জীবনটা এতদিন গোপনে অলস অর্ধমৃত অন্ধকার খাঁচার মধ্যে বন্দী ছিল। সহসা "গপ্পো মীরের ঠেক" থেকে সাহিত্যের ; বাংলা সাহিত্যের শান্ত স্নিগ্ধ মুক্ত আলোর চরণ ছোঁয়ায়, জীবন প্রানে সবুজের আত্মপ্রকাশ হয়েছে। সহস্র প্রণাম ক্যাপটেন। ❤️🙏🏻
বাংলা সাহিত্যের যে বিশাল রত্ন ভান্ডার আছে তার সব হয়তো পাঠ করা সম্ভব নয় ।তাই মীর দা কে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি সাহিত্য জগতের থেকে যে রত্ন গুলো তুলে আনছেন সমৃদ্ধ করছেন বলে ।
আহা,বড় ভালো শুনলাম। যুগে যুগে এমন কত পুরুষ নারীর অসম্মান অত্যাচার দুর করতে কষ্ট করেছেন আবার শাস্তিও পেয়েছেন, আজও চলছে।আমি প্রণাম জানাই তাদের। আর গল্প মীরের ঠেকের সবাই কে অনেক অনেক ভালোবাসা।সাহিত্য দীর্ঘজীবন পাক্।
এ কাহিনী অদ্ভুত এক স্বর্গীয় অনুভূতির সৃষ্টি করে... অপরূপ এক আবেশ তথা আবেগে মনকে ভাসিয়ে নিয়ে চলে....চিরপ্রণম্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে অকুণ্ঠ শ্রদ্ধা....💐 গল্পপাঠ অত্যন্ত সুনিপুণ... সঙ্গে বাঁশি ও বীণার সুর-ঝংকার অপূর্ব, অনবদ্য....! মেঘমল্লারের সুরে শরীর-মন পুলকিত হয়ে পড়ছিল, চোখে জল আসছিল....❤️ কাহিনী টি পড়ার সময়ে যে অনুভূতি হয়েছিল, এখানে প্রত্যক্ষ মেঘমল্লার শ্রবণ করে সে অনুভূতি তে যেন নতুন করে রং লাগলো.... অনবদ্য উপস্থাপনা..👌👌
এই গল্পের পরিবেশনা দেখে ও শুনে শুধু একটাই কথা বলতে পারি এই গল্প শোনার পুরো সময়টা যেন এক স্বর্গীয় অনুভূতি। মনেই হচ্ছিল না পৃথিবীর কারো গলায় এই গল্প শুনছি। আর লেখকের লেখনীর প্রশংসা করা তো একপ্রকার ধৃষ্টতা। কি অপূর্ব বর্ণনা, কি অদ্ভুতভাবে অনুভূতির প্রকাশ!! অনুজয়দা, পাপিয়াদি, সুদীপ স্যার, গোধূলিদি আর ক্যাপ্টেন অনেক অনেক শুভকামনা তোমাদের সবার জন্য। মেঘমল্লারের সুর মনটা উদাস করে দিল। শিল্পীকে অজস্র প্রণাম।❤❤❤
গল্প শুনতে শুনতে চোখের কোণে জল এসে গেলো, সুনন্দা তুমি একা না, আমরাও চেয়েছিলাম পৃথিবীর কোনো এক জাদু মন্ত্র-বলে তোমার প্রিয় আবার জীবিত হয়ে উঠুক, কেটে যাক তার পাষানের অভিশাপ, আবারও সন্ন্যাসী বেশে ফিরে আসুক বিহারে, শেষ হোক তোমার দীর্ঘ প্রতীক্ষার....আবারও কোনো এক পূর্ণিমার রাতে সেই উঁচু ঢিপিতে বসে মেঘমল্লারের সুরে প্লাবিত করে দিক এই রুক্ষ ধরিত্রীর প্রতিটি বিন্দুকণা কে❤❤
"বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘মেঘমল্লার’ যেন এক মায়াময় অনুভূতির জগৎ! 🌧️✨ প্রকৃতি আর জীবনের এত সুন্দর বুনন, প্রতিটি শব্দ হৃদয় ছুঁয়ে যায়। গল্পটির নামই শুনে যেন নিজের ভেতরে এক নস্টালজিক আবহ খুঁজে পেলাম। এমন অনন্য সৃষ্টিকে জীবন্ত করে তোলার জন্য অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই গপ্পো মিরের ঠেকের সকলকে 🎉
সাহিত্য, সঙ্গীত আর কন্ঠস্বরের এমন মিলিত পরিবেশনা গ্ৰহণ করার জন্যেও একখানি সুন্দর ❤, সহজ ও পবিত্র মনের প্রয়োজন। নাহলে মেঘমল্লার -এর স্রোত হৃদয় অবধি পৌঁছাতে পারে না।।
সেই অন্ধকার অর্ধ রাত্রে জনহীন পাহাড় টার বাঁস গুলোর মধ্যে ঝড়ো হাওয়া ঢুকে কেবল বাজছে মেঘমল্লার 😢😢 সত্যিই অপূর্ব।❤। কি সুন্দর অনুভূতি❤ কানে গল্পঃ শুনে যে সুন্দর একটা শান্তির প্রাপ্তি পাওয়া যায় টা হয়তো মির দা না থাকলে আমরা জানতে পারতাম না। এরকম লিজেন্ড স্টোরি গুলোকে যে শুধু অডিও এর মধ্যে এরকম ভাবে সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায়❤ তা হয়তো বাঙালি না হলে বুঝতে পারতাম না।। যতই বিভূতি বাবুর গপ্পো গুলো সুনি কেমন যেনো সেই সেই শত শত পুরোনো দিনের মাঝে যেয়ে কেমন যেনো হারিয়ে ফেলি নিজেকে।।❤😢 সত্যিই অসাধারণ❤❤
