Speech of Buddhadeb Bhattacharya on Prison Theatre || কারাবন্দীদের রবীন্দ্র প্রযোজনা তাসের দেশ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024
  • আমার জেল যাপনের ১৪ বছর পূর্ণ হল এ বছর। তদানিন্তন কারা বিভাগের প্রধান আই,জি,শ্রী বি,ডি শর্ম্মা এর নেপথ্য নায়ক।সংশোধনাগারে নাট্য ও সংস্কৃতির চর্চ্চার বাতাবরণ সৃষ্টি করা উদ্দেশ্য।এ এক নতুন দেশ ও নতুন মানুষের সংখ্যা। ২৬জন গ্রামের ছেলেমেয়েদের নিয়ে এক আবিষ্কারের ছন্দে মেতে ওঠার এডভেঞ্চার,মুক্তির দিশারি রবীন্দ্রনাথ। ঠাকুরের তাসের দেশ নাটক করা হল ২৬শে নভেম্বর ২০০৬ জেলের মধ্যে খোলা আকাশের নীচে। পশ্চিমবঙ্গ নয়,সম্ভবত ভারতে এই প্রথম কারাবন্দী শিল্পীরা জেলের বাইরে এসে অভিনয় করলো কলকাতা রবীন্দ্র সদনে ১৭ই মে,২০০৭।ঐ বছরেই দিল্লিতে ১৭,১৮,১৯শে নভেম্বর পাহারাদার ছাড়াই প্রগতি ময়দানে, শ্রীফোর্ট মঞ্চে ও N.S.Dতে। এটা ইতিহাস। এর নেপথ্যে প্রাক্তন শ্রদ্ধেয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য।শুধু কি আবেগ, মানবিকতায় এই কাজ করার আদেশ ধার্য্য করেছিলেন? বোধহয় না। তাঁর পূর্ণ বিশ্বাস ছিল মানুষে।
    নাট্যচর্চ্চার ৫২বছর পরেও তার মানবিক আবেগ আজও আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে।এ অসাধারণ প্রাপ্তি। তাসের দেশের মানুষরা রাজপুত্রকে জিজ্ঞেস করে "মানুষ হতে পরবো আমরা?রাজপুত্র উত্তর দেয়,পারবে।
    ঠাকুরের ভাষায় " মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ।" এই কথাটাই তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন এবং বলেন।

ความคิดเห็น •