বাংলাদেশে ভ্রমণের জন্য বেশ কিছু সুন্দর জায়গা রয়েছে যা একজন বিদেশী বা ভিন্ন দেশের মানুষকে মুগ্ধ করবে। এখানে কয়েকটি জনপ্রিয় জায়গার তালিকা দেওয়া হলো: 1. কক্সবাজার - বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে এটি অন্যতম সেরা গন্তব্য। 2. সুন্দরবন - বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এবং রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল। 3. সেন্ট মার্টিন দ্বীপ - বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেখানে শান্তি এবং প্রকৃতির মিলনস্থল দেখা যায়। 4. রাঙ্গামাটি - পাহাড়ি এলাকা এবং কাপ্তাই লেকের সৌন্দর্য, যা ভ্রমণপিপাসুদের জন্য অসাধারণ। 5. সিলেট - চা বাগান, জাফলং, রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং বিছানাকান্দি এখানকার প্রধান আকর্ষণ। 6. সোনারগাঁও - বাংলাদেশের প্রাচীন রাজধানী এবং ঐতিহাসিক নিদর্শনগুলোর অন্যতম কেন্দ্র। 7. পাহাড়পুর বৌদ্ধ বিহার - প্রাচীন বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। 8. মহাস্থানগড় - বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহরগুলোর একটি, যা ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করবে। এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থান যেমন লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, জাতীয় স্মৃতিসৌধ ইত্যাদিও পর্যটকদের জন্য আকর্ষণীয়। ❤❤
দেশ কাল ধর্ম জাতি সবার উপরে আমাদের পরিচয় আমরা বাঙালি। শুধুমাত্র একটা কাঁটাতার আমাদের হৃদয় কখনও আলাদা করতে পারেনি আর পারবেও না। আমি একজন গর্বিত ভারতীয়❤❤❤❤ 🇮🇳🇮🇳🇮🇳 আর বাংলাদেশের জন্য অফুরন্ত ভালবাসা❤❤❤
অনেকদিন পর তোমাদের দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগলো। তোমার ও চন্দ্রানী ব্লগের আমি একজন ভক্ত। চন্দ্রানী বাংলাদেশে এসেছে দেখে খুব ভালো লাগলো। আমার জেলা বগুড়ায় চন্দ্রানীকে নিয়ে আসার জন্য তোমাকে দাওয়াত দিলাম। ❤❤🇧🇩🥰🥰
একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম 4:7 সেকেন্ড যখন ফিজ ভাই বলল প্রথমবার গিয়েছিলাম চন্দ্রাণীর দিদির বিয়েতে, এবার যাবো চন্দ্রানীর বিয়েতে কথাটা শুনে দিদির ফেসটা বদলে যাই কিন্তু দিদি ব্যাপারটা হাসি দিয়ে সামলে নেই.. আসলে চন্দ্রানী দিদি এখনো অনেক পড়াশোনা করতে চাই..🥇💚
খুশি হলাম ভাইয়া আপনি চন্দ্রানীকে নিয়ে আসেন বাংলাদেশ খেয়াল রাখবেন যত্ন রেখে চলবেন সাবধানতা বজায় রেখে তাকে ঘুরিয়ে নিয়ে বাড়াবেন, এতোটুকুই আপনার উপর শুভকামনা রইল ভাই
ভাইরে ওপার থেকে তোমার যা শুনো, তা সবই মিথ্যা।ফিজ ছাড়াও যদি আসতো, নিশ্চিন্তায় যতদিন ইচ্ছে ঘুরাঘুরি করতে পারবে।সমস্যা তৈরি করে রাখে তোমার সরকার এবং গোদি মিডিয়া।বাংলাদেশ সম্পর্কে সত্য জানতে, বাংলাদেশে আসতে হবে।
আসলো মেয়েটির মন খুবই ভালো একটি বড় মনের মানুষ পৃথিবীতে বান্ধবী হলে এরকম হওয়াটা উচিত আপনার গলাটা দেখলাম আমি বইয়ের থেকে একজন প্রবাসী ধন্যবাদ আপনাকে এবং আপনার বান্ধবী কে অনেক ধন্যবাদ আমাদের বাংলাদেশে আসার জন্য❤❤❤
