আদা গাছের পরিচর্যা || Ginger plant care

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @rakhidas7739
    @rakhidas7739 4 ปีที่แล้ว +12

    অসাধারন দাদা ,অসাধারণ.....যত দেখছি ততই যেন আপনার ভিডিওর প্রেমে পরছি। কত সুন্দর করে বুঝিয়ে বলেন,মোহিত হয়ে শুনি, আপনি খুব ভালো শিক্ষক ।প্রণাম নেবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      ধন্যবাদ জানাই ভালো থাকবেন

    • @sujoysarkar4039
      @sujoysarkar4039 4 ปีที่แล้ว

      Khub ভালো.. Amaro pronam নেবেন 🙏

    • @udhbhotchannel611
      @udhbhotchannel611 3 ปีที่แล้ว

      Khol pocha jol , sorisar khol to?

    • @LipikaBhowmik-d6z
      @LipikaBhowmik-d6z 2 หลายเดือนก่อน

      Sir apnar Sathe katha bolte Chai. Kivabe jogajog korbo aktu Bolben please sir

  • @champadhali6746
    @champadhali6746 9 หลายเดือนก่อน +1

    Uncle you are so good teacher, your all vedios are so knowledgeable, so wonderful, so amazing, so helpful, so useful 🙏

  • @ahsanahmed548
    @ahsanahmed548 4 หลายเดือนก่อน

    দাদা মনটা, চিন্তাধারা অনেক পবিত্র। সাধারণ কৃষক বা উদ্যোক্তা কী ভাবে উপকৃত হবে সেই চেষ্টা আপনি করে যাচ্ছেন যেটা এই সময়ে কেও করেনা। ভালো সাথে ভালো হোক এই কামনায়।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 หลายเดือนก่อน

      সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন এই কামনা করবো।

  • @abhijitchatterjee7408
    @abhijitchatterjee7408 2 ปีที่แล้ว

    Your explanation is so scientific that the audience gets the full information which he can turn into knowledge and develop a clear vision of the subject. Many many thanks to you for serving the society generously with open heart and soul.

  • @prosenjitmondal3828
    @prosenjitmondal3828 4 ปีที่แล้ว

    আপনার সব ভিডিও গুলো আমি দেখি খুব ভালো লাগে। অনেক কিছু জানতে পরি। ভালো থাকবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      আপনারাও সপরিবারে ভালো থাকুন এই কামনা করব চলুন সকলে এগিয়ে চলি।

  • @santanubhattacharjee1966
    @santanubhattacharjee1966 ปีที่แล้ว +1

    Excellent excellent excellent

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই,
      সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।

  • @knobinkumar9073
    @knobinkumar9073 4 ปีที่แล้ว

    জেনে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে l

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই সপরিবারে ভালো থাকো এই কামনা করব।

  • @prosenjitghosh9148
    @prosenjitghosh9148 4 ปีที่แล้ว

    ভালো লাগলো স্যার। আপনি ভালো থাকবেন সবসময়।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      তোমরাও সপরিবারে ভালো থেকো এই কামনা করব, চলো সকলে এগিয়ে চলি।

  • @amritendubera829
    @amritendubera829 3 ปีที่แล้ว

    Sir apnar Katha joto suni toto inspire hoi sir pronam neben apnarmoti keu Jodi barite thakto tobe aro baro hote partam

  • @DattatreyaBhattacharjee
    @DattatreyaBhattacharjee 9 หลายเดือนก่อน +1

    Jay Shree Ram
    Excellent excellent excellent 👌

  • @chhayasakar5570
    @chhayasakar5570 4 ปีที่แล้ว +1

    দাদা প্রনামনিবেন। আমি প্রথম আপনার ভিডিও, কথা বলার ধরন এতো উৎসাহ, আনন্দ, মজার মজার কথা বোলে আমাদের বোঝান। আমি ভীষণ খুশি। ভালো থাকবেন দাদা। 🙏🙏🙏👌👌👌আমার ছাদে এক চিলতে জায়গায় কত সপ্ন।।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থেকো চাষকে ছেড়ো না

  • @arindamsarkar8106
    @arindamsarkar8106 4 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো কথা গুলি শুনে

  • @soubhadrabar7002
    @soubhadrabar7002 5 หลายเดือนก่อน

    sir 1st of all ami ekjon torun uddokta, onek dhonnobad eto sundor kore bujhanor jonno...2ndly amar ekta onurodh ho66e...protita chas er upor jodi ekta kore playlist creat koren tahole subidha hoy amader, r vid gulo khujte hobe na,,amar upnar somoy o bachbe... pronam thaklo sir.dhonnobad

  • @kaushikraha2893
    @kaushikraha2893 4 ปีที่แล้ว +1

    Sir it is our pleasure to watch and listen to you

  • @apastamasengupta1236
    @apastamasengupta1236 4 ปีที่แล้ว

    দারুন হেল্পফুল ভিডিওগুলো।খূব ভালো লাগে দেখতে। আমার কাঁঠাল গাছে একবছর কাঁঠাল আসে তো আর এক বছর আসেনা, আর মিষ্টতাও তুলনামূলক ভাবে অনেক কম। গাছের কীভাবে পুরোপুরি জৈব উপায়ে যত্ন করব। কাঁঠাল গাছে র ডাল কী বছরে একবার ছাঁটাই করব?করলে সেটা কখন, কীভাবে? আর সার কী দিতে হয়?এটা নিয়ে কিছু টিপস দেবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      রবিবার প্রশ্ন-উত্তর পর্ব 10 নম্বরে আপনার নামসহ আমি প্রচার করব এবং উত্তর জানাবো সকলের উপকার হবে আপনি ভিডিওটা কিন্তু দেখবেন।

    • @apastamasengupta1236
      @apastamasengupta1236 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 অবশ্যই👍

  • @sonartori2211
    @sonartori2211 4 ปีที่แล้ว

    খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারলাম আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন💓

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      সুপ্রভাত সবাই ভালো থাকুন এই কামনা করব চলুন সকলে এগিয়ে চলি।

  • @shanchitaafrin3246
    @shanchitaafrin3246 3 ปีที่แล้ว

    কি সুন্দর করে কথা বলেন আপনি।।। আমিও আদা লাগিয়েছি ছাদে 1 মাস হল। কিন্তু গাছ গুলো এত সবুজ না। কি করা যায়

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      গাছের গোড়ার মাটি শুকনো হলে শুধু সরিষার খোল পচানো জল দিয়ে যাবেন পাঁচ দিন ছাড়া ছাড়া। গাছ খুব সুন্দর হবে।

    • @shanchitaafrin3246
      @shanchitaafrin3246 3 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 ok dada

  • @chandansarkar4427
    @chandansarkar4427 4 ปีที่แล้ว

    সুন্দর ভিডিও , ধন্যবাদ

  • @Mistycreation5
    @Mistycreation5 4 ปีที่แล้ว +1

    Darun jetu.ami avibhuto

  • @sumitabiswas6434
    @sumitabiswas6434 4 ปีที่แล้ว

    Khub Bhalo laglo. Amar Ada gach barchena.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      গোড়াতে পাঁচদিন ছাড়া শুধু সরিষার খৈল পচা জল দাও আর যে কোন একটা পিজিআর স্প্রে করো দশ দিন ছাড়া ছাড়া তিনবার গাছ হু হু করে বেড়ে যাবে।

  • @roysgaming9509
    @roysgaming9509 3 ปีที่แล้ว +1

    Plz make a video on ginger cultivation in organic way in tubs on large scale.

