@@_SPEEDYGUY আরে এখানে ভয়েস আর্টিস্ট দের কথা বলা হচ্ছে। ফেলুদার চরিত্রে গলা দেওয়া সব্যসাচী চক্রবর্তী এর ছেলে গৌরব চক্রবর্তী ব্যোমকেশ চরিত্রের গলা দিয়েছেন।
প্রথমত, টিম sunday suspence কে ধন্যবাদ যে এত প্রতীক্ষার পর টানা প্রায় দুই ঘণ্টার গল্প নিয়ে আসার জন্য সেটাও একটাই পার্টে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে গল্প বলার ধরণে পরিবর্তন অর্থাৎ narrtion কিছু নেই যেটাতে আমরা এতদিন অভ্যস্ত ছিলাম তাই প্রথমদিকে মনোযোগ দিতে একটু সমস্যা হচ্ছিলো বৈকি তবে ওই যে বলে না নতুন কিছুকে গ্রহণ করতে একটু অসুবিধা হলেও তা গ্রহণ করলে নতুনত্বের একটা স্বাদ পাওয়া যায় এই গল্পে যেটা ধীরে ধীরে পেলাম। তৃতীয়ত, কাস্টিং নিয়ে কিছু বলার নেই দীপ দা অজিত চরিত্রে আইকনিক মাঝে মাঝে মনে হয় দীপ দা- ই বুঝি সত্যি অজিত যাই হোক রতিকান্ত চরিত্রে নীলদা কে নিয়ে জাস্ট কিছু বলার নেই একদম মাপে মাপ যাকে বলে প্রথমে যাকে একদম মনে হলো innocent ওমা শেষে দেখি.. যাক spolier দেবো না যারা শোনেনি তাদের মজা নষ্ট করবো না। ব্যোমকেশের ভূমিকায় মীর দাকে শুনে অভ্যস্ত কানে গৌরবদা কে একেবারেই বেমানান লাগলো না বেশ লাগলো বরং আসলে প্রত্যেকেই নিজের জায়গায় সেরা। সবমিলিয়ে টিম sunday suspence এর একটা দারুন ওসামান্য কাজ শুনলাম এক্কেবারে মন-প্রাণ জুড়িয়ে গেলো আশা করি এমনই আরো ভালো গল্প শুনতে পাবো। Thank You Team Sunday Suspence. ❤❤👌👌👌👌
গৌরব দা তোমার কন্ঠ স্বরের বাহবা দিতে গিয়ে বিশেষণ কম পড়ে যাবে,,,,, সব চরিত্রেই তুমি সাবলীল,,,, অসাধারণ ,,,আর দীপ দা তো সব সময় ই সেরার সেরা❤,,,,thank you mirchi team❤
ব্যোমকেশ বক্সী হিসেবে গৌরব aleady প্রতিষ্ঠিত ( ETV) ,মির্চি তে আমরা মীর এর কন্ঠ ( ব্যোমকেশ হিসেবে ) শুনেই অভ্যস্থ, তাই অন্যরকম লাগলেও গৌরব কেও অসাধারণ লাগছে। র এটাই প্রত্যাশিত এমন গুণী শিল্পীর কাছে, দীপ এর কথা r নতুন করে কি বলার আছে। অনবদ্য, সকলকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর রবিবার উপহার দেবার জন্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা পাঠককুল চির কৃতজ্ঞ থাকবো ❤
আমার একটু বলার আছে... গৌরব স্যার সত্যিই অসাধারণ করেছেন... তবুও একটা চরিত্রের কিছু মৌলিক স্থিতি থাকে...কিছু জায়গায় তার সুতো যেনো একটু ঢিলে...কেনো না গৌরব স্যার এর ভয়েস নিয়ে কোনো কথা নেই...কিন্তু তার কথা বলার মধ্যে শান্ত, স্পষ্ট দিক আছে তা অসাধারণ এর পরে তার ভয়েস এ..যে aggressive ( আগ্রাসী) ভাব টা আসে তা সব জায়গার জন্য নয়..বিষের করে গল্প শেষে যেখানে তুমি কেস টার বর্ননা করছো...সেখানে তোমার একটা পরিতৃপ্তি, পূর্ণতা আসবে..এগুলো যেনো missing ছিল... আর দু একজন বাদে বাকি সবার...অনবদ্য performance.. বিশেষ করে inspection পাণ্ডে... কিছু ভুল বললে ক্ষমা করে দেবেন..আপনি আপনার কথা বলেছেন, আমি আমার মত উত্তর দিয়েছি মাত্র। 😊
@@sukhamaybiswas3528 আমরা শ্রোতারা প্রত্যেকে নিজেদের অনুভূতির মর্যাদা দিতে পারছি বলেই না সাহিত্য ভালোবাসি , সকলের মতমতের অসীম গুরুত্ব থাকবেই যা ভবিষ্যতের পাররম্যান্সকে কে সমৃদ্ধ করবে r তাতে আমাদেরই উপকার হবে। সকল সুস্থ আলোচনা এবং সমালোচনা চিন্তাশক্তির এক একটা দিক, তাকে অস্বীকার করার উপায় নেই। অনেক ধন্যবাদ।
words falling short for team Mirchi Bangla! Hats off to each one of you for presenting every masterpiece of Bengali Literature with such sheer brilliance !❤
"এডমন্ড দান্তেজ" " বেন হার" এই অসাধারণ চরিত্রে কন্ঠ দেওয়া গৌরব চক্রবর্তী কে অসংখ্য ধন্যবাদ। "আপনি সৃস্টি কর্তার আর্শীবাদ পুস্ট কন্ঠ পেয়েছেন"দীপ, সৌমকও অনেক অনেক ভালো কন্ঠের অধিকারী। আপনাদের উপস্তপনায় এক একটা গল্প শোনার পর মন টা অসম্ভব ভালোলাগায় ভরে থাকে।যেটা ভাষায় বলা সম্ভব না।আপনাদের "মির্চি বাংলা " তুমুল জনপ্রিয়তা লাভ করেছে এবং আরো করুক এই কামনা রইল। ❤❤
খুব অভিনব লাগলো ব্যোমকেশকে। আমি অন্তত এত শান্ত সমাহিত, ধীর-স্থির, নম্র ব্যোমকেশ আগে কখনো ভাবতে পারিনি। গৌরব দাদা একটা নতুন দিক দেখালো। অন্য কারোর মতো নয়, একদম তার নিজের মতো। ❤
12 বছর আগে এমনই এক মার্চের দুপুরে শরদিন্দু বাবুর "রক্তখদ্যোৎ" গল্প দিয়ে সানডে সাসপেন্স শোনা শুরু হয়েছিল, তার পরের সপ্তাহে শুনেছিলাম প্রথম ব্যোমকেশ কাহিনী "সত্যান্বেষী"। একযুগ বাদে ব্যোমকেশের কন্ঠ পরিবর্তন হলেও গল্প শোনার আগ্রহে কোন পরিবর্তন হয়নি। অসাধারন উপস্থাপনা আজকেও। ধন্যবাদ টিম সানডে সাসপেন্স।
colours বাংলা চ্যানেলে প্রথম গৌরব চক্রবর্তী কে দেখেছিলাম ব্যোমকেশ বক্সীর চরিত্রে। সেই থেকেই ব্যোমকেশের প্রতি নেশা এবং গৌরব চক্রবর্তীর অভিনয়ের প্রতি ভালোলাগা জন্মায়,,❤️❤️❤️❤️
সত্যি গল্পটা মন ছুঁয়ে গেলো। অনেকদিন পর এইরকম একটা গল্প শুনে মনে হলো এই গরমে যেমন একটু ঠান্ডা স্রোতের জন্য মানুষ হাসফাস করে এবং ঠান্ডা হাওয়া পেলে প্রাণ জরায় ঠিক তেমন অনুভূতি অনুভব করলাম। poster design যথাযথই অসাধারণ। background music - এর ব্যাপারে আর কী বলবো। সব মিলিয়ে খুব সুন্দর লেগেছে। এইভাবেই সান্ডে সাসপেন্স এগিয়ে যাক লহ্মের দিকে। আমি অনেক গল্প শুনেছি কিন্তু এই চ্যানেলে আমি অনেক পুরোনো। আমি এখন মাধ্যমিক দিয়েছি আমি একদম ছোটোবেলা সান্ডে সাসপেন্স এর ভক্ত। ধন্যবাদ মিরচি টীম এইভাবে আমাদের এত সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য।
অত্যন্ত স্বাভাবিক এবং সাবলীল ৷ বিদেশি রাজা বা কাউন্টের চরিত্রে গৌরব যতটা দাপুটে আর heroic, আজ ঠিক ততোটাই ছাপোষা সাদামাটা অথচ বুদ্ধিদীপ্ত বাঙালী ৷ এক বিন্দু অতিঅভিনয় নেই ৷ অপূর্ব!! 🙏🏻
মীরচি নীলকে শুনে খুব ভালো লাগলো বহু বছর পর। সোমক অগ্নি এনাদের আসার আগে নীলকে খুব শুনতাম। বাদশাহী আংটিতে পিয়ারিলালের ছেলের ভয়েস ওভার খুব সুন্দর করেছিলেন। Thanks mirchi team to bring him back.
