মহেশ এবং অভাগীর সর্গ যতবার পড়েছি ততবারই দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে,,,,, বারবার যেন হৃদয় ছুঁয়ে যায়,,,,আমার জীবনের সবচেয়ে স্মরনীয় গল্প। আমার পাঠ্য বইয়ে ছিল। আমি বাংলার সন্তান,,,, আজ ৬/০৫/২০২৪ কাশ্মির সীমান্ত থেকে শুনেছি।
সত্যি চরিত্রটির নামকরণ যথার্থ। তার পুরো জীবন সংগ্রাম অভাগীর ন্যায়। শেষ বাসনা টুকু তার মনোমত পূর্ণ না হলেও ওই সামান্য ধোঁয়ায় অভাগীর স্বর্গে যাবার রথ এসেছিল এবং রথের রশি স্বয়ং ভগবান টেনে নিয়ে গিয়েছিলেন বলেই মনে হয় আমার। আপনার উপস্থাপনা অনবদ্য। ধন্যবাদ।
তখন কার দিনের সমাজ কিরকম ভাবে জাতপাতের বেড়াজালে বদ্ধ ছিল শরৎচন্দ্রের গল্পগুলো পড়লে তা জানা যায়। মহেশ তাঁর আর একটি উদাহরণ। মনকে ভীষণ ভাবে নাড়া দিয়ে যায়। আপনার উপস্থাপনা প্রশংসনীয়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প সর্বদাই ভীষণ মর্মস্পর্শী। ওনার গল্প মনের সেই যায়গায় ছুঁয়ে যায় যেখানে খুব কম লেখক পৌঁছোতে পারে। ওনার গল্প শোনানোর জন্য অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ চিরো নুতন গল্প গুলো নতুন করে উপস্থাপনা করার জন্য। তার সঙ্গে যে কথা টা না বললে ই নয় তা হলো আপনার মনো মুগ্ধ কর স্বর। সত্যিই দারুন আরো এগিয়ে যান। ❤❤❤
Amar chokhe jol ese gelo.sotti khube Ekta valo golpo.ei rokom golpo sudhu matro "sarat Chandra chattapadhya"likhte paren. Aj prai 12 bochor por ei golpo ta sunlam.
আহা পোস্টার টা অসাধারণ ❤❤.. আর গল্পটা তো হৃদয়স্পর্শী একেবারে ❤❤ ভালোলাগার সাথে কিছুটা মন খারাপ ও হয়ে যায়😔😔 😔😔.. তবে আজ এই বৃষ্টি ভেজা সকালে দাভাই তোমার এই মনোমুগ্ধকর কন্ঠ টা যেন সকালটাকে আরও অনেক বেশি মুগ্ধ করে দিলো ❤❤❤ সত্যি খুব খুব খুব খুব সুন্দর ❤❤❤ লাগলো।
অসম্ভব সুন্দর!!! গল্পটা তো আগেই পড়া কিন্তু আপনার স্বরে এবং পড়ার গুণে মনে হলো, তখন পড়ে যতটা না আত্মস্থ করতে পেরেছিলাম তার থেকে অনেক বেশি এখন উপলব্ধি করলাম ... অনেক ধন্যবাদ আপনাকে...😊
Uuuuhhhhhhh….ei story ta amader class 9 er Bengali syllabus e chilo..tokhoni ei golpo ta pore chokhe jol esechilo..it was so touching and empathised..today I am feeling that emotion again..Thank you so much Arnab da..
