অরন্ধনের নিমন্ত্রণ|বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়|Bibhutibhushan Bandyopadhyay|Bengali Classics By Arnab

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @riyadaspaul4589
    @riyadaspaul4589 2 ปีที่แล้ว +10

    কি দারুন... মন ছুঁয়ে গেলো। কোথাও না পেয়েও পাওয়ার একটা অনুভুতি। এই কাহিনী বুঝিয়ে দেয় পার্থিব শরীর দূরে থাকলেও মন নয়।

  • @saikatchakraborty08
    @saikatchakraborty08 3 ปีที่แล้ว +47

    ও অর্ণব দা ভগবান তোমার মঙ্গল করুক। কি ভালো গল্প বাছাই করেছো দাদা। তোমার এই channel টা মানে 😭😭😭❤️❤️❤️❤️...কেঁদেই যাচ্ছি। কান্না থামছে না। আগের দিন হিং এর কচুরি শুনে গোটা রাত চোখে জল ছিল। এটাও দারুন 😭😭😭😭😭😭😭😭😭😭 ...বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমারও প্রিয় লেখক। ❤️🤗

    • @swatighosh6400
      @swatighosh6400 10 หลายเดือนก่อน +1

      আপনি মানুষটি দেখছি বড়ই emotional , ভালো। সাহিত্য বোঝার জন্য emotion থাকা খুবই প্রয়োজনীয়।😊

    • @saikatchakraborty08
      @saikatchakraborty08 10 หลายเดือนก่อน +1

      @@swatighosh6400 হ্যাঁ আমি একটু emotional type er ..At golpotao khub Mon choya

    • @SUPRITICHAKRABORTY-l8u
      @SUPRITICHAKRABORTY-l8u 9 หลายเดือนก่อน

      ❤​@@saikatchakraborty08

    • @madhumitapradhan332
      @madhumitapradhan332 7 หลายเดือนก่อน +1

      Apnar katha gulo amar mon chhuye gelo

  • @riddhimamukherjee6501
    @riddhimamukherjee6501 3 ปีที่แล้ว +12

    সেই কোন ছোটবেলায় এই সিনেমা টি দেখেছিলাম প্রথম বার যখন দেখেছিলাম গল্প টি বোঝার মতন বয়স হয়নি তবু কেন জানিনা এই সিনেমাটি দেখার পর খুব কান্না পারছিল। পরবর্তী ক্ষেত্রে যখন গল্প টি পড়লাম তখন আরো বেশি ভালো লাগলো তবে তখন একটু মন খারাপ হয়েছিল কিন্তু কান্না পায়নি কারন তখন মন বলেছিল ......এই বেশ ভালো হয়েছে ভালোবাসার স্বপ্নের মানুষটি যদি বাস্তবে ঘরের মানুষ হয়ে উঠত তাহলে হয়তো এই মিষ্টি ভালোলাগা টা কোথাও হারিয়ে যেত, কিছু সম্পর্ক না হয় বেঁচে থাকুক আমাদের হৃদয়ে চিরকাল। অনেক অনেক ধন্যবাদ অর্নব তোমাকে এতো সুন্দর সুন্দর গল্প নির্বাচন করে তাকে আমাদের সামনে তুলে ধরার জন্য...... ভালো থেকো পাশে আছি।

    • @sheikhrahima2581
      @sheikhrahima2581 3 ปีที่แล้ว +1

      Movie name ki???

    • @mycrafts5470
      @mycrafts5470 3 ปีที่แล้ว

      Movie er name ta bolo didi

    • @riddhimamukherjee6501
      @riddhimamukherjee6501 3 ปีที่แล้ว

      @@mycrafts5470 নিমন্ত্রণ সন্ধ্যা রায় আর অনুপ কুমার

  • @supriyaghosh9364
    @supriyaghosh9364 3 ปีที่แล้ว +16

    সত্যি তখনকার সমাজের সব অন্ধ জাত পাত এর বিচারে, কতো ভালোবাসাই অসম্পূর্ণ থেকে যেতো। আপনার অসাধারণ কণ্ঠে যেনো গল্পটি প্রাণ পেয়েছে, চোখের সামনে যেনো দেখতে পারছিলাম সেই গ্রাম, হিরু দা, কুমু সবকিছু।

  • @Point.
    @Point. 3 ปีที่แล้ว +8

    শ্রদ্ধেয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বাবুর কল্পনা কলমে বাস্তব চিত্র অনায়াসে যেমন ফুটিয়ে তুলতে পারে, আর তেমনি অবলীলাক্রমে সেটা পাঠ করা সত্যিই এক অসাধারণ প্রয়াস।🙂💕✌️
    *ভালো তো লেগেছেই, আরও আশারত; বিশেষ করে বিভূতিভূষণ।

