শম্পা ভাবির মত মেয়ে পাওয়া যাবে না সালাম ভাই.. আপনাদের সাধারণ জীবন যাপন আসলেই অসাধারণ.. কোটি টাকা খরচ করেও এরকম জীবন যাপন করা যাবে না বলেই বিশ্বাস করি 💕💕💕
আপনার ক্যামেরা টা শম্পা আপুকে দিয়ে রান্না থেকে শুরু করে শম্পা আপু যা করে আপনি এক সপ্তাহের জন্য কাজগুলো করেন। তাহলে বুঝবেন । উপদেশ দেয়ার আগে নিজে করতে হয়।
বউ যখন গরুর মত খাটে আপনার সংসারে তখন খুব ভালো। উচিত কথা বলবেন ক্যামেরা অফ রেখে সবার সামনে কেনো? আপনি এত কিছু বোঝেন এটা বোঝেন না হাস্যকর। উনি যখন রান্না করে সবচেয়ে ভালো জিনিসটা আপনার পাতে তুলে দেয় কোনোদিন তো ভিডিওতে দেখালেন না যে এটা ওরা খাক আমি না খাই
উনি রান্নার উপর পিএইচডি করছে করতে দিন, চাইলে আপনি চাষাবাদের উপর পিএইচডি করতে পারেন। সবার আগে আপনার সঠিক পরিকল্পনা দরকার, যেটা আপনার মধ্যে নেই। প্রয়োজনে একজন কৃষি অফিসারের সাথে পরামর্শ করতে পারেন কিভাবে কি করা যায়। আল্লাহ তা'য়ালা আপনাকে যথেষ্ট দিয়েছেন, এখন আপনি এই জমিগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করেন ভাই। উনি ঘরের রানী আর আপনি বাইরের রাজা তাই রাজ্য শাসন করার দায়িত্ব টাও আপনার। শুধুশুধু উনাকে বকা বা দোষ দিয়ে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না।
আপনি আপনার বউকে উচিৎ কথা বলবেন কিংবা, শাসন করবেন সেটা পৃথিবীর মানুষের সামনে কেনো??? নিজের বউকে নিজের ঘরের ভিতরে সবার আড়ালে যা খুশি করবেন যেনো তৃতীয় কোনো ব্যক্তি না জানে। আর, সেখানে আপনি লাখ লাখ মানুষকে জানাইতেছেন। এতো জ্ঞানী গুণী মানুষ আপনি, এতো নীতিবাক্য ঝাড়েন এটুকু বোধ নাই বা, জানেন না???
আমি একজন মেয়ে হয়েও শম্পা আপুর কাজকে অতুলনীয় লাগে।ভাইরে ভাই উনি যে কাজ পারে,করে...আমার তো মনে হয় না,আপনিও ততটা পরিশ্রমী।কোনদিকে না সামলায় আপু,তাও আপুরে কথা শোনান।আপু নরম দেখে সহজ পেয়ে গেছেন।তাই না 😟 আমরা কিন্তু শম্পা আপু আর আপনার ভিডিওর গ্রামীণ পরিবেশের সাপোর্টার।মাথায় রাখবেন 😊 সো আপুকে নো বকাঝকা 😊😊
শম্পা আপুর মতো একজন জীবনসঙ্গিনী পাওয়া ভাগ্যের ব্যপার ভাই। এমন লক্ষ্মী বউ হয় না...কি সুন্দর রাগ... এভাবে কেউ রাগ করলে তাকে কি বকা যায়...আল্লাহ আপনাদের সুখে রাখুক। দোয়েল এগ্রোর ভিডিও দেখি সেই জমি নিয়ে যখন বিরোধ হয়েছিলো...
সব কামলার নির্দিষ্ট কাজ সেট করে দেন, যে সবজি দেখবে সে সবজি বিষয়ক সবকিছুর জন্য কইফিয়ত দিবে, গরু আর হাঁস মুরগীও পাখীর জন্য এক জন, এই ভাবে সেট করেন। আচমকা কোন কাজ পড়লে বা নির্ধারিত সেকশনে কাজ না থাকলে আপনাদের সাথে পরামর্শ করে অন্য কাজ করবে। কাজের সময় এর একটা চার্টও সেট কইরেন (১০ মিনিটের কাজ বেশি হলে ১৫ মিনিট ধরে ) নাইলে এক কাজে দিন পার করে দিবে।
প্রিয় মানুষটিকে মারা বা বকা দেয়া লাগেনা,একটু শক্ত কথা বল্লেই কষ্ট পায়,। কারণ সে আপনাকে অনেক ভালো বাসে। আর শম্পা ভাবির মত জীবন সংগি পাওয়া ভাগ্যের ব্যপার।
আপনাদের এই খুনসুটি দেখে আমার একটা গান মনে পড়ে গেল ।পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না।আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না।এই লাইনটা ভাই বাস্তব । ভাবী আপনাকে অনেক ভালোবাসে।
শুধু শম্পা আপাকে বকা দিলেই হবে না। আপনার কাজও প্রতিদিন ভাগ করে নিতে হবে। প্রতিদিন খোঁজখবর নিতে হবে। আপনি দিনের একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করেন যখন কাজের সব লোককে ডেকে আপনি প্রতিদিন আপনার খামারের আপডেট নিতে পারবেন
আপনার ভিডিও অনেক পছন্দ করে দেখি, আমার ও স্বপ্ন জীবনে একটি সুন্দর ফার্মহাউজ করা। তবে আজকের এ বিষয়টি ভালো লাগেনি স্ত্রীর সাথে মনোমালিন্য ধরনের কথা বার্তা ভিডিও করে সবাই দেখার জন্য দিয়ে দেয়াটা কেমন ?????