মীর স্যারের চ্যানেলেই আমার দীর্ঘ ১২ বছর পর আবার বাংলা সাহিত্য চর্চা শুরু। অনেক কেঁদেছিলাম শ্রীকান্ত ও ইন্দ্রনাথ শুনে। মীর স্যার একজন অসাধারণ গুণী মানুষ। আজও যখন মন খারাপ থাকে মীরের ঠেকে এসে মনটাকে ধারালো করে নিই। ধন্যবাদ, গপ্পো মীরের ঠেক। শুভকামনা রইলো ❤
আগেও একবার সোনা সত্ত্বেও সেই একই গল্প যে, সম্পূর্ণ নতুন লাগতে পারে, মনে শিহরণ জগতে পারে আর চোখে জল আনতে পারে.... সেটা এখানে না শুনলে ভাবতেও পারতাম না....😌✨ আর বাঁশীর আওয়াজ টা সত্যিই মন জুড়িয়ে দেয়... Thank you so much Captain...❤❤😊
গল্প টা আগে পড়েছিলাম খুব ভালো লেগেছিলো, বহুদিন আগে পড়া হলেও এই গল্পের এমন এক অদ্ভুত টান আছে যা মনে হয় কোন এক প্রাচীন ভারতবর্ষের দিকে বার বার হাতছানি দিয়ে ডাকছে, কোনো এক অজানা ভালোবাসায় হারিয়ে গেছি, গল্প টিকে শুনতে পাবো আশা করিনি তবে এই অভাবনীয় উপস্বাথপনায় মনে হল এক টুকরো চাঁদ হাতে পেলাম, অনেক ধন্যবাদ মীর স্যার কে ❤️
অপূর্ব এক মোহময় পরিবেশ সৃষ্টি হলো ' গপ্পো মীরের ঠেক " এর সৌজন্যে। বাঁশিতে মেঘমল্লার এর সুর এই শীতেও বর্ষার জলে স্নাত করলো। এক অদ্ভুত ভালোলাগায় আচ্ছন্ন হয়ে রইলো মন।
Darun laglo captain golpota sune ❤❤🥹. Barir sobai golpo ta sune mohito hoye ache 🥹❤️ . Anjoy da ar sudip sir to darun ar papiya mam r kotha ki bolbo amar kache uni saraswati ✨️🪷
Anujoy da r sudip babu er voice just 🔥🔥🔥...echara papaiya ma'am as Maa Saraswati apurbo ❤❤ golpota porechilm onek din agey, kintu mir dar narration e suney khuuub vlo laglo🥰🥰
ভীষন ভালো লাগলো শুনে গল্পটা।।। মনে কেমন একটা শান্তির অনুভূতি পাচ্ছি।।😊।। চলে থাকুক এরম গল্পের বন্যা।। অনেক ধন্যবাদ মির দা কে এরম সুন্দর সুন্দর গল্পঃ আমাদের উপহার দেওয়ার জন্যে।
একেই বলে ঠেকের জাদু 😊 শরৎ চাটুজ্জ্যের... "অরক্ষণীয়া", "স্বামী" এই গল্প গুলোও চাই আর "দত্তা" তো আসবেই । অন্য অনেক জায়গাতে এই গল্পগুলো হয়েছে কিন্তু ঠেকের ছোঁয়াতে গল্প গুলো অন্য মাত্রায় পৌঁছে যায় ।
গল্পের শেষে সুনন্দা ওরফে গোধূলির আকুল হয়ে কার পথ চাওয়াতেই আনন্দ.. প্রতি প্রহরে ফিরে আসার স্বপ্নে মগ্ন থাকা.. পরিশেষে মেঘমল্লার এর সুর শোনা.. এ যেন এই গপ্পো খানার মায়াময় তৃপ্তির শান্তি.. আবার বলি বারবার বলি.. এমন একটা গপ্পো উপহার শোনার অনুভব সার্থকতা.. সে শুধুই মীর আফসার আলীর দরদী কন্ঠস্বর এর পরিপূর্ণতা.. 👍🙏👍🙏👍🥰🥰💐💐
অসাধারণ কাজ l প্রশংসার দাবি রাখে সব কিছুই প্রায় l মীর সাহেব, সুদীপ বাবু, অনুজয়, পাপিয়া দেবী, গোধূলি দেবী......... সবার নাম মনে রেখেও যার নাম বলতেই হবে সেটা হল বাঁশি তে সৌম্যজ্যোতি ঘোষ l এই গল্পটার সবটা জুড়ে আছে ওঁনার কাজ l
আপনারা যেইভাবে কোনো এক উপন্যাসের গল্পঃ কে উপস্থাপনা করছেন তা শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়ছি। আমি আমার অনুভব শব্দে প্রকাশ করতে পারব না। আপনার উপস্থাপনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ' দেবদাস ' শুনে আমার চোখ দুটো জলে পরিপূর্ণ হয়ে গেছিল,আমি আমার কান্না থামাতে পারিনি। ' পরিণীতা ' শুনে যে প্রেম আর ভালোবাসার অনুভূতি পেয়েছি তা সত্যি শব্দে প্রকাশ করা অসম্ভব। আপনি ও আপনার টিম কে অসংখ্য ধন্যবাদ বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত উপন্যাসকে এইভাবে আপনাদের কন্ঠে অমর করে তোলার জন্য। ,Love From Malda
"বিভূতিভূষণ বন্দোপাধ্যায়-এর' মেঘ-মল্লার ° অসাধারণ উপস্থাপনা মনকে ছুঁয়ে নিল - মনে হলো আমি যেনো কৃষ্ণের সেই ছোটবেলা গোকুল নগরী তে পদার্পণ করেছি । কিন্তূ প্রদুম্নের এই ত্যাগটাই আমার চোখে জলের সঞ্চার করেছে,, হৃদয়ে একটা আলাদা দুঃখের সঞ্চার করেছে । ♥️