I hope govt must think why they are expancing so much public money to remove or lesson for castism and religion instead of that every media everyday cancirculate this sorts of stories my expectation it must be affet more. Excellent elaboratio and delivery of voice thanks
এই গল্পটা ছিল আমাদের ক্লাস টেনের বইতে কিন্তু সিলেবাসে ছিল না। যেদিন প্রথমবার পড়েছিলাম সত্যি কেঁদে ফেলেছিলাম। একটা অনুরোধ সেই ক্লাস টেনের বাংলা বইয়ের সেই ধূপকাঠি (প্রেমেন্দ্র মিত্র), হারুন সালেমের মাসি, মহেশ কোন একটা শোনাবেন?।এইটা শুনতে গিয়ে আবার প্রথম দিনের মত জল চলে এল। ধন্যবাদ এত সুন্দর করে পড়বার জন্য।
Arnab তোমার "রাধারানী" গল্পে অপূর্ব বাচনভঙ্গিতে আমি মুগ্ধ সবটা লিখতে পারিনি আমি class4এ পড়েছি আর এই গল্পটি অপূর্ব সুন্দর ভাবে তুমি শোনালে মনে হচ্ছে যেন আমি নিজেই পড়চছি যেটা আমি class11এ পড়েছি সাহিত্য সমরাট"বঙ্কিমচন্দ্র "ও শরৎচন্দ্রের " এবং রবিঠাকুরের মতো কতজন আছে এই বাংলায়? তুমি ভালো থেকো আশীর্বাদ রইল 🙌🙌
Porechilm golpo ta... Syllabus a chilo.. aj sune odvut mohomoi laglo.. 😍 Bibhutibhushan Bandyopadhyay er kichu sonaben please? Akta sunechi.. aro dile valo hoi...
মহেশ এবং অভাগীর সর্গ যতবার পড়েছি ততবারই দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে,,,,, বারবার যেন হৃদয় ছুঁয়ে যায়,,,,আমার জীবনের সবচেয়ে স্মরনীয় গল্প। আমার পাঠ্য বইয়ে ছিল। আমি বাংলার সন্তান,,,, আজ ৬/০৫/২০২৪ কাশ্মির সীমান্ত থেকে শুনেছি।
অর্ণব চোখের জল মুছতে মুছতে আবার গল্প টা শুনলাম। কি সুন্দর পাঠ করেছ 🌷
😐
সত্যি চরিত্রটির নামকরণ যথার্থ। তার পুরো জীবন সংগ্রাম অভাগীর ন্যায়। শেষ বাসনা টুকু তার মনোমত পূর্ণ না হলেও ওই সামান্য ধোঁয়ায় অভাগীর স্বর্গে যাবার রথ এসেছিল এবং রথের রশি স্বয়ং ভগবান টেনে নিয়ে গিয়েছিলেন বলেই মনে হয় আমার। আপনার উপস্থাপনা অনবদ্য। ধন্যবাদ।
Pashe thakben🌼🌼
তখন কার দিনের সমাজ কিরকম ভাবে জাতপাতের বেড়াজালে বদ্ধ ছিল শরৎচন্দ্রের গল্পগুলো পড়লে তা জানা যায়। মহেশ তাঁর আর একটি উদাহরণ। মনকে ভীষণ ভাবে নাড়া দিয়ে যায়। আপনার উপস্থাপনা প্রশংসনীয়।
Onek dhonnobad ❤️❤️
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প সর্বদাই ভীষণ মর্মস্পর্শী। ওনার গল্প মনের সেই যায়গায় ছুঁয়ে যায় যেখানে খুব কম লেখক পৌঁছোতে পারে। ওনার গল্প শোনানোর জন্য অনেক ধন্যবাদ।
Pashe thakben ❤️
চোখ এ জল আনতে বাধ্য করে দেন.... ❤️❤️❤️
শরৎচন্দ্র স্যার..... ধন্ন আপনি...
ধন্যবাদ আপনাকেও দাদা ❤️
জাত ভেদে প্রথা সমাজের সৃষ্টি যাইহোক লেখক অভাগীর সর্গ গমনের সপ্ন পূরণ করিয়াছেন পাঠক খুব সুন্দর আপনার কণ্ঠ সর গল্পটি জীবন্ত হয়ে উঠলো নমস্কার নেবেন 🙏🙏
ক্লাস 9 নাইনে এই গল্পটা পড়েছিলাম, চোখ দিয়ে জল এসে গিয়েছিল শোনার পর । অনেক অনেক ধন্যবাদ আপনাকে এমন একটি গল্প পরিবেশন করার জন্য।
এই গল্পটা আমি যতবার পড়েছি ততবার চোখের জল ধরে রাখতে পারিনি। গল্পের মাঝে শুধু গভীর কান্না 😭
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রতিটি গল্প উপন্যাস হৃদয়স্পর্শী ও করুণ।ভীষণ সুন্দর গল্প।আর গল্পপাঠ বাচনভঙ্গি সত্যিই প্রশংসার যোগ্য।💟💟💟💟💟💟
ধন্যবাদ দাদা, ভালোবাসা অবিরাম , বাংলাদেশ থেকে বলছি।❤️🇧🇩
সত্যি কি বলব আরো একটা গল্প না শুনে পারলাম না। অপূর্ব সুন্দর করে বললেন গল্পটি। অসংখ্য ধন্যবাদ।
শরৎচন্দ্রের 'অভাগীর স্বর্গ' এবং 'মহেশ' এই গল্পদু'টো পড়লে গলার কাছটায় কেমন যেন একটা ব্যথা ব্যথা লাগে!
