Batasha | Chanchal Chowdhury, Shahnaz khushi, Mousumi Hamid | Natok | Maaseanga TV | 2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 2.1K

  • @mallickamitra869
    @mallickamitra869 3 ปีที่แล้ว +109

    বাহ্ বৃন্দাবন দা মুগ্ধ হলাম নাটকটা দেখে আর অবাক হলাম এই ভেবে যে সামান্য বাতাসা নিয়েও এমন নাটক লেখা যায় , 🙏🙏আপনাকে

  • @auro2461
    @auro2461 4 ปีที่แล้ว +163

    ভারত থেকে বলছি। এ এক অসাধারণ সুন্দর নাটক! সাম্প্রদায়িকতা, ধর্মের নামে চক্রান্ত, সর্বোপরি, মানুষের লোভের কুৎসিত রূপ এই নাটকে জীবন্ত হয়ে উঠেছে! তবুও সব শেষে মনুষ্যত্বের জয় হচ্ছে দেখে মনটা আনন্দে ভরে গেল। নাট্যকারকে আমার সশ্রদ্ধ ধন্যবাদ জানাই। সকল অভিনেতা, অভিনেত্রী ও অন্যান্য কলাকুশলীদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই । এমন মানবিক নাটক যেন আরও দেখতে পাই এই কামনা করি।

    • @papribarman2748
      @papribarman2748 2 ปีที่แล้ว

      K9{k7

    • @amankuddus1518
      @amankuddus1518 2 ปีที่แล้ว

      পৃথিবীর সব দেশের মুসলমানরা অন্য ধর্মের উপর সহনশীল তাড়িয়ে দেয় না। দেখো মুসলিমদের অন্যান্য ধর্মের লোকেরা তাড়িয়ে দিচ্ছে। ভারতের কথাই চিন্তা করো

    • @auro2461
      @auro2461 2 ปีที่แล้ว +4

      @@amankuddus1518 ভারতে ইদানীং যে ঘৃণা ছড়ানো হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে তা অত্যন্ত নিন্দনীয়। তবে এটা ভারতের প্রকৃত চরিত্র নয়। সকল শুভবুদ্ধি সম্পন্ন ভারতীয় এর প্রতিবাদ করছে। বর্তমান ভারত সরকারের এই ঘৃণ্য প্রয়াস অত্যন্ত দুর্ভাগ্যজনক।

    • @mdfoysalahamed1291
      @mdfoysalahamed1291 2 ปีที่แล้ว +2

      আমি চুইদারলেন থেকে বলতাছি নাটকটা সুন্দর হইছে😀

    • @auro2461
      @auro2461 2 ปีที่แล้ว

      @@mdfoysalahamed1291 ও... তাই? খুব বুদ্ধি তো আপনার! আমি জানতামই না! যাগ্গে, জেনে খুশি হলাম।

  • @barshabasfore8181
    @barshabasfore8181 2 ปีที่แล้ว +79

    যত দিন যাচ্ছে ততই বাংলাদেশী নাটক এর প্রীত ভালোবাসা বেড়ে গেছে ♥️ অনেক ভালোবাসা রইলো ভারতবর্ষের দিক থেকে 🙏😊

  • @sisirsaha1172
    @sisirsaha1172 3 ปีที่แล้ว +47

    এমন একটি সাম্প্রদায়িকতা বিরোধী সফল নাটক দেখে মনটা ভরে উঠলো।কি অসাধারণ ব্যক্তব্য।আর অভিনয়, পরিচালনার তো তুলনা নেই। চঞ্চল চৌধুরী, খুশী, সবাই সবাইকে আমার প্রানের অভিনন্দন।

  • @subhadiproy6396
    @subhadiproy6396 4 ปีที่แล้ว +62

    কি চমৎকার নাটক ...ধর্ম বৈষম্যেকে কেন্দ্র করে এতো সুন্দর উপস্থাপনা খুব বিরল ....সাধুবাদ প্রতিটি শিল্পীকে এবং বৃন্দাবন দাস মহাশয়কে বাস্তবধর্মী এই অপূর্ব নাটকটি উপহার দেওয়ার জন্য ...শুভদীপ....কলকাতা

  • @tanvirahmad488
    @tanvirahmad488 5 ปีที่แล้ว +280

    সত্যি কারের একজন অভিনেতা 🙂
    সত্যি কারের একজন মাটির মানুষ❤
    প্রিয় চঞ্চল চৌধুরী 🥰

  • @rakhighoshshaw952
    @rakhighoshshaw952 3 ปีที่แล้ว +13

    কলকাতা থেকে আপনাদের নাটক দেখছি,,,, অসাধারণ বললেও কম বলা হয়, অপূর্ব,,,, সত্যি মানুষ কে অপমান করলে ঈশ্বর কেই অপমান করা হয়,,,, সকল মানুষের মধ্যেই ঈশ্বরের বাস,,,, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশির অভিনয় মুগ্ধ করে।

  • @omarfaruq44
    @omarfaruq44 ปีที่แล้ว +77

    নাটকটির বিষয় বস্তু অত্যন্ত সুন্দর।শাহনাজ খুশি ও চঞ্চল চৌধুরী র অভিনয় অসাধারণ।মানুষ মানুষই, মানুষের মন থেকে কুসংস্কার দুর হলে পৃথিবীটা আরও সুন্দর হবে।যে যার ধর্ম সে তা পালন করুক।আমি একজন মানুষ ,আমার দ্বারা যেন কোনো মানুষের অপকার না হয়,এমন চিন্তা প্রত্যেক মানুষের মনে থাকা উচিৎ।
    হিন্দু মুসলিম ভাই ভাই
    আমরা একসাথে থাকতে চাই। Can we