  • @pihuscreation2045
    @pihuscreation2045 7 หลายเดือนก่อน +1

    Golpo ta eto priyo ki bolbo
    Joto din beche thakbo mone thakbe ❤
    Ki protibha chilo bibhuti Babur ar apnar konthe golpo ta jibonto hoye gelo ❤

  • @mousumimousumi3146
    @mousumimousumi3146 3 ปีที่แล้ว +122

    মিল হলে বোধহয় এতটা মন ছুঁয়ে যেত না , অপ্রাপ্তির মধ্যেও প্রেম বেঁচে থাকে চিরকাল । খুব ভালো লাগলো গল্পটা ❤️❤️

  • @dipanjan.04
    @dipanjan.04 4 หลายเดือนก่อน +2

    চোখের জল বের করে দিলে দাদা, খুব কাঁদিয়ে দিলে ফেলে আসা মানুষটার কথা মনে করিয়ে 😭😭💙💙

  • @Soumenshorts9702
    @Soumenshorts9702 3 ปีที่แล้ว +5

    আমার একটা অভিযোগ আছে দাদা, কেন জানিনা আপনার গল্পগুলো শুনলে চোখে জল আসে,😭 ছেলেদের মন জানি শক্ত হয়, বাট এই গল্পগুলো শুনিলে মন মোমের মতো গলে যায়, বুকের মাঝে গেথে থাকে,এই গল্পগুলো শুধু গল্পই নয়, হেডস অফ ইউ দাদা 🙏🙏

  • @nabinbairagi
    @nabinbairagi ปีที่แล้ว +2

    গল্পটা দু তিনবার পড়েছি, সিনেমাটা দেখেছি, আজ গল্পপাঠ শুনলাম। খুব ভালো লাগলো। সত্যি বলতে কি গল্পটা হৃদয়-এ আটকে আছে.

  • @chandrima1210
    @chandrima1210 3 ปีที่แล้ว +6

    বাংলা সাহিত্যের আসল কারিগরদের মনি মানিক্য গুলো বেছে, এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। আজকাল অডিও স্টোরির রমরমার মধ্যেও এরকম চির সাধারণ গল্প গুলো একপ্রকার খুঁজেই পাওয়া যায়না। এগিয়ে চলুক আরও🙏🏻

  • @sonajhuriful
    @sonajhuriful 3 ปีที่แล้ว +6

    প্রত্যেক শুক্রবারের জন্য অপেক্ষা করে থাকি কখন আপনার পাঠ শুনতে পাবো। অপূর্ব বলাই বাহুল্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় লেখক। প্রিয় গল্প প্রিয় কথকের গলায়। অসামান্য পাওনা।

    • @BengaliClassicsByArnab
      @BengaliClassicsByArnab  3 ปีที่แล้ว +1

      Apnader ei bhalobasar theke boro prapti amar jonno kichhu hoyna❤️

    • @sonajhuriful
      @sonajhuriful 3 ปีที่แล้ว

      @@BengaliClassicsByArnab valo thakun

  • @sudiptamondal4161
    @sudiptamondal4161 3 ปีที่แล้ว +6

    গল্প পড়তে পড়তে অনেক বার কেঁদেছি কিন্তু গল্প শুনে আজ কাঁদলাম পুরো মনটা ভরে গেল খুব ভালো লাগলো গল্পটি আপনার গলায়। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর গল্প এমনি খুব প্রিয় ❤️❤️।

  • @dr.rajatbhowmik6591
    @dr.rajatbhowmik6591 3 ปีที่แล้ว +16

    হাজার কাজের চাপে আমার সত্যিই অনেক সূক্ষ্ম অনুভূতিগুলো হারিয়ে গেছে, এই গল্প পাঠটি শুধু আজকে শুনছিলাম ই না, চোখবুজে এক এর পর এক চিত্রপটগুলির ছবির মতো ভেসে যাওয়া টা অনুভব করে গেলাম। ধন্যবাদ অর্ণব, তোমার এই সুন্দর উপস্থাপনা আমাকে কিছুটা সময়ের জন্য একটা ভিন্ন আবেশে অতিবাহিত করার সুযোগ করে দিল।

  • @pabaniroy1036
    @pabaniroy1036 3 ปีที่แล้ว +14

    রাতে গল্পটা শুনতে পরবোনা বলে ভেবেছিলাম সকালে শুনবো।। কিন্তু ঘুম আসছিলো না রাত ২টোর সময় ফোনটা হাতে নিয়ে গল্পটা চালালাম।। এখন মনের মধ্যে একটা সুন্দর আবেশ রয়ে গেলো দাদা। এত ভালো পাঠ করলে❤️🌼✨

