অনবদ্য। অতুলনীয়। প্রিয় কলিম শরাফীর কণ্ঠে বিমূর্ত হয়ে ওঠা প্রিয় গানগুলো। কতবার শুনেছি, বার বার শুনতাম। রেকর্ডিং এর দোকান থেকে রেকর্ড করিয়ে বন্ধুদের উপহার দিতাম।আশির দশকের শেষে সদ্য তারুণ্যে পা দেয়া বন্ধুরা মন প্রাণ ভাসিয়ে দিয়ে শুনতাম তখনকার লিভিং লিজেন্ড কলিম শরাফীর গান। রবীন্দ্র সঙ্গীত বড্ড টানতো আমাদের। বন্ধুরা অনেকেই ছিল তাঁর প্রতিষ্ঠান 'সংগীত ভবনে' তাঁর শিক্ষার্থী হিসেবে।সৌভাগ্য হয়েছে সরাসরি তাঁর গান শোনার, গান শেখাতে দেখার। নিজেকে ধন্য মনে করি। প্রিয় শিল্পীর জন্য অতল শ্রদ্ধা।
অসাধারণ | কলিম সরাফি আমার কাছে Best | ওনার গান শুনলে আর কারো গান ভাল লাগেনা | আজ ওনার শতবর্ষ | আমার নিনম্র শ্রদ্বা ও প্রনাম জানাই | ওনাকে এদেশে ধরে রাখা যায়নি বলে লজ্জায় মাথা নত হয়
The #4 track in this collection, "ami tomay jato" - this is the second time I am listening to this song in more than 40 years. The first time I heard this was a recording by K.L. Saigal in the early 1980s. Kalim Sharafi's rendition is equally good or maybe even better.
জানিনা কেন, আমার মনে হয় কলিম শারাফির মত এত ভাল রবীন্দ্রসঙ্গীত আর কেউ গায় নি। মনে হয় রবি ঠাকুর বোধয় এই চেয়েছিলেন, শুধু গান, বেশি স্টাইল নয়, বেশি বাদ্যি নয়, চোখ উল্টে আঁতলামো নয়, মাথা নেড়ে বোদ্ধাবাজি নয়।
অনবদ্য। অতুলনীয়। প্রিয় কলিম শরাফীর কণ্ঠে বিমূর্ত হয়ে ওঠা প্রিয় গানগুলো। কতবার শুনেছি, বার বার শুনতাম। রেকর্ডিং এর দোকান থেকে রেকর্ড করিয়ে বন্ধুদের উপহার দিতাম।আশির দশকের শেষে সদ্য তারুণ্যে পা দেয়া বন্ধুরা মন প্রাণ ভাসিয়ে দিয়ে শুনতাম তখনকার লিভিং লিজেন্ড কলিম শরাফীর গান। রবীন্দ্র সঙ্গীত বড্ড টানতো আমাদের। বন্ধুরা অনেকেই ছিল তাঁর প্রতিষ্ঠান 'সংগীত ভবনে' তাঁর শিক্ষার্থী হিসেবে।সৌভাগ্য হয়েছে সরাসরি তাঁর গান শোনার, গান শেখাতে দেখার। নিজেকে ধন্য মনে করি। প্রিয় শিল্পীর জন্য অতল শ্রদ্ধা।
I'm
মুগ্ধতা। শুধুই মুগ্ধতা।মন শান্তিতে ভরে গেল। প্রণাম এই গায়ক কে।
এই অসাধারণ শিল্পীর গান আগে শোনা হয়নি,বলতেও লজ্জা লাগে! অতুলনীয়।
রবীন্দ্র সঙ্গীতের ভাবের দ্যোতনা কলিম শরাফির মধুর কণ্ঠে যেভাবে ফুটে উঠেছে তার তুলনা মেলা ভার। তাঁর গলার সুর অজর, অমর, অক্ষয়!
অসাধারণ এই শিল্পীকেও 46 এর ভ্রাতৃঘাতী দাঙ্গায় এই বাংলা ছেড়ে তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে যেতে হয়েছিল একথা মনে পড়লে লজ্জায় ম'রে যেতে হয়!
অসাধারণ, গলায় রাবীন্দ্রিক ভাব পরিপূর্ণ, প্রান জুড়িয়ে গেলো।
ওনার পদতলে বসে শুনবার ও শিখবার সুযোগ এ অধমের হয়েছিল। প্রনাম গুরুদের।
🙏
খুব সুন্দর উপস্থাপনা, দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায় কে মনে করিয়ে দেয়।
দুর্ভাগ্যক্রমে, এই গায়কের গাওয়া গান আগে শুনিনি, যদিও এই সব গানগুলো অন্য গায়কদের কন্ঠে বহুবার শুনেছি। ❤❤❤
শিল্পীর গায়কি শ্রদ্ধেয় সুবিনয় রায়কে মনে করিয়ে দেয়।প্রণাম।
এমন পবিত্র মধুর সুরের পরশে শান্তিতে ভরে যায় মন । উনার চরণে প্রণাম জানাই ।
থ্যাংক কিউ 😊😊❤❤
@@Rabindranath. ❤️
অপূর্ব গায়কী। মন ভরে গেল
অপূর্ব । অসাধারণ গুনী শিল্পী। ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ❤ ধন্যবাদ বন্ধু । ❤️
পঙ্কজ মল্লিক,দেবব্রত, কলিম শরাফী,হেমন্ত, সুবিনয় রায়, সাগর সেন ,প্রত্যেক রবীন্দ্রসঙ্গীত শিল্পীরাই স্ব স্ব ক্ষেত্রে স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল। চির অমলিন তাঁদের কণ্ঠস্বর।
প্রিয়তম শিল্পী কলিম সাহেব, যত শুনি মুগ্ধ হই। প্রতিভার প্রতি সুবিচার করতে পারলাম না।
অসাধারণ | কলিম সরাফি আমার কাছে Best | ওনার গান শুনলে আর কারো গান ভাল লাগেনা | আজ ওনার শতবর্ষ | আমার নিনম্র শ্রদ্বা ও প্রনাম জানাই | ওনাকে এদেশে ধরে রাখা যায়নি বলে লজ্জায় মাথা নত হয়
দারুন, দারুন, দারুন।
এই রবীন্দ্রসঙ্গীত বার বার মন শুনতে চায়।
আজ এই শিল্পীর জন্মশতবর্ষ । আনন্দবাজার পত্রিকায় ওঁনার কথা লেখা পড়ে আবার গান শুনলাম এবং মুগ্ধ হলাম।
Amio editorial ta porei elam.
মন খারাপের দিন আমার সাথী আপনার এইসব গান গুলো।নমস্কার।
সাধক শিল্পী।অসাধারণ।
কলিম শরাফির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনলে মনে হয়, যেন স্বয়ং রবীন্দ্রনাথই গান গাইছেন!
Khub bhalo laglo. Anek pronum janai
অসাধারণ গান শুনলাম অনেক দিন পরে। খুব ভালো লাগলো
The Legend!!!
বহুদিন পর এতো ভালো সুর সমৃদ্ধ মন ছুঁয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনলাম, গায়ককে আমার অন্তরের শশ্রদ্ধ প্রনাম।
Truly a great artiste! Darun bhalo lagchhe.
বেঙ্গল ফাউন্ডেশন এক আশীর্বাদ তরুণ প্রজন্মের জন্য!
অসাধারণ গায়ণের জন্য অভিনন্দন জানাই।
Wonderfully sensitive rendering of the songs. A great artiste.
🙏🙏🌷🌹💖
অসাধারণ
অসাধারন।মন ভরে গেল
জন্মশতবর্ষে সশ্রদ্ধ প্রণাম জানাই এই অসাধারণ শিল্পীকে।
অনবদ্য! অনবদ্য ! অনবদ্য।
কি সুন্দর কণ্ঠ শুনে মুগ্ধ হলাম. Pronam janai.
Akhon mohan shilpi abong bola jete pare Robindra Songeet jogote shrestotomo. Onake Amar ontorer sroddha janai
ভরাট কন্ঠের অন্যন্য সুরের মূর্ছনা।
খুব খুব ভালো লাগলো... মন ভরে গেলো
গায়ক,উচ্চারণে দেবব্রত বিশ্বাসের ছাপ। প্রতিটি গান সুখশ্রাব্য।
Osadharan. Osadharan.
The #4 track in this collection, "ami tomay jato" - this is the second time I am listening to this song in more than 40 years. The first time I heard this was a recording by K.L. Saigal in the early 1980s. Kalim Sharafi's rendition is equally good or maybe even better.
অনেক দিন পরে শুনলাম,৯০ এর দশকে খুব শুনতাম।প্রিয় শিল্পীদের একজন,ধন্যবাদ।
মন ভরে গেল।
ProNam roilo..vishoN valo laglo
Monta bhore gelo eto sundor
ওপারে-ও কত মণিমুক্তো ছড়িয়ে ছিল বা আছে!
Ei ashadharon shipir ei gaanti amar mone hoey ku ato shundor kore gaeyni.Amar pronam janai..
অপূর্ব । ভালো লাগলো
অপূর্ব ! যেন নতুন করে জর্জ বিশ্বাসকে খুঁজে পেলাম । সেই মন ভরিয়ে দেওয়া সুরেলা উদাত্ত কণ্ঠ । আবার বলি, অপূর্ব অসাধারণ।
অপূর্ব
অসাধারন কণ্ঠস্বর । নির্বাক হয়ে শুনে যেতে হয় কেবল ।
অপূর্ব।
অসাধারণ ।
Porane posilo, onar kontho.
প্রণাম ।
পিকাসো(পীযুষ কান্তি সোরকার) র চাইতেও ভাল, অসাধারণ। প্রনাম।
Onoboddyo
**Akhon--- akjon
I a.m 80yrs. Old now. I heard frbobrata noswas . Found shadow. In kalim sharafi.but sounds beautiful.
জর্জ বিশ্বাসকে মনে করিয়ে দিলেন।
Opurbo gayoki
Asadharan
Monta bhore galeo
Apurbo❤
অনবদ্য!❤
vora roilo smriti sudhay
দেবব্রত আর কলিম শরাফীকে আলাদা করা এক এক সময় অসম্ভব। আমার প্রিয় শিল্পী। 🙏🙏🙏
খুবই সুন্দর লাগল। অনুরোধ,মোহন সিং খাঙ্গুরা ও বিক্রম সিং খাঙ্গুরা র গান দয়া করে শুনে দেখবেন বন্ধুরা।
Tabo Charan Parash Thakuk Shire. 🙏
🙏🙏🙏
🙏AFTER HEARING GODGIFTD - *"KALIM SARAFI SAHEB JI'S-- -MELODIOUS RABINDRA - 💽- -SANGEETS I REMEMBER -🙏MY MUSICAL FEELINGS GURU - 📯 🎶🎶👌👌🎶🎶 🎙📯💽 -*"HEMANTA MUKHERJEE --&-- - GEORGE DA" (*DEBABRATA -- BISWAS )- PERFECT CLASSIC - - ❤-TOUCHING GREAT INNER -🎶-"FEELINGS DEVOTIONAL - -👏🧎🕎🧎👏- PRAYER TYPE- -OF EMMOTIONAL TOUCH"🙏 *GURUDEV RABINDRANATH --- -KE🙏SOTO 🙏 KOTI PRANAM -JANAI 🙏 AMAR ANTAR --💙-- -THEKE 🙏🎶❤️🎶🙏. *MONE -BHORE GALO SCHOKAL 2 -😌 - SHANTI 🎶🧎🛕🧎🎶 !!! OLD -IS REALLY GOLD NOSTALGIC - - GODGIFTED OLD GOLDEN 👍 - DAYS 🎶💖🎶. PRANAM 🙏.
জানিনা কেন, আমার মনে হয় কলিম শারাফির মত এত ভাল রবীন্দ্রসঙ্গীত আর কেউ গায় নি। মনে হয় রবি ঠাকুর বোধয় এই চেয়েছিলেন, শুধু গান, বেশি স্টাইল নয়, বেশি বাদ্যি নয়, চোখ উল্টে আঁতলামো নয়, মাথা নেড়ে বোদ্ধাবাজি নয়।
Absolutely yes!!!! 😊dur bideshe boshe shunte shunte kothaaaaay jano mon choley jaay …..
@@jayasrimajumdar5983yy hua ko imo
দেবব্রত বিশ্বাস ও পীযূষ কান্তি সরকার। শুনে দেখবেন প্লিজ।
নিশ্চয় শুনেছি। শুনবো না কেনো? আমার কলিম শরাফী শুনে বেশি আরাম লাগে।
আপনার যাকে ভালো লাগে নিশ্চয় তাকে শুনবেন। সবারির কান এক রকম হয় না।
Protity gan opurbo laglo. Amar. Pronamjanalam onake.
Darun gaan gaiten kintu gaite parlen kothey ?amader lajhya onake bharoth chere chole jete hoeyeche. Sharata jibon songhorsho korte hoeyeche.pronam janai.
People might disagree, but for me, I put him before Hemanta and Debabroto, Khoma che ye nich chhi.
🎉🎉🎉🙏👌👌🙏🙏🙏
Pronam.
তাঁর গাওয়া" মেঘের পরে মেঘ জমেছে" গান-টির কোন রেকর্ড থাকলে দয়া করে আপলোড করুন।
🙏🏻
🙏🙏🙏💐
Ekhane, Mohan Singh ke o,vule gele cholbe na kintu.
Songs of jahadur rahim
শ্রদ্ধেয় কলিম শরাফী অনন্য সাধারণ শিল্পী সন্দেহ নাই। কিন্তু শিল্পের ক্ষেত্রে superlative ব্যবহআর করা কি ঠিক ?
মনে হয় যেন ইনি Debobrata Biswas এর দ্বিতীয় সংস্করণ
Na Pankaj Mallick o Debabrata Biswas nia gara ,
🙏🙏