মায়ের চাইতে মাসির প্রতি দরদ বেশি | Doyel Agro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ค. 2024
  • আয়াত বাবা মায়ের চাইতে তার আন্টিকে বেশি ভালোবাসে কেন?
    Join this channel to get access to perks:
    / @doyelagro
    For business enquiries - doyelagro@gmail.com
    My Facebook page / doyelagrovlog
    My Facebook profile / doyel.agro
    আমাদের সাথে যোগাযোগ এবং লেনদেন করার নাম্বার (01602254717 অথবা 01876791804 বিকাশ পার্সোনাল) অথবা মেইল করতে পারেন doyelagro@gmail.com এর বাইরে কেউ লেনদেন করবেন না। অনেক প্রতারক আমাদের নাম ছবি ব্যবহার করে হুবুহু আমাদের পেজের মত পেজ বানিয়ে আপনাদের মেসেঞ্জার ইমু তে ফোন করে প্রতারণা করতে পারে তাই সাবধান। আপনাকে আমাদের পেজের মত কোন ফেসবুক পেজ থেকে মেসেজ দিলে আগে চেক করবেন ঐ পেজে আমার ভিডিও আছে কিনা এবং ফেসবুক পেজের ফলোয়ার ১৫+ লক্ষ কিনা। আর দয়া করে কেউ কমেন্ট বক্সে নিজের ফোন নাম্বার দিবেন না। ধন্যবাদ।
    I'm a software engineer. After 10 years of service i quit my job and decided to go after my dream. My dream is to living with nature growing my own food and become a true self-sufficient person. I already start working on my dream. Please support me in this journey by subscribing the channel also like and share my video. Thanks.
    আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি নিজে চাকরি বাদ দিয়ে খামার শুরু করছি বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে। বেশির ভাগ ভিডিওতে দেখানো হয় কৃষিকাজ আর খামার করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। আসলে লাভ হয় না লস হয় তার বাস্তব চিত্র জানতে পারবেন আমার থেকে। আমার এই খামারের ভিডিও দেখতে আমার সাথে থাকুন। ধন্যবাদ।
    Md Abdus Salam is a senior software engineer. Who loves living with nature and cultivate food for his family. Besides, he tried to help the poor people in the area by necessary things.
    #doyelagro
    #doyelagrovlog
    #villagelifewithshampa

ความคิดเห็น • 372

  • @DoyelAgro
    @DoyelAgro  หลายเดือนก่อน +671

    বাচ্চারা যার কাছে বেশি আদর পায় তাকেই বেশি ভালোবাসে। আমি আর শম্পা আয়াতকে মাঝে মধ্যে শাসন করি তারা সেটা করে না তাই ওর কাছে আমাদের চাইতে তারা ভালো। এরজন্য বলে মায়ের বোন খালা মায়ের চাইতে ভালা।

    • @fahimhabib2457
      @fahimhabib2457 หลายเดือนก่อน +21

      একদম কড়া কথা বলছেন ❤

    • @user-nl1jk2bo9d
      @user-nl1jk2bo9d หลายเดือนก่อน +6

      ভাইয়া আপনাদের ঐখানে গালিমপুর আর গোবিন্দপুর নামে কোনো গ্রাম আছে

    • @hasanalmamun3995
      @hasanalmamun3995 หลายเดือนก่อน +2

      ঠিক আছে

    • @PakhiIslam-hx1xp
      @PakhiIslam-hx1xp หลายเดือนก่อน +1

      হুম যেমন আমরা প্রবাসে থাকি মাত্র তিন মাসে এই বাসার সবগুলা পোলাপান আমার বাদক হয়ে গেছে মাকে এখন চিনতেই চায় না

    • @AbdulMannan-cf1rr
      @AbdulMannan-cf1rr หลายเดือนก่อน

      একদম সত্য কথা আমি মাঝে মাঝে আমার ছেলেকে দমক দিলে আমার সাথে আর কথা বলে না😁

  • @mdbashar3100
    @mdbashar3100 หลายเดือนก่อน +144

    আয়াত মামনি যখন বড় হবে তখন তার ছোট বেলার কত দুষ্ট মিষ্টি সময়ের কত স্মৃতি নিজ চোখে দেখবে । তখন তার অনূভুতি টা না জানি কেমন হবে ❤️আমাদের তো ছোটবেলার একটা ছবি ও নাই। মাজে মাজে ভাবি কেমন ছিলাম ছোটবেলায় আমি