  • @bestisbest7709
    @bestisbest7709 3 ปีที่แล้ว +5

    এই গল্প কয়েক দশক আগে লেখা...... কিন্তু এখন...... আমাদের জীবনে এইরকম ঘটনা ঘটে...... অসাধারণ 🙏🙏গল্প 🌸🌸🌸🌸🌸🌸

  • @susmitabanerjee7277
    @susmitabanerjee7277 3 ปีที่แล้ว +12

    অসাধারণ। এমন প্রেম কেই বোধহয় বলে বিশুদ্ধ প্রেম। আর বিশুদ্ধ প্রেম বন্ধনে নষ্ট হয়ে যায়। না পাওয়ার যন্ত্রণা পাওয়ার আগ্রহ কে বাঁচিয়ে রাখে চিরকাল। হয়তো তা ঘুমিয়ে থাকে মনের এক কোণে, জেগে থাকে না, কিন্তু মাঝে মধ্যে এক - আধবার নাড়া পড়লেই মন ভরে ওঠে প্রাপ্তির আনন্দে। আর এই আনন্দের কাছে নিতান্তই তুচ্ছ হয়ে যায় দৈনন্দিন সাংসারিক জীবনের প্রাপ্তির আনন্দ।
    আর এটাই তো জীবনের নিয়ম। কথাসাহিত্যিকের সব সৃষ্টিই ভালোলাগার চুড়ায় পৌঁছোয়। আর ছবির মতো আরও ফুটে উঠলো গল্প টি , অর্ণব আপনার এত সুন্দর, মিষ্টি গলায় যথোপযুক্ত ভাব- অভিনয় দিয়ে গল্প বলার জন্য। সর্বপরি সঠিক উচ্চারণে বলাটা আরও মন কেড়েছে।

  • @somaroy7489
    @somaroy7489 3 ปีที่แล้ว +37

    এক লাইন শোনার পরেই subscribe করে ফেললাম,,, এই গলা আমার খুব চেনা আর অতি প্রিয়,, আর গল্পের কথা কি আর বলবো ,,, এই সব গল্প থাক হৃদয়ে ,,,, আর লেখক থাকুন আমার দেবতার সাথে এক সিংহাসনে 🙏🏻

  • @susmitabhattacharjee1784
    @susmitabhattacharjee1784 3 ปีที่แล้ว +3

    Just monta chuye gelo. Ekei bole eke oporer proti antarer pobitra bhalobasa.

  • @golpo_gujob-080
    @golpo_gujob-080 3 ปีที่แล้ว +33

    "জীবনকে প্রত্যাখ্যান করার ক্ষমতা সবার থাকলে আজ পৃথিবীটা গেরুয়া সন্ন্যাসী দের ভিড়ে ভর্ত্তি হয়ে যেত "❤️..... আসাধারণ 🙏🏻🙏🏻

  • @KONTHO
    @KONTHO 3 ปีที่แล้ว +3

    বাংলা সাহিত্যের অমূল্য রত্নভান্ডার থেকে আরো একটি অমূল্য গল্প শুনলাম এবং বাড়ির ছোটদের শোনালাম।এই ধরণের গল্প যে পড়ার জন্য বেছেছেন তার জন্য আপনার বিরাট অভিনন্দন প্রাপ্য। এই ভাবে অডিও স্টোরি শ্রোতাদের আরো সমৃদ্ধ করুন আপনি।🍁🍁🍁

  • @Annie-nx2og
    @Annie-nx2og 2 ปีที่แล้ว +8

    My mother tongue is bengali and i am raised in delhi. This really helps me to know about my culture. Thank you sir😊😊😊

  • @chaitalisarkar91
    @chaitalisarkar91 3 ปีที่แล้ว +3

    সত্যিই তাই মনের মিল এর জন্যই বেঁচে আছে,,,,, একটি মন ছুঁয়ে যাওয়া গল্প উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ,,,, খুবই ভালো হয়েছে গল্পটা।।।।

    • @BengaliClassicsByArnab
      @BengaliClassicsByArnab  3 ปีที่แล้ว

      Pashe thakben❤️

    • @chaitalisarkar91
      @chaitalisarkar91 3 ปีที่แล้ว

      @@BengaliClassicsByArnab অবশ্যই সব সময় ❤️❤️❤️

  • @sahinsultana6147
    @sahinsultana6147 ปีที่แล้ว +2

    সন্ধ্যা রায় আর অনুপ কুমারের অনবদ্য অভিনয়ে গল্পটি অন্য মাত্রা পেয়েছিল। আপনাকে অনেক ধন্যবাদ গল্পটি এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। 🙏