এই এক সপ্তাহ আগে আমি কাশী ও অযোধ্যা ঘুরে এলাম। ঘুরতে গিয়েও হর হর ব্যোমকেশ আর জয় বাবা ফেলুনাথ এর কথা মনে পড়ছিল। সদ্য ভ্রমণের স্মৃতি নতুন করে ঝালিয়ে নেবো। ❤️
Read all the stories of Detective Byomkesh Bakhshi. Byomkesh Omnibus is in my collection. Your audio stories execution of Bakhshi are top notch. Really enjoyed ❤️❤️❤️
@rajibmondal30817 Sunday suspence jaiga keo konodino nite parbe na..Ami suru theke Sunday suspence sune as6i radio te age bortomane TH-cam... Tai die hard fan hoyei bol6i apnara chesta korben jokhon kono oitihasik kahini anben,,part kore anleo baktigoto jara age radio te sune ovvosto tader osubidhe otota hoar kotha na...bt amader dabi je oitihasik kahini jemon gour mollar,,Ben Hur egulo jano long story hoi 6-7 hours...tahole apnader views o barbe srota automatic interest pai... Dracula,,count,,golpo gulo oto views karon sudhu strong story setai noi karon etao je very very long duration... 3/4 ghontar golpo sunte valo lage na JODI SETA OITIHASIK UPONNAS HOI TAHOLE ..
@@rajibmondal30817 Asa rakhi jokhon jedin je sale je masei kaler mondira hobe asa rakhi atleast 4 hr+ jano hoi... Jodio Jhinder bandi khub valo lege6e... Bt gour mollar r Ben Hur jano khub tarahuro kore ses hoye gelo...
ইন্দ্রানী আগের দিন লাইফে বলেছিল বড় গল্প একটানা শোনা সবার পক্ষে সম্ভব নয়, আমি একটানাই শুনেছি, হয়তো আমার মত অনেকেই একটানাই শুনেছে। এর থেকে বোঝা যায় আমরা সানডে সাসপেন্ডে কত ভালোবাসি। We love you Sunday suspense ❤❤❤
সত্যি বলতে গৌরব চক্রবর্তী অসাধারণ গৌরবের ভয়েসটা গম্ভীর মন ছুঁয়ে যায় গৌরবের নাম দেখলেই সেই গল্পঃ টা কোনো রকম ভাবে মিস যাবে না অসাধারণ যাকে বলে ।।।।কিন্তু ব্যোমকেশ বক্সীর জন্য মীর দা মনে হয় বেশি ভালো গোয়েন্দার জন্য মীর দা আকর্ষণ বাড়িয়ে দেয় ।Sherlock holms এ my dear Watson বলে তখন সত্যিই অসাধারণ .......
স্বাগতম ব্যোমকেশ। একজন মহীরুহ কণ্ঠশিল্পী এতদিন তাঁর নিজের শৈলীতে ফুটিয়েছেন এই চরিত্রকে । গৌরবের থেকে একটাই প্রত্যাশা - মহীরুহের ছায়ার বাইরে এসে তাঁর স্বকীয়তার মুন্সিয়ানার ছাপ যেন সবার মনে নিজের জায়গা পোক্ত করে নেয়। অনেক শুভেচ্ছা ♥
কাউন্ট এর চরিত্র হোক, মাস্কেটিয়ারের ভূমিকায় হোক, জুডা বেন হার বা সত্যান্বেষীর চরিত্র হোক - গৌরব চক্রবর্তী স্যারের কন্ঠস্বরের বৈচিত্র্য দেখার মত। নিজের সবটুকু দিয়ে ফুটিয়ে তোলেন চরিত্রগুলোকে এবং শ্রোতার হৃদয়ে আজীবন থেকে যায় সেইসব চরিত্রের স্মৃতি। সেরা উপস্থাপনা ❤️
আমাকে একটু বলবেন... সত্যান্বেষীর ভূমিকা,ওয়াটসন...এই গুলো কোন কোন episode এ আছে, নাম কি?? দয়াকরে যদি একটু বলতেন তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকবো আপনার কাছে...😊আসলে গৌরব দার মধুরকণ্ঠস্বর শুনতে আমি ব্যাকুল হয়ে উঠছি🥹
@@rafikulmolla7299 সত্যান্বেষী অর্থাৎ ব্যোমকেশ। আর ব্যোমকেশের অনেক গল্প হয়েছে সানডে সাসপেন্সে। অন্যদিকে ওয়াটসন হলেন শার্লক হোমস্ এর সহকারী। গৌরব চক্রবর্তীকে ওয়াটসন রূপে শোনা গেছে গপ্পো মীরের ঠেকে, সানডে সাসপেন্সে নয়।
অসাধারণ, সব থেকে বেশি যেটা টানে সেটা হলো গৌরব স্যারের শ্রুতিমধুর গলা আর ওই background music। ওটা শুনে আরো শিহরণ জাগছে। সর্বোপরি দারুন directing and acting। Sunday suspense যুগ যুগ জিও ❤❤
ধন্যবাদ টিম মির্চি কে। অসাধারণ একটা উপস্থাপনা। গৌরব দার কন্ঠে বোমকেশ চরিত্র খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো তে এডমনড দান্তেজ এর চরিত্রে যে কন্ঠ দিয়েছেন just অসাধারণ ❤
অনেক ছোট ছিলাম যখন গৌরব দা কে প্রথম ব্যোমকেশ বক্সীর চরিত্র টিভি তে দেখছিলাম। আজ এখানে দাদার অভিনয় শুনে সত্যিই অবাক হলাম। Mirchi team কে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আনার জন্য। আর গৌরব দা ফাটিয়ে দিয়েছে। সত্যিই একজন দারুণ অভিনেতা এবং প্রতিভাশালী মানুষ। দারুণ লাগলো just speechless 💗😄
সকলের কাজ অসাধারণ, গল্পের তো কোন তুলনাই নেই। তবুও একটা বেক্তিগত মত জানাচ্ছি, ব্যোমকেশ গল্প যারা যারা Sunday Suspense এ আগে শুনেছেন, তারা বুঝবেন পার্থক্য টা কোথায়। আর on screen ব্যোমকেশ আবির কে ছাড়া মানায় না। পারফেক্ট ম্যাচ। Thank You for Bomkesh ❤🙏.
Besh valo laglo, anya rokom.. tabe naration thaklei beshi valo lagto.. r Mir dar sathe tulona na korai valo.. sobai sobar theke alada... Ei Byomkesh Gourav er. Take tar motoi mene newa uchit.. amar valo legeche.. eta thik Mir da as a Byomkesh atulkniyo.. Ari Byomkesh golpoer aasay roilam..❤❤
অবশেষে আপনারা আমাদের কথা শুনলেন ও এক খন্ডে এত বড়ো গল্প আনলেন। তার উপর আবার ব্যোমকেশের বড়ো গল্প, তাও আবার প্রায় ৩ বছর পর। এর থেকে ভালো খবর আর কি হতে পারে! খুব খুব ধন্যবাদ। এই গল্পটি দেখবেন খুব শীঘ্রই ১ মিলিয়ন টপকে যাবে।
এবার থেকে সব গল্পঃ 1টা পার্ট এ আসবে,,,mirchi Bangla তার শ্রোতাদের কথা রাখলো,,,তাহলে আমার শ্রোতাদের তো উচিত mirchi bangala জন্য কিছু একটা করা,,,বেশি কিছু না,,, পুরো গল্পটা একটানা একবারে শোনার চেষ্টা করবেন,,,নাহলে চ্যানেলে রিচ কমে যাবে।।আমরা শ্রোতারা এইটুক তো করতেই পারি,,,🙏🙏🙏
Excellent ..... background score was mesmerizing.....Sunday Suspense is back once again.....Gaurav Chakraborty is outstanding as a Byomkesh.... Deep ta also....... Once again thank you Sunday Suspense team.