Amaro tai😓
কারণ আপনি কান্না চেপে রাখেন
Hmm akdom
Bastob
একদম তাই 😭👏👏
শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা গল্পঃ কবিতা গুলো সত্যি অনস্বীকার্য । তার লেখা গল্পগুলো সত্যি জল ঝরিয়ে দেই 😭
গল্পটি অনেক কাল আগেই পড়েছিলাম ও শুনেছিলাম। বেশ মর্মস্পর্শী গল্প। পুনরায় শুনে ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য।
Pashe thakben❤️
A vague.swargwa
এই গল্পটি বাংলাদেশের নবম শ্রেণির বইয়ে আছে।।
Amraw porechi school time
Hmm
India teo ache 9th cls e
শরৎ বাবুর পথ নির্দেশ পারলে শুনিও। আর কিছু হাসির গল্প ও শোনাতে পারো। আজকের গল্প টা খুব মন ভার করে দিল। পড়া গল্প, পরিচিত, তবুও মনটা খারাপ হয়ে ই গেল।
Besh,shonabo❤️❤️
@@BengaliClassicsByArnab অপেক্ষায় রইলাম তবে
কি আর বলি🙂 উনি এমন একজন লেখক ছিলেন যাঁর গল্প পড়লে বা শুনলে চোখের জল আটকানো যায়না।
আর আপনি তো অনবদ্য❤
Oma!tai naki!!😍😍
@@BengaliClassicsByArnab Ha ekdom e tai🙂ami apnar onek boro pakha
Heart din ekta🙂
আসলে আপনার পড়ার কোয়ালিটি এবং কন্ঠ পুরোটায় জোস 🎉
সব কিছু মিলিয়ে এক কথাই প্রেষ্ঠ পরিবেশন 😊😊
আপনাকে অনেক ধন্যবাদ চিরো নুতন গল্প গুলো নতুন করে উপস্থাপনা করার জন্য।
তার সঙ্গে যে কথা টা না বললে ই নয় তা হলো আপনার মনো মুগ্ধ কর স্বর। সত্যিই দারুন আরো এগিয়ে যান। ❤❤❤
নতুন করে গল্প গুলো শুনতে শুনতে আবার সেই ছোটবেলায় ফিরে যাই।
আর পড়ার ধৈর্য্য নেই। তুমি যে ভাই আমাদের শোনাচ্ছ এটাই বিরাট প্রাপ্তি।
Pashe thakben ❤️
আরো একটি অসাধারণ গল্প♥️♥️ অর্ণব দা দুর্দান্ত♥️♥️
Onek dhonnobad bhai❤️❤️
গল্পটা তোমার দুর্বলতার মধ্যেও অত্যন্ত ভালো হয়েছে, অসাধারণ ও আপ্লুত।
Abaro dhonnobad ❤️
অনেক ভালো হইছে।দোয়া রইলো ভাই এগিয়ে যাও🥰🥰🥰🥰
আপনার কণ্ঠে যেকোন গল্পই অসাধারণ। আপনার জন্য শুভকামনা রইল।
কতবার যে পড়েছি এই মর্মস্পর্শী গল্পটা তবুও আজ আপনার কণ্ঠে খুব ভালো লাগলো এই সুন্দর পরিবেশনা 🙏👍❤️❤️
Onek dhonnobad ❤️
আপনি খুব ভালো করছেন দাদা। carry on 👍👍👍👍👍
Pashe thakben❤️
@@BengaliClassicsByArnab obossoi 😊
Chokhe jol chole aslo sotti ashadharon laglo,age boiyer patay porechilam golpota,vlo laglo
Amon galai bar bar galpo sunte echhe kare,anek anek dhanyabad apnake,
Uff,darun 🙏🙏🙏
Mon chuye jai 🙏😇
Onek dhonnobad ❤️
ধন্যবাদ আপনাকে এত সুন্দর গল্প পরিবেশন করার জন্য 🙏🙏🙏
ufff ki je sundor .... jemon apnar uposthapona .....temon poster oshadharon 🧡🧡🧡🧡🧡🧡
Onek onek dhonnobad ❤️❤️
ক্লাস 9 পড়েছিলাম গল্পটা☺️আবার স্মৃতিচারণ করলাম❤️
Pashe thakben❤️
Amar chokhe jol ese gelo.sotti khube Ekta valo golpo.ei rokom golpo sudhu matro "sarat Chandra chattapadhya"likhte paren. Aj prai 12 bochor por ei golpo ta sunlam.