  • @ayandebnath9666
    @ayandebnath9666 2 ปีที่แล้ว +4

    অর্ণব দা সত্যি বলছি মনে ছুঁয়ে গেঁথে গেলো❤️ ধন্যবাদ তোমায় অসংখ্য।। ভালো থেকো , শব্দ নেই তোমার সুনাম করার, যাই বলবো সে সবই কম পড়বে।। ❤️❤️

  • @mursanadas1688
    @mursanadas1688 3 ปีที่แล้ว +7

    রাতে ঘুমোনোর আগে আচমকাই শুনতে বসেছিলাম, কিন্তু আর থামতে পারলাম না, মন্ত্রমুগ্ধের মতো শেষ অব্ধি শুনে গেলাম। এটাই হয়তো লেখকের লেখনী আর কথকের বাচনভঙ্গির জাদু।

  • @siulibhattacharya6893
    @siulibhattacharya6893 3 ปีที่แล้ว +52

    আহা দারুন...... কত কি মনে পড়ে.... কত পুরোনো কথা ..... আমার ও সেই মানুষ টি আর আমার কাছে নেই..... সে এখন অন্য কারোর, আমি ও....... তাও রোজ তাকে মনে পড়ে.... মনে পড়ে সেই আমি কে....
    সেই আমি আর এই আমি একেবারেই ভিন্ন মানুষ

  • @কথারফেরিওয়ালা
    @কথারফেরিওয়ালা 3 ปีที่แล้ว +6

    অসাধারণ লাগলো , অপ্রাপ্তির মাঝেই তো আছে সত্যি প্রেমের জয় ,,

  • @Infinitybysp
    @Infinitybysp 3 ปีที่แล้ว +7

    দুজনের মিল হয় না ঠিকই ,কিন্তু দুজন- দুজনকে পরিপূর্ণ করে..... এটাই হলো প্রকৃত ভালোবাসাl

  • @sambhunathbasak7523
    @sambhunathbasak7523 3 ปีที่แล้ว +4

    খুব সুন্দর গল্প পাঠ। একদম যেন চোখের সামনে সত্যি চিত্র ভেসে উঠেছে।

  • @ishitadas3137
    @ishitadas3137 3 ปีที่แล้ว +28

    "Sesh hoiyao hoilo na sesh".. Sunte sunte kothay jeno haariye gechilam sei kumi r hirur deshe.. Khub bhalo hoyeche!! অনবদ্য❤❤❤❤

  • @rayc36419
    @rayc36419 3 ปีที่แล้ว +17

    "জীবনে নানা রকম দেখা ভালো.. নয় কি?" সত্যিই তাই ৷ জীবনের হাজারো ব্যাস্ততা ও সমস্যার মধ্যে এই গল্প শোনা যেন অনেক আনন্দের হাতছানি ৷ আপনার গল্প পড়ার ধরন অনবদ্য ৷ এগিয়ে যান এমনই সুন্দর সুন্দর অনেক গল্প শোনার অপেক্ষায় থাকব ৷ পাশে আছি ৷🙏🏻👍🏻❤️

  • @DevdarshanwithRahul
    @DevdarshanwithRahul 3 ปีที่แล้ว +4

    Golpo gulo eki theke jay sudhu chehara gulo bodle jay.....
    Moner mil tukui sombol.
    Khub bhalo hoyeche , dhonnobad 🙏

  • @papumishra491
    @papumishra491 ปีที่แล้ว +1

    সত্যি দাদা আমি শরৎচন্দ্রের গল্প ছাড়া কারোর গল্প পড়তাম না তোমার কন্ঠস্বর। ধন্য তুমি ❤❤❤

  • @tanusreebar1623
    @tanusreebar1623 3 ปีที่แล้ว +5

    দারুন লাগল। সত্যিই খুব সুন্দর।

  • @Lets-Unstoppable
    @Lets-Unstoppable 6 หลายเดือนก่อน

    অসাধারণ গল্প আর অসাধারণ গল্পপাঠ 🙏🏻 এই অসাধারণ গল্পটি কে জীবন্ত করে তুলেছ ❤ এই গল্পগুলো শুনলে মনে হয় আমিও যদি জন্মাতাম এইরকম একটা কুমি-র সময় বড়ই ধন্য হতাম ❤️❤️

  • @antaradebnath3878
    @antaradebnath3878 3 ปีที่แล้ว +7

    এতো অপূর্ব যে চোখের জল আর বাধঁ মানলো না

  • @angshumanchatterjee9785
    @angshumanchatterjee9785 3 ปีที่แล้ว +1

    গল্পটা শুনতে শুনতে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। সত্যি একটা মানুষের মধ্যে অনেক গুলো মানুষ থাকে। আর এ টাও সত্যি যে সবার সাথে কথা বলে মনের সেই আনন্দ সেই মিলটা হয় না। খুব ভালো লাগছে আপনার কাজ।

