Ishwari Patani | ঈশ্বরী পাটনি | কবি - ভারতচন্দ্র রায়গুনাকর | Explanation By Indrajit Pandit.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ค. 2022
  • JSSC Inter Level Competition Exam 2022
    Paper 2 - Bengali.
    কবিতা - অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি
    কবি - ভারতচন্দ্র রায় গুনাকর
    কথা -
    অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে
    পার করো বলিয়া ডাকিল পাটনিরে ।।
    সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি ।
    ত্বরায় আনিল নৌকা বামাস্বর শুনি ।।
    ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি ৷
    একা দেখি কুলবধু কে বট আপনি।।
    পরিচয় না দিলে করতে নারি পার ৷
    ভয় করি কি জানি কে দেবে ফের ফার ।।
    ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী ।
    বুঝহ ঈশ্বরী আমি পরিচয় করি ।।
    বিশেষণে সবিশেষ কহিবারে পারি ।
    জানহ স্বামীর নাম নাহি ধরে নারী ।।
    গোত্রের প্রধান পিতা মুখবংশজাত।
    পরম কুলীন স্বামী বন্দ্যবংশখ্যাত।।
    পিতামহ দিলা মোরে অন্নপূর্ণা নাম।
    অনেকের পতি তেঁই পতি মোর বাম।।
    অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ।
    কোনো গুন নাহি তার কপালে আগুন।।
    কু- কথাই পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ।
    কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ।।
    গঙ্গা নামে সতী তার তরঙ্গ এমনি।
    জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি ।।
    ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে ।
    না মরে পাষাণ বাদ দিলা হেন বরে ।।
    অভিমানের সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই।
    যে মোরে আপনা ভাবে তার ঘরে যায়।
    পাটনি বলিছে আমি বুঝিনু সকল।
    যেখানে কুলীন জাতি সেখানে কোন্দল।।
    শীঘ্র আসি নায়ে চরো দিবা কিবা বলো।
    দেবী কন দিব আগে পারে লয়ে চলো।।
    যার যামে পার করে ভব পারাবার।
    ভালো ভাগ্য পাটনি তাহারে করে পার।।
    বসিলা নায়ের বারে নামাইয়া পদ।
    কিবা শোভা নদীতে ফুটিলো কোকনদ ।।
    পাটনি বলিছে মাগো বৈস ভালো হয়ে ।
    পায়ে ধরি কি জানি কুম্ভিরে যাবে লয়ে ।।
    ভবানী বলেন তোর নায়ে ভরা জল।
    আলতা ধুইবে পদ কোথা থুইব বল।।
    পাটনি বলিছে মাগো শুনো নিবেদন ।
    সিউতির উপরে রাখো ও রাঙা চরণ ।।
    পাটনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে ।
    রাখিলা দুখানি পদ সিউতির উপরে ।।
    বিধি বিষ্ণু ইন্দ্র যে পদ ধেয়ায়।
    হৃদে ধরি ভূতনাথ ভূতলের লুটায়।।
    যে পদ রাখিলা দেবী সেউতির উপরে।
    তার ইচ্ছা নাহি ইথে কি তপ সঞ্চারে।।
    সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে।
    সেউতি হইল সোনা দেখিতে দেখিতে।।
    সোনার সেউতি দেখি পাটনির ভয় ।
    এত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়।।
    তবে উত্তরিলা তরি,তারা উত্তরিলা।
    পূর্বমুখে সুখে গজগগনে চলিলা।।
    সেউতি লইয়া কক্ষে চলিলা পাটনি।
    পিছে দেখি তারে দেবী ফিরিলা আপনি।।
    সভয়ে পাটনি কহে চক্ষে বহে জল।
    দিয়াছ যে পরিচয় সে বুঝিনি ছল।।
    হেরো দেখো সেউতিতে থুয়েছিলা পদ।
    কাঠের সেউতি মোর হইল অষ্টাপদ।।
    ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়।
    দয়ায় দিয়াছো দেখা দেহ পরিচয়।।
    তপ জপ জানি নাহি ধ্যান জ্ঞান আর।
    তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার।।
    যে দয়া করিলা মোরে এ ভাগ্য উদয়।
    সেই দয়া' হইতে মোরে দেহ পরিচয় ।
    ছাড়াইতে নারি দেবী কহিলা হাসিয়া ।
    কহিয়াছি সত্য কথা বুঝহ ভাবিয়া ।।
    আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশিতে।
    চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে।।
    এতদিন ছিনু হরিহরের নিবাসে।
    ছাড়িলাম তার বাড়ি কোন্দলের ত্রাসে ।।
    ভবানন্দ মজুমদারর নিবাসে রহিব ।
    বর মাগো মনোনীত যাহা চাবে দিব।।
    প্রণমিয়া পাটনি কহিছে জোড়হাতে ।
    সন্তান যেন থাকে দুধে-ভাতে।।
    তথাস্তু বলিয়া দেবী দিলা বরদান।
    দুধে ভাতে থাকিবেক তোমার সন্তান।।
    বর পেয়ে পাটনি ফিরিয়া ঘাটের যায়।
    পুনর্বার ফিরে চাহে দেখিতে না পায়।।
    এই কবিতার ব্যাখ্যা শুনে যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কিংবা কোন শব্দের অর্থ না জানলে সেটাও কমেন্ট করে জিজ্ঞেস করবেন ।
    ত্রুটি মার্জনীয়!!!
    ধন্যবাদান্তে
    ইন্দ্রজিৎ পণ্ডিত