Welcome to Bangladesh chandrani . তোমাদের বন্ধুত্ব দেখে যদি ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অটল রাখতে চেষ্টা করেন,আমাদের দু দেশের রাষ্টীয় প্রধানরা । তোমাদের দ্বারাই আমাদের কিছু শিক্ষা । একটু দেখুন দু দেশের দুজন মুক্ত পাখির মত ঘুড়ছে । আমাদের দুদেশের বন্ধুত্ব যেন এমন থাকে আগামীতে । ওদের দেখে খুব ভাল লাগছে । তোমাদের জন্য দোয়া ।
কতোটা বড় মন ও বিশ্বাস থাকলে চন্দ্রানীকে বাংলাদেশের এমন ভারত বিরোধী অবস্থানে তার মা- বাবা ফিজের সাথে ঘুরতে পাঠাতে পারে!! তোমাদের ভাই বোনের সম্পর্ক যেন দুই দেশকে আরও মজবুত সম্পর্কের দৃষ্টান্ত স্থাপনের উদ্যোগ হতে পারে। নৈতিকতা ও মানবতার জয় হোক। চন্দ্রানীকে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম।
ফিউজ চন্দানিকে নিয়ে তুমি প্রথম বাংলাদেশে নিয়ে যাচ্ছ। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইলো। ওকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখাবে। চন্দানি খুব খুব ভালো মনের একটা মেয়ে। তুমি ও ভালো একটা ছেলে দুই জনকে একসাথে ধন্যবাদ। সে এখন আমাদের দেশের মেহমান। আমি বাংলাদেশ মিরপুর শেওড়াপাড়ায় অবস্থিত ঢাকা। 🇧🇩❤️❤️❤️❤️👍
ভাই অনেক ভালো লাগার মতো একটা ভিডিও। এই ভিডিও টা দেখে আমি নিজেই অনেক exited বলে বোঝানো যাবে না ভাই। আপনি কতটা আন্তরিক হলে তার মা আপনার উপর এতটা ভরশা করতে পারে। ধন্যবাদ তার মা'কে
Ami tomake dekhi ar obak hoi je ekta manush eto ta humble ar simple ki kore hote pare , sotti onek somman , valo basa roilo tomar ar Chandrani dir jonno
আমি বাংলাদেশ থেকে বলছি মন থেকে বলছি ইন্ডিয়ার যত বাঙালি ভাই বোন আছো তোমাদের সবার দাওয়াত রইলো আমাদের এই ছোট্ট দেশে আসলে আমরা কখনো কোন সাম্প্রতিক দাঙ্গা চাই না আমরা চাই সবাই মিলেমিশে ভালোবাসার মাধ্যমে সুন্দরভাবে বেঁচে থাকতে পৃথিবীর প্রতিটা দেশে কোন না কোন অঘটন ঘটে কিন্তু সেটা কোন মহলের স্বার্থে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইন্ডিয়ার বোনকে অনেক ধন্যবাদ তোমার চেহারা যেমন মিষ্টি তোমার হাসিটা অনেক মিষ্টি তুমি ভালো থাকো বোন সব সময় যেখানে থাকো আমরা কোন ভেদাভেদ চায়না ❤️
চন্দ্রাণী এর বাড়ি কাঁচরাপাড়া সেটা এতো দিন জানা ছিল না। আমার বাড়ি কাঁচরাপাড়া এর পরের স্টেশন কল্যাণী তে। ভিডিও তা দেখে খুব ভাল লাগলো তোমাদের এই বন্ধুত্ব সারা জীবন অটুট থাকুক🤝❤
সত্যি কথা বলতে মুস্তাফিজ সুন্দর চন্দ্রনী সঙ্গে যদি ভিডিও করে তাহলে ভিডিও দেখি না হলে নয় খুব কম দেখা হয় । চন্দ্রনী কে খুবই মানিয়েছে। মাশাআল্লাহ ❤ সেও মেনে নিতে পারে বাংলাদেশ কে। আর খুব সুন্দর দেখা যাচ্ছে তাকে বিশেষ করে লং জামা কাপড়ে। মোস্তাফিজ সারাটা জীবন জীবন সঙ্গী নিলে আরো সবচাইতে ভালো হতো । ভালোবাসার অবিরাম🎉❤❤❤
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।শুধুই সুযোগের অপেক্ষা। 😊
