বাংলাদেশ থেকে ভারতের বাংলা বিষয়ক নাটক, কবিতা, আবৃত্তি অনেক কিছু নেওয়ার আছে। বাংলাদেশ হলো নাটক, কবিতা, উপন্যাস এর খনি, যার গভীরতা এতই বেশি যতই তোল শেষ হবে না। কি অপূর্ব উচ্চারণ।অসাধারণ।
এই বাঙলার অতীত তথা, রুদ্র প্রসাদ সেনগুপ্ত , শাওলী মিত্র , শম্ভু মিত্র , মনোজ মিত্র বা তার আগেই যারা ছিলেন তাদের সমতুল্য এই স্টেশন নাটক টি। অনবদ্য অভিনয় সংলাপ সৃষ্টি তে ভরপুর ভাষার ব্যঞ্জনা ও পরিপূর্ণ নাটক । এই বাঙলা থেকে নাটক টি দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলাম ।
অনেক দিন পর একটা সুন্দর নাটক শুনলাম। শুনতে শুনতে এই পৌঢ় বয়সে কিছুক্ষণের জন্য যৌবনে ফিরে গিয়ে বিভোর হয়ে গিয়েছিলাম। নাটকটা শোনার পর খুব ভালো লাগছে। নাটকের সকল অভিনেতাদের অভিনয় মুগ্ধ করেছে । সায়েদ ও চিঠির ভূমিকায় যারা অভিনয় করলেন , তাঁদের অভিনয় অনবদ্য। এরকম আরো নাটক শোনার অপেক্ষায় রইলাম। ( পশ্চিম বঙ্গ , ভারতবর্ষ থেকে )
ইদানিং বেতার নাটক বড়ই পীড়া দেয় ......না শুনতে পাওয়ার পীড়া ....আগে কি আনন্দ ও উৎসাহ এর সঙ্গে সদাই শুনতাম ...........আমাদের ovyas এখন হঠাৎ হঠাৎ শুনি ....নস্টালজিক হয়ে যাই .....স্বরক্ষেপন ...স্বর এর খেলা এই সব ছিল আমাদের মনোরঞ্জন ........আজকাল Video এর যুগে বড় হাফ ধরে যায় .......খুব খুশি হলাম নাটক টি শুনে ......বাচিক শিল্পী দের অনেক অনেক ধন্যবাদ .......গায়ে কাঁটা দিচ্ছিলো .....🙏🙏🙏🙏🙏🙏🙏
আমি মালদা থেকে বলছি,অনেক ধন্যবাদ এ রকম একটা অসাধারণ একটা নাটক উপহার দেওয়ার জন্য।।বলাই বাহুল্য অত্যন্ত দক্ষ কুশীলবদের উপস্থাপনায় নাটক প্রানবন্ত হয়ে উঠেছে।একটু ধৃষ্টতা দেখাচ্ছি ক্ষমা করবেন,নাটকের শেষটা মনে হল "শেষ হয়ে হইলো না শেষ"যায় হোক এটাও একটা আলাদা তৃপ্তি দিয়েছে বৈকি।নাট্যকারের লেখনীর মুন্সিয়ানার তো তুলনা হয় না,ভাষা,শব্দ চয়ন,আবেগ,অনুভূতি সব মিলিয়ে অনবদ্য।কোথাও কোথাও কবি গুরুর মিল পাচ্ছিলাম।আপনার লেখনীর গুনে এবং শিল্পীদের কণ্ঠের ছোঁয়ায় সাধারণ অসাধারণত্ব লাভ করেছে।ধন্যবাদ🙏🙏🙏
এক কথায় অসাধারণ নাটক। কিছু ক্ষনের জন্যে হারিয়ে গেছিলাম সেই ছোট্ট বেলার কথা । আরো ভালো নাটক এর আসায় রইলাম। সকল শিল্পীদের জানাই আমার হৃদয়ের নরম স্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কোলকাতা থেকে বলছি।❤❤❤❤❤
