কারার ঐ লৌহকপাট - Karar Oi Louho Kopat

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 270

  • @swapannath9205
    @swapannath9205 ปีที่แล้ว +37

    এটাই আসল সুর। আমার খুবই ভাল লাগল। আমরা বাঙালিদের শিড়দাঁড়া এখনও সোজা আছে।

    • @sandipantiary
      @sandipantiary 10 หลายเดือนก่อน

      Girin Chakraborty-r sur ta 1dom asol

  • @NasrinHousewife-ol9cv
    @NasrinHousewife-ol9cv 5 หลายเดือนก่อน +15

    গায়ের রক্ত যেন আরো গরম হয়ে গেল। ছাত্রদের আন্দোলন দেখার পরে এই গানটি শুনে তাদের প্রতি আর শ্রদ্ধা ভালোবাসা বেড়ে গেল।

  • @bluestack2146
    @bluestack2146 ปีที่แล้ว +26

    Rahman এর অসভ্যতামির পর আবার কয়েক বার এটা শুনে মন ঠিক করলাম।

  • @ALSIFAT-uu1hf
    @ALSIFAT-uu1hf 5 หลายเดือนก่อน +9

    হে কাজি নজরুল রক্ত আগুন ধরিয়ে দিলি রে , আবু সাইদ সেই পথ দেখিয়ে দিল রে

  • @anwarbhutto5415
    @anwarbhutto5415 2 ปีที่แล้ว +46

    অসাধারণ সৃষ্টি, আল্লাহ মানুষকে কেমন প্রতিভা দিলে এত সুন্দর সৃষ্টি করা যায়!!!

  • @ayeshasiddikarumi6983
    @ayeshasiddikarumi6983 5 หลายเดือนก่อน +15

    সারারাত ঘুমাতে পারছিনা,,কিছুক্ষন পরপর জেগে যাচ্ছি আর নজরুলের বিদ্রোহ কবিতা মস্তিষ্ক নাড়া দিছে,ঘুমাতে দিচ্ছে না।কোটা আন্দলোন এর সময় এসব গান এক একটা বুলেটের মত বুকে লাগে,,

    • @PoliticoMastery
      @PoliticoMastery 5 หลายเดือนก่อน

      সেম হেয়ার😢😢

  • @alaminnicesiddiqi5719
    @alaminnicesiddiqi5719 ปีที่แล้ว +7

    এ আর রহমান এর বিকৃত করা গান শুনে আমি ও এসেছি নতুন করে শুনতে। একজন অস্কার জয়ী বিখ্যাত সুরকারের কাছ থেকে এমনটা অপ্রত্যাশিত।

  • @raihanasultana3461
    @raihanasultana3461 ปีที่แล้ว +22

    এ আর রহমানের ধ্বংসাত্মক গান শুনে কান শুদ্ধ করতে এলাম🙂

  • @abudulalanas6246
    @abudulalanas6246 5 หลายเดือนก่อน +8

    সাল:২০২৪ এটা আমাদের আন্দোলনের অনুপ্রেরনা জোগায়
    গনহত্যা-অন্যায়-অত্যাচার বিরুদ্ধে আমরা সর্বদা আপোষহীন
    কাজি নজরুল ইসলাম কবির প্রতি বিনম্র শ্রদ্ধা এরকম গান সৃষ্টি করার জন্য
    এটা আমাদের বিবেককে ঝাগিয়ে তুলছে আর আমরা আমাদের লক্ষ্যের প্রতি অটল আমাদের দেশকে সংস্কার করার জন্য❤

  • @somenathmukherjeerespectto8669
    @somenathmukherjeerespectto8669 3 ปีที่แล้ว +30