Vai apnar kotar satte ami ak mot. Ami jokhon ei kotha ta protom sunechilam ,tokon ami babcilam Amar meye Fred ke bolbo amon kore je- dstw amra eii kotha ta bul proman korbo . Amoni chilo amader frd shp. Ses mes ki holo janen ,ami or preme pore Jai jokhon tar biyar kotha suru hoy onno celer satte, at last balobashar kota prokash korlam ,bass akhon friendship e nai😢
চন্দ্রনীকে নিয়ে বাংলাদেশের কোথায় কোথায় ঘোরা যায়?😍
Sita kundu ,cox's bazar,Sri mongol
সিলেটে জান ভাই প্লিজ ভাই সিলেটে অনেক কিছু আছে😢😢😢😢
চন্দ্রানী যেহেতু বাংলাদেশে প্রথম এসেছে, তাকে কক্সবাজার নিয়ে যান
Kuakata asen vai
বাংলাদেশে ভ্রমণের জন্য বেশ কিছু সুন্দর জায়গা রয়েছে যা একজন বিদেশী বা ভিন্ন দেশের মানুষকে মুগ্ধ করবে। এখানে কয়েকটি জনপ্রিয় জায়গার তালিকা দেওয়া হলো:
1. কক্সবাজার - বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে এটি অন্যতম সেরা গন্তব্য।
2. সুন্দরবন - বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এবং রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল।
3. সেন্ট মার্টিন দ্বীপ - বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেখানে শান্তি এবং প্রকৃতির মিলনস্থল দেখা যায়।
4. রাঙ্গামাটি - পাহাড়ি এলাকা এবং কাপ্তাই লেকের সৌন্দর্য, যা ভ্রমণপিপাসুদের জন্য অসাধারণ।
5. সিলেট - চা বাগান, জাফলং, রাতারগুল সোয়াম্প ফরেস্ট এবং বিছানাকান্দি এখানকার প্রধান আকর্ষণ।
6. সোনারগাঁও - বাংলাদেশের প্রাচীন রাজধানী এবং ঐতিহাসিক নিদর্শনগুলোর অন্যতম কেন্দ্র।
7. পাহাড়পুর বৌদ্ধ বিহার - প্রাচীন বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত।
8. মহাস্থানগড় - বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহরগুলোর একটি, যা ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করবে।
এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থান যেমন লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, জাতীয় স্মৃতিসৌধ ইত্যাদিও পর্যটকদের জন্য আকর্ষণীয়।
❤❤
চন্দ্রানীকে অনেক শুভেচ্ছা। দুই দেশের সাধারণ মানুষে মানুষে এমন সম্পর্ক অটুট থাক।
ভাই আমি কলকাতা থেকে তোমার ভিডিও গুলো দেখি খুব ভালো লাগে ধন্যবাদ ভাই ভাই তুমি তোমার বান্ধবী কে পুরো বাংলাদেশ কে পুরো দেখাবে তুমি❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
আমাদের বাংলাদেশে আসেন❤এসে ঘুরে যান, অনেক ভালো লাগবে❤
আমরা বাংলাদেশএর মানুষ খুব friendly হয় ঘুরে যান খুব ভালো লাগবে আশা করি
বেঁচে থাকুক হাজার বছর আপনাদের বন্ধুত্ব,খুব ভালো লাগলো।
পৃথিবীর কোথাও এরকম সম্পর্ক দেখি নাই আপনাদের দুজনের প্রতি ভালবাসা ও দোয়া রইল সারা জীবন যেন এই সম্পর্ক থাকে বাংলাদেশে আসছে আমি অনেক খুশি ❤❤
ভাই তোমার বান্ধবী কে বাংলাদেশে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, সেই সাথে বাংলাদেশীদের পক্ষ হতে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
Ei video dekhe nijjer matha nichu hoi.
