এই যে বসন্তরা চলে যায়, বছর গুলা সপ্তাহের মত আর সপ্তাহগুলা দিনের মতন করে ছেড়ে যাচ্ছে; একই ভাবে তুমিও চলে গেলে। কিন্তু তুমি তো সময় না, জ্বলজ্যান্ত মানুষ ছিলে। তোমার বুকেও প্রেম ছিল, বারুদের মতন জমা অভিমান ছিলো। ঘড়ির কাঁটার সাথে সাথে তুমিও চলতে শুরু করলে, এখন সেই ঘড়ি নষ্ট। যেমন নষ্ট তোমার আমার অতীত। তুমি এখন কই বাস করো? অতীত না ভবিষ্যতে? আচ্ছা, এখন কি তোমার প্রজাপতি আঁকা শাড়ির আচলে শিলাবৃষ্টির মত কান্না ঝরে পড়ে?
পড়ে তো। তার আঁচলে এখনো ঝরা শিউলির কান্না লেগেছে আছে কিনা জানিনা, কিন্তু তার মতো অনেক মানুষ এখনো বেঁচে আছে প্রাচীন পৃথিবী জুড়ে। যাদের শরীরে এখনো ছাতিম গন্ধ ম ম করে। প্রথম জীবনের কুসুম কুসুম আলো এখনো তাদের স্বপ্ন দেখায়। এখনো তারা চির চেনা মুখ খুঁজে ফেরে প্রতিদিন এর চলচ্ছবির ভিড়ে। এই দুঃখ বোধ না থাকলে যে পৃথিবী বড় পাঙশু। এই বোঝা সবাই বইছে... বইবে.. যতদিন পৃথিবী আছে, ততদিন।
@kamalikadas3960 ধরেন কাউকে প্রচন্ড,,খুব জোড়ে ভালোবাসেন,,সে টের পায়,পায় অবশ্যই পায়,কারন মানুষ আর কিছু না বুঝলেও ভালোবাসা বুঝে। আমি খুব বুঝতে পারছি এবং আপনি যে ভালবাসা জানিয়েছেন সেই ভালবাসার রঙে আমিও রঙিন হলাম এটা আনন্দের। ভালোবাসার এই স্তরটাই সব থেকে ভালো ভালোবাসা বা নিখাঁত অনুভূতি যতক্ষন অপ্রকাশিত থাকে ততক্ষন বা সেই স্তরটাই আসলে সব থেকে নিরাপদ, এই স্তরে আপনার আশা জন্মাবেনা, কথা জন্মাবেনা, প্রতিশ্রুতি জন্মাবেনা,(স্বভাবতই আমরা প্রতিশ্রুতি দিতে ভয় পাই), অভিযোগ জন্মাবেনা,, কামনাও জন্মাবেনা,, ভুল স্বপ্ন ও সাজাবেন না,, এই স্তরটা আসলে কেবল ভালোলাগা আর ভালোবাসার তাই,,,,ভালোবাসুন,,না বলেই ভালোবাসুন,,kamalik
গান টা ছায়ার মত মনের মত ছেয়ে থাকে। আমাদের শীতলপাটি বিছিয়ে দেয়, শান্ত হয়ে জিরোতে বলে।যতবার শুনি মনে হয় এই গানটায় পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা নেই, সহজ করে মনের কথা টুকু বলা আর নিঃশব্দে করা প্রার্থনা আছে।
একরোখা রং মুখ ফেরালো অতল তোমার চাঁদের আলোয় চোখ মেলে পাই তোমার ব্যাথার পাহাড় আবার তোমায় রোদ্দুরে পাই শীতল হাতে তোমার ছোঁয়ায় এর চেয়ে বেশি আর কিছু নেই চাওয়ার আমারও তোমায় ছাড়া নেই তো কোথাও যাওয়ার
One of my dearest friends Olin shared this song with me today, and I instantly fell in love with this beautiful song. I wished I could find this on Spotify, so that I could play on loop....