  • @pikubarma2468
    @pikubarma2468 4 ปีที่แล้ว

    Dadu Ami tomar fan

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই সপরিবারে ভালো থেকো এই কামনা করব।

  • @sokherbagan3434
    @sokherbagan3434 4 ปีที่แล้ว

    খুব সুন্দর
    #SokherBagan

  • @champadhali6746
    @champadhali6746 9 หลายเดือนก่อน +1

    Sir, Apnar bari kothai? barite class dan? Please proper Address dile bhalo hoi, help hoi🙏

  • @pravashroy4761
    @pravashroy4761 4 ปีที่แล้ว

    Sir..Apni Khub Bhalo kora Amader ka bolchen Khub Bhalo laga...kintu Akta anurodh ...Apni Aktu Nana tipe Fruits Ar plant niya Bolla Khub Bhalo hoy..ple...Ar Apni Khub Bhalo Thakun...🤞🤞🌹🌹👍

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      আমি চেষ্টা করব বিভিন্ন ফলের পরিচর্যা করতে একটু সময় দিন আসলে অনেকগুলো ভিডিও অর্ধেক হয়ে পড়ে আছে সেগুলো শেষ করি তারপরও চেষ্টা করবো ভালো থাকুন ধন্যবাদ জানাই।

  • @subhasdolui3627
    @subhasdolui3627 4 ปีที่แล้ว +1

    sir মাশরুম চাষ নিয়ে video করুন

  • @amaldebbarmablog6049
    @amaldebbarmablog6049 4 ปีที่แล้ว

    Khub valo lage sir...joler sathe ki mesai ektu boledin pls

  • @palashsheet4830
    @palashsheet4830 4 ปีที่แล้ว

    Begun gache phul anar Janna ki spray korte hobe..AR ki korle size Boro hobe..

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      প্রতি লিটার জলে 2 মিলি বায়ো ভিটা এক্স মিশিয়ে 10 দিন ছাড়া স্প্রে করবেন আর গাছের গোড়ায় খাবার দেবেন ।

  • @debnarayangayen6834
    @debnarayangayen6834 4 ปีที่แล้ว +1

    খুব খুব ভালো লাগলো স্যার।
    স্যার পোল্ট্রী মুরগির বিষ্ঠা বা পায়খানা সরাসরি জমিতে ব্যবহার করা যায়?
    না গেলে কি ভাবে করব, যদি জানান খুব উপকৃত হব।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +3

      খুব শক্তিশালী সার কিন্তু পচিয়ে দেবেন। ধানের জমিতে মাটিতে ফেলে দেন ঠিকই আছে কিন্তু সবজিতে তখনই ব্যবহার করবেন অন্ততঃ এক বছরের পুরানো হলে ভালো হয় তাহলে গাছ উপকারে যায়

    • @debnarayangayen6834
      @debnarayangayen6834 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 অনেক অনেক ধন্যবাদ স্যার।

  • @souvikbarman136
    @souvikbarman136 4 ปีที่แล้ว +1

    Sir.... khub bhalo akta video.....bhalo thakun.....sir ghore npk18 18 18 banano jai.....konta koto jodi bolen.....

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      আমি এই ব্যাপার একটা ভিডিও আনছি খুব শীঘ্রই ওই ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবেন খুব ভালো লাগবে।

  • @ashimaroy880
    @ashimaroy880 4 ปีที่แล้ว +1

    Aadar moton kore ki aam aada chaas kora jai?

  • @parthanaskar8411
    @parthanaskar8411 4 ปีที่แล้ว +1

    Sir ..kaka insecticide begun ar lonka gache use Korte parbo ? Ar ami pure organic Korte chai ..apnar help er khub proyojon..apnar video dakhe khub vlo lage ...thank you sir..

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      কেন জৈব ওষুধ দেবে রাসায়নিক ওষুধ দেবে না রাসায়নিক বিষ বর্জন করো ।খুব ভালো জৈব ওষুধ বাজারে আছে সেগুলো আমি আস্তে আস্তে নাম বলছি ওই গুলোই ব্যবহার করবে।

    • @parthanaskar8411
      @parthanaskar8411 4 ปีที่แล้ว

      Thank you sir ..apnar reply paoar Jonno ..

  • @skamirulanam9374
    @skamirulanam9374 3 ปีที่แล้ว

    Sir, amer bari falter ulto dike baragachi, Ami dharos bich nite chai ,ki vabe pabo plz bolben

  • @ashimaroy880
    @ashimaroy880 4 ปีที่แล้ว +1

    Kaku ektu urgent aache... Rajanigandha bulb tobe bosabo... Mati ta kamon bhabe toiri korbo jodi please ektu bolen den... Thank you.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +2

      হ্যাঁ আমি এবারে ফুল চাষ নিয়ে কিছু কথা বলব । এখন চন্দ্রমল্লিকা লাগাবেন না বা গাঁদা ফুল গাছ বা ইনকা ,রজনীগন্ধা তো লাগানো যাবে। খুব হালকা মাটি এবং খুব উর্বর করতে হবে এই জায়গাটা ফুল চাষের কঠিন কাজ । 1 কেজি মাটি 500 গ্রাম ভার্মিকম্পোস্ট 200 গ্রাম সরিষার খৈল 100 গ্রাম নিম খৈল , 50 গ্রাম হাড়ের গুঁড়ো সিং ভুসি যদি পান 50 গ্রাম আর কুড়িগ্রাম অনুখাদ্য সার যেমন এগ্রোমিন সয়েল বা ট্রাসকো সয়েল যেকোনো অনুখাদ্য সার এইগুলো মিশিয়ে হালকা জল দিয়ে অন্তত কুড়ি দিন পচান
      তারপরে টবের মাটিতে আনবেন এবং যে কোন ফুল গাছ
      লাগাবেন সুন্দর হবে।

  • @krishnapadasarkar647
    @krishnapadasarkar647 4 ปีที่แล้ว

    Sir pronam neben.asha kori bhalo achen.kichudin jogajog hoini bristir karone.duti prosner uttor jante chai.1 barite nimtel tairikorle katodin seti babohar kara jay.2 siter sabjite gobor sarisar khoil ebong nimkhoil o 10 26 sar diechi . ekhon ki T. v babohar karajabe

