শুরু হচ্ছে সাকসেস টিশার্ট ডিজাইন ও ফ্রিল্যান্সিং পেইড কোর্স ব্যাচ ১৩ t shirt design course live

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 เม.ย. 2023
  • শুরু হচ্ছে সাকসেস টিশার্ট ডিজাইন ও ফ্রিল্যান্সিং পেইড কোর্স ব্যাচ ১৩ t shirt design course live
    আমাদের ফেসবুক গ্রুপ / freeonlinetutorial
    Admission link docs.google.com/forms/d/e/1FA...
    ব্যাচ ১৩ টিশার্ট ডিজাইন পেইড কোর্স
    প্রত্যেকটা ক্লাস করে অনুশীলন করে সব গুলো হোমওয়ার্ক কম্পিলিট করলে ১০০% ইনকাম নিশ্চিত ইনশা আল্লাহ।
    ৭-১০ দিনের শর্ট কোর্সে অনেকেই মাইক্রোস্টোক সাইটে ডাউনলোড পাওয়া শুরু করেছিলেন। ইনশাল্লাহ এই বড় কোর্সে আরো অনেক ভালো কিছু থাকবে ইনশা আল্লাহ।
    সবার মাইক্রো স্টোক কিছু পপুলার সাইট যেমন ফ্রিপিক, শাটারস্টোক, এডোবিস্টোক, ক্রিয়েটভ ফেব্রিকায় ও ভেক্টিজি সহ আরোও কিছু মার্কেটে একাউন্ট এপ্রুভ করে দেওয়া হবে ইনশা আল্লাহ।
    এবং কোর্স রানিং অবস্থায় কিভাবে ডিজাইন আপলোড দিবেন, ও কিভাবে বেশি ডাউনলোড পাবেন সব থাকবে এই কোর্সে।
    লাইভ ক্লাইন্টের কিছু প্রোজেক্ট কমপ্লিট করে দেখানো হবে।
    অনলাইন লাইভ ক্লাস হবে জুম অথাবা মিটএ। ক্লাস হবে ২৫+
    ক্লাস বার ও সময় সবার আলোচনা অনুযায়ী ঠিক করা হবে
    ক্লাস রেকোর্ডিং দিয়ে দেওয়া হবে। ২২/৪/২৩ প্রথম ক্লাশ শুরু হবে ইনশা আল্লাহ। ক্লাস টাইম রাত ৯ঃ৩০
    ১০০% একটিভ ও ডেডিকেটেড ছাড়া কেউ ভর্তি হবেন না।
    আগের কোর্স থেকে অনেক ভালো ও আপডেট অনেক কিছু থাকবে এই কোর্সে ইনশা আল্লাহ।
    আগের মুল্যেই এই কোর্স পাচ্ছেন আরো অনেক গুন আপডেট অবস্থায়।
    এই কোর্স কাদের জন্যঃ
    ১। যারা মুটিমুটি ভালো গ্রাফিক্স ডিজাইন জানেন কিন্তু তেমন কোন ইনকাম করতে পারছেন না।
    ২। যারা একটিভ ও প্যাসিভ ইনকাম করতে আগ্রহী।
    ৩। ১০০% ডেডিকেটেট হয়ে মাইন্ড সেটাপ করে শিখতে আগ্রহী।
    ৪। নিয়মিত ক্লাস ও অনুশীলন করতে পারবেন।
    ৫। নিয়মিত হোম ওয়ার্ক করতে পারবেন যারা।
    কোর্সে যেগুলো থাকবেঃ-
    1. টিশার্ট ডিজাইন কি এবং কেন? টিশার্ট ডিজাইনের চাহিদা এত বেশি কেন? টিশার্ট ডিজাইন শিখে কিভাবে স্বাবলম্বী হতে পারবেন।
    2. টিশার্ট ডিজাইন শেখা কোথা হতে শুরু করবেন? ও কিভাবে? কোন কোন সফটওয়্যার ব্যহবার করতে হবে। টিশার্ট ডিজাইন করার জন্য গুরুত্তপূর্ন টুলস নিয়ে আলোচনা ও কিছু মুল্যবান ট্রিক্স।
    3. কিভাবে ফন্ট কালেক্ট করতে হবে ও ফন্ট ব্যবহার কার কিছু গুরুত্তপূর্ন ও টেকনিকাল ট্রিক্স। শুধু ফন্ট দিয়ে কিভাবে টাইপোগ্রাফি টিশার্ট ডিজাইন করা সম্ভব।
    4. ভালো টিশার্ট ডিজাইনার হতে কি কি ট্রিক্স ফলো করতে হবে সেগুলো আলোচনা ও টিশার্ট ডিজাইনের জন্য নিশ খুজে বের করে বেস্ট ডিজাইন আইডিয়া বের করার উপায়।
