গত মাসেই রাজস্থান গিয়েছিলাম, তাই খুব উৎসাহ নিয়ে এই series টা দেখতে বসেছি ... প্রথম episode টা খুব ভাল লাগল, তার একাধিক কারণ আছে -- প্রথম কারণ - অনেকদিন পরে কোনো video তে Kanpur Central station টা বেশ ভাল করে দেখলাম - এই জায়গাটার সাথে আমার অনেক পুরোনো স্মৃতি আছে ... 1991-97 Kanpur IIT র ছাত্র থাকার সময়ে অসংখ্যবার এই station দিয়ে যাতায়াত করেছি ... Chandari থেকে Kanpur Central পর্যন্ত তখন ছিল single line ... পরে double line হয়ে যায় ... দ্বিতীয় কারণ - আমাদের রাজস্থান tour এ শেষ spot ছিল বিকানির ... জয়সলমির থেকে বিকানির পৌঁছাতে আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছিল, তার পর কোনোরকমে Junagarh Fort দেখতেই দিন শেষ হয়ে গেল ... Lalgarh Palace এ stay করা সত্ত্বেও আমরা Sadul museum দেখতে পাই নি ... পরের দিন সকালেই দিল্লীর জন্য (প্রায় 500 km) যাত্রা শুরু করতে হল, তাই ইচ্ছে থাকলেও Camel research centre দেখা হল না ... তোমাদের videoতে এই দুটোই বেশ ভালোই দেখে ফেললাম ... তার জন্য অনেক ধন্যবাদ এছাড়াও bike এর প্রতি আমার একসময় খুব নেশা ছিল ... একবার accident হয়ে পায়ে fracture হওয়া সত্ত্বেও 12 বছরের বেশী bike চালিয়েছি ... শেষ bikeটি ছিল Hero Honda CBZ Extreme 150 cc, যেটি আমার better half দায়িত্ব নিয়ে বেচে দিলেন ... একটা Royal Enfield এর ইচ্ছে আর পূর্ণ হল না ... 15 বছর হয়ে গেল চারচাকার বাহন চালিয়ে দুধের সাধ ঘোলে মেটাচ্ছি ... কিন্তু বেড়ানোর টানে সময় পেলেই এই বয়সেও গাড়ি নিয়ে highway তে long drive এ বেরিয়ে পড়ি ... তোমাদের পরবর্তী episode গুলো আগ্রহের সঙ্গে দেখব ... খুব সাবধানে bike চালাবে
Baidik dar video manei , notun kichu. Dekhlei mon valo hoe jai. Eta train journey. But sob dhoroner video dekhar experience thaka valo. . bike journey ta onnoeokom ,train journey ta onno rokom. ❤ Onek suvecha roilo notun notun video gift dao amader. Sustho theko tomra .
2001 a gechilm khub choto thakte 😊 21 days er trip chilo puro nostalgic feeling asche tmdr ei vlog dekhe❤❤ Darun excited 🤗 Best of luck puro trip tar jnno🫶🫶
প্রতাপ এক্সপ্রেস ট্রেনটি প্রচন্ড ভাল ট্রেন। আমরা পুরো পরিবার মিলে প্রতাপ এক্সপ্রেস-এ করে Rajasthan ঘুরতে গিয়েছিলাম 22nd Decenber 2023 থেকে 5th january 2024 পর্যন্ত।
খুব সুন্দর লাগলো vlog ta background music ta দারুণ ছিল। মনে হয় কোনো রাজস্থানী music ছিল। রাজস্থান tour এ background এ রাজস্থানী music বাজলে vlog গুলো মনে হয় দারুন লাগবে । Love you from Arambagh...
