আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আপনার কথা শুনে এবং ভিডিও দেখে অনেক ভালো লেগেছে সেজন্য আপনার কথার উপর নির্ভর করে দারাজে একটা অর্ডার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ।।
অলাইকুম আসসালাম। এটা ছোটখাটো কাজের জন্য চমৎকার একটি সোলার সিস্টেম, নিশ্চিন্তে নিতে পারে। তবে আপনার এক্সপেক্টেশন যদি অনেক বড় হয় তাহলে এটা পূরণ করতে পারবে না।
ধন্যবাদ। এটা দারাজ অনলাইন প্লাটফর্মে সহজেই অর্ডার দিয়ে ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন। ক্রয় করার একাধিক লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভিডিও নিচে more অপশন এ ক্লিক করলেই পেয়ে যাবেন।
আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। আমিও এটা ঘাটাঘাটি করে যা বুঝলাম এটাতে সব ভালো কম্পনেন্ট ব্যবহার করা হয়েছে তবে USB ক্যাবল টা আরেকটু ভালো কোয়ালিটির দিলে ভালো হতো। সমস্যা নাই, আমি আমার মোবাইলের অরিজিনাল ক্যাবল ব্যবহার করছি।
@shamiulislam3994 ভিডিও টাইটেল এ দাম দিয়ে দিয়েছি ভাইয়া। এটা দারাজ এ 5W PV লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে প্রোডাক্ট লিংক দিয়ে দিয়েছি।
ভাই আপনার প্রেজেন্টেশনটা খুব ভাল লেগেছে কিন্তু this is Shahin your host and you are watching technology bangla. এর বাংলা টুকু যদি বলতেন তাহলে বুঝতে সুবিধা হত | ধন্যবাদ |😊
আস্সালামু আলাইকুম ভাই ভাই আপনার ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো।আচ্ছা ভাই এই ৫ ওয়াট সোলার পেকেজ দিয়ে একটা ইউ এস বি ফ্যান ফুল চার্জে কতোখন চলবে যদি জানিয়ে সহযোগিতা করতেন।
এটি আমি কিনেছিলাম ভাইয়ের এড দেখে। পাওয়ার পরে দেখি একটি বাল্ব খারাপ এবং যে ব্যাটারিটি দিয়েছে সেটি একেবারে ডিসচার্জ অবস্থায় বসে গেছে।চার্জ উঠানো যায় নি।
আসলে এটা খুব ছোট্ট একটি সোলার সিস্টেম, কারেন্ট চলে গেলে চার্জার লাইট হিসেবে ভালো কাজ করে। আপনার এক্সপেক্টেশন যদি অনেক বেশি না হয় তাহলে এটা আপনাকে বেশ ভালো স্যাটিসফাই করবে। ভিডিও ডিসক্রিপশনে দারাজ থেকে ক্রয় করার লিংক দেওয়া আছে। ক্রয় করার আগে দারাজ এর ক্রেতাদের রিভিউ গুলো ভালো করে পড়বেন। এছাড়াও দারাজ এ ৭ থেকে ১৪ দিনের রিটার্ন পলিসি থাকে। এর মধ্যে যদি কোন সমস্যা খুঁজে পান তাহলে সরাসরি রিটার্ন করে দিবেন।
ওটাতে লো কাট, হাই কাট এগুলো আলাদাভাবে সিলেক্ট করার দরকার নাই। পানি ব্যাটারির জন্য ব্যাটারি টাইপ FLD সিলেক্ট করে দিলে সে নিজেই হাই-কাট লো-কাট এগুলো নির্ধারণ করে নিবে।
I bought this USB fan 2 years ago from Daraz. Recently maybe it is not available but you can buy similar type USB fan from Daraz by searching "USB Fan". Please use this keyword for searching in Daraz.
ওটা দারাজ থেকে দুই বছর আগে কিনেছিলাম। ইদানিং ওটা দারাজ এ পাচ্ছি না। আপনি দারাজ এ USB Fan লিখে সার্চ দিলে এই ধরনের অন্য আরো অনেক কোম্পানির দামি ও কমদামী ফ্যান পেয়ে যাবেন।
পর্যাপ্ত রোদ না পেলে চার্জ হবে না। চার্জিং ইন্ডিকেটর ছাড়াও রোদের তীব্রতা কতটুকু সেটারও ইন্ডিকেটর এটার ভিতরে আছে। তাই সহজেই বুঝতে পারবেন বারান্দায় বা জানালার পাশে চার্জ হচ্ছে কিনা।
ফুল সেট ১৫০০ টাকার মতন। এই ভিডিওর ডেসক্রিপশনে ক্রয় করার লিংক দেওয়া আছে। দারাজের হোম ডেলিভারি সিস্টেম এর মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিওর নিচে more অপশন এ ক্লিক করলে ক্রয় করার লিংক পেয়ে যাবেন।
ক্যাবল সব সাথেই দেওয়া আছে, তবে প্যানেল টা যদি ছাদে সেট করতে চান সে ক্ষেত্রে আরেকটু ক্যাবল সংযুক্ত করতে হতে পারে। লাইটগুলো ঘরের মধ্যে সুন্দরভাবে সেট করতে পারবেন ভিতরে যথেষ্ট পরিমাণে ক্যাবল দেওয়া আছে।
এর সাথে ইনক্লুডেড লাইট গুলো জ্বালানোর জন্য ঠিক আছে। এগুলোতো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি তাই আকারে ছোট হলেও পাওয়ার মোটামুটি ভালই থাকে। তবে অন্য ভারী কিছু চালানো যাবে না।
হ্যাঁ রিসেন্টলি অনেকগুলো অর্ডার আসার কারণে দারাজ স্টক আউট দেখাচ্ছে। আমি অনেকগুলো লিঙ্ক শেয়ার করেছি এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিংক আবার একটু চেক করুন। সম্ভবত কোনো একটা লিংক এ avaliable থাকার কথা। তারপরেও যদি না থাকে তাহলে ওয়েট করতে হবে। ওরা আবার রিস্টক করবে কিছুদিন পর। অন্য কোথাও এটা পাইনি।
এটা অনেক আগে কিনেছিলাম। প্রাইস সম্ভবত ১০০০ টাকার আশেপাশে ছিলো। তবে এর থেকেও সুন্দর সুন্দর ফ্যান এখন বের হয়েছে যেটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন।
ব্যাটারি টাইপ এবং ব্যাটারি ভোল্টেজ যদি সেম হয় তাহলে সমস্যা হবে না। যদি অন্য কেমিস্ট্রির ব্যাটারি ব্যবহার করা হয় অথবা ভোল্টেজে গরমিল হয় তাহলে সমস্যা হবে।
এটা দারাজ অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে পারবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ক্রয় করার লিংক দিয়ে দিয়েছি। এই ভিডিওর নিচে more অপশন এ ক্লিক করলে পেয়ে যাবেন।
এই ভিডিও টাইটেলটাই তো মূল্য উল্লেখ করে লেখা। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকগুলোতে ক্লিক করলে মূল্য শহ ডিটেলস ইনফরমেশন জানতে পারবেন। ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন।
ভাইয়া আপনি এনে দিতে পারবেন, যদি দিতেন তাহলে অনেক উপকার হত, কারন আমি কি ভাবে আনতে হয় তা জানিনা, আর আমি দেশেও নেই তবে এক মাস পরে আসবো, আমি আপনার সব ভিডিও দেখি অনেক ভালো লাগে
ভাইয়া আমি তো এগুলো সেল করি না, আমি এগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করি আর আপনাদের সাথে এগুলোর ভালো-মন্দ শেয়ার করি। এই ভিডিও ডেসক্রিপশনে আমি এটা ক্রয় করার লিংক দিয়ে দিয়েছি। ভিডিওর নিচে More অপশনে ক্লিক করে দেখেন লিংকটা পেয়ে যাবেন। তারপরও যদি ক্রয় করতে সমস্যা হয় আপনি দেশে এসে আমাকে জানিয়েন আমি ব্যবস্থা করে দিব।
দাদা আমার আগে একটা পঁচাশি ওয়ার্ডের প্লেট ছিল সেই ছেলেটি এখন আর আগের মতন ব্যাটারি চার্জ করতে পারে না এখন কি ড্রাইভার পাঠালে ভালো হবে না কি করতে হবে জানিয়ে দিলে প্রকৃত
আগে চেক করতে হবে প্যানেল টা ঠিকমতো আউটপুট দিচ্ছে কিনা। আবার এমনও হতে পারে ব্যাটারিটি দুর্বল হয়ে গিয়েছে। ভালো করে এগুলো চেক না করে বলা যাবে না কোথায় সমস্যা। আপনি নিজেও একটু এগুলো চেক করে সমস্যাটা বের করতে পারেন।
ভাই একটু সাজেশন দিতেন যদি,, আমি ২০০০ ওয়াট সোলার সিস্টেম ইনস্টল করতে চাই এবং তা সরাসরি শুধু দিনের বেলায় ব্যবহার করতে চাই।কোনো ধরনের ব্যাটারি নিতে চাচ্ছি নাহ।তবে এখানে লোডশেডিং হয়। কিভাবে কি করলে কোন টা কিনলে ভালো হয়?আর কত টাকা লাগতে পারে একটা হিসেব দিতে পারলে ভালো হয়।আপনি অভিজ্ঞ মানুষ।তাই আপনার কারছে প্রশ্ন করলাম প্রিয় ভাই।
ব্যাটারি ছাড়া সোলার সিস্টেম করতে চাইলে Growatt বা H-Invert টাইপের ইনভার্টার ব্যবহার করতে হবে। অনেকগুলো প্যানেল সিরিজে সংযুক্ত করে VOC 200 ভোল্ট এর উপরে উঠাতে হবে তাহলে এগুলো খুব সুন্দর ভাবে ব্যাটারি ছাড়াই গ্রিড ও সোলার শেয়ার করে দিনের বেলায় আপনার ঘরের জিনিসপত্র চালাতে পারবে কিন্তু আপনি লোডশেডিং এর সময় কোন ব্যাকআপ পাবেন না। এসব সিস্টেমের একটা সমস্যা আছে, সেটা হলো দিনের বেলায় আবহাওয়া খারাপ থাকলে যখন সোলার থেকে ঠিকমতো পাওয়ার পায়না এবং লোডশেডিং এর কারণে গ্লিডে বিদ্যুৎও পায় না তখন ভদ্রভাবে শাটডাউন হলেও কখনো কখনো আবার দেখা যায় এবনরমাল শাটডাউন হয়। এমন হলে ঘরের জিনিসপত্র এবং ইনভার্টার নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সাজেশন দিব এটার সাথে অন্তত ছোট বা পুরাতন ব্যাটারি ব্যবহার করবেন। এতে কারেন্ট চলে গেলেও কিছুটা ব্যাকআপ পাবেন আবার অ্যাবনরমাল শাটডাউন এর ভয় থাকবে না। প্রাইস নির্ভর করছে আপনি কোন কোম্পানির প্যানেল কিনবেন, কেমন স্ট্রাকচার ইন্সটল করবেন ইত্যাদির উপরে। গ্রো ওয়াট নিলে শুধু মেশিনের দাম প্রায় এক লাখ টাকা। ইন্টারন্যাশনাল প্যানেল গুলো ২৮ থেকে ৩৫ টাকা ওয়াটের মধ্যেই পেয়ে যাবেন। আসলে এগুলো জিনিসের দাম বিক্রেতা ভেদে অনেক কম বেশি হয়ে থাকে। আপনি কয়েকজনের সাথে কথা বলে যাকে বিশ্বস্ত বেশি মনে হবে তাকে কাজটা দিতে পারেন।
হ্যাঁ এটা আর একটু বড় পাওয়া যায়। এটা ৫ ওয়াট সাথে দুই লাইট আরেকটা পাওয়া যায় ১০ ওয়াট, সেটা তিন লাইট, প্যানেল আরেকটু বড়, ব্যাটারি আরেকটু বড় এবং সাথে এফএম রেডিও আছে।
দারাজ এ USB Fan লিখে সার্চ দিলে এই ধরনের অনেক ফ্যান পেয়ে যাবেন। ২০০ টাকা থেকে শুরু করে অনেক দামী দামী ফ্যান আছে। আপনার পছন্দমত যেকোনোটা অর্ডার দিতে পারেন। তবে অবশ্যই অর্ডার দেওয়ার আগে রিভিউ ভালো করে পড়ে নিবেন।
নরমালি এটার ব্যাটারি এক্সট্রা পাওয়া যায় না। তবে দারাজ এ সেম ভোল্টেজ এর লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি খুঁজে এটা রিপ্লেস করা যাবে। তাছাড়া এই ধরনের লিথিয়াম আয়রণ ফসফেট ব্যাটারি সহজে নষ্ট হয় না, নরমাল লেড এসিড অথবা নর্মাল লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় এটার আধুনিক LiFePO4 ব্যাটারি অনেক বেশি লাইফ সাইকেলের হয়ে থাকে।
আচ্ছা ভাইয়া যদি আমি 20 ওয়াটের সোলার প্যানেল কিনি সরাসরি 5 ইঞ্চির একটি ফ্যান চালাবো তাহলে কি সোলারের ক্ষতি হবে মানে ব্যাটারি ছাড়া দয়া করে জানাবেন ভাইয়া😢😢
না এটায় ডায়োড লাগানো দরকার নেই। যেহেতু এটা আরও প্যানেলের সাথে সংযুক্ত করার দরকার নাই তাই বাইপাস কারেন্ট ফ্লো এর সম্ভাবনা নাই। এছাড়াও মূল ডিভাইসটা তে রিভার্স কারেন্ট ফ্লো ব্লক করা আছে।
একটা লাইট লো ব্রাইটনেছে চালালে 22 ঘন্টা ব্যাকআপ দিবে উল্লেখ করা আছে কিন্তু রিয়েল লাইফে আমি ২/৩ ঘন্টা কম পেয়েছি। USB ফ্যান চালালে ২ ঘণ্টার মত ব্যাকআপ পাওয়া যেতে পারে।
ফ্যানটা দুই বছর আগে কিনেছিলাম এখন আর বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। তবে একই কোম্পানির আরো উন্নত মডেল এসেছে। এই ভিডিওর ডিসক্রিপশনে ক্রয় করার লিংক দিয়ে দিয়েছি। ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন।
আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে ২য় গ্রেডের প্যানেল যেমন ফরচুন, Aiton, জেনেটিক, সানশাইন নিতে পারেন। মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না। আর একটু বড় ধরনের প্রজেক্ট করতে চাইলে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন। যেমন: JA, Jinko, Trina, Longi, REC etc. নোট: মার্কেটে কিন্তু ইন্টারন্যাশনাল নকল প্যানেলের ছড়াছড়ি তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে।
অলাইকুম আসসালাম, জ্বি ভালো আছি। ঠিক আছে ওই প্যানেলটা আমি রিভিউ দেওয়ার চেষ্টা করবো তবে সুপারস্টারের ২০০ ওয়াট মনো প্যানেল রিভিউ দিয়েছি অলরেডি। এই চ্যানেলে পেয়ে যাবেন।
আমি হেমকো সোলার প্যানেল নিয়েছি কিন্তু এক থেকে দুই বছরের মধ্যে দেখা যায় প্রতিটা ছেলের উপরে শর্ট শর্ট হয়ে গিয়েছে এটা কিসের জন্য হতে পারে যদি একটু জানাতেন
আমি যতটুকু শুনলাম দারাজ এ গতকালকে স্টক শেষ হয়ে গিয়েছে। আবার স্টক যখন হবে তখন অর্ডার দিতে পারবেন। আর আমি অনেকগুলো লিংক শেয়ার করেছি এই ভিডিওর ডেসক্রিপশনে, সবগুলো চেক করে দেখুন কোনোটাতে অন্তত রিস্টক হয়েছে কিনা।
হ্যাঁ যাবে। তবে ফুল চার্জ করবেন এমনটা আশা করা উচিত হবে না কারণ এটার ব্যাটারি স্মার্টফোনের ব্যাটারির চেয়েও কম ক্যাপাসিটির। জাস্ট ইমারজেন্সি প্রয়োজনে কিছুটা চার্জ দেওয়া যাবে।
@@TechnologyBanglaShahin সে ক্ষেত্রে স্মার্ট ফোনের কি কোন সমস্যা হতে পারে? বাটন ফোনের তো সমস্যা হওয়ার কথা না? ধরেন যদি এলাকাতে কারেন্ট না থাকে সেক্ষেত্রে যদি সূর্যের আলোতে সোলার প্যানেল রেখে চার্জ দিলে কি স্মার্ট ফোনে ফুল চার্জ হওয়ার সম্ভাবনা আছে তা সে যতই দেরি হোক?
আমি এটা দিয়ে ফোন চার্জ দেই, আমি এখনো কোনো সমস্যা ফেস করিনি। এর আউটপুটটা কোয়ালিটি সম্পন্ন মনে হয়েছে। হ্যাঁ এটা সোলারে চার্জিং অবস্থায় এটা দিয়ে ফোন চার্জ দিতে পারেন, সে ক্ষেত্রে সারাদিনে ফুল চার্জ হওয়ার সম্ভাবনা আছে।
@@TechnologyBanglaShahin এই ভিডিওতে আপনি যে প্যাকেজের রিভিউ করেছেন এরকম কিংবা এর থেকে ভালো আর কোনটা নেওয়া যেতে পারে যেটা দিয়ে ফোন এর থেকে আর একটু ভালোভাবে চার্জ দেওয়া যাবে?
এটার আরেকটু বড় ভার্সন আছে, সেটায় একটু বড় 3000mah ব্যাটারি আছে যা দিয়েও ফুল চার্জ করাটা একটু ডিফিকাল্ট। আপনি ছোটখাটো একটা সোলার সিস্টেম করে নিতে পারেন যেটা দিয়ে মোবাইল ফুল চার্জ দেওয়া যাবে। এছাড়াও দারাজ এ কিছু ফোল্ডেবল সোলার মোবাইল চার্জার পাওয়া যায়, ওগুলো ভালো কাজ করে। তবে ছোটখাটো কিছু মোবাইল পাওয়ার ব্যাংক আছে যেগুলো ভুলেও কিনবেন না।
যদি সেম টাইপের এবং সেম ভোল্টেজ এর আরো বেশি Ah এর ব্যাটারি সংযুক্ত করা যায় তাহলে ব্যাকআপ আরো বাড়বে। আমার USB টেস্টারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এম্পিয়ার মাপতে পারিনি, আরেকটা অর্ডার দিয়েছি, কয়েকদিন পর হাতে পাবো। ৩/৪ দিন পর আমাকে নক দিলে আমি বলতে পারবো USB টা একুরেট কত এম্পিয়ার আউটপুট দেয়।
আমার জানামতে ওটা মার্কেটে এভেলেবেল নয়। আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে মিড রেঞ্জের প্যানেল যেমন ফরচুন, জেনেটিক, সানশাইন, লং রান, আলো ইত্যাদি নিতে পারেন। মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না। আর বড় সেট আপ করতে চাইলে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন, এগুলো দামে কম হলেও মান খুবই ভালো। যেমন: JA, Jinko, Trina, Longi etc. নোট: মার্কেটে কিন্তু ইন্টারন্যাশনাল নকল প্যানেলের ছড়াছড়ি তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে।
ফ্যানের এই মডেলটা স্টক আউট হয়ে গিয়েছে। এই কোম্পানির আরো নতুন মডেল এসেছে সেগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভিডিওর নিচে more অপশন এ ক্লিক করলে পেয়ে যাবেন।
হ্যাঁ টোটাল পাঁচটা লাইট লাগানোর অপশন আছে। কিন্তু এক্সট্রা লাইট কোথাও ক্রয় করার জন্য পেলাম না। অবশ্য নিজেরা বাজার থেকে অন্য লাইট কিনে কানেকশন মডিফাই করে নেওয়া যাবে।
আসলে আমি তো এগুলো সেল করি না ভাইয়া। আমি শুধু এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করি আর আপনাদের জন্য ভিডিও বানিয়ে শেয়ার করি। আপনার এলাকায় যেখানে ব্যাটারি সেল করা হয় সেখানে গিয়ে বলবেন রহিম আফরোজ সোলার ব্যাটারী এনে দিতে। এছাড়াও খোঁজ নেওয়ার চেষ্টা করবেন আপনার এলাকায় রহিম আফরোজ এর ডিলার কে আছে। প্রয়োজনে রহিম আফরোজ গুগলে সার্চ দিয়ে বা ফেসবুকে সার্চ দিয়ে বের করে ওদের হেল্পলাইনে কথা বলে জিজ্ঞেস করবেন যে আপনার এলাকায় কিভাবে বা কার কাছ থেকে রহিম আফরোজ ব্যাটারি ক্রয় করা যায়।
ভাই হামকো এক ডিলারের মাধ্যমে পঞ্চান্ন এম্পিয়ার একটা ব্যাটারি অর্ডার দিয়েছিলাম সে আমাকে দিয়েছে বেটারের ৬ মাস মেয়াদ শেষ হয়ে গেছে ঐ ব্যাটারি দিয়েছিলো সে আমাদের এলাকার ডিলার ছিল আর আমি বাড়ি থাকি না আমি বাহিরে থাকি মালয়েশিয়া এইজন্য আপনাকে বলছিলাম ভাইয়া আপনার ভিডিও গুলো সব সময় দেখি এবং ভালো লাগে
ভিডিওর মূল টাইটেল টাই তো প্রাইস উল্লেখ করে লিখেছি ভাইজান। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে প্রোডাক্ট এর লিংক এ ক্লিক করলে প্রাইস সহ সব ধরনের ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। ভিডিওর নিচে more অপশন এ ক্লিক করলে পেয়ে যাবেন। একটু বেশি করে লাইক দিয়ে দিয়েন ভাইজান।
এটা দশ ওয়াট পর্যন্ত পাওয়া যায়। এই ভিডিওর ডিসক্রিপশনে সব কয়টা ওয়াট ক্রয় করার লিংক দেওয়া আছে। তবে এর চেয়ে বড় চাইলে এটা না নিয়ে আলাদাভাবে সোলার সেটআপ করে নিতে পারেন।
দের হর্স পাওয়ার মটর চালানোর জন্য যে ইনভার্টারটা ব্যবহার করবেন সেটা যেন পিওর সাইন ওয়েভ ও মিনিমাম তিন কিলো ওয়াট হয়। যদি অনেকক্ষণ চালান তাহলে এটার সাথে সোলার প্যানেল মিনিমাম আড়াই হাজার ওয়াট লাগবে। আর যদি অল্প সময়ের জন্য চালান তাহলে কিছুটা কম প্যানেলেও হবে কারণ তখন ব্যাটারির সাথে শেয়ার করলে সমস্যা হবে না।
আপনি ভিতরের জিনিসগুলো ভালো করে পর্যবেক্ষণ করুন। যেমন: প্যানেল, কন্ট্রোলার, বাল্ব ও বিশেষ করে ভিতরে দেখুন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি (LiFePO4) দেওয়া আছে কিনা। যদি এগুলো ঠিকঠাক মিল পান তাহলে হয়তো প্যাকেট নতুন/চেঞ্জ করা হয়েছে। আর যদি অমিল পান তাহলে নকল হতে পারে।
এটি কোথায় থেকে পাওয়া যাবে?
এটা দারাজ থেকে ক্রয় করতে পারবেন। ক্রয় করার একাধিক লিংক এই ভিডিওর ডিস্ক্রিপশনে দেওয়া আছে।
কোন লিঙক পাচ্ছি না@@TechnologyBanglaShahin
ভালো।
এই ভিডিওর নিচে দেখবেন more লেখা আছে ওখানে ক্লিক করলে লিংক গুলো পেয়ে যাবেন।
আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন,
আপনার কথা শুনে এবং ভিডিও দেখে অনেক ভালো লেগেছে সেজন্য আপনার কথার উপর নির্ভর করে দারাজে একটা অর্ডার দিতে যাচ্ছি ইনশাআল্লাহ।।
অলাইকুম আসসালাম। এটা ছোটখাটো কাজের জন্য চমৎকার একটি সোলার সিস্টেম, নিশ্চিন্তে নিতে পারে। তবে আপনার এক্সপেক্টেশন যদি অনেক বড় হয় তাহলে এটা পূরণ করতে পারবে না।
❤ অসাধারণ সুন্দর প্রোডাক্ট
হ্যাঁ প্রোডাক্টটা বেশ ভালই।
ভিডিও টি খুব ভালো লাগলো,
মার্কেট পাওয়া গেলেই ভালো।
ধন্যবাদ। এটা দারাজ অনলাইন প্লাটফর্মে সহজেই অর্ডার দিয়ে ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন। ক্রয় করার একাধিক লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভিডিও নিচে more অপশন এ ক্লিক করলেই পেয়ে যাবেন।
ভাই আমি কিনেছি ১ বছর আগে দারাজ থেকে অনেক ভালো সার্ভিস দিচ্ছে।
আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। আমিও এটা ঘাটাঘাটি করে যা বুঝলাম এটাতে সব ভালো কম্পনেন্ট ব্যবহার করা হয়েছে তবে USB ক্যাবল টা আরেকটু ভালো কোয়ালিটির দিলে ভালো হতো। সমস্যা নাই, আমি আমার মোবাইলের অরিজিনাল ক্যাবল ব্যবহার করছি।
কত টাকায় কিনেছেন ভাই।
@shamiulislam3994 ভিডিও টাইটেল এ দাম দিয়ে দিয়েছি ভাইয়া। এটা দারাজ এ 5W PV লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে প্রোডাক্ট লিংক দিয়ে দিয়েছি।
ভাই আমাকে একটা দিতে পারবেন
@mokbulhossain349 হ্যাঁ ভাই এই ভিডিওর ডেসক্রিপশনে এটা ক্রয় করার লিংক দিয়ে দিয়েছি।
Darun lagse vai.bikroy kora jabe vai?
এটা ক্রয় করার অনেকগুলো লিংক ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ভাই।
ভাই আপনার প্রেজেন্টেশনটা খুব ভাল লেগেছে কিন্তু this is Shahin your host and you are watching technology bangla. এর বাংলা টুকু যদি বলতেন তাহলে বুঝতে সুবিধা হত | ধন্যবাদ |😊
আপনার মতামত জানানোর জন্য ধন্যবাদ 😊
ভাই এই বালগুলো ১২ ভোল্ট ব্যাটারি দিয়ে চালাতে পারবো
@@atikkhan8844
এই গুলু পারবেন না
তবে ১২ ভোল্টের পাবেন
আস্সালামু আলাইকুম ভাই ভাই আপনার ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো।আচ্ছা ভাই এই ৫ ওয়াট সোলার পেকেজ দিয়ে একটা ইউ এস বি ফ্যান ফুল চার্জে কতোখন চলবে যদি জানিয়ে সহযোগিতা করতেন।
ফুল স্পিডে খুব বেশিক্ষণ চলার কথা না কারণ এটার ভিতর খুব ছোট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বড়জোর এক থেকে দেড় ঘন্টা চলতে পারে।
২ ঘন্টা
অসাধারণ
ধন্যবাদ।
এটি আমি কিনেছিলাম ভাইয়ের এড দেখে। পাওয়ার পরে দেখি একটি বাল্ব খারাপ এবং যে ব্যাটারিটি দিয়েছে সেটি একেবারে ডিসচার্জ অবস্থায় বসে গেছে।চার্জ উঠানো যায় নি।
এডভার্টাইজিং কোয়ালিটি আর বাস্তব কোয়ালিটি ঠিক থাকবে কি ??????
আসলে এটা খুব ছোট্ট একটি সোলার সিস্টেম, কারেন্ট চলে গেলে চার্জার লাইট হিসেবে ভালো কাজ করে। আপনার এক্সপেক্টেশন যদি অনেক বেশি না হয় তাহলে এটা আপনাকে বেশ ভালো স্যাটিসফাই করবে। ভিডিও ডিসক্রিপশনে দারাজ থেকে ক্রয় করার লিংক দেওয়া আছে। ক্রয় করার আগে দারাজ এর ক্রেতাদের রিভিউ গুলো ভালো করে পড়বেন। এছাড়াও দারাজ এ ৭ থেকে ১৪ দিনের রিটার্ন পলিসি থাকে। এর মধ্যে যদি কোন সমস্যা খুঁজে পান তাহলে সরাসরি রিটার্ন করে দিবেন।
ভাইয়া আপনার রিভিউ দেখে একটা powmr 60A controller কিনছি।।কিন্তু পানি ব্যাটারির জন্য লো কাট, হাই কাট কতো সিলেক্ট করবো বুঝতে পারছি না।। প্লিজ একটু জানাবেন আমাকে
ওটাতে লো কাট, হাই কাট এগুলো আলাদাভাবে সিলেক্ট করার দরকার নাই। পানি ব্যাটারির জন্য ব্যাটারি টাইপ FLD সিলেক্ট করে দিলে সে নিজেই হাই-কাট লো-কাট এগুলো নির্ধারণ করে নিবে।
Very informative video
Thank You.
ভাই কিনতে চাই, কয়েকটা কেনার ওয়ে বলেন, স্পেসিফিক দোকান দেখালে আরো ভালো হয়।
Thanks a lot.
You are welcome.
Ata sodo mobile carge iphone,, s24 ultra carge kora jonne neoa jabe ki,,,, ata dia carge korle fhoner battery problem hobe ki kono
Thank you for your service, can we take larger solar panels, what is the cost?
I didn't understand what you mean. Do you want to use large solar panel with this mini solar system?
আমি নিতে চাই এটা কিভাবে নিব। পঞ্চগড় থেকে বলতেছিলাম
এই ভিডিওর ডিসক্রিপশনে ক্রয় করার জন্য দারাজ এর লিংক দেওয়া আছে। ভিডিও নিচে more অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন।
আসসালামু আলাইকুম স্যার, ১৫ এমপিয়ার বেটারীতে ৫,ওয়াট,দুটি লাইট,দুটি,৮" ফেন,৬ঘনটা চালানো যাবে সোলারে
15Ah ব্যাটারিতে এতক্ষণ চলবে না। ব্যাটারি আরও বড় ব্যবহার করতে হবে।
অনেক ধন্যবাদ আপনাকে
Sir, 1fen12",2 light,5waat, kom bajet, pekej hisab miliey diben koto taka asbe ki ki lagbe, 6/7gonta bekap hole
Plz
Can you tell me the model of the usb fan that you used to test, and where to get it ?
I bought this USB fan 2 years ago from Daraz. Recently maybe it is not available but you can buy similar type USB fan from Daraz by searching "USB Fan". Please use this keyword for searching in Daraz.
Subscribed ❤
Thank you ❤️
এটা দিয়ে ওয়াইফাই রাউটার আর অনু চলবে ভাই?
না ভাই।
@@TechnologyBanglaShahin ওয়াইফাই রাউটার আর অনু চালাতে কত টাকার মধ্যে প্যাকেজ নেয়া লাগবে, ভাই?
Baseus Mini Fan টা কোন সোর্স থেকে নিয়েছেন ভাইয়া? আমিও একটা নিতে চাই।
ওটা দারাজ থেকে দুই বছর আগে কিনেছিলাম। ইদানিং ওটা দারাজ এ পাচ্ছি না। আপনি দারাজ এ USB Fan লিখে সার্চ দিলে এই ধরনের অন্য আরো অনেক কোম্পানির দামি ও কমদামী ফ্যান পেয়ে যাবেন।
ধন্যবাদ
You are welcome.
এটা বসায় ইনডোরে চার্জ হবে নাকি, প্রতিদিন বাহিরে বের করে রাখতে হবে?
পর্যাপ্ত রোদ না পেলে চার্জ হবে না। চার্জিং ইন্ডিকেটর ছাড়াও রোদের তীব্রতা কতটুকু সেটারও ইন্ডিকেটর এটার ভিতরে আছে। তাই সহজেই বুঝতে পারবেন বারান্দায় বা জানালার পাশে চার্জ হচ্ছে কিনা।
Full set ti moolyo koto? Tangail town e Ki vabe pete pari? Janate onurodh korchhi.
ফুল সেট ১৫০০ টাকার মতন। এই ভিডিওর ডেসক্রিপশনে ক্রয় করার লিংক দেওয়া আছে। দারাজের হোম ডেলিভারি সিস্টেম এর মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিওর নিচে more অপশন এ ক্লিক করলে ক্রয় করার লিংক পেয়ে যাবেন।
এটা কোথায় কিভাবে সেটিংস করবে।তার জন্য এক্সট্রা ক্যাবল লাগবে কি না?
ক্যাবল সব সাথেই দেওয়া আছে, তবে প্যানেল টা যদি ছাদে সেট করতে চান সে ক্ষেত্রে আরেকটু ক্যাবল সংযুক্ত করতে হতে পারে। লাইটগুলো ঘরের মধ্যে সুন্দরভাবে সেট করতে পারবেন ভিতরে যথেষ্ট পরিমাণে ক্যাবল দেওয়া আছে।
ভাইয়া রহিমা আফরোজ এর সোলার প্যানেলের রিভিউ এম্পিয়ার টেস্ট ❤
ঠিক আছে এই প্যানেল আমার হাতে আসলে সাথে সাথে রিভিউ দিয়ে দিব।
ভাই এটা কি অনলাইনে ডেলিভারি দেওয়া হয় জানান
Thanks where is it available.
It is available on Daraz online platform. Buying link given in video description. Please check it.
ভাই এতটুকু ব্যটারী দিয়ে কি ভরসা করা যায়??
এর সাথে ইনক্লুডেড লাইট গুলো জ্বালানোর জন্য ঠিক আছে। এগুলোতো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি তাই আকারে ছোট হলেও পাওয়ার মোটামুটি ভালই থাকে। তবে অন্য ভারী কিছু চালানো যাবে না।
IN INDIA WHAT IT GET & HOW MUCH PRICE KINDLY GIVEN INFORMATION.
At this moment it is only available on daraz online platform in Bangladesh. Buying link is given in this video description.
দারাজ ছাড়া আর কোথাও পাওয়া যাবে ? দাড়াজে তো স্টক আউট দেখায় । কাইন্ডলি জানাবেন। ধন্যবাদ
হ্যাঁ রিসেন্টলি অনেকগুলো অর্ডার আসার কারণে দারাজ স্টক আউট দেখাচ্ছে। আমি অনেকগুলো লিঙ্ক শেয়ার করেছি এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিংক আবার একটু চেক করুন। সম্ভবত কোনো একটা লিংক এ avaliable থাকার কথা। তারপরেও যদি না থাকে তাহলে ওয়েট করতে হবে। ওরা আবার রিস্টক করবে কিছুদিন পর। অন্য কোথাও এটা পাইনি।
Vai 800 w 12v solar er jonno,, koto rm cable valo hobea dc
Solar er cable vinnorokom hoi. 4/6 hoile hobe but panel thake inverter er durotto mathai rakhte hobe..
800W 12V সোলারের জন্য 10 sq mm (10rm) ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করুন।
বাল্ব গুলা কত ওয়াটের? এক্সট্রা এই বাল্বগুলো কোথায় পাওয়া যাবে?
Vai airokom 10 watt bettery koi pabo ?
দারাজ এ সার্চ করে দেখতে পারেন।
Baseus এর ফ্যান টার প্রাইজ কত ভাই..?
এটা অনেক আগে কিনেছিলাম। প্রাইস সম্ভবত ১০০০ টাকার আশেপাশে ছিলো। তবে এর থেকেও সুন্দর সুন্দর ফ্যান এখন বের হয়েছে যেটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন।
এটার সাথে কি আরো ব্যাটারি যোগ করা যাবে।
কোম্পানি এক্সট্রা ব্যাটারি বিক্রি করে না। তবে দারাজ এ সেম টাইপের বড় ব্যাটারি খুঁজে পাওয়া যেতে পারে।
ব্যাকআপ বেশি পাওয়ার জন্য সেইম টাইপের ব্যাটারি যোগ করলে সমস্যা হবে নাতো
ব্যাটারি টাইপ এবং ব্যাটারি ভোল্টেজ যদি সেম হয় তাহলে সমস্যা হবে না। যদি অন্য কেমিস্ট্রির ব্যাটারি ব্যবহার করা হয় অথবা ভোল্টেজে গরমিল হয় তাহলে সমস্যা হবে।
ETA kothaye pabo? Please bolun...
এটা দারাজ অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে পারবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ক্রয় করার লিংক দিয়ে দিয়েছি। এই ভিডিওর নিচে more অপশন এ ক্লিক করলে পেয়ে যাবেন।
এতো ছোট প্যানেল সেট করব কোথায়? সেটিংস টা ভিডিওতে দেখিয়ে দিলে ভালো হতো। আমার সোলার সম্পর্কে কোনো ধারণা নেই তাই বললাম🙂
অন্যান্য সেটআপ করার ভিডিও গুলো দেখতে পারেন অথবা এটা এমনি ছাদে ফেলে রাখতে পারেন।
❤ভাই মূল্য কত জানতে চাই
এই ভিডিও টাইটেলটাই তো মূল্য উল্লেখ করে লেখা। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকগুলোতে ক্লিক করলে মূল্য শহ ডিটেলস ইনফরমেশন জানতে পারবেন। ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন।
ভাইয়া আপনি এনে দিতে পারবেন, যদি দিতেন তাহলে অনেক উপকার হত, কারন আমি কি ভাবে আনতে হয় তা জানিনা, আর আমি দেশেও নেই তবে এক মাস পরে আসবো, আমি আপনার সব ভিডিও দেখি অনেক ভালো লাগে
ভাইয়া আমি তো এগুলো সেল করি না, আমি এগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করি আর আপনাদের সাথে এগুলোর ভালো-মন্দ শেয়ার করি। এই ভিডিও ডেসক্রিপশনে আমি এটা ক্রয় করার লিংক দিয়ে দিয়েছি। ভিডিওর নিচে More অপশনে ক্লিক করে দেখেন লিংকটা পেয়ে যাবেন। তারপরও যদি ক্রয় করতে সমস্যা হয় আপনি দেশে এসে আমাকে জানিয়েন আমি ব্যবস্থা করে দিব।
ভাইয়া আমি জানি আপনি এগুলো সেল করেন না, তবে আমি এগুলো কি করে করতে হয় তা বুঝিনা,তাই আপনি যদি একটা এনে দিতে পারতেন তাহলে অনেক উপকার হত ভাইয়া
দাদা আমার আগে একটা পঁচাশি ওয়ার্ডের প্লেট ছিল
সেই ছেলেটি এখন আর আগের মতন ব্যাটারি চার্জ করতে পারে না
এখন কি ড্রাইভার পাঠালে ভালো হবে
না কি করতে হবে জানিয়ে দিলে প্রকৃত
আগে চেক করতে হবে প্যানেল টা ঠিকমতো আউটপুট দিচ্ছে কিনা। আবার এমনও হতে পারে ব্যাটারিটি দুর্বল হয়ে গিয়েছে। ভালো করে এগুলো চেক না করে বলা যাবে না কোথায় সমস্যা। আপনি নিজেও একটু এগুলো চেক করে সমস্যাটা বের করতে পারেন।
ভাই একটু সাজেশন দিতেন যদি,, আমি ২০০০ ওয়াট সোলার সিস্টেম ইনস্টল করতে চাই এবং তা সরাসরি শুধু দিনের বেলায় ব্যবহার করতে চাই।কোনো ধরনের ব্যাটারি নিতে চাচ্ছি নাহ।তবে এখানে লোডশেডিং হয়। কিভাবে কি করলে কোন টা কিনলে ভালো হয়?আর কত টাকা লাগতে পারে একটা হিসেব দিতে পারলে ভালো হয়।আপনি অভিজ্ঞ মানুষ।তাই আপনার কারছে প্রশ্ন করলাম প্রিয় ভাই।
ব্যাটারি ছাড়া সোলার সিস্টেম করতে চাইলে Growatt বা H-Invert টাইপের ইনভার্টার ব্যবহার করতে হবে। অনেকগুলো প্যানেল সিরিজে সংযুক্ত করে VOC 200 ভোল্ট এর উপরে উঠাতে হবে তাহলে এগুলো খুব সুন্দর ভাবে ব্যাটারি ছাড়াই গ্রিড ও সোলার শেয়ার করে দিনের বেলায় আপনার ঘরের জিনিসপত্র চালাতে পারবে কিন্তু আপনি লোডশেডিং এর সময় কোন ব্যাকআপ পাবেন না। এসব সিস্টেমের একটা সমস্যা আছে, সেটা হলো দিনের বেলায় আবহাওয়া খারাপ থাকলে যখন সোলার থেকে ঠিকমতো পাওয়ার পায়না এবং লোডশেডিং এর কারণে গ্লিডে বিদ্যুৎও পায় না তখন ভদ্রভাবে শাটডাউন হলেও কখনো কখনো আবার দেখা যায় এবনরমাল শাটডাউন হয়। এমন হলে ঘরের জিনিসপত্র এবং ইনভার্টার নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সাজেশন দিব এটার সাথে অন্তত ছোট বা পুরাতন ব্যাটারি ব্যবহার করবেন। এতে কারেন্ট চলে গেলেও কিছুটা ব্যাকআপ পাবেন আবার অ্যাবনরমাল শাটডাউন এর ভয় থাকবে না। প্রাইস নির্ভর করছে আপনি কোন কোম্পানির প্যানেল কিনবেন, কেমন স্ট্রাকচার ইন্সটল করবেন ইত্যাদির উপরে। গ্রো ওয়াট নিলে শুধু মেশিনের দাম প্রায় এক লাখ টাকা। ইন্টারন্যাশনাল প্যানেল গুলো ২৮ থেকে ৩৫ টাকা ওয়াটের মধ্যেই পেয়ে যাবেন। আসলে এগুলো জিনিসের দাম বিক্রেতা ভেদে অনেক কম বেশি হয়ে থাকে। আপনি কয়েকজনের সাথে কথা বলে যাকে বিশ্বস্ত বেশি মনে হবে তাকে কাজটা দিতে পারেন।
ভাই আপনার মোবাইল নম্বর দেন।
@misbauddin9755 01758188500
নিতে চাই
@AbdulKarim-nz5xl এটা ক্রয় করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে কয়েকটা দিয়েছি। সবগুলো ট্রাই করে দেখুন।
রাতে কত ঘন্টা ব্যাকআপ দিবে।
ব্যাকআপের বিষয়টা ভিডিওতে এক্সপ্লেইন করেছি
Nice
Thank you.
ভাই আমি একজন ফুলসেলার আমি নিতে চাই কোথায় পাওয়া যাবে?
যদি বলতেন উপকার হতো।
এই ভিডিও ডেসক্রিপশনে ক্রয় করার লিংক দেওয়া আছে। ভিডিওর নিচে more অপশন এ ক্লিক করলে পেয়ে যাবেন।
আপনি যেটি দেখালেন এটা কোথায় পাওয়া যায়? আমি আজ নবাবপুর রোডে খুজলাম কেউ জানেনা। রহিম আফরোজের কনটাক্ট নং থাকলে দেন।
কোথাও না পেলেও এটা আপনি দারাজ এ খুজলে পেয়ে যাবেন। ক্রয় করার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওর নিচে more অপশন এ ক্লিক করলে পেয়ে যাবেন।
স্যার, এই প্যাকেজটা কি আরো বড় পাওয়া যায়,
হ্যাঁ এটা আর একটু বড় পাওয়া যায়। এটা ৫ ওয়াট সাথে দুই লাইট আরেকটা পাওয়া যায় ১০ ওয়াট, সেটা তিন লাইট, প্যানেল আরেকটু বড়, ব্যাটারি আরেকটু বড় এবং সাথে এফএম রেডিও আছে।
এইটার সাথে আরও ব্যাটারি যোগ করা যাবে কি? গেলে কত volts যোগ করা যেতে পারে?
না
ভাই এতে যদি আরও দুটি ব্যাটারী লাগানো হয়, তাহলে কি সমস্যা হবে ?
ব্যাটারির ভোল্টেজ এবং ব্যাটারির কেমিস্ট্রি সেম না হলে সমস্যা হবে।
ভাই সোলারে বৃষ্টি বা শিল পড়লে কিছু হবে
না ছোটখাটো শিলা বৃষ্টিতে সোলার প্যানেলের কিছু হয় না। বড় ধরনের শিলা বৃষ্টিতে সমস্যা হয়।
Solar ta ছাদ এ রাখলে, বৃষ্টিতে কোন problem Hobe nah to
ভাই আমি একটা নিয়েছি কিন্ত লাইট জলেনা এখন কি করব
আগে কড়া রোদে ভালো করে ৩/৪ ঘন্টা চার্জ দেন। তারপরে কানেকশনগুলো ঠিকমতো সংযুক্ত করে রাতে টেস্ট করেন। এরপরেও সমস্যা হলে রিটার্ন করার অপশন তো আছেই।
Kivabe pete pari. Rahim afroze a gele ki pabo?
এটা দারাজ এ পাওয়া যাচ্ছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এটা ক্রয় করার লিংক দিয়ে দিয়েছি। ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন।
Vai apni jodi ac/dc clamp meter (price soho) nia akta video banaten tahole khub upokar hoto.Thanks❤❤
ঠিক আছে আমি চেষ্টা করবো। তবে ক্ল্যাম্প মিটার গুলো দাড়াজ এ সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। Model: Uni-T UT203 ও plus+
আপনি যেই ফেনটা ব্যবহার করেছেন সেটা কোথায় পাওয়া যাবে?
দারাজ এ USB Fan লিখে সার্চ দিলে এই ধরনের অনেক ফ্যান পেয়ে যাবেন। ২০০ টাকা থেকে শুরু করে অনেক দামী দামী ফ্যান আছে। আপনার পছন্দমত যেকোনোটা অর্ডার দিতে পারেন। তবে অবশ্যই অর্ডার দেওয়ার আগে রিভিউ ভালো করে পড়ে নিবেন।
পরে কি ব্যাটারি change করা যাবে ? যদি change করা যায়,তবে কোথায় পাওয়া যাবে?
নরমালি এটার ব্যাটারি এক্সট্রা পাওয়া যায় না। তবে দারাজ এ সেম ভোল্টেজ এর লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি খুঁজে এটা রিপ্লেস করা যাবে। তাছাড়া এই ধরনের লিথিয়াম আয়রণ ফসফেট ব্যাটারি সহজে নষ্ট হয় না, নরমাল লেড এসিড অথবা নর্মাল লিথিয়াম আয়ন ব্যাটারির তুলনায় এটার আধুনিক LiFePO4 ব্যাটারি অনেক বেশি লাইফ সাইকেলের হয়ে থাকে।
আচ্ছা ভাইয়া যদি আমি 20 ওয়াটের সোলার প্যানেল কিনি সরাসরি 5 ইঞ্চির একটি ফ্যান চালাবো তাহলে কি সোলারের ক্ষতি হবে মানে ব্যাটারি ছাড়া দয়া করে জানাবেন ভাইয়া😢😢
ভাইয়া আজ কিনেছি ৮ ওয়াট এর প্যাকেজ। কিন্তু প্যানেল এ দেখলাম ডায়েট লাগানো নেই। এভাবে ব্যবহার করা নিরাপদ নাকি ডায়েট নিজে লাগাবো?
না এটায় ডায়োড লাগানো দরকার নেই। যেহেতু এটা আরও প্যানেলের সাথে সংযুক্ত করার দরকার নাই তাই বাইপাস কারেন্ট ফ্লো এর সম্ভাবনা নাই। এছাড়াও মূল ডিভাইসটা তে রিভার্স কারেন্ট ফ্লো ব্লক করা আছে।
@@TechnologyBanglaShahin অনেক ধন্যবাদ ভাই
You are welcome.
ভাই এটাতে ওয়াইফাই রাউটার চলবে দয়া করে জানাবেন
না চলবে না।
তারগুলো কত ফিট হবে?
ওটা তো আসলে মেপে দেখা হয়নি তবে বেশ বড়সড়ো তার দেওয়া আছে, আনুমানিক প্যানেল ও প্রতি লাইটের সাথেই প্রায় চার পাঁচ গজ করে ভালো কোয়ালিটির তার আছে।
ভাইয়া ৫ ওয়াড ফ্যান ও ১ টি লাইট কতো ঘন্টা ব্যাকআপ দিবে দয়া করে জানাবেন।
একটা লাইট লো ব্রাইটনেছে চালালে 22 ঘন্টা ব্যাকআপ দিবে উল্লেখ করা আছে কিন্তু রিয়েল লাইফে আমি ২/৩ ঘন্টা কম পেয়েছি। USB ফ্যান চালালে ২ ঘণ্টার মত ব্যাকআপ পাওয়া যেতে পারে।
Home delivery possible
হ্যাঁ দারাজ থেকে অর্ডার দিলে হোম ডেলিভারি পেয়ে যাবেন।দারাজ এর একাধিক ক্রয় করার লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।
Ki vabe nibo vaiya plz ami nite cai kothay pawya jabe
এই ভিডিওর ডেসক্রিপশনে ক্রয় করার লিংক পেয়ে যাবেন। ভিডিওর নিচের দিকে more অপশনে ক্লিক করুন।
কিভাবে নিতে পারবো?
এই ভিডিওর ডিসক্রিপশনে দারাজের ক্রয় করার লিংক দেওয়া আছে। ভিডিওর নিচে more অপশনে ক্লিক করে দেখুন।
রহিম আফরোজ শো রুমে পাওয়া যাবে?
হ্যাঁ দেখতে পারেন ওদের শোরুমে পাওয়া যাওয়ার কথা। না পেলে এটা দারাজ থেকে অর্ডার দিতে পারেন, ক্রয় করার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি।
চট্টগ্রামে কোথায় পাওয়া যায়
এটা অনলাইন থেকে কিনতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে দারাজ এর লিংক দেওয়া আছে।
Ki fan, price, kothai pawa jai
ফ্যানটা দুই বছর আগে কিনেছিলাম এখন আর বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। তবে একই কোম্পানির আরো উন্নত মডেল এসেছে। এই ভিডিওর ডিসক্রিপশনে ক্রয় করার লিংক দিয়ে দিয়েছি। ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন।
খুলনায় কি পাওয়া যাবে। দয়াকরে বলবেন।
খুলনায় এটা হোম ডেলিভারি নিতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে ক্রয় করার জন্য দারাজ এর লিংক দেওয়া আছে। ভিডিও নিচে more অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন।
ওয়ালাইকুম আসসালাম
আশা করি ভালো আছেন
বর্তমান বাজারে ১৫০ওয়াটের সবচেয়ে এ গ্রেডের কোন প্যানেলটি ভালো হবে যদি জানাতেন
আসসালামু আলাইকুম ভাইজান ভাল আছেন আপনি..সুপারস্টারের.১২ ভোল্টের ১০০ ওয়াটের মনো.পেনেলের.রিভিউ দিয়েন
আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে ২য় গ্রেডের প্যানেল যেমন ফরচুন, Aiton, জেনেটিক, সানশাইন নিতে পারেন।
মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না। আর একটু বড় ধরনের প্রজেক্ট করতে চাইলে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন। যেমন: JA, Jinko, Trina, Longi, REC etc.
নোট: মার্কেটে কিন্তু ইন্টারন্যাশনাল নকল প্যানেলের ছড়াছড়ি তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে।
অলাইকুম আসসালাম, জ্বি ভালো আছি। ঠিক আছে ওই প্যানেলটা আমি রিভিউ দেওয়ার চেষ্টা করবো তবে সুপারস্টারের ২০০ ওয়াট মনো প্যানেল রিভিউ দিয়েছি অলরেডি। এই চ্যানেলে পেয়ে যাবেন।
ভাই এটা কেনা যাবে কিভাবে এটার প্রাইস কত
আমি হেমকো সোলার প্যানেল নিয়েছি কিন্তু এক থেকে দুই বছরের মধ্যে দেখা যায় প্রতিটা ছেলের উপরে শর্ট শর্ট হয়ে গিয়েছে এটা কিসের জন্য হতে পারে যদি একটু জানাতেন
কোথায় থেকে কিনতে পারবো
এটা ক্রয় করার দারাজ এর লিংক ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলেই পেয়ে যাবেন।
ভাই এটা তো দারাজে দেখাচ্ছে না অন্য কোন জায়গা থেকে কেনার লিংক আছে কি
আমি যতটুকু শুনলাম দারাজ এ গতকালকে স্টক শেষ হয়ে গিয়েছে। আবার স্টক যখন হবে তখন অর্ডার দিতে পারবেন। আর আমি অনেকগুলো লিংক শেয়ার করেছি এই ভিডিওর ডেসক্রিপশনে, সবগুলো চেক করে দেখুন কোনোটাতে অন্তত রিস্টক হয়েছে কিনা।
আমিতো শুধু দারাজের লিংকে দেখতে পাইলাম
হ্যাঁ দারাজের কয়েকটা সেলার এর লিংক দেওয়া আছে। প্রতিটা লিংক চেক করুন।
দাম কত? আর কোথায় পাবো?
এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।
প্রোডাক্টটির দাম কত তা তো কিছু বললেন না?।
এই ভিডিওর ডেসক্রিপশনে প্রোডাক্ট ক্রয় করার লিংক দেওয়া আছে। আপনি লিংকে ক্লিক করে প্রাইস সহ অন্যান্য স্পেসিফিকেশন জানতে পারবেন।
আমি একটা নিতে চাই কিভাবে নিতে পারি?
এটা ক্রয় করার জন্য দারাজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি।
@@TechnologyBanglaShahin আপনাকে অসংখ্য ধন্যবাদ এইমাত্র পণ্যটি হাতে পেলাম
Bhai how to order?
এটা দারাজ থেকে ক্রয় করতে পারবেন। ক্রয় করার একাধিক লিংক এই ভিডিওর ডিস্ক্রিপশনে দেওয়া আছে। ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন।
কেউ এটা ইউজ করতেছেন? কেমন সার্ভিস পাচ্ছেন দয়া করে একটু জানাবেন
Smartphone charge deoa Jabe ki?
হ্যাঁ যাবে। তবে ফুল চার্জ করবেন এমনটা আশা করা উচিত হবে না কারণ এটার ব্যাটারি স্মার্টফোনের ব্যাটারির চেয়েও কম ক্যাপাসিটির। জাস্ট ইমারজেন্সি প্রয়োজনে কিছুটা চার্জ দেওয়া যাবে।
@@TechnologyBanglaShahin সে ক্ষেত্রে স্মার্ট ফোনের কি কোন সমস্যা হতে পারে? বাটন ফোনের তো সমস্যা হওয়ার কথা না? ধরেন যদি এলাকাতে কারেন্ট না থাকে সেক্ষেত্রে যদি সূর্যের আলোতে সোলার প্যানেল রেখে চার্জ দিলে কি স্মার্ট ফোনে ফুল চার্জ হওয়ার সম্ভাবনা আছে তা সে যতই দেরি হোক?
আমি এটা দিয়ে ফোন চার্জ দেই, আমি এখনো কোনো সমস্যা ফেস করিনি। এর আউটপুটটা কোয়ালিটি সম্পন্ন মনে হয়েছে। হ্যাঁ এটা সোলারে চার্জিং অবস্থায় এটা দিয়ে ফোন চার্জ দিতে পারেন, সে ক্ষেত্রে সারাদিনে ফুল চার্জ হওয়ার সম্ভাবনা আছে।
@@TechnologyBanglaShahin এই ভিডিওতে আপনি যে প্যাকেজের রিভিউ করেছেন এরকম কিংবা এর থেকে ভালো আর কোনটা নেওয়া যেতে পারে যেটা দিয়ে ফোন এর থেকে আর একটু ভালোভাবে চার্জ দেওয়া যাবে?
এটার আরেকটু বড় ভার্সন আছে, সেটায় একটু বড় 3000mah ব্যাটারি আছে যা দিয়েও ফুল চার্জ করাটা একটু ডিফিকাল্ট। আপনি ছোটখাটো একটা সোলার সিস্টেম করে নিতে পারেন যেটা দিয়ে মোবাইল ফুল চার্জ দেওয়া যাবে। এছাড়াও দারাজ এ কিছু ফোল্ডেবল সোলার মোবাইল চার্জার পাওয়া যায়, ওগুলো ভালো কাজ করে। তবে ছোটখাটো কিছু মোবাইল পাওয়ার ব্যাংক আছে যেগুলো ভুলেও কিনবেন না।
ভাই এটা দিয়ে টি ভি ফ্রিজ চলবে
না, এটা দিয়ে শুধু এর সাথে দেওয়া দুইটা লাইট জ্বালানো যায় আর মোবাইল ফোন চার্জ দেওয়া যায়।
এই সোলার প্যানেল দিয়ে এই ব্যাটারি কয়দিনে চার্জ উঠবে।
করা রোদে ৪-৫ ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। আর বারান্দায় অল্প রোদে চার্জ করলে দুইদিন লেগে যাবে।
রুমের লাইট বন্ধ করলে আলোর তীব্রতা বুঝতে সুবিধা হতো।
ঠিক আছে পরবর্তীতে অন্য লাইট এর রিভিউ গুলো অন্ধকারে দেখাবো।
সালামের উত্তর পঠিত ।
এটাতে কি এক্সট্রা ব্যাটারি এড করে, ব্যাকআপ টাইম বাড়ানো যাবে? মোবাইল কত এম্পিয়ারে চার্জ হয়?
যদি সেম টাইপের এবং সেম ভোল্টেজ এর আরো বেশি Ah এর ব্যাটারি সংযুক্ত করা যায় তাহলে ব্যাকআপ আরো বাড়বে।
আমার USB টেস্টারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এম্পিয়ার মাপতে পারিনি, আরেকটা অর্ডার দিয়েছি, কয়েকদিন পর হাতে পাবো। ৩/৪ দিন পর আমাকে নক দিলে আমি বলতে পারবো USB টা একুরেট কত এম্পিয়ার আউটপুট দেয়।
সব চাইতে ভালো মানের প্যানেল কোনটি।
neste advanced power systems এর প্যানেল বাজারে পাওয়া যায় কি না।
আমার জানামতে ওটা মার্কেটে এভেলেবেল নয়। আপনি যদি 12 ভোল্টের সব চেয়ে ভালো প্যানেল চান এবং বাজেট নিয়ে সমস্যা না থাকে তাহলে সুপারস্টার, ওয়ালটন, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি প্যানেল ব্যবহার করতে পারেন। আর যদি বাজেট নিয়ে একটু সমস্যা থাকে তাহলে মিড রেঞ্জের প্যানেল যেমন ফরচুন, জেনেটিক, সানশাইন, লং রান, আলো ইত্যাদি নিতে পারেন।
মার্কেটে অনেক কমদামি আজেবাজে সোলার প্যানেল পাওয়া যায় এগুলো সব সময় এভোয়েড করবেন, এগুলো আউটপুট অত ভালো দেয় না এবং বেশিদিন টেকসই হয় না। আর বড় সেট আপ করতে চাইলে ইন্টারন্যাশনাল প্যানেলগুলো ব্যবহার করতে পারেন, এগুলো দামে কম হলেও মান খুবই ভালো। যেমন: JA, Jinko, Trina, Longi etc.
নোট: মার্কেটে কিন্তু ইন্টারন্যাশনাল নকল প্যানেলের ছড়াছড়ি তাই খুব দক্ষতার সাথে দেখে শুনে বুঝে আসলটা কিনতে হবে।
এটা দিয়ে কি solar pump চালানো যাবে। গেলে ও না গেলে কি করণীয় বলবেন।
না ওটার জন্য আলাদা বড় সেটআপ করা লাগবে।
ফ্যানটার দাম কত?কেনার লিংক?
ফ্যানের এই মডেলটা স্টক আউট হয়ে গিয়েছে। এই কোম্পানির আরো নতুন মডেল এসেছে সেগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভিডিওর নিচে more অপশন এ ক্লিক করলে পেয়ে যাবেন।
ভাই extra lite লাগানো যাবে?
হ্যাঁ টোটাল পাঁচটা লাইট লাগানোর অপশন আছে। কিন্তু এক্সট্রা লাইট কোথাও ক্রয় করার জন্য পেলাম না। অবশ্য নিজেরা বাজার থেকে অন্য লাইট কিনে কানেকশন মডিফাই করে নেওয়া যাবে।
কোথায় থেকে ক্রয় করা যাবে
আমি ভিডিওর ডেসক্রিপশন সেকশনে দারাজ থেকে ক্রয় করার লিংক দিয়ে দিয়েছি। এই ভিডিওর নিচে more অপশনে ক্লিক করলে পেয়ে যাবেন।
আমার লাগবে কোথায় পাওয়া জবে
এটা ক্রয় করার জন্য দারাজ এর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।
Daam Ta Indian der kachh thheke Jene nibo kemon ?
এই ভিডিওর টাইটেল টাই তো দাম উল্লেখ করে লেখা হয়েছে। এই ভিডিওর নাম দেখলেই তো দাম কত জানতে পারেন।
অনলাইনে ক্রয় বিক্রয় হয়? রহিম আফরোজ শো রুমে পাওয়া যাবে?কোথায় পাবো জানালে ভালো হতো।
হ্যাঁ অনলাইনে দারাজ এর মাধ্যমে ক্রয় করতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে ক্রয় করার লিংক দেওয়া আছে। ভিডিওর নিচে more অপশন এ ক্লিক করলে পেয়ে যাবেন।
ভাই আপনার পরামর্শ চাই সোলার ব্যাটারি কোন কোম্পানি নিলে ভালো হবে
বাজেট ভালো থাকলে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নিতে পারেন। আর লেড এসিড ব্যাটারি নিলে রহিম আফরোজ এর সোলার ব্যাটারী নেন।
Thank you
ভাই আপনার মাধ্যমে কিনতে চাই কোন সিস্টেম আছে
আসলে আমি তো এগুলো সেল করি না ভাইয়া। আমি শুধু এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করি আর আপনাদের জন্য ভিডিও বানিয়ে শেয়ার করি। আপনার এলাকায় যেখানে ব্যাটারি সেল করা হয় সেখানে গিয়ে বলবেন রহিম আফরোজ সোলার ব্যাটারী এনে দিতে। এছাড়াও খোঁজ নেওয়ার চেষ্টা করবেন আপনার এলাকায় রহিম আফরোজ এর ডিলার কে আছে। প্রয়োজনে রহিম আফরোজ গুগলে সার্চ দিয়ে বা ফেসবুকে সার্চ দিয়ে বের করে ওদের হেল্পলাইনে কথা বলে জিজ্ঞেস করবেন যে আপনার এলাকায় কিভাবে বা কার কাছ থেকে রহিম আফরোজ ব্যাটারি ক্রয় করা যায়।
ভাই হামকো এক ডিলারের মাধ্যমে পঞ্চান্ন এম্পিয়ার একটা ব্যাটারি অর্ডার দিয়েছিলাম সে আমাকে দিয়েছে বেটারের ৬ মাস মেয়াদ শেষ হয়ে গেছে ঐ ব্যাটারি দিয়েছিলো সে আমাদের এলাকার ডিলার ছিল আর আমি বাড়ি থাকি না আমি বাহিরে থাকি মালয়েশিয়া এইজন্য আপনাকে বলছিলাম ভাইয়া আপনার ভিডিও গুলো সব সময় দেখি এবং ভালো লাগে
এটা কেনার অপশন কি
এটা কাপ্তানবাজার সোলার মার্কেটে দেখতে পারেন। এছাড়াও দারাজ অনলাইন প্লাটফর্মে এটা খুঁজলে পেয়ে যাবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে ক্রয় করার লিংক দেওয়া আছে।
১০ ঘন্টা চালালে একসাথে কি কি চলবে?
এটার সাথে শুধু ইনক্লুডেড লাইট গুলো চালাতে পারবেন।
আমার একটা লাগবে দাম টা কত ভাই
ভিডিও ডেসক্রিপশনে ক্রয় করার লিংক দেওয়া আছে। ওখানে ক্লিক করলে দাম ও স্পেসিফিকেশন জানতে পারবেন।
লাইক দিতে পারলাম না সোনা ভাই।
সব বলেসেন আর দামটা বা কত টাকা তার প্রাইস সেটা বলেননাই কিকরে লাইক দেই বলেন তো সোনা ভাই😢
ভিডিওর মূল টাইটেল টাই তো প্রাইস উল্লেখ করে লিখেছি ভাইজান। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে প্রোডাক্ট এর লিংক এ ক্লিক করলে প্রাইস সহ সব ধরনের ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। ভিডিওর নিচে more অপশন এ ক্লিক করলে পেয়ে যাবেন। একটু বেশি করে লাইক দিয়ে দিয়েন ভাইজান।
@@TechnologyBanglaShahin thank you vai
You are welcome.
Please provide the purchase link.
এই ভিডিওর ডিস্ক্রিপশনে প্রোডাক্ট ক্রয় করার লিংক দিয়ে দিয়েছি।
আরও বড় চাই
এটা দশ ওয়াট পর্যন্ত পাওয়া যায়। এই ভিডিওর ডিসক্রিপশনে সব কয়টা ওয়াট ক্রয় করার লিংক দেওয়া আছে। তবে এর চেয়ে বড় চাইলে এটা না নিয়ে আলাদাভাবে সোলার সেটআপ করে নিতে পারেন।
ভাই ১.৫ হরস মটর চালাতে কত ভোল্ট সোলার লাগবে।
দের হর্স পাওয়ার মটর চালানোর জন্য যে ইনভার্টারটা ব্যবহার করবেন সেটা যেন পিওর সাইন ওয়েভ ও মিনিমাম তিন কিলো ওয়াট হয়। যদি অনেকক্ষণ চালান তাহলে এটার সাথে সোলার প্যানেল মিনিমাম আড়াই হাজার ওয়াট লাগবে। আর যদি অল্প সময়ের জন্য চালান তাহলে কিছুটা কম প্যানেলেও হবে কারণ তখন ব্যাটারির সাথে শেয়ার করলে সমস্যা হবে না।
আমি তো আপনার ভিডিও চিত্র দেখে কিনে আনলাম কিন্তু আপনার টার সাথে পেকেট মিলছে না তাহলে কি দুই নম্বর টা কিনলাম না কি? নবাবপুর থেকে কিনেছি।
আপনি ভিতরের জিনিসগুলো ভালো করে পর্যবেক্ষণ করুন। যেমন: প্যানেল, কন্ট্রোলার, বাল্ব ও বিশেষ করে ভিতরে দেখুন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি (LiFePO4) দেওয়া আছে কিনা। যদি এগুলো ঠিকঠাক মিল পান তাহলে হয়তো প্যাকেট নতুন/চেঞ্জ করা হয়েছে। আর যদি অমিল পান তাহলে নকল হতে পারে।