চোখে জল চলে এলো ❤️ খুব সুন্দর পাঠ করেছেন 🙏
Sotti eta ekta osadharon sristi lekhoker..😥😥😥cokhe jol asbei...khub vlo lage apnar golpo bolar style....
Onek onek dhonnobad ❤️
খুব ভালো পড়লেন গল্পটা।বহুবার শোনা এবং পড়া তাও খুব ভালো লাগলো।🍁🍁🍁🍁
Onek dhonnobad 🌼
অসম্ভব সুন্দর পরিবেশনা। পড়েছিলাম গল্পটা, তবে আপনার কণ্ঠে শুনে সত্যিই মুগ্ধ হলাম।
Onek dhonnobad 🌼
আহা পোস্টার টা অসাধারণ ❤❤.. আর গল্পটা তো হৃদয়স্পর্শী একেবারে ❤❤ ভালোলাগার সাথে কিছুটা মন খারাপ ও হয়ে যায়😔😔 😔😔.. তবে আজ এই বৃষ্টি ভেজা সকালে দাভাই তোমার এই মনোমুগ্ধকর কন্ঠ টা যেন সকালটাকে আরও অনেক বেশি মুগ্ধ করে দিলো ❤❤❤ সত্যি খুব খুব খুব খুব সুন্দর ❤❤❤ লাগলো।
Dhonnobad dhonnobad ❤️❤️
চোখের কোণে জল এসে গেছে অবশেষে আর কান্না থামাতে পারলাম না গল্পঃ টা শুনে এমন ভাবে মনে গেঁথে গেল😔😢😥😥😔
খুব ভালো লাগলো দাদা এই গল্পঃ টা❤️❤️❤️
Onek dhonnobad 🌼
@@BengaliClassicsByArnab 🥰
প্রথম এলাম ভাইয়া।।
এত অসাধারণ।।
গল্পটা আমার খুব পছন্দের।।খুব সুন্দর করে পাঠ করলেন।।🥰
Onek dhonnobad 🌼🌼
অদ্ভুত সুন্দর একটা গল্প- এই প্রথমবার শুনলাম - খুব ভালো লাগলো - ভালো থাকবেন শুভকামনা রইলো আপনার জন্য
Onek onek dhonnobad tomay❤️
অসাধারণ 👍
Dhonnobad 🌼🌼
Khub pochonder akti golpo❤
গল্পটা অনবদ্য ছিল,আমি আর আমার মা চোখের জলধরে রাখতে পারলাম না, ধন্যবাদ🙏
Pashe thakben❤️
অসাধারণ । চোখে জল এনে দিল।
Darun, Hemendra Kumar ar kritir-er classic adventurous directive golpo gulo pore sonanor anurodh royilo 😍
Ogulo ele scattered thoughts a asbe
anek din por sunlam chotobalar akta priyo galpo...path o apurba...khub valo laglo
Asadaron. Jemon sundor poster temon e sundor golpo pad. Sob tai khub sundor hoeche. 👌👌👌👌
Onek dhonnobad ❤️❤️
খুব ভালো লাগলো গল্প টা।
👍👍👍👍
Khub valo laglo.onek chotobelay porechilam.tomar bachonvongi oshadharon.mon chuye galo.onek boro hou ashirbad kori.
