দাম শুনে মাথায় কাঁঠাল পড়লো, ১৪ বছর পর ও কি ১ টা কাঁঠাল খাওয়া ভাগ্যে জুটবে না। (ভ্লগ-৩১)
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- আশা করি আমার vlog & short ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তবে একটা রিকোয়েস্ট ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর খারাপ লাগলে অবশ্যই ডিস্লাইক দিবেন, এবং অবশ্যই কমেন্টে লিখবেন কোন ব্যাপারটা খারাপ লেগেছে, যাতে করে ভবিষ্যতে আরো সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি।
আমাদের চ্যানেলের প্রত্যেকটি কমেন্ট ই আমি পড়ি তবে সব কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় হয়ে উঠে না। তবে কলাবরেশন বা ব্যবসা সংক্রান্ত বিষয়বস্তু থাকলে ওয়েবসাইটের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন www.xobaer.com এ।
আমাদের এই চ্যানেলে শুধু ব্লগ vlog নয় বিভিন্ন বিষয়বস্তু নিয়ে ভিডিও বানিয়েছি।তবে মনের ইচ্ছা প্রতিটি ভিডিওতে ভালো শিক্ষনীয় কোন কিছু দেওয়ার, তাই আপনাদেরকে বলবো, আপনাদের যদি পছন্দের কোনো বিষয়বস্তু থেকে থাকে সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য আমাকে রিকোয়েস্ট করতে পারেন ইমেইল ওয়েবসাইটে অথবা কমেন্টে।
এই চ্যানেলে নিয়মিত ভিডিওর মধ্যে পাবেন লং বা শর্ট সহ আরো অনেক ধরনের চমৎকার শিক্ষণীয় বা বিনোদন মূলক ভিডিও। যদিও এই চ্যানেলে বেশিরভাগ ভিডিও আমি বাংলায় বানিয়ে থাকি তবে মাঝে মাঝে অন্য ভাষায় ভিডিও বানানোর ইচ্ছা আছে। আশাকরি সেখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন إن شاء الله ।
আমাদের চ্যানেলের প্রত্যেকটি কমেন্ট ই আমি পড়ি তবে সব কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় হয়ে উঠে না। তাই ভবিষ্যতে আরও কমেন্টের অনুরোধ থাকলো ইনশাল্লাহ আমি পড়বো এবং যতটুকু সম্ভব রিপ্লাই দিব।
#জুবায়েরওফ্লোরিনা
#RomanianBangladeshiVlog
Bangladeshi and Romanian couple trying to speak each other’s language. very funny Romanian trying to speak Bangla. also, there is going to be a continuation of this Bangla vlog with some funny talks and interesting matters about each other’s culture, language, food et cetera.
Thank you for being with us.