Much awaited Rajasthan tour.. খুব অপেক্ষায় রইলাম প্রতিটি episode এর জন্য। তবে total trip টা bike এ expect করেছিলাম। .... Anyways.. দারুণ দারুণ সব কিছুর আশায় রইলাম ..!! 👍👌🙏❤
বিকানির নামটা আমি কোনদিন ভুলতে পারবো না কারন রাজস্থানে ২৮ দিন কাটিয়েও আমার বিকানির আর আজমীর দেখা হয়নি। আমরা পাবলিক ট্রান্সপোর্টে বেশির ভাগ জায়গায় ঘুরে ছিলাম। শুধু যোধপুর থেকে জয়সলমীর আর ভরতপুর থেকে কোটা ট্রেনে জার্নি করেছিলাম। তখন বাইকে করে কাউকে ঘোরাঘুরি করার কথা শুনিনি। সালটা ছিল ১৯৮০। একটা ফাটাফাটি সিরিজ দেখার অপেক্ষায় রইলাম। জীবনে কোনদিন জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করার কথা ভেবো না। ওটা লাদাখ থেকে কাশ্মীর যাত্রা (যে রাস্তায় আতঙ্কবাদি দের জন্য আটকে গিয়েছিলে) থেকেও কঠিন হবে।
শহর কলকাতা থেকে বলছি।📸👍 অনেক অনেক দিন পর আবার তোমাদের ব্লগ দেখছি। যথারীতি বেশ বেশ ভালো মানের .... রাজস্থানের মরুভূমি মানুষকে টানে। বিকানির যাওয়া এখন বেশ সহজ।কারন ডাইরেক্ট ট্রেন হয়েছে কলকাতা থেকে। বহুযুগ আগে -আফ্রিকার বতসোয়ানায় মরুভূমি দেখেছি.... রাজস্থানের মরুভূমি দেখার ইচ্ছে আছে...সময় করে ওঠা হচ্ছে না। তোমাদের চোখ দিয়ে দেখব এই মরু প্রদেশকে। শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা 💯🎈🌹👍
দাদা আমি তোমার ভিডিও দেখি Facebook এ কিন্তু আজ youtube এ ভিডিও দেখে পুরো মন ভরে গেল....আমি তোমার একদম নতুন subscriber.....তোমার ভিডিও just ফাটাফাটি.....প্রথম দিনেই মন ছুঁয়ে গেল....ভালো থেকো দাদা ও বৌদি....❤❤ জানো দাদা আমি কৌশিক(পাল) দার খুব ভালো একজন দর্শক....
@baidik Ami natun follower bolte paren. Emni te amar puro India best tourist destination Rajasthan lage with such rich heritage. Aro natun content anun jemon private ba RTDC tourism hotel charges food & accommodation. Best places to visit in Bikaner. Thank you to both for the wonderful blog!
গত মাসেই রাজস্থান গিয়েছিলাম, তাই খুব উৎসাহ নিয়ে এই series টা দেখতে বসেছি ... প্রথম episode টা খুব ভাল লাগল, তার একাধিক কারণ আছে --
প্রথম কারণ - অনেকদিন পরে কোনো video তে Kanpur Central station টা বেশ ভাল করে দেখলাম - এই জায়গাটার সাথে আমার অনেক পুরোনো স্মৃতি আছে ... 1991-97 Kanpur IIT র ছাত্র থাকার সময়ে অসংখ্যবার এই station দিয়ে যাতায়াত করেছি ... Chandari থেকে Kanpur Central পর্যন্ত তখন ছিল single line ... পরে double line হয়ে যায় ...