    • @avijitchatterjee1120
      @avijitchatterjee1120 ปีที่แล้ว

      Salute sir

    • @RanjitDas-rx2mo
      @RanjitDas-rx2mo ปีที่แล้ว

      তোমার বোনেরে দিয়ে দাও

    • @bapanchdas405
      @bapanchdas405 ปีที่แล้ว +1

      Ami BHARAT thike bolchi bhai Apnar comment pore khub khusi holam

    • @sukumarmallick6335
      @sukumarmallick6335 ปีที่แล้ว +1

      উন্নত মানের চিন্তা ভাবনা ।

  • @arindambishnu3981
    @arindambishnu3981 ปีที่แล้ว +28

    বাংলাদেশে নাটক এ যে কি আছে কে জানে এত ভালো লাগে মানে অসাধারণ।

  • @biozone5492
    @biozone5492 2 ปีที่แล้ว +26

    ভারত থেকে বলছি। অনেক অনেক ভালবাসা। মানবতা জয়ী হোক। সাম্প্রদায়িকতার বিরদ্ধে সম্প্রীতির জয় হোক। উগ্র হিন্দুত্ব, ব্রাহ্মণ্যবাদ, মোল্লাতন্ত্র, সর্বোপরি মৌলবাদ নিপাত যাক।।
    অফুরান ভালোবাসা এই নাটকের পুরো টিমকে।

  • @bumba819
    @bumba819 5 ปีที่แล้ว +57

    দারুণ একটা সামাজিক নাটক দেখলেম।আমি ভারতীয় এবং হিন্দু ছেলে। আমাদের এই সমাজে জাতি বর্ন বিভেদ কিছু সংশ্লিষ্ট মানুষের চরিত্রে বেচে আছে তাও আর বেশি দিন থাকবে না। সবার আগে জীবন সত্য।
    খুব ভালো লাগলো শেষ দৃশ্য টি।

    • @rayhanbhai3890
      @rayhanbhai3890 5 ปีที่แล้ว +3

      Bumba Paul বেশিদিন আর কই থাকতেছে না ভাই? কেবল তো মাত্র শুরু করছেন। কুরবানের সময় ইন্ডিয়ার মন্ত্রীরা সরাসরি হুমকি দেয় গরু না জবাই করার জন্য। আর বাংলাদেশে মন্ত্রীরা পূজায় এসে একসাথে ঢোল বেজে হিন্দুদের সাথে নাচে। বাংলাদেশে মুসলমান হিন্দুদের মধ্যে যে ভাতৃত্ববোধ আছে তা আর কোনো দেশে নেই।

    • @rahimaayub9303
      @rahimaayub9303 3 ปีที่แล้ว

      @@rayhanbhai3890 thik kotha bolesen amader bd te hindhu mushlim milemishe thakar probonota ache amder Eid er shomoy amr hindhu friends ra barite ashe abong amra aksathe bose khawa dawa kori amader moddeh kono vedhavedh rakhi na

    • @rahimaayub9303
      @rahimaayub9303 3 ปีที่แล้ว +1

      amr koek jon hindhu friends ache r tara sobai amr best friends mrettu porjonto tader sathe somporko bhalo rakhbo InshAllah

  • @wfpresentations9786
    @wfpresentations9786 6 ปีที่แล้ว +92

    40 মিনিটের নাটক শত বছরের কুসংস্কারকে উপস্থাপন করেছে। অসাধারন অসাধারন।।

  • @SHARIFULISLAM-nv3ug
    @SHARIFULISLAM-nv3ug 6 ปีที่แล้ว +33

    অসাধারণ হয়েছে।
    এই রকম নাটক আরও চাই
    যেন কোন কুসংস্কার না থাকে আমাদের দেশে।

  • @shuvrajyoti9643
    @shuvrajyoti9643 2 ปีที่แล้ว +290

    মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে
    পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে❤️❤️

  • @chiranjitsarkar1341
    @chiranjitsarkar1341 2 ปีที่แล้ว +26

    নাটকটি দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ জানিয়ে পরিচালককে ছোট করবো না। পরিচালকের প্রতি ভালোবাসা রইলো। ভালোবাসা রইল সেই সকল ব্যক্তিদের যারা দুটি ধর্মের মধ্যে মিলন সৃষ্টি করে।

    • @tariqulislam3572
      @tariqulislam3572 ปีที่แล้ว

      ধর্ম আলাদা মিল হতে পারেনা।মিল হয় আমাদের সৃস্টিশীল মানুষের মধ্যে।হিন্দু বৌদ্ধ খৃস্টান মুসলমান সৃস্টিসুত্রে আমরা সবাই মানুষ।কিন্ত কিছু মানুষরুপি অমানুষেরা কখনো চায়না যে,শান্তিতে সমৃদ্ধিতে একটা সমাজ গোলাপের মতো ফুটে উঠুক।সমাজে আমরা প্রকৃত মানুষ চাই,যারা সমাজ থেকে অন্ধকার কুসংস্কার এবং এই সমস্ত নোংরা পলিটিসিয়ানদের দুর করতে পারে।সমাজটাকে আলোকিতো সমাজ হিসেবে গড়তে পারে।

  • @md.rojjobali1504
    @md.rojjobali1504 6 ปีที่แล้ว +153

    নাটকটা অসাধারণভাবে বানানো হয়েছে যা সমাজে কুসংস্কার গুলো তুলে ধরেছে বেশ ভালোভাবেই।
    ২০১৮ সালের সেরা নাটকে পুরুষ্কার পাওয়ার যোগ্যতা রাখে।

    • @md.latfurrahmanrubel9701
      @md.latfurrahmanrubel9701 6 ปีที่แล้ว +3

      নাটকটা ২০১৮ সা‌লের না, অ‌নেক আগের ।

    • @Bhriti_Mondal
      @Bhriti_Mondal 6 ปีที่แล้ว +1

      ha bhai eta onek aager natok

  • @HabiburRahman-mn4zn
    @HabiburRahman-mn4zn 3 ปีที่แล้ว +62

    আমাদের চাটমোহরের গর্ব,
    আমাদের বাংলাদেশের গর্ব,
    বৃন্দাবন দাস।

    • @abhijitsarkar6636
      @abhijitsarkar6636 3 ปีที่แล้ว +2

      চাদমহর বাজার কোন জেলায় ভারত থেকে

    • @shanzidajnu7353
      @shanzidajnu7353 2 ปีที่แล้ว

      পাবনা জেলায়।

  • @sadaydebnath1285
    @sadaydebnath1285 2 ปีที่แล้ว +6

    ... অসাধারণ...! ইতিহাস মনে করিয়ে দিলো 1946 সালের সাম্প্রদায়িক দাঙ্গা -র কথা...! কবে আমাদের সমাজ থেকে এই ধরনের ধর্মীয় সুড়সুড়ি বন্ধ হবে...! No secularism, no non-secularism...we should to build a society only depends on humanism...
    ... love you Bangladesh from KOLKATA WEST-BENGAL INDIA ❤️❤️❤️...