@@ashokekumardas7253ken re bejonma
চন্দ্রানীকে বাংলাদেশে স্বাগতম। আমাদের দেশটা ভালো করে ঘুরিয়ে দেখাও। আপনাদের বন্ধুত্ব অটুট থাকুক এই ভাবে।
দেশ কাল ধর্ম জাতি সবার উপরে আমাদের পরিচয় আমরা বাঙালি।
শুধুমাত্র একটা কাঁটাতার আমাদের হৃদয় কখনও আলাদা করতে পারেনি আর পারবেও না।
আমি একজন গর্বিত ভারতীয়❤❤❤❤ 🇮🇳🇮🇳🇮🇳
আর বাংলাদেশের জন্য অফুরন্ত ভালবাসা❤❤❤
Dhonnobad
ধন্যবাদ ভাই
দুর্গাপূজা শুভেচ্ছা বাংলাদেশ থেকে❤
কাঙ্গালু বলতে ভুলে গেলেন বুঝি
Love from Assam,India 🇮🇳
I'm also Bengali
চন্দ্রানীকে বাংলাদেশে স্বাগতম।।
আপনাদের বন্ধুত্ব অটুট থাকুক এই ভাবে।।
আপনারা সর্বপ্রথম আমাদের পঞ্চগড় জেলাতে আসতে পারেন।
youtube.com/@bonginbangalore-2001?si=9uo0xP_sGMpB_jfV
অনেকদিন পর তোমাদের দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগলো। তোমার ও চন্দ্রানী ব্লগের আমি একজন ভক্ত। চন্দ্রানী বাংলাদেশে এসেছে দেখে খুব ভালো লাগলো। আমার জেলা বগুড়ায় চন্দ্রানীকে নিয়ে আসার জন্য তোমাকে দাওয়াত দিলাম। ❤❤🇧🇩🥰🥰
একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম 4:7 সেকেন্ড যখন ফিজ ভাই বলল প্রথমবার গিয়েছিলাম চন্দ্রাণীর দিদির বিয়েতে, এবার যাবো চন্দ্রানীর বিয়েতে কথাটা শুনে দিদির ফেসটা বদলে যাই কিন্তু দিদি ব্যাপারটা হাসি দিয়ে সামলে নেই.. আসলে চন্দ্রানী দিদি এখনো অনেক পড়াশোনা করতে চাই..🥇💚
4:07 সেকেন্ডে
@@istiaktanvir9505 Thanks a lot..
Yes bro you are absolutely right.!!
চন্দ্রানী ফিজকে ভালবাসে মনে মনে।
চন্দ্রানী বিয়ে করলে একমাত্র ফ্রিজকে বিয়ে করবে। ও ফ্রিজ কে প্রচুর ভালোবাসে।
@@nirobhasan6033 fij er biya hoya gache or bou ache.
চন্দ্রাণী অনেক ভালো একজন মানুষ ও মেয়ে!
অভিনন্দন রইল সবুজ রঙের বাংলাদেশে আসার জন্য!
বাংলাদেশে স্বাগতম। আমাদের দেশটা ভালো করে ঘুরিয়ে দেখাও। শুভকামনা রইল চন্দ্রানির জন্য। 🌹🌹🌹❤️❤️❤️
আমি তো দূর্গা পূজা কাটানোর জন্য চলে এসেছি বাংলাদেশ, অনেকগুলো ব্লগ করেছি বাংলাদেশ দুর্গাপূজায় ❤️🇧🇩🇮🇳
আমাদের বাংলাদেশে আপনাকে স্বাগতম ❤
বান্ধবী চাঁদ রানিকে বাংলাদেশের স্বাগতম ওয়েলকাম বাংলাদেশ চাঁদ রানী
Fizz vai তাকে নিয়ে বাংলাদেশের যত সুন্দর সুন্দর যায়গা আছে সব জায়গায় নিয়ে গিয়ে ঘুরাবেন যেমন ঢাকা যাওয়ার আগে সিরাজগঞ্জের যমুনা সেতু রেল সেতু❤❤❤❤❤
চান্দ্ররাণীকে স্বাগতম 🎉
ফিজ্জ ভাই চান্দ্ররানীকে যাইতে দিয়েন না ইন্ডিয়া
youtube.com/@bonginbangalore-2001?si=9uo0xP_sGMpB_jfV viya follow kore pase thaken apnara duya korle ekdin obossoi ami apnader desh e jabo ❤
@@SaifulIslam-gw1mf😂😂😂😂 কেন সাদি দিবা নাকি,,,😂😂😊
Welcome to Bangladesh, Chandani, of course we honour and respect such good friendship mentality , Viva Friendship.