গতকাল আমার দাদী মারা গেছেন,আমার জীবনের একটা অংশ ছিলেন তিনি...তার সাথে সাথে আমার সেই অংশেরও যেনো মৃত্যু ঘটলো... যদিও এটি একটি রোম্যান্টিক ধাঁচের গান তবুও *"আমার তোমায় ছাড়া নেই তো কোথাও যাওয়ার"* লাইনটা খুব করে বুকে এসে লাগছে....আসলে তোমায় ছাড়া আমার কোথাও যাওয়ার নেই দাদী☹️...ভালো থেকো আর আমাকে মাফ করে দিও
রাত ৩:১৭ শীতের নরম হাওয়াই বইছে যদিও এখন বসন্ত, জীবনে আজও একটা মনের মত মনের মানুষ পাওয়া হলো না...তাই আমি এখনও খুঁজে বেড়াই..এখনো একা.. কত বসন্ত এমনি আসলো,আসবে..বাগান বিলাসের অবাক করা গোলাপী রঙে আবারও ভরে উঠবে কারো মন। ঝরা পাতার মর্মরে কারো জন্যে শিহরিত হবে তার প্রাণ। পত্রহীন বৃক্ষের মতই হুহু করে উদাস মন তার খুঁজবে কাউকে...তবে হয়তো আমাকে নয়... আমি কখনোই কারো সেই "সে" হতে পারবো না...আমি বোধয় কারোরই নই
এক রোখা রং মুখ ফেরালো,😮💨 অতল তোমার চাঁদের আলোয় চোখ মেলে পাই , তোমার ব্যাথার পাহাড়,⛰️ আবার তোমায় রোদ্দুরে পাই,🌅 শীতল হাতে তোমার ছোঁয়াই, এর চেয়ে বেশি আর কিছু নেই চাওয়ার ,🌬️ আমার তোমায় ছাড়া নেই তো কোথাও যাওয়ার... যেমন করে ঋণ আসে,💬 নিঃস্ব হওয়ার দিন আসে, সঙ্গে আসে নরম শীতের হাওয়া।🌸 তেমন তোমার গল্প হোক,নীরব অনুকল্প হোক,💔 তোমার স্রোতে ভাসান্তরি বাওয়া🥀 আমার তোমায় ছাড়া নেই তো কোথাও যাওয়ার... যেমন করে তোমায় চাই🎵 টুকরো ভাষা মেঘের গায়🎶 হোক ঠিকানা বিকেল হলেই ছায়া,☁️ সেই ঠিকানা ছোট্ট কোণ, ছোট্ট কোণে আমার মন মুঠোয় ভরা শীতলপাটি পাওয়া 🍃 আমার তোমায় ছাড়া নেই তো কোথাও যাওয়ার...🍂
এই যে বসন্তরা চলে যায়, বছর গুলা সপ্তাহের মত আর সপ্তাহগুলা দিনের মতন করে ছেড়ে যাচ্ছে; একই ভাবে তুমিও চলে গেলে। কিন্তু তুমি তো সময় না, জ্বলজ্যান্ত মানুষ ছিলে। তোমার বুকেও প্রেম ছিল, বারুদের মতন জমা অভিমান ছিলো।
ঘড়ির কাঁটার সাথে সাথে তুমিও চলতে শুরু করলে, এখন সেই ঘড়ি নষ্ট। যেমন নষ্ট তোমার আমার অতীত। তুমি এখন কই বাস করো? অতীত না ভবিষ্যতে? আচ্ছা, এখন কি তোমার প্রজাপতি আঁকা শাড়ির আচলে শিলাবৃষ্টির মত কান্না ঝরে পড়ে?