প্রায় চার বছর আগে রেডিও মিলনে গল্পটা শুনেছিলাম সায়নদার কন্ঠে দারুন লেগেছিল 😊 আর এইবার শুনব আমার অন্যতম প্রিয় গপ্পোমীরের ঠেকে ❤ একদিকে আবহসঙ্গীতে প্রদ্যুতদা এবং গল্পপাঠে মীরদা ও অন্যান্য চরিত্রে পাপিয়াদি,গোধূলিদি,সুদীপবাবু ও অনুজয়দার মতো শিল্পীরা যখন আছেন তখন সন্দেহ নেই পরিবেশনা সেরা হতে চলেছে 🙏🙏🙏
অপূর্ব উপস্থাপনা। এমন একটা গল্প তিনটে চ্যানেলে হলেও তিনবার শুনতে বাধ্য হই। পাপিয়াদির অনেক সেরা চরিত্র শুনেছি। তাঁর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি দেবীর চরিত্রে গোধূলীদি থাকলে মনে হয় আরও বেশি মেহিত হতাম।
I have read this story a long time ago hearing it again bring back memories I thought I have forgotten Loved ones once lived close to me are no more.. Time really fly. Love it❤🌹💝
তোমাকে আমার অসীম ভালোবাসা ও প্রণাম জানাই ❤🙏 মীর দা,,,, একদিন তুমি জীবনের শ্রেষ্ঠ পুরস্কার পাবে....... পাবেই.. পেতেই হবে..... তোমার এই কাজ... অবদানের জন্য.... আমার কথা হয়তো মনে থাকবেনা তোমার....মঙ্গল হোক তোমার প্রিয় দাদা আমার.. তুমি আমার মনের শান্তি..... রাতের ঘুম ♥️তুমি আমার মায়ের মতন... ঘুম পারানি গান এর মতন গল্প বলে যাও.......
মীর দা! আমি তোমার অনেক পুরানো একজন শ্রোতা। তোমার মতো গল্প উপস্থাপন এখন বাকিদের অধরা। এই একটা দিনের জন্য ভীষণ প্রতীক্ষায় থাকতে হয়। একটা অনুরোধ রাখবে ? দয়া করে SUNDAY SUSPENSE এর আপলোডেড গল্প গুলো দিও না। তুমি কিছু অসামান্য চেষ্টা করো । রোমিও জুলিয়েট, পরিণীতা , আদর্শ হিন্দু হোটেল, দেবদাস এর মতো । বিশ্বাস করো প্রত্যেকটা গল্পের শেষে আমার অজান্তেই চোখে জল এসে গিয়েছিল । তোমার নেক্সট স্টেপ যেন unpredictable হয়। অসংখ্য ধন্যবাদ ।
হ্যাঁগো, দাদা-দিদিরা... তোমরা শুনেছো তো??? সবে বছর দুই হল, এখনো শৈশব শেষ হয়নি গপ্পো মীরের ঠেক-এর, তাতেই এমন প্রতিভা, এমন খ্যাতি। তোমার কৈশোর-যৌবন দেখে যেতে পারবো কিনা জানিনা; আশীর্বাদ করি শতায়ু হোক তোমার পরমায়ু। আরও সহস্রগুণ ভালোবাসা পাও। বাংলা সাহিত্যের নতুন ভক্ত তৈরী করার অভিনন্দন। ❤❤❤❤❤❤❤
জীবনটা এতদিন গোপনে অলস অর্ধমৃত অন্ধকার খাঁচার মধ্যে বন্দী ছিল। সহসা "গপ্পো মীরের ঠেক" থেকে সাহিত্যের ; বাংলা সাহিত্যের শান্ত স্নিগ্ধ মুক্ত আলোর চরণ ছোঁয়ায়, জীবন প্রানে সবুজের আত্মপ্রকাশ হয়েছে। সহস্র প্রণাম ক্যাপটেন। ❤️🙏🏻
বাংলা সাহিত্যের যে বিশাল রত্ন ভান্ডার আছে তার সব হয়তো পাঠ করা সম্ভব নয় ।তাই মীর দা কে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি সাহিত্য জগতের থেকে যে রত্ন গুলো তুলে আনছেন সমৃদ্ধ করছেন বলে ।
ঠিক বলেছেন আপনি@@koushikdas8258
😂 সত্যিই বিচিত্র।
😂😂😂😂
আহা,বড় ভালো শুনলাম। যুগে যুগে এমন কত পুরুষ নারীর অসম্মান অত্যাচার দুর করতে কষ্ট করেছেন আবার শাস্তিও পেয়েছেন, আজও চলছে।আমি প্রণাম জানাই তাদের। আর গল্প মীরের ঠেকের সবাই কে অনেক অনেক ভালোবাসা।সাহিত্য দীর্ঘজীবন পাক্।
শেষের বাঁশির সুরে যেন গায়ে কাঁটা দিয়ে উঠলো , চোখ ঝাপসা হয়ে এলো ।
মীরদা ও সৌমজ্যোতি বাবু , এমন অনুভূতি প্রদান করার জন্য ধন্যবাদ । 🪷
এ কাহিনী অদ্ভুত এক স্বর্গীয় অনুভূতির সৃষ্টি করে... অপরূপ এক আবেশ তথা আবেগে মনকে ভাসিয়ে নিয়ে চলে....চিরপ্রণম্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে অকুণ্ঠ শ্রদ্ধা....💐
গল্পপাঠ অত্যন্ত সুনিপুণ... সঙ্গে বাঁশি ও বীণার সুর-ঝংকার অপূর্ব, অনবদ্য....! মেঘমল্লারের সুরে শরীর-মন পুলকিত হয়ে পড়ছিল, চোখে জল আসছিল....❤️
কাহিনী টি পড়ার সময়ে যে অনুভূতি হয়েছিল, এখানে প্রত্যক্ষ মেঘমল্লার শ্রবণ করে সে অনুভূতি তে যেন নতুন করে রং লাগলো....