    5. বিভিন্ন ধরনের ডিজাইন সম্পর্কে পরিচয় ও ডিজাইন করার সহজ উপায় যেমন টাইপোগ্রাফি, বাল্ক, কাস্টম, ভিন্টেজ, কালারফুল, স্কিন প্রিন্ট, ফুল প্রিন্ট, রিয়েলিস্টিক, মিনিমালিস্ট আরো অনেক।
    6. ভেক্টর কালেকশন ও ক্রিয়েশন ভেক্টর টুলস ও গ্রাফিক্স ডিজাইন বেজ টিশার্ট নিয়ে দেখানো হবে। প্রয়োজনীয় ১০০০ প্লাস ভেক্টর ও ইডিটেবল টিশার্ট দিয়ে দেওয়া হবে।
    7. প্রিন্ট সাইজ কি কত? ডিজাইন সাইজ ও কুয়ালিটি, কোন ফাইল গুলো ক্লাইন্টকে কিভাবে ডেলিভারী দিতে হবে, মোকাপ করা, কিভাবে ডিজাইন গুলো সেভ করতে রাখতে হবে।
    8. নিশ বেজ কন্সেপ্ট খুজে বের করা, নিশ বেজ কিছু ডিজাইন করা সেখানো হবে যেমন হবি(ফিশিং, ট্রাভেল, হান্টিং ইত্যাদি), ফিটনেস(জিম, ক্রস্ফিট ইত্যদি)
    9. ভিন্টেজ, রেট্রো, ডিস্ট্রেস, গ্রানজি ইফেক্ট কিভাবে এপ্লাই করা হয় সেটা নিয়ে দেখানো হবে।
    10. কোন কোন বিষয় ডিজাইনের দিকে ফোকাস করতে হবে? কালার কন্সেপ্ট নিয়ে আলোচনা।
    11. কিভাবে প্রফেশনাল টিশার্ট ডিজাইনার হতে পারবো? কিভাবে নিজের পোর্ট ফোলিও সাজাতে হবে।
    12.মার্কেট প্লেসে কাজ করতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে? মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইভারর ও পিপল পার হাওয়ার্স নিয়ে দেখানো হবে। মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লাইন পেতে পারি?
    13. হট নিশ ও বেস্ট সেলিং নিশ খুজে বের করে সেগুলো থেকে নতুন ডিজাইন আইডিয়া বের করা।
    14. পোড মার্কেট প্লেস সম্পর্কে পরিচিতি ও মার্কেট প্লেসের সাথে পরিচিতি। প্রিন্ট অন ডিমান্ড এ কাজ কিভাবে শুরু করবেন ও বেসিক মার্কেটিং যেভাবে করবেন।
    15. কিভাবে প্রোফেশনাল পোর্টফোলিও বানাইবেন ও ক্লাইন্ট পাবেন।
    16.
    আপওয়ার্কে কিভাবে কাজ পাবেন।
    17. মাইক্রোস্টোক যেমন শাটারস্টোক, ক্রিয়েটিভ ফেব্রিকা, ফ্রি পিক, পিএনজি ট্রি, adobe stock, vecteezy আরোও ক মাধ্যমে কিভাবে লাইফ টাইম প্যাসিভ ইনকাম হবে সেগুলো দেখানো হবে।
    18. প্রশ্ন উত্তর পর্ব ও বিভিন্ন প্রব্লেম এর সমাধান।
    19. লাইফ টাইম আমাদের সকল ক্লাসের স্টুডেন্ট দের গ্রুপের মাধ্যমে সাহায্য ও সাপোর্ট এর ব্যবস্থা থাকবে।
    20. ফাইবার পরিচিতি ও ফইভার নিয়ে ডিটেইলস ক্লাস। ক্লাইন্টের রিয়েল প্রোজেক্ট লাইভে দেখানো হবে।
    ২১। একাউন্ট কিভাবে করবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্জ করবেন ও ডিজাইন আপলোড দিবেন ডিটেইলস
    ২২। ফ্রি মার্কেটিং করে কিভাবে মাইক্রোস্টোকে সেলস বাড়াবেন।
    ২৩। কোর্স শেষে ফ্রি ইন্টার্নশীপ এর ব্যাবস্থা আছে।
    ২৪। ইন্টার্ন শেষে আমাদের সাথে টিম ওয়ার্ক, পার্ট টাইম ফুলটাইম কাজ করার সুযোগ দেওয়া হবে।
    প্রয়োজন হলে আরো কিছু ট্রিক্স ও টিপস এড করা হবে।
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 5