Arnab, absolutely touched...what a story !!! What a way to deliver !!!.... Fantastic
Onek dhonnobad 🌼
বাংলাদেশের 9-10 এর বাংলা বইয়ে এই উপন্যাসটা আছে, তখন পড়েছিলাম।
আবার আপনার কন্ঠে শুনলাম।
গল্পঃ টা আগেও পরেছিলাম। সত্যি কথা বলতে আবার আপনার গল্পঃ পড়া শুনে ভীষণ কাঁদলাম । দারুন হয়েছে দাদা। এ রকম আরও চাই❤️
Pashe theko❤️
@@BengaliClassicsByArnab অবশ্যই থাকবো
বিভূতিভূষণ, তারাশঙ্কর, শরৎ চন্দ্র, বঙ্কিমচন্দ্র, এঁদের গল্পো আরো বেশী করে শুনতে চাই
nischoi shonabo!
মহেশ, অভাগীর স্বর্গ যেন তীক্ষ্ণ অস্ত্রের ফলা । ভিতরটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয় । তাও না পড়ে / শুনে থাকা যায়না । কী বলব আর, অনবদ্য।
পোস্টার অতুলনীয় হয়েছে ।
Ekdom tgik bolechen!
সত্যি
অসম্ভব সুন্দর!!! গল্পটা তো আগেই পড়া কিন্তু আপনার স্বরে এবং পড়ার গুণে মনে হলো, তখন পড়ে যতটা না আত্মস্থ করতে পেরেছিলাম তার থেকে অনেক বেশি এখন উপলব্ধি করলাম ... অনেক ধন্যবাদ আপনাকে...😊
Prapti❤️❤️
Sotti Asadharon Vabe Path Korecho Sunte Khub Valo Lagche
Onek onek dhonnobad ❤️❤️
হৃদয় স্পর্শ করে গেলো। অনবদ্য 🌼
Pashe thakben🌼
Darun golpo pat korechen,☺️🌸
Uuuuhhhhhhh….ei story ta amader class 9 er Bengali syllabus e chilo..tokhoni ei golpo ta pore chokhe jol esechilo..it was so touching and empathised..today I am feeling that emotion again..Thank you so much Arnab da..
Pashe thakben 🌼
Mon chuye gelo🙏
Onek dhonnobad 🌼
I hope govt must think why they are expancing so much public money to remove or lesson for castism and religion instead of that every media everyday cancirculate this sorts of stories my expectation it must be affet more. Excellent elaboratio and delivery of voice thanks
Thanks Dada ,এই গল্পটা খুব সুন্দরভাবে পাঠ করলেন।
Ata khub sundor akta golpo porlai choka jol chola asa ... bhalo thako
Asadharon chokhe jol enedilo
দাদা আমি বাংলাদেশ থেকে আপনার গল্প শুনি খুব ভালো লাগে।।
Very well way of presentation. Need more stories to be covered.
দারুণ লাগল 🙂 শরৎচন্দ্র লেখা তৎকালীন সময়ে এক মইল স্টন 💝
Ekdom❤️
Onek age porechilam ei golpo ta ,jotobar shuni totobar i notun kore vlo lage 😍😍
Pashe thakben❤️
অসাধারন লাগলো
Onek dhonnobad 🌼
সুন্দর উপস্থাপনার জন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো 💕💞💞
ঢাকা।
Pashe thakben❤️
You are great orator. Thank you.
অসাধারণ একটা গল্প, আপনার গলায় আরো প্রাণবন্ত হয়ে উঠেছে।
Onek dhonnobad 🌼
khub sundoor...