দ্বিতীয় কারণ - আমাদের রাজস্থান tour এ শেষ spot ছিল বিকানির ... জয়সলমির থেকে বিকানির পৌঁছাতে আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছিল, তার পর কোনোরকমে Junagarh Fort দেখতেই দিন শেষ হয়ে গেল ... Lalgarh Palace এ stay করা সত্ত্বেও আমরা Sadul museum দেখতে পাই নি ... পরের দিন সকালেই দিল্লীর জন্য (প্রায় 500 km) যাত্রা শুরু করতে হল, তাই ইচ্ছে থাকলেও Camel research centre দেখা হল না ... তোমাদের videoতে এই দুটোই বেশ ভালোই দেখে ফেললাম ... তার জন্য অনেক ধন্যবাদ
এছাড়াও bike এর প্রতি আমার একসময় খুব নেশা ছিল ... একবার accident হয়ে পায়ে fracture হওয়া সত্ত্বেও 12 বছরের বেশী bike চালিয়েছি ... শেষ bikeটি ছিল Hero Honda CBZ Extreme 150 cc, যেটি আমার better half দায়িত্ব নিয়ে বেচে দিলেন ... একটা Royal Enfield এর ইচ্ছে আর পূর্ণ হল না ... 15 বছর হয়ে গেল চারচাকার বাহন চালিয়ে দুধের সাধ ঘোলে মেটাচ্ছি ... কিন্তু বেড়ানোর টানে সময় পেলেই এই বয়সেও গাড়ি নিয়ে highway তে long drive এ বেরিয়ে পড়ি ...
তোমাদের পরবর্তী episode গুলো আগ্রহের সঙ্গে দেখব ... খুব সাবধানে bike চালাবে
Asadharon video....and choice of BGM is dhumaaaa!!! fatafatii
Baidik dar video manei , notun kichu. Dekhlei mon valo hoe jai. Eta train journey. But sob dhoroner video dekhar experience thaka valo. . bike journey ta onnoeokom ,train journey ta onno rokom. ❤ Onek suvecha roilo notun notun video gift dao amader. Sustho theko tomra .
Khub valo laglo vlog ta. Bst f luck 4 upcoming days…..
Mane dirgho opekhhar por....sotty khub sundar 🤩🤩🤩
2001 a gechilm khub choto thakte 😊 21 days er trip chilo puro nostalgic feeling asche tmdr ei vlog dekhe❤❤ Darun excited 🤗 Best of luck puro trip tar jnno🫶🫶
Blog ta besh valo laglo 🎉
প্রতাপ এক্সপ্রেস ট্রেনটি প্রচন্ড ভাল ট্রেন। আমরা পুরো পরিবার মিলে প্রতাপ এক্সপ্রেস-এ করে Rajasthan ঘুরতে গিয়েছিলাম 22nd Decenber 2023 থেকে 5th january 2024 পর্যন্ত।
Darun darun darun lagche ❤😮❤😮❤😮❤😮❤😮❤😮❤😮❤😮❤😮❤😮❤😮❤😮❤😮❤😮❤😮❤😮❤😮❤😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
খুব সুন্দর লাগলো vlog ta background music ta দারুণ ছিল। মনে হয় কোনো রাজস্থানী music ছিল। রাজস্থান tour এ background এ রাজস্থানী music বাজলে vlog গুলো মনে হয় দারুন লাগবে । Love you from Arambagh...
Master class Editing, Khub valo laglo dekhte :)
Darun laglo dada vlog ta...bes onno dhoroner...❤
Khub bhalo laglo !
Valoi ghurlam ❤❤
Much awaited Rajasthan tour.. খুব অপেক্ষায় রইলাম প্রতিটি episode এর জন্য।
তবে total trip টা bike এ expect করেছিলাম। .... Anyways.. দারুণ দারুণ সব কিছুর আশায় রইলাম ..!!
👍👌🙏❤
Video's majhe ekta Manik Jor ure gelo ❤️
❤ darun adventure hobe ebar
Durdanto Bhai. Khub bhalo laglo. You guys always special for me. Enjoy koro trip ta. Sabdhane firo.