অনবদ্য উপস্থাপনা..👌👌
হেডফোনে শুনছিলাম, বাঁশির আওয়াজটা শুনে ঘোর লেগে যাচ্ছিল। যিনি বাজিয়েছেন, তাঁকে প্রণাম। 🙏🏼
দু'বছরের শুভেচ্ছা ক্যাপ্টেন। Miles to goooo!
বাঁশিতে আছেন সৌমজ্যোতি বাবু
এই গল্পের পরিবেশনা দেখে ও শুনে শুধু একটাই কথা বলতে পারি এই গল্প শোনার পুরো সময়টা যেন এক স্বর্গীয় অনুভূতি। মনেই হচ্ছিল না পৃথিবীর কারো গলায় এই গল্প শুনছি। আর লেখকের লেখনীর প্রশংসা করা তো একপ্রকার ধৃষ্টতা। কি অপূর্ব বর্ণনা, কি অদ্ভুতভাবে অনুভূতির প্রকাশ!! অনুজয়দা, পাপিয়াদি, সুদীপ স্যার, গোধূলিদি আর ক্যাপ্টেন অনেক অনেক শুভকামনা তোমাদের সবার জন্য। মেঘমল্লারের সুর মনটা উদাস করে দিল। শিল্পীকে অজস্র প্রণাম।❤❤❤
আহ অপূর্ব লাগছে শুনতে। Ambience এর কাজ উফফ ❤
❤
গল্প শুনতে শুনতে চোখের কোণে জল এসে গেলো, সুনন্দা তুমি একা না, আমরাও চেয়েছিলাম পৃথিবীর কোনো এক জাদু মন্ত্র-বলে তোমার প্রিয় আবার জীবিত হয়ে উঠুক, কেটে যাক তার পাষানের অভিশাপ, আবারও সন্ন্যাসী বেশে ফিরে আসুক বিহারে, শেষ হোক তোমার দীর্ঘ প্রতীক্ষার....আবারও কোনো এক পূর্ণিমার রাতে সেই উঁচু ঢিপিতে বসে মেঘমল্লারের সুরে প্লাবিত করে দিক এই রুক্ষ ধরিত্রীর প্রতিটি বিন্দুকণা কে❤❤
🎉🎉
সত্যি আমিও চেয়েছিলাম ফিরে আসুক তরুণ সন্ন্যাসী
প্রণাম করলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে এবং মীর আফসার আলী....থুড়ি আমার প্রিয় ক্যাপ্টেন কে 🙏🙏🙏💓
"বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘মেঘমল্লার’ যেন এক মায়াময় অনুভূতির জগৎ! 🌧️✨ প্রকৃতি আর জীবনের এত সুন্দর বুনন, প্রতিটি শব্দ হৃদয় ছুঁয়ে যায়। গল্পটির নামই শুনে যেন নিজের ভেতরে এক নস্টালজিক আবহ খুঁজে পেলাম। এমন অনন্য সৃষ্টিকে জীবন্ত করে তোলার জন্য অসীম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই গপ্পো মিরের ঠেকের সকলকে 🎉
অসাধারণ! আহা যেমন গল্প, তেমনই সুন্দর বাঁশীর সুর! বাঁশীর সুরে বুকের ভেতর কেমন যেন করছে। চোখে জল এসে গেলো সুনন্দা আর প্রদ্যুম্নের জন্যে। স্নেহের অনুজয়, পাপিয়া, গোধূলী, মীর-- সবাই অসাধারণ!! এক আকাশ ভালবাসা সবার জন্যে। ❤❤🌹🌹🥰🥰
মীরদা অসাধারণ লাগলো❤অনবদ্য Ambience...❤.......inspiration for us......