  • @Biplab15
    @Biplab15 3 ปีที่แล้ว +4

    অসাধারণ অসাধরণ ।। বিভূতি মশায়ের সৃষ্টি আর আপনার নিবেদন

  • @bubutherose8293
    @bubutherose8293 2 ปีที่แล้ว

    আমি এই প্রথম আপনার গল্প শুনলাম, ভীষন সুন্দর মন ছুঁয়েগেলো, কি সুন্দর আপনার কণ্ঠস্বর, গল্পের ভিতরে চলেছে গেছিলাম, সত্যি অনেক কিছুই মনে করিয়ে দিলো, ভীষন ভ্যাল লাগলো 👍👍👍

  • @shuvrachatterjee9016
    @shuvrachatterjee9016 3 ปีที่แล้ว +5

    নিমন্ত্রন আমার সেরা গল্প !! অনুপকুমার ও সন্ধ্যা রায় এর movie !! দারুন দারুন মুভি !!
    বুকের ভিতরটা নাড়িয়ে দেয় যখনই দেখি শুনি !!

    • @BengaliClassicsByArnab
      @BengaliClassicsByArnab  3 ปีที่แล้ว +1

      Sottiy bhison sundor ekta golpo

    • @shuvrachatterjee9016
      @shuvrachatterjee9016 3 ปีที่แล้ว

      @@BengaliClassicsByArnab দেনাপাওনা গল্পটা একবার বলুন !!

  • @madansaha5537
    @madansaha5537 3 ปีที่แล้ว +1

    চোখে জল এসে গেলো অর্নব দা।তুমি এত ভালো পাঠ করলে। হীরুদা আর কুমু যেনো চোখের সামনে কথা বলছিল।

  • @krishnaworld2598
    @krishnaworld2598 3 ปีที่แล้ว +6

    Voice ta darun.... voice ato clean j puro ta emnei sokoler sunte e66a krbe... kb vlo laglo... keep it up... Hare krishna

  • @rumpasamanta6691
    @rumpasamanta6691 2 ปีที่แล้ว +2

    Sara mon jure sei roilo beche.......r amra সেটাকে dure rakhe bastob k chute jacchi.......beche thakuk sob pream ❤️❤️

  • @sudipbiswas0
    @sudipbiswas0 3 ปีที่แล้ว +7

    চোখে জল চলে আসার মতন গল্প , অসাধারণ ❤️

  • @keyachatterjee4319
    @keyachatterjee4319 3 ปีที่แล้ว +1

    মুগ্ধ হয়ে শুনলাম , গল্পটি আগেই পড়া ছিল ,তোমার পরিবশনার গুনে জীবন্ত হয়ে ধরা দিল , মন ছুঁয়ে যাওয়া একটি গল্প , প্রচ্ছদচিত্রটি ও ভারি সুন্দর হয়েছে ,অনেক শুভকামনা ❤️❤️🌹🌹

  • @bumabanerjee687
    @bumabanerjee687 3 ปีที่แล้ว +5

    গল্প তো নয় - নিম ফুলের গন্ধ ,সোনালী রোদ আর মেঘের ছায়া মাখা অমূল্য কিছু মুহূর্ত।কী যে ভীষণ ভালো লাগল।

  • @god7.3
    @god7.3 3 ปีที่แล้ว +2

    💐💐💐💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓🙏 অপূর্ব দাদা 🙏🙏

  • @bidyutbarman5137
    @bidyutbarman5137 3 ปีที่แล้ว +3

    সত্যিই অর্ণব দা গল্পঃ টা শুনে মন টা ভরাকান্ত হয়ে গেলো। সত্যিই তোমার তুলনা হয়না।
    খুব সুন্দর

  • @tumpabiswas6100
    @tumpabiswas6100 3 ปีที่แล้ว +1

    শেষ পর্যন্ত শোনার পর নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস পড়ল।
    খুব ভালো লাগলো 🙏

  • @SM-zh3xd
    @SM-zh3xd 3 ปีที่แล้ว +9

    এমন সব গল্প শোনার জন্য সারা সপ্তাহ হাপিত্যেশ করে বসে থাকি! আর কি কিছু বলার অপেক্ষা রাখে!?

  • @madhumitasanyal8451
    @madhumitasanyal8451 3 ปีที่แล้ว +1

    Sudhu sudhui mukhe hasi fute gelo .. aamra bangali r aamrai osadharon ... pronam lekhok ke janai ❤❤❤❤

  • @shashwateedutta1904
    @shashwateedutta1904 3 ปีที่แล้ว +8

    "তোমার যা কিছু তা সামনে,চোখের আড়াল হলে তা আর মনে থাকেনা!"