খুশি হলাম ভাইয়া আপনি চন্দ্রানীকে নিয়ে আসেন বাংলাদেশ খেয়াল রাখবেন যত্ন রেখে চলবেন সাবধানতা বজায় রেখে তাকে ঘুরিয়ে নিয়ে বাড়াবেন, এতোটুকুই আপনার উপর শুভকামনা রইল ভাই
ভাইরে ওপার থেকে তোমার যা শুনো, তা সবই মিথ্যা।ফিজ ছাড়াও যদি আসতো, নিশ্চিন্তায় যতদিন ইচ্ছে ঘুরাঘুরি করতে পারবে।সমস্যা তৈরি করে রাখে তোমার সরকার এবং গোদি মিডিয়া।বাংলাদেশ সম্পর্কে সত্য জানতে, বাংলাদেশে আসতে হবে।
ভাইয়ের নাস্তা খেতে দেখে আমার ও সকাল সকাল এখন নাস্তা করতে মন চাইছে 😊
এ-পার বাংলা ও পার বাংলা দুই বাংলার মানুষ এ ভাবে-ই ভালোবাসায় অটুট থাকুক এমন টা -ই প্রত্যাশা।
কুয়াকাটা আসো। চন্দ্রানীর হাসিটা দেখলে হাজার কষ্ট থাকলেও সব ভুলে যাই।
আমাদের দুই দেশের মানুষদের মাঝে চিরকাল এরকম বন্ধুত বজায় থাকুক ❤❤
আপুকে নিয়ে রাজশাহী আসেন ফিজ ভাইয়া 🎉
আসলো মেয়েটির মন খুবই ভালো একটি বড় মনের মানুষ পৃথিবীতে বান্ধবী হলে এরকম হওয়াটা উচিত আপনার গলাটা দেখলাম আমি বইয়ের থেকে একজন প্রবাসী ধন্যবাদ আপনাকে এবং আপনার বান্ধবী কে অনেক ধন্যবাদ আমাদের বাংলাদেশে আসার জন্য❤❤❤
চন্দ্রানী এবং চন্দ্রানীর হাসিটা মন কেঁড়ে নিল। চন্দ্রানীকে নিয়ে ভাল ভাল জায়গায় ঘুরবেন আমাদের বাংলাদেশের তাহলে ও আরো খুশি হবে।❤❤
খুব ভালো লাগছে ভাই আপুকে নিয়ে আসেন রাজশাহীতে
৩০হাজার বছর পরে জানতে পারলাম কমেন্ট ডাবল টাস করলে লাইক হয়
😂
বেশ ভাল লাগলো অনেক দিন পর তোমাদের এক সাথে দেখে খুব খুব ভাল লাগলো। বাংলাদেশের বিখ্যাত জায়গা গুলো ঘুরাবা। চিটাগাং, সিলেট, ঢাকা।
বাংলাদেশে স্বাগতম !!খুব খুব ভালো লাগছে ওদেরকে ❤️❤️👍 !!! চট্টগ্রাম থেকে দেখছি... বেড়াতে আসলে দেখা হবে...!!!
অসাধারণ ভাই।
Welcome to Bangladesh chandrani . তোমাদের বন্ধুত্ব দেখে যদি ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব অটল রাখতে চেষ্টা করেন,আমাদের দু দেশের রাষ্টীয় প্রধানরা । তোমাদের দ্বারাই আমাদের কিছু শিক্ষা । একটু দেখুন দু দেশের দুজন মুক্ত পাখির মত ঘুড়ছে । আমাদের দুদেশের বন্ধুত্ব যেন এমন থাকে আগামীতে । ওদের দেখে খুব ভাল লাগছে । তোমাদের জন্য দোয়া ।
Welcome Bangladesh Apu❤
Chandrani❤❤ Welcome Bangladesh 🇧🇩
তোমাদের ভাই-বোন সম্পর্ক অটুট থাকুক, এটাই কামনা করি।
আমার কাছে সবচেয়ে ভালো লাগছে একটা বিষয় চন্দ্রানী পায়ে ধরে সালাম করার সময় নিষেধ দেওয়াটা ❤
খুবই আনন্দ লাগছে উনাকে বাংলাদেশে দেশে একবার ভাবুন উনি কতটা খুশি হয়েছে 😊❤ বেঁচে থাকুক তোমাদের বন্ধুত্ব
মেয়ে টা অনেক হাসি খুশি থাকে। আমরা চাই সে বাংলাদেশের বউ হয়ে থাকুক❤😊
Nonsense
@@PijusSarkar-pc2yjমেয়ে যদি রাজি হয় তাহলে কি করার
@@PijusSarkar-pc2yj Allsense
@@PijusSarkar-pc2yjআরে দাদা বাজে ভাবে নিচ্ছেন কেনো বাংলাদেশে হিন্দু ছেলের কি অভাব আছে?