ভাই আপনিতো আমার মতো গাল ফুলানো দেখতে পারেননা। তবে একটা কথা কি মেয়েরা মান অভিমান করে গাল ফুলিয়ে থাকলে বেশ লাগে।আর সম্পর্কের মধ্যে মান অভিমান না থাকলে ভালোবাসা অনুভব হয়না।আপনার আর সম্পা আপুর জন্য শুভকামনা রইলো ❤❤❤
আপনিই কাজের লোকদের ম্যানেজ করতে পারেন না।সেখানে শম্পা আপু মেয়ে মানুষ হয়ে কিভাবে ওদেরকে ম্যানেজ করবে নিজেই একবার ভেবে দেখবেন।পুরাই অহেতুক শম্পা আপুকে বকলেন!!!! শম্পা আপুর কি এসব কাজ??? 😟😟 আমাদের এটা খুব খারাপ লাগছে।
কিছু কনটেন্টের জন্য শুধু শুধু ব্যক্তিগত কিছু ব্যবহার ভিডিওর মাধ্যমে এতো এতো মানুষের সামনে ওপেনলি দেখানোটা আমার মনে হয় না কোন বুদ্ধিমানের কাজ। একজন সর্বগুন সম্পন্ন শিক্ষিত মানুষের কাছে এমন কিছু আশা করা যায় না। ব্লগারদের একটা কমন ডায়লগ আমরা যেমন তেমন সবাইকে দেখাই কিন্তু সবকিছু দেখানোর মধ্যে একটা লিমিটেশন মেইনটেইন করা উচিৎ।।
ajker video ta salam vai r sompa apur camistree chokhe porar moto cilo apur mukher dike takano jaccilo nh r salam vaier mukh too dektei perlam jahouk sompa apu best❤ 😂 0:09
ভাই শম্পা ভাবিকে হয়তো একটু ফ্রী করে দেন মানে রান্নার কাজ আগানের জন্য সাথে একটা কামলারে বলে দিবেন যেমন কাটাকাটি, ধুয়া ধুয়িতে এগিয়ে দিবে,,,নয়তো কৃষি কাজ মেনেজমেন্ট করার জন্য মুকু ভাইকে অথবা বিশ্বস্ত কাউকে দায়িত্ব দিয়ে দেখতে পারেন সাথে সম্পা আপু৷ + আপনি আছেনই
আজকের এই ভিডিও দেখে কিছুক্ষণের জন্য মনে হলো আমি আর আমার জামাই 😃😃😃ঠিক আমাদের মধ্যে ও এমন হয়।।আল্লাহ আমাদের যে কি দিয়ে তৈরি করছে উনিই জানে কেমনে এমন অবস্থায় আমরা চুপ থাকতে পারি।এটার জন্য ছেলেদের উচিত আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা😊।
ভাইয়া আপনাদের ঐ খানে অনেক গাছ পালা আছে বলে তাই অনেক বাতাস হয়, তাই রাতে ঠান্ডা লাগে❤ আর আমাদের শহরের মানুষগুলো গরমের ঠেলায় দিনে ও রাতে টিকে থাকা যাচ্ছে না😢😢😢
শম্পা আপুর মতো একজন ভালো সংসারী মেয়ে পেয়ে আপনি অনেক ভাগ্যবান।আপুকে এভাবে মনে কষ্ট দেওয়া উচিত হয়নি। অনেক কষ্ট পাইলাম ভাই। আমার বড় কোন বোন নেই তাই শম্পা আপুকে আমার বড় বোনের মতো অনুভব করি।
বাসায় কী কী কাজ আছে তার একটা তালিকা করে নিতে হবে। একটা কাজ শেষ হবে এটা কেটে দিতে হবে। আবার নতুন কোন কাজ আসলে তালিকায় লিখতে হবে। খাতাটা দেখে দেখে প্রতিদিন বলে দিতে হবে। মুখে মুখে বললে মনে থাকবে না।❤
আহারে আমার বোনটার এভাবে বকাদিয়েন না , তবে এই ঝগড়ার মাঝেও মোহাব্বত বেশি থাকে❤❤❤❤ ভাই এটা বাংলাদেশের রীতি মানুষ যদি এই সঠিকভাবে কাজ করে তবে দেশ আরো বেশি উন্নত হয়ে যাবে যে ভাই।
সালাম ভাইয়া আপনি অনেক ভালো মানুষ,, ও শম্পা অনেক লখি মেয়ে অন্য দের রাগ তার উপরে করা আপনার ঠিক হয়নি ভাইয়া মেয়েদের মন অনেক নাজুক হয়,, তারা সবার কথা শুনতে পারে কিন্তুু সামির ছোট কথা টা তে কষ্ট পাই তাই শম্পা কে sorry বলবেন,, অনেক ভালোবাসি আপানের দুই জনকে দোয়া রইলো আপনাদের জন্যে ❤❤ hong Kong