  • @payalkundu1936
    @payalkundu1936 3 ปีที่แล้ว +1

    আপনার প্রতি আমরা সবাই ঋণী..... এইসব অমূল্য রতন আমাদের নতুন প্রজন্মকে প্রত্যক্ষ করার সুযোগ করে দিচ্ছেন আপনি..... আর কি সুন্দর আবহ সংগীত ব্যবহার করেন আপনি!! একই কন্ঠ শুনে একটুও একঘেয়ে লাগে না! সমান আনন্দে শুনি!!! আপনার বাচনভঙ্গিকে কুর্নিশ.....🙏🏻

  • @nasrinparvin2559
    @nasrinparvin2559 3 ปีที่แล้ว +6

    সত্যি একটা অদ্ভুত কষ্ট হচ্ছে মনের একটা কোণে কুমুর মতো মেয়েদের জন্য যারা জীবনের শেষ পর্যন্ত একইভাবে ভালোবেসে যাই নিরুর মত কোন স্বার্থপর একটা ছেলেকে যে সময়ের সাথে কোন মেয়ের সঙ্গ পেলেই ভুলে যাই যে তার আশায় কেউ তার পথ চেয়ে বসে আছে যাকে সেও একদিন ভালোবেসেছিল🥀

  • @palimaity8802
    @palimaity8802 3 ปีที่แล้ว +1

    খুব সুন্দর লাগলো গল্পটা। মন ছুঁয়ে গেলো। ভারাকান্ত হয়ে গেলো মনটা। তবে গল্পটা বেশ হয়েছে।

  • @debalinaganguly8632
    @debalinaganguly8632 3 ปีที่แล้ว +5

    E porjonto sob kota golpo amar pora othocho sunte bosi jokhon apnar golay ..eriye jete parina kintu ....onoboddo ...evabei egiye cholun 💜💙

  • @meerabose2237
    @meerabose2237 ปีที่แล้ว

    কি সুন্দর একটা ছবি ফুটিয়ে তোলা হয়েছে।
    খুব ভালো লাগলো।

  • @niveditamukherjee1460
    @niveditamukherjee1460 3 ปีที่แล้ว +3

    আমার প্রিয় লেখক এর গল্প। খুব সুন্দর গল্পপাঠ। মন ছুঁয়ে গেল

  • @ABOKASHEDEBJANI
    @ABOKASHEDEBJANI 3 ปีที่แล้ว +1

    খুবই ভাল লাগল গল্প টা শুনতে সেই কবে পড়েছিলাম । আর এই গল্প নিয়ে অনেক আগেই সিনেমা হয়েছে নিমন্ত্রণ । সন্ধ্যা রায়,অনুপকুমার কি অনবদ্য অভিনয়।

    • @BengaliClassicsByArnab
      @BengaliClassicsByArnab  3 ปีที่แล้ว

      Eta Amar nijer bhisn priyo ekta golpo,r cinema tao bhison priyo❤️

  • @tapasriganguly2132
    @tapasriganguly2132 3 ปีที่แล้ว +3

    অদ্ভুত অসাধারণ সুন্দর। অসাধারণ উপস্থাপনা। সাধু সাধু।

  • @anneshasscribbleworld
    @anneshasscribbleworld 3 ปีที่แล้ว +2

    Sandhya Ray , Anup Kumar obhinito Kumudini movie ta ei golpti obolombone . Ki darun obhinoy❤ Sandhya Ray jeno sotti Bibhutibhushan Bandopadhyay er Kumudini 🙏
    Golpoti poreochi, r aaj sunlam. Shune Sei ek buk er modhye chin chine anubhuti ter pelam . Darun uposthapana apnader 👍

  • @sudiptachowdhury8821
    @sudiptachowdhury8821 3 ปีที่แล้ว +3

    Ei golpo ta shune amar sudhu Anup Kumar, Sandhya Roy o Nandini malyar golay dure kothay dure dure gaan ta mone pore gelo. Khub sundor

  • @tapasroy39
    @tapasroy39 3 ปีที่แล้ว +1

    খুব সুন্দর উপস্থাপনা, আর আপনার অনবদ্য কণ্ঠস্বর. গল্পটা শুনতে শুনতে চোখ ভিজে গেল. ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গল্প শোনানোর জন্য.

  • @LifeLineA
    @LifeLineA 3 ปีที่แล้ว +13

    খুবই ভালো লেগেছে গল্পটি,,,দাদা রবীন্দ্রনাথ ঠাকুরের "অপরিচিতা" গল্পটি শোনানোর জন্য অনুরোধ রইল 🥰

  • @kaushikkarmakar4334
    @kaushikkarmakar4334 2 ปีที่แล้ว +1

    Khub bhalo legeche...... osadharon choto golpo.