Darun sundor , যখন ই শুনলাম তখন ই পড়ে নিলাম আর একবার 🥰🥰🥰🥰 দারুন লাগলো নতুন ব্যোমকেশ বক্সী কে । সৌরভ sir জাস্ট দারুন । পুজোর সময় suddenly দেখেছিলাম গৌরব sir কে দেখেছিলাম । কি দারুন ব্যাপার , দারুন ব্যাবহার , শান্ত ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ খুব ভালো লাগলো
অত্যন্ত স্বাভাবিক এবং সাবলীল ৷ বিদেশি রাজা বা কাউন্টের চরিত্রে গৌরব যতটা দাপুটে আর heroic, আজ ঠিক ততোটাই ছাপোষা সাদামাটা অথচ বুদ্ধিদীপ্ত বাঙালী ৷ এক বিন্দু অতিঅভিনয় নেই ৷ অপূর্ব!!
Osadharon uposthapona❤....byomkesh er baki golpo gulor opekkhai roilam ❤ Gourab babu er proti onek bhalobasha roilo...r hats off to all members of sunday suspense❤
মীর দার পর যদি কারোর কণ্ঠে ব্যোমকেশ জীবন পায় সেটা গৌরব চক্রবর্তী ।।।। ফেলুদার চরিত্রে যেমন সব্যসাচী চক্রবর্তী অনবদ্য।। তেমনই তার পুত্র আরো একজন অনবদ্য শিল্পী ।।।। সেলাম তোমায় 🙏
ধন্যবাদ মিরচি ব্যোমকেশ বক্সী কে ফিরিয়ে আনার জন্য 😌💙🙏🏻🌼✨ ব্যোমকেশ বক্সীর চরিত্র শুধুমাত্র একটা চরিত্র নয় এটা একটা গোটা বাঙালি জাতির,,,,,,,,, ভালোবাসা ❤✨ অনেক দিন পর আবার বড় গল্প ক্লান্ত দুপুরে,,,,😌🌼✨
উঃ, টানটান উত্তেজনায় যেনো সিনেমা শুনছি, এতো সেই উত্তম কুমারএর যুগে ফিরে গেলাম, খাসা অভিনয় ক্ষমতা, বেশ অনেক মাস পরে শুনলাম এই রকম নাটক শুনলে আর সিনেমা দেখতে হবেনা, খুউব ভালো লাগলো, ধন্যবাদ আপনাদের।🎉🎉🎉
এবার থেকে সব গল্পঃ 1টা পার্ট এ আসবে,,,mirchi Bangla তার শ্রোতাদের কথা রাখলো,,,তাহলে আমার শ্রোতাদের তো উচিত mirchi bangala জন্য কিছু একটা করা,,,বেশি কিছু না,,, পুরো গল্পটা একটানা একবারে শোনার চেষ্টা করবেন,,,নাহলে চ্যানেলে রিচ কমে যাবে।।আমরা শ্রোতারা এইটুক তো করতেই পারি,,,🙏🙏🙏
এত ভালো একটা গল্প দেওয়ার জন্য প্রথমে team mirchi কে জানাই অনেক ধন্যবাদ এবং এর সাথে গৌরব দা ও দীপ দা কে ও জানাই অনেক ধন্যবাদ। ভবিষ্যতে এই রকম আরো গল্প আপনাদের থেকে আসা করছি। love from Behala ♥️
Darun Darun darun awesome laglo kokhon je puro time kete gelo kichuey bujtey palam na ek kothay osadharon thekeo osadharon tar thekeo osadharon. Thanks Sunday suspense team🙏🙏🙏
Ami 6din dhore jomie rekhe rekhe aj sunlam..osadharon laglo Gaurav Chakraborty k byomkesh hisebe. Shanto othocho buddhidipto bapar ta ato sundor futie tulechhen. Please aro golpo anun Gaurav Chakraborty k byomkesh kore. Chiriyakhana sonar opekkhay thaklam. R BGM nie toh kono kothai hbe na..hands down. Arghya basu er golpo path o khub bhalo laglo. R aktu boro choritre asha kori onake pabo❤
Aree bgm khanik ta rajat Kapoor er byomkesh mone koria dilo, marvellous mirchi team,karor jonne kichu atke thake na,Gourav er voice er preme pore jachi din din,onek bochor bade Nil ,oh asadharon🎉🎉,👍👏👏
আবির চ্যাটার্জী কে ব্যোমকেশ হিসেবে দেখার আগেও সেই colors (বাংলা চ্যানেল)এ প্রথমবার দেখা ridhhima আর gourav কে সত্যবতী ও ব্যোমকেশ এর চরিত্রে .. এখন আবির সোহিনী র জুটি কে যেরম দর্শকেরা এই দুই চরিত্রে পছন্দ করেন (আমিও করি)ঠিক তেমনই ভাবে তাদের ও বেশ মানিয়েছিল...ব্যোমকেশ হিসেবে সত্যিই মন জয় করে ফেলেছিলেন গৌরব ..মনে গেঁথে গিয়েছিলো..বরাবরই বাংলা সাহিত্যের প্রতি একটা টান রয়েছে...তারপর ব্যোমকেশ এর গল্প visually দেখার পর আরো ভালো লাগে..মাকড়সার রস এর depiction টা তো ভোলার নয়❤...সঙ্গে mirchi bangla র ব্যোমকেশ এর একের পর এক অডিও স্টোরি তো আছেই একটা আলাদা অনুভূতি সৃষ্টির জন্য...❤ আজ আবার এতদিন পর.. মীর দার গলা শুনে অভ্যস্ত হলেও সত্যি এই প্রয়াসে অত্যন্ত ভালো লাগলো❤ শুধু এটা ভাবলেই কিরম অবাক হয়ে উঠি যে এই সব কটি চরিত্রই আসলে কাল্পনিক!!.. যে গল্প গুলো শুনে জীবন্ত মানুষের কথাই শুনছি বলে মনে হয় , তাঁদের অস্তিত্ব সম্পর্কে কল্পনা করছি বলে মনে হয় সে সবই কাল্পনিক..ভাবা যায়??!🫠 1:50:45🤌🏻🫡 শরদিন্দু বাবুর সৃষ্টি আর mirchi bangla র দীর্ঘ সময় ধরে অনবদ্য প্রতিস্থাপনার মেলবন্ধনের দরুন সব যেন জীবন্ত বলেই মনে হয় আর তা মনে করেই বাঁচতে চাই...❤️❤️ধন্যবাদ আর অনকে ভালোবাসা ❤️
অনেক দিন পর ব্যোমকেশ শুনবো😊 যাক অনেক ধন্যবাদ টীম মিরচি কে নীলকে আবার ফিরিয়ে আনার জন্য।তবে আর একটু বড় চরিত্র গুলো দেওয়া হোক এটাই অনুরোধ পাশে আছি সব সময় যেমন ই হোক না কেনো এভাবেই এগিয়ে যাও।❤❤
khub valo laglo purotai, Gaurav Chakrabarti is just awesome!!!! Rajit Kapoor ke dekhe boro hoe kolpona te sobaike bosano jay na, kintu Gaurav Chakrabarti ak kothay asadharon.
অসাধারণ লাগলো..গৌরব সম্পূর্ণ নিজের মতো করে অভিনয় করেছে, মীরের ছায়া থেকে বেরিয়ে গিয়ে। সেটা সহজ ছিল না। অন্যরাও যথাযথ, বিশেষ করে দেবজ্যতিবাবুকে খুব ভালো লাগল।
উনি আগেও ব্যোমকেশ করেছেন। তবে সেটা অডিওতে নয়, ভিডিওতে। আমার গৌরবের করা ব্যোমকেশ সিরিজটা খুব পছন্দের ছিল, এখানেও তাই ভালোই লেগেছে। সিরিজের মতই এখানেও তিনি স্বমহিমায় উজ্জ্বল। মীরের কথা আমার একবারও মনে পড়েনি।
বাবা ফেলুদা
পুত্র ব্যোমকেশ!!
এক কথায় অসাধারণ!
ঠিক বলেছেন😊😊
Right
Satooo tik but ora vai vai
It's the other way around
@@_SPEEDYGUY আরে এখানে ভয়েস আর্টিস্ট দের কথা বলা হচ্ছে। ফেলুদার চরিত্রে গলা দেওয়া সব্যসাচী চক্রবর্তী এর ছেলে গৌরব চক্রবর্তী ব্যোমকেশ চরিত্রের গলা দিয়েছেন।
গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক টা সেরা । এটার কথা না বললেই নয় । 🎶🎧
অসাধারণ ।
গৌরব চক্রবর্তী আবার ও নিজের সেরা টা দিলেন ।
❤
রিচার্ড দার bgm
Gourab chokroborty darun obhinoi korechen
❤ĺĺ❤
2
সংলাপ আকারে পরিবেশন করার সময় ন্যাচারাল শব্দ ছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক মোটেও শোভা পায় না....