ভাই আমি ভারত থেকে বলছি।
তোমাদের বন্ধুত্ব দেখে আমি গর্বিত।
তোমাদের বন্ধুত্ব দেখে সারা বিশ্বে শান্তির বার্তা পৌঁছাবে এটা আমি আশা করছি।
দিদি কে বাংলাদেশে আসার জন্য শুভেচ্ছা এ স্বাগতম। সবুজ ঘেরা বাংলাদেশ,যার তুলনা হয়না। ঢাকায় আসার দাওয়াত রইল।
দুই দেশের মানুষের বন্ধুত্ব অটুট থাকুক।
আপনার প্রতি অসংখ্য দোয়া ও ভালোবাসা ফিজ ভাই ❤❤
খুব ভালো কথা দুই দেশের সাধারন মানুষ যেন এইভাবে মিলে মিশে থাকে যেন
চন্দ্রানীকে বাংলাদেশে দল
দেখে খুব ভালো লাগছে। ভারত, বাংলাদেশ ভাই ভাই।🇧🇩🇮🇳🇧🇩🇮🇳❤️❤️
কতোটা বড় মন ও বিশ্বাস থাকলে চন্দ্রানীকে বাংলাদেশের এমন ভারত বিরোধী অবস্থানে তার মা- বাবা ফিজের সাথে ঘুরতে পাঠাতে পারে!! তোমাদের ভাই বোনের সম্পর্ক যেন দুই দেশকে আরও মজবুত সম্পর্কের দৃষ্টান্ত স্থাপনের উদ্যোগ হতে পারে। নৈতিকতা ও মানবতার জয় হোক। চন্দ্রানীকে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম।
@@mamatabala2166 ধন্যবাদ দাদা। আপনার মতো মানুষ ভারতবর্ষে ভালো থাকুক
ফ্রিজ ভাইকে অনেক ধন্যবাদ চন্দ্রানী আপুকে বাংলাদেশে নিয়ে আসার জন্য। শুভেচ্ছা জানাই বাংলাদেশে আসার জন্য
অসাধারণ হয়েছে ভাই।।। ফরিদপুর জেলা থেকে দেখছি ❤❤❤
এমডি পিস ভাই ভারতের মেঘালয় রাজ্যে একটি ব্লক মানা 🇧🇩 নেত্রকোনা কলমাকান্দা ❤❤
ভাই আপনার ভিডিওটা অনেক ভালো লাগে❤❤❤❤❤🎉🎉🎉🎉
Khub bhalo laglo Video Dada and Chandrani Di 👍❤️❤️❤️❤️❤️
চন্দ্রনী হাসি টা খুব সুন্দর।
অসাধারণ সুন্দর বাস্তব অভিজ্ঞতা 🌱
❤❤❤যাক অবশেষে বান্ধবী তলী বাংলাদেশে আসলো বান্ধবীকে অসংখ্য ধন্যবাদ ❤❤❤❤
Finally Bangladesher Bhabhi Bangladesh a #fizzrani❤🇧🇩🇮🇳
হায়রে কপাল আমার কোনদিন বাংলাদেশে যাওয়া হবে কিনা যানি না ❤️👉🇧🇩😭 স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেলো
আসতে পারেন
Keno bhai visa niye Chole asho..! Shagothom welcome any time..!
welcome Bangladesh
ভাই আফসোস কইরেননা ইনশাআল্লাহ একদিন
Koi Vai Tumi...jashore chole aso...