Like button for Team Goppo Mir er Thek 👍🏽
পোস্টারে মা সরস্বতীকে ভীষণ মিষ্টি লাগছে ❤
গল্পটাও সেরা হবে 🎉🎉🎉
মীরদার গলায় মেঘমল্লার শোনার আনন্দই আলাদা বছর চারেক আগে মেঘমল্লার পড়েছিলাম সেদিন থেকেই অপেক্ষায় ছিলাম❤️
🙏🙏🙏🙏🙏🙏 @mir da
..... মন ভরে গেলো..গপ্পো মিরের ঠেক 🫡🫡🫡🫡🫡🫡🫡।।।অসংখ্য ধন্যবাদ এতসুন্দর একটা গল্প পরিবেশন করার জন্যে।।।।
সরস্বতী পূজার অঞ্জলি 🌼🌼🌸🌸🌻🌻
আহাঃ অসাধারণ।
এটা এই জগতের গল্প নয়।।
ধন্যবাদ Team Mir এবং কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শত কোটি প্রনাম।
Ruddhosash e bhora ek kahini "Meghmallar".... Thank you Goppo Mirer Thek ❤️❤️
সাহিত্য, সঙ্গীত আর কন্ঠস্বরের এমন মিলিত পরিবেশনা গ্ৰহণ করার জন্যেও একখানি সুন্দর ❤, সহজ ও পবিত্র মনের প্রয়োজন। নাহলে মেঘমল্লার -এর স্রোত হৃদয় অবধি পৌঁছাতে পারে না।।
অন্য হাজারটা চ্যানেলে হয়ে থাকলেও নিজের পছন্দের শিল্পীদের কন্ঠে গল্প শোনার আনন্দই আলাদা, চিরনতুন। অপেক্ষায় রইলাম শোনার জন্য। ❤
🙏বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 🙏🙏 মীরদা অসাধারণ লাগলো❤❤❤
Sera captain sera ❤❤❤❤ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে প্রনাম। মন ভোরে গেল ❤❤
সেই অন্ধকার অর্ধ রাত্রে জনহীন পাহাড় টার বাঁস গুলোর মধ্যে ঝড়ো হাওয়া ঢুকে কেবল বাজছে মেঘমল্লার 😢😢
সত্যিই অপূর্ব।❤। কি সুন্দর অনুভূতি❤ কানে গল্পঃ শুনে যে সুন্দর একটা শান্তির প্রাপ্তি পাওয়া যায় টা হয়তো মির দা না থাকলে আমরা জানতে পারতাম না। এরকম লিজেন্ড স্টোরি গুলোকে যে শুধু অডিও এর মধ্যে এরকম ভাবে সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায়❤ তা হয়তো বাঙালি না হলে বুঝতে পারতাম না।। যতই বিভূতি বাবুর গপ্পো গুলো সুনি কেমন যেনো সেই সেই শত শত পুরোনো দিনের মাঝে যেয়ে কেমন যেনো হারিয়ে ফেলি নিজেকে।।❤😢 সত্যিই অসাধারণ❤❤
মীর স্যারের চ্যানেলেই আমার দীর্ঘ ১২ বছর পর আবার বাংলা সাহিত্য চর্চা শুরু। অনেক কেঁদেছিলাম শ্রীকান্ত ও ইন্দ্রনাথ শুনে। মীর স্যার একজন অসাধারণ গুণী মানুষ। আজও যখন মন খারাপ থাকে মীরের ঠেকে এসে মনটাকে ধারালো করে নিই। ধন্যবাদ, গপ্পো মীরের ঠেক। শুভকামনা রইলো ❤
আগেও একবার সোনা সত্ত্বেও সেই একই গল্প যে, সম্পূর্ণ নতুন লাগতে পারে, মনে শিহরণ জগতে পারে আর চোখে জল আনতে পারে.... সেটা এখানে না শুনলে ভাবতেও পারতাম না....😌✨
আর বাঁশীর আওয়াজ টা সত্যিই মন জুড়িয়ে দেয়...
Thank you so much Captain...❤❤😊
গল্প টা আগে পড়েছিলাম খুব ভালো লেগেছিলো, বহুদিন আগে পড়া হলেও এই গল্পের এমন এক অদ্ভুত টান আছে যা মনে হয় কোন এক প্রাচীন ভারতবর্ষের দিকে বার বার হাতছানি দিয়ে ডাকছে, কোনো এক অজানা ভালোবাসায় হারিয়ে গেছি, গল্প টিকে শুনতে পাবো আশা করিনি তবে এই অভাবনীয় উপস্বাথপনায় মনে হল এক টুকরো চাঁদ হাতে পেলাম, অনেক ধন্যবাদ মীর স্যার কে ❤️
অপূর্ব এক মোহময় পরিবেশ সৃষ্টি হলো ' গপ্পো মীরের ঠেক " এর সৌজন্যে। বাঁশিতে মেঘমল্লার এর সুর এই শীতেও বর্ষার জলে স্নাত করলো। এক অদ্ভুত ভালোলাগায় আচ্ছন্ন হয়ে রইলো মন।
অসম্ভব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর গল্পে মীর দা
সাহিত্য আর ভক্তির, আবেগ আর আধ্যাত্মিকতার কী অদ্ভুত মেলবন্ধন, যা ছুঁয়ে যায় অন্তঃকর্ণের কোমলতা আহা মেঘমল্লার ❤
পোস্টারটা ভীষণ সুন্দর হয়েছে ❤
গল্পের উপস্থাপনাও সুন্দর হবে আশাকরি 😊😊😊
Darun laglo captain golpota sune ❤❤🥹. Barir sobai golpo ta sune mohito hoye ache 🥹❤️ . Anjoy da ar sudip sir to darun ar papiya mam r kotha ki bolbo amar kache uni saraswati ✨️🪷