আপনি কি ১০০% সঠিক, সে ভালো মানুষ, আমরা ১০-১৫ মিনিটের ভিডিও দেখে কাউকে ভালো বলতে পারি না, হ্যা এটা ঠিক সে কিছু মানুষের উপকার করে, এতেও তার স্বার্থ আছে,ভিউ বাড়বে, তার ইনকাম হবে। আমি নিজেও তাদের ভিডিও দেখি, আর আমার ভিডিও দেখার এক মাত্র কারন গ্রাম্য পরিবেশ। এ পরিবেশ কোথাও পাওয়া যায় না। তবে একটা বিষয় আমি সাজেস্ট করবো, বাড়ির বউ ঘরের অলংকার, তাকে যেখানে সেখানে শতো লক্ষ মানুষের মাঝে অপমান করা বা কথা শুনানো বা আঘাত করা এগুলো কোন জ্ঞানী মানুষের আচরণ হতে পারে না
ভাইয়া ভিডিওতে ভাবিকে এগুলা না বললে ভাল লাগত।সবকিছু ভিডিও করে সবাইকে দেখালে কেমন লাগে? আবার যদি ভাবির সাথে ভিডিওতে এমন করেন আপনাকে আনসাবস্ক্রাইব করে দিব।
সালামত ভাই,, আপনি যে পাঁচ ছয় জন কাজের লোক আছে,, তাদের মধ্য থেকে একজনকে আপনি তত্ত্বাবধায়ক বানাইয়া দেন,, তত্ত্বাবধায়ক কাজও করবে এবং সবাইকে দিয়ে কাজ করাবে, এবং আপনাকে কাজের হিসাব দিবে। অন্যদের থেকে তাকে সামান্য কিছু টাকা বেশি দিবেন। এই কাজটা আপনি নিজেও করতে পারতেন কিন্তু আপনার নিজের পার্সোনাল কাজের জন্য আপনি পারছেন না,, যে লোকটা সব কাজে পারদর্শী আছে তাকে আপনি তত্ত্বাবধায়ক বানান,,, আর অবশ্যই বৃষ্টি না হওয়া পর্যন্ত সব গাছের প্রতি পানি দেওয়া খেয়াল রাখা বাধ্যতামূলক করে দেন,, শম্পা ভাবিকে বকে লাভ নাই উনি সত্যিই খুব ভালো,, যতটুকু করতেছে করতে দেন, ভালো থাকেন,, আপনার ফ্যামিলির জন্য শুভকামনা রইল ।
বউ চায় সবসময় স্বামীর সাথে থাকতে।মানে স্বামীর আশেপাশে থাকতে পছন্দ করে। এটা সব স্বামীরা বোঝেনা।তাই শম্পা আপুর সাথে ভালো ভালো কথা বলবেন।রান্না তো মেয়রা সারাজীবনই করবে।কিন্তু স্বামীর সাথে কথা বলা তার আশেপাশে থাকা সে এক অন্যরকম ভালোলাগার অনুভূতি। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আললাহ হাফেজ।
শম্পা ভাবির মত মেয়ে পাওয়া যাবে না সালাম ভাই.. আপনাদের সাধারণ জীবন যাপন আসলেই অসাধারণ.. কোটি টাকা খরচ করেও এরকম জীবন যাপন করা যাবে না বলেই বিশ্বাস করি 💕💕💕
ঠিক
আহারে, ভাবীরে আজকে একটু বেশিই বকলেন ভাই।
কিন্তু শেষমেশ ভাবিই জিতছে।কারণ হাদিসে আাছে ' যে চুপ থাকে সে মুক্ত'।
Thank you by balo taken ❤❤❤❤❤
সহমত
thanks all
দাদা আপনার ভিডিওগুলি আমার খুব ভালো লাগে। 🎉🎉🎉🎉🎉
একজন মহিলা সারাদিন কাজ করার পরে এই কথাটাই শুনতে হয় যে তুমি সারাদিন কি করেছ এই কথাটা সোনা যে কত কষ্টের
Right via
আর উনি একটু বেশি কথা বলে,, সব কিছু ভিডি করে দেখাতে পারলেই চলে। পারসোনাল বলতে কিছু নেই। বউটা কেও ভিডিওর সামনে কথা শুনিয়ে পুরুষত্ব দেখাতে গেছে।
Right😂
😢😢😢😢😢রাইট
Right
আপনার ক্যামেরা টা শম্পা আপুকে দিয়ে রান্না থেকে শুরু করে শম্পা আপু যা করে আপনি এক সপ্তাহের জন্য কাজগুলো করেন। তাহলে বুঝবেন । উপদেশ দেয়ার আগে নিজে করতে হয়।
Shera Comment. 100% uchit kotha ta bolsen. Apnak dhonnobad.