অসাধারণ সুন্দর লাইন লিখলে। ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ki osadharon likhecho❤❤❤ onek onek bhalobasa roilo
পড়ে তো। তার আঁচলে এখনো ঝরা শিউলির কান্না লেগেছে আছে কিনা জানিনা, কিন্তু তার মতো অনেক মানুষ এখনো বেঁচে আছে প্রাচীন পৃথিবী জুড়ে। যাদের শরীরে এখনো ছাতিম গন্ধ ম ম করে। প্রথম জীবনের কুসুম কুসুম আলো এখনো তাদের স্বপ্ন দেখায়। এখনো তারা চির চেনা মুখ খুঁজে ফেরে প্রতিদিন এর চলচ্ছবির ভিড়ে। এই দুঃখ বোধ না থাকলে যে পৃথিবী বড় পাঙশু। এই বোঝা সবাই বইছে... বইবে.. যতদিন পৃথিবী আছে, ততদিন।
@kamalikadas3960 ধরেন কাউকে প্রচন্ড,,খুব জোড়ে ভালোবাসেন,,সে টের পায়,পায় অবশ্যই পায়,কারন মানুষ আর কিছু না বুঝলেও ভালোবাসা বুঝে। আমি খুব বুঝতে পারছি এবং আপনি যে ভালবাসা জানিয়েছেন সেই ভালবাসার রঙে আমিও রঙিন হলাম এটা আনন্দের।
ভালোবাসার এই স্তরটাই সব থেকে ভালো
ভালোবাসা বা নিখাঁত অনুভূতি যতক্ষন অপ্রকাশিত থাকে ততক্ষন বা সেই স্তরটাই আসলে সব থেকে নিরাপদ,
এই স্তরে আপনার আশা জন্মাবেনা,
কথা জন্মাবেনা,
প্রতিশ্রুতি জন্মাবেনা,(স্বভাবতই আমরা প্রতিশ্রুতি দিতে ভয় পাই),
অভিযোগ জন্মাবেনা,,
কামনাও জন্মাবেনা,,
ভুল স্বপ্ন ও সাজাবেন না,,
এই স্তরটা আসলে কেবল ভালোলাগা আর ভালোবাসার
তাই,,,,ভালোবাসুন,,না বলেই ভালোবাসুন,,kamalik
এই গানটা শোনা ছাড়া কি কোথাও চলে যাওয়া যায়...
আজ প্রথমবার শুনলাম l
কখনো কখনো কিছু সামান্য মনে হওয়া গান
অনেক কিছু বলে যায় 😌❤️
"আমার তোমায় ছাড়া নেই তো কোথাও যাওয়ার" এই কথাটা কারো কাছে শোনার জন্য শত জনম পেরোনো যায় ।
মানুষ যখন অন্তর আত্মা দিয়ে কলম ধরে , তখন এরকম একটি গান এর সৃষ্টি হয় ❤
কী এক বিষাদ রাঙানো ভালোবাসার রেশটুকু রয়ে গেলো শেষ হয়ে যাবার পরেও... উপস্থাপনান্তের ভাবমোক্ষণ পর্বটি দর্শকের জন্যই বরাদ্দ রইলো।
অনবদ্য আপনাদের উপস্থাপনাটি।
গান টা ছায়ার মত মনের মত ছেয়ে থাকে। আমাদের শীতলপাটি বিছিয়ে দেয়, শান্ত হয়ে জিরোতে বলে।যতবার শুনি মনে হয় এই গানটায় পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা নেই, সহজ করে মনের কথা টুকু বলা আর নিঃশব্দে করা প্রার্থনা আছে।
একরোখা রং মুখ ফেরালো
অতল তোমার চাঁদের আলোয়
চোখ মেলে পাই তোমার ব্যাথার পাহাড়
আবার তোমায় রোদ্দুরে পাই
শীতল হাতে তোমার ছোঁয়ায়
এর চেয়ে বেশি আর কিছু নেই চাওয়ার
আমারও তোমায় ছাড়া নেই তো কোথাও যাওয়ার
🌼⭐
ফেসবুকে লিংক পেয়ে গানটি শুনতে এলাম...কি সুন্দর গানটি!লিরিক্স টা মন ছুঁয়ে গেল সত্যি❤আর যিনি গেয়েছেন ভীষণ সুন্দর গেয়েছেন❤
... মুঠোয় ভড়া"... এই "ভড়া" উচ্চারণ ছাড়া সাবলীল বয়ে চলা এক গান... স্নিগ্ধ, নরম..
Osadharon gola ❤ Songe Raipur Rajbari...just pure gold ❤
One of my dearest friends Olin shared this song with me today, and I instantly fell in love with this beautiful song. I wished I could find this on Spotify, so that I could play on loop....