খুব সুন্দর এই নাটক ,বাংলাদেশ এখন অর্থাৎ বর্তমান বাংলা কে অনেক পিছনে ফেলে দিয়েছে নাটক বিভাগে, ধন্যবাদ জানাই বাংলাদেশের নাট্য গোষ্ঠী কে ও বাংলাদেশ বেতার বিভাগ কে।
বহুদিন পরে অপূর্ব নাটক ' স্টেশন ' শুনলাম। আগাগোড়া একটা ঠাস বুনন ছিলো এই নাটকে এবং সংলাপে মূর্ত হচ্ছিলো চরিত্র গুলো। প্রত্যেক বাচিক শিল্পীকে অভিনন্দন। বিশেষ করে চিঠি ও সাহিদ। নাটকের শেষ অঙ্কের কথাগুলো হৃদয়ে গিয়ে বিঁধল। সাউন্ড ভালো ছিলো। এরকম নাটকের জন্য অপেক্ষায় রইলাম।
অপূর্ব। মন ছুয়ে গেল। লেখক কে এক কথায় বলি অনবদ্য। অভিনয় খুব সুন্দর। বহু বছর পর এত সুন্দর একটি নাটক শুনলাম। খুব ভালো একটি উপহার পেলাম। ভারত থেকে। ধন্যবাদ।
নাটকটা আমার মনটাকে ভরিয়ে দিয়ে গেল। না না শুধু ভরিয়ে নয়, ভিজিয়ে দিয়ে দিয়ে গেল। চোখটাকেও। লেখক সাইদুল সাহেবকে আমি ধন্যবাদ জানাই এমন নাটক উপহার দেবার জন্য।সাহেব আর চিঠির চরিত্রে এমন মর্মস্পর্শী, এত মন কেমনকরা অভিনয় উপহার দেবার জন্য নাটকের অভিনেতা অভিনেত্রীর জন্য আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আমি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার এক গ্রামের প্রায়বৃদ্ধ মানুষ। সবাই ভাল থেক। আরও এমন নাটক শোনার ইচ্ছা রইল।
কলকাতার বেতার নাটকের জন্যে প্রতি শুক্রবার অপেক্ষা করতাম। সে হারিয়ে গেছে বহুদিন। আজ বাংলাকে তোমরাই তো বাঁচিয়ে রেখেছো। এত সুন্দর অভিনয় যে গল্পটির ঘটনা অনেক গল্পের সঙ্গে মিল থাকলেও নতুন করে দোলা দিল মনে।
আমি kolkata থেকে বলছি চোখের জলে আমি আপনাদের শিল্পী সত্তাকে এবং এত সুন্দর নাটক উপস্থাপন করার জন্য আমি নিওমিত বাংলাদেশের নাটক দেখি এভাবে আমাদের উদবুদ্ধ করুন ধন্যবাদ সমস্ত কলাকুশলীদের
খুব ভালো লাগলো। দুঃখময় জীবনে কিছু সময়, দুঃখকে ভুলেথাকার জন্য নাটক /সিনেমা দেখি, সেখানেও যদি দুঃখেপেতে হয়, তা ভালোলাগে না। যাকে দুঃখের বিলাসিতা মনে হয়। মাফ করবেন। নাটকের উপস্থাপনা ভাষার সৌন্দর্য & প্রত্যেকের অভিনয় খুব ভালোহয়েছে (Jagadish Roy -72,from W. B.).
Many many years back , most prbably four decades i used to listen to radio play. Television has taken away those moments . The play Station has given me back my lost period . Grateful to the entire team for a very enjoyable production.