আপু আপনি যে কথা বলছেন তার কোনো যুক্তি নাই কারণ সবাই সবার কাছে থেকে কষ্ট করে
মনের কথাটা বলছেন,
😂🤣
আমি ও এক মত।
বউ যখন গরুর মত খাটে আপনার সংসারে তখন খুব ভালো। উচিত কথা বলবেন ক্যামেরা অফ রেখে সবার সামনে কেনো? আপনি এত কিছু বোঝেন এটা বোঝেন না হাস্যকর। উনি যখন রান্না করে সবচেয়ে ভালো জিনিসটা আপনার পাতে তুলে দেয় কোনোদিন তো ভিডিওতে দেখালেন না যে এটা ওরা খাক আমি না খাই
রাইট
ভিউ পাউয়ার ব্যবসা
Thik
Correct
Allaahu Swt give you hidya, Aameen
উনি রান্নার উপর পিএইচডি করছে করতে দিন, চাইলে আপনি চাষাবাদের উপর পিএইচডি করতে পারেন।
সবার আগে আপনার সঠিক পরিকল্পনা দরকার, যেটা আপনার মধ্যে নেই। প্রয়োজনে একজন কৃষি অফিসারের সাথে পরামর্শ করতে পারেন কিভাবে কি করা যায়। আল্লাহ তা'য়ালা আপনাকে যথেষ্ট দিয়েছেন, এখন আপনি এই জমিগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করেন ভাই। উনি ঘরের রানী আর আপনি বাইরের রাজা তাই রাজ্য শাসন করার দায়িত্ব টাও আপনার। শুধুশুধু উনাকে বকা বা দোষ দিয়ে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না।
Sohomot
সহমত
ফ্রিতে ফ্রিতে এরকম সবকিছু পাইলে এমনই হয়
একদম ঠিক কথা। ঘরের বউকে কাজের মেয়ে মত treat করবেন না। এতে আপনার সম্মান কমবে বান বাড়বে না।
আপনি আপনার বউকে উচিৎ কথা বলবেন কিংবা, শাসন করবেন সেটা পৃথিবীর মানুষের সামনে কেনো??? নিজের বউকে নিজের ঘরের ভিতরে সবার আড়ালে যা খুশি করবেন যেনো তৃতীয় কোনো ব্যক্তি না জানে। আর, সেখানে আপনি লাখ লাখ মানুষকে জানাইতেছেন।
এতো জ্ঞানী গুণী মানুষ আপনি, এতো নীতিবাক্য ঝাড়েন এটুকু বোধ নাই বা, জানেন না???
ঠিক বলেছেন
👍👍👍👍
ভাই উনার অবস্থা হইলো অল্পবিদ্যা ভয়ংকরী
Uchit kotha
Right
আমি একজন মেয়ে হয়েও শম্পা আপুর কাজকে অতুলনীয় লাগে।ভাইরে ভাই উনি যে কাজ পারে,করে...আমার তো মনে হয় না,আপনিও ততটা পরিশ্রমী।কোনদিকে না সামলায় আপু,তাও আপুরে কথা শোনান।আপু নরম দেখে সহজ পেয়ে গেছেন।তাই না 😟 আমরা কিন্তু শম্পা আপু আর আপনার ভিডিওর গ্রামীণ পরিবেশের সাপোর্টার।মাথায় রাখবেন 😊 সো আপুকে নো বকাঝকা 😊😊
নাটক যতই করো শম্পা ছাড়া তুমি অচল ❤
শম্পা আপুর মতো একজন জীবনসঙ্গিনী পাওয়া ভাগ্যের ব্যপার ভাই। এমন লক্ষ্মী বউ হয় না...কি সুন্দর রাগ... এভাবে কেউ রাগ করলে তাকে কি বকা যায়...আল্লাহ আপনাদের সুখে রাখুক। দোয়েল এগ্রোর ভিডিও দেখি সেই জমি নিয়ে যখন বিরোধ হয়েছিলো...
রাইট ভাই
সালাম ভাই সকাল সকাল ভাবিকে এত কথা না সোনাইলেও পারতেন।
সকাল সকাল ভালো কথা বেশি বললেও মেজাজ খারাপ হয়ে যায়।
ভাগ্য ভালো যে ভাবি চুপচাপ ছিল।
এত কিছু এক সাথে করলে এমনই হয়।কম ফসল করলে যত্ন করা যায় আর অধিক ফসল হয়।
আপনার ভাগ্য অনেক ভালো যে সম্পা আপুর মতন একটা জিবন সঙ্গী পাইছেন সম্পা আপুর কোনো তুলনা হয়না
সব কামলার নির্দিষ্ট কাজ সেট করে দেন, যে সবজি দেখবে সে সবজি বিষয়ক সবকিছুর জন্য কইফিয়ত দিবে, গরু আর হাঁস মুরগীও পাখীর জন্য এক জন, এই ভাবে সেট করেন। আচমকা কোন কাজ পড়লে বা নির্ধারিত সেকশনে কাজ না থাকলে আপনাদের সাথে পরামর্শ করে অন্য কাজ করবে। কাজের সময় এর একটা চার্টও সেট কইরেন (১০ মিনিটের কাজ বেশি হলে ১৫ মিনিট ধরে ) নাইলে এক কাজে দিন পার করে দিবে।
প্রিয় মানুষটিকে মারা বা বকা দেয়া লাগেনা,একটু শক্ত কথা বল্লেই কষ্ট পায়,।
কারণ সে আপনাকে অনেক ভালো বাসে।
আর শম্পা ভাবির মত জীবন সংগি পাওয়া ভাগ্যের ব্যপার।
আপনাদের এই খুনসুটি দেখে আমার একটা গান মনে পড়ে গেল ।পর মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না।আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না।এই লাইনটা ভাই বাস্তব । ভাবী আপনাকে অনেক ভালোবাসে।
Masha Allah ❤
আমার মতো কে কে প্রতিদিন Doyel agro এর ভিডিওর অপেক্ষায় থাকেন? লাইক দিন👍
Amie
শুধু শম্পা আপাকে বকা দিলেই হবে না। আপনার কাজও প্রতিদিন ভাগ করে নিতে হবে। প্রতিদিন খোঁজখবর নিতে হবে। আপনি দিনের একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করেন যখন কাজের সব লোককে ডেকে আপনি প্রতিদিন আপনার খামারের আপডেট নিতে পারবেন
হ ভাই ঠিকিই বলছে
Right
সুর্যমূখি ফুলের বীজ খেতে খুব ভালো লাগে
আপনার ভিডিও অনেক পছন্দ করে দেখি, আমার ও স্বপ্ন জীবনে একটি সুন্দর ফার্মহাউজ করা।
তবে আজকের এ বিষয়টি ভালো লাগেনি স্ত্রীর সাথে মনোমালিন্য ধরনের কথা বার্তা ভিডিও করে সবাই দেখার জন্য দিয়ে দেয়াটা কেমন ?????