স্তব্ধ হয়ে গেলাম, ব্যস্ততার মধ্যেও শান্ত করে দেওয়ার মতো
কতবার যে গানটা শুনতেছি , বার বার শেষ হয়ে যাচ্ছে কেন??❤️❤️
Osadharon composition...
Bche thakuk gaan taa.. ar ooo boro hok...ar ooo.....
গতকাল আমার দাদী মারা গেছেন,আমার জীবনের একটা অংশ ছিলেন তিনি...তার সাথে সাথে আমার সেই অংশেরও যেনো মৃত্যু ঘটলো... যদিও এটি একটি রোম্যান্টিক ধাঁচের গান তবুও
*"আমার তোমায় ছাড়া নেই তো কোথাও যাওয়ার"* লাইনটা খুব করে বুকে এসে লাগছে....আসলে তোমায় ছাড়া আমার কোথাও যাওয়ার নেই দাদী☹️...ভালো থেকো আর আমাকে মাফ করে দিও
সব কিছুর উর্ধ্বে যেমন কিছু একটা থাকে ঠিক তার মতো....❤️
Sompurno sristi ..uppsthapona besh sundor...chaliye jao
গানের গলা অনেকটা লগ্নাজিতার মতো লাগলো ।।
আপনারা ভালো কাজ করেছেন ভিডিওতে।।।
চিত্রপরিচালক কে অভিনন্দন ও ধন্যবাদ...
'ছোট্ট কোণে ছোট্ট মন থাকুক ছোট্ট ছায়ায়'🌻
এত মায়া কন্ঠে! গানটা যেন শুরু হয়েই শেষ হয়ে গেলো। আই উইশ আরো বড়ো হতো।
বাঃ মন ছুঁয়ে যাওয়া কথা আর সুর...সাথে অসাধারণ গায়কী 👌👌👌
আমার প্রণাম নিও কাকিমা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।
এমন গানের কমেন্টবক্সগুলোও আবেগে ভরা❤
এত হৃদয় ছোঁয়া কথা কেন, এত করুন সুর কেন? 😞
রাত ৩:১৭
শীতের নরম হাওয়াই বইছে যদিও এখন বসন্ত,
জীবনে আজও একটা মনের মত মনের মানুষ পাওয়া হলো না...তাই আমি এখনও খুঁজে বেড়াই..এখনো একা..
কত বসন্ত এমনি আসলো,আসবে..বাগান বিলাসের অবাক করা গোলাপী রঙে আবারও ভরে উঠবে কারো মন। ঝরা পাতার মর্মরে কারো জন্যে শিহরিত হবে তার প্রাণ। পত্রহীন বৃক্ষের মতই হুহু করে উদাস মন তার খুঁজবে কাউকে...তবে হয়তো আমাকে নয়... আমি কখনোই কারো সেই "সে" হতে পারবো না...আমি বোধয় কারোরই নই
প্রথম যেইদিন শুনছিলাম তারপর থেকে প্রতিদিন সকালে শুনা হয়❤️❤️খুব সুন্দর গান
Khub valo laglo. Ekta odvut madokota achhe Stutir golai
অসাধারণ। যেমন সুন্দর গায়কী তেমন সুন্দর আয়োজন। দৃশায়নও চমৎকার। রায়পুর রাজবাড়ীর ভগ্নদশাতেও যে এত সুন্দর লাগতে পারে ভাবতে পারিনি।
Unification ta odbhut shundor. Besh shomoy kore bujhte hoyeche ❤
Gaan ta jey geyeche taake amar onek bhalobasha.
কথা, সুর,গাওয়া,দৃশ্যায়ন সবটাই খুব ভালো।
এতো ভালোবেসে গান বেঁধো না প্লিজ 😭😭
অসাধারণ একটা কাজ হয়েছে এটা❤
সব্বাইকে ভালোবাসা✨
Magical voice... Mon bhore gyelo...🥰
এই গানটা একান্ত নিজের মনে হয়,পৃথিবীর সব কষ্ট থেকে মুক্তির গান।
Pori purnno maya vora gan ta
Valo laglo ❤
Ki Sundor Lyric!!!!! Mon chuye galo!!! barbar shunchi....