    • @julfikarali5359
      @julfikarali5359 ปีที่แล้ว

      Heart touching !,

    • @TapanMitra-rz2xp
      @TapanMitra-rz2xp 5 หลายเดือนก่อน

      মানবিক বার্তা সহ অসাধারণ নাটক ❤❤

  • @mdhasan5079
    @mdhasan5079 4 ปีที่แล้ว +12

    বাংলাদেশের নাটকের জগতে সবচেয়ে সেরা জুটি চঞ্চল ভাই আর খুসি আপু অসাধারণ লাগে তাদের নাটক গুলো আর বূন্দাবন দাশ অসাধারণ লেখক

  • @ishtiaquejahangir1079
    @ishtiaquejahangir1079 3 ปีที่แล้ว +52

    কত অল্পতেই কত বড় বার্তা ছড়িয়ে দেয়া যায়।
    হ্যাটস অফ বৃন্দাবন দা।

  • @AynaRakib
    @AynaRakib 2 ปีที่แล้ว +26

    আগে তো মানুষ হয়ে পৃথিবী তে আসে,,, পরে না হয় ধর্মে আলাদা হয়ে যায়,,, খুব সুন্দর হয়েছে নাটকটি,

  • @pranitamandal3242
    @pranitamandal3242 4 ปีที่แล้ว +116

    বৃন্দাবনের মানসিকতা অনেক উদার । তাই তাঁর লেখাও এতো উচ্চ পর্যায়ে উন্নীত হয় ।

  • @friendlysumit1
    @friendlysumit1 ปีที่แล้ว +5

    অসাধারণ একটি নাটক। গভীরতম অন্তর্দৃষ্টি দিয়ে তৈরী এর গল্প....অনেক বড়, বারবার প্রমাণিত সত্যই ফুটে উঠেছে.....এর নির্মাতাকে ধন্যবাদ।

  • @alaminsheikh6592
    @alaminsheikh6592 2 ปีที่แล้ว +57

    পৃথিবীটা মানুষের হোক,
    ধর্ম থাকুক অন্তরে..।
    মসজিদে আযান হোক,
    ঘন্টা বাজুক মন্দিরে.. 🙏

    • @bishnusarkar2647
      @bishnusarkar2647 ปีที่แล้ว

      আপনার চিন্তাভাবনা খুব ভালো তাহলে হিন্দু মুসলিম একসাথে থাকতে পারবে আপনার মত করে যদি সবাই ভাবতো কোনো গন্ডগোল হতো না

    • @desitraveller894
      @desitraveller894 ปีที่แล้ว

      Great and mature thinking 🎉

    • @SharminJahan-ui4tw
      @SharminJahan-ui4tw ปีที่แล้ว

      খুব সুন্দর কথা

    • @atrikroy9160
      @atrikroy9160 ปีที่แล้ว

      🙏

  • @simplelifewithnoman4621
    @simplelifewithnoman4621 3 ปีที่แล้ว +18

    সাহানাজ খুশি আপার ফেসবুকে পোস্ট দেখে নাটকটা দেখতে আসলাম।
    অসাধারণ 💝

  • @anikbiswas2788
    @anikbiswas2788 ปีที่แล้ว +48

    মর্ডান যুগে হারিয়ে যাচ্ছে এতো সুন্দর গ্রামীন নাটক

  • @MDMonirulIslam-zo3gv
    @MDMonirulIslam-zo3gv 6 ปีที่แล้ว +171

    বৃন্দাবন দা খুবই বিচক্ষণ লেখক। গ্রাম বাংলার ঘটনা খুবই সূক্ষ্মভাবে তুলে ধরেন তার লেখনির মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ বৃন্দাবন দাসকে সাথে নাটকের সাথে সংশ্লিষ্ট সকলকে।

    • @catcodm4040
      @catcodm4040 5 ปีที่แล้ว +2

      Right

    • @fatemajohora4866
      @fatemajohora4866 5 ปีที่แล้ว +1

      YYchishit

    • @mdshohugsheikh1573
      @mdshohugsheikh1573 5 ปีที่แล้ว

      Mogo deshi ble kotha

    • @imranhossain337
      @imranhossain337 5 ปีที่แล้ว +5

      আমার অনেক প্রিয় লেখক বৃন্দাবন দাস। যার চিন্তা চেতনা অসাধারণ, এরকম লেখা এবং অভিনয় যা ভারত বর্ষে বিরল। মানুষ কেন যে হিন্দি সিরিয়াল দেখে। গ্রাম বাংলার মানুষের ইতিহাস ঐতিহ্য সম্বলিত নানান কাহিনী ধরে করা এই নাটক। এ কথায় অপুর্ব।

    • @krishnabhattacharya1653
      @krishnabhattacharya1653 3 ปีที่แล้ว +1

      @@imranhossain337 ঠিক কথা, যদিও ভারত থেকে তবু সত্য কথা

  • @dr.tapastarafder1772
    @dr.tapastarafder1772 3 ปีที่แล้ว +8

    বোন শাহানাজ খুশি ,আর চঞ্চল ভাই ,তোমাদের অভিনয় দেখে চোখ সার্থক হয়ে গেল । অসাধারণ অভিনয় , সামান্য একটা ঘটনার মধ্যে দিয়ে অসামান্য একটা ম্যাসেজ ,ভাবা যায়না । ভারতবর্ষে এলে দাওয়াত রইল

  • @sohanamehmood8744
    @sohanamehmood8744 3 ปีที่แล้ว +52

    "সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই" ❤️❤️ ধর্ম সুন্দর, ধর্ম সত্য। মানুষ ধর্ম কে নষ্ট করে। কোনো অসুন্দের স্থান কোনো ধর্মে নাই। মানবতাই হোক সর্বউতকৃস্ট ধর্ম।

  • @beboindra
    @beboindra 2 ปีที่แล้ว +7

    চঞ্চলদার অভিনয় সবসময় অসাধারণ,,,কিন্তু এই নাটকে সবাই কে ছাপিয়ে গেছে,,, খুশিদির অভিনয়,,,, এপার বাংলার শুভেচ্ছা আর অভিনন্দন আপনাদের ❤️

  • @razibahned4040
    @razibahned4040 6 ปีที่แล้ว +286

    Chanchal Chowdhury এর নাটক কার কার ভালো লাগে??
    সারা দিয়ে সাথে থাকুন

    • @fatemaakter2650
      @fatemaakter2650 6 ปีที่แล้ว +1

      Amar valo lage...