    Love and respect from West Bengal, India🇮🇳🇮🇳🇮🇳

  • @Nurul_Islam9
    @Nurul_Islam9 ปีที่แล้ว +7

    সত্যি রক্ত গরম হয়ে যায় শুনলে ঐ দিকে এ আর রহমানের সুর করা টা শুনলে ঘুম এসে পড়ে

  • @Mohammad_Ali_Safin
    @Mohammad_Ali_Safin ปีที่แล้ว +243

    AR Rahman এর গানটা শুনে কিছুটা পাগল হয়ে গিয়েছিলাম.. তাই সুস্থ হতে এলাম.. 😅

  • @Dubai84
    @Dubai84 4 ปีที่แล้ว +27

    ক্বসম আল্লাহর , আজো রক্তে বান ডাকে
    কাজীদার এই কবিতাটি শুনলে

  • @dadasvideos4957
    @dadasvideos4957 2 ปีที่แล้ว +18

    রক্ত ফুটছে প্রতি লাইনে ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @mdojair907
    @mdojair907 4 หลายเดือนก่อน +1

    স্বাধীনপূর্ব বাংলাদেশের প্রথম জহির রায়হান এর প্রথম ভাষা আন্দোলন ভিত্তিক ছায়াচিত্র " জীবন থেকে নেয়া "

  • @nirmalyaghosh7187
    @nirmalyaghosh7187 2 ปีที่แล้ว +17

    He is not only a poet,also characterised with many other revolutionary characteristics.Also a freedom fighter, social reformar.In whole life,he was against religious communalisms. He was not conservative. And many others in a single person. The philosophy of this great personality should be studied and obeyed.
    Thanks all fonds of this evergreen great personality.

  • @mdjoynalislam5016
    @mdjoynalislam5016 5 หลายเดือนก่อน +6

    কোটা আন্দোলনের সময় (২০২৪) এ শুনতে এসেছি। যতই শুনি ততোই রক্ত গরম হয়।

  • @parthasengupta104
    @parthasengupta104 ปีที่แล้ว +9

    কোটি প্রণাম, কাজী নজরুল ইসলামের চরণে। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AminulIslam-hf6fn
    @AminulIslam-hf6fn 2 ปีที่แล้ว +7

    প্রেম ও ঘুম পাাড়নিয়া কবিতাগানের ভাষা বাংলায় এমন কথা আর সুরে গান লেখা যায়? বাংলা ভাষার প্রকাশ ক্ষমতা এতটা ? অবিশ্বাস্য! অতুলনীয়।

  • @hridoy1725
    @hridoy1725 ปีที่แล้ว +4

    এ আর রহমান সাহেব ভেবেছেন গানের পিছনে সুন্দর একটা সুর লাগিয়ে দিলেই গান হিট হয়ে যাবে। তিনি যদি বাংলা বুঝতেন তাহলে তাকে বলতাম এই গানের জন্য গরম রক্ত লাগে তাজা রক্ত।
    নজরুল আমাদের নজরুল।