    • @user-nk2nb7ls2z
      @user-nk2nb7ls2z หลายเดือนก่อน +4

      Apnader manikgonj ar akjon kriti sontan cole gelo 😢😢allah unake jannat basi korun amin🤲

  • @user-cz8qm3vk6j
    @user-cz8qm3vk6j หลายเดือนก่อน +22

    কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও আপন ও গবির হয় যেমন আজকে আয়াত এবং তারার মাঝে দেখতে পেলাম আয়াত ও তারার মাঝে এমন স্নেহ আদর ভালবাসার সৌহার্দ পূর্ণ সম্পর্ক যেন আজিবন অটুট থাকে এ দোয়া করি এবং আয়াত ও তারার নেক হায়াৎ কামনা করছি

  • @RahmotullahRahmotullah-hy1ez
    @RahmotullahRahmotullah-hy1ez หลายเดือนก่อน +21

    তারার প্রতি আয়াতের ভালোবাসা সেই ছোট থেকেই দেখছি,,, আল্লাহ যেন এই নিষ্পাপ ভালোবাসা সারাজীবন টিকিয়ে রাখেন❤❤❤❤

  • @shakiraakter9069
    @shakiraakter9069 หลายเดือนก่อน +32

    মাশাল্লাহ আয়াত এর তারার প্রতি এমন ভালবাসা আর মনের টান চিরকাল যেনো থাকে আল্লাহ পাক আমাদের মিষ্টি আয়াত মামুনিকে সুস্থ রাখোক হেফাজতে রাখোক নেক হায়াত দান করুক ❤❤❤❤❤❤❤

  • @rashedulislamsumon6963
    @rashedulislamsumon6963 หลายเดือนก่อน +47

    তারাকে আয়াত সালাম ভাই সম্পা আপু এত ভালবাসে। আমাদের কখনও মনে হয়না তারা পরের মেয়ে মনে হয় সালাম ভায়ের বোন।

  • @MoniBegum-or3vn
    @MoniBegum-or3vn หลายเดือนก่อน +16

    আয়াত তাঁরাকে অনেক ভালবাসে কিন্তু তাঁরা ও ভালবাসে তবে মাঝে মধ্যে তাঁরা কে জিনে দরে তাই আয়াতের কথা ও ভাবে না চলে জেতে চাই এই ভাবে হাসি খুশি থাকলে তাঁরা কে অনেক ভালো লাগে 👌👌👌👌

  • @anisyeasmin3918
    @anisyeasmin3918 หลายเดือนก่อน +48

    আপনাদের সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। আপনারা তারাকে সবসময় দেখে রাখবেন। ওকে বুঝাবেন যাতে অন্য কারো কথায় কান না দেয়। আপনাদের স্নেহ, মায়া, মমতা৷ দিয়ে আলগে রাখবেন। ❤❤❤

  • @nafisaahmed2640
    @nafisaahmed2640 หลายเดือนก่อน +87

    তারা আর আয়াত এর সম্পর্ক টা অর্গানিক। নিস্বার্থ ভালোবাসা দুইজনের দুইজনের প্রতি। তারা আয়াত এর জন্য সব থেকে বিশ্বাসী ব্যক্তি।

    • @user-pu6du9se6r
      @user-pu6du9se6r หลายเดือนก่อน

      বড় হলে প্রেক্ষাপট ভিন্ন হবে, কারণ তারা মেয়ে মানুষ

    • @Malaysiajebon
      @Malaysiajebon หลายเดือนก่อน

      tara ayat ka onek valobase ayat tara ka onek valobase

  • @mdomor9702
    @mdomor9702 หลายเดือนก่อน +12

    ভালোবাসা দেখে আমি মুগ্ধ ❤❤। ভিডিওতে তারা আর আয়াত থাকলে ভিডিও টা সুন্দর লাগে। আশাকরি তারা এবং আয়াতকে ভিডিও তে রাখার চেষ্টা করবেন। ভালোবাসা অবিরাম ❤❤

  • @user-vv7ve9gl3m
    @user-vv7ve9gl3m หลายเดือนก่อน +82

    ❤❤মাশাল্লাহ তারার প্রতি আয়াতেরও ভালোবাসা আছে আর তারারও আয়াতের প্রতি ভালোবাসা আছে😘😘😘কিন্তু মাঝে মাঝে তারার পাগলামি আর তেরামি ভাল্লাগেনা😔😔তাছাড়া সব ঠিক আছে