    • @desiboys8716
      @desiboys8716 6 ปีที่แล้ว

      amar

    • @leaontex4953
      @leaontex4953 6 ปีที่แล้ว

      amon ta dekhe,,,romjan masher kotha mone porlo...
      Bazar jaitam,,,kintu Tara bole hindhu poker dokan theke kinle roja nosto hoye jai....
      Vabtei obak lage

    • @debjani0222
      @debjani0222 5 ปีที่แล้ว

      Brindaban Das er aushadharon kaj lekha songlaap, taanr unchu.mon o chintaa r chobi taanr proti kaaje

    • @minarulmolla9281
      @minarulmolla9281 5 ปีที่แล้ว

      @manashi nath we. Wplkjiih

  • @dipakdas7346
    @dipakdas7346 3 ปีที่แล้ว +430

    হিন্দু মুসলিম কিভাবে একসাথে থাকতে হয় এই নাটক থেকে বোঝা যায়,হিন্দু মুসলিম ভাই ভাই এক সাথে থাকতে চাই, আমরা সবাই বাঙালি আমরা সবাই সবার,আমি ইন্ডিয়া থেকে

    • @mumj9974
      @mumj9974 2 ปีที่แล้ว +5

      🤙🤙🤙🤙🤙🤙

    • @donguildofficial3726
      @donguildofficial3726 2 ปีที่แล้ว +5

      Amio india theke dada

    • @AminKhan-ce3ud
      @AminKhan-ce3ud 2 ปีที่แล้ว +19

      মাশাল্লাহ ভাইয়া আমি একজন মুসলিম আপনি যে বাংলাদেশকে কতটা ভালবাসেন তা আপনার প্রশংসা না করলে না আপনি যে বাংলাদেশের নাটক কে এত সাপোর্ট করেন এত দেখে নাটকগুলো আমি যে নাটকগুলোতে

    • @methondada4721
      @methondada4721 2 ปีที่แล้ว +5

      সহমত প্রকাশ করলাম

    • @Mdmanik-mn8mo
      @Mdmanik-mn8mo 2 ปีที่แล้ว +5

      এক সাথে থাবো মোর, বাংলাদেশ

  • @sanjitkumarbiswas2147
    @sanjitkumarbiswas2147 3 ปีที่แล้ว +5

    আমি ভারতীয় ।বৃন্দাবন বাবুর নাটকটি অসাধারণ ।অনেক উচ্চ মানসিকতা না থাকলে এমন নাটক লেখা সম্ভব নয় ।ধন্যবাদ আপনাকে ।আপনার অনেক নাটক দেখেছি ।প্রত্যেকটি আলাদা আলাদা সৌন্দর্য নিয়ে আবির্ভূত ।আপনি অবশ্যই জাতীয় পুরস্কারের যোগ্য ।জানিনা আপনি সেই পুরস্কার পেয়েছেন কি না ।যদি না পান তবে শুধু সময়ের অপেক্ষা ।আশা করছি আপনি এতদিনে তা পেয়েছেন ।ধন্যবাদ আপনাকে ।

  • @kaushikdeb7329
    @kaushikdeb7329 2 ปีที่แล้ว +36

    আমি বরাবরই বাংলাদেশের নাটকের একজন চরম প্রেমী, আর এমন নাটকের মাধ্যমে বেচে থাকুক হিন্দু মুসলিম এর ভালোবাসা❤❤❤🙏🙏🙏

  • @headtunersfamilysalon910
    @headtunersfamilysalon910 4 ปีที่แล้ว +118

    আমি একজন ভারতীয় হিন্দু।বাংলাদেশের এই নাটক দেখে এটুকু ধারণা পরিষ্কার হলো জ সব মানুষ খারাপ হয়না।আর যারা খারাপ তাদের কোনো ধর্ম হয়না।

    • @mohammadhasan9884
      @mohammadhasan9884 2 ปีที่แล้ว +5

      ভাই দুনিয়াতে সব জায়গায় ভালো মন্দ লোক থাকে।

    • @mdharunroshid8539
      @mdharunroshid8539 2 ปีที่แล้ว +2

      Kharap manus er keser Dhormo.Kharap manus er jonno Dhormor dos hoi

    • @mdripon-rm3rb
      @mdripon-rm3rb 2 ปีที่แล้ว

      ঠিক ভাই

    • @jubairahmed3879
      @jubairahmed3879 2 ปีที่แล้ว +2

      ধর্মই অধর্মের মূল।জাতপাত ধর্ম বর্ণের উর্ধ্বে ওঠে মানুষ কে মানুষ হিসেবে ভালবাসতে পারার মাঝেই মানবজীবনের স্বার্থকতা।

    • @sekhabulkhayer9021
      @sekhabulkhayer9021 ปีที่แล้ว

      ভাই ভালো থাকবেন

  • @hiranmoymondal3511
    @hiranmoymondal3511 6 ปีที่แล้ว +32

    চমৎকার একটি নাটক,,,,,,
    যদিও এই ধরনের কুসংস্কার এখন নেই, তবে বেশ শিক্ষা মূলক বার্তা,,,,,,

  • @MdYousuf-bu2cf
    @MdYousuf-bu2cf 6 ปีที่แล้ว +26

    চঞ্চল ভাইয়ের এই নাটক টা
    অন্যান্য নাটক থেকে আলাদা
    নাটক টা অনেক সুন্দর হইছে
    একবার মন জুড়ায় গেছে
    নাটকটা দেখে অনেক
    ভালো লাগলো
    আশা করি সামনে নাটক
    অনেক সুন্দর হবে
    ধন্যবাদ সবাইকে