ভাই ফাস্ট কমেন্ট প্লিজ রিপ্লাই চাই❤❤
বান্ধবী তোমাকে বাংলাদেশে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা ভালোবাসা ।❤❤❤❤
ফিজ ভাই আপনি খুবই ভালো মন মানসিকতার মানুষ
চন্দ্রানি কে বাংলাদেশে স্বাগতম , শুভেচ্ছা ও শুভকামনা রইলো 😊❤❤
Indian bon k oneak thanks amader deshea aser jonnea 🎉❤
ফিউজ চন্দানিকে নিয়ে তুমি প্রথম বাংলাদেশে নিয়ে যাচ্ছ। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইলো। ওকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখাবে। চন্দানি খুব খুব ভালো মনের একটা মেয়ে। তুমি ও ভালো একটা ছেলে দুই জনকে একসাথে ধন্যবাদ। সে এখন আমাদের দেশের মেহমান। আমি বাংলাদেশ মিরপুর শেওড়াপাড়ায় অবস্থিত ঢাকা। 🇧🇩❤️❤️❤️❤️👍
পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক🕌 ঘন্টা বাজুক মন্দিরে🛕
Welcome to chandarani apu.
Caming from Bangladesh ❤🎉
Nice Video.😍
বেঁচে থাকুক হাজার বছর আপনাদের বন্ধুত্ব,খুব ভালো লাগলো।
ভাই ফাস্ট লাইক কমেন্ট আমার ❤
Love from India dadavaie ❤❤ chondrani didivaie tomar moto amaro sopno Bangladesh a jawaaa,, insaallah jabo akbar ❤❤❤👉👉🇮🇳🇮🇳
Congratulations Chandrani welcome to Bangladesh
এ পর্যন্ত দেখা সেরা ব্লগ, চান্দ্রানি আর ফিজ কে একসাথে দেখতে অনেক ভালো লাগে
অভিনন্দন বাংলাদেশে দিদিভাই
Chandrani's emotions have captivated us.❤❤❤❤I tell Chandrani that you are always welcome in our country.🎉🎉🎉🎉
আসসালামু আলাইকুম প্রিয় ভাই,,, আমাদের বাগেরহাটের সুন্দরবনে আসার জন্য দাওয়াত রোইলো 🇧🇩❤️🥰🐆🐅🐅
শুভকামনা ফিজ ভাই অনেক অনেক ভালবাসা ❤🎉
ফিজ ভাই,,অনেক দিন পর তোমার সাথে চন্দ্রানীকে দেখে ভালো লাগলো
আমি অনেক খুশি হয়েছি,ফিজ ভাই😅😮 চানদ্রানী বাংলাদেশে এসেছে।
ভালোবাসার আরেক নাম ফিজ ভাই
First like Dada❤❤❤❤❤
Amakeo Bangladesh 🇧🇩 e niye cholo , ghure dekhbo , from Kolkata, India 🇮🇳
Welcome from Bangladesh 🇧🇩
@@MdRaianIslam-yk5tv , thanks 😊 🙏
Asen gure jan Bangladesh
Bangladesh kintu onek shundor.
@@NazmaKhatun-h3v, apnar whatsapp no din
Chandrani's emotions are extraordinary.🎉❤❤❤❤❤❤ আমরা বাংলাদেশের সবাই তোমাকে ভালোবাসি❤❤❤❤🎉
ভাই অনেক ভালো লাগার মতো একটা ভিডিও।
এই ভিডিও টা দেখে আমি নিজেই অনেক exited বলে বোঝানো যাবে না ভাই।
আপনি কতটা আন্তরিক হলে তার মা আপনার উপর এতটা ভরশা করতে পারে।
ধন্যবাদ তার মা'কে
Ami tomake dekhi ar obak hoi je ekta manush eto ta humble ar simple ki kore hote pare , sotti onek somman , valo basa roilo tomar ar Chandrani dir jonno
Welcome Chandrani in BANGLADESH . Have a nice tour. Khoov valo moner manush tomra 💐
First comment❤
Welcome to Bangladesh ♥️ best wishes both of You☺️
Welcome chandrani didi❤❤
খুব সরল আর মায়ায় পরিপূর্ণ একটি ভিডিও। অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য।