😢😢
সহমত ঘরের কথা পরের কাছে বলতে নেই এটা নিজেদের মধ্যে বিমাংসা করতে হয়।
সত্যি কথা ভাই শহর হোক কিংবা গ্রাম ফজরের নামাজের পর যে কি একটা শান্তি লাগে তখন এর আবহাওয়াটা অনেক অনেক সুন্দর ঘুমিয়ে থাকে তারা আসলেই মিস করবে ❤
আল্লাহ্ সবাইকে সুস্হ ভাল রেখ তুমি ছাড়া কেউ নাই আমাদের।
Amin
😂 আহারে ভাই ভাবি অনেক পরিশ্রম করে। উনার মনে কস্ট দিয়ে কথা বইলেননা❤❤❤
ঠিক কথা🎉
আল্লাহ যেনো সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে
আমিন
Amin
Amin
আপনাদের জুটি অনেক সুন্দর। দোয়া করি আল্লাহ যেন আরো বরকত দান করুন।। ভাবিকে আর কষ্ট দিয়ে কথা বইলেন না 🙏
ভাই,শম্পা আপু যথেষ্ট পরিশ্রম করে।উনাকে এত কাজের প্রেশার না দিয়ে দরকারে আরেকজন লোক রাখেন সুপারভাইজার টাইপের যে সব দেখাশোনার দায়ভারে থাকবে+কাজ করবে।❤
ভাই আপনি পাচ জনের ভিতরে একজন কে দায়িত্ব দেন, সবাইকে চালানোর,,জন্য,,সব কিছু দেখার জন্য তাহলে অনেক ভালো হবে,,
❤❤❤
ভাই আপু সারা দিন কাজ করে আয়াতকে যত্ন করে আবার বাহির কাজেও আনেক সাহায্য করে আপুর মনে কষ্ট দিয়েন না।
শম্পা আপু আপনার চাইতে বেশি কাজ করে ।
নান্নাবাড়ি করা এত সস্তা না ভাই
আমরা প্রবাস থেকে রান্নাবাড়ি করে খাই 😂 বুঝি কত কষ্ট লাগে
এই কামলা গুলো দেখা শুনার জন্য একজন সুপারভাইজার টাইপের লোক প্রয়োজন।।
শম্পা ভাবি জন্ম 1k লাইক হবে ❤👍
যেই ভুট্টার জন্য শম্পা আপুর সাথে রাগারাগি হলে সেটা আপনারই ভুল এই বোর্ডটা গুলো নরম থাকতে খাওয়া হয় এটা আমরা মালয়েশিয়াতে আবাদ করি
জায়গাই পরিমান বেশি হয়ে গেছে
এখানে লাভ রিএয়ক্ট সম্পা ভাবি দিসে সিউর 😅
আমারও তাই মনে হয়❤😊
😂
😂😂
সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এই গরমে কোন মানুষ অসুস্থ জানি না হয় এবং গরম কমে যায় আল্লাহুম্মা আমীন ,,,
আমিন
যাই বলুন আপনাদের দুষ্টু মিষ্টি রাগারাগি খুবই ভালো লাগলো😂😂😂
🤣🤣🤣🤣🤣 আপনি আসলেই জোস ভাই । ভাবীর সাথে খুনসুটি টা ভাল ছিল। ফুলের নাম জানিনা, মনে নাই🤣🤣🤣 ভাল ছিল ভাই।
শম্পা আপুর ধৈর্য্য দেখলাম 😢 মাশাল্লাহ অন্য কেউ হলে ঝগড়া বিবাদ করে ফেলতো
ভাইয়া আপনার কাজের লোককে প্রতিদিন সকালবেলা মিটিং করে বলে দিবেন যে আজকে এই কাজ করতে হবে তাহলে আর মনে হয় আর কোন সমস্যা হবে না
এভাবে ক্যামেরার সামনে সম্পা ভাবীকে অপমান করাটা মোটেও ঠিক হয়নি ৷ আপনার উচিত একজন সুপার ভাইজার নিয়োগ দেওয়া ৷
আপনি তো কাজ করতে পারেন😮😮😮আপনি কৃষিকাজের উপরে পিএস ডি করেন😮😮
শম্পা মেয়েটা আসলেই কিন্তু ভালো মনের মানুষ ❤আপনাদের ভিডিও দেখতে খুব বেশি ভালো লাগলো ❤
শম্পা আপু অনেক ভালো মানুষ ভাই আপনি রাগ করার পড়ে ও রান্না করছে।
ভাই আপনিতো আমার মতো গাল ফুলানো দেখতে পারেননা। তবে একটা কথা কি মেয়েরা মান অভিমান করে গাল ফুলিয়ে থাকলে বেশ লাগে।আর সম্পর্কের মধ্যে মান অভিমান না থাকলে ভালোবাসা অনুভব হয়না।আপনার আর সম্পা আপুর জন্য শুভকামনা রইলো ❤❤❤
ভাই জান,,, জানিনা ফুল আর মনে নাই ফুল অনেক সুন্দর 😅😅😅,,,,,,ভাই জান আজকের ভিডিও অনেক মজা পাইলাম,,, তবে ভাই যাই বলেন সম্পা আপু অনেক কাজ করে🎉🎉🎉🎉🎉
Jhograr best part hoilo "ae fuler nam ki = mon nae , ae fuler nam ki = jani na " 😂😂😂😂😂😂😂😂😂
আপনার আচরণ আজকে একদম ভালো লাগে নি।।।লাইভে এসে যে লোক তার বো কে কথা শুনায় সে কখনো ভদ্র লোক না।।।যা বলবেন একা দশ জন শুনাবেন কেন😡😡😡