Background music tar naam ki ? TH-cam Link ache gaan tar ?
প্রথমত, টিম sunday suspence কে ধন্যবাদ যে এত প্রতীক্ষার পর টানা প্রায় দুই ঘণ্টার গল্প নিয়ে আসার জন্য সেটাও একটাই পার্টে।
দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে গল্প বলার ধরণে পরিবর্তন অর্থাৎ narrtion কিছু নেই যেটাতে আমরা এতদিন অভ্যস্ত ছিলাম তাই প্রথমদিকে মনোযোগ দিতে একটু সমস্যা হচ্ছিলো বৈকি তবে ওই যে বলে না নতুন কিছুকে গ্রহণ করতে একটু অসুবিধা হলেও তা গ্রহণ করলে নতুনত্বের একটা স্বাদ পাওয়া যায় এই গল্পে যেটা ধীরে ধীরে পেলাম।
তৃতীয়ত, কাস্টিং নিয়ে কিছু বলার নেই দীপ দা অজিত চরিত্রে আইকনিক মাঝে মাঝে মনে হয় দীপ দা- ই বুঝি সত্যি অজিত যাই হোক রতিকান্ত চরিত্রে নীলদা কে নিয়ে জাস্ট কিছু বলার নেই একদম মাপে মাপ যাকে বলে প্রথমে যাকে একদম মনে হলো innocent ওমা শেষে দেখি.. যাক spolier দেবো না যারা শোনেনি তাদের মজা নষ্ট করবো না। ব্যোমকেশের ভূমিকায় মীর দাকে শুনে অভ্যস্ত কানে গৌরবদা কে একেবারেই বেমানান লাগলো না বেশ লাগলো বরং আসলে প্রত্যেকেই নিজের জায়গায় সেরা।
সবমিলিয়ে টিম sunday suspence এর একটা দারুন ওসামান্য কাজ শুনলাম এক্কেবারে মন-প্রাণ জুড়িয়ে গেলো আশা করি এমনই আরো ভালো গল্প শুনতে পাবো। Thank You Team Sunday Suspence. ❤❤👌👌👌👌
বেশ ভালো লাগলো। গৌরব চক্রবর্তী র কণ্ঠটি ভালোই মানানসই হয়েছে। ধন্যবাদ রেডিও মিরচির সকল কলাকুশলীবৃন্দ।
Apni mukh na pod diye hagen??
(1:39:52)" অজিত: বাঁশি শুনলেই বিরহিনী রাধার মতো ছুটবো !!" 🤣🤣This line was epic !! Dip da nailed it 🔥🔥
😂😂😂
😅😅😅সেই ছিল
Line ta darun legeche
😂😂
Ekdom e tai 😂😂😂
গৌরব দা তোমার কন্ঠ স্বরের বাহবা দিতে গিয়ে বিশেষণ কম পড়ে যাবে,,,,, সব চরিত্রেই তুমি সাবলীল,,,, অসাধারণ ,,,আর দীপ দা তো সব সময় ই সেরার সেরা❤,,,,thank you mirchi team❤
ব্যোমকেশ বক্সী হিসেবে গৌরব aleady প্রতিষ্ঠিত ( ETV) ,মির্চি তে আমরা মীর এর কন্ঠ ( ব্যোমকেশ হিসেবে ) শুনেই অভ্যস্থ, তাই অন্যরকম লাগলেও গৌরব কেও অসাধারণ লাগছে। র এটাই প্রত্যাশিত এমন গুণী শিল্পীর কাছে, দীপ এর কথা r নতুন করে কি বলার আছে। অনবদ্য, সকলকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর রবিবার উপহার দেবার জন্য।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা পাঠককুল চির কৃতজ্ঞ থাকবো ❤
Akdom thik bolechen🙂
আমার একটু বলার আছে...
গৌরব স্যার সত্যিই অসাধারণ করেছেন...
তবুও একটা চরিত্রের কিছু মৌলিক স্থিতি থাকে...কিছু জায়গায় তার সুতো যেনো একটু ঢিলে...কেনো না গৌরব স্যার এর ভয়েস নিয়ে কোনো কথা নেই...কিন্তু তার কথা বলার মধ্যে শান্ত, স্পষ্ট দিক আছে তা অসাধারণ এর পরে তার ভয়েস এ..যে aggressive ( আগ্রাসী) ভাব টা আসে তা সব জায়গার জন্য নয়..বিষের করে গল্প শেষে যেখানে তুমি কেস টার বর্ননা করছো...সেখানে তোমার একটা পরিতৃপ্তি, পূর্ণতা আসবে..এগুলো যেনো missing ছিল...
আর দু একজন বাদে বাকি সবার...অনবদ্য performance..
বিশেষ করে inspection পাণ্ডে...
কিছু ভুল বললে ক্ষমা করে দেবেন..আপনি আপনার কথা বলেছেন, আমি আমার মত উত্তর দিয়েছি মাত্র। 😊
@@sukhamaybiswas3528 আমরা শ্রোতারা প্রত্যেকে নিজেদের অনুভূতির মর্যাদা দিতে পারছি বলেই না সাহিত্য ভালোবাসি , সকলের মতমতের অসীম গুরুত্ব থাকবেই যা ভবিষ্যতের পাররম্যান্সকে কে সমৃদ্ধ করবে r তাতে আমাদেরই উপকার হবে। সকল সুস্থ আলোচনা এবং সমালোচনা চিন্তাশক্তির এক একটা দিক, তাকে অস্বীকার করার উপায় নেই। অনেক ধন্যবাদ।
Young mir fantastic voice thankyou for gifting us this marvellous story
Bomkesh Er Dialogue Konta Bujhte e parchilam na
words falling short for team Mirchi Bangla! Hats off to each one of you for presenting every masterpiece of Bengali Literature with such sheer brilliance !❤
প্রাণে যতটুকু ভালোবাসা ছিলো সমস্তই দিলাম। হাজার মন খারাপের মধ্যে, Mirchi Bangla যেনো আনন্দের উপছে পড়া নদী।💛☺️
শিরায় শিরায় রক্ত
Mirchi Bangla এর ভক্ত
🥰😍😍😍❤️
❤❤
❤❤❤😊😊😊
😊😊
"এডমন্ড দান্তেজ" " বেন হার" এই অসাধারণ চরিত্রে কন্ঠ দেওয়া গৌরব চক্রবর্তী কে অসংখ্য ধন্যবাদ। "আপনি সৃস্টি কর্তার আর্শীবাদ পুস্ট কন্ঠ পেয়েছেন"দীপ, সৌমকও অনেক অনেক ভালো কন্ঠের অধিকারী। আপনাদের উপস্তপনায় এক একটা গল্প শোনার পর মন টা অসম্ভব ভালোলাগায় ভরে থাকে।যেটা ভাষায় বলা সম্ভব না।আপনাদের "মির্চি বাংলা " তুমুল জনপ্রিয়তা লাভ করেছে এবং আরো করুক এই কামনা রইল। ❤❤
খুব অভিনব লাগলো ব্যোমকেশকে। আমি অন্তত এত শান্ত সমাহিত, ধীর-স্থির, নম্র ব্যোমকেশ আগে কখনো ভাবতে পারিনি। গৌরব দাদা একটা নতুন দিক দেখালো। অন্য কারোর মতো নয়, একদম তার নিজের মতো। ❤
অসাধারণ... মন ভরে গেল ❤❤❤
অনেকদিন পর আবার দেবজ্যোতি বাবুর কণ্ঠ শোনার সুযোগ হল। খুব ভালো লাগল। সমগ্র উপস্থাপনার জন্য Team Mirchi কে অসংখ্য ধন্যবাদ জানাই।
Debojyoti babu ar Mir babu deadly combination chilo👏👏
😊
আচ্ছা এই দেবজ্যোতি বাবুর কণ্ঠস্বরই কি Zee Bangla এর নেপথ্য কণ্ঠে শোনা যায়?
@@BanashreeMandal-g9m হ্যাঁ।
12 বছর আগে এমনই এক মার্চের দুপুরে শরদিন্দু বাবুর "রক্তখদ্যোৎ" গল্প দিয়ে সানডে সাসপেন্স শোনা শুরু হয়েছিল, তার পরের সপ্তাহে শুনেছিলাম প্রথম ব্যোমকেশ কাহিনী "সত্যান্বেষী"। একযুগ বাদে ব্যোমকেশের কন্ঠ পরিবর্তন হলেও গল্প শোনার আগ্রহে কোন পরিবর্তন হয়নি। অসাধারন উপস্থাপনা আজকেও। ধন্যবাদ টিম সানডে সাসপেন্স।
colours বাংলা চ্যানেলে প্রথম গৌরব চক্রবর্তী কে দেখেছিলাম ব্যোমকেশ বক্সীর চরিত্রে। সেই থেকেই ব্যোমকেশের প্রতি নেশা এবং গৌরব চক্রবর্তীর অভিনয়ের প্রতি ভালোলাগা জন্মায়,,❤️❤️❤️❤️
Ekdom thik bolechen.