  • @jakirhosen3503
    @jakirhosen3503 4 ปีที่แล้ว +12

    সমাজ পরিবর্তনের অসাধারণ নাটক।
    সামান্য বিষয় নিয়ে বৃহৎ কিছু তুলে ধরা হয়েছে

  • @palashsiddiqui4822
    @palashsiddiqui4822 2 ปีที่แล้ว +3

    এক কথায় অসাধারণ নাটক। অত্যন্ত বাস্তব ভিত্তিক নাটক। আমার মনে সব সময় একটা ভয় আমরা কি সত্যি মানুষ না হয়ে সামপ্রদায়িক মানুষে পরিণত হয়ে যাচ্ছি না তো।

  • @sharmilanath3680
    @sharmilanath3680 3 ปีที่แล้ว +11

    From India 🇮🇳 ধর্ম ঈশ্বর কে অনুভব করার একটা পথ।যে যার পথে শ্রদ্ধার সাথে চলেন ও শান্তি পান। পৃথিবীর সব থেকে বড় মানবিক ধর্ম। নাটক টা সেই রকম বার্তা বহন করে।সুন্দর নাটক ও উপস্থাপনা ।অভিনেতারা ও যথাযথ। ভাল থাকবেন সবাই। নমস্কার

  • @villageentertainment534
    @villageentertainment534 6 ปีที่แล้ว +17

    শেষে শাহানাজ খুশির ভুল বুঝতে পারার বিষয়টা খুব ভালো লাগলো। এরকম আরও বাংলা নাটক আশা করছি।

  • @SohelRana-eh8zn
    @SohelRana-eh8zn 5 ปีที่แล้ว +271

    বৃন্দাবন দাস কে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করতেছি।

    • @ratanbhsrosa7024
      @ratanbhsrosa7024 3 ปีที่แล้ว +3

      Thik বলেছেন

    • @rahimaayub9303
      @rahimaayub9303 3 ปีที่แล้ว +3

      absueletly right bolesen

    • @tysalvatore2509
      @tysalvatore2509 3 ปีที่แล้ว +1

      You all probably dont care but does anybody know a method to log back into an instagram account??
      I somehow forgot the login password. I would love any assistance you can offer me!

  • @milonhossen1191
    @milonhossen1191 6 ปีที่แล้ว +14

    শেষটাতে চোখের পানি আটকাতে পারিনি।সত্যিই অসাধারন একটা নাটক।
    ,
    যেদিন হিন্দু মুসলমান বোদ্ধ খ্রিষ্টান,জাতি গোত্র নাহি রবে,
    এমন মানব সমাজ,কবে গো সৃজন হবে।

    • @projoychanda9686
      @projoychanda9686 6 ปีที่แล้ว

      Laloner swapno jabey nako byartho. Hoyto ba lagtey parey lomba kshon.

    • @milonhossen1191
      @milonhossen1191 6 ปีที่แล้ว

      @@projoychanda9686 সঠিক ভাবে বুঝতে পারিনি।

  • @koustavv
    @koustavv 3 ปีที่แล้ว +5

    সাধু সাধু । আমরা যে মানুষ আমাদের মধ্যেই মনুষ্যত্ব , সেই কথা টা আমরা ভুলে যাই। সম্পূর্ণ পরিবেশন টি হৃদয় জায়গা করে নিলো ।

  • @aaririmitra6971
    @aaririmitra6971 4 ปีที่แล้ว +12

    11 মিনিট 52 সেকেন্ড নাটক টা দেখলাম..
    ভালো লাগলো.. বাকিটা দেখেছি..
    সুন্দর নাটক...
    নাটক টা দেখে একটা বাতাসা খাওয়ার ইচ্ছে লাগে...সুনীলের বাতাসা..🍥🍥

  • @TanvirAhmed-cq7lo
    @TanvirAhmed-cq7lo 2 ปีที่แล้ว +10

    এই নাটকে হিন্দু মুসলিম সম্প্রীতি ও সাধারণ মানুষের ভালবাসা উঠে এসেছে, সেই সাথে কিছু নিকৃষ্ট মানসিকতা সম্পন্ন মানুষের চরিত্র ফুটে উঠেছে,

  • @ajayhalder5425
    @ajayhalder5425 ปีที่แล้ว +3

    অসাধারণ নাটক। বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

  • @sddipbiswas275
    @sddipbiswas275 4 ปีที่แล้ว +11

    এক। কথায়,, দারুন♥
    দুই চোক্ষে দুই ফোটা জল। পড়ছে শুধু

  • @amitkrsingha813
    @amitkrsingha813 4 ปีที่แล้ว +13

    সত্যিই সুন্দর নাটক দেখলাম। প্রকৃত মানুষ সেই, যে জাতি ধর্মের উর্ধে উঠে মানুষের সেবা করে।

  • @gamingwith9910
    @gamingwith9910 ปีที่แล้ว +2

    বৃন্দাবন দাদা,
    একজন অসাধারণ রচয়িতা।
    তিনি তাঁর কর্মের মধ্যেই মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

  • @ShahShajedurRahman
    @ShahShajedurRahman 6 ปีที่แล้ว +18

    বৃন্দাবন দা, আপনার অন্যান্য সৃষ্টির মত সহজ সত্যের সাবলীল উপস্থাপন!

  • @nazmulhaque4007
    @nazmulhaque4007 6 ปีที่แล้ว +10

    এই নাটকে আমার সবচাইতে ভালো লেগেছে শাহনাজ খুশির অভিনয় চঞ্চল যথারীতি খুব ভালো অভিনেতা তাঁর অভিনয় ভালো লাগছে মৌসুমী হামিদ এবং অন্য যারা অভিনয় করেছে সবাই খুব ভালো অভিনয় করেছে সবাইকে ধন্যবাদ সুন্দর নাটকের জন্য

  • @deboprasadkanungo9292
    @deboprasadkanungo9292 2 ปีที่แล้ว +3

    অসাধারণ অনুভূতি সম্পন্ন নাটক । সাম্প্রদায়িকতার ঊর্ধে উঠে মানবতার জয়গান । বাস্তব অভিনয় আমাদের মুগ্ধ করেছে ।

  • @salmakhatun9308
    @salmakhatun9308 2 ปีที่แล้ว +2

    Onoboddo laglo....khub valo laglo....hindu muslim bhai bhai...school life a same tiffin box a ek songe sobai hindu muslim bondhu mile mishe tiffin kheyechi...koto anondo korechi...akhono sei bondhu ra kichu hole jhapiye pore...valo thakis sobai... India theke..