আপনিই কাজের লোকদের ম্যানেজ করতে পারেন না।সেখানে শম্পা আপু মেয়ে মানুষ হয়ে কিভাবে ওদেরকে ম্যানেজ করবে নিজেই একবার ভেবে দেখবেন।পুরাই অহেতুক শম্পা আপুকে বকলেন!!!! শম্পা আপুর কি এসব কাজ??? 😟😟 আমাদের এটা খুব খারাপ লাগছে।
কিছু কনটেন্টের জন্য শুধু শুধু ব্যক্তিগত কিছু ব্যবহার ভিডিওর মাধ্যমে এতো এতো মানুষের সামনে ওপেনলি দেখানোটা আমার মনে হয় না কোন বুদ্ধিমানের কাজ। একজন সর্বগুন সম্পন্ন শিক্ষিত মানুষের কাছে এমন কিছু আশা করা যায় না। ব্লগারদের একটা কমন ডায়লগ আমরা যেমন তেমন সবাইকে দেখাই কিন্তু সবকিছু দেখানোর মধ্যে একটা লিমিটেশন মেইনটেইন করা উচিৎ।।
Right
ajker video ta salam vai r sompa apur camistree chokhe porar moto cilo apur mukher dike takano jaccilo nh r salam vaier mukh too dektei perlam jahouk sompa apu best❤ 😂 0:09
সূর্য মুখীর বীজ খাওয়ার উপকারিতা অনেক আমার স্বামী কুয়েতে এই সূর্য মূখী বীজ ভাজাটা কিনে খায়
মাঝে মাঝে এভাবে ঝগরা কিন্তু ভালো মহব্বত বারে 😂👍❤️
ভাই আপনি যাই বললেন শম্পা আপু অনেক কষ্ট পাইছে 💔😥
ভাই শম্পা ভাবিকে হয়তো একটু ফ্রী করে দেন মানে রান্নার কাজ আগানের জন্য সাথে একটা কামলারে বলে দিবেন যেমন কাটাকাটি, ধুয়া ধুয়িতে এগিয়ে দিবে,,,নয়তো কৃষি কাজ মেনেজমেন্ট করার জন্য মুকু ভাইকে অথবা বিশ্বস্ত কাউকে দায়িত্ব দিয়ে দেখতে পারেন সাথে সম্পা আপু৷ + আপনি আছেনই
আজকের এই ভিডিও দেখে কিছুক্ষণের জন্য মনে হলো আমি আর আমার জামাই 😃😃😃ঠিক আমাদের মধ্যে ও এমন হয়।।আল্লাহ আমাদের যে কি দিয়ে তৈরি করছে উনিই জানে কেমনে এমন অবস্থায় আমরা চুপ থাকতে পারি।এটার জন্য ছেলেদের উচিত আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা😊।
আস্সালামু আলাইকুম ভাইয়া-আপু কেমন আছেন 💖🥀
এত সুন্দর সকালে আপুর মন টা খারাপ করে দিলেন কাজ টা ঠিক করলেন না আপুরে ভালো একটা গিফট দিয়ে রাগ ভাঙ্গিয়েন ভাই❤
Doyel agror পুরাতন সাবসক্রাইবার দেখতে চাই
আসসালামু আলাইকুম সূর্য মুখির বিচি বেজে খেতে অনেক মজা আমরা সব সময় খাই আপনাদের জন্য অনেক দোয়া রইল ❤❤❤
ছেলেদের একটা স্বভাব কিছু হলেই মেয়েদেরকে বলে তুমি বাড়িতে থেকে কি কর একদিন বাড়ির কাম ছেলেদেরকে করা উচিত
আজকের নাস্তা শম্পা আপু আপনাকে থু থু দিয়ে বানিয়ে খায়িয়েছে 😂😂😂
সংসারের সব কাজ করা পরেও যদি কথা শুনা লাগে , সেই কষ্ট রাখার জায়গা থাকে না।
😢😢
😢😢😢
আজকে শুধু ব্যর্থতার কৃষি গল্প বলছে ভাই 😂😢
ভাইয়া আপনাদের ঐ খানে অনেক গাছ পালা আছে বলে তাই অনেক বাতাস হয়, তাই রাতে ঠান্ডা লাগে❤ আর আমাদের শহরের মানুষগুলো গরমের ঠেলায় দিনে ও রাতে টিকে থাকা যাচ্ছে না😢😢😢
আপনার একটা প্লান করে পুরো জমিতে পানির লাইন টানা উচিৎ জেখানে একটা বা দুইটা সুইজ থাকবে,,জা অন করলে পুরো জমিতে পানি যাবে,,,
আপনি সম্পাআপুর সাথে এই ব্যাবহারটা না করে আপনার কাজের লোকদেরকে এই কথা গুলো বলা দরকার ছিল। শুধু শুধু এমন লক্ষি বৌ টার মনে কষ্টদিলেন।
শম্পার মত বউ পেলে আমি জীবনে রাগ করতাম না শুধু আদর ভালোবাসার মমতায় ভরিয়ে দিতাম। সালাম ভাই আপনি ভাগ্যবান মানুষ শম্পা কে পেয়েছেন আপনি জীবনে
৪জন কাজের লোক হলে ১ জন ফোরম্যান লাগে। আপনি মুগু ভাইকে দায়িত্ব দিতে পারেন। আর সমপা আপুরে রাগ করা ভালো লাগে না।
শম্পা আপুর মতো একজন ভালো সংসারী মেয়ে পেয়ে আপনি অনেক ভাগ্যবান।আপুকে এভাবে মনে কষ্ট দেওয়া উচিত হয়নি। অনেক কষ্ট পাইলাম ভাই। আমার বড় কোন বোন নেই তাই শম্পা আপুকে আমার বড় বোনের মতো অনুভব করি।
শম্পা আপার মতো আর একটা সংসারী মেয়ে খুঁজে বের করতে পারবেন না কোথাও ভাই। আপনিও একজন ভালো মানুষ