  • @ZJF-KNX-WMR
    @ZJF-KNX-WMR หลายเดือนก่อน +20

    কামরাঙা গাছে পাশে এক টা কৃষ্ণচূড়া গাছ লাগালে বাড়ি টা অনেক সুন্দর লাগবে

  • @ashiqnur6280
    @ashiqnur6280 หลายเดือนก่อน +11

    কি ভালোবাসা তারার প্রতি আয়াতের😊আয়াতের কষ্ট দেখে আমার ও কষ্ট হয়তাছে আল্লাহ😊❤😊

  • @robinhood9361
    @robinhood9361 หลายเดือนก่อน +20

    আপনাদের সাথে তারাকে মিলেমিশে চলতে দেখে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো।

  • @Mdridoy-fu5by
    @Mdridoy-fu5by หลายเดือนก่อน +4

    তারা আর আয়াতে ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ভিডিও ওতে তারা আর আয়াত থাকলেই ভিডিও সুন্দর আয়াত মামনি জন্য দোয়া রইলো

  • @ismailmaih4962
    @ismailmaih4962 หลายเดือนก่อน +6

    তারা আর আয়াতের সম্পর্কটা যেন সারা জীবন থেকে যায়

  • @user-wf2on2ol4l
    @user-wf2on2ol4l หลายเดือนก่อน +4

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তারা কি দেখে এখন অনেক ভালো লাগে আল্লাহ যেন তারাকে এভাবে চলার মত তৌফিক দান করে আমিন

  • @user-ld7sj9nr8v
    @user-ld7sj9nr8v หลายเดือนก่อน +19

    এটা ছোট বাচ্চাদের নিয়ম যার কাছে বেশি মায়া ভালোবাসা পাবে তাকেই সব চেয়ে বেশি ভালোবাসবে 💜🥰

  • @Fatima_Ashraf_786
    @Fatima_Ashraf_786 หลายเดือนก่อน +7

    ছোট আম্মুটা এতো ভালোবাসে তারাকে এই ভালোবাসে রেখে কেমনে তারা চলে যেতে চায় মাঝে
    মাঝে।এই ভালোবাসা কোথায় ও পাবেনা তারা।

  • @NasrinRaj
    @NasrinRaj หลายเดือนก่อน +7

    বাচ্চারা এরকমই, মাথায় কিছু একটা ঢুকলে সারাদিন ঐটা নিয়েই থাকবে, কিছুতেই ভুলানো যায়না😀 আমার ছেলটাও ঠিক এরকমই করে😀💚💚

  • @mdjohurul8588
    @mdjohurul8588 หลายเดือนก่อน +3

    ছোটবেলা থেকে তারা আয়াত বাবুকে রাখছে না এজন্য তারার
    উপর মায়া বেশি আয়াত বাবুর
    ❤❤❤❤

  • @missgolapi8667
    @missgolapi8667 หลายเดือนก่อน +5

    আয়াতের জন্য রইলো দোয়া ও ভালোবাসা জীবনে ভালো মানুষ হিসেবে গড়ে উঠো মা❤️❤️❤️

  • @ShekhRTRaju
    @ShekhRTRaju หลายเดือนก่อน +1

    তারা এন্ড আয়াত ওদের এই মিষ্টি মিষ্টি ভালোবাসা বেঁচে থাকুক অনিরাম যতদিন বেঁচে থাকে একটা ফ্যামিলির সবাই হাসি খুশি থাকলে কতইনা সুন্দর লাগে বলে বোঝানো যায় না,,,

  • @takiyasultana2289
    @takiyasultana2289 หลายเดือนก่อน +1

    আহারে আমাদের আয়াত মামুনি আন্টি কে কতো ভালোবাসে। একেই বলে নিঃস্বার্থ ভালোবাসা এই ভালোবাসা যেন সবসময় এইরকমই থাকে দোয়া করি। তারা যেন আয়াত সোনা কে রেখে চলে না যায়।

  • @mdmaksud2089
    @mdmaksud2089 หลายเดือนก่อน +1

    কেমন আছেন সবাই আয়াত মামুনি তারা কে অনেক ভালোবাসে কিন্তু তারা যে মাঝে মাঝে পাগলামি করে একবার ও ভাবে না এই ছোট্ট মেয়েটার কথা ইনশা আল্লাহ্ দোয়া করি সবার জন্য