  • @nitika521
    @nitika521 3 ปีที่แล้ว +9

    আপনার কন্ঠে পথের পাঁচালী গল্পটি শোনার ইচ্ছে রইল।।।
    এই গল্পটি অসাধারণ ❤❤

  • @deepmondal2279
    @deepmondal2279 3 ปีที่แล้ว +1

    Khub bhalo laglo... Thanks you @Bengali Classics by Arnab.

  • @tanmoysasmal3411
    @tanmoysasmal3411 3 ปีที่แล้ว +3

    Khub valo laglo arnabda, tomar konthe golpo sona akon ovvase dariyeche,

  • @pinkysaha8507
    @pinkysaha8507 3 ปีที่แล้ว +1

    Nimontron cinema ta dekhe chilam,Anil chattarjee,Sandhya roy,Nandini maliya abjinito.Asadharan golpo ebong cinema.

  • @tanima2607
    @tanima2607 2 ปีที่แล้ว +13

    'মনে খুব পড়তো না... কিন্তু এ কথাও ঠিক যে এখন এমন মনে পড়ছে, যে সুরমা ও জামালপুর অস্পষ্ট হয়ে গিয়েছে।'
    "তোমার যা কিছু সব সামনে। চোখের আড়াল হলেই আর মনে থাকে না..."
    মানুষের স্বভাব ও মনের সুক্ষ জটিলতা গুলোকে কত সহজ অথচ সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে!

  • @tamannanandi5236
    @tamannanandi5236 3 ปีที่แล้ว +2

    Amader charpashe anek Hiru - Kumi...
    Valobasara valo thakuk. Khub e valo laglo...

  • @sanghamitraguhaneogi5650
    @sanghamitraguhaneogi5650 3 ปีที่แล้ว +3

    এমন একটা রুচিসম্মত গল্পের জন্য মন আনচান করে।

  • @shyamalbhattacharyya1607
    @shyamalbhattacharyya1607 3 ปีที่แล้ว +2

    অব্যক্ত প্রেমের মরমী কাহিনী হৃদয় ছুঁয়ে যায় । পরিবেশনা অতি সুন্দর ।

  • @laxmibhadra9246
    @laxmibhadra9246 3 ปีที่แล้ว +3

    গল্পটা খুব সুন্দর আর আপনি এত সুন্দর করে গল্প পাঠ করেন ❤️ দিন দিন তো আপনার কন্ঠের প্রেমে পড়ে যাচ্ছি❤️❤️❤️❤️

  • @আমরিবাংলাভাষা-ষ৯হ
    @আমরিবাংলাভাষা-ষ৯হ 3 ปีที่แล้ว +1

    সব অসম্ভব সুন্দর। শুধু আবেগে শব্দের শেষে ট গুলো ঠ হয়ে যায়। এই গল্পে আড়ষঠ কানে বাধল। কিছু মনে করো না ভাই। আমি চাই তুমি সর্বাঙ্গ সুন্দর উপস্হাপন করো। ভালো বাসা নিও। ভালো থেকো।

    • @BengaliClassicsByArnab
      @BengaliClassicsByArnab  3 ปีที่แล้ว +1

      Ami nischoi chesta korbo sudhre nite,onek dhonnobad gothonmulok somalochonar jonno🌼🌼

    • @আমরিবাংলাভাষা-ষ৯হ
      @আমরিবাংলাভাষা-ষ৯হ 3 ปีที่แล้ว

      @@BengaliClassicsByArnab আমি শুধু গঠন মূলক সমালোচনা পছন্দ করি। শুধু বাহবা বা হাততালি দিয়ে এগিয়ে দেওয়া যায়না, থামিয়ে দেওয়া হয়। একজন শিক্ষক হয়ে সেটা কোনদিন করতে পারিনি, আজকেও পারলাম না। তোমার reply ভালো লাগলো।

  • @desirediary
    @desirediary 3 ปีที่แล้ว +8

    বসে বসে সেই হীরুদাকে মিস করছি যে কোনোদিন আমার ছিল না 😔😔😔

  • @soumilidas3513
    @soumilidas3513 3 ปีที่แล้ว +2

    Background music অসাধারণ, বিশেষ করে গ্রামে ফেরার অংশটায়। যখন ওই উক্তি, "আমার কথা মনে পড়তো হিরুদা ?" ....ওই feelings টাই অন্যরকম, এক কথায় সম্পুর্ন অনবদ্য🌼 আর তাছাড়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর গল্পের শেষ অংশগুলো সত্যিই অসাধারণ হয়।

  • @cheersgirltulip8277
    @cheersgirltulip8277 3 ปีที่แล้ว +3

    Darun Story Ta Khub Sundor Etao Amar Pora Ache Sotti Tumi Asadharon Story Gulo Ke Abar Firiye Ancho Amar Khub Valo Lagche 😊🥰