বাসায় কী কী কাজ আছে তার একটা তালিকা করে নিতে হবে। একটা কাজ শেষ হবে এটা কেটে দিতে হবে। আবার নতুন কোন কাজ আসলে তালিকায় লিখতে হবে। খাতাটা দেখে দেখে প্রতিদিন বলে দিতে হবে। মুখে মুখে বললে মনে থাকবে না।❤
ভাইয়া এটা কিন্তু অন্য রকম একটি ভালোবাসা ভাবীর রাগটা খুব দারুন হয়েছে।
সূর্যমুখী পাখির অনেক প্রিয় খাবার। পাখি যারা পালেন ওনারা এই সূর্যমুখির বীজ কিনে খাওয়ায়।
আপনি আদরে বকছেন আর পাবলিক তা অনাদর ভেবে আপনাকে বকেই যাচ্ছে😅😅ভালোবাসার খুনসুটি তো একেই বলে,আজাইরা পাবলিক তা বুঝেনা😂😂You guys are so sweet couple ❤🎉
মাস আল্লাহ মাস আল্লাহ সূর্যমুখী বিচি অনেক উপকার আসে আলহামদুলিল্লাহ 🌻🌻🌻
প্রত্যেকটা মানুষের আত্বসম্মান আছে, আপুকে এতোটা জারি দেওয়া ঠিক হয়নি, তার ইগুতে লেগেছে হয়তো তাই বেশি মন খারাপ করেছে, সবশেষে সত্যিই আপনারা সুখি পরিবার❤❤
আহারে আমার বোনটার এভাবে বকাদিয়েন না , তবে এই ঝগড়ার মাঝেও মোহাব্বত বেশি থাকে❤❤❤❤ ভাই এটা বাংলাদেশের রীতি মানুষ যদি এই সঠিকভাবে কাজ করে তবে দেশ আরো বেশি উন্নত হয়ে যাবে যে ভাই।
শম্পা আপা খুব ভালো মনের মানুষ❤❤❤
সালাম ভাইয়া আপনি অনেক ভালো মানুষ,, ও শম্পা অনেক লখি মেয়ে অন্য দের রাগ তার উপরে করা আপনার ঠিক হয়নি ভাইয়া মেয়েদের মন অনেক নাজুক হয়,, তারা সবার কথা শুনতে পারে কিন্তুু সামির ছোট কথা টা তে কষ্ট পাই তাই শম্পা কে sorry বলবেন,, অনেক ভালোবাসি আপানের দুই জনকে দোয়া রইলো আপনাদের জন্যে ❤❤ hong Kong
আপনি কি ১০০% সঠিক, সে ভালো মানুষ, আমরা ১০-১৫ মিনিটের ভিডিও দেখে কাউকে ভালো বলতে পারি না, হ্যা এটা ঠিক সে কিছু মানুষের উপকার করে, এতেও তার স্বার্থ আছে,ভিউ বাড়বে, তার ইনকাম হবে। আমি নিজেও তাদের ভিডিও দেখি, আর আমার ভিডিও দেখার এক মাত্র কারন গ্রাম্য পরিবেশ। এ পরিবেশ কোথাও পাওয়া যায় না।
তবে একটা বিষয় আমি সাজেস্ট করবো, বাড়ির বউ ঘরের অলংকার, তাকে যেখানে সেখানে শতো লক্ষ মানুষের মাঝে অপমান করা বা কথা শুনানো বা আঘাত করা এগুলো কোন জ্ঞানী মানুষের আচরণ হতে পারে না
এই প্রথম বার দেখলাম সম্পা ভাবি রাগ করে রইসে।। আপনি ও চাইলে একটু ঘুরে সব কি ফলো আপ রাখতেন পারেন।। সব সময় কাজের লোক দিয়ে সব কাজ পারফেক্ট হয় না।।
আপনি একজন দক্ষ ফোরম্যান নিয়োগ দেন
তার সাথে ৫ জন কৃষক
আপনার লাভ হবে ইনশাআল্লাহ
এই প্রথম ভাবিকে রাগতে দেখলাম আপনার সাথে
ভাইয়া ভিডিওতে ভাবিকে এগুলা না বললে ভাল লাগত।সবকিছু ভিডিও করে সবাইকে দেখালে কেমন লাগে? আবার যদি ভাবির সাথে ভিডিওতে এমন করেন আপনাকে আনসাবস্ক্রাইব করে দিব।
ভাইয়া শম্পা আপুর রাগ দেখে অনেক হাসি পাচ্ছিলো😅😅😅😅
সূর্য মুখি বীজ বাজা অনেক মজার আর অনেক পুষ্টি গুণ আছে আমরা সব সময় খাই
ভাইয়া সৌদি সকল আরবি দেশগুলোতে সূর্য মুখি ও চাল কুড়ার বিচি মিস্টি কুমড়ার বিচি লবন দিয়ে ভেজে খায়
❤❤❤
আসসালামু আলাইকুম
আজকের ব্লগটি ও দারুন লাগলো সবসময় সম্পা আপু অনেক হাসিখুসি থাকে আজ একটু মনটা ভার হয়ে আছে এটা সবার মধ্যে হয় এটা কনো ব্যপার না ।♥️♥️♥️
সালাম ভাই আপনার এটা উচিত হয় নাই ক্যামেরার সামনে ভাবিকে বকা দেওয়াটা আমি মনে করি নিজের স্ত্রীকে সবার সামনে ছোট করার মত এত নিকৃষ্ট কাজ আর হয় না
Right 😌👍
আপনাদের কুঁড়েঘর গুলো আমার অনেক ভাল লাগে😊😊😊😊😊😊
শম্পা ভাবী অনেক কাজ করে
Vai Vabi onek Gentle ekta mohila..Jak aj ektu beshie raag kore felsen..Ta chara Vabir mood off korle kintu cute e lage...