  • @ZxFf-bg3vs
    @ZxFf-bg3vs หลายเดือนก่อน +3

    মাশাআল্লাহ খুব ভালো লাগলো তারা ওআয়াতের ভালোবাসা দেকে

  • @tusharmallick41
    @tusharmallick41 หลายเดือนก่อน

    Lots of beautiful blessings for lovely Ayat mamoni 🌷🌸🫣🥰🐰🐰🐸🐥🦋🐬

  • @junaedkabir3018
    @junaedkabir3018 หลายเดือนก่อน +5

    তারার প্রতি আয়াতের ভালোবাসা একদম খাটি

  • @user-uo6ph7pr2u
    @user-uo6ph7pr2u หลายเดือนก่อน +25

    আমার মত কে কে সালাম ভাইয়ের ভিডিও পছন্দ করেন

  • @faysalghazi2649
    @faysalghazi2649 หลายเดือนก่อน +2

    তারা আর আয়াতের ভালবাসাটা অসাধারণ

  • @AsmaAkter-kw3zw
    @AsmaAkter-kw3zw หลายเดือนก่อน +2

    আয়াতের থেকে দুমাস কম বয়স। আমার ভাই এ-র মেয়ে, সে-ও আমার মেয়ে দের সাথে স্কুলে যাওয়ার জন্য পাগল।প্রতি দিন স্কুলে যাওয়ার সময় কান্না কাটি করে, সে স্কুলে যাবে এইবলে।

  • @shakhshaiful
    @shakhshaiful หลายเดือนก่อน +1

    আমার খুব ভালো লাগে যখন তারা আপু আর আয়াত মামনি কে এক সাথে দেখি,,❤❤❤❤

  • @RafiAhamed-mf7os
    @RafiAhamed-mf7os หลายเดือนก่อน

    একেই বলে ভালোবাসা ❤❤ বাচ্চারা সত্যি যার থেকে বেশি আদর পায় তাকেই ভালোবাসে যাকে পছন্দ করে তারাই এই সুযোগ পায় 🥰🌸🦋

  • @arifjannat9544
    @arifjannat9544 หลายเดือนก่อน +6

    প্রথম কমেন্ট করলাম ভাইয়া আমি আপনাদের দুই চ্যানেলের সব ভিডিও দেখি

  • @MSaleh-xf7iw
    @MSaleh-xf7iw หลายเดือนก่อน

    পর্দা করে সমস্ত মুসলিম ভাই বোন দের চলার তৌফিক ধান করুন আমিন।

  • @kamruzzahansiddika3428
    @kamruzzahansiddika3428 หลายเดือนก่อน +3

    Maa to maa e. Tobe aktu Boro hole maaer mormo bujha jay.Allah amader sober Baba Maa k nek jibon dun korun.Ameen.

  • @rimakhanom3413
    @rimakhanom3413 หลายเดือนก่อน +2

    তারা আঁয়াত কে অনেক ভালোবাসে আঁয়াত তারা কে ও অনেক ভালোবাসে ।তারা মাঝে মাঝে তেরামি ভাল্লাগে না

  • @user-wz7qu4ti9f
    @user-wz7qu4ti9f หลายเดือนก่อน +2

    আয়াতের ভালবাসার মধ্যে কোন খাদ নাই
    তবে তারা বুঝে না মাঝে মাঝে
    তবে তারার এই সময়টা যখন পরে মনে পরবে
    তখন সালাম ভাইয়ের আর সমপা আপুর পতি তারার অনেক মায়া হবে

  • @Ratriaktar409
    @Ratriaktar409 หลายเดือนก่อน +2

    Apnader sobai kei onek vlo lage amar.....sob somoy e dekhi poti ta video..... Doya kori vlo thaken ❤❤❤

  • @shamimaranawaz1102
    @shamimaranawaz1102 หลายเดือนก่อน

    MaShaaAllaah, Ayat now growing up, she can judge, she knows who is ammu and who is aunty, bless you all, keep safe and healthy Aameen

  • @user-yq1so7gv2y
    @user-yq1so7gv2y หลายเดือนก่อน +1

    ছোট বাচ্চাদের নিষ্পাপ ভালোবাসা এইটা

  • @mursida1805
    @mursida1805 หลายเดือนก่อน

    মাশাল্লাহ তারারে কত ভালোবাসা আয়াত❤

  • @user-ob5xk4xf3w
    @user-ob5xk4xf3w 7 วันที่ผ่านมา

    মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ ❤❤❤❤

  • @aklimaakterkoli4509
    @aklimaakterkoli4509 หลายเดือนก่อน

    Ayat ar dostomi goli sara jiboner jonno sriti hoiye thakbe,❤❤ o boro hoiye sob dekte parbe❤❤❤🎉🎉🎉