Sotti ekdom thik
L😮😢🎉😂❤😊😅😮❤😂😮😊😅😮🎉😂😂🎉😢😢😮😮😮😅😅😊
𝑯𝒎 𝒕𝒊𝒌 𝒃𝒐𝒍𝒆𝒄𝒉𝒆𝒏😊❤𝑨𝒎𝒂𝒓 𝒐 𝒕𝒂𝒊🙃💝
Sotti ei tai ❤
সত্যি গল্পটা মন ছুঁয়ে গেলো। অনেকদিন পর এইরকম একটা গল্প শুনে মনে হলো এই গরমে যেমন একটু ঠান্ডা স্রোতের জন্য মানুষ হাসফাস করে এবং ঠান্ডা হাওয়া পেলে প্রাণ জরায় ঠিক তেমন অনুভূতি অনুভব করলাম। poster design যথাযথই অসাধারণ। background music - এর ব্যাপারে আর কী বলবো। সব মিলিয়ে খুব সুন্দর লেগেছে। এইভাবেই সান্ডে সাসপেন্স এগিয়ে যাক লহ্মের দিকে। আমি অনেক গল্প শুনেছি কিন্তু এই চ্যানেলে আমি অনেক পুরোনো। আমি এখন মাধ্যমিক দিয়েছি আমি একদম ছোটোবেলা সান্ডে সাসপেন্স এর ভক্ত। ধন্যবাদ মিরচি টীম এইভাবে আমাদের এত সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য।
Duration: (1:58:05)🔥🔥🔥🔥ekta part e notun sunday suspense abar byomkesh er eto boro golpo puro jome jabe Sunday ta❤❤❤❤
Etai cheyechi
@@mrinalkarmakar2825amio😇
❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
Ekta ta na ekta khut thakbei, adaptation shunte hobe
@@AlokDas-gi3ezadaptation sob jaigay hoy
Ota kortei hoy ekhon
Ekhon bhalo hole bhalo
অত্যন্ত স্বাভাবিক এবং সাবলীল ৷ বিদেশি রাজা বা কাউন্টের চরিত্রে গৌরব যতটা দাপুটে আর heroic, আজ ঠিক ততোটাই ছাপোষা সাদামাটা অথচ বুদ্ধিদীপ্ত বাঙালী ৷ এক বিন্দু অতিঅভিনয় নেই ৷ অপূর্ব!! 🙏🏻
অনেক কমেন্ট পড়লাম, এটা একদম বাস্তব কথা বলেছেন। ঠিক যেরকম বিভিন্ন মাটিতে জন্মায় বিভিন্ন রকমের ফল। গৌরব চক্রবর্তীর এই যে adaptability এটা অসামান্য
ঠিক।
Ekdom ❤
দারুন বলেছেন
Akebare thik
amar ei byomkesh kei besi valo laglo
মীরচি নীলকে শুনে খুব ভালো লাগলো বহু বছর পর। সোমক অগ্নি এনাদের আসার আগে নীলকে খুব শুনতাম। বাদশাহী আংটিতে পিয়ারিলালের ছেলের ভয়েস ওভার খুব সুন্দর করেছিলেন। Thanks mirchi team to bring him back.
গল্পের background music আলাদাই অনুভূতির সৃস্টি করেছে....❤️...মুগ্ধ হয়ে শুনলাম...❤️
800k views and 21K like completed in just 8 days
Congrats
Apni pod na mukh diye hagen??
@@RealKhan342 tui jekhan diye hagis sekhan diyei
Finally... 2.5 bochor por Mirchi Banglai Bomkesh asche🕶️🔥
Bomkesh Bokshi Gaurav Chakraborty 😊❤️
Asaa korchi onek valo hobe..
1:58:05
Ek dom e tai...
Wait korchilam etar jonno..
Are sei sathe wait korchi..
Sarlok homes er agomon er..
@@subhopaul4440 Sherlock o Gaurav kei korbe mone hoy
Nischoi valo hobe
@@subhopaul4440 Sherlock o mone hoi Gaurav kei korbe
এই এক সপ্তাহ আগে আমি কাশী ও অযোধ্যা ঘুরে এলাম। ঘুরতে গিয়েও হর হর ব্যোমকেশ আর জয় বাবা ফেলুনাথ এর কথা মনে পড়ছিল। সদ্য ভ্রমণের স্মৃতি নতুন করে ঝালিয়ে নেবো। ❤️
"Banhi Patanga" r plot Kashi te noy btw
But banhi patango golpo ta patna base kore benaras noy…. Boitoi porun…. Cinema dekhe comment korte ele hobe😅😅
@@sriparnadeb5627 my bad
Best story
Nischoi chaddi tai ajodhha gachhe.eijonne asikhhitor moto comment.
Read all the stories of Detective Byomkesh Bakhshi. Byomkesh Omnibus is in my collection. Your audio stories execution of Bakhshi are top notch. Really enjoyed ❤️❤️❤️
1:22:56পুষ্পল দা ❤, অসাধারণ। 😂। প্রণাম রইলো। 🙏🏻🙏🏻
ব্যোমকেশ বক্সী "গৌরব চক্রবর্তী" আহা! নিমিষেই এডমন্ড এর কথা মনে পড়ে গেলো। সহস্র ধন্যবাদ। 🙏🏻❤️
Sunday suspense কি না পারে❤❤❤
@rajibmondal30817
Sunday suspence jaiga keo konodino nite parbe na..Ami suru theke Sunday suspence sune as6i radio te age bortomane TH-cam...
Tai die hard fan hoyei bol6i apnara chesta korben jokhon kono oitihasik kahini anben,,part kore anleo baktigoto jara age radio te sune ovvosto tader osubidhe otota hoar kotha na...bt amader dabi je oitihasik kahini jemon gour mollar,,Ben Hur egulo jano long story hoi 6-7 hours...tahole apnader views o barbe srota automatic interest pai...
Dracula,,count,,golpo gulo oto views karon sudhu strong story setai noi karon etao je very very long duration...
3/4 ghontar golpo sunte valo lage na JODI SETA OITIHASIK UPONNAS HOI TAHOLE ..
@@rajibmondal30817
Asa rakhi jokhon jedin je sale je masei kaler mondira hobe asa rakhi atleast 4 hr+ jano hoi...
Jodio Jhinder bandi khub valo lege6e...
Bt gour mollar r Ben Hur jano khub tarahuro kore ses hoye gelo...
Watch Gaurav Chakraborty in the TV series "Byomkesh" aired in Colors/ETV Bangla during 2014-16. What a mesmerising performance!!!
এাবর থেকে গৌরব মানেই ব্যোমকেশ🔥🔥
চরম 🔥 ভেবেছিলাম মীর দা ছাড়া অন্য কারোর গলায় ব্যোমকেশকে ঠিক মানাবে না, তবে গৌরব দাকেও অসম্ভব ভালো লাগলো ব্যোমকেশের চরিত্রে ✨🫶
Mir best of bomkesh
মীর বেস্ট
গলা অসাধারণ তবে গলা চরিত্র অনুযায়ী গলা বদলানো এত সহজ নয়। যেটা মীর দা, দীপ দা অসম্ভব
@@GolperAdda6 একদম ❤️
Mir da thik ache...kin2 gaurav babu..fatiye diyeche....
Gaurav Chakraborty has God gifted voice. All time favourite❤
ইন্দ্রানী আগের দিন লাইফে বলেছিল বড় গল্প একটানা শোনা সবার পক্ষে সম্ভব নয়, আমি একটানাই শুনেছি, হয়তো আমার মত অনেকেই একটানাই শুনেছে। এর থেকে বোঝা যায় আমরা সানডে সাসপেন্ডে কত ভালোবাসি। We love you Sunday suspense ❤❤❤
Yes bro
Right amio prai sob golpoi ektana suni
গৌরব চক্রবর্তী সত্যি তুমি awesome ❤️❤️
সত্যি বলতে গৌরব চক্রবর্তী অসাধারণ গৌরবের ভয়েসটা গম্ভীর মন ছুঁয়ে যায় গৌরবের নাম দেখলেই সেই গল্পঃ টা কোনো রকম ভাবে মিস যাবে না অসাধারণ যাকে বলে ।।।।কিন্তু ব্যোমকেশ বক্সীর জন্য মীর দা মনে হয় বেশি ভালো গোয়েন্দার জন্য মীর দা আকর্ষণ বাড়িয়ে দেয় ।Sherlock holms এ my dear Watson বলে তখন সত্যিই অসাধারণ .......