  • @rafikulahamed959
    @rafikulahamed959 3 ปีที่แล้ว +3

    আলহাদুলিল্লাহ,, এই না হলো নাটক,,,কি সুন্দর একটা উদাহরণ। সত্যি তো আমরাই তো সব জাতি ভেথ তৈরি করেছি,,,, যার মাঝে সংস্কৃতি টাই চাপা পড়ে গেছে।

  • @muktaghatak6254
    @muktaghatak6254 5 ปีที่แล้ว +16

    I am Mukta Ghatak from India but I like it so much I like all of your drama's 🍥⚪

  • @Dipankar370
    @Dipankar370 6 ปีที่แล้ว +7

    খুব ভালো নাটক...চঞ্চল আমার প্রিয় অভিনেতা...খুশীও ভালো অভিনেত্রী...এই নাটকে সমাজদর্পন খুব ভালো ভাবে ফুটে উঠেছে...

  • @nerovmohin4082
    @nerovmohin4082 6 ปีที่แล้ว +13

    নাটক টা খুব ভালো ,কোন ধম আঘাত করে হয় নাই।

  • @kamalhossan8673
    @kamalhossan8673 4 ปีที่แล้ว +94

    হিন্দু, মুসলিম , এই দেশ আমাদের সবার , আমরা হানা হানি রাহাজানি চাই না, সবাই মিলেমিশে থাকতে চাই ।

    • @krishnochandra4606
      @krishnochandra4606 3 ปีที่แล้ว +2

      Right

    • @biplobroptan4330
      @biplobroptan4330 3 ปีที่แล้ว +1

      agree

    • @labispecial8311
      @labispecial8311 3 ปีที่แล้ว +1

      সহমত আপনার সাথে

    • @tusharsanjib1778
      @tusharsanjib1778 3 ปีที่แล้ว

      সহমত

    • @rajibdutta8312
      @rajibdutta8312 3 ปีที่แล้ว +8

      Sotti, tai diner por din bangladesh ar hindu population komche. Ato lok ato valo katha vabe tobu ae ulto chobi ta kano?

  • @rmbd3296
    @rmbd3296 2 ปีที่แล้ว +1

    অসাধারণ একটি নাটক। অসাধারণ পরিচালক, অসাধারণ সবার অভিনয়।🙏
    একদম সত্যি। এই নাটকে মানবজীবনের বাস্তব টাই তুলে ধরা হয়েছে। ধর্ম তো একটা অজুহাত মাত্র। আসলে একপক্ষে ঘৃণা অপরদিকে লোভ এই দুয়ের সংযোগ ই তো এখানে শত্রুতার জন্ম দিয়েছে।
    পুরো টিম কে অনেক শুভকামনা। ভারত থেকে ❤️❤️❤️

  • @mubaraukhossen6100
    @mubaraukhossen6100 6 ปีที่แล้ว +4

    মানুষ মানুষের জন্য, অসাধারণ একটা নাটক, আরো একটু বড় হলে ভালো হতো, চনচলের অভিনয় অসাধারণ,

  • @sheikhshahriarrahman
    @sheikhshahriarrahman 4 ปีที่แล้ว +41

    ১. "লোহায় লোহায় এক হয়ে যাবে, কামার হয়ে যাবে পর"😂😂
    ২. "আমিতো প্যাটেরডা বাঁচাতি কোলেরডা মারতি পারিনে"
    ৩. "মানুষকে অসম্মান করা পাপ💙"

    • @rahimaayub9303
      @rahimaayub9303 3 ปีที่แล้ว +3

      amr hindhu mushlim friends ache ami hindhuder puja dekhi odher pujar laddu mishti khelam asob khai o amader kono jinish grenna kore na ami korina

  • @gopalseal6125
    @gopalseal6125 3 ปีที่แล้ว +6

    Brindaban da is a global writer
    What a strong story
    Shanaj khusi madam you are outstanding actress
    And same time chamcham da tooo

  • @gbrasel666
    @gbrasel666 4 ปีที่แล้ว +8

    যারা এর পরিকল্পনা এবং অভিনয় করেছেন তাদের... অসংখ্য ধন্যবাদ 😊❤

  • @prashantaroy429
    @prashantaroy429 2 ปีที่แล้ว +1

    আমি একজন ভারতীয়।।চঞ্চল বাবু আর শাহনাজ এর অভিনয় এ আমি মুগ্ধ হই।।।অসাধারণ দক্ষতা এদের আঞ্চলিক ভাষায় উপর

  • @sakirasaki6143
    @sakirasaki6143 6 ปีที่แล้ว +16

    অনেক সুন্দর একটি নাটক.....ধন্যবাদ👍🏻❤️❤️❤️

  • @sujitroyrongpur1833
    @sujitroyrongpur1833 4 ปีที่แล้ว +8

    সমাজে আজও এই বৈষম্য গুলো খুঁজে পাওয়া যায়, হায়রে সমাজ মাঝে মাঝে মনে খুব কষ্ট লাগে।

  • @monujkanti2948
    @monujkanti2948 4 ปีที่แล้ว +15

    The last scene make me cry...heads of Everyone who made this master piece..

  • @rajdev7137
    @rajdev7137 3 ปีที่แล้ว +8

    আসলে আমার বাবার কাছে গল্প শুনেছি আজকে নাটকে সেটা প্রমাণ পেলাম খুব সুন্দর

  • @goni523
    @goni523 3 ปีที่แล้ว +4

    সত্যি খুব ভালো লাগলো।
    সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ।

  • @mdamrankhan3344
    @mdamrankhan3344 5 ปีที่แล้ว +416

    বৃন্দাবন দাস শাহনাজ খুশি জাতীয় পুরস্কার দেওয়া হোক কে কে চান

    • @dibyendudeb1622
      @dibyendudeb1622 4 ปีที่แล้ว +6

      Sri Brindaban das is a world class writer cum actor.His acting quality is also incomparable. hats of to him and also the actors who are playing the role as if it is spontaneous.

    • @dibyendudeb1622
      @dibyendudeb1622 4 ปีที่แล้ว +6

      i am from kolkata.and like the short films of bangladesh .