কি অপুর্ব সুন্দর পঠন যেনো চোখের সামনে সমস্ত ছবি টা দেখতে পেলাম। অপুর্ব অপুর্ব ❤❤❤❤
অসাধারন..অনবদ্য...❤❤❤❤❤❤❤ গপ্প মীরের ঠেকের পাগলা ভক্ত ❤❤❤❤❤
Anujoy da r sudip babu er voice just 🔥🔥🔥...echara papaiya ma'am as Maa Saraswati apurbo ❤❤
golpota porechilm onek din agey, kintu mir dar narration e suney khuuub vlo laglo🥰🥰
কি অপূর্ব!! সব কাজ থামিয়ে শুনতে হলো । আমার আন্তরিক শুভেচ্ছা GMT টিম কে ।
ভীষন ভালো লাগলো শুনে গল্পটা।।। মনে কেমন একটা শান্তির অনুভূতি পাচ্ছি।।😊।। চলে থাকুক এরম গল্পের বন্যা।। অনেক ধন্যবাদ মির দা কে এরম সুন্দর সুন্দর গল্পঃ আমাদের উপহার দেওয়ার জন্যে।
Flute - Soumyajyoti Ghosh
Apnake pronam kori 🙏
একেই বলে ঠেকের জাদু 😊
শরৎ চাটুজ্জ্যের... "অরক্ষণীয়া", "স্বামী" এই গল্প গুলোও চাই আর "দত্তা" তো আসবেই । অন্য অনেক জায়গাতে এই গল্পগুলো হয়েছে কিন্তু ঠেকের ছোঁয়াতে গল্প গুলো অন্য মাত্রায় পৌঁছে যায় ।
একদম মনের কথা বললেন ❤❤❤
গল্পের শেষে সুনন্দা ওরফে গোধূলির আকুল হয়ে কার পথ চাওয়াতেই আনন্দ.. প্রতি প্রহরে ফিরে আসার স্বপ্নে মগ্ন থাকা.. পরিশেষে মেঘমল্লার এর সুর শোনা.. এ যেন এই গপ্পো খানার মায়াময় তৃপ্তির শান্তি.. আবার বলি বারবার বলি.. এমন একটা গপ্পো উপহার শোনার অনুভব সার্থকতা.. সে শুধুই মীর আফসার আলীর দরদী কন্ঠস্বর এর পরিপূর্ণতা.. 👍🙏👍🙏👍🥰🥰💐💐
প্রথমে রেডিও মিলনে শুনেছিলাম কদিন আগে মির্চি ফ্রাইড ক্লাসিকে এবার মিরের ঠেকেও শুনছি। কিন্তু প্রতিবারই যেন নতুন লাগে।😊 বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের লেখাটাই তো অতুলনীয়, চিরনতুন। সুরের মূর্ছনায় ভরা 'মেঘমল্লার'।❤
মীর দা ব্যোমকেশ বক্সী হোক একটা অনেকদিন ব্যোমকেশ হয়নি❤
অসাধারণ কাজ l
প্রশংসার দাবি রাখে সব কিছুই প্রায় l
মীর সাহেব, সুদীপ বাবু, অনুজয়, পাপিয়া দেবী, গোধূলি দেবী......... সবার নাম মনে রেখেও যার নাম বলতেই হবে সেটা হল বাঁশি তে সৌম্যজ্যোতি ঘোষ l
এই গল্পটার সবটা জুড়ে আছে ওঁনার কাজ l
আপনারা যেইভাবে কোনো এক উপন্যাসের গল্পঃ কে উপস্থাপনা করছেন তা শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়ছি। আমি আমার অনুভব শব্দে প্রকাশ করতে পারব না। আপনার উপস্থাপনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ' দেবদাস ' শুনে আমার চোখ দুটো জলে পরিপূর্ণ হয়ে গেছিল,আমি আমার কান্না থামাতে পারিনি। ' পরিণীতা ' শুনে যে প্রেম আর ভালোবাসার অনুভূতি পেয়েছি তা সত্যি শব্দে প্রকাশ করা অসম্ভব। আপনি ও আপনার টিম কে অসংখ্য ধন্যবাদ বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত উপন্যাসকে এইভাবে আপনাদের কন্ঠে অমর করে তোলার জন্য।
,Love From Malda
"বিভূতিভূষণ বন্দোপাধ্যায়-এর' মেঘ-মল্লার ° অসাধারণ উপস্থাপনা মনকে ছুঁয়ে নিল - মনে হলো আমি যেনো কৃষ্ণের সেই ছোটবেলা গোকুল নগরী তে পদার্পণ করেছি । কিন্তূ প্রদুম্নের এই ত্যাগটাই আমার চোখে জলের সঞ্চার করেছে,, হৃদয়ে একটা আলাদা দুঃখের সঞ্চার করেছে । ♥️
প্রায় চার বছর আগে রেডিও মিলনে গল্পটা শুনেছিলাম সায়নদার কন্ঠে দারুন লেগেছিল 😊 আর এইবার শুনব আমার অন্যতম প্রিয় গপ্পোমীরের ঠেকে ❤ একদিকে আবহসঙ্গীতে প্রদ্যুতদা এবং গল্পপাঠে মীরদা ও অন্যান্য চরিত্রে পাপিয়াদি,গোধূলিদি,সুদীপবাবু ও অনুজয়দার মতো শিল্পীরা যখন আছেন তখন সন্দেহ নেই পরিবেশনা সেরা হতে চলেছে 🙏🙏🙏
please recommend me other audio story channel
Vale of Tells
Eso Golpo Kori@@shaongupta4443
কালকেই radio mirchi তে শুনেছি
আজ আবার mir দার চ্যানেলে শুনবো 😊😊
দুটোর মধ্যে কোনটা বেশি ভালো?