Khub sundar😊
Kotobar sunechi ei galpo,tobu apnar poribesonai abaro monta vore galo..valo thakben
Onek dhonnobad ❤️❤️
দারুন একটা গল্পঃ
আরও দারুন লাগলো,,,আপনার কণ্ঠে❤️
Onek dhonnobad ❤️
চমৎকার লাগলো... ❣️💐
Pashe thakben❤️
খুব সুন্দর লাগলো।। 🙏
সত্যি দাদাভাই তোমার কন্ঠে এই গল্প অসাধারণ ।
Onek dhonnobad ❤️
বাহ ,অভিনন্দন
Pashe thakben🌼
Puro Golpo ta choker samne jno dkte prchilm.. Jnina ata lekho ker lekha r kayda na apnr porbr kayda.... 👌
Purotay lekhoker credit 🌼
Happy independence day 🇮🇳🇮🇳🇮🇳
Dada galpo ta sunlam khub valo laglo. Mon chhuye gelo 👌👌👌👌
Amra jemon galpo gulo sune mondiye fill kori temoni tumio galpo gulo mondiye fill kore balo.
Dada tomar kachhe ekta abdar achhe.ekbar please pather pachali
Galpota sonabe😃😃😃😃
Onek dhonnobad 🌼r happy independence day🌼🌼
Great 👌❤️❤️♥️
সুন্দর পরিবেশনা❤
যেদিন প্রথমবার পড়েছিলাম, কেঁদেছিলাম। আজ প্রথমবার শুনলাম, কাঁদলাম।
Pashe thakben 🌼
Arnab apni ato sunder path Karen ami roj suni aguli to amer syllabus e chilo tabuo natun lage.natakiyota ache tabe ATI natakiota nai .khub valo .
Onek dhonnobad 🌼
গল্পটা শুনে চোখে জল চলে এলো। দারুণ লাগল
Prapti❤️
আবারো মুগ্ধ হয়ে গেছি🥰🥰
Pashe thakben❤️
Khub valo golpo
❤️❤️
কাঁদিয়ে ছাড়লে দাদাবাবু।। অনেক ভালোবাসা রইল তোমার জন্য। ।
Pashe thakben🌼🌼
এই গল্পটা ছিল আমাদের ক্লাস টেনের বইতে কিন্তু সিলেবাসে ছিল না। যেদিন প্রথমবার পড়েছিলাম সত্যি কেঁদে ফেলেছিলাম। একটা অনুরোধ সেই ক্লাস টেনের বাংলা বইয়ের সেই ধূপকাঠি (প্রেমেন্দ্র মিত্র), হারুন সালেমের মাসি, মহেশ কোন একটা শোনাবেন?।এইটা শুনতে গিয়ে আবার প্রথম দিনের মত জল চলে এল। ধন্যবাদ এত সুন্দর করে পড়বার জন্য।
Prottekta mathay roilo❤️
Khub sundor dada .
Arnab তোমার "রাধারানী" গল্পে অপূর্ব বাচনভঙ্গিতে আমি মুগ্ধ সবটা লিখতে পারিনি আমি class4এ পড়েছি আর এই গল্পটি অপূর্ব সুন্দর ভাবে তুমি শোনালে মনে হচ্ছে যেন আমি নিজেই পড়চছি যেটা আমি class11এ পড়েছি সাহিত্য সমরাট"বঙ্কিমচন্দ্র "ও শরৎচন্দ্রের " এবং রবিঠাকুরের মতো কতজন আছে এই বাংলায়? তুমি ভালো থেকো আশীর্বাদ রইল 🙌🙌
Pashe thakben🌼
মর্মস্পর্শী। শুনতে শুনতে মন টা হারিয়ে গেলো
Onek dhonnobad ❤️
Porechilm golpo ta... Syllabus a chilo.. aj sune odvut mohomoi laglo.. 😍
Bibhutibhushan Bandyopadhyay er kichu sonaben please? Akta sunechi.. aro dile valo hoi...
Sotti e porechilam!!!
দাদা পরিবেশনা দূর্দান্ত হয়েছে 👌। একটা অনুরোধ রইল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটি এই চ্যানেলে শুনতে চাই💖
Mathay roilo ❤️❤️
Sundar laglo ❤️❤️❤️❤️❤️
Onek dhonnobad 🌼
Choto belay ak bar porechilam, poriskar kore mone chilo na, thanks ♥️