তবে বৈদিক দাও খুব ভালো লাগলো ❤❤
Khub sundor laglo video ta ❤
Sun set ta অপূর্ব ছিল
Darun laglo journey ta🙏👍❤️💜💚
Darun blog hobe
Rajasthan dekhar jonno opekhai thaklam❤❤❤....best of luck
Khub valo laglo ❤❤❤
Video er jnne wait korchilam....❤❤
Waiting for Next blogs........ 😊
Khub sundor laglo ❤
দারুণ দারুণ। ❤
Darun laglo r khub excited
Very much Excited 👍🏻
😍😍😍😍😍 khub sundor hoyeche dada😍 enjoy koro
Darun trip.. khub ee excited 😌😻😻
বিকানির নামটা আমি কোনদিন ভুলতে পারবো না কারন রাজস্থানে ২৮ দিন কাটিয়েও আমার বিকানির আর আজমীর দেখা হয়নি। আমরা পাবলিক ট্রান্সপোর্টে বেশির ভাগ জায়গায় ঘুরে ছিলাম। শুধু যোধপুর থেকে জয়সলমীর আর ভরতপুর থেকে কোটা ট্রেনে জার্নি করেছিলাম। তখন বাইকে করে কাউকে ঘোরাঘুরি করার কথা শুনিনি। সালটা ছিল ১৯৮০।
একটা ফাটাফাটি সিরিজ দেখার অপেক্ষায় রইলাম। জীবনে কোনদিন জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করার কথা ভেবো না। ওটা লাদাখ থেকে কাশ্মীর যাত্রা (যে রাস্তায় আতঙ্কবাদি দের জন্য আটকে গিয়েছিলে) থেকেও কঠিন হবে।
Khub valo lagche ❤
Link petei dekha start kore dilammm......onek khon wait koreee chilam
খুব ভালো হয়েছে তোমার চ্যানেলে একটা রাজস্থানের রাইট দেখতে চেয়েছিলাম বেশ ভালই লাগলো
khub valo laglo, music ar use ta o valo laglo, age aro valo tour korbo asa rakhi.
Rajasthan series er Suruta khub valo laglo… Asa kori baki gulo o khuuub I valo hobe ….
Ei toh! Rajasthan finally.. suru tei bolte pari phataphati hbe..
Bes valo laglo
uff darun, amio gechilam rajasthan garite but tomader moto bike e jawar icche roilo. ride safe,enjoy ..thank you for so much information..🤗
Apekhar abosan holo ❤
Keep it up
Waiting for next episode
Thik ache wait korchi
Jotoi dekhbo totoi mon vore jabe...amdr Raja rani to ekhan Rajasthane......ghus rider dar jano🐪🐫 niye asbe ------musick ta osadharon 6ilo .👌👌
Ki sundor ❤
তোমাদের ভিডিও আমার all time খুব ভালো লাগে ............
Dada oshadharon ❤ Sonar Kella movie feeling asche
Excellent presentation ❤ , both looks good , very nice, keep it up , carry on, ❤
Khub valo.
tomer vlo acho too❤ dada
খুব ভালোই লাগলো
Darun laglo❤
Have a nice journey
শহর কলকাতা থেকে বলছি।📸👍
অনেক অনেক দিন পর আবার তোমাদের ব্লগ দেখছি।
যথারীতি বেশ বেশ ভালো মানের ....
রাজস্থানের মরুভূমি মানুষকে টানে।
বিকানির যাওয়া এখন বেশ সহজ।কারন ডাইরেক্ট ট্রেন হয়েছে কলকাতা থেকে।
বহুযুগ আগে -আফ্রিকার বতসোয়ানায় মরুভূমি দেখেছি....
রাজস্থানের মরুভূমি দেখার ইচ্ছে আছে...সময় করে ওঠা হচ্ছে না।
তোমাদের চোখ দিয়ে দেখব এই মরু প্রদেশকে।
শুভেচ্ছা অভিনন্দন ও শুভকামনা 💯🎈🌹👍
❤️
Tomader camera ta rajasthan dekhar opekhay roilam... Asha korchi darun darun vlog hote choleche❤❤😊😊
30 years ago we went to that place. What a nice blog.