অনেক দিন পর হ্নদয় স্পন্দিত করার মত অতি সুন্দর একটা নাটক শ্রবণ করলাম। অতিব সুন্দর অভিনয় ও সংলাপ আমাকে মুগ্ধ করেছে । ভারতীয় হলেও জন্ম পূর্ব পাকিস্তানে অধুনা বাংলাদেশে । বাংলা আমার মহান ।
নাটকটা শুনতে শুনতে সেই ছেলেবেলায় ফিরে গেলাম । বাবা রেলওয়েতে কাজ করতেন । ছেলেবেলা কেটেছে দিনাজপুর , পার্বুতীপুর মিলিয়ে । রেলওয়ে কলোনীর বাসায় । গার্ড , টিটিই , স্টেশন মাস্টার আমরা সবাই যেন ছিলাম এক পরিবারের মানুষ । নাটকটা সেই সব ভুলে যাওয়া মুখগুলোকে আবার মনে করিয়ে দিল । মনে করিয়ে দিল , স্টেশনে ট্রেন ছাড়ার ঘন্টার ধ্বনি , যাত্রীদের কোলাহল , স্টেশন মাস্টারের ফোনের রিংটোন সব কিছু ❤ ধন্যবাদ নাট্যকার , অভিনেতা / অভিনেত্রী সমস্ত কোলাকৌসলীদের । পিযুষ / লাকি , নাজমুল হুদা এনাদের নাটক ছোট বেলায় অনেক দেখেছি টিভিতে কিন্ত শ্রুতি নাটকে এই প্রথম শুনলাম ❤ ভিষন ভাল লাগল ।
আমি বাংলাদেশের বেতার নাটক আজ প্রথম শুনলাম । খুবই ভালো লেগেছে । কাহিনী-ও ভারী সুন্দর, বাচিক শিল্পী-দের অভিনয়-ও অসাধারণ লেগেছে । আমি থাকি পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় ।
Ami khub natok suntam ekhon r time hoyna mobile er karone , social mediar karone apni ki anek natok sunechen aamake help korben please aami ekti natok onekdin dhore khujchi pachchina ,natok tar ektu ektu kotha mone aache ,,bolchi ,aamar nam Ronjon,aamar barir pase khonjona nodi boye chole ,natoker modhye ey kotha gulo aache, please help me,Aamar Bari ,,west bengal, Howrah,er Bagnan a bari jodi keu bolte paren tahole reply korben comment korlam 23/06/2023
ভালোবাসা একমাত্র গরীবের হৃদয়ে থাকে ধনীর জন্য ভালোবাসা নয় ধনীরা চীরদিন গরীব কে অবহেলা করে এসেছে ভবিষ্যতে ও করবে এই নাটক টি আমার হৃদয় তৃপ্ত করলো অনেক অনেক ধন্যবাদ জানাই এই নাটকের কুশীলব দের 👌👌👌💝💝💝😦🙏🙏🙏
বাংলাদেশ থেকে ভারতের বাংলা বিষয়ক নাটক, কবিতা, আবৃত্তি অনেক কিছু নেওয়ার আছে। বাংলাদেশ হলো নাটক, কবিতা, উপন্যাস এর খনি, যার গভীরতা এতই বেশি যতই তোল শেষ হবে না। কি অপূর্ব উচ্চারণ।অসাধারণ।
এই বাঙলার অতীত তথা, রুদ্র প্রসাদ সেনগুপ্ত , শাওলী মিত্র , শম্ভু মিত্র , মনোজ মিত্র বা তার আগেই যারা ছিলেন তাদের সমতুল্য এই স্টেশন নাটক টি। অনবদ্য অভিনয় সংলাপ সৃষ্টি তে ভরপুর ভাষার ব্যঞ্জনা ও পরিপূর্ণ নাটক । এই বাঙলা থেকে নাটক টি দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলাম ।
Agha ki sunlam Mona hpocha bos ta sixten
অপূর্ব তুলনাহীন
একদম সঠিক।🙏
লেখককে অনেক ধন্যবাদ,এমন একটি সুন্দর গল্প আমাদের উপহার দেওয়ার জন্য।সত্যি মন ছুঁয়ে গেল আমার।
এক অভূতপূর্ব অনবদ্য নাটক। হৃদয় বিদারক।যেন যৌবনে আবার ফিরে গেলাম। অতুলনীয়। ধন্যবাদ।
অনেক দিন পর একটা সুন্দর নাটক শুনলাম। শুনতে শুনতে এই পৌঢ় বয়সে কিছুক্ষণের জন্য যৌবনে ফিরে গিয়ে বিভোর হয়ে গিয়েছিলাম। নাটকটা শোনার পর খুব ভালো লাগছে। নাটকের সকল অভিনেতাদের অভিনয় মুগ্ধ করেছে । সায়েদ ও চিঠির ভূমিকায় যারা অভিনয় করলেন , তাঁদের অভিনয় অনবদ্য।