Mir overacting kore fele pray E. Gourav perfect.
বলো ক্যাপ্টেন কি করতে হবে প্রচুর মিস করি😢😢
মুগ্ধ হয়ে গেলাম বক্সী চরিত্রে অভিনয় করা গৌরব চক্রবর্তীতে। অসাধারণ এক কথায়।
স্বাগতম ব্যোমকেশ। একজন মহীরুহ কণ্ঠশিল্পী এতদিন তাঁর নিজের শৈলীতে ফুটিয়েছেন এই চরিত্রকে । গৌরবের থেকে একটাই প্রত্যাশা - মহীরুহের ছায়ার বাইরে এসে তাঁর স্বকীয়তার মুন্সিয়ানার ছাপ যেন সবার মনে নিজের জায়গা পোক্ত করে নেয়। অনেক শুভেচ্ছা ♥
Ekdom nijer moto korte hbe ......nokol korar dorkar nei😊
@@binoypatra1445 হুমম,,,একদম নতুন একটা bomkesh চাই
অনেক সুন্দর বলেছেন।আসলেই তাই।সবাই ওমনটাই চায়।
❤
সুস্বাগতম
গৌরবময় Sunday suspense ।অপূর্ব, Deep sir খুব talented Director. শকুন্তলার কন্ঠে রিয়া খুবই unique লাগল❤। Thank you Team Sunday suspense ❤
প্রিয় লেখকের জন্মদিনে তাকে শ্রদ্ধা এবং প্রণাম। আমার প্রচন্ড প্রিয় ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর ব্যোমকেশ বক্সীর চরিত্রে প্রিয় অভিনেতার কন্ঠ,মন প্রাণ আত্মা ভরে গেলো।এই গল্পটা পড়েছি,সিনেমাতেও দেখেছি।আহা! কি শান্তি ❤❤❤অনেক ভালোবাসা প্রিয় সানডে সাসপেন্স টিমকে।❤❤❤
ব্যাকগ্রাউন্ড মিউজিক টা শুনে....
অরুন্ধুতী ছবির "জয় জয় মা , রানি মা" গানটা মাথায় চড়াৎ করে উঠলো ।
Tor gar e kto ros bhai??
কাউন্ট এর চরিত্র হোক, মাস্কেটিয়ারের ভূমিকায় হোক, জুডা বেন হার বা সত্যান্বেষীর চরিত্র হোক - গৌরব চক্রবর্তী স্যারের কন্ঠস্বরের বৈচিত্র্য দেখার মত। নিজের সবটুকু দিয়ে ফুটিয়ে তোলেন চরিত্রগুলোকে এবং শ্রোতার হৃদয়ে আজীবন থেকে যায় সেইসব চরিত্রের স্মৃতি। সেরা উপস্থাপনা ❤️
Samiran Majumdar holo, Count holo, Athos holo, Watson holo, Ben Hur holo, ei bar Byomkesh o holo!
Ekhon Jefferson Hope hisebe chai!‼️‼️‼️‼️‼️
Samiran majumder kon story er part??
Feluda r Darjeeling Jomjomat
আমাকে একটু বলবেন... সত্যান্বেষীর ভূমিকা,ওয়াটসন...এই গুলো কোন কোন episode এ আছে, নাম কি?? দয়াকরে যদি একটু বলতেন তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকবো আপনার কাছে...😊আসলে গৌরব দার মধুরকণ্ঠস্বর শুনতে আমি ব্যাকুল হয়ে উঠছি🥹
@@rafikulmolla7299 সত্যান্বেষী অর্থাৎ ব্যোমকেশ। আর ব্যোমকেশের অনেক গল্প হয়েছে সানডে সাসপেন্সে। অন্যদিকে ওয়াটসন হলেন শার্লক হোমস্ এর সহকারী। গৌরব চক্রবর্তীকে ওয়াটসন রূপে শোনা গেছে গপ্পো মীরের ঠেকে, সানডে সাসপেন্সে নয়।
uffffff, অসাধারণ ভাবে গল্পের বিবরণ, ব্যোমকেশ ওরফে গৌরব চক্রবর্তীর কন্ঠে শুনছি আর আবেশে অভিভূত হয়ে পড়ছি.. আজ এক পার্ট এ গল্প শুনতে দারুণ সুখ পেলাম অজিত ওরফে দীপ.. অনবদ্য আনন্দে আজকের রোববার কাটলো.. জানো তো mirchi পরিবার, এখন আমাদের রমজান মাস.. দুপুরটা তে ভীষণ ক্লান্ত থাকি.. তবু আজ হরষিত হয়ে গল্পটা শুনলাম.. অতুলনীয় অনন্য.. 🙏💐🙏👏👏👏💚💚
হইচই এর ব্যোমকেশ BGM আর দূরদর্শনের হিন্দি ব্যোমকেশ BGM মিক্স করে নতুন ভাবে মিউজিক কম্পোজ করে যে BGM টা দাঁড়িয়েছে। এক কথায় অসাধারণ। ❤ অনবদ্য পরিবেশনা।
অসাধারণ, সব থেকে বেশি যেটা টানে সেটা হলো গৌরব স্যারের শ্রুতিমধুর গলা আর ওই background music। ওটা শুনে আরো শিহরণ জাগছে। সর্বোপরি দারুন directing and acting। Sunday suspense যুগ যুগ জিও ❤❤
Apnar maa kanta laga gan e chilen na ??
ধন্যবাদ টিম মির্চি কে। অসাধারণ একটা উপস্থাপনা। গৌরব দার কন্ঠে বোমকেশ চরিত্র খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো তে এডমনড দান্তেজ এর চরিত্রে যে কন্ঠ দিয়েছেন just অসাধারণ ❤
অবশেষে গৌরব দার গলায় ব্যোমকেশ 🔥 এটারই অপেক্ষায় ছিলাম❤
অনেক ছোট ছিলাম যখন গৌরব দা কে প্রথম ব্যোমকেশ বক্সীর চরিত্র টিভি তে দেখছিলাম। আজ এখানে দাদার অভিনয় শুনে সত্যিই অবাক হলাম। Mirchi team কে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আনার জন্য। আর গৌরব দা ফাটিয়ে দিয়েছে। সত্যিই একজন দারুণ অভিনেতা এবং প্রতিভাশালী মানুষ। দারুণ লাগলো just speechless 💗😄
সকলের কাজ অসাধারণ, গল্পের তো কোন তুলনাই নেই। তবুও একটা বেক্তিগত মত জানাচ্ছি, ব্যোমকেশ গল্প যারা যারা Sunday Suspense এ আগে শুনেছেন, তারা বুঝবেন পার্থক্য টা কোথায়। আর on screen ব্যোমকেশ আবির কে ছাড়া মানায় না। পারফেক্ট ম্যাচ। Thank You for Bomkesh ❤🙏.
কাল কাজের চাপে গল্পটা শুনতে পারিনি,
আজকে শুনলাম।
খুব সুন্দর লাগলো ব্যোমকেশ বক্সী আমার খুব প্রিয়।❤
এ তো অনির্বাণের ব্যোমকেশের BG Music, আবার রজিত কাপুরের ব্যোমকেশ Theme ও জুড়ে দেওয়া। দারুন লাগছে❤️❤️❤️
দুটোকে জুড়ে দিয়ে একটা অসাধারণ বিজিএম তৈরি করা হয়েছে
@mrinalkarmakar2825
Ekdam brand new ekta bgm pele bhalo hoto
Besh valo laglo, anya rokom.. tabe naration thaklei beshi valo lagto.. r Mir dar sathe tulona na korai valo.. sobai sobar theke alada... Ei Byomkesh Gourav er. Take tar motoi mene newa uchit.. amar valo legeche.. eta thik Mir da as a Byomkesh atulkniyo.. Ari Byomkesh golpoer aasay roilam..❤❤
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ❤❤❤ দীপ দা গৌরব দা যুগ যুগ জিও❤❤ভীষণ ভীষণ ভালো লাগল। অতুলনীয় উপস্থাপনা,পোস্টার ডিজাইন,সাউন্ড ট্র্যাক এককথায় পুরো জমে ক্ষীর। দেবজ্যোতি ঘোষ বাবুর কন্ঠটাও এককথায় অসাধারণ ❤
অসংখ্য ধন্যবাদ ইন্দ্রাণী দি🙏
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কে শতকোটি প্রণাম🙏
Congratulations for 1M views after a very long time❤❤❤❤
In 13 days
Hmm bhai. Feluda ele 3M hobe sure
❤❤❤
2M
4/1/25
The poster 😍❤
Outstanding work by Join The Dots.