@joyeetatabassum4776 দুটোই ভালো❤️
Mirchi banglao 8din korse
অপূর্ব উপস্থাপনা। এমন একটা গল্প তিনটে চ্যানেলে হলেও তিনবার শুনতে বাধ্য হই। পাপিয়াদির অনেক সেরা চরিত্র শুনেছি। তাঁর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি দেবীর চরিত্রে গোধূলীদি থাকলে মনে হয় আরও বেশি মেহিত হতাম।
ধন্যবাদ প্রথম লাইনেই সঠিক উচ্চারণের জন্য ' দশপারমিতার ' উচ্চারণ কিন্তু বলার সময় ' দশ ' নয় ' দশো ' হবে । কিন্তু কিছু চ্যানেল ঠিক বলেনি।
পথ যেই দেখাক না কেন, পথিক সব সময়ই আলাদা আলাদা পথে চলেছে,
কিন্ত গন্তব্য সেই একটাই
"বাংলা সাহিত্যে দীর্ঘজীবি হোক"
I have read this story a long time ago hearing it again bring back memories I thought I have forgotten Loved ones once lived close to me are no more.. Time really fly. Love it❤🌹💝
কি আসাধারণ উপস্থাপনা, কি হৃদয়গ্রাহী সবার অভিনয় 🙏
সুপ্ত কল্পনা জগৎ এর ধিক ধিক করে জ্বলতে থাকা আগুন টা মেঘমল্লার এর দ্বারা পুনরায় প্রজ্জ্বলিত হলো ।।❤❤❤
Asadharan presentation Mir da, just asadharan, specially flute by Soumyajyoti Ghosh....
কি সুন্দর উপস্থাপন। হাজারটা চ্যানেলে থাকলেও একই গল্প এইখানে আসলে অসাধারণ হয়ে উঠে ❤️।
এই তো দেবী সরস্বতী, ওরফে পাপিয়া রাই চক্রবর্তী র অনবদ্য কন্ঠস্বর.. 😢😢😢😢🎉 ওই কন্ঠ শুনে মনটা জুড়িয়ে গেলো আলাদা অনুভূতির আনন্দে.. আহা, কী যে মন ভোলানো গপ্পো.. স্নিগ্ধতায় মুগ্ধতায় হৃদয়ের রুক্ষতা সিক্ত হয়ে গেলো মীর আফসার আলী .. আর তোমার এমন অভিনব গপ্পো বিন্যাস অসাধারণ মীর.. অনেক অনেক শুভেচ্ছা কুর্নিশ তোমায়.. 🌿👍🌿 ❤🎉❤💚💐💚🔥🔥
Thumbnail টা just অসাধারণ, কিছু বলার নেই, thek তার চিরাচরিত ধারায় বহমান ❤❤
বাঁশির সুরটা এত সুন্দর...মন ছুঁয়ে গেল❤😍
মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। কন্ঠস্বর এক অপূর্ব মায়াময় জগৎ সৃষ্টি করেছিল।
অসাধারণ পরিবেশন.. ভালো থাকো গপ্পো মীরের ঠেক ❤❤
অপূর্ব শুনলাম। এর মুগ্ধতার রেশ ২ /৩ দিন ধরে থাকবে। এমন গল্প শুনেও শান্তি।
গপ্পো মীরের ঠেকে অন্যতম উপস্থাপনা হতে চলেছে আজ ❤❤, বিভূতিভুষণ বন্দ্যোপাধ্যায়ের গপ্পো এমনিতেই আমাদের সকলের প্রিয়, খুব ভালো লাগছে আজ শুনব ❤❤❤❤❤
গপ্পো মীরের ঠেক জমজমাট 🔥🙌, জয়যাত্রা অব্যাহত থাকুক সারা জীবন ❤❤❤❤❤
“If you can smell what the MIR is cooking” ♥️♥️👽👽😈
মনের ভিতর আলোড়ন সৃষ্টি করার জন্য এর বেশি কিছু লাগেনা। ধন্যবাদ মীর দা।❤
অপূর্ব.... মনটা ভারি হয়ে গেলো ❤
সেরা হবে ❤❤
leader , ebar akta akta feluda/ bomkesh/kakababu series er kichu chai.