ความคิดเห็น • 37

  • @LDEng-mo8qj
    @LDEng-mo8qj หลายเดือนก่อน

    খুব ভালো হয়েছে

  • @shailendrakumarbhakat8394
    @shailendrakumarbhakat8394 หลายเดือนก่อน

    Darun sir

  • @Local_Boy_Rajat
    @Local_Boy_Rajat ปีที่แล้ว +1

    *অসাধারণ*👌

  • @sudipkumar4192
    @sudipkumar4192 2 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ sir অনেক দিন পরে আবার পুরোনো স্মৃতি গুলো মনে পরে গেলো

  • @uttamkrmandal9039
    @uttamkrmandal9039 11 หลายเดือนก่อน

    Darun explain sir khub bhalo laglo sir

  • @shailendrakumarbhakat8394
    @shailendrakumarbhakat8394 10 หลายเดือนก่อน

    Khubsundar sir apnake ashesh dhanyabad

  • @tanturakshit7410
    @tanturakshit7410 ปีที่แล้ว

    অসাধারণ।

  • @parthasarkar3858
    @parthasarkar3858 11 หลายเดือนก่อน

    Khub valo laglo sir

  • @msarouf3647
    @msarouf3647 ปีที่แล้ว

    Khubi bhalo bujhate parchen, thanks 🙏🙏🙏

  • @mukul.623
    @mukul.623 7 หลายเดือนก่อน

    i. Atrimunir Ashrame Shree Ram Chandra- Krittibas.
    ii. Ishwari Patani - Bharatchandra
    iii. Bangabhasa - Madhusudan Dutta
    iv. Nirjharer Swapnobhango - Rabindranath Thakur
    v. Hat- Jatindra Nath Sen Gupta
    vi. Kandari Hunshiar- Najrul Islam
    vii. Atharo Bachhor -

  • @surajacademy1879
    @surajacademy1879 2 ปีที่แล้ว

    Nice explanation sir

  • @KGFDevganYT
    @KGFDevganYT 2 ปีที่แล้ว

    Nice video

  • @Dipankarpaul6578
    @Dipankarpaul6578 2 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ
    আমি ভাবতেই ছিলাম আপনাকে মেসেজ করবো তার আগে আপনিয়ে নিয়ে এলেন

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  2 ปีที่แล้ว

      দয়া করে সবার মাঝে শেয়ার করুন...

  • @tanturakshit7410
    @tanturakshit7410 ปีที่แล้ว

    কপালে আগুন-ত্রি নেত্র।

  • @dhruvapadamahato6056
    @dhruvapadamahato6056 7 หลายเดือนก่อน

    Aapnar number ta den

  • @Mohitmaster1985
    @Mohitmaster1985 11 หลายเดือนก่อน

    Sir sikanta babu, rabindranath er discuss video divan

  • @rahulsahu5061
    @rahulsahu5061 ปีที่แล้ว

    Aapni khubi valo kore bojhan

  • @msarouf3647
    @msarouf3647 ปีที่แล้ว

    JSSC Teacher Bangala syllabus anusare video banan

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  ปีที่แล้ว

      already onekgulo kobitar byakhya banano ache aar jeta baaki ache setao banano hobe.

  • @sujeetraj4031
    @sujeetraj4031 2 ปีที่แล้ว

    Sir ai gulo question answer banaye din

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  2 ปีที่แล้ว +1

      ধ্যান দিয়ে কবিতা বুঝলে সব প্রশ্নের উত্তর অপশন থেকে বেছে নেওয়া সম্ভব।

  • @malaydas4657
    @malaydas4657 ปีที่แล้ว

    imagin

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  ปีที่แล้ว +1

      Imagination থেকেও অনেক শিক্ষা পাওয়া যায় !!

  • @pmedits7464
    @pmedits7464 2 ปีที่แล้ว

    sir Kandari Hushiyar ta o podan

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  2 ปีที่แล้ว

      কয়েকদিন পরেই কান্ডারী হুশিয়ার কবিতাটি নিয়ে আসবো।।

    • @Maths_By_PanditSir
      @Maths_By_PanditSir 2 ปีที่แล้ว

      th-cam.com/video/Ii8yH7ei-Cg/w-d-xo.html

  • @sartidevi247
    @sartidevi247 2 ปีที่แล้ว

    Ans key baniye diben

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  2 ปีที่แล้ว

      ধ্যান দিয়ে কবিতা বুঝলে সব প্রশ্নের উত্তর অপশন থেকে বেছে নেওয়া সম্ভব।

  • @Dvd_Chakma
    @Dvd_Chakma ปีที่แล้ว

    "অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ "_ এখানে বক্তা কে? এই উত্তরটা বলো

    • @KavitayenByIndrajit
      @KavitayenByIndrajit  ปีที่แล้ว

      দেবী অন্নপূর্ণা হলেন বক্তা ।

    • @Dvd_Chakma
      @Dvd_Chakma ปีที่แล้ว

      Sir,Apnake onek donnobad

    • @Dvd_Chakma
      @Dvd_Chakma ปีที่แล้ว

      Sir,2019 er bengali note book teke annopurna ou "ishwari patani" chapter teke joto gulo question answer ase sob gulo photo tule amare send koro please sir🙏🙏

  • @arpanghoshal7416
    @arpanghoshal7416 ปีที่แล้ว

    মাঝি পুরুষ না মহিলা ?