Partner in the best ❤❤❤❤
এই ব্লগটা মোটামুটি ভালই লাগলো আশা করছি পরবর্তী ব্লগগুলি ভালোই হবে।
দাদা আমি তোমার ভিডিও দেখি Facebook এ কিন্তু আজ youtube এ ভিডিও দেখে পুরো মন ভরে গেল....আমি তোমার একদম নতুন subscriber.....তোমার ভিডিও just ফাটাফাটি.....প্রথম দিনেই মন ছুঁয়ে গেল....ভালো থেকো দাদা ও বৌদি....❤❤ জানো দাদা আমি কৌশিক(পাল) দার খুব ভালো একজন দর্শক....
Right now baidik da is my inspiration ❤❤❤❤
খুব সুন্দর ❤❤
Khub sundor laglo tomader ei journey ... next episode er jonno wait korbo... happy journey khub valo hok tomader journey
darun hoyeche
দারুণ ❤
প্যালেস মানেই দুর্ধর্ষ তার ওপর এতো ছোটো একটা ভ্লগ মজা লাগলো দাদা
In all respects your beginning tour description towards Rajasthan tour is good and I am regularly trying to watch your vlogs as before.
Darun ❤
Dada tomar train ar vlog Tao khub sundor hoi khub valo lage ato clear vabe bujhiye dao khub sundor good luck valo theko ❤❤
"কতগুলি তুই দেখ".......😂😂😂😂 দ❤❤❤
😁
দাদা রাজস্থান আমাদের ঘোরা। দারুন জায়গা।
best thumbnail ...awesome content .....jioo bhai 😍😍🥰🥰
Darun brother khub bhalo. Laglo
Khub valo laglo video ta 😊
Bravo Baidik n Bonny. Lots of love
লিকার চা without sugar!
ঐ মুহূর্তে বনির চোখ মারাটা অসাধারণ ছিল!
এক কথায় অসাধারণ
Bohudin por video peye bhalo lagche dada
Darun hoechhe ♥️ ❤️
Best of luck, happy and safe journey.
চালিয়ে যাও ❤️
Welcome Boidik da, Boni de New journey 🎉🎉🎉❤❤❤😊
Highly Suspicious...😍😍😍
Dada tomar video valo laga
তুমি তো train vlogger হয়ে যাচ্ছ। ভালো লাগছে দেখতে।
Rajasthan e giye obossoi khatu sham babar mondir e jeo..... Khub jagroto tomar sob monoskamona puron hobe....🙏🏼
Just awesome vlogs❤❤
বাঃ,দারুন একটা ভিডিও দেখলাম।total presention
Darun laglo Vlog ta.... Anek kichu jante parlam.... Tomra dujonei Bangalir gorbo 😊😊 Erokom bike niye Rajasthan ey ghora ekta osadharon experience
Very nice Tour
Tomar ai train journey gulo khub valo lage dada❤ ... future a amon train journey dakhar jonnoi subscribe korlam ...❤❤ Asa kori aro train vlog asbe ❤
Kotogulo tui dekh 😅😅 eta sera chilo 😅😅😂😂🫡
1999 te gechilam,abar notun kore tomader sathe ghurbo, sabdhane theko tomra ❤❤❤
8:05 ye badiya tha guru 😂😂
Boni di rocked, Baidik da shocked😂😂
@baidik Ami natun follower bolte paren. Emni te amar puro India best tourist destination Rajasthan lage with such rich heritage.
Aro natun content anun jemon private ba RTDC tourism hotel charges food & accommodation. Best places to visit in Bikaner. Thank you to both for the wonderful blog!
Khub khub valo laglo dakhe.ar Vai ato kasto kore ato sundor akta vlog amader gift dayar janyo thank you
দারুণ লাগল ❤❤❤
ভালো করেছেন ট্রেনে গেছেন।
ভালো থাকবেন।
শুভ দীপাবলি
Ami lachen e chhilam tai onek vlog dekha hoyni. But Tomar protita vlog e creativity achhe