Mon ta kemon tiktiki tiktiki lagche🧐🕵
কি সুন্দর বাঁশি। অপূর্ব ❤️ মন জুড়িয়ে গেল।
Thank you mir da, onekdin dhorei vabchilam Tumi kobe ei golpo ta sonabe, mon ta bhore gelo❤
Ki performance proti ta character amazing Mir daa
Bansir sur ta osadharon
Pronam srodhheyo Bibhutibhushan Bandyopadhyay 🙏
এখন আমার জীবনে প্রত্যেক শনিবার টা ম্যাজিকের মতো কাজ করে ❤ Love From Diamond Harbour
Sunday suspenser golpoter theke soto gune bhalo hoyeche apnader ambience onek besi valo🎉😅
Uttardhikar er porer gulo sonar opekhay roilam
Poster design ta just darun hoyeche❤❤
কিছুদিন আগেই mirchi তে শুনলাম দারুন ছিল ।। তবে আবার শুনলাম ,,,,,❤❤ সুন্দর
গল্পটা এখনকার পরিস্থিতির সঙ্গে মিলে গেছে।সরস্বতী এখন বন্দী।
BGM ta sera প্রদ্যুৎ দা,,,,♥️♥️♥️ পাপিয়া ম্যাম,, kaise kar lete ho!!❤️🔥❤️🔥❤️🔥
মেঘমল্লার বাঁশির আওয়াজ টা অসাধারন 👌
অসাধারণ মীর ভাই।
বাংলাদেশ থেকে শুভেচ্ছা ❤️
মীর দা তুমি র তোমার টিম এত খাটছ এত সুন্দর গল্প টা রূপ দিয়েছো তোমাদের ধন্যবাত জানালাম 🤗🤗
গপ্পো মীরের ঠেক জিন্দাবাদ❤❤❤❤
আহা!কি শুনালেন গুরু, মনে হয়েছে নিজ চোখে গল্পের প্রত্যেকটা চরিত্র দেখেছি
Poster design 🎉🎉🎉🎉 just Magnificent 🎉🎉🎉🎉🎉🎉
Chaliye jao mir da amra tomar sathe achi...🎉🎉🎉
তোমাকে আমার অসীম ভালোবাসা ও প্রণাম জানাই ❤🙏 মীর দা,,,, একদিন তুমি জীবনের শ্রেষ্ঠ পুরস্কার পাবে....... পাবেই.. পেতেই হবে..... তোমার এই কাজ... অবদানের জন্য.... আমার কথা হয়তো মনে থাকবেনা তোমার....মঙ্গল হোক তোমার প্রিয় দাদা আমার.. তুমি আমার মনের শান্তি..... রাতের ঘুম ♥️তুমি আমার মায়ের মতন... ঘুম পারানি গান এর মতন গল্প বলে যাও.......
ইচ্ছে করেই বিন্দুর ছেলে শুনিনি এখনো কারণ এখন মেঘমল্লার শুনে কাঁদছি, তাই বিন্দুর ছেলে শুনলে কি হবে ভাবছি।
Same 😄
Duration:- 1:07:58
Duration ta janlen ki vabe??
@shibu-4.3 bara whatsup-e unblock kor
@@Shikkhito-Chhotolok kano?
প্রাণ জুড়িয়ে গেল 🥰
সরস্বতী পুজোর আর মাত্র একটি সপ্তাহ বাকি হঠাৎ করেই গল্পটা শুনছি। কি যে অপূর্ব লাগছে সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না।
মীর দা! আমি তোমার অনেক পুরানো একজন শ্রোতা। তোমার মতো গল্প উপস্থাপন এখন বাকিদের অধরা। এই একটা দিনের জন্য ভীষণ প্রতীক্ষায় থাকতে হয়।
একটা অনুরোধ রাখবে ? দয়া করে SUNDAY SUSPENSE এর আপলোডেড গল্প গুলো দিও না। তুমি কিছু অসামান্য চেষ্টা করো । রোমিও জুলিয়েট, পরিণীতা , আদর্শ হিন্দু হোটেল, দেবদাস এর মতো । বিশ্বাস করো প্রত্যেকটা গল্পের শেষে আমার অজান্তেই চোখে জল এসে গিয়েছিল । তোমার নেক্সট স্টেপ যেন unpredictable হয়। অসংখ্য ধন্যবাদ ।
Mir apnaar production sotti e aushadharon 👍👍
Banshir sobdho sune mughdho holam❤Asadharon poribesona❤❤❤
অপূর্ব 🤍 আহা কি শুনলাম ❤️
Ei golpotay ki jani ki ache jotobar suni kanna paay ❤❤❤
গল্পটা পড়েছিলাম বইয়ে আগের মাসে, আর ভাবছিলাম মীরদা এখনও এই গল্পটা পড়েনি কেনো।
আজ গল্পঃ টা শুনে সেই আশা পুরন হলো
Sunday suspense e du din agei sunlam. Orao khub valo kreche. Apnarao valo korben asa korchi
হ্যাঁগো, দাদা-দিদিরা... তোমরা শুনেছো তো??? সবে বছর দুই হল, এখনো শৈশব শেষ হয়নি গপ্পো মীরের ঠেক-এর, তাতেই এমন প্রতিভা, এমন খ্যাতি। তোমার কৈশোর-যৌবন দেখে যেতে পারবো কিনা জানিনা; আশীর্বাদ করি শতায়ু হোক তোমার পরমায়ু। আরও সহস্রগুণ ভালোবাসা পাও। বাংলা সাহিত্যের নতুন ভক্ত তৈরী করার অভিনন্দন। ❤❤❤❤❤❤❤
Eagerly waiting
একই গল্প মিরচি বাংলাতেও শুনলাম কদিন আগে।
মানিক বন্দোপাধ্যায়ের "পদ্মা নদীর মাঝি" শুনতে চাই।
অপূর্ব!!! অসাধারণ সুন্দর!!
বাংলাদেশ থেকে আপনার প্রত্যেকটা গল্প শুনি❤❤❤❤🇧🇩🇧🇩
বাঁশির সুর ও আবহ সঙ্গীত মন ভরিয়ে দিল ।