  • @yoursabhirup7488
    @yoursabhirup7488 6 ปีที่แล้ว +44

    Lots of love and respect for bangladesh
    From India

  • @akmkarim1
    @akmkarim1 7 ปีที่แล้ว +16

    "মানুষ"
    গাহি সাম্যের গান-
    মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ ।
    নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
    সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-
    ‘পূজারী দুয়ার খোলো,
    ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হ’ল!’
    স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়,
    দেবতার বরে আজ রাজা-টাজা হ’য়ে যাবে নিশ্চয়!
    জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুধায় কন্ঠ ক্ষীণ
    ডাকিল পান’, ‘দ্বার খোল বাবা, খাইনি ক’ সাত দিন!’
    সহসা বন্ধ হ’ল মন্দির, ভুখারী ফিরিয়া চলে,
    তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে!
    ভুখারী ফুকারি’ কয়,
    ‘ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!’
    মসজিদে কাল শির্‌নী আছিল,-অঢেল গোস-র”টি
    বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি,
    এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন্‌
    বলে, ‘ বাবা, আমি ভূখা-ফাকা আমি আজ নিয়ে সাত দিন!’
    তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা-‘ভ্যালা হ’ল দেখি লেঠা,
    ভূখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?’
    ভূখারী কহিল, ‘না বাবা!’ মোল্লা হাঁকিল-‘তা হলে শালা
    সোজা পথ দেখ!’ গোস-র”টি নিয়া মসজিদে দিল তালা!
    ভুখারী ফিরিয়া চলে,
    চলিতে চলিতে বলে-
    ‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
    আমার ক্ষুধার অন্ন তা ব’লে বন্ধ করনি প্রভু।
    তব মস্‌জিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবী।
    মোল্লা-পুর”ত লাগায়েছে তার সকল দুয়ারে চাবী!’
    কোথা চেঙ্গিস্‌, গজনী-মামুদ, কোথায় কালাপাহাড়?
    ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!
    খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
    সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!
    হায় রে ভজনালয়,
    তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়!
    মানুষেরে ঘৃণা করি’
    ও’ কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি’ মরি’
    ও’ মুখ হইতে কেতাব গ্রন’ নাও জোর ক’রে কেড়ে,
    যাহারা আনিল গ্রন’-কেতাব সেই মানুষেরে মেরে,
    পূজিছে গ্রন’ ভন্ডের দল! মূর্খরা সব শোনো,
    মানুষ এনেছে গ্রন’;-গ্রন’ আনেনি মানুষ কোনো।
    আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মাদ
    কৃষ্ণ বুদ্ধ নানক কবীর,-বিশ্বের সম্পদ,
    আমাদেরি এঁরা পিতা-পিতামহ, এই আমাদের মাঝে
    তাঁদেরি রক্ত কম-বেশী ক’রে প্রতি ধমনীতে রাজে!
    আমরা তাঁদেরি সন্তান, জ্ঞাতি, তাঁদেরি মতন দেহ,
    কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ।
    হেসো না বন্ধু! আমার আমি সে কত অতল অসীম,
    আমিই কি জানি-কে জানে কে আছে
    আমাতে মহামহিম।
    হয়ত আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদী ঈসা,
    কে জানে কাহার অন- ও আদি, কে পায় কাহার দিশা?
    কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি?
    হয়ত উহারই বুকে ভগবান্‌ জাগিছেন দিবা-রাতি!
    অথবা হয়ত কিছুই নহে সে, মহান্‌ উ”চ নহে,
    আছে ক্লেদাক্ত ক্ষত-বিক্ষত পড়িয়া দুঃখ-দহে,
    তবু জগতের যত পবিত্র গ্রন’ ভজনালয়
    ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!
    হয়ত ইহারি ঔরসে ভাই ইহারই কুটীর-বাসে
    জন্মিছে কেহ- জোড়া নাই যার জগতের ইতিহাসে!
    যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তিধরে
    আজিও বিশ্ব দেখনি,-হয়ত আসিছে সে এরই ঘরে!
    ও কে? চন্ডাল? চম্‌কাও কেন? নহে ও ঘৃণ্য জীব!
    ওই হ’তে পারে হরিশচন্দ্র, ওই শ্মশানের শিব।
    আজ চন্ডাল, কাল হ’তে পারে মহাযোগী-সম্রাট,
    তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দী-পাঠ।
    রাখাল বলিয়া কারে করো হেলা, ও-হেলা কাহারে বাজে!
    হয়ত গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে!
    চাষা ব’লে কর ঘৃণা!
    দে’খো চাষা-রূপে লুকায়ে জনক বলরাম এলো কি না!
    যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল,
    তারাই আনিল অমর বাণী-যা আছে র’বে চিরকাল।
    দ্বারে গালি খেয়ে ফিরে যায় নিতি ভিখারী ও ভিখারিনী,
    তারি মাঝে কবে এলো ভোলা-নাথ গিরিজায়া, তা কি চিনি!
    তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা-মুষ্টি দিলে,
    দ্বারী দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে।
    সে মার রহিল জমা-
    কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা!
    বন্ধু, তোমার বুক-ভরা লোভ, দু’চোখে স্বার্থ-ঠুলি,
    নতুবা দেখিতে, তোমারে সেবিতে দেবতা হ’য়েছে কুলি।
    মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা-মথিত সুধা,
    তাই লুটে তুমি খাবে পশু? তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা?
    তোমার ক্ষুধার আহার তোমার মন্দোদরীই জানে
    তোমার মৃত্যু-বাণ আছে তব প্রাসাদের কোন্‌খানে!
    তোমারি কামনা-রাণী
    যুগে যুগে পশু, ফেলেছে তোমায় মৃত্যু-বিবরে টানি’।