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      এখন টি ভি স্প্রে করা যাবে প্রতি লিটার জলে ছয়গ্রাম করে ।আর নিম জল যেটা তৈরি করলেন ওটা বড়জোর দুদিন রাখা যায় তারপর ছত্রাক চলে আসে বেশি দিন রাখা যাবেনা । তাড়াতাড়ি ব্যবহার করে নিতে হবে ।আমি বলি কি ঝামেলায় না গিয়ে বাজারে নিম ঘটিত অনেক ওষুধ পাওয়া যাচ্ছে নিতে পারেন অথবা কালমেঘ পাতার কিনে আনুন বা নিম মাদার হোমিওপ্যাথি ওষুধ বেরিয়েছে ওটাও কিনতে পারেন প্রতি লিটার জলে 3 মিলি মিশিয়ে স্প্রে করতে হবে, ধন্যবাদ জানাই।

  • @lakshminandi6784
    @lakshminandi6784 4 ปีที่แล้ว

    স্যার আপনি ভালো থাকবেন । মটর সুটি ব্যাবসা ভিত্তিক চাষ সমধে একটা ভিডিও দিন ।আর্লি ভালো ফলন জাত জানাবেন?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      হ্যাঁ মটরশুঁটির ব্যাপারে আমি ভিডিও করব। আমি সত্যি কথা বলছি আজকের কিছুটা মোটর শুটি দানা বসিয়েছি কেমন গাছ হয় দেখি তারপর জানাবো।

  • @sriharicharanmandal8553
    @sriharicharanmandal8553 4 ปีที่แล้ว

    Sir namaskar, lal Swarna dhan beronor age contaf plus abong fujione eksange spray kara jabe ki? Tahale er doase kata habe? Please help me. Purba Medinipur.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      যেকোনো একটা ওষুধ দেবে । কনটাফ প্লাস প্রতি লিটার জলে দেড় মিলি মিশিয়ে স্প্রে করবে আর অন্য কিছু লাগবে না। আর এই সঙ্গেই তুমি বায়ো ভিটা এক্স প্রতি লিটার জলে দু মিলি মিশিয়ে দিতে পারো কিন্তু শীষ বার হওয়ার আগে করতে হবে।

    • @sriharicharanmandal8553
      @sriharicharanmandal8553 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579many many thanks.

  • @gaurisankarhait3574
    @gaurisankarhait3574 4 ปีที่แล้ว

    Valo thakben sir. Amer mukul dhara6a. Paricharja balben. Napthalin rakha jaba ki.......

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ওটা দিওনা পরাগমিলনে অসুবিধা হতে পারে ।তবে তুমি একবার ছত্রাক নাশক ওষুধ তিনদিন ছাড়া দুবার মারো এখনই সাফ পাউডার প্রতি লিটার জলে 2 গ্রাম করে বিকেল বেলায় তিন দিন ছাড়া দুবার স্প্রে করতে হবে। তারপর এক সপ্তাহ ছাড়া দুবার একতারা হাফ গ্রাম করে মিশিয়ে স্প্রে করো করলে কোন অসুবিধা হবে না।

  • @madhumitahaldar8761
    @madhumitahaldar8761 4 ปีที่แล้ว

    ভাল লাগল দাদা, অনেক ধন্যবাদ।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ধন্যবাদ জানাই তোমরাও সপরিবারে ভালো থাকো চলো সকলে এগিয়ে চলি।

  • @shyamchakraborty8276
    @shyamchakraborty8276 4 ปีที่แล้ว

    sir, bagun gachar akti dal jimochha and pora gota gach mora jachha. ki dila bachano jaba bolban

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      এটা বেগুনের সবচাইতে খারাপ রোগ। 10 লিটার জলে 30 গ্রাম কোসাইড পাউডার আর এক পাতা স্ট্রেপটোসাই ক্লিন 6 গ্রামের পাতা একসঙ্গে মিশিয়ে সেই জল শুধু গাছের গোড়ায় ঢালবেন 500ml করে প্রতি গাছে এর উপরে কোন ওষুধ নেই সপ্তাহে দুবার দিন আর খরচা করতে যাবেন না।

    • @saswatidolai3008
      @saswatidolai3008 4 ปีที่แล้ว

      Gach ta mare gale sekhan thake annya gach jabe naki

  • @sankarmaity7268
    @sankarmaity7268 4 ปีที่แล้ว

    Thanks very nice Jay Jagannath

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      জগন্নাথ দেব আপনাকে সর্বদাই রক্ষা করুন চলুন সকলে এগিয়ে চলি।

  • @kuntalghosh9837
    @kuntalghosh9837 4 ปีที่แล้ว

    Kub bipods porachi Sosa gacha mora gacha ki korbo ...

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      যদি সব মরে যায় তাহলে ওটার আশা ত্যাগ করুন আবার নতুন করে বীজ বপন করুন শীতের শসা লাগান। লাগিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন উত্তর দেব।

    • @kuntalghosh9837
      @kuntalghosh9837 4 ปีที่แล้ว

      Sosa hota hota gach mora jacha

  • @নুরইসলাম-জ৮খ
    @নুরইসলাম-জ৮খ 4 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো স্যার।একটা প্রশ্ন ছিল-টবের মাটিতে কত ভাগ #গোবর ব্যবহার করা যাবে?আমার এখানে 20 টাকা বস্তা পাওয়া যায়

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ওই গোবরটা ছয়-সাত মাস পচাতে হবে একটা ভিডিও আনছি দেখবে সেটা দুমাস পরে ব্যবহার করা চলবে সেটা একেবারে কম পয়সায় পাওয়া যায়।ভিডিওটা দেখবে আর টবের মাটিতে 1 কেজি মাটি 500 গ্রাম গোবর সার মেশালে খুব ভালো হয়

  • @santoshsing6875
    @santoshsing6875 4 ปีที่แล้ว

    Motor and piyaj chaser vedio chai turant

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      সত্যি কথা বলি আমি আজ মটরের বীজ বুনেছি কিছুটা জায়গায় , কেমন গাছ বার হয় দেখি ,তবে এ ব্যাপারে আমি শীঘ্রই ভিডিও আনব।

  • @jayantisamaddar8586
    @jayantisamaddar8586 3 ปีที่แล้ว

    দাদাআমার আটার পেকেট আছে তাতে কিআদা চাস করা যাবে।একটুজানালে খুশিহব।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      কমপক্ষে চার/পাঁচ কেজি ওজনের জৈবসার যুক্ত মাটি থাকলে হবে।

  • @abhijitnaskar4798
    @abhijitnaskar4798 4 ปีที่แล้ว

    Sir lau gache sada sada krimir moto poka hoyeche, amar kache trap, hamla, ache,agolo akhono babohar karini, ar madhye ki babohar kara jabe?seem doreche kintu poche jacche Saaf, sprint, ache. 5 din age kintu roko diyechilam, gorate o spray 2gm/lt.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      আমি সিমের ভিডিও খুব শিগগির ছাড়ছি বুঝতে পারবেন । আর পোকার জন্য আপনি যদি জৈব ভাবে ব্যবহার করেন তাহলে ট্রাপ 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারেন ।

  • @joydeepchanda2869
    @joydeepchanda2869 3 ปีที่แล้ว

    Kaku Tricoderma viridi fungicide ta paoa jacche na... Ami ki saaf fungicide ta spray korte Pari??

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      হ্যাঁ করতে পারেন । তবে রাসায়নিক হয়ে গেল ওটা আর জৈব থাকল না এই তফাৎ।

  • @nabakumarsamanta4768
    @nabakumarsamanta4768 4 ปีที่แล้ว

    স্যার নমস্কার নেবেন, অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর তথ্য বহুল ভিডিও তৈরী করার জন্য, স্যার আদা গাছের পাতার ডগার দিক যদি হলুদ রঙের হয়ে যায় এটা কি ছত্রাক ঘটিত রোগের লক্ষণ। বা চিকিৎসা যানালে বাধিত হব। নমস্কার 🙏🏻

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      হ্যাঁ এটা ছত্রাক ঘটিত রোগ যে কোন ছত্রাক নাশক ওষুধ স্প্রে করলে ভালো হবে। তবে তুমি যদি জৈব ভাবে করো তাহলে thunders প্রতি লিটার জলে দু গ্রাম মিশিয়ে স্প্রে করবে আর যদি অজৈব দিতে চাও তাহলে প্রতি লিটার জলে আড়াই গ্রাম সাফ পাউডার মিশিয়ে স্প্রে করবে একবার, ভালো হয়ে যাবে।

    • @nabakumarsamanta4768
      @nabakumarsamanta4768 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 অনেক অনেক ধন্যবাদ স্যার 🙏🏻

  • @abdusshakur8454
    @abdusshakur8454 3 ปีที่แล้ว +1

    সব মাটিতে কি আদা হয়। বাংলাদেশে রংপুর চট্টগ্রাম এলাকায় আদা ভালো হয়,অন্য এলাকায় তেমন ভালো হয়না। এর কারন এবং আপনার সুচিন্তিত মতামত আশা করছি। ধন্যবাদ।

  • @imailking8630
    @imailking8630 4 ปีที่แล้ว

    Amar kichu holud gach ache potas uriya dibo ki?

  • @mainakghosh2199
    @mainakghosh2199 4 ปีที่แล้ว

    Sir kmn achen??? Valo adar bij chinbo ki vabe. Kon variety ada korbo. Sahajjo korben...uttor er oppekhai thakbo

  • @khodejabujem9465
    @khodejabujem9465 4 ปีที่แล้ว +1

    দাদুভাই পালংবীজ এনেছি আর আপনার মতো করেই বুনছি ,, কিন্তু ধনে বীজ কি পালং এর মত ই লাগাবো ?একটু অভিজ্ঞতা দিন
    খুব ভালো থাকুন সুস্থ থাকুন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +3

      ধনো বীজ হাফ অথবা গোটা দু'রকম দানা আছে ওই দানাগুলো দু রাত জলে ভেজা তেই হবে তারপর ঐ রকম করে বুনবেন। একটু ঢাকা দেবেন তিনদিন পর খুলে দেবেন মাটি টাকে ভালো করে কুপিয়ে গোবর সার অথবা ভার্মিকম্পোস্ট দিয়ে কিন্তু হালকা মাটি করবেন এবং ধোনের বীজগুলো যেন মাটির মধ্যে ঢুকে থাকে তাহলেই হবে।

  • @mdubaidullahmallick8253
    @mdubaidullahmallick8253 ปีที่แล้ว

    আমি জৈব পদ্ধতিতে আদা হলুদ বস্তাই লাগাবো মাটি কিভাবে তৈরি করবো বললে খুব ভালো হতো

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว +1

      এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে আপাতত দেখুন আশাকরি সব বুঝতে পারবেন।

  • @rajibkumarjana5563
    @rajibkumarjana5563 4 ปีที่แล้ว

    Kaku amar kichu tomato lanka & bagun 1.5feet er moto lamba,kintu gachgulo aste aste sukiye more gachya er karan ki?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +1

      গাছের গোড়ায় জল জমে গিয়েছিল? যাইহোক 10 লিটার জলে 30 গ্রাম কোসাইড পাউডার অথবা কুড়িগ্রাম রোকো পাউডার যেকোনো একটা আর সেই জলে একপাতা 6 গ্রামের স্ট্রেপটোসাই ক্লিন মিশিয়ে গাছের গোড়ায় দেবেন এটাই আপনার শেষ ওষুধ।

  • @chhandabarmanroy4318
    @chhandabarmanroy4318 4 ปีที่แล้ว

    Apnar kotha moto ami o adda lagiyechi kintu gach gulo barche na kano bujte parchi na.Achha dada PLUS Geolife kamon medicine ? Eta ki ami use korte pari ? Ar ki bhabe use korbo please ektu bolben. Bhalo thakben.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      খৈল পচা জল দেবেন গাছের গোড়ায়। এটা একটা পিজিআর ব্যবহার করিনি আমি
      আপনি করে দেখতে পারেন

    • @chhandabarmanroy4318
      @chhandabarmanroy4318 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 thank you so much.

  • @sujaymondal1238
    @sujaymondal1238 3 ปีที่แล้ว

    Bhendi gach holud hoye jachhe, ki jorbo?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      অতিরিক্ত বৃষ্টির জন্য এটা হতে পারে অথবা পোকার জন্য হতে পারে ।আমার মনে হয় এখন অতিরিক্ত বৃষ্টির জন্য হচ্ছে। এইজন্য প্রতি লিটার জলে মাঝারি দামের ওষুধ Blitox পাউডার প্রতি লিটার জলে চার গ্রাম মিশিয়ে তিন দিন ছাড়া দুবার স্প্রে করুন আকাশ ভালো থাকলে।

  • @ashimaroy880
    @ashimaroy880 4 ปีที่แล้ว +1

    Kaku apnar pase je gach aache seta ki giloy gach? Jodi giloy gach hoye thake tahole ektu porichorja to bole deben?

  • @gamingyt7163
    @gamingyt7163 4 ปีที่แล้ว

    Sir kalmegh mother ki kaj kore ebong begun gachhe ki poriman proyog korbo

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      এই কালমেঘ মাদার ওষুধ পাতাকে চিতো করবে ফলে পোকা খাবে না এইভাবে পোকাকে আমরা সরাতে পারি অথচ জৈব পদ্ধতি এইজন্য আমি ব্যবহার করতে বলি। বেগুন গাছে আপনি প্রতি লিটার জলে তিন থেকে চার মিলি মিশিয়ে 4 দিন ছাড়া দুবার স্প্রে করবেন তারপর দেখবেন পোকার উৎপাত কমে গেছে।

  • @Biswajitnandi
    @Biswajitnandi 4 ปีที่แล้ว

    lanka gacger ful jhore jache ki kobo aktu bolle bhalo hoy

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      প্রতি লিটার জলে 2 গ্রাম টাটা মাস্টার মিশিয়ে বিকাল বেলায় স্প্রে করো।

  • @দূরেরবন্ধু-ঝ৩ট
    @দূরেরবন্ধু-ঝ৩ট 4 ปีที่แล้ว

    Sir ... aapnar instruction Moto soil ready Korechi ....sob kichur sathe chaler guro diechi ...kintu sir pore watering time pocha gondho hochhe ...r Lal pipre utpat bere gache ...one week pore plantation korle notun gacher fungus problem Hobe na to ....

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      আমি কুড়ি থেকে 25 দিন পর গাছ লাগাতে বলেছি । তখন গন্ধ চলে যাবে। আর এক সপ্তা পর লাগাবেন না ক্ষতি হয়ে যাবে।

    • @দূরেরবন্ধু-ঝ৩ট
      @দূরেরবন্ধু-ঝ৩ট 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 ok ....must obey your instructions

  • @monimodi3656
    @monimodi3656 4 ปีที่แล้ว

    ধান চাষের A to Z জানাবেন প্লিজ স‍্যার

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      হ্যাঁ এবারে শেষপর্যায়ের আলোচনা বাকি আছে নিশ্চয় জানাবো।

  • @akbarsardar686
    @akbarsardar686 4 ปีที่แล้ว

    Thanks

  • @দূরেরবন্ধু-ঝ৩ট
    @দূরেরবন্ধু-ঝ৩ট 4 ปีที่แล้ว

    Sir ...papaya du rokomer hoi ....Kono process aache ki ? ...male papaya k female t convert Kora Jai ....TH-cam t duto technique dekhchi ...1. plantation time main root cutting ....2. stick inserting ....what do you suggest ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      এখন নতুন নতুন প্রযুক্তি আসছে আমাকে মানতেই হবে ।আমি সেকালের লোক আমার পড়াশোনা কিন্তু সত্যি কথা বলি আজ থেকে এগ্রিকালচার পড়াশোনা করেছি 40 বছর আগে তবে আধুনিক ওষুধ পত্র বিভিন্ন লিটারেচার আমার কাছে কোম্পানির লোক বিভিন্ন রকমের কাগজপত্র দেয় পুরানো অফিসার হিসেবে এখনো বিভিন্ন রিসার্চে যে সমস্ত আছে আমার বন্ধুবান্ধবরা তারা বলে সেই ভাবে কিছু আধুনিক খবর রাখি তবে পেঁপে গাছ তিন রকম দু'রকম নয় । একটা স্ত্রী ফুল হবে শুধু একটা পুরুষ ফুল শুধু পুরুষ গাছ আর একটা উভয়লিঙ্গ গাছ যেটা ঝুলে ঝুলে ছোট ছোট পেঁপে হয় কিন্তু মেল গাছটা কেটে দেয় অনেকেই,অনেকে স্টিক গুঁজে দেয় এটাকে কনভার্ট করার চেষ্টা করছে কতটা সাকসেস হয়েছে আমি জানিনা তুমি করে দেখতে পারো।

    • @দূরেরবন্ধু-ঝ৩ট
      @দূরেরবন্ধু-ঝ৩ট 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 thank you sir ....any comment on procedure ..1. main root cutting before final plantation ....janaben plz ....

  • @amalghosh58
    @amalghosh58 3 ปีที่แล้ว

    Dada
    Adar mul basabar & tolar samay ta reply ea balben.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว

      মন বসানোর ভিডিও আমি করেছি আমার চ্যানেলে আর যখন তোলা হবে সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করব অক্টোবর মাসের শেষে বা নভেম্বরের প্রথমে।

  • @satyajitdas2769
    @satyajitdas2769 4 ปีที่แล้ว +1

    স্যার আদাটা ঠিক সময়েই নিয়ে এসেছেন কেননা টবে আদাগাছটা হলুদ হয়ে গোড়া পচে যাচ্ছে ভিডিও টার জন্য অনেক ধন্যবাদ। আমার বেগুন গাছ টা অনেক লম্বা হয়ে গেছে তা গাছ টা কি খানিকটা কেটে দেবো কি করবো একটু বলবেন স্যার??

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ডাল গুলো যদি পুরানো হয়ে যায় অবশ্যই চেটে দেবেন। নতুন ডালে আবার সুন্দর ফল হবে কোনো অসুবিধা নেই।

  • @rajibkumarjana5563
    @rajibkumarjana5563 4 ปีที่แล้ว

    Kaku beans ki tob theke bagan bari shift kara gai.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      খুব সুখী গাছ মারা যাবে ওটা করতে যাবেন না টবে থাক।

    • @rajibkumarjana5563
      @rajibkumarjana5563 4 ปีที่แล้ว

      Thank u kaku

  • @jayantamahapatra725
    @jayantamahapatra725 3 ปีที่แล้ว

    What will I do for the beetle?

  • @DipuBag-m6u
    @DipuBag-m6u ปีที่แล้ว

    অনাথ কাকু পংকজ ভেন্ডী চাষের একটা ভিডিও করে পরিচর্চা সমেত পাঠাবেন

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว

      ওটা এখন আর কেউ করছে না ।
      আজ থেকে ১৫ বছর আগেই শেষ হয়ে গিয়েছে।

  • @anindyarej6395
    @anindyarej6395 4 ปีที่แล้ว

    Sir erpor ta hole khokon abar lagano jabe ada

  • @maladas2365
    @maladas2365 4 ปีที่แล้ว

    Akta proshno chilo dada ...Tata master ar plantomicine ki jekono kitnashok er sathe mishiye byabohar kora jaabe ?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      সুপ্রভাত দিদিমণি ভালো থাকুন সপরিবারে। রোগনাশক ওষুধের সঙ্গে কীটনাশক ওষুধ কখনোই মেশানো যাবে না। আপনি প্রথম দুটো ওষুধ বললেন ওই দুটো মিশিয়ে স্প্রে করুন ওর সঙ্গে কীটনাশক মেশাতে যাবেন না আমি এব্যাপারে ভিডিও আনব । ধন্যবাদ জানাই।

  • @subhendughosh1120
    @subhendughosh1120 4 ปีที่แล้ว

    Sosa gache dhosa lagche ki osudh dubo bolun pls reply

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      প্রতি লিটার জলে আড়াই গ্রাম কোসাইড পাউডার মিশিয়ে স্প্রে করুন বিকাল বেলায়।

    • @subhendughosh1120
      @subhendughosh1120 4 ปีที่แล้ว

      Bolchi asud ta bolun

    • @subhendughosh1120
      @subhendughosh1120 4 ปีที่แล้ว

      Kaj hobe toh sir khub tention ee jachhe

  • @sujitmondal2444
    @sujitmondal2444 3 ปีที่แล้ว

    KAKA....এই কীটনাশকটি কতদিন অন্তর ব্যাবহার করতে হবে ? আমি আদা লাগিয়েছি কিন্তু বর্ষার জন্য গোড়া পচা রোগ দেখা দিয়েছে। আপনি সত্তর এর উপায় বলুন....

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 ปีที่แล้ว +1

      আরো ভালো হয় যদি আপনি টাটা মাস্টার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করেন তিন দিন ছাড়া দুবার।

    • @sujitmondal2444
      @sujitmondal2444 3 ปีที่แล้ว

      টাটামাস্টারে বদলে কি সাফ পাউডার স্প্রে করা যায় না ....??? আদা রোপনের সময় সাফ পাউডার গোলা জল চুবিয়ে আদা লাগানো হয়েছে ।

  • @hinduboy9274
    @hinduboy9274 4 ปีที่แล้ว

    কাকু বসতায় কুমড়ো চাষের ভিডিও বানান

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      আচ্ছা পরে চেষ্টা করব সময় আসুক ধন্যবাদ

  • @sayanghosh530
    @sayanghosh530 4 ปีที่แล้ว

    Urgent. Sir Amar barir chade pray 200 pics tob a na na ful O fol gach ache otirikto bristyir por bar bar Amar akta duto kore gach mar gache. Ar protikar ta jodi bolen khub upokar hobe. Agam dhonobad janalam.

  • @bapikhan7647
    @bapikhan7647 4 ปีที่แล้ว

    Gacher gorai varmi compost ar khol pochhano jol dila valo hoba?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      হ্যাঁ হালকা 1 কেজি মাটি ও আড়াইশো গ্রাম ভার্মিকম্পস্ট দিয়ে সেই মাটি গাছের গোড়ায় চাপা দেবেন যদি আদা উপরে উঠে থাকে। খোলপঁচা জল তো দিতেই হবে। সেইসঙ্গে agromin gold 1.5 মিলি প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করুন।

  • @animeshbera510
    @animeshbera510 11 หลายเดือนก่อน

    স্যার একটা অন্য প্রশ্ন করছি নেপিয়ার ঘাস বিজ কোথায় পাওয়া যাবে একটু বলবেন স্যার আমি চাষ+পশুপালন এক সঙ্গেই করি।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  11 หลายเดือนก่อน

      নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে যান।
      ওখানে অবশ্যই অবশ্যই পাবেন।
      কাটিং নিয়ে আসুন।

    • @animeshbera510
      @animeshbera510 11 หลายเดือนก่อน

      জায়গা টা কোথায় স্যার ঠিকানা টা একটু বলুন না স্যার।

  • @someng913
    @someng913 หลายเดือนก่อน

    কাকু সিমেন্ট এর বস্তাতে কত Kg গোবর , কত gm সরিষার খৈল , কত kg বালি ,কত kg মাটি দিব যাতে ফলন দুর্দান্ত হয়। কয়টি চোখ যুক্ত আদা লাগাতে হবে।

  • @sujitmondal2444
    @sujitmondal2444 3 ปีที่แล้ว

    ট্রাইকোড্রার্মা ভিরিটি বা কা-কা বা লিরিক্স ...এদের বদলে সাফ পাউডার ব্যাবহার করা যাবে কি??? ...উত্তরের অপেক্ষায় রইলাম 🙏

  • @PrathikGhosh-vm2gg
    @PrathikGhosh-vm2gg ปีที่แล้ว

    স্যর প্রথমে আপনি আমার প্রনাম নেবেন,আমি তিন বছর আদা চাষ করছি পনেরো কাঠা করে ৷কিন্তু আমার ফলন কাঠাতে এক কুইন্টলের বেশি হচ্ছে না৷আপনার এই ভিডিওটি আমি দু মাস আগে পেয়েছি ,ভালো ভাবে দেখেছি আপনার উপদেশ সঠিক ভাবে পালন করার চেস্টা করবো৷এ বছর একবিঘে লাগাবো জমিতে তিন ট্রাকটর গোবর সার দিয়ে জমি রেডি করেছি ,আর কি কি দিতে হবে ? বীজ গোটা গোটা লাগায় সাফ পাওডারে কি ডোবাবো??? জানালে ভালো হয়৷ধন্যবাদ❤❤

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  ปีที่แล้ว

      গোবর সার ব্যবহার এর সঙ্গে
      NPK 10 26 26 সার প্রথমে অল্প করে ব্যবহার করবেন তারপর গাছের বয়স
      45 দিন হল পুনরায় 28 28 0 সেই সঙ্গে পটাশ সার অবশ্যই অবশ্যই গাছের গোড়ায় দিয়ে মাটি চাপা দেবেন।
      আর পি জি আর ও অনুখাদ্য সার স্প্রে করবেন পনের দিন ছাড়া ছাড়া তিন বার।

    • @PrathikGhosh-vm2gg
      @PrathikGhosh-vm2gg ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 ধন্যবাদ স্যার

    • @PrathikGhosh-vm2gg
      @PrathikGhosh-vm2gg ปีที่แล้ว

      স্যার এই বছর আদাতে গোড়া পচা রোগটা অনেক অনেক কম , কিন্তু পাতাতে ছোটো করে একটু দাগ হচ্ছে তারপর আস্তে আস্তে পুরো পাতাটা হলুদ হয়ে যাচ্ছে ৷আমি কোসাইড দিয়েছিলাম তারপর T V দিয়েছি কাজ কিছুই হচ্ছে না ৷40% গাছে লেগেছে কি করব বলুন স্যার pls বলুন

  • @mituakter5131
    @mituakter5131 2 ปีที่แล้ว +1

    Amito akhon lagate parbo ada

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  2 ปีที่แล้ว +1

      দু মাস আগে বসাতে পারলে ভালো হতো।তবে ঘরে যখন খাবেন লাগাতে পারেন। আপনাকে ডিসেম্বরের শেষে ফসল তুলতে হবে।

    • @mituakter5131
      @mituakter5131 2 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579
      Sir akhn lagale bikri krte parbona

    • @mituakter5131
      @mituakter5131 2 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 asole Sir ami meye manush job na peye kichu korte chacchi ki korbo alpo pujite aktu support Koren amar sangsarik khub prbs

  • @nimaibiswas6453
    @nimaibiswas6453 4 ปีที่แล้ว

    Ame alon peyera has ga kolom korta porbo?

  • @nirmalboruah4288
    @nirmalboruah4288 4 ปีที่แล้ว

    Dada sim sas kemne kari akta video dekhaben

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      এখন তো আর লাগানোর সময় নেই যখন লাগানোর সময় আসবে জুলাই মাসে আবার ভিডিও করব।

  • @salim4029
    @salim4029 3 หลายเดือนก่อน

    ধাঁসা থেকে মুক্তি পেতে কি কীটনাশক ব্যবহার করবো?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  3 หลายเดือนก่อน

      ধসা রোগের জন্য চার লিটার জলে
      6 মিলি xelora মিশিয়ে ঐ জল গাছের গোড়ায় ব্যবহার করবেন 400মিলি করে
      একবার।
      অথবা Amister Top প্রতি লিটার জলে এক মিলি সেই সঙ্গে NPK 0 0 50
      দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে চার দিন ছাড়া দুবার।

  • @arupdhali527
    @arupdhali527 4 ปีที่แล้ว

    Age amader kola gache e kola hoto, kintu edaning gach hocche kintu mocha dhorar age pata holud hoye gach ta nosto hoye jacche. Ki treatment korle ei problem ta solve hobe please janaben.

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      কলাগাছের ঝাড় অন্য জায়গায় সরিয়ে নিয়ে যান ওই মাটিতে রাখেন না ।ঐখানে যখন বসাবেন তখন ট্রাইকোডার্মা ভিরিডি আর ভার্মিকম্পোস্ট মিশিয়ে বসাবেন ।আর এখন যা হয়েছে প্রতি লিটার জলে তিন গ্রাম কোসাইড পাউডার মিশিয়ে সেই জল শুধু গাছের গোড়ায় ঢালুন পাঁচদিন ছাড়া মোট তিনবার।

  • @etughosh3564
    @etughosh3564 4 ปีที่แล้ว

    Palong sak e neem tel spray korle ki sak teto hoye jabe?
    Kaku..bolun plg🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      হা বারবার নিম তেল স্প্রে করলে তিতো হবে আপনি পাঁচ দিন ছাড়া মোট দুবার দিতে পারেন।

    • @etughosh3564
      @etughosh3564 4 ปีที่แล้ว

      Dhonnobad kaku

  • @siprasarkar2115
    @siprasarkar2115 4 ปีที่แล้ว +1

    কাকু প্রথমেই sorry বলছি।।।কারন আদার video তে আমি অন্য প্রশ্ন করছি🙂🙂।।এখন কি লেবু বা অন্য ফলের গাছে ভাত মাটি মেশানো সার মাটি দেওয়া যাবে?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +3

      অবশ্যই তাড়াতাড়ি করো কারণ লেবুর ফুল চলে আসবে আর পৌষ মাসে এখন গাছের পরিচর্যা দরকার কিন্তু সেইসঙ্গে একটু পটাশ এবং সুপার ফসফেট আর যদি অনুখাদ্য সার পাও একটু মিশিয়ে দিও।

    • @siprasarkar2115
      @siprasarkar2115 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 thank u so much kaku

  • @karmakar211
    @karmakar211 4 ปีที่แล้ว

    Sir ami trich compost toiri korte chai ektu knowledge sare korun

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      আপনি কি ট্রাইকো কম্পোস্ট এর কথা বলতে চাচ্ছেন অর্থাৎ কম্পোস্ট পিটের উপরে কিছু মাটি ছড়িয়ে সেই মাটির উপরে ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে রাখলে ওটা ট্রাইকো কম্পোস্ট হয়ে যাবে। আর আমি একটা ওই কম্পোস্ট পিট বানানোর ভিডিও আনছি ঐ ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে কত তাড়াতাড়ি তৈরি হয়ে যায় অথচ খরচা কিছু করতে হয় না।

    • @karmakar211
      @karmakar211 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 thank you sir

  • @অসাম্প্রদায়িকমানুষ

    ফলন কেমন হয়েছিল দেখনি স্যার

  • @barunbhar1375
    @barunbhar1375 4 ปีที่แล้ว

    স্যার, আমার ছাদে মাচা করে বড় প্যাকেটে শশা গাছ করেছি, এই এক সপ্তাহ হলো জালি ধরতে শুরু করেছে,হঠাৎ করে দুটি গাছ নেতিয়ে পড়ল এবং মারা গেল । মারা যাবার কারণ বুঝতে পারছি না। এক সপ্তাহ আগে upl এর ম্যাকেরিনা pgr দিয়েছিলাম। গাছের সাস্থ খুব ভালো ছিল, কি রোগের জন্য এমন হলো একটু দয়া করে যদি বলেন খুব উপকার হয় । রোগের ঔষধ টাও বলবেন দয়া করে।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ছাদের প্যাকেটটা গরম হয়ে গিয়েছিল ওই জন্য মারা গেছে তোমাকে ওই প্যাকেট এর উপরে ঘড় দিয়ে বা ঘাস পাতা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ছায়া করতে হবে ঠান্ডা করতে হবে । প্রতি লিটার জলে সাফ পাউডার 2 গ্রাম মিশিয়ে গোড়ায় ঢালতে হবে এবং স্প্রে করতে হবে আবার গাছ চাঙ্গা হয়ে যাবে । ঐ পি জি আর ওষুধ টা ভালো ওটা 20 দিন ছাড়া স্প্রে করে যাবে।

    • @barunbhar1375
      @barunbhar1375 4 ปีที่แล้ว

      @@farmingadviseranathhalder7579 ধন্যবাদ স্যার।

  • @rehenamondal6364
    @rehenamondal6364 4 ปีที่แล้ว

    Sir fulcopir rog niea akti video korun akhon fulcopir samoy

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ফুলকপির ভিডিও খুব তাড়াতাড়ি প্রকাশ করব। ধন্যবাদ জানাই ভাল থাকুন।

  • @siddharthadalapati3821
    @siddharthadalapati3821 4 ปีที่แล้ว

    কাকা মেডিসিন টা কি চোসক এবং পাতাখেকো দুই পোকাকে কি নিয়ন্ত্রণ করে?আমি তো জানি মাকড়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো।দয়া করে জানাবেন?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      কাকা প্রতি লিটার জলে 1 . 5 (দেড়) মিলি মিশিয়ে স্প্রে করবে এই ওষুধে পোকা মাকড় দুই যাবে।

    • @siddharthadalapati3821
      @siddharthadalapati3821 4 ปีที่แล้ว

      Thank you

  • @shankarmahata3149
    @shankarmahata3149 4 ปีที่แล้ว +1

    টামাটো গাছের পক্ষে বায়ভিটা x ও এগরোমিন গোল্ড ও ওলালা কোনটা দিলে ভালো ও এর কাজ কি গুরু বলে দিতেই হবে আমি আপেক্ষা করছি। আমার পনাম নিবেন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว +2

      বায়োভিট এক্স এবং এগ্রোমিন গোল্ড একসঙ্গে মেশান যাবে ।আর উলালা টা কিন্তু সাদা মাছির জন্য বা শোষক পোকার জন্য খুব ভালো ওষুধ প্রতি লিটার জলে হাফ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন।

    • @shankarmahata3149
      @shankarmahata3149 4 ปีที่แล้ว

      টামাটো আসার পর আমি টামাটো বড়ো করার জন্য ইউরিয়া সার স্পে করতে পারিতো 1লিটার জলে কত গেরাম করবো। এতে ফুল নষ্ট হবে না তো।
      গুরু তুমি যদি বাঁকুড়ার মুকুটমণিপুর আসো বেড়াতে আমাকে ফোন করো আমি পুরো সাইড দেখাবো। আমার ফোন নাম্বার 8670769575.

    • @shankarmahata3149
      @shankarmahata3149 4 ปีที่แล้ว

      আমি গুরুর সেবা করতে চাই। ইউরিয়ার উত্তর চাই। বাকি চাষিরা আমাকে আনেক কথা সুনায় জবাব দিতে চাই।

  • @rupaganguly8352
    @rupaganguly8352 4 ปีที่แล้ว

    Dada bok phul gach Boro hoyache phul asche na ki korbo

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      আপনাকে এই আগামী দু-তিন দিনের মধ্যে ভারী বৃষ্টি হবে এই বৃষ্টিটা কেটে গেলে প্রতি লিটার জলে বায়োভিটা এক্স প্রতি লিটার জলে 2 মিলি মিশিয়ে দশ দিন ছাড়া মোট দুবার স্প্রে করতে হবে।

  • @chiranjitchakraborty6559
    @chiranjitchakraborty6559 4 ปีที่แล้ว

    🙏🙏

  • @apalimandal9858
    @apalimandal9858 4 ปีที่แล้ว +1

    আমি তো কয়েক বছর আগে আদা আর হলুদ ৪-৫টা করে বাগানে ছায়া জায়গায় বসিয়ে ছিলাম, পরিচর্যা জানতাম না, আদা হলুদ ও কখনো তুলিনি, এবছর দুটোরই অনেক বড়ো বড়ো গাছ হয়ে গেছে, এবার পরিচর্যা আপনার কথামতোন করব। নমস্কার 🙏

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      এবছর তুলবেন দেখবেন অনেক পাবেন একটা গাছে। যদি দু'বছর ছাড়া হলুদ তোলা যায় পরিমাণটা অনেক বেশি পাওয়া যায়।

  • @JakirKhan-oj1vc
    @JakirKhan-oj1vc 4 ปีที่แล้ว

    ব্যবসা ভিত্তিক ভিডিও করুন। আমার ১০ শতক জমিতে আদা লাগানো আছে। গড়াপচা রোগ লেগেই আছে পতিকার বলুন।

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      প্রতি লিটার জলে তিন গ্রাম কোসাইড পাউডার মিশিয়ে সেই জল গড়ায় ঢালুন সপ্তাহে দুবার সব ঠিক হয়ে যাবে।

  • @pankajsarkar8970
    @pankajsarkar8970 3 ปีที่แล้ว

    স্যার প্রণাম নেবেন 🙏।
    বেশি করে করতে হলে বেড বানিয়ে ডিরেক্ট ওখানেই কি বীজ শোধন করে পুতে দেবো ?

  • @tulsirammahata3999
    @tulsirammahata3999 3 ปีที่แล้ว

    নমস্কার স্যার, আপনার এই ভিডিওটা মনে হয় পাঁচবার দেখলাম, কেননা একমাস আগে ধান জমিতে আমি আদা লাগিয়েছি, এই ভিডিও মারফত আমি আদার পরিচর্যা প্রায় ভালোভাবে বুঝতে পেরেছি, তবুও ঠিক কতদিন পরপর আপনার দেওয়া অনুখাদ্য, পোকা মারার ওষুধ, রোগ প্রতিরোধ করার ওষুধ প্রয়োগ করব তার একটা রুটিন বা চাট দিলে আপনার এই ছাত্র, যে কিনা প্রথম ব্যবসাভিত্তিক আদা চাষে নেমেছে, অনেক সাহস পেত, আমি জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের বাসিন্দা, এখানে দূর-দূরান্তে কোন আদা চাষ করা হয় না. সুতরাং আপনার ছাত্র যদি ব্যর্থ হয় তাহলে সকলের হাসির পাত্র হব, দয়া করে উদ্ধার করুন🙏.

  • @MM-qx3yq
    @MM-qx3yq 4 ปีที่แล้ว

    Sir ami TRICHOSTAR company er Trichoderma viride _1.5%WP peyechhi.ata ki PANTHER TV er Trichoderma viride er motoi kaj korbe ? Er use ki PANTHER TV er motoi Korte Hobe?bole dile Valo hoy.

  • @dilipbiswas4629
    @dilipbiswas4629 4 ปีที่แล้ว

    Sir ট্রাইকোডার্মা ভিড়িডি আর pesudomonas flueroscens আজ কিনলাম।কিন্তু দোকানদার বলছে এটা একবার খুললেই পুরোটা ব্যবহার করে ফেলতে হবে বা কোনো জৈব সারের সঙ্গে মিশিয়ে রাখতে হবে।আর validity 6 মাস।।মানে pkt অবস্থায় না খুলে।।আমার প্রশ্ন সব যদি এখন use করি তাহলে পরে বীজ শোধন চারা শোধন চারা রোপন এগুলো তো করতে পারবো না।।sir কিছুটা ব্যবহার করে বাকিটা ঘরে রাখা যায় না?

    • @farmingadviseranathhalder7579
      @farmingadviseranathhalder7579  4 ปีที่แล้ว

      ওইযে মেয়াদ লেখা আছে ডেটটা ওর একমাস আগেই ব্যবহার করলে চলবে। তবে ওই যে ভদ্রলোক বলেছেন ওগুলো যদি তুমি গোবর সারের সঙ্গে বা ভার্মি কম্পোস্ট এর সঙ্গে মিশিয়ে রাখো এখন তাহলে কোটি কোটি ছত্রাক এবং জীবাণু তৈরি হয়ে যাবে ওটা পরে অনেক দিন ধরে চলবে ভদ্রলোক ঠিকই বলেছেন । তবে তুমি রেখে দেবে কোন অসুবিধা নেই কিন্তু পাঁচ মাসের মধ্যে ব্যবহার করে নেবে।