এরকম আরো নাটক শোনার অপেক্ষায় রইলাম।
( পশ্চিম বঙ্গ , ভারতবর্ষ থেকে )
নাটকটি শুনে দারুন ভালো লেগেছে এবং অপূর্ব অভিনয়।যিনি লিখেছেন নাটকটি উনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ।
প্রিয়জনের সাথে লিংক শেয়ার করুন
ইদানিং বেতার নাটক বড়ই পীড়া দেয় ......না শুনতে পাওয়ার পীড়া ....আগে কি আনন্দ ও উৎসাহ এর সঙ্গে সদাই শুনতাম ...........আমাদের ovyas এখন হঠাৎ হঠাৎ শুনি ....নস্টালজিক হয়ে যাই .....স্বরক্ষেপন ...স্বর এর খেলা এই সব ছিল আমাদের মনোরঞ্জন ........আজকাল Video এর যুগে বড় হাফ ধরে যায় .......খুব খুশি হলাম নাটক টি শুনে ......বাচিক শিল্পী দের অনেক অনেক ধন্যবাদ .......গায়ে কাঁটা দিচ্ছিলো .....🙏🙏🙏🙏🙏🙏🙏
প্রিয়জনের সাথে লিংক শেয়ার করুন
Khub balo laglo Amer Dil chuye gelo , boler bhasa nai excellent
আমি মালদা থেকে বলছি,অনেক ধন্যবাদ এ রকম একটা অসাধারণ একটা নাটক উপহার দেওয়ার জন্য।।বলাই বাহুল্য অত্যন্ত দক্ষ কুশীলবদের উপস্থাপনায় নাটক প্রানবন্ত হয়ে উঠেছে।একটু ধৃষ্টতা দেখাচ্ছি ক্ষমা করবেন,নাটকের শেষটা মনে হল "শেষ হয়ে হইলো না শেষ"যায় হোক এটাও একটা আলাদা তৃপ্তি দিয়েছে বৈকি।নাট্যকারের লেখনীর মুন্সিয়ানার তো তুলনা হয় না,ভাষা,শব্দ চয়ন,আবেগ,অনুভূতি সব মিলিয়ে অনবদ্য।কোথাও কোথাও কবি গুরুর মিল পাচ্ছিলাম।আপনার লেখনীর গুনে এবং শিল্পীদের কণ্ঠের ছোঁয়ায় সাধারণ অসাধারণত্ব লাভ করেছে।ধন্যবাদ🙏🙏🙏
আমাদের দেশের নাটক এই রকমই ছিল এরা অনেক সিনিয়ার আরটিস। এখন আর অভিনয় এর মধ্যে সেই গভিরতা নাই মান নেই
অসাধারন।
চোখে জল আসার মত বেশ সুন্দর নাটক (ভারত থেকে শুনলাম)
এক কথায় অসাধারণ নাটক। কিছু ক্ষনের জন্যে হারিয়ে গেছিলাম সেই ছোট্ট বেলার কথা । আরো ভালো নাটক এর আসায় রইলাম। সকল শিল্পীদের জানাই আমার হৃদয়ের নরম স্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কোলকাতা থেকে বলছি।❤❤❤❤❤
আমি কলকাতা বেতার নাটক অনেক শুনেছি আজ প্রথম বাংলাদেশের বেতার নাটক শুনলাম, এককথায় অসাধারণ ❤❤❤❤️
আরো এই রকম অনেক অনেক সুন্দর নাটক চাই ।
@@bimaldas75831+jqh😊😊😊kncm
অনেকদিন বাদে রেডিওর নাটক শুনলাম। ছোটবেলার দিনগুলি মনে পড়ে গেল।
চমৎকার নাটক। অপূর্ব অভিনয়! ভীষণ ভালো লাগলো!
Daruuuuun natok
premer parakastha
Dhonyo Mahabubrahaman
অপূর্ব জীবন কাহিনি। বিয়োগান্ত কাহিনি চোখে জল আনে। আরও শুনতে চাই। অপূর্ব অভিনয়।
সত্যি সত্যি ই লেখকের প্রশংসা পাওয়ার যোগ্য। খুবই ভালো লাগলো, ধন্যবাদ রইল ।
Darun.My thanks to the writer,producer and the players.The drama recalls of past life of deep love between lovers.
খুব ভালো। প্রথমবার শুনে মনে হয়েছিল কলকাতার বেতারের নাটক।পরে জানলাম বাংলাদেশের। অভিনয় শৈলী অসাধারণ।
বিচ্ছেদের জন্যই নাটক টি আরো সুন্দর হলো. অভিনয় অসাধারণ
বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি সবসময়ই উচ্চ মানের হয়ে থাকে.
