকা ১০ বারে রিচার্জ করুন না কেন সকল চার্জ একই থাকবে। মাসের শুরুতে আবাসিক মিটারের প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য প্রথমধাপে কম থাকে। সেজন্য মাসের প্রথম ১৫/১৬ দিন টাকা কম খরচ হয়। তারপর থেকে ধাপ পরিবর্তনের সাথে সাথে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারনে মাসের শেষের দিকে টাকা বেশী খরচ হয়ে থাকে।
      খ) একসাথে পাচঁ মাসের টাকা রিচার্জ করে দেখুন। মাস শেষ হওয়ার পরপর অবশিষ্ট ব্যালেন্স থেকে একই নিয়মে পরের মাসেও টাকা খরচের হিসাব একই থাকবে। ইমারজেন্সি ব্যালেন্স প্রতি রিচার্জে একবার পাওয়া যায়। ইমারজেন্সি ব্যালেন্স এর সুবিধা নেয়ার পূর্বে বার বার মিটারে কার্ড পাঞ্চ না করাই ভাল।
      গ) আপনার বিদ্যুৎ ব্যবহার যদি মাসে ২০০ ইউনিটের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারেন তাহলে মাসের শুরুতে আর শেষের দিকে একই রকমভাবে টাকা খরচ হবে। “বাসা-বাড়ির বিদ্যুৎ বিল” এই ভিডিওটি দেখুন। সকল বিদ্যুৎ বিতরনকারী প্রতিষ্ঠানের মিটারের টাকা খরচ হওয়ার হিসাব একই।

  • @applemahmud8213
    @applemahmud8213 3 ปีที่แล้ว

    Tnx

  • @hasinakhatun1015
    @hasinakhatun1015 ปีที่แล้ว

    Ami Bikash theka 500 taka neaci but othena.pore sunlam ai mitare bikash theke taka neya jai na akhon ki koruni o.taka ki ferot pabo

    • @chaturvuj
      @chaturvuj  ปีที่แล้ว

      আপনার কোন টাকা ই লস হবে না। সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন। আপনি যদি ডেসকোর গ্রাহক হয়ে থাকেন তাহলে ১৬১২০ তে এখন ই কল করুন।

    • @chaturvuj
      @chaturvuj  ปีที่แล้ว

      ধন্যবাদ।

  • @Abdulkader-co2wg
    @Abdulkader-co2wg 2 ปีที่แล้ว

    02:51

  • @Abdulkader-co2wg
    @Abdulkader-co2wg 2 ปีที่แล้ว

    00:27

  • @Abdulkader-co2wg
    @Abdulkader-co2wg 2 ปีที่แล้ว

    1P, 2W

  • @nusraturme857
    @nusraturme857 2 ปีที่แล้ว

    Scroll button a kivaba emergency balance nibo

    • @chaturvuj
      @chaturvuj  2 ปีที่แล้ว

      কার্ড পাঞ্চ করে ইমারজেন্সি ব্যালেন্স নেয়া যাবে। তবে মনে রাখতে হবে প্রতি রিচার্জে একবার ইমারজেন্সি ব্যালেন্স নেয়া যাবে।

  • @Mohammad-ic3om
    @Mohammad-ic3om 2 ปีที่แล้ว

    কতো টাকা ইমার্জেন্সি পাওয়া যায়?

    • @chaturvuj
      @chaturvuj  2 ปีที่แล้ว +2

      প্রতি রিচার্জ এ শুধু মাত্র একবার ১০০.০০ টাকা।

  • @Abdulkader-co2wg
    @Abdulkader-co2wg 2 ปีที่แล้ว

    30/00:35 20 Pf 0.25

  • @Abdulkader-co2wg
    @Abdulkader-co2wg 2 ปีที่แล้ว

    10:36

  • @Abdulkader-co2wg
    @Abdulkader-co2wg 2 ปีที่แล้ว

    6:28 = ∞8.30=38.50=1.20

  • @sarkertvtv9175
    @sarkertvtv9175 4 ปีที่แล้ว

    Tampered ai lekha keno dakhai please janaben

    • @chaturvuj
      @chaturvuj  4 ปีที่แล้ว

      Tampered লেখাটি প্রি-পেইড মিটারের ডিসপ্লেতে দুটি কারনে আসতে পারে:
      ১। মিটারের টার্মিনাল কভার খোলা হলে বা খোলার চেষ্টা করা হলে। এক্ষেত্রে লাইন বন্ধ হয়ে যেতে পারে। মিটারের টার্মিনাল কভারে হাত না দেয়াই ভাল।
      ২। মিটারের লোড সাইডে ফেজ এবং নিউট্রাল কারেন্ট অসম হলে Tampered ডিসপ্লে হতে পারে। এক বা একাধিক মিটারের লোড সাইডের নিউট্রাল কমন থাকলে এই সমস্যা হয়। বাসার মিটার সমূহের লোড সাইডের আভ্যন্তরীণ ওয়্যারিং এর কমন নিউট্রাল সমস্যা সমাধান এর জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরনকারী প্রতিষ্ঠানের পরামর্শ গ্রহন করা যেতে পারে।

  • @tausifalom522
    @tausifalom522 ปีที่แล้ว

    এই মিটারের শব্দ বন্দ করবো কি ভাবে

    • @chaturvuj
      @chaturvuj  11 หลายเดือนก่อน

      কার্ড Punch করে।

  • @sunjidanipa7954
    @sunjidanipa7954 3 หลายเดือนก่อน

    মিটারের লোড কিভাবে দেখে???

    • @chaturvuj
      @chaturvuj  3 หลายเดือนก่อน

      মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নং-১৭ তে মিটারের বর্তমান চাহিদা বা বর্তমান লোড (কিঃওঃ) প্রদর্শি ত হয়। ধন্যবাদ।

    • @chaturvuj
      @chaturvuj  3 หลายเดือนก่อน +1

      বাটন বিহীন মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নং-১৬ তে মিটারের বর্তমান চাহিদা বা বর্তমান লোড (কিঃওঃ) প্রদর্শি ত হয়।

  • @reelhub-sq1kv
    @reelhub-sq1kv 2 หลายเดือนก่อน

    ei Meter ki bkash a rechage kora jayna??

    • @chaturvuj
      @chaturvuj  หลายเดือนก่อน

      মিটারটি অন-লাইনে থাকলে বিকাশে রিচার্জ করা যাবে।

  • @Abdulkader-co2wg
    @Abdulkader-co2wg 2 ปีที่แล้ว

    04:36

  • @Abdulkader-co2wg
    @Abdulkader-co2wg 2 ปีที่แล้ว

    01:04