  • @ishrajahanvlogs1907
    @ishrajahanvlogs1907 หลายเดือนก่อน +2

    আয়াত তারাকে ভিষণ ভালোবাসে 😊😊

  • @ResmaAkter-vo2fl
    @ResmaAkter-vo2fl หลายเดือนก่อน +1

    আপনাদের আমার খুব ভালো লাগে বিশেষ করে আয়াত কে,,

  • @nipunnipun2352
    @nipunnipun2352 หลายเดือนก่อน

    এরকম সুন্দর পরিবেশ থাকলে কত না ভালো লাগে ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-sg7qw7tx9r
    @user-sg7qw7tx9r หลายเดือนก่อน +1

    আয়াত মনি তারাকে অনেক ভালবাসে, কিন্তু তারা যখন সবাইকে ছেড়ে চলে যায় তখন খুব খারাপ লাগে শম্পা আপুর বিডিওর জন্য বিকালে অনেক অপেক্ষায় ছিলাম

  • @fareedamulla1844
    @fareedamulla1844 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ, অটুট থাকুক এই ভালবাসা❤

  • @fnvhch1384
    @fnvhch1384 หลายเดือนก่อน +6

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আয়াত আম্মু তারা কে অনেক অনেক ভালো বাসে❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Tanha_fact24
    @Tanha_fact24 หลายเดือนก่อน

    আল্লাহ সকলের ভালোবাসা যেনো পুর্নতা পাই❤❤

  • @falguniakter3268
    @falguniakter3268 หลายเดือนก่อน +1

    আয়াত এর মন অনেক বড় আর ভালোবাসাতে ভরা হবে।

  • @user-bp4ms9hr2z
    @user-bp4ms9hr2z หลายเดือนก่อน

    অনেক সুন্দর হইছে ধন্যবাদ ❤❤

  • @sanjidaakter478
    @sanjidaakter478 หลายเดือนก่อน +4

    আয়াত মামনির মতো আমার একটা ভাসুরের মেয়ে আছে।
    আমাকে অনেক ভালোবাসে... আমাকে মামুনি বলে ডাকে।
    কিন্তু ওর আম্মু মানে আমার জা এইটা ভালো চোখে দেখেনা।
    আমার মামনির নাম:আফিয়া।
    দোয়া করবেন ওর জন্য।

  • @kamrunnaharmisty8377
    @kamrunnaharmisty8377 หลายเดือนก่อน

    বাড়িটা একদম রাস্তার সামনে,, গাছ পালা কতনা বাতাস,, খুব সুন্দর লাগলো,, ইস এমন জায়গা তে যদি একবার হলেও যেতে পারতাম কত না ভালো লাগতো ❤️

  • @user-vg2jx2gm6t
    @user-vg2jx2gm6t หลายเดือนก่อน

    Ayat r tarar emon valobasa dekhe onk valo laglo

  • @user-dx1rj1gg1q
    @user-dx1rj1gg1q หลายเดือนก่อน

    তারা তুমি আয়াতকে দেখে রাখো এবং ভালোবাসা দিও❤❤❤❤❤

  • @AbulhashemAbulhashem-jr4pi
    @AbulhashemAbulhashem-jr4pi หลายเดือนก่อน

    Salaam Alaikum Wa Rahmatullahi Wa Barakatuh
    ছোটকালে বাচ্চাদের এই প্রকৃতিতে এমনটাই হয় সময় তুলনা করে সময় একটু রাগ করে সময় একটু ভালো ভাবে আব্বু-আম্মুর সাথে মশকারে তে লিখতে হয় তবে আপনাদের আয়াত এমনটা হবে না ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আল্লাহ ভরসা সদা সর্বদা আল্লাহর উপরে বিশ্বাস এবং সঠিক ব্যবস্থাপনা তৈয়ার করে মন্তব্য তয়ের করে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে ইনশাআল্লাহ