.
বহুদিন পরে তন্ময় হয়ে শুনলাম নাটকটি। অভিনেতাদের অনবদ্য অভিনয় বিশেষ করে সাহেব আর চিঠির অসাধারণ অভিনয় হৃদয় হৃদয় ছুঁয়ে গেছে।
এরাও তো অনেক গুনী অভিনেতা ও অভিনেত্রী।
আবারও ফিরে গেলাম যৌবনে ।। ছেলেবেলা থেকে ছিলাম অসুস্থ ।। এই নাটক শুনে অনেকটা সময় কাটতো ।। আজ ফিরে গেলাম সেই পুরানো দিনে ।। ধন্যবাদ ।।
Khub sundar natok,abong avinoy.
খুব সুন্দর এই নাটক ,বাংলাদেশ এখন অর্থাৎ বর্তমান বাংলা কে অনেক পিছনে ফেলে দিয়েছে নাটক বিভাগে, ধন্যবাদ জানাই বাংলাদেশের নাট্য গোষ্ঠী কে ও বাংলাদেশ বেতার বিভাগ কে।
বহুদিন পরে অপূর্ব নাটক ' স্টেশন ' শুনলাম। আগাগোড়া একটা ঠাস বুনন ছিলো এই নাটকে এবং সংলাপে মূর্ত হচ্ছিলো চরিত্র গুলো। প্রত্যেক বাচিক শিল্পীকে অভিনন্দন। বিশেষ করে চিঠি ও সাহিদ। নাটকের শেষ অঙ্কের কথাগুলো হৃদয়ে গিয়ে বিঁধল। সাউন্ড ভালো ছিলো। এরকম নাটকের জন্য অপেক্ষায় রইলাম।
আপনার সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ। প্রিয়জনের সাথে লিংক শেয়ার করুন। সুস্থ বিনোদনের প্রসারের সারথি হোন।
th-cam.com/video/j2tigW9_dO0/w-d-xo.html
দারুন অভিনয় মন ভরে গেল, দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল৷
ধন্যবাদ। অন্য নাটকগুলোও শুনে দেখবেন। প্রিয়জনের সাথে লিংক শেয়ার করুন
অতীব সুন্দর লাগলো, আরও শুনতে চাই, সোমনাথ পাল, হাওড়া, west Bengal.
Khub bhalo laglo emon natok chai bar bar aai rakom uposthaponar jonya Dhonyobad
Khub valo laglo Amer Dil chuye gelo ❤
দারুণ এই রকম নাটক হলে মন ছুঁয়ে যায় ।
অপূর্ব। মন ছুয়ে গেল। লেখক কে এক কথায় বলি অনবদ্য। অভিনয় খুব সুন্দর। বহু বছর পর এত সুন্দর একটি নাটক শুনলাম। খুব ভালো একটি উপহার পেলাম। ভারত থেকে। ধন্যবাদ।
এক কথায় অসাধারণ লাগল। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অসম্ভব অসাধারণ। সকল কুশীলবদের জানাই ❤❤❤❤
Khub valo laglo..... চিঠির কন্ঠে কি তৃপ্তি মিত্রের ছায়া, অপূর্ব
অনন্ত প্রেমের অপরূপ গল্প চমৎকার লাগলো। এতো ভালো গল্প সহসা শুনিনি। উপস্থাপককে ধন্যবাদ।
Realy a Good drama through Radio like presentation watched after a long time back.
অসাধারণ প্রযোজনা। এতো সুন্দর নাটক কমই পাওয়া যায় ।ধন্যবাদ।
অপূর্ব নাটক এবং প্রত্যেকটি চরিত্রের দূর্দান্ত অভিনয় মনে দাগ কাটে। চোখে জল এসে যায়। আমি পশ্চিমবঙ্গের হুগলী থেকে লিখলাম।
এতবার নাটকটি শুনলাম ,তাও বারবার শুনতে ইচ্ছে করছে। কোথায় হারিয়ে গেল এমন নাটক!!!
Khub sundor aami khub kanna paye 😢😢
Excellent 👌 ki darun natok.