  • @shampamete2365
    @shampamete2365 3 ปีที่แล้ว

    একটা বাংলা সিনেমা দেখেছিলাম,, সম্ভবত নিমন্ত্রণ একদম এক গল্প,,,খুব ভাল লাগল

  • @ABOKASHEDEBJANI
    @ABOKASHEDEBJANI 3 ปีที่แล้ว +3

    Arnab vai tomar golpo sonano khub valo lagloo 👌

  • @sumanachakraborty8918
    @sumanachakraborty8918 3 ปีที่แล้ว +1

    Onekdin bade akta sundor golpo sunlam. Mormosporshi. Moner mil tai mil. Bayrer mil besidin thake na.

  • @shibaniparui860
    @shibaniparui860 3 ปีที่แล้ว +3

    Galpo sunte sunte hariye gachilam none hay samne dekte pachee ❤❤❤

  • @AkhisCraft
    @AkhisCraft 2 ปีที่แล้ว

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মানেই অসাধারণ। খুবই ভালো লাগলো। অসাধারণ আপনার কণ্ঠস্বর।

  • @santubiswas9701
    @santubiswas9701 3 ปีที่แล้ว +7

    দাদা প্রতি সপ্তাহের মতো সেরা, অত্যন্ত প্রিয় একটা গল্পঃ ❤️
    আর তোমার সেরা পরিবেশন করার কৌশল 🥰😍
    আহা ☺️😊.... আর কিছু চাই না
    ❤️❤️

  • @reshmasen7997
    @reshmasen7997 3 ปีที่แล้ว +1

    Moner miltai anek besi mistti. Boro gobhir. Tomar golpo bola khub sundar.khub valo laglo

  • @tanushreesingha3127
    @tanushreesingha3127 3 ปีที่แล้ว +5

    আহা অসাধারণ ❤❤লাগলো.... আর দাভাই তুমি তো সবসময়ই জাস্ট অসাধারণ ❤❤❤ আজও তার ব‍্যাতিক্রম নয়.. তবে গপ্পটা শুনতে শুনতে মনটা এত্তু এত্তু খারাপ ও হয়ে গেলো😐😐......

  • @susmitabiswas8957
    @susmitabiswas8957 3 ปีที่แล้ว +1

    Osadharon. Monta chhuye gelo

  • @sapadutta9816
    @sapadutta9816 3 ปีที่แล้ว +3

    Tumi khub sundor golpo bolo.amar Tomar kontho khub valo Laga agiya jao pasa thakbo 😊

  • @KM-bc7xu
    @KM-bc7xu 3 ปีที่แล้ว +2

    👍 দারুন গল্প পাঠ মন ছুঁয়ে গেলো অনেক পুরোনো কথা মনে পড়ে যায় ধন্যবাদ ॥

  • @bebichowdhury1850
    @bebichowdhury1850 3 ปีที่แล้ว +3

    Khub bhalo laglo❤

  • @ujjwalgarai9701
    @ujjwalgarai9701 3 ปีที่แล้ว +1

    খুব সুন্দর খুব ভাল একটি গল্প মন ছুঁয়ে গেল

  • @darksoulee5
    @darksoulee5 3 ปีที่แล้ว +3

    Just অনবদ্য। ভীষণ ভালো লাগলো ❤️❤️

  • @ayesahossain7239
    @ayesahossain7239 ปีที่แล้ว

    যা ফিরে পাওয়া যাবে না তার কেন মন আকুপাকু করে , গল্প টি শুনে আমার মনে হলো, অপূর্ব গল্প পঠন।😪

  • @moureenshabnam169
    @moureenshabnam169 3 ปีที่แล้ว +3

    দারুন 😊😊😊

  • @mou-t3b
    @mou-t3b 3 ปีที่แล้ว

    মনটা ভারাক্রান্ত হয়ে গেলো । বড্ড ভালো গল্প । বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় , ওনার গল্প এককথায় অনবদ্য👌👌

  • @mamanidas2801
    @mamanidas2801 3 ปีที่แล้ว +4

    Apnar voice a jno golpo ta cinema r mto futa utlo.. darun ...

  • @ritumahajan3207
    @ritumahajan3207 2 ปีที่แล้ว +1

    Asompurno valobasa sorbokaler srestho 💙💙💙💙

  • @moumitadey3703
    @moumitadey3703 3 ปีที่แล้ว +67

    আদর্শ হিন্দু হোটেল এর জন্য অনুরোধ রইল।

  • @Kiyansh609
    @Kiyansh609 3 ปีที่แล้ว +1

    Sotti khub sundor