  • @RAJITOUAHIT
    @RAJITOUAHIT หลายเดือนก่อน

    ভিডিও দেখে কালিন দুই শোর নিচে কমেন্ট করতে পারে না আয়াতের জন্য দোয়া রইল ❤😂🎉❤❤❤❤

  • @ShahinReels0.2
    @ShahinReels0.2 หลายเดือนก่อน

    আয়াতের মিষ্টি হাসি চমৎকার ❤️❤️❤️

  • @SabihaDailyVlog
    @SabihaDailyVlog หลายเดือนก่อน

    আহারে আন্টির প্রতি কি ভালোবাসা ❤

  • @MosoumeAkter-sx4nl
    @MosoumeAkter-sx4nl หลายเดือนก่อน

    যার কাছে বাচ্চা রা আদর পাই তাকেই আপন করে নেই ❤️

  • @Mohammadmohsinali152
    @Mohammadmohsinali152 หลายเดือนก่อน +1

    তাঁরার প্রতি আয়াত একটু বেশিই নির্ভর হয়েছে 🙆‍♀️

  • @yesratjahanjonaki4928
    @yesratjahanjonaki4928 หลายเดือนก่อน +1

    আসসালামুয়ালাইকুম ভাই,,, কামরাংগা খাইলে কি হয় একটু বলছেন প্লিজ।

  • @user-dy1eh9ld6o
    @user-dy1eh9ld6o หลายเดือนก่อน

    আপনাদের সবাইকে খুব ভালো লাগে

  • @somolaakhter5316
    @somolaakhter5316 หลายเดือนก่อน

    মাশাল্লাহ আল্লাহ ❤❤❤

  • @mdsagorkhan7918
    @mdsagorkhan7918 หลายเดือนก่อน

    Allhamdulillah ❤❤❤❤

  • @imammhia7392
    @imammhia7392 หลายเดือนก่อน

    সবার জন্য দোয়া ও ভালোবাসা ❤️‍🩹💐

  • @mdtamim8796
    @mdtamim8796 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে❤❤❤

  • @taslima7471
    @taslima7471 หลายเดือนก่อน

    আয়াত মা মনি খুব মায়া তাঁরা জন্য মাশাআল্লাহ

  • @monirhosen3735
    @monirhosen3735 หลายเดือนก่อน

    আয়াত মামনি মাশাল্লাহ আন্টি যখন মায়া লাগে আয়াতের কাছে এ কারণে আপনাদের কেউ মারে অনেক মোহাব্বত করে যাক ভিডিওটা অনেক সুন্দর হয়েছে অসাধারণ ভেরি নাইস আস্তে আস্তে আয়া তোর মায়া লাগতাছে আরো বেশি অর আংটির প্রতি যাক পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন এটা কামনা করি আল্লাহ হাফেজ

  • @jahangirhossain-01813
    @jahangirhossain-01813 หลายเดือนก่อน +1

    তারা আর আয়াতের জুটি আমার অনেক ভালে লাগে

  • @syedajamila8606
    @syedajamila8606 หลายเดือนก่อน +1

    তারার মা খুব মিষ্টি একটা মেয়ে। একটু সেজেগুজে আর থ্রীপিস পরলে নায়িকার মতো লাগবে।

  • @user-cm3cd8vl6o
    @user-cm3cd8vl6o หลายเดือนก่อน +1

    হাহাহাহা আয়াত খুব মিস করে তারাকে

  • @aleyanopur9251
    @aleyanopur9251 หลายเดือนก่อน

    আপনাদের ভাই বোন ও মা বাবা এক সাথে দেখতে চাল

  • @taniarubel7033
    @taniarubel7033 หลายเดือนก่อน +1

    এটাই ভালোবাসা ❤❤❤

  • @nasreenahmed159
    @nasreenahmed159 หลายเดือนก่อน

    Tara and Ayat both of them lovely relationship

  • @salemmahmud5519
    @salemmahmud5519 หลายเดือนก่อน

    অনেক ধন্যবাদ ভাই ❤❤

  • @sirajbhuiyan7609
    @sirajbhuiyan7609 หลายเดือนก่อน

    মাশা আল্লাহ

  • @najimislam9241
    @najimislam9241 หลายเดือนก่อน

    মাশাআল্লাহ আয়াত মামুণি অনেক ভালবাসা রইল তোমার জন্য। তারা এই ভালবাসার কখনও প্রতিদান দিতে পারবে না।বাট এদের প্রতি তোমার ভালবাসা টা ও একটু বারাইতে পারো।রাগ করে দৌড় দিয়ে নানির বাড়ি না গিয়ে। ভাইয়া আর আপার সাথে সমস্যা গুলা সেয়ার করো।দেখবা তোমার জিবন টা অনেক সুন্দর হবে।