    • @sahabulislam784
      @sahabulislam784 4 ปีที่แล้ว

      ?
      অ।জ্জ}

    • @mdmonirmonir389
      @mdmonirmonir389 3 ปีที่แล้ว +3

      আমি চাই

    • @rahimaayub9303
      @rahimaayub9303 3 ปีที่แล้ว +3

      amra sobai chai

  • @rokstylist9527
    @rokstylist9527 5 ปีที่แล้ว +9

    বর্তমানে সমাজে এমনটাই ঘটে যার জন্য কন্না করতে হয় ১,০০০ ও মা বোন কে। বাস্তবমুখী নাটক করার জন্য ধন্যবাদ। অনেক কিছু শিখার আছে এ নাটকের মধ্যে।

  • @সুমীআক্তার-ন১ভ
    @সুমীআক্তার-ন১ভ 6 ปีที่แล้ว +66

    মানুষ হয়ে জাতের বরাই করা ঠিক না.. মানুষ এর একটা ই জাত ‌. সেটা হলো,,, মানুষ জাত.... সব মানুষ ই এক আল্লাহ্ সুবানআল্লাহ্ তায়ালার সৃষ্টি,,,

    • @একেমনদুঃখদিলে
      @একেমনদুঃখদিলে 4 ปีที่แล้ว

      সুমি আপনাকে অতি আগ্রহে কিছু গান দিতে চাই ভালো না লাগলে বলবেন আমার ইমু +971567315452 ঠিক এই ভাবে সেভ করে হায় পাঠাবেন please please please

  • @malabal1962
    @malabal1962 4 ปีที่แล้ว +2

    Apnader obhinoy jotondekhchi toto obak hocchi. Immensely talented.Respect From India

  • @bikramhalder203
    @bikramhalder203 ปีที่แล้ว +1

    খুব সুন্দর একটি শিক্ষানীনমূলক ভিডিও,,
    এখানে দুই ধর্মরই কুসংস্কার এর কথা বোঝানো হয়েছে,
    দুটি ধর্মেরই ভালো দিকটি দেখানো হয়েছে,,,,,
    এত সুন্দর করে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাদের সকল টিমকে

  • @subratashil3914
    @subratashil3914 5 ปีที่แล้ว +35

    শাহনাজ খুশি কে হিন্দু মহিলার সাজে খুব সুন্দর লাগছে .
    বাংলাদেশের সঠিক চিত্র তুলে ধরা হলো .
    সব মুসলিম খারাপ না . এটা সত্যি .
    তবে এখনো বাংলাদেশে অনেক মিষ্টির দোকান হিন্দুদের .
    খুবই ভালো নাটক . অসাধারণ অভিনয় .

    • @kishor_kumar498
      @kishor_kumar498 3 ปีที่แล้ว +4

      শাহনাজ খুশি বর্তমানে হিন্দুর বউ

  • @sudebsutradhar9855
    @sudebsutradhar9855 4 ปีที่แล้ว +6

    অসাধারণ বাস্তব একটা নাটক।
    তবে সব মানুষ এবং মানুষের মন এক নয়।

  • @ferdousibegum8406
    @ferdousibegum8406 3 ปีที่แล้ว +5

    দারুন হয়েছে।বৃন্দাবন দাদা কে ধন্যবাদ

  • @nkcity5760
    @nkcity5760 2 ปีที่แล้ว

    ভারত থেকে বলছি। এ এক অসাধারণ সুন্দর নাটক! সাম্প্রদায়িকতা, ধর্মের নামে
    চক্রান্ত, সর্বোপরি, মানুষের লোভের কুৎসিত রূপ এই নাটকে জীবন্ত হয়ে উঠেছে!
    তবুও সব শেষে মনুষ্যত্বের জয় হচ্ছে দেখে মনটা আনন্দে ভরে গেল। নাট্যকারকে
    আমার সশ্রদ্ধ ধন্যবাদ জানাই। সকল অভিনেতা, অভিনেত্রী ও অন্যান্য
    কলাকুশলীদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই । এমন মানবিক নাটক যেন আরও দেখতে
    পাই এই কামনা করি।


    79

  • @hrmustakim6833
    @hrmustakim6833 ปีที่แล้ว +1

    আহা চাটমোহর বাজার..... কতশত নাটক হলো এই জায়গাতে ❤

  • @susanta9657
    @susanta9657 4 ปีที่แล้ว +24

    আগে আমরা মানুষ তার পরে এই মুসলিম হিন্দু। এই নাটকটি নিয়ে যত বলি তবুও কম হয়ে যাবে ❤❤❤

  • @youtubsujan8959
    @youtubsujan8959 5 ปีที่แล้ว +92

    ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে হিন্দু মুসলিম এবং সকল ধর্মের মানুষ এক সাথে বসবাস করি ।।।।।

    • @a.z.m.nazmulhuda6215
      @a.z.m.nazmulhuda6215 4 ปีที่แล้ว +3

      হিন্দু মুসলিম ভাই ভাই।

    • @MuktarAli-oq4mg
      @MuktarAli-oq4mg 4 ปีที่แล้ว

      Hibkuydcbmlof

    • @srrafi4621
      @srrafi4621 3 ปีที่แล้ว

      Inshallah ekshathei thakbo

    • @giantbros2546
      @giantbros2546 3 ปีที่แล้ว

      ইনশাআল্লাহ , ইন্দোনেশিয়ার মতো ❤️🤲

    • @jahidhasanjihad2982
      @jahidhasanjihad2982 3 ปีที่แล้ว +1

      আমরা সবাই পাশাপাশি কাছাকাছি থাকতে চায়।

  • @sankarbhowmick673
    @sankarbhowmick673 2 ปีที่แล้ว +2

    চঞ্চল চৌধুরীর অসাধারণ অভিনয় দীর্ঘ দিন মানুষের মনে গেঁথে থাকবে।

  • @monzurahmedrana429
    @monzurahmedrana429 2 ปีที่แล้ว +4

    শাহনাজ খুশি ও চঞ্চল দা জুটি বৃন্দাবন দা রচনার জন্য মূলত নাটক টা দেখতে আছে.... সব শক্তিমান অভিনেতা

  • @Billalhossain
    @Billalhossain 6 ปีที่แล้ว +33

    আমারা কত পিছিয়ে যে আমাদের কুসংস্কার গুলো এখনো নাটক করে বুজানো লাগে!!

