আম গাছের পাতা পোড়া রোগের স্থায়ী সমাধান / Mango Leaf Burn Problem Solved / Roof Gardening

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 14

  • @tuhinsubhradas157
    @tuhinsubhradas157 6 หลายเดือนก่อน +2

    Aam jamrul piyara ei sob gach e ekhdom khabar dewa jabe na

    • @koushikdas6222
      @koushikdas6222 6 หลายเดือนก่อน +3

      দাদা টবে গাছ করতে হলে খাবার তো দিতেই হবে,কিন্তু পরিমান টা অল্প,আম,পিয়ারা,জামরুল,লিচু এই গাছ গুলোতে নাইট্রোজেনের ভাগ কম রাখতে হয়, নাহলেই পাতা পুড়বেই অবধারিত🙏🙏🙏

    • @tuhinsubhradas157
      @tuhinsubhradas157 6 หลายเดือนก่อน +2

      Sudhu varmi compost ba gobor sar dewai valo

    • @PhoolFalGachhPagal
      @PhoolFalGachhPagal  6 หลายเดือนก่อน

      ফল পাড়া হয়ে গেলে খুব সামান্য পরিমাণে জৈব মিশ্র খাবার দেওয়া যেতে পারে দু এক মাসে একবার। তাতে গাছ ছোট হলে তাড়াতাড়ি বার বৃদ্ধি হবে।

    • @PhoolFalGachhPagal
      @PhoolFalGachhPagal  6 หลายเดือนก่อน

      একদম দেওয়া যাবে না এটা ঠিক নয় কারণ কোন গাছের পুষ্টির জন্য, বৃদ্ধির জন্য এবং ফুল ফল আসার জন্য যে পুষ্টি উপাদানগুলো দরকার সেগুলো তো তার কে দিতেই হবে বিশেষ করে টবের গাছের ক্ষেত্রে। টবের সামান্য মাটিতে গাছের প্রয়োজনীয় নিউট্রিশন গুলি তাড়াতাড়ি শেষ হয়ে যায় সুতরাং খাবার আপনাকে দিতেই হবে তবে আম গাছের ক্ষেত্রে এবং অন্যান্য কিছু গাছ যেমন আপনি বললেন জামরুল পেয়ারা এই গাছগুলিতে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার যতটা কম পারা যায় দেওয়া ভালো, বিশেষত ফুল আসার বা মুকুল আসার আগে। তখন ফসফেট ও পটাশিয়াম সমৃদ্ধ খাবার গুলি দিতে হবে, তবে অল্প পরিমাণে।

  • @nepalroy1100
    @nepalroy1100 6 หลายเดือนก่อน +1

    পটাস এবং মাইক্রো নিউট্রিয়েন্টস কি একবার দিলেই হবে ?

    • @PhoolFalGachhPagal
      @PhoolFalGachhPagal  6 หลายเดือนก่อน

      যেকোনো জৈব মিশ্র সার 8 থেকে 10 ইঞ্চি টবের ক্ষেত্রে দু থেকে তিন চামচ দেড় দুই মাসে একবার দিলেই যথেষ্ট তবে মুকুল আসার কিছুদিন আগে পটাশ সমৃদ্ধ সার এবং মাইক্রো নিউট্রিয়েন্ট পরিমাণ মতো একবার দিয়ে দেওয়া ভালো।

  • @nepalroy1100
    @nepalroy1100 6 หลายเดือนก่อน +2

    আমার ছাদবাগানেও তিনটি আম গাছের একই ভাবে সব পাতা পুড়ে গেছে, আপনি যেভাবে পাতাগুলো কাটতে বলছেন সেভাবেই কেটেছি, কিন্তু বোটা থেকে যে অংশটা রাখতে বলছেন সেই অংশগুলো কিন্তু কিছুদিন পরেই ঝোরে পরে গেল, জানিনা গাছগুলো বাঁচবে কিনা !!!!