আহা! কি দরদী গলা,💛😍
শব্দগুলোও বেশ দারুন।
অনেক আশীর্বাদ রে ❤
এক হাহাকার বাতাস যেন বয়ে গেলো মাত্রই পাশ দিয়ে🌺
Oshadharon singing
গানটা শুনলেই মনে একটা অদ্ভুত শান্তি বিরাজ করে❤❤
গানটা খুবি খুবি ভাল লেগেছে, এমন গান আরো চাই।❤❤
Stuti gan Amar always khub bhalo lage, ar ei creation ta toh excellent❤
Darun hoyeche
I keep coming back to this song when I feel empty... so the lyric amar tomay chara ney to kothao jawar is always comforting ❤
আহা এক কথা অসাধারণ
Khub shundor
একটা রিক্ত বুকে গানের শব্দগুলো ইকো হচ্ছে যখন থেকে শুনেছি। এরম গান কেন লেখো গো? ঘুমের দেশে ভাগ বসায় এমন গান। 🥲
lots of love from bangladesh, onek din por khub norom ekta gaan shunlammmm, khuuuub valo legeche.... onek shuvokamona tomader jonne,ek buk bhalobasha
Ki shundor geyechis re, Stuti!!❤
Khub sundor
Simply Gorgeous
খুব খুব সুন্দর একটা গান ❤️
আপনার মতোই সুন্দর 🖤
অপূর্ব।
আমার মনের মতোন এটা 🌸❤️ কেঁদে ফেলা ছাড়া উপায় নেই যে 😌
ওহ স্তুতি..... আদর নিস ❤❤❤
Bheeson bheeson shundor hoyeche gaan! @stuti ❤
কি সুন্দর শান্তি শান্তি একটা গান 💙
Love is s god 🥺🥺🥺❤️❤️☺️☺️
Love from puspita 💕 আমার তোমায় ছাড়া নেই তো কোথাও যাওয়ার 😊😊
Khub khub sundor hoyeche.❤
Ahaa khub bhalolagchhe
মন খারাপ হয়ে গেলো। বড়ো সুন্দর গাইলেন❤
Waooooooooo just waooooooooooooooooooooooooooooooo
সত্যি ! সুন্দর একটি গান ,❤
Darun darun
Khub bhalo laglo gota ta ❤️🌻
Last scene e ekta misti hasi fute uthlo mukhe 😊❤
Khub sundor ❤
এমন একখানা গান মনকে শান্তিতে ভরিয়ে তোলে ❤️
Osadharon concept
So soothing !! Vocals, cinematics and everything. Amitabha Da❤❤
Sob tuku milie vishon sundor ❤
Khov valo hoyecha
Best wishes for your future
Khuub sundor💗🥰
এক রোখা রং মুখ ফেরালো,😮💨
অতল তোমার চাঁদের আলোয়
চোখ মেলে পাই , তোমার ব্যাথার পাহাড়,⛰️
আবার তোমায় রোদ্দুরে পাই,🌅
শীতল হাতে তোমার ছোঁয়াই,
এর চেয়ে বেশি আর কিছু নেই চাওয়ার ,🌬️
আমার তোমায় ছাড়া নেই তো কোথাও যাওয়ার...
যেমন করে ঋণ আসে,💬
নিঃস্ব হওয়ার দিন আসে,
সঙ্গে আসে নরম শীতের হাওয়া।🌸
তেমন তোমার গল্প হোক,নীরব অনুকল্প হোক,💔
তোমার স্রোতে ভাসান্তরি বাওয়া🥀
আমার তোমায় ছাড়া নেই তো কোথাও যাওয়ার...
যেমন করে তোমায় চাই🎵
টুকরো ভাষা মেঘের গায়🎶
হোক ঠিকানা বিকেল হলেই ছায়া,☁️
সেই ঠিকানা ছোট্ট কোণ,
ছোট্ট কোণে আমার মন
মুঠোয় ভরা শীতলপাটি পাওয়া 🍃
আমার তোমায় ছাড়া নেই তো কোথাও যাওয়ার...🍂
ধন্যবাদ।
Oporbo hoeche didi
Tomar gan er gola khub bhalo ❤
Ashadharