"অসাধারণ" কথাটি খুব সামান্য ! কি লিখবো জানি না এখানে তবে শেষের গল্পটা যে রবিঠাকুর লেখেনি, আমাদের এই প্রজন্মের কেউ লিখেছেন তা বিশ্বাস হচ্ছে না । কি অসাধারণ একটা শেষ পেলাম এখানে এসে আজ ! আহা 💖 খুব ভালো থাকুন আপনি আর আমাদের এমন গল্প শোনান আর কাঁদান ❤️
অসাধারণ বললেও কম বলা হয়। কল্পনাপ্রবণ আমি স্কুল জীবনে এই গল্পটা পড়ে ভাবতাম এর পরে কি হলো? এর চেয়ে ভালো কখনো কল্পনা করতে পারিনি। অর্ণব দা অসংখ্য ধন্যবাদ। চোখে জল চলে এলো। গল্পটা শুনতে শুনতে শৈশবে ফিরে গেছি।।
আহা শৈশব! কতবার কাবুলিওয়ালা পড়েছি দাদা, সিনেমায় দেখেছি। আজ আবারো কাঁদলাম। ফেলে আসা শৈশবের স্মৃতি মনে করে। কতজন মানুষই না আমাদের শৈশবে এসেছেন কাবুলিওয়ালার মতোই। আমাদের ভালোবাসা দিয়েছেন। ইশ্! তাদের সবাইকে কি আমরা মনে রাখতে পেরেছি? শৈশবকে রাঙিয়ে দেওয়া মানুষগুলোর জন্য আজ মন কেমন করে উঠলো। তাদের জন্য কিছু যদি করতে পারতাম! সব ভালোবাসার আসলে প্রতিদান দেওয়া যায়না। ভালো থাকুক সেসকল কাবুলিওয়ালারা...
তোমার পাঠ করার মধ্যে এক অপূর্ব মধুরতা আছে। মনে হয় শুনেই যাই সারাদিন। অপূর্ব দাদা অপূর্ব। এর বেশি বলে তোমার প্রতিভাকে ছোটো করবোনা। আরো অনেক অনেক গল্প শুনতে চাই তোমার গলায় 🙏😌♥️
গল্পের উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। যিনি শেষের গল্পটি লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি গল্প লেখার জন্য আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল গল্পের সাথে এই গল্পটিকে যোগ করে আমাদের নিকট উপস্থাপন করার জন্য। ❤️❤️❤️❤️
Rabindranath porer pat ta sunle khub khusi hoten....mone hoi na ..j ajker somoy kono lekhika rabindranath er lekha golper upsonghar dite pare...lots of love..
জীবনে অনেক গল্পঃ পড়েছি,পড়ছি ,পড়তে ভালো বাসি,পড়তে ভালো লাগে, কাবুলিওয়ালা ও তার মধ্যে একটি।কিন্তু আজ প্রথমবার এই গল্পটা শুনে গল্পঃ অনুভব করতে শিখলাম।অসংখ্য ধন্যবাদ গল্পঃ কে অনুভব করতে শেখানোর জন্য 🙏।পরের গল্পের অপেক্ষায় রইলাম।❤️
চোখ দিয়ে জল আসলো দাদা, অপেক্ষায় রইলাম এই রকম শেষ এর জন্য, খুব সুন্দর লাগলো দ্বিতীয় ভাগ টা, আগের অনেক গল্প যদি এইভাবে শেষ করতেন তাহলে হয়তো আরো ভালো লাগতো, আর এক সপ্তাহ টা অনেক অপেক্ষা হয়ে যাচ্ছে যদি সম্ভব হয় তাহলে সপ্তাহে যদি দুটো করে গল্প শুনতে পেতাম ,
দাদা, আপনি সেই ব্যক্তি যিনি আমাকে বাংলা সাহিত্যের প্রেমে পড়তে সাহায্য করেছেন। আমি আগে বাংলা সাহিত্যের প্রতি খুব একটা আগ্রহী ছিলাম না, কিন্তু আপনার অডিওবুকগুলো আমার বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনার চ্যানেলে এ ধরনের অডিওবুক ভবিষ্যতেও চালু থাকবে।❤❤🙏
বরাবরই আদর্শ ছোটো গল্প সমাপ্ত হয়েও নানা প্রশ্ন রেখে যায়। তবে ছোটবেলার সেই পরিচিত গল্পটার কাল্পনিক দ্বিতীয় ভাগে যেন আজ একটা পূর্ণতা খুঁজে পেলাম। ধন্যবাদ লেখিকাকে এত সুন্দর শেষ উপহার দেওয়ার জন্য। আর আপনার গল্প পাঠের দক্ষতা গল্পটাকে নতুন মাত্রা দিয়েছে। আজ আমি প্রথমবার কমেন্ট করলাম,যদিও বহুদিনের শ্রোতা আমি 😊
Choto belar srity akdam tatka hoi glo,,,,, summer vacation e proty bar ai movie ta dito,, r ami mon die dekhtam...... Tomader puro grp k onek onek dhonnobad........
অসাধারণ... কবিগুরুর গল্পের সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই তোমার সুন্দর উপস্থাপনা সম্বন্ধেও আগেই বলেছি তবে আজকের চমকটা আমায় স্তব্ধ করে তুলেছে ... মিনির বাবা যখন বড় মিনির মধ্যে ছোট্ট মিনিকে হারিয়ে ফেলার বর্ণনা করছে আমি তখন ঘটনাটি মেলাবার চেষ্টা করছি আমার জীবনে , সম্পূর্ণ এক নয় তবে ছোটবেলায় বাবার সাথে খেলা কিছু হলেও তো ফুরিয়েছে 🙂 আর সঙ্গে এক জেঠুর কথা মনে পড়লো বাকিটা নাহয় ব্যাক্তিগতই রাখলাম
রবীন্দ্রনাথ ঠাকুর এর অনবদ্য লেখা কাবুলিওয়ালা❤️ ছোটো থেকে পড়ে এসেছি বহুবার...তবে আজ এই দ্বিতীয় গল্পটা কতটা ভালো লাগলো তা প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না... দ্বিতীয় গল্পের শেষটা চোখে জল এনে দিল🙂, এর থেকে ভালো শেষ বোধ হয় হতে পারতো না❤️ লেখিকা এবং পাঠক কে ধন্যবাদ জানাই এত সুন্দর করে দুটো গল্পকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য...😌 অপেক্ষায় রইলাম পরবর্তী এমনই এক সুন্দর গল্পের জন্য...🥺💕
সত্যি কাবুলিওয়ালা পড়ে শেষ করার পর বারবার মনে হতো এরপর কি হয়েছিল? সে দেশে ফিরে কি তার মেয়েকে দেখতে পেয়েছিল? এতো দিন বাবাকে ছেড়ে তার মেয়ে কেমন ছিল? আজ যেন সেই সব প্রশ্নের উত্তর খুঁজে পেলাম। যেন শেষ টা ঠিক এইরকম টাই হওয়ার কথা ছিল। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সব কিছু কি সুন্দর একদম ঠিক ঠাক মিলে গেল। মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছি।
Hii Arnab....ami Tanima......eii golpo tar 2nd part ta sotti ii অনবদ্য। আশা করিনি এত টা সুন্দর হবে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে এমন সব গল্প পরে আমাদের শোনানোর জন্য ভালো থেকো সুস্থ থেকো
দাদা তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে গল্পটা আমাদের শোনানোর জন্য , গল্পটা শুনে মনটা ভালো হয় গেলো , এরকম আরো গল্প আমাদের শোনানোর জন্য তোমার কাছে ঋণী , অসংখ্য ধন্যবাদ তোমাকে 😊
Dada tomar atto sundor bachonvonggi satti sahitto pream ke aro aro bariye tole...dada tomar jonno boi na poreo aj o atto sundor golper asadh ajo kub mudhur mone hoy...thank you so mach... Wish you all success in your life✨✨All the very best...agiye cholo r aroo valo valo galpo sonao😃😃🤩🤩
বাবা মেয়ের সরল পবিত্র চিরন্তন স্নেহের ও হৃদ্যতার বন্ধন এই গল্পে বর্ণিত হয়েছে।গল্পটা শুনে চোখে জল এসে গেল।অসাধারণ লেখনী ও অনবদ্য গল্পপাঠ।সবসময় পাশে থাকার আপ্রাণ চেষ্টা করবো।💗💗💗💗💗🥺🥺🥺🥺🥺🥺🥲🥲🥲🥲🥲🥲
স্কুলের রবীন্দ্র জয়ন্তীতে অনুষ্ঠিত "কাবুলিওয়ালা" নাটকের অংশ ছিলাম । আবার সেই বছর আগের স্মৃতি মনে পড়ে গেলো। সেই একই মঞ্চ। :) 🙏🏻।।ধন্যবাদ রইলো #Assam থেকে ।।🙏🏻 :)
নমস্কার, প্রথমেই সাধুবাদ জানাই তোমার হতে আমাদের প্রাপ্ত তোমার এই চ্যানেলর জন্য। সাথে ঈশ্বর কৃপা স্বরূপ তোমার কন্ঠস্বরের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা। সেই দিনের মতো আজও চোখের কোন আদ্র হয়েছে। শুধুমাত্র পার্থক্য সেই দিন মননে কিছু প্রশ্ন ঘর করেছিল আর আজ লেখিকার কলম ও তোমার কন্ঠ উত্তর দিয়া গেল। সেই প্রথম দিন হতে তোমার সমস্ত পাঠ শুনি কিন্তু উত্তর দিতে মন চায় না। আজ সেই আমি রাত্রি প্রায় ৩ টার সময় উত্তর না দিয়া পারলাম না। তোমার প্রত্যেকটি পাঠ কম বেশি দুই বার করে শুনলেও, আদর্শ হিন্দু হোটেল খন্ড খন্ড শোনা হলেও, আজ পর্যন্ত গড়ে নয় দশ বার এক লহমায় শুনেছি। সাথে অনেক কিছু পেয়েছি। আগামীদিনে যদি সম্ভব হয় শুভ জন্মদিনে তোমার কন্ঠে আরণ্যক শোনার ইচ্ছা করি।
এভাবে কোনোদিন ভাবিনি,কিভাবে যে ভালো বলবো বুঝতে পারছি না। বাংলা সাহিত্য যে কতটা সুন্দর তা আমি বুঝেছি কিছু।আচ্ছা!কিন্তু এই সাহিত্যে এই যে ভালোটাকে আমি বর্ণনা করতে পারছি না,সেই ভালোটার জন্য কোনো শব্দ নেই কেনো?
আমি যদি লিখতে জানতাম তাহলে হয়তো অনেক কিছু লিখতাম এই গল্প শোনার পর কিন্তু সেই সৌভাগ্য নেই মনে অনেক কিছু চলছে গল্প দুটো শুনে শুধু ভাষায় প্রকাশ করা কঠিন আমার পক্ষে, কাবুলিওয়ালা তো শোনা গল্প তাও আপনার গলায় শোনার লোভ ছাড়া দুষ্কর😁 , তার পর এমন অবাক করা কান্ড করেন আজ, লেখিকা আত্রেয়ী এর এত সুন্দর লেখনী সত্যি দুর্দান্ত। আরো এমন গল্পের সংখ্যা বাড়তে থাকুক❤️। সত্যি বলতে এখানে কমেন্ট করতে আজকাল বাধ্য হয়ে পড়ছি যেনো😁❤️ অনেক শুভেচ্ছা রইলো♥️ পরের গল্পের অপেক্ষারত🤍
আমার বয়স মাত্র ১২ বছর। আমি কি তবে আপনার অভিভাবকের ভূমিকা পালন করেছি ?? আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের গল্প পড়ে শোনানোর জন্য !! আপনার জন্য শুভকামনা রইল।
Chotobelar Katha mone pore gelo Aaj.Amr baba sonato ei galpota cinema tao tv te dekhechilam babar sathe bose.Aaj amr baba r nei thakle sonatam tomar galpo path.Khub bhalo theko Bhai, sustho theko.Thank you.
প্রথমত প্রথম জন্ম দিনের অনেক অনেক শুভেচ্ছা । একে বারে প্রথম দিকের শ্রোতা না হলেও বিগত ছয় সাত মাসের প্রায় নিয়মিত শ্রোতা । গল্প পড়া ও শোনা দুই ই ভীষণ ভালো লাগে ভীষণই পছনদের । বেশ কিছু গল্প পড়া থাকলেও সেই সমস্ত গল্প পুনরায় আপনার গলায় শুনতে সত্যি অসাধারণ লাগছে অনন্য মাত্রা যোগ করেছে । আর অনেক ভালো ভালো গল্প শুনতে পাব আশা রাখি 🙂🙂
শুধু 50 দিন কেনো দাদা তোমার মতো একজন সাহিত্যপ্রেমী মানুষকে আমরা সারা জীবন পেতে চাই । তুমি না থাকলে হয়তো এমন অনেক গল্পঃ না শোনা হয়ে থেকে যেত। আমি চাই তোমার এই চ্যানেল যেনো কোনো দিনও বন্ধ না হয়।😇
জানিনা কেনো যখন আপনার চ্যানেলের এই ছোটো গল্পগুলো দেখি আমার খুব আনন্দ অনুভব হয় ❤️
"অসাধারণ" কথাটি খুব সামান্য ! কি লিখবো জানি না এখানে তবে শেষের গল্পটা যে রবিঠাকুর লেখেনি, আমাদের এই প্রজন্মের কেউ লিখেছেন তা বিশ্বাস হচ্ছে না । কি অসাধারণ একটা শেষ পেলাম এখানে এসে আজ ! আহা 💖 খুব ভালো থাকুন আপনি আর আমাদের এমন গল্প শোনান আর কাঁদান ❤️
শেষ গল্পে দাদা তুমি কাঁদিয়ে দিলে । দারুন হয়েছে উপসংহার, দারুন ... । ভাষায় বোজাতে পারবো না ।
গতকাল আমি কাবুলিওালা-র একটা Sequel দেখলাম - 'Bioscopewala' |
কিন্তু, এই উপসংহার সবকিছুকে হার মানিয়ে গেল ।
Hats Off ... ... ...
সত্যিই কাবুলিওয়ালা গল্পের তৃপ্তি হল ।
কাবুলিওয়ালা কত বার যে পড়েছি, ঠিকঠাক জানা নেই।শেষ চমকটা সত্যিই অসাধারণ। এতো সুন্দর করে তিনি লিখেছেন মনেই হচ্ছিল না নতুন একটা গল্প শুনছি।মুগ্ধ হলাম।❤️
Darun laglo kabuliwala amar khub p6onder tr ses ta je a rokom sundor hobe darun khub valo lage6a❤❤
কাবুলিওয়ালার হাসিতে হাসলাম আর কান্নায় কাদলাম। এত সুন্দর সাজানো গল্পঃ এত সুন্দর পাঠ। মুগ্ধ মুগ্ধ।
ভীষণ ❤ মিষ্টি গল্প রবীন্দ্র নাথ ঠাকুরের "কাবুলিওলা ।আমার পছন্দের ।কবিগুরু লহ প্রণাম। ❤❤❤❤❤❤❤
আত্রেয়ী এর কলমে ও অর্ণব ভাই এর কন্ঠে রবি পক্ষে এমন অমূল্য উপহার, সত্যি ই শ্লাঘার বিষয়।
অসাধারণ ,চোখের সামনে পুরো ছবি টা ভেসে উটছিল গল্পটা শুনতে শুনতে।
অসাধারণ বললেও কম বলা হয়। কল্পনাপ্রবণ আমি স্কুল জীবনে এই গল্পটা পড়ে ভাবতাম এর পরে কি হলো? এর চেয়ে ভালো কখনো কল্পনা করতে পারিনি।
অর্ণব দা অসংখ্য ধন্যবাদ। চোখে জল চলে এলো। গল্পটা শুনতে শুনতে শৈশবে ফিরে গেছি।।
আহা শৈশব!
কতবার কাবুলিওয়ালা পড়েছি দাদা, সিনেমায় দেখেছি। আজ আবারো কাঁদলাম। ফেলে আসা শৈশবের স্মৃতি মনে করে। কতজন মানুষই না আমাদের শৈশবে এসেছেন কাবুলিওয়ালার মতোই। আমাদের ভালোবাসা দিয়েছেন। ইশ্! তাদের সবাইকে কি আমরা মনে রাখতে পেরেছি? শৈশবকে রাঙিয়ে দেওয়া মানুষগুলোর জন্য আজ মন কেমন করে উঠলো। তাদের জন্য কিছু যদি করতে পারতাম! সব ভালোবাসার আসলে প্রতিদান দেওয়া যায়না। ভালো থাকুক সেসকল কাবুলিওয়ালারা...
তোমার পাঠ করার মধ্যে এক অপূর্ব মধুরতা আছে। মনে হয় শুনেই যাই সারাদিন। অপূর্ব দাদা অপূর্ব। এর বেশি বলে তোমার প্রতিভাকে ছোটো করবোনা। আরো অনেক অনেক গল্প শুনতে চাই তোমার গলায় 🙏😌♥️
গল্পের উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। যিনি শেষের গল্পটি লিখেছেন তাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি গল্প লেখার জন্য আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ মূল গল্পের সাথে এই গল্পটিকে যোগ করে আমাদের নিকট উপস্থাপন করার জন্য। ❤️❤️❤️❤️
Mon bhore gelo...Tomar golay je onubhuti mone toiri hay ta seta tulonar odhin....aajo kaadiye dile...ebhabei egiye jeo Arnab da...
"Scattered thoughts" andhokar ai jiboner faake galpo shonay...r "Bengali classics by Arnab" jiboner andhokar gulo katiye dyay..... 💕💕💕....
Rabindranath porer pat ta sunle khub khusi hoten....mone hoi na ..j ajker somoy kono lekhika rabindranath er lekha golper upsonghar dite pare...lots of love..
"আর্বতন" খুব ভালো লাগল। আসল গল্পের সঙ্গে অপূর্ব মেলবন্ধন।
অসাধারন লাগলো ❤️ যদি ৫০তম গল্প এমন হয় তাহলে প্রতিটা গল্পই যেনো ৫০তম হয়। ❤️ কতো টা ভালো লাগলো সেটা প্রকাশ করার মত আমার কাছে ভাষা নেই। ❤️
Sotti khub heart touching ending holo .... thanks to u & atreyii. Amon sundor imagine korar jonno...♥️♥️♥️♥️
ছোটো বেলা থেকে এই গল্প অনেকবার পড়েছি ।
তবু কবিগুরুর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আজ গল্পটা শুনে মন থেকে কেমন একটা শান্তি পেলাম।।
তারজন্য অবশ্যই ধন্যবাদ জানাই লেখিকা ও পাঠক কে।।
জীবনে অনেক গল্পঃ পড়েছি,পড়ছি ,পড়তে ভালো বাসি,পড়তে ভালো লাগে, কাবুলিওয়ালা ও তার মধ্যে একটি।কিন্তু আজ প্রথমবার এই গল্পটা শুনে গল্পঃ অনুভব করতে শিখলাম।অসংখ্য ধন্যবাদ গল্পঃ কে অনুভব করতে শেখানোর জন্য 🙏।পরের গল্পের অপেক্ষায় রইলাম।❤️
Robindronath tagore er golpo osadharon.. khub sundor laglo.. thank you dada.
অসাধারণ হয়েছে শেষ অংশ টি। এত সুন্দর মনের ভাব ফুটিয়ে তুলেছেন দারুন লাগল।
কি বলবো কিছুই বুঝতে পারছি না শুধু চোখে জল চলে আসে শুধু এই টুকুই বলব ভালো থাকবেন সুস্থ থাকবেন
চোখ দিয়ে জল আসলো দাদা, অপেক্ষায় রইলাম এই রকম শেষ এর জন্য, খুব সুন্দর লাগলো দ্বিতীয় ভাগ টা, আগের অনেক গল্প যদি এইভাবে শেষ করতেন তাহলে হয়তো আরো ভালো লাগতো, আর এক সপ্তাহ টা অনেক অপেক্ষা হয়ে যাচ্ছে যদি সম্ভব হয় তাহলে সপ্তাহে যদি দুটো করে গল্প শুনতে পেতাম ,
❤️❤️❤️❤️ ধন্যবাদ। জীবনে অনেক বার পরেছি কিন্তু আজ প্রথম বার শুনলাম, আবার ও এক অতি নিবীড় অনুভূতি।
কিছু কিছু গল্প শেষ না হওয়া যেমন মনে দাগ কাটে। তেমন গল্প শেষ হওয়া মনে জাগায় আনন্দ।
আপনার প্রতিটা গল্পঃ মন ছুঁয়ে যায়
জানেন চোখের জলে দেখতে পাই না সেই জল কখন দুঃখে হয় কখনবা খুশির
আপনার গল্পঃ খুব কাদায় আমাকে
কিন্তূ তাও আপনার গল্পঃ শুনতে খুব ভালো লাগলো জানেন ত
ধন্যবাদ এত সুন্দর গল্পঃ এত সুন্দর কণ্ঠে শোনানোর জন্য ☺️
এই গল্পটা মনের খুব কাছের। তুমিও আমার মনের কাছের দাদা। দারুন হয়েছে গল্পটা 🥺💓😭
দাদা, আপনি সেই ব্যক্তি যিনি আমাকে বাংলা সাহিত্যের প্রেমে পড়তে সাহায্য করেছেন। আমি আগে বাংলা সাহিত্যের প্রতি খুব একটা আগ্রহী ছিলাম না, কিন্তু আপনার অডিওবুকগুলো আমার বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনার চ্যানেলে এ ধরনের অডিওবুক ভবিষ্যতেও চালু থাকবে।❤❤🙏
বরাবরই আদর্শ ছোটো গল্প সমাপ্ত হয়েও নানা প্রশ্ন রেখে যায়। তবে ছোটবেলার সেই পরিচিত গল্পটার কাল্পনিক দ্বিতীয় ভাগে যেন আজ একটা পূর্ণতা খুঁজে পেলাম। ধন্যবাদ লেখিকাকে এত সুন্দর শেষ উপহার দেওয়ার জন্য। আর আপনার গল্প পাঠের দক্ষতা গল্পটাকে নতুন মাত্রা দিয়েছে। আজ আমি প্রথমবার কমেন্ট করলাম,যদিও বহুদিনের শ্রোতা আমি 😊
শেষ মুহূর্তে শুধু চোখের জল ফেলেছি।
কত ফাঁক থেকে গেছে ভাবছি সেই পরম স্নেহ প্রাপ্তির।❤️
আমি চোখের জল ধোরে রাখা আর গেলো না, এবং আপনার পাঠ করার ভোঙগীমা আর মানুষ কে কাদায়
চোখে জল এসে গেলো তো।🥰🥰🥰অসাধারন উপস্থাপনা। আরো অসাধারণ এই লেজুড় টি🥺🥺🥺
ছোটবেলায় গল্পটা পড়ে কেঁদেছিলাম
আজ তোমার পাঠ শুনে আবার কাঁদলাম
Choto belar srity akdam tatka hoi glo,,,,, summer vacation e proty bar ai movie ta dito,, r ami mon die dekhtam...... Tomader puro grp k onek onek dhonnobad........
আর্বতনের জবাব নেই ।এক কথায় অসাধারণ। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
অসাধারণ... কবিগুরুর গল্পের সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই তোমার সুন্দর উপস্থাপনা সম্বন্ধেও আগেই বলেছি তবে আজকের চমকটা আমায় স্তব্ধ করে তুলেছে ... মিনির বাবা যখন বড় মিনির মধ্যে ছোট্ট মিনিকে হারিয়ে ফেলার বর্ণনা করছে আমি তখন ঘটনাটি মেলাবার চেষ্টা করছি আমার জীবনে , সম্পূর্ণ এক নয় তবে ছোটবেলায় বাবার সাথে খেলা কিছু হলেও তো ফুরিয়েছে 🙂 আর সঙ্গে এক জেঠুর কথা মনে পড়লো বাকিটা নাহয় ব্যাক্তিগতই রাখলাম
Mon vore gelo puro uposthapona ti sune ❤❤ congratulations to you
আপনার কথা বলার ধরন এবং ভঙ্গিমা গুলো ভীষণ মনে ধরে❤ গল্পটা শুনতে শুনতে এই ৫৮:৩০মিনিট সময়ে যে কতবার চোখের জল মুছলাম । খুব সুন্দর ❤❤❤
পাশে থাকবেন ❤️
রবীন্দ্রনাথ ঠাকুর এর অনবদ্য লেখা কাবুলিওয়ালা❤️ ছোটো থেকে পড়ে এসেছি বহুবার...তবে আজ এই দ্বিতীয় গল্পটা কতটা ভালো লাগলো তা প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না... দ্বিতীয় গল্পের শেষটা চোখে জল এনে দিল🙂, এর থেকে ভালো শেষ বোধ হয় হতে পারতো না❤️
লেখিকা এবং পাঠক কে ধন্যবাদ জানাই এত সুন্দর করে দুটো গল্পকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য...😌
অপেক্ষায় রইলাম পরবর্তী এমনই এক সুন্দর গল্পের জন্য...🥺💕
সত্যি সত্যিই ভাবুক হয়ে পড়লাম.... হঠাৎ করেই ছোটোবেলাটা খুব মনে পড়ে গেল।
চোখে জল এনে দেওয়ার মতো শেষাংশটি ❤️
যাই বলি কম বলা হবে। বাকরুদ্ধ হয়ে গেলাম। এইমাত্র পুরোটা শুনলাম। অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। 💐
সত্যি কাবুলিওয়ালা পড়ে শেষ করার পর বারবার মনে হতো এরপর কি হয়েছিল? সে দেশে ফিরে কি তার মেয়েকে দেখতে পেয়েছিল? এতো দিন বাবাকে ছেড়ে তার মেয়ে কেমন ছিল? আজ যেন সেই সব প্রশ্নের উত্তর খুঁজে পেলাম। যেন শেষ টা ঠিক এইরকম টাই হওয়ার কথা ছিল। এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সব কিছু কি সুন্দর একদম ঠিক ঠাক মিলে গেল। মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছি।
Hii Arnab....ami Tanima......eii golpo tar 2nd part ta sotti ii অনবদ্য। আশা করিনি এত টা সুন্দর হবে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে এমন সব গল্প পরে আমাদের শোনানোর জন্য ভালো থেকো সুস্থ থেকো
দাদা তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে গল্পটা আমাদের শোনানোর জন্য , গল্পটা শুনে মনটা ভালো হয় গেলো , এরকম আরো গল্প আমাদের শোনানোর জন্য তোমার কাছে ঋণী , অসংখ্য ধন্যবাদ তোমাকে 😊
Dada tomar atto sundor bachonvonggi satti sahitto pream ke aro aro bariye tole...dada tomar jonno boi na poreo aj o atto sundor golper asadh ajo kub mudhur mone hoy...thank you so mach... Wish you all success in your life✨✨All the very best...agiye cholo r aroo valo valo galpo sonao😃😃🤩🤩
অনেক অনেক ধন্যবাদ, এমন Content বানানোর জন্য। বেঁচে থাক সত্য সাহিত্য। 🙏
আপনার চ্যানেলের নিত্য শ্রোতা আমি। খুব ভালো লাগে আপনার গল্প বলা। আপনার বলা "আদর্শ হিন্দু হোটেল" আমার সব থেকে প্রিয় 🥰🙏
বাবা মেয়ের সরল পবিত্র চিরন্তন স্নেহের ও হৃদ্যতার বন্ধন এই গল্পে বর্ণিত হয়েছে।গল্পটা শুনে চোখে জল এসে গেল।অসাধারণ লেখনী ও অনবদ্য গল্পপাঠ।সবসময় পাশে থাকার আপ্রাণ চেষ্টা করবো।💗💗💗💗💗🥺🥺🥺🥺🥺🥺🥲🥲🥲🥲🥲🥲
স্কুলের রবীন্দ্র জয়ন্তীতে অনুষ্ঠিত "কাবুলিওয়ালা" নাটকের অংশ ছিলাম । আবার সেই বছর আগের স্মৃতি মনে পড়ে গেলো। সেই একই মঞ্চ। :)
🙏🏻।।ধন্যবাদ রইলো #Assam থেকে ।।🙏🏻 :)
আমার সবসময়ের খুব ভালো বাসার কাবুলিওয়ালা ♥️♥️
jotobar suni totobar kom bole mone hoy. darun darun darun.dhonnobad apnake eto sundor golpo upoher debar jonno.
নমস্কার, প্রথমেই সাধুবাদ জানাই তোমার হতে আমাদের প্রাপ্ত তোমার এই চ্যানেলর জন্য।
সাথে ঈশ্বর কৃপা স্বরূপ তোমার কন্ঠস্বরের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা।
সেই দিনের মতো আজও চোখের কোন আদ্র হয়েছে। শুধুমাত্র পার্থক্য সেই দিন মননে কিছু প্রশ্ন ঘর করেছিল আর আজ লেখিকার কলম ও তোমার কন্ঠ উত্তর দিয়া গেল।
সেই প্রথম দিন হতে তোমার সমস্ত পাঠ শুনি কিন্তু উত্তর দিতে মন চায় না। আজ সেই আমি রাত্রি প্রায় ৩ টার সময় উত্তর না দিয়া পারলাম না।
তোমার প্রত্যেকটি পাঠ কম বেশি দুই বার করে শুনলেও, আদর্শ হিন্দু হোটেল খন্ড খন্ড শোনা হলেও, আজ পর্যন্ত গড়ে নয় দশ বার এক লহমায় শুনেছি। সাথে অনেক কিছু পেয়েছি।
আগামীদিনে যদি সম্ভব হয় শুভ জন্মদিনে তোমার কন্ঠে আরণ্যক শোনার ইচ্ছা করি।
অসাধারণ ❤️ চমকটা দূর্দান্ত ছিল 😊😊
জন্মদিনের আগাম শুভেচ্ছা রইল। অনেক অনেক এগিয়ে যাও ❤️
একবারও মনে হয় নি পরের পর্বটি রবি ঠাকুরের নিজ হাতের লেখা না। অসাধারণ হয়েছে।
সম্ভবত এটি পৃথিবীর শ্রেষ্ঠ গল্প ......
সত্যি অসাধারণ ❤️❤️❤️
অসাধারণ লাগলো দাদা তোমার কন্ঠে গল্প গুলো খুব খুব ভালো লাগে
বড্ড ভালো লেগেছে দাদা।
অসম্ভব প্রিয় ❤️
নমস্কার আমি অর্ণব
বলার ভঙ্গিমাটা দারুণ। অবিরাম ভালোবাসা বাংলাদেশ থেকে
অদ্ভুত সুন্দর একটি গল্প। শুনে মন ভরে গেলো। অসাধারন।
পাশে থাকবেন ❤️
দারুন হয়েছে পুরোটা 😊😊❤️❤️
এভাবে কোনোদিন ভাবিনি,কিভাবে যে ভালো বলবো বুঝতে পারছি না। বাংলা সাহিত্য যে কতটা সুন্দর তা আমি বুঝেছি কিছু।আচ্ছা!কিন্তু এই সাহিত্যে এই যে ভালোটাকে আমি বর্ণনা করতে পারছি না,সেই ভালোটার জন্য কোনো শব্দ নেই কেনো?
Asol r dush mile sudhaslo gota monta voriye diye gelo❤️…. Waiting for nxt1
আমি যদি লিখতে জানতাম তাহলে হয়তো অনেক কিছু লিখতাম এই গল্প শোনার পর কিন্তু সেই সৌভাগ্য নেই
মনে অনেক কিছু চলছে গল্প দুটো শুনে শুধু ভাষায় প্রকাশ করা কঠিন আমার পক্ষে,
কাবুলিওয়ালা তো শোনা গল্প তাও আপনার গলায় শোনার লোভ ছাড়া দুষ্কর😁 , তার পর এমন অবাক করা কান্ড করেন আজ,
লেখিকা আত্রেয়ী এর এত সুন্দর লেখনী সত্যি দুর্দান্ত। আরো এমন গল্পের সংখ্যা বাড়তে থাকুক❤️।
সত্যি বলতে এখানে কমেন্ট করতে আজকাল বাধ্য হয়ে পড়ছি যেনো😁❤️
অনেক শুভেচ্ছা রইলো♥️
পরের গল্পের অপেক্ষারত🤍
আমার বয়স মাত্র ১২ বছর। আমি কি তবে আপনার অভিভাবকের ভূমিকা পালন করেছি ??
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের গল্প পড়ে শোনানোর জন্য !!
আপনার জন্য শুভকামনা রইল।
খুব সুন্দর ভাবে কৌতহল টা পরিপূর্ণ হলো।❤️
গল্পটা শুনে চখে জল এসেগেল👌👌👌👌👌👌
Lajur tuku oshadharon laglo.
Khub valo lagche Dada 🥰🥰🥰
🍁
অসাধারণ ❤ অসাধারণ ❤ অসাধারণ ❤ অসাধারণ ❤ বললেও যেন কম বলা হয় ❤❤ আর দ্বিতীয়টা তো মন ছুঁয়ে গেল ❤❤ ভীষণ ভীষণ ভীষণ সুন্দর লিখেছেন লেখিকা❤❤❤
Chotobelar Katha mone pore gelo Aaj.Amr baba sonato ei galpota cinema tao tv te dekhechilam babar sathe bose.Aaj amr baba r nei thakle sonatam tomar galpo path.Khub bhalo theko Bhai, sustho theko.Thank you.
এত কাল গল্প শুনে কেঁদেছি , কিন্তু হায় খোদা ! আজ যে বুকখানা বড্ড বেশি ধরফর করছে ! মনে হচ্ছে ঘটনা স্থল থেকে এই মাত্র বেরিয়ে এলাম !
Onk din pore abr sondhe ta khub valo katbe.
Akta notun golpo
Vison valo lagche
চোখে জল ধরে রাখতে পারলাম না দাদা... কি ভীষণ ভালো লাগলো 💜
অপূর্ব দাদার গল্প বলা কিছুই বলার নেই এ রকম গল্প আরো শুনতে চাই ভালো থাকবেন 🤘🏻
পাশে থাকবেন ❤️
Thank you so much Dada!❤😇 Aj amar jonmodin, khub sundor ekta upohar dilen✨
অপূর্ব 😌❤️❤️
Darun jst darun.... Hridoy poripurno sune😌
Osomvob sundor ❤💖
ভীষণ সুন্দর লেগেছে 💕💕
Mon diya sunchilam khub valo laglo.
প্রথমত প্রথম জন্ম দিনের অনেক অনেক শুভেচ্ছা । একে বারে প্রথম দিকের শ্রোতা না হলেও বিগত ছয় সাত মাসের প্রায় নিয়মিত শ্রোতা । গল্প পড়া ও শোনা দুই ই ভীষণ ভালো লাগে ভীষণই পছনদের । বেশ কিছু গল্প পড়া থাকলেও সেই সমস্ত গল্প পুনরায় আপনার গলায় শুনতে সত্যি অসাধারণ লাগছে অনন্য মাত্রা যোগ করেছে । আর অনেক ভালো ভালো গল্প শুনতে পাব আশা রাখি 🙂🙂
অপূর্ব সুন্দর। দারুন হয়েছে
শুধু 50 দিন কেনো দাদা তোমার মতো একজন সাহিত্যপ্রেমী মানুষকে আমরা সারা জীবন পেতে চাই । তুমি না থাকলে হয়তো এমন অনেক গল্পঃ না শোনা হয়ে থেকে যেত। আমি চাই তোমার এই চ্যানেল যেনো কোনো দিনও বন্ধ না হয়।😇
👍
অসাধারণ
অপূর্ব গল্প পার্ট কিছুই বলে নেই দাদা ভালো থাকবেন আরো গল্প শোনাবেন এই আসা রেখে শেষ করলাম 🤘
Sotti asadharon hoyasa 2nd golpo ta
সত্যিই অসাধারণ লাগল❤️
খুব ভালো লাগল দাদা
Excellent selection of the story, thanks.....
ছোটো বেলায পরেছিলাম তখন কেঁদে ছিলাম এখন এতো বরো হযেগেছি তাও চোখে জল। আর দ্বিতীযটা খুব সুন্দর।
মন ছুঁয়ে গেলো ❤️
Lejur ta je chokhe e jol ene dilo Arnab
Khubi valo laglo 2to golpoei mila misa ek hoagelo darun 😇
Experiment success 🤭 daruun hoya6a ❤
পরের অংশ,
পুরুষ মানুষের চোখেও পানি আনতে সক্ষম
অসাধারণ
অসাধারণ হয়েছে ♥️।লেখিকার লেখাও অসাধারণ
খুব ভালো হয়েছে চোখে জল এসে গেল ....
অনেক ধন্যবাদ ❤️
Choto theke jato bar sunechi khub kanna korechi.... Aj o tai .. nxt part er jonne onek bhalo basa neo tomra 2 jon