    • @koushikdas6222
      @koushikdas6222 6 หลายเดือนก่อน +1

      দাদা আপনি আম গাছ বাঁচাতে চান তো ইউটিউবে আজে বাজে ভিডিও দেখা ছাড়ুন,শুধু মাত্র রাজ গার্ডেনে চ্যানেলের ভিডিও দেখে শিখুন,তাতে যদি আপনার গাছ মারা যায় বা পাতা পুড়ে যায়,তাহলে এই কমেন্টের রিপ্লাই আমাকে যা খুশি ভালো মন্দ শোনাবেন🙏🙏🙏

    • @PhoolFalGachhPagal
      @PhoolFalGachhPagal  6 หลายเดือนก่อน

      সেগুলি তো ঝরে পড়বেই। এটাই স্বাভাবিক। আমার গুলোও ঝরে গেছে। এভাবে কাটতে বলার কারণ একটাই যাতে বোটাগুলি শুকিয়ে এমনি এমনি ঝরে যায়। ডাল ঘেঁষে কাটলে ডালে ফাঙ্গাস জনিত ইনফেকশন হতে পারে তাই এইভাবে কাটতে বলা। যেভাবে আমরা ভিডিওতে উল্লেখ করেছি সেভাবে পরিচর্যা গুলি করে যান আর লক্ষ্য রাখবেন বেশি ভালোবেসে বেশি খাবার যেন না দেওয়া হয়ে যায় কারণ আম গাছে খুব বেশি খাবার প্রয়োজন হয় না খুব অল্প পরিমাণে খাবার দিতে হয় বিশেষ করে নাইট্রোজেন ঘটিত খাবার খুবই কম দেওয়া ভালো অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত খাবার প্রয়োগ করলেও এরকম পাতাপোড়া রোগের লক্ষণ দেখা দিতে পারে যেভাবে বলেছি সেভাবে পরিচর্যা গুলি করলে গাছ মরে যাওয়ার প্রশ্নই আসে না, আপনি মিলিয়ে নেবেন। এভাবে পরিচর্যা করে থাকলে মাস খানেক পর আপনার গাছের ছবি কমেন্টে পোস্ট করবেন আর আমার গাছ দুটির ফটো আমি কমেন্ট সেকশনে পোস্ট পোস্ট করবো।ধন্যবাদ।

    • @PhoolFalGachhPagal
      @PhoolFalGachhPagal  6 หลายเดือนก่อน +1

      দেখুন ভাই রাজ গার্ডেন্স আমিও দেখি। উনি খুবই ভালো গাইড করেন।তাই বলে অন্য চ্যানেলকে আজেবাজে বলাটা খুব একটা সমীচীন নয় বলে আমরা মনে করি। একটু ভেবে দেখবেন, আশা করি। আমাদের চ্যানেল খুব বড় না হলেও এতে কোন গাছের পরিচর্যা সংক্রান্ত পরামর্শ ও তথ্য যথাসম্ভব সঠিক এবং নির্ভুল দেওয়ার চেষ্টা করা হয়, যাতে আমাদের ভিডিও ফলো করে যদি কেউ কোন গাছের পরিচর্যা করেন, তারা যেন ন্যূনতম ক্ষতিগ্রস্ত, হতাশ বা নিরাশ না হন। এটা আমাদের চ্যানেলের দায়বদ্ধতা বলে আমরা মনে করি। শুভেচ্ছা নেবেন। ধন্যবাদ।

  • @tuhinsubhradas157
    @tuhinsubhradas157 6 หลายเดือนก่อน +2

    Esob baje kotha sob tobe khabar dewar jonno hoyeche

    • @koushikdas6222
      @koushikdas6222 6 หลายเดือนก่อน +3

      হ্যাঁ,দাদা আপনিও ঠিক বলেছেন এটা কোনো কিছুর অভাবে পাতা পড়েনি,মিক্স সার বা নাইট্রোজেন জাতীয় সার বেশি মাত্রায় ব্যাবহার করার জন্য পাতা পুড়েছে🙏🙏🙏

    • @PhoolFalGachhPagal
      @PhoolFalGachhPagal  6 หลายเดือนก่อน

      আমি কিন্তু নাইট্রোজেনঘটিত সার কমই দিয়েছি!