  • @zulhajalam4222
    @zulhajalam4222 ปีที่แล้ว +3

    এ আর রহমানের গানটা শুনতে এসেছিলাম। অভিজ্ঞতাটা অনেক বাজে ছিলো। এখানে এসে মনটা ভালো করলাম। সত্যি অসাধারণ সৃষ্টি। রক্ত গরম হয়ে গেলো। আর এ আর রহমান? এখানে আপনি সত্যিকার অর্থেই ব্যার্থ।

  • @md.firozmollah911
    @md.firozmollah911 3 ปีที่แล้ว +22

    Blood boiling song of Kazi Nazrul Islam. It was included in the Bangla movie 'Jeevan Theke Neya'. This song depicted the revolutionary mind of the then East Pakistani people against oppression. Very good and timely selection of this song by Zaheer Raihan for this movie. I have listented this song sung by many other singers. But the voice (in chorus) given and music arranged in this particular song seem to be the best one.

  • @dashingvideo02
    @dashingvideo02 ปีที่แล้ว

    রাত ৩.২৬বাজে, এ আর রহমানের বিকৃত সূর মাথা খারাপ করে দিয়েছিল তাই শুনতে আসলাম অরিজিনাল এবং সর্ব শ্রেষ্ঠ সূরের সংগীত।

  • @bithiks5976
    @bithiks5976 ปีที่แล้ว +1

    অভিনেতাদের দেখো !! দেশপ্রেম ভেতর থেকে জাগ্রত হয়।

  • @TheCreativeRakib007
    @TheCreativeRakib007 4 หลายเดือนก่อน +1

    ভাই,
    এই গানের বাজনা শুনলে শরীরে পশম দাঁড়িয়ে যায়

  • @islammn8416
    @islammn8416 ปีที่แล้ว +2

    এ আর রহমান কি করে এত সাহস পায় 😢😢😢

  • @kuchiku7199
    @kuchiku7199 ปีที่แล้ว +2

    এই গান শুনলেই রক্ত টগবগ করে উঠে। আর এ আর রহমানের রিমিক্স শুনলে বমি আসে

  • @farzanalipy699
    @farzanalipy699 5 หลายเดือนก่อน +1

    ছোটবেলায় এ গান শুনলে বিরক্তবোধ করতাম। এখন ২০২৪ এ এসে এ গানের মর্ম বুঝতেছি😢

  • @shaidulislam3128
    @shaidulislam3128 2 ปีที่แล้ว +4

    বাংলার জমিনে এই কবি আর আসব না কবি নজরুল

  • @alamgirsardar9973
    @alamgirsardar9973 ปีที่แล้ว +6

    এ আর রহমান এর বিকৃত করা গানটা শুনে আসল গানের স্বাদ নিতে এসেছি

  • @bithiks5976
    @bithiks5976 ปีที่แล้ว +3

    হা হা হা পায় যে হাসি ( কান্না) রহমান সাহেব গানটা কেন বাদ দ্যান না😢

  • @BinakaBiswasTithi
    @BinakaBiswasTithi 5 หลายเดือนก่อน +1

    কি সুন্দর উপস্থাপনা!❤❤

  • @Mel_Playz_123
    @Mel_Playz_123 ปีที่แล้ว +4

    That is best version of this song !!