সেরা কাজ
@@firozhasan2760 একদম ❤
Dev lagche
@@pallabbhar3884 Apnar Seta Mone hote pare. Tobe poster e Gourav sir er mukh tai fute utheche
অবশেষে আপনারা আমাদের কথা শুনলেন ও এক খন্ডে এত বড়ো গল্প আনলেন। তার উপর আবার ব্যোমকেশের বড়ো গল্প, তাও আবার প্রায় ৩ বছর পর। এর থেকে ভালো খবর আর কি হতে পারে! খুব খুব ধন্যবাদ। এই গল্পটি দেখবেন খুব শীঘ্রই ১ মিলিয়ন টপকে যাবে।
Ekdom 🔥
এবার থেকে আশা করব সব গল্প এক খন্ডে আসবে
হা দুর্গ রহস্য মত।বড়সড় ভিউ হবে আশা করা যায়।
এবার থেকে সব গল্পঃ 1টা পার্ট এ আসবে,,,mirchi Bangla তার শ্রোতাদের কথা রাখলো,,,তাহলে আমার শ্রোতাদের তো উচিত mirchi bangala জন্য কিছু একটা করা,,,বেশি কিছু না,,, পুরো গল্পটা একটানা একবারে শোনার চেষ্টা করবেন,,,নাহলে চ্যানেলে রিচ কমে যাবে।।আমরা শ্রোতারা এইটুক তো করতেই পারি,,,🙏🙏🙏
@@rajibmondal30817 অবশ্যই পারি।
Excellent ..... background score was mesmerizing.....Sunday Suspense is back once again.....Gaurav Chakraborty is outstanding as a Byomkesh.... Deep ta also....... Once again thank you Sunday Suspense team.
২ সপ্তাহেই ১ মিলিয়ন!🎉🎉
Chup kar beyadob!!
'গৌরব' অর্জন করেছে ❤❤❤
"ব্যোমকেশ বক্সী"
সত্যব্রতী কে মিস করছি এই গল্পে। চোখের সামনে " হার হার ব্যোমকেশ " এর প্রতিটি সিন ভেসে উঠছে। ❤❤❤❤
Golpe satya nei
হার হার না হর হর
Shottobati ei galpe nei.. Cinema te ja pare dekhae.. 😔
সিনেমাতে সোহিনী সরকার পে স্কেল কোটা তে চান্স পেয়েছিলেন, আপনার কপাল ভালো হর হর ব্যোমকেশ ছবিতে সত্যবতীর বাপের বাড়ির গুষ্টিকে দেখতে হয়নি, কারণ এই গল্পে সত্যবতীর অস্তিত্বই নেই !!!!!
শকুন্তলার সিংহাসন কখনোই শূন্য হয়নি 👍👍 Great গৌরব চক্রবর্তী
এক কথায় দারুন ও অসাধারণ লাগলো 👍
Darun sundor , যখন ই শুনলাম তখন ই পড়ে নিলাম আর একবার 🥰🥰🥰🥰 দারুন লাগলো নতুন ব্যোমকেশ বক্সী কে । সৌরভ sir জাস্ট দারুন । পুজোর সময় suddenly দেখেছিলাম গৌরব sir কে দেখেছিলাম । কি দারুন ব্যাপার , দারুন ব্যাবহার , শান্ত ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ খুব ভালো লাগলো
অসংখ্য ধন্যবাদ ব্যোমকেশ বক্সী যে আনার জন্য।❤
চরম ধন্যবাদ
Gourav Bomkesh choritre Ashadharon......
Adman Dantes ,Athose por ebr Bomkesh...Darun Darun .....🎉🎉🎉🎉🎉
" পৃথিবীতে অপূর্ণ বলে, কিছু হয় না " গৌরব চক্রবর্তীর কণ্ঠে ব্যোমকেশ বক্সী সেটাই প্রমাণ করলো.. ❤😊
Ekdom I tai. Taranath tantrik er somoy o khub kharap legechilo. Kintu mirchi notun taranather voice eto sundor present korlo , mogdho hoye gechhilam. Tobe Sherlock Holmes ke ki mirer moto keu korte parbe? Opekkhay thakbo
সহমত
Sathe achi sobsomoy, jara beria giachen tara gia valoi hoeche kharap kichu hoini 💖💐🌹🙏🏻💫
এতদিন পরে ব্যোমকেশ,,,,,, দুপুরটা জমে যাবে 😌❤️
চরম জমজমাট
অসাধারণ , এককথায় অসাধারণ ❤️❤️
Lotz of love team Mirchi❤❤ England theke shunchi....Aha ki anondo😊😊
টিভি সিরিয়ালে গৌরব কে ব্যোমকেশ হিসাবে দারুণ লেগেছিলো। ওনার অসাধারণ কন্ঠস্বরে তখন থেকেই প্রিয়। তারপর মির্চিতে বহুবার শুনেছি। ব্যোমকেশ হিসাবেও স্বাগত।❤
Onakei amar byomkesh best lage
@@indrajitkarmakar2005 আমার কিন্তু আবির😊😊
@@rajibmondal30817☺
@@Shikkhito-Chhotoloksharadindu bandyopadhyay dekhe khub rege gechilen
@@indrajitkarmakar2005 হ্যাঁ,,আমি জানতাম না,,,কাল live এ শুনলাম
অত্যন্ত স্বাভাবিক এবং সাবলীল ৷ বিদেশি রাজা বা কাউন্টের চরিত্রে গৌরব যতটা দাপুটে আর heroic, আজ ঠিক ততোটাই ছাপোষা সাদামাটা অথচ বুদ্ধিদীপ্ত বাঙালী ৷ এক বিন্দু অতিঅভিনয় নেই ৷ অপূর্ব!!
অ 1:20:29 😅
😅😅
Osadharon uposthapona❤....byomkesh er baki golpo gulor opekkhai roilam ❤ Gourab babu er proti onek bhalobasha roilo...r hats off to all members of sunday suspense❤
অপূর্ব গল্প😌❤️
সত্যান্বেষীর আরও একটি চমৎকার সত্যান্বেষণ। গৌরব চক্রবর্তী স্যার, দীপদা, দেবজ্যোতি স্যার, পুষ্পল দা, শঙ্করী প্রসাদ মিত্র স্যার এবং বাকি শিল্পীদের কন্ঠস্বর গল্পের মাধুর্য্য শতগুন বাড়িয়ে দিয়েছে। গল্পপাঠ ছাড়াও গল্পকে শ্রোতার মনে গেঁথে দেওয়া যায় সেটা শুধু সানডে সাসপেন্স টিমের পক্ষেই সম্ভব। শরদিন্দু 125 উপলক্ষে অপেক্ষায় রইলাম আরও নতুন মাস্টারপিস এর।😍
Finally.. Ei golpo ta kotodin dhore je sonar iccha chilo.. Uuff.. Thanku Mirchi.. Many many thanks.. ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
🔥🔥🥰🥰🥰🥰😍
What a bgm
Richard is truely magician ❤
Khub valo laglo ❤❤
Background music e purono Bomkaysh er halka touch Durdanto laglo ❤❤
মীর দার পর যদি কারোর কণ্ঠে ব্যোমকেশ জীবন পায় সেটা গৌরব চক্রবর্তী ।।।।
ফেলুদার চরিত্রে যেমন সব্যসাচী চক্রবর্তী অনবদ্য।। তেমনই তার পুত্র আরো একজন অনবদ্য শিল্পী ।।।। সেলাম তোমায় 🙏
Asha kori uni bhalo korben
ধন্যবাদ মিরচি ব্যোমকেশ বক্সী কে ফিরিয়ে আনার জন্য 😌💙🙏🏻🌼✨
ব্যোমকেশ বক্সীর চরিত্র শুধুমাত্র একটা চরিত্র নয় এটা একটা গোটা বাঙালি জাতির,,,,,,,,, ভালোবাসা ❤✨
অনেক দিন পর আবার বড় গল্প ক্লান্ত দুপুরে,,,,😌🌼✨
চরম উত্তেজনা ❤❤❤
সিরিজ টা চালু হতে দেখে সত্যি ভাল লাগছে🥰🥰
উঃ, টানটান উত্তেজনায় যেনো সিনেমা শুনছি, এতো সেই উত্তম কুমারএর যুগে ফিরে গেলাম, খাসা অভিনয় ক্ষমতা, বেশ অনেক মাস পরে শুনলাম এই রকম নাটক শুনলে আর সিনেমা দেখতে হবেনা, খুউব ভালো লাগলো, ধন্যবাদ আপনাদের।🎉🎉🎉
Tomar nunu koto boro??