নাটকের গুণেই নাটকের মধ্যে একাত্ম হয়ে ছিলাম । অসম্ভব সুন্দর নাটক । শেষে চোখের জল বাঁধ মানলনা ।
নাটকটা আমার মনটাকে ভরিয়ে দিয়ে গেল। না না শুধু ভরিয়ে নয়, ভিজিয়ে দিয়ে দিয়ে গেল। চোখটাকেও। লেখক সাইদুল সাহেবকে আমি ধন্যবাদ জানাই এমন নাটক উপহার দেবার জন্য।সাহেব আর চিঠির চরিত্রে এমন মর্মস্পর্শী, এত মন কেমনকরা অভিনয় উপহার দেবার জন্য নাটকের অভিনেতা অভিনেত্রীর জন্য আন্তরিক অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আমি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার এক গ্রামের প্রায়বৃদ্ধ মানুষ। সবাই ভাল থেক। আরও এমন নাটক শোনার ইচ্ছা রইল।
খুবই ভাল লাগল। ধন্যবাদ বাংলাদেশ বেতার কে।অনেক দিন পর ভাল লাগল।
বিচ্ছেদের আনন্দ উপভোগ করলাম। ধন্যবাদ জানাই।
অস্ফুট অব্যক্ত বুকের যন্ত্রণা তোমার স্টেশন গল্প খানা 🎉
অসম্ভব সুন্দর নাটক। লেখক, অভিনয় শিল্পী, কলাকুশলীদের অসংখ্য ধন্যবাদ।
অপূর্ব অভিনয়। আরও শুনতে চাই। 🙏
অসাধারণ অসাধারণ লাগলো।।।।অডিও নাটকের ভক্ত হয়ে গেলাম।।
th-cam.com/video/j2tigW9_dO0/w-d-xo.html
অপূর্ব,এক সুন্দর অনুভূতি মনকে প্লাবিত করলো।
Anekdin por khub bhalo natal sunlam.aThanks to Wahid and Chithi for good acting.
কলকাতার বেতার নাটকের জন্যে প্রতি শুক্রবার অপেক্ষা করতাম। সে হারিয়ে গেছে বহুদিন। আজ বাংলাকে তোমরাই তো বাঁচিয়ে রেখেছো। এত সুন্দর অভিনয় যে গল্পটির ঘটনা অনেক গল্পের সঙ্গে মিল থাকলেও নতুন করে দোলা দিল মনে।
কেনো এখনো শুক্রবার রাত 8 তাই নাটক হয়
নাটক শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম। আমার অতীত যেন নাড়া দিয়ে গেল। ধন্যবাদ।
A very good audio drama . Very sensitive Incidence . Many of us would have such experience . Thanks to U-TUBE program .
Thanks a lot.Please subscriber and share the link with friends and family
th-cam.com/video/j2tigW9_dO0/w-d-xo.html
কতদিন পর নাটক শুনলাম -- খুব ভালো লাগলো ---
প্রথম বাংলাদেশের বেতার নাটক শুনলাম। একবারও মনে হল না এটা কলকাতা বেতার নাটক নয়। গল্প, রচনা কৌশল, শব্দের ব্যবহার, উচ্চারণ, অভিনয় সবটাই অনবদ্য।
দারুণ, দারুণ, দারুণ নাটক শুনলাম, এত সুন্দর রচনাশৈলী,বলার কিছু নেই।
I endorse your view.
আমি kolkata থেকে বলছি চোখের জলে আমি আপনাদের শিল্পী সত্তাকে এবং এত সুন্দর নাটক উপস্থাপন করার জন্য আমি নিওমিত বাংলাদেশের নাটক দেখি এভাবে আমাদের উদবুদ্ধ করুন ধন্যবাদ সমস্ত কলাকুশলীদের
আমি ভেবেছিলাম এটা কলকাতার আকাশ বানীর গল্পঃ
খুব ভালো লাগলো। দুঃখময় জীবনে কিছু সময়, দুঃখকে ভুলেথাকার জন্য নাটক /সিনেমা দেখি, সেখানেও যদি দুঃখেপেতে হয়, তা ভালোলাগে না। যাকে দুঃখের বিলাসিতা মনে হয়। মাফ করবেন। নাটকের উপস্থাপনা ভাষার সৌন্দর্য & প্রত্যেকের অভিনয় খুব ভালোহয়েছে (Jagadish Roy -72,from W. B.).