  • @MimMehediVlog-uh2gm
    @MimMehediVlog-uh2gm หลายเดือนก่อน

    অনেক সুন্দর হয়েছে ভিডিও

  • @monsormanha2530
    @monsormanha2530 หลายเดือนก่อน +1

    আসসালামুয়ালাইকুম ভাই মিলানি কাকি কি আছে নাকি উনি মারা গেছেন। অনেকদিন ধরে মিলানি কাকিকে দেখিনা❤❤

  • @user-hd9ie3kv7s
    @user-hd9ie3kv7s หลายเดือนก่อน

    Thank you ayat ❤❤❤❤

  • @jhumadewan4848
    @jhumadewan4848 หลายเดือนก่อน

    যেদিন সারাদিনে ব্যাস্ত থাকি যত রাত হোক না কেনো ভিডিও দেখা মিস যাবে না। প্রতিদিন আপনাদের বিডিও জন্য ১০ মিনিট সময় ফিক্সড করা। মনে হয় আপনার আমার ফ্যামেলি মেম্বার মত❤❤❤ বিডিও না দেখলে ভালো লাগে না।

  • @alminashuva3149
    @alminashuva3149 หลายเดือนก่อน

    ছোট্ট এই মেয়েটাকে এত কঠিন কথা বলবেন না,কারণ আপনি তার বাবা।

  • @MOUSUMIAKTERRIFA
    @MOUSUMIAKTERRIFA หลายเดือนก่อน

    Choto manus sob bujhe . Ayat bujhe Tara o k valobase.❤❤❤

  • @MDHarun-jz1iu
    @MDHarun-jz1iu หลายเดือนก่อน

    কাগুজি লেবু আমার বাড়িতে আছে বছরে দুই বার ফল হয় কিন্তু খুব ধরে রস ওনেক বেশি লেবু আকারে ছোট হয়

  • @neamatlifeandvlog516
    @neamatlifeandvlog516 หลายเดือนก่อน +1

    এটাই ভালোবাসা

  • @arifaffan1695
    @arifaffan1695 หลายเดือนก่อน

    ভাই কামরাঙ্গার রস প্রেসারের জন্য খুব ভাল মাথা গরম হলে বা প্রেসার উঠলে একটু রস মাথা দিলে মাথা ঠান্ডা হয়ে যায়।আমি আমার শাশুড়ির মাথা দেই। আপনি আপনার গাছের যত্ন নেন।খুব উপকারি গাছ।

  • @dibayesmin7736
    @dibayesmin7736 หลายเดือนก่อน

    অনেক ভালো লেগেছে।

  • @user-uo6ph7pr2u
    @user-uo6ph7pr2u หลายเดือนก่อน

    কোনদিন যদি সালাম ভাইয়ের সাথে দেখা হতো একটা আশা পূর্ণ হতো

  • @nurnaharafrin-dw8wg
    @nurnaharafrin-dw8wg หลายเดือนก่อน

    মাশাআল্লাহ ❤❤

  • @RinaAlom
    @RinaAlom หลายเดือนก่อน

    Mashallha very nice

  • @NoboWazMedia
    @NoboWazMedia หลายเดือนก่อน

    Mashallah ❤❤❤

  • @anowermiya8379
    @anowermiya8379 หลายเดือนก่อน

    তারাকে অনেক ভালো লাগে

  • @khanrobin2
    @khanrobin2 หลายเดือนก่อน

    এই ভিডিও দেখতাছি আর এমনি আয়াতের কান্ড দেখে হাসতাছি😅😅

  • @mdibrahimsheikh5294
    @mdibrahimsheikh5294 หลายเดือนก่อน

    Ek Din Rajbari Asben Bhai Dawat Roilo,❤️

  • @rafibiswas58
    @rafibiswas58 หลายเดือนก่อน

    আয়াত এর এতো মায়া দেখে আমি হতোভাগ,,আসলে সবার চাইতে আয়াত বেশি ভালোবাসে।।❤❤❤❤

  • @user-oy5oq2lv5d
    @user-oy5oq2lv5d หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @hotathdekhay4856
    @hotathdekhay4856 หลายเดือนก่อน

    বাচ্চাদের দেখলে মন ভালো হয়ে যায়