Sabai osadharon...special mention poster design JTD❤🎉
আবার বহুদিন পর ব্যোমকেশ শুনে খুব অভিনব অন্যরকম সুন্দর অনুভূতি হল। ধন্যবাদ Team Mirchi ❤
Osadharon chilo puro bapar ta...
Thankx team mirchi...
R dip da tomake chumu😅
ইয়ে ইয়ে,,,,,ধন্যবাদ।।।।। আমার মজার সীমা নেই আজ,,,Thanks Sunday Suspense.❤❤
Sunday suspense sunne Wale always khus😊😊😊
@@rajibmondal30817 😍😍
Ahh kotodin por "Neel da" ke SS sunte pelam kanta juriye gelo ❤❤.
আমাদের আবদার শুনে ব্যোমকেশ এর গল্পটা একটি পার্ট এ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ টিম মির্চি বাংলা যুগ যুগ জিও।❤️🙏
এবার থেকে সব গল্পঃ 1টা পার্ট এ আসবে,,,mirchi Bangla তার শ্রোতাদের কথা রাখলো,,,তাহলে আমার শ্রোতাদের তো উচিত mirchi bangala জন্য কিছু একটা করা,,,বেশি কিছু না,,, পুরো গল্পটা একটানা একবারে শোনার চেষ্টা করবেন,,,নাহলে চ্যানেলে রিচ কমে যাবে।।আমরা শ্রোতারা এইটুক তো করতেই পারি,,,🙏🙏🙏
সকলেই খুশী একসাথে দেয়ায়।
Bah
অসংখ্য ধন্যবাদ mirchi Bangla কে । অনেক দিন আগে এই গল্পটা অনুরোধ করেছিলাম শোনার জন্য । আমার ইচ্ছা টা পূর্ণ হলো।
এত ভালো একটা গল্প দেওয়ার জন্য প্রথমে team mirchi কে জানাই অনেক ধন্যবাদ এবং এর সাথে গৌরব দা ও দীপ দা কে ও জানাই অনেক ধন্যবাদ। ভবিষ্যতে এই রকম আরো গল্প আপনাদের থেকে আসা করছি। love from Behala ♥️
It's amezing.... bomkesh bakshi love😘😘😘
Darun Darun darun awesome laglo kokhon je puro time kete gelo kichuey bujtey palam na ek kothay osadharon thekeo osadharon tar thekeo osadharon. Thanks Sunday suspense team🙏🙏🙏
Apnader osonkho dhonnobad 🙏🙏🙏🙏🙏🙏🙏eta amr darun akta pochonder golpo....erokom aro Byomkesh ante thakun
Jio Mirchi Bangla
আশাকরি এরপর নিয়মিত হবে
টিম মির্চির সঙ্গে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তথা ব্যোমকেশ বক্সী ওতপ্রোতভাবে জড়িত। অন্তরের যাবতীয় শ্রদ্ধা ও ভক্তি-ভালোবাসা সবটুকু ব্যোমকেশ বক্সীর চরণে উজাড় করে দিলাম। 🙏🙏🙏🙏
Ami 6din dhore jomie rekhe rekhe aj sunlam..osadharon laglo Gaurav Chakraborty k byomkesh hisebe. Shanto othocho buddhidipto bapar ta ato sundor futie tulechhen. Please aro golpo anun Gaurav Chakraborty k byomkesh kore. Chiriyakhana sonar opekkhay thaklam. R BGM nie toh kono kothai hbe na..hands down. Arghya basu er golpo path o khub bhalo laglo. R aktu boro choritre asha kori onake pabo❤
অসম্ভব সুন্দর পোস্টার।সাথে সুন্দর গল্প। সেরা কিছু হতে চলেছে।🥰🥰🥰😍😍😍😍
Join the dots❤
@@rajibmondal30817 হা।এরা সেরা।সাথে greningTree o
Gaurav+Deep= perfect combination...SS rocks..
❤❤❤❤
উত্তেজনা চরম পর্যায়ে
আসলেই 😍😍
But Mir + Deep was just ❤❤❤😊
অসংখ্য ধন্যবাদ মির্চি বাংলা টিম কে... অবশেষে ব্যোমকেশ বক্সী'র গল্প দেওয়ার জন্য...।
Aree bgm khanik ta rajat Kapoor er byomkesh mone koria dilo, marvellous mirchi team,karor jonne kichu atke thake na,Gourav er voice er preme pore jachi din din,onek bochor bade Nil ,oh asadharon🎉🎉,👍👏👏
বহুদিন ধরে ব্যোমকেশ বক্সীর জন্য অপেক্ষা করেছিলাম❤❤ অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আবির চ্যাটার্জী কে ব্যোমকেশ হিসেবে দেখার আগেও সেই colors (বাংলা চ্যানেল)এ প্রথমবার দেখা ridhhima আর gourav কে সত্যবতী ও ব্যোমকেশ এর চরিত্রে .. এখন আবির সোহিনী র জুটি কে যেরম দর্শকেরা এই দুই চরিত্রে পছন্দ করেন (আমিও করি)ঠিক তেমনই ভাবে তাদের ও বেশ মানিয়েছিল...ব্যোমকেশ হিসেবে সত্যিই মন জয় করে ফেলেছিলেন গৌরব ..মনে গেঁথে গিয়েছিলো..বরাবরই বাংলা সাহিত্যের প্রতি একটা টান রয়েছে...তারপর ব্যোমকেশ এর গল্প visually দেখার পর আরো ভালো লাগে..মাকড়সার রস এর depiction টা তো ভোলার নয়❤...সঙ্গে mirchi bangla র ব্যোমকেশ এর একের পর এক অডিও স্টোরি তো আছেই একটা আলাদা অনুভূতি সৃষ্টির জন্য...❤
আজ আবার এতদিন পর..
মীর দার গলা শুনে অভ্যস্ত হলেও সত্যি এই প্রয়াসে অত্যন্ত ভালো লাগলো❤
শুধু এটা ভাবলেই কিরম অবাক হয়ে উঠি যে এই সব কটি চরিত্রই আসলে কাল্পনিক!!.. যে গল্প গুলো শুনে জীবন্ত মানুষের কথাই শুনছি বলে মনে হয় , তাঁদের অস্তিত্ব সম্পর্কে কল্পনা করছি বলে মনে হয় সে সবই কাল্পনিক..ভাবা যায়??!🫠
1:50:45🤌🏻🫡
শরদিন্দু বাবুর সৃষ্টি আর mirchi bangla র দীর্ঘ সময় ধরে অনবদ্য প্রতিস্থাপনার মেলবন্ধনের দরুন সব যেন জীবন্ত বলেই মনে হয় আর তা মনে করেই বাঁচতে চাই...❤️❤️ধন্যবাদ আর অনকে ভালোবাসা ❤️
অনেক দিন পর ব্যোমকেশ শুনবো😊
যাক অনেক ধন্যবাদ টীম মিরচি কে নীলকে আবার ফিরিয়ে আনার জন্য।তবে আর একটু বড় চরিত্র গুলো দেওয়া হোক এটাই অনুরোধ
পাশে আছি সব সময় যেমন ই হোক না কেনো এভাবেই এগিয়ে যাও।❤❤
নীল সেরা।আরো ভাল কাজ পাব ওনার কাছে
@@Shikkhito-Chhotolok
Hmm uni e to asol criminal 😅
Golpo ta books e pora ache😊
khub valo laglo purotai, Gaurav Chakrabarti is just awesome!!!! Rajit Kapoor ke dekhe boro hoe kolpona te sobaike bosano jay na, kintu Gaurav Chakrabarti ak kothay asadharon.
অসাধারণ লাগলো..গৌরব সম্পূর্ণ নিজের মতো করে অভিনয় করেছে, মীরের ছায়া থেকে বেরিয়ে গিয়ে। সেটা সহজ ছিল না। অন্যরাও যথাযথ, বিশেষ করে দেবজ্যতিবাবুকে খুব ভালো লাগল।
উনি আগেও ব্যোমকেশ করেছেন। তবে সেটা অডিওতে নয়, ভিডিওতে। আমার গৌরবের করা ব্যোমকেশ সিরিজটা খুব পছন্দের ছিল, এখানেও তাই ভালোই লেগেছে। সিরিজের মতই এখানেও তিনি স্বমহিমায় উজ্জ্বল। মীরের কথা আমার একবারও মনে পড়েনি।
Onek din por 'Pushpal' ke sunlam, bhalo laglo
Underrated khub
Aj Dupur ta joma khir hoyaga6a 😀😀thank you Team Sunday suspens 🙂🙂
❤❤❤❤❤ onek opekhyar por