  • @entire3ds
    @entire3ds 6 ปีที่แล้ว +9

    অনন্য অসাধারণ একটা গল্প, নাটক টা আর একটু বড় হলে আরও দেখে মজা পেতাম। ভালো জিনিস শুধুই তারাতাড়ি ফুরিয়ে যায় 😍😍

  • @nazmulhaque4007
    @nazmulhaque4007 6 ปีที่แล้ว +154

    নাটকটা দেখে ভালো লাগলো ইউটিউব থাকাতে দেখা হলো চ্যানেলে দেখা হয় না বিজ্ঞাপনের অত্যাচার ধন্যবাদ ইউটিউব ধন্যবাদ ধন্যবাদ নাটক নির্মাতা কে

    • @bindu9262
      @bindu9262 6 ปีที่แล้ว

      vai you tube e ki adds dei na

    • @nazmulhaque4007
      @nazmulhaque4007 6 ปีที่แล้ว +2

      @@bindu9262 দেয় এবং তা খুব সামান্য' সহনীয় পর্যায়ে এবং চাইলে স্কিপ করা যায়এমনও দেখা যায় 20 মিনিটের নাটক বিজ্ঞাপন দিয়ে 60 মিনিট প্রচার করা হয় টিভি চ্যানেলে যা সত্যি কোনোভাবে গ্রহণযোগ্য নয় ধন্যবাদ

    • @lazarusmitro101
      @lazarusmitro101 6 ปีที่แล้ว

      খুবই সত্য কথা বলেছেন

    • @lazarusmitro101
      @lazarusmitro101 6 ปีที่แล้ว

      খুবই সত্য কথা বলেছেন

    • @sahinkhan6966
      @sahinkhan6966 6 ปีที่แล้ว

      Thanks for

  • @SanjoyDas-zh9mw
    @SanjoyDas-zh9mw 2 หลายเดือนก่อน

    অপূর্ব অভিনয় এদের। অসাধারণ। এদের এই শর্ট ফিল্মের কোন ও তুলনা নেই। অতুলনীয়।

  • @milonchatterjee5502
    @milonchatterjee5502 ปีที่แล้ว

    Khub sundor, Darun, khub bhalo laglo. Apnader Bangladesher natok gulor maddhe samagik ekta message thake.👌👌

  • @tanvirhossain3756
    @tanvirhossain3756 ปีที่แล้ว +13

    চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, সালাহউদ্দিন লাভলু এনারা হলেন লিভিং লিজেন্ড। এনাদের নাটকে যেভাবে গ্রাম বাংলার মজার মজার গল্প দেখা যেতো, বর্তমানের নাটকে সেটা আর দেখা যায় না।

  • @jobayerchoudhury7831
    @jobayerchoudhury7831 6 ปีที่แล้ว +116

    সাহানায খুশির মতো নিখুঁত অভিনয় খুব কম মানুষই পারে।

  • @dxmehediaisongtaveryveryni2839
    @dxmehediaisongtaveryveryni2839 4 ปีที่แล้ว +6

    এক কথায় অসাধারন💜💜
    স্যালুট বৃন্দাবন দাস💜

  • @niranjan1992
    @niranjan1992 2 ปีที่แล้ว +1

    Bangladesh er natok gulo khub valo lage, India state west bengal er Bangla serial dekhe west bengal ta ekbare rosatole gelo, ami to regular Bangladesh er natok dekhi,khub valo lage ,ekdom amader vashar natok sei jonno besi valo lage♥️

  • @shahadatmohamad4577
    @shahadatmohamad4577 ปีที่แล้ว

    অনেক ভালো লেগেছে নাটক টা অসাধারণ অভিনয় আমার প্রিয় শিল্পী চঞ্চল চৌধুরীর।

  • @mohammedyeasin5804
    @mohammedyeasin5804 6 ปีที่แล้ว +6

    কানাডা আসার পর থেকে বাংলা নাটক তেমন দেখা হয় না।
    এই নাটকটি দেখে বেশ তৃপ্তি পেলাম।

  • @alifif9333
    @alifif9333 2 ปีที่แล้ว +6

    অসাধারন নাটক। ধর্মান্ধতাকে তুলে ধরেছে। যে সব হিন্দু কিংবা মুসলিমের অল্পতেই ধর্ম যায় তারা এই নাটক না দেখলেও চলবে।

  • @imrulhasan7401
    @imrulhasan7401 6 ปีที่แล้ว +225

    ধর্ম যার যার দেশটা সবার♥

    • @monotoshdey279
      @monotoshdey279 3 ปีที่แล้ว +3

      Darun 🙏🙏🙏🙏🙏

    • @RajuDas-hm4kh
      @RajuDas-hm4kh 3 ปีที่แล้ว +3

      Akdom

    • @rahimaayub9303
      @rahimaayub9303 3 ปีที่แล้ว +4

      absueletly right .

    • @hrisikeshroy8910
      @hrisikeshroy8910 3 ปีที่แล้ว +1

      Imrul Hassan vai❤️❤️🙏🙏

    • @amitadhikary6744
      @amitadhikary6744 3 ปีที่แล้ว +1

      omg তার জন‍্য হিন্দুরা মার খাচ্ছে

  • @bishwajitbarman9350
    @bishwajitbarman9350 ปีที่แล้ว

    Bangladeshi natoke amader gram jiboner prokrito rup ta khuje powa jay❤️❤️❤️🇮🇳

  • @ronyroy2712
    @ronyroy2712 ปีที่แล้ว

    সত্যি অসাধারণ একটি নাট ক, আমি সত্যিই গর্বিত আমি বাঙালি।

  • @rahulsarker6710
    @rahulsarker6710 5 ปีที่แล้ว +10

    নাটকটি অনেক সুন্দর এখানে হিন্দু মুসলমান কাউকে ছোট করা হয়নি। নাটক এখানে বুঝানো হয়েছে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। হিন্দু মুসলিম সকলে আমরা ভাই ভাই। আমাদের ভিতর যত সব কুসংস্কার আছে এগুলোকে দূর করতে হবে তাহলে আমরা একসাথে মিলেমিশে থাকতে পারবো। সকলে আমরা আল্লাহ পাকের সৃষ্টি।