সালামত ভাই,, আপনি যে পাঁচ ছয় জন কাজের লোক আছে,, তাদের মধ্য থেকে একজনকে আপনি তত্ত্বাবধায়ক বানাইয়া দেন,, তত্ত্বাবধায়ক কাজও করবে এবং সবাইকে দিয়ে কাজ করাবে, এবং আপনাকে কাজের হিসাব দিবে। অন্যদের থেকে তাকে সামান্য কিছু টাকা বেশি দিবেন। এই কাজটা আপনি নিজেও করতে পারতেন কিন্তু আপনার নিজের পার্সোনাল কাজের জন্য আপনি পারছেন না,, যে লোকটা সব কাজে পারদর্শী আছে তাকে আপনি তত্ত্বাবধায়ক বানান,,, আর অবশ্যই বৃষ্টি না হওয়া পর্যন্ত সব গাছের প্রতি পানি দেওয়া খেয়াল রাখা বাধ্যতামূলক করে দেন,, শম্পা ভাবিকে বকে লাভ নাই উনি সত্যিই খুব ভালো,, যতটুকু করতেছে করতে দেন, ভালো থাকেন,, আপনার ফ্যামিলির জন্য শুভকামনা রইল ।
বউ চায় সবসময় স্বামীর সাথে থাকতে।মানে স্বামীর আশেপাশে থাকতে পছন্দ করে। এটা সব স্বামীরা বোঝেনা।তাই শম্পা আপুর সাথে ভালো ভালো কথা বলবেন।রান্না তো মেয়রা সারাজীবনই করবে।কিন্তু স্বামীর সাথে কথা বলা তার আশেপাশে থাকা সে এক অন্যরকম ভালোলাগার অনুভূতি। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আললাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।
কুসুম ফুলটা আমরা ছোট বেলায় সয়াবিন ফুল বলতাম,যেটা থেকে তেল হয় আর সূর্যমূখি বীজ দিয়ে সানফ্লাওয়ার অয়েল বানাতে পারেন।
এই টা ভাজার সময় একটু লবণ পানি দিয়ে মেখে বালু দিয়ে ভাজবেন অনেক মিষ্টি
ভাবীতো সেই চেতে আছে, ওই ফুলের নাম মন নাই, এই ফুলের নাম জান নে 😆
😁😁
😂😂😂😂😂
😅😅😅😅😅😅😅😊😊😊
মাঝে মাঝে মনে হয় আপনার কাজের লোক সবগুলোকে বের করে দিয়ে আমি কাজ করি ,,এতসুন্দর পরিবেশ এত ভালো মালিক থাকলে ,এই সব কাজ নিজের মন থেকেই করতে মনে চাওয়ার কথা
মেজাজ গরম হবারই কথা ঘরের বৌয়ের রান্না ছাড়া সংসারে অনেক কাজ থাকে তোমার কথা শুনে আমারই মেজাজ গরম হয়ে যাচ্ছে
আজকে ভাবির অভিমান দেখে খুবই ভালো লেগেছে। ভাবি মনে কিছু নিবেন না এগুলোই সত্যি কারের ভালোবাসা। ধন্যবাদ _ ভালো থাকবেন, দোয়া রহিলো আপনাদের প্রতি।
সূর্য মুখির বীজ বাংলাদেশেও ভেজে খায়।
অনেক ভালো লাগলো আজকের বিডিওটা মাঝে মধ্যে আপনার রাগ অভিমাণের বিডিও দিয়েন ভাই অন্যরকম মজা লাগে
খুনসুটি ভালো বাসা নিয়ে মানুষের জিবন আমার সমপা আপু অনেক কাজ করে ভাই কালকে আপুর রাগ বাগাবেন তার বিড়িও দিবেন ভাই দুই জনের জন্য 🤲🤲
ভালোবাসায় রাগ অভিমান ভালোবাসারই একটি অংশ.....
আয়াতের জন্য ভালোবাসা রইল....