অনেক অভিনন্দন জানাই
আমি বাংলাদেশ থেকে বলছি
মন থেকে বলছি ইন্ডিয়ার যত বাঙালি ভাই বোন আছো তোমাদের সবার দাওয়াত রইলো আমাদের এই ছোট্ট দেশে আসলে আমরা কখনো কোন সাম্প্রতিক দাঙ্গা চাই না আমরা চাই সবাই মিলেমিশে ভালোবাসার মাধ্যমে সুন্দরভাবে বেঁচে থাকতে পৃথিবীর প্রতিটা দেশে কোন না কোন অঘটন ঘটে কিন্তু সেটা কোন মহলের স্বার্থে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইন্ডিয়ার বোনকে অনেক ধন্যবাদ তোমার চেহারা যেমন মিষ্টি তোমার হাসিটা অনেক মিষ্টি তুমি ভালো থাকো বোন সব সময় যেখানে থাকো আমরা কোন ভেদাভেদ চায়না ❤️
চন্দ্রাণী এর বাড়ি কাঁচরাপাড়া সেটা এতো দিন জানা ছিল না। আমার বাড়ি কাঁচরাপাড়া এর পরের স্টেশন কল্যাণী তে। ভিডিও তা দেখে খুব ভাল লাগলো তোমাদের এই বন্ধুত্ব সারা জীবন অটুট থাকুক🤝❤
আপু নিয়ে আসেন কুমিল্লায় বিখ্যাত রসমালাই খাওয়াবো
সত্যি কথা বলতে মুস্তাফিজ সুন্দর চন্দ্রনী সঙ্গে যদি ভিডিও করে তাহলে ভিডিও দেখি না হলে নয় খুব কম দেখা হয় ।
চন্দ্রনী কে খুবই মানিয়েছে। মাশাআল্লাহ ❤
সেও মেনে নিতে পারে বাংলাদেশ কে।
আর খুব সুন্দর দেখা যাচ্ছে তাকে বিশেষ করে লং জামা কাপড়ে।
মোস্তাফিজ
সারাটা জীবন জীবন সঙ্গী নিলে আরো সবচাইতে ভালো হতো ।
ভালোবাসার অবিরাম🎉❤❤❤
ভাইয়া তাহলে কি ইন্ডিয়া থেকে আসে পড়ছেন করছেন
ব্রাহ্মণবাড়িয়া জেলা
❤❤❤❤❤❤
কাইট্টালাইবা নাকি🤣🤣🤣🤣
Md fizz nice video supar md fizz vhi 🎉🎉🎉
আ রাজশাহী ঘুরতে আসেন। যদি আসেন তাহলে ইউটিউবে পোস্ট করেন। Please l
রাজশাহীতে আসলে পুঠিয়া রাজবাড়ী, নাটোর রাজবাড়ি, দিঘাপতিয়া ইত্যাদি ঘুরে দেখাও।
চন্দ্রানীকে বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
Md Fizz ভাই আমাদের এইখানে আসেন সোনারগাঁ জাদুঘর. পানাম নগর. তাজমহল. পিরামিড. এগুলা দেখতে আসেন
❤️💚 অভিনন্দন 💚❤️"রবি,, যশোর বাংলাদেশ
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।শুধুই সুযোগের অপেক্ষা। 😊
Vai apnar kotar satte ami ak mot. Ami jokhon ei kotha ta protom sunechilam ,tokon ami babcilam Amar meye Fred ke bolbo amon kore je- dstw amra eii kotha ta bul proman korbo . Amoni chilo amader frd shp. Ses mes ki holo janen ,ami or preme pore Jai jokhon tar biyar kotha suru hoy onno celer satte, at last balobashar kota prokash korlam ,bass akhon friendship e nai😢
@@MoynulIslam-l3s 🥰
Happiness ❤well come Bangladesh 🇧🇩 ✨️ 💖 We are fascinated by Chandrani.❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
ভাই পঞ্চগড়,মিরগড় আসেন
চন্দ্রানী দিদি ভাই আমাদের সোনার বাংলাদেশে স্বাগতম ❤❤আর আমাদের রাংগামাটিতে ঘুরার জন্য নিমন্ত রইলো সাথে প্রিয় ফিজ ভাইকেও ধন্যবাদ আপনাদের দুই জনকে ❤❤❤
চন্দ্রানী যখন হিন্দু তাই ওকে প্রণাম করতে দিন
মুসলিম কারো সামনে মাথা নতো করে না আবার কাউকে করতেও দেই না
@@asadulyt1285seta thik a6e. But aita amader bhalobasa , culture