ভীষণ ভীষণ সুন্দর লাগলো 🌹💞💞💞💞🌺🌺🌺🌹🌹
হ্যা এই রকমই হয় জীবনে। জীবন বড়ই কঠিন বাস্তব। ভালো লাগল।
কাহিনী তে অস্পষ্টতা আছে। অভিনয় অনবদ্য। খুব ভালো লাগলো শুনতে।
Asadharan.khub valo laglo.
অসাধারণ গল্প অসাধারণ অভিনয় মনে থাকবে চিরদিন।
Darun khuub bhalo laglo golpota
মনে হচ্ছে কলকাতার broadcast শুনছি।
ভাষার উচ্চারণ কলকাতার মতোই।
অভিনয় খুই ভালো।
এখন কলকাতায় এমন নাটক হয় কিনা জানি না। ধন্যবাদ।
পশ্চিমবঙ্গ।চাঁদপাড়া।
আমি কলকাতা থেকে শুনলাম অনবদ্য হৃদযের অনুভুতি আর চোখের জল একাকার হয়ে গেল।
Many many years back , most prbably four decades i used to listen to radio play. Television has taken away those moments . The play Station has given me back my lost period . Grateful to the entire team for a very enjoyable production.
সুন্দর নাটক, অভিনয় দুজনের খুব ভাল হয়েছে।
অসাধারণ পরিবেশনা, চোখের কোণে জলও এসে গেলো। বহুদিন পর অনিন্দ্য সুন্দর একটা বেতার নাটক শুনলাম।অজস্র ধন্যবাদ সকল অভিনেতা- অভিনেত্রী দের।❤️❤️❤️
প্রিয়জনের সাথে লিংক শেয়ার করুন
নাটক শুনে হৃদয়ে কিছু একটা না পাওয়ার অনুভূতি রয়ে গেল
অসাধারণ 🙏🙏,,,,💔
ট্রেন টি বাতিল হওয়া উচিত ছিল। যাই হোক শাহিদ ও নাট্যকার দুজনেই খুব ভিতু।
তবে খুব ভালো লাগলো।
অনেক দিন পর হ্নদয় স্পন্দিত করার মত অতি সুন্দর একটা নাটক শ্রবণ করলাম।
অতিব সুন্দর অভিনয় ও সংলাপ আমাকে মুগ্ধ করেছে ।
ভারতীয় হলেও জন্ম পূর্ব পাকিস্তানে অধুনা বাংলাদেশে ।
বাংলা আমার মহান ।
অসাধারণ! হৃদয় ছুঁয়ে গেলো ।
নাট্যকার অভিনয় প্রযোজনা সমস্ত বিভাগে মন ছুঁয়ে গেল। চরিত্র গুলির
নাম শুনে মনে হল বাংলাদেশের উপস্হাপনা। ধন্যবাদ ্এ রকম আরো নাটক শোনানোর অনুরোধ রইল।
আদি অনন্ত কালের শ্রেষ্ঠ একটি নিঃসঙ্গ জীবনের ঘটনা । বারে বারে শুনলেও আবারো শুনতে ইচ্ছা করে ।
খুব ভাল লাগল নাটকটা।আরও শুনতে চাই।
খুব ভালো লাগলো হৃদয় ছুয়ে গেল হুগলি থেকে শুনছি❤শুনছি❤❤❤❤❤❤❤❤
হৃদয় বিদারক মনোমুগ্ধকর নাটক ।কাঁচের গ্লাসের মত। একবার ভেঙ্গে গেলে আর জোড়া লাগে না
দারুন, আমার খুব ভালো লাগলো।
I am from Kolkata, Very nice. Waiting for more such
ওহ.!
কি অনবদ্য তার ভাষা।সাবলীলতায় প্রকাশ।
বিশেষ প্যাসেঞ্জার টি না গেলোও পারতো..!
