পশ্চিমবঙ্গে বাণিজ্যিক ভাবে বস্তায় আদা চাষ।। বস্তায় আদার বীজ রোপন ও শোধন পদ্ধতি
ฝัง
- เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
- পশ্চিমবঙ্গে বাণিজ্যিক ভাবে বস্তায় আদা চাষ।। বস্তায় আদার বীজ রোপন ও শোধন পদ্ধতি
Welcome to my Channel - “ soil friend “
Watch all about "টবে বা বস্তায় আদা চাষ করে প্রচুর আদা কিভাবে পাবেন ! How to grow lots of ginger in tub ! "
ভালো মানের আদার বীজ সংগ্রহ করতে পারেন :- 9679329462 ( আপনি নিজে এসে দেখে বুঝে নেবেন )
🛑 যদি কেউ নার্সারীর ও ছাদ বাগানের ভিডিও বানাতে চান তাহলে আমাদের whatsapp Number: (+919547684763) এ যোগাযোগ করুন৷৷
I hope you enjoyed this video
Hit likes
And do subscribe to my channel
বস্তায় আদা চাষ করতে গেলে প্রথমে একটি বস্তায় তিন ঝুড়ি মাটি, এক ঝুড়ি বালি, এক ঝুড়ি গোবর সার ও ২৫ গ্রাম ফিউরাডন লাগবে। বালি পানি নিষ্কাশনে সাহায্য করে, ফিউরাডন উইপোকার উপদ্রব থেকে রক্ষা করবে। মাটির সঙ্গে গোবর, বালি ও ফিউরাডন ভালোভাবে মিশিয়ে সিনথেটিক বস্তায় ভরে ঝাঁকিয়ে নিন তাতে মিশ্রনটি ভালোভাবে চেপে যাবে। সম্ভব হলে ১চামচ পটাশ সার মিশিয়ে নিন।
আলাদা একটি বালি ভর্তি টবে তিন টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দিন।
এখানে বলে রাখা ভালো আদার কন্দ লাগানোর আগে ব্যাভিস্টিন দিয়ে শোধন করে নিলে ভালো হয়। এতে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচবে। চাইলে অন্য কোনো ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। শোধনের পর আধা ঘণ্টা ছায়ায় শুকিয়ে নিতে হবে।
২০-২৫ দিন পর ওই আদা থেকে গাছ বের হবে। তখন আদার চারা সাবধানে তুলে বস্তার মুখে তিন জায়গায় বসিয়ে দিন। দিনের অধিকাংশ সময় রোদ পায় এমন স্থানে বস্তাটি রাখতে হবে। কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বাড়তে থাকবে। চারা লাগানোর দু’মাস পরে আধ চামচ ইউরিয়া প্রয়োগ করুন মাটিতে। মাঝে খুঁড়ে মাটিটা একটু আলগা করে দিলে ভালো হয়।
জুন-জুলাই মাসে আদা লাগালে ডিসেম্বর-জানুয়ারি মাসে তোলার উপযুক্ত হয়ে যাবে। এক একটি বস্তায় তিনটি গাছ থেকে এক-দেড় কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। আদা তুলে নেওয়ার পর সেখানে সবজি চাষ(মরিচ, টমেটো, লেটুস প্রভূতি) করা যেতে পারে। সে জন্যে নতুন করে মাটি তৈরি করারও দরকার নেই।
#gingercultivation #gowithgreen #growginger
Darun information .carry on brother.
Thanks ❤️
Vai ami 170 basta ada chas korchi,
করুন আসা করি ভালো রেজাল্ট পাবেন ❤️
আপনার বাড়ি কোথায়
গেদে
দাদা ৭ দিন পর পর কীসের খোল দিতে হবে?
সরিষার খোল ভেজানো জল
বীজের দোকানের নম্বর কই?
Description box check korun