  • @shakib6314
    @shakib6314 ปีที่แล้ว +3

    এই গান সবসময় বাঙ্গালির হৃদয়ে থাকবে

  • @minhazbabu4974
    @minhazbabu4974 5 ปีที่แล้ว +8

    জয় বাংলা বাংলার জয় ।

  • @debrajdas1317
    @debrajdas1317 ปีที่แล้ว +5

    This is patriotic song of India as well as Bangladesh

  • @mohammadfarhadmeazi
    @mohammadfarhadmeazi ปีที่แล้ว +3

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ গানগুলোর একটা

  • @standerx679
    @standerx679 2 ปีที่แล้ว +5

    দেশের এবং কাজী নজরুল এর গান
    শুনলে হৃদন শীতল হয়ে যায়,,😓

  • @mostafafoysalpasha9238
    @mostafafoysalpasha9238 2 ปีที่แล้ว +2

    অসাধারণ। সর্বকালের সেরা গান।

  • @SagarDas-my3xy
    @SagarDas-my3xy 5 ปีที่แล้ว +11

    LOTS OFLOVE AND RESPECT FOR BANGLADESH FROM INDIA

  • @jakariatarek1917
    @jakariatarek1917 4 ปีที่แล้ว +32

    সারাজীবন লাল সবুজ মাকে ভালোবেসে যাব ইনশাআল্লাহ

  • @yasinarafat793
    @yasinarafat793 6 ปีที่แล้ว +27

    Anyone from 2k19???

  • @humayunkabir7878
    @humayunkabir7878 11 หลายเดือนก่อน +2

    ছবির নাম "জীবন থেকে নেয়া" আলোর মিছিল নয়।ধন্যবাদ।

  • @salehakramchowdhury1869
    @salehakramchowdhury1869 ปีที่แล้ว

    অসাধারণ কানটা ঠিক করতে আসলাম,এ আর রহমান কানটার বারটা বাজাইসে।

  • @nirmalyaghosh7187
    @nirmalyaghosh7187 2 ปีที่แล้ว +5

    This hero remembered till now with due respect.

  • @1991Nayeem
    @1991Nayeem ปีที่แล้ว +4

    This is from জীবন থেকে নেয়া not from আলোর মিছিল!

  • @tomcruise3580
    @tomcruise3580 3 ปีที่แล้ว +9

    রক্ত গরম করা সুর, রক্ত গরম করা গান।

  • @bithiks5976
    @bithiks5976 ปีที่แล้ว +1

    অসাধারণ অসাধারণ

  • @nirmalyaghosh7187
    @nirmalyaghosh7187 2 ปีที่แล้ว +2

    Nazrul 's whole life is a good example of tough struggle.

  • @AussieBanglaBeau
    @AussieBanglaBeau ปีที่แล้ว +4

    সিনেমার নাম - জীবন থেকে নেয়া।

  • @sabbir.officials
    @sabbir.officials 5 หลายเดือนก่อน +2

    ২০১৮, ২০২৪ কোটা আনদোলনের শহীদ সকল কে স্মরণ করছি এবং যারা আনদোলন করছেন তাদের প্রতিও শ্রদ্ধা

  • @ImranHossain-my9ls
    @ImranHossain-my9ls 5 ปีที่แล้ว +5

    Ei movie tar naam "Jibon theke neya". Director Zahir Raihan.

  • @arifrahman297
    @arifrahman297 ปีที่แล้ว +1

    কারা কারা এ.আর রহমানের ঘটনার পর এই মাস্টারপিস দেখতে এসেছেন?

  • @শানুগিহিনী
    @শানুগিহিনী 14 วันที่ผ่านมา

    কাজী নজরুল হাজার কোটি সালাম

  • @MohammedYaseen-cw5wv
    @MohammedYaseen-cw5wv ปีที่แล้ว

    ar rahman গান সুনে রিতিমত পাগল হয়ে গিয়েছিলাম তাই সস্থ হতে আসেসি

  • @mohammadfarhadmeazi
    @mohammadfarhadmeazi ปีที่แล้ว

    পুরো আগুন জ্বলে ওঠে রক্তে

  • @baroisajal6258
    @baroisajal6258 ปีที่แล้ว +1

    ❤❤❤ রক্ত কে সান দিতে এলাম arr কি করলো 😢

  • @kamrulkhan3749
    @kamrulkhan3749 9 หลายเดือนก่อน +1

    এটা জীবন থেকে নেয়া ছবি হবে।

  • @tanjinakhan8075
    @tanjinakhan8075 ปีที่แล้ว +1

    এই অসাধারণ গানটি কি এআর রহমান একবারও শোনেননি। তিনি কী করে গানের এমন বাজে কম্পোজিশন করতে পারলেন।

  • @md.asifrahman4095
    @md.asifrahman4095 ปีที่แล้ว

    মুক্তি যুদ্ধের টনিক গান, এই গান নিয়ে যে ফাজলামো করবে তার শাস্তি হওয়া উচিত

  • @mdjamaluddinmir1523
    @mdjamaluddinmir1523 6 ปีที่แล้ว +6

    গানটা শুনে শরীলে এনার্জি চলে আসলো। যুদ্ধ করবো

    • @kyakaregarenaamjanke7024
      @kyakaregarenaamjanke7024 5 ปีที่แล้ว +1

      আমি দেশের জন্য প্রান দেবো

  • @nirmalyaghosh7187
    @nirmalyaghosh7187 2 ปีที่แล้ว +4

    Nazrul wrote it at jail as due to activities against British rule in India.

  • @abdullahbabu6303
    @abdullahbabu6303 2 ปีที่แล้ว +2

    Caption is wrong, this scene was taken from the movie JEEBON THEKE NEYA, not from Aloor Michil.

  • @jashimkumar965
    @jashimkumar965 ปีที่แล้ว

    রক্ত গরম হয়ে গেল গানটা শুনে.. অরিজিনাল ভারসন ❤️❤️❤️❤️

  • @daliaboduaakashfamily1360
    @daliaboduaakashfamily1360 2 ปีที่แล้ว +2

    "আলোর মিছিল " নয় এটি "জীবন থেকে নেওয়া" ছবির গান!

  • @srikrishnabera6740
    @srikrishnabera6740 ปีที่แล้ว

    Same amio ar rhaman sune matha ghoore gieachilo Tai elam amio sunte boost nite .

  • @AminKhan-hk6su
    @AminKhan-hk6su ปีที่แล้ว

    AR rahman এর গান শুনে বিদ্রোহী চেতনা নিভে গেসিলো
    বিদ্রোহী চেতনা জাগাতে শুনতে এলাম

  • @sajalbiswas4709
    @sajalbiswas4709 ปีที่แล้ว

    গানটা শুনে গায়ের পশম গুলো দাঁড়িয়ে গেছে,,,, প্রণাম করি 🙏 কাজিনজরুল ইসলাম মহাশয় কে,,,,, এমন গান যে এর রহেমান গেয়ে সারা বাংলার মানুষের মন বিষিয়ে তুলেছেন তার পরিনাম ফল ভালো হবে না,,,, ওনাকে আই আমরা সবাই মিলে যে ভালোবাসা দিয়ে সেই শীর্ষে তুলে রেখেছিলাম আজ সেইখান দিয়ে টেনে মাটিতে ফেলে দিলাম,,এমন শিল্পীর গান কেউ শুনবেন না,,,,ধিক্কার জানাই,,,, সরকারের পক্ষ থেকে যেন অনেকে বয়কট করা হয়,,,,,, 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡তিব্র প্রতিবাদ করছি,,,,,

  • @ranaashraf9285
    @ranaashraf9285 ปีที่แล้ว +2

    সংশোধন করা দরকার, এ গানটি আলোর মিছিল ছবির নয়, জীবন থেকে নেয়া ছবির

  • @Nabalok-s4b
    @Nabalok-s4b 10 หลายเดือนก่อน

    I have listened to so many versions of this song but none of them beats this one. By the way, this song was from the movie "Jibon Thekey Neya" NOT Alor Michil.

  • @MNIslam-ni5md
    @MNIslam-ni5md ปีที่แล้ว

    Real & Speedy ♥️

  • @siddiqueesadek4933
    @siddiqueesadek4933 3 ปีที่แล้ว +1

    Masaallah nember 1. Allah zannatul ferdaus give you. 🇧🇩🕋🤲🤲🤲🤲🤲🤲 Nazrul Islam,

  • @rana8440
    @rana8440 ปีที่แล้ว +1

    লাথি মার ভাঙ্গারে তালা ❤️❤️

  • @AymanHariss
    @AymanHariss ปีที่แล้ว

    AR.R এর গান শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিল তাই শান্ত হতে এইটা দেখলাম

  • @orkoprobhobhaduri7344
    @orkoprobhobhaduri7344 9 หลายเดือนก่อน

    জয় তেভাগা আন্দোলন

  • @supportersdeskfornonstopfu7737
    @supportersdeskfornonstopfu7737 ปีที่แล้ว

    Proud to be bengali muslim

  • @soupayandutta5695
    @soupayandutta5695 2 ปีที่แล้ว

    Best song. Ato shunechhi, eta shunley, ei buro boyeshey o rawkto gawrom hoye othey

  • @swatmasyndhihrid
    @swatmasyndhihrid ปีที่แล้ว

    এ এর রহমান এই গানকে ভুলসুরে, মূর্ছনাহীনভাবে তুলে ধরার পর আবার শুনতে আসলাম।

  • @hkmovie-hub
    @hkmovie-hub ปีที่แล้ว

    আগুন ঝরানো এই গানরে এ আর রহমান ভালোবাসার গান বানায়া ছাইড়া দিছে

  • @md.imrankhan6989
    @md.imrankhan6989 5 ปีที่แล้ว +4

    আমার প্রিয় গান

  • @staywithsymun
    @staywithsymun ปีที่แล้ว +1

    এআর রহমান গানের পোন মেরে দিছে 😢

  • @alamindewonshawonalamin2916
    @alamindewonshawonalamin2916 7 ปีที่แล้ว +7

    Just Amazing 😍😍😍😍😍

  • @mironju
    @mironju 3 หลายเดือนก่อน

    গানের এই ভার্সনের কম্পোজিশন সেরা। এই ভিডিও গানটি জাতীয় ভাবে সংরক্ষন করুন।

  • @PostoNahid
    @PostoNahid 2 ปีที่แล้ว +1

    কিহ্ ভয়ানক!

  • @MDladenKhan-u6i
    @MDladenKhan-u6i ปีที่แล้ว

    AR salar konthe gan sune ai sur tai mone haraisilam.akhon sone khob valo laglo❤

  • @md.aliulazim4692
    @md.aliulazim4692 7 ปีที่แล้ว +18

    movie name Jibon thek neya

    • @md.muniruzzaman1078
      @md.muniruzzaman1078 5 ปีที่แล้ว

      জীবন জয়ের গৌরবে
      এগিয়ে চলো সৌরবে
      জয় হবেই হবে

    • @anadikundu1508
      @anadikundu1508 3 ปีที่แล้ว +1

      No friend, this movie was released in West Bengal. Possibly name of film was 1942. May be Chattagram ostragar lunthon. Seen the movie in 1961 in West Bengal.

  • @yoursabhirup7488
    @yoursabhirup7488 6 ปีที่แล้ว +2

    15th august er jonno best gaan

  • @abdullahalmamun1436
    @abdullahalmamun1436 7 ปีที่แล้ว +2

    অসাধারণ একটি গান.....

  • @jahanararahman624
    @jahanararahman624 6 ปีที่แล้ว +2

    Incredible...

  • @Rashadul-xx1id
    @Rashadul-xx1id ปีที่แล้ว

    A R রহমান র কম্পোজিশন শুনে এসে কে কে এই গান শুনছেন?

  • @JaberAhmed-n4c
    @JaberAhmed-n4c ปีที่แล้ว

    Masterpiece ❤❤❤

  • @amirhossain6325
    @amirhossain6325 ปีที่แล้ว +1

    ছবির নাম আলোর মিছিল নয়,
    'জীবন থেকে নেয়া'।

  • @SUMITBARUA-pt3vi
    @SUMITBARUA-pt3vi ปีที่แล้ว

    Coke studio gaan shune shusto höte aslam

  • @Mdjonabali-n9g
    @Mdjonabali-n9g หลายเดือนก่อน

    Excellent old is diamond sweet voice songs

  • @mhronyraj701
    @mhronyraj701 3 หลายเดือนก่อน

    Old is gold🤗🤗😇

  • @ssarkerbijoy6352
    @ssarkerbijoy6352 3 ปีที่แล้ว

    Proud of Bangladesh 💕💕

  • @TheKauddin
    @TheKauddin ปีที่แล้ว +1

    No one listened this songs more than me!

  • @tasfiyanshihab
    @tasfiyanshihab ปีที่แล้ว

    গান শুনে যুদ্ধ করতে ইচ্ছে করছে😊😊