মানসপটে ভেষে রবে অনেক দিন💛💙
প্রিয়জনের সাথে লিংক শেয়ার করুন
নাটকটা শুনতে শুনতে সেই ছেলেবেলায় ফিরে গেলাম । বাবা রেলওয়েতে কাজ করতেন । ছেলেবেলা কেটেছে দিনাজপুর , পার্বুতীপুর মিলিয়ে । রেলওয়ে কলোনীর বাসায় । গার্ড , টিটিই , স্টেশন মাস্টার আমরা সবাই যেন ছিলাম এক পরিবারের মানুষ । নাটকটা সেই সব ভুলে যাওয়া মুখগুলোকে আবার মনে করিয়ে দিল । মনে করিয়ে দিল , স্টেশনে ট্রেন ছাড়ার ঘন্টার ধ্বনি , যাত্রীদের কোলাহল , স্টেশন মাস্টারের ফোনের রিংটোন সব কিছু ❤
ধন্যবাদ নাট্যকার , অভিনেতা / অভিনেত্রী সমস্ত কোলাকৌসলীদের ।
পিযুষ / লাকি , নাজমুল হুদা এনাদের নাটক ছোট বেলায় অনেক দেখেছি টিভিতে কিন্ত শ্রুতি নাটকে এই প্রথম শুনলাম ❤
ভিষন ভাল লাগল ।
মনভরে যায় এমন নাটক এবং নাটকের অভিনয়শৈলির গুনে।
Khub valo laglo i am rrom india apnara valo thakben 🙏🙏🙏
অনবদ্য সুন্দর একটি নাটক মন ছোয়া দিয়ে গেল 🙏🌹👍
Ashadharan .Bar bar sunte iccha hoy.
আমি বাংলাদেশের বেতার নাটক আজ প্রথম শুনলাম । খুবই ভালো লেগেছে । কাহিনী-ও ভারী সুন্দর, বাচিক শিল্পী-দের অভিনয়-ও অসাধারণ লেগেছে ।
আমি থাকি পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় ।
Ami khub natok suntam ekhon r time hoyna mobile er karone , social mediar karone apni ki anek natok sunechen aamake help korben please aami ekti natok onekdin dhore khujchi pachchina ,natok tar ektu ektu kotha mone aache ,,bolchi ,aamar nam Ronjon,aamar barir pase khonjona nodi boye chole ,natoker modhye ey kotha gulo aache, please help me,Aamar Bari ,,west bengal, Howrah,er Bagnan a bari jodi keu bolte paren tahole reply korben comment korlam 23/06/2023
@@Azad037😂😊
Howrah er kothai bari apnar,,aamar Bagnan e bari
খুব সুন্দর একটা কাহিনী ❤
Very nice presentation with highly appreciated drama and very good voice and tragic story. Waiting for more. Thanks to all.
First class barok, avinoy excellent, really hear touching 🙏🙏🙏🙏
অপূর্ব ।খুব ভালো লাগল ।উপস্থাপনা খুব সুন্দর হয়েছে ।পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে ।
প্রিয়জনের সাথে লিংক শেয়ার করুন
আমি পূর্ব বধমান থেকে বলছি আপনার নাটক খুব সুন্দর ধন্যবাদ।
ভালোবাসা একমাত্র গরীবের হৃদয়ে থাকে ধনীর জন্য ভালোবাসা নয় ধনীরা চীরদিন গরীব কে অবহেলা করে এসেছে ভবিষ্যতে ও করবে এই নাটক টি আমার হৃদয় তৃপ্ত করলো অনেক অনেক ধন্যবাদ জানাই এই নাটকের কুশীলব দের 👌👌👌💝💝💝😦🙏🙏🙏
আমার চোখে জল চলে এল।অসাধারণ।
অপূর্ব অসাধারন৷রচনা ও পরিবেশনা
সত্যি এমন নাটক আর আজকাল খুবই কম শোনা যায়। অসাধারণ নাটক।
এক কথায় অপূর্ব।
অসাধারণ একখানি নাটক।মন ছুঁয়ে গেলো।
A beautiful story without any melodrama. Enjoyed it very much. Dr. Ajit Thakur (USA)
দারুণ অভিনয় করেছেন দুজনে
ধন্যবাদ। প্রিয়জনের সাথে লিংক শেয়ার করুন
Excellent mon bhore gelo
Asadharan.purulia west bengal theke sunlam.
আমি ভারত থেকে শুনেছি
অনেক দিন পরে একটা মনমুগ্ধকর নাটক শুনলাম
ঠিক ছোটবেলার মতো😢😢😢😢😢
খুব সুন্দর অভিনয়, চমৎকার।
Khub bhalo . 51:00
সুন্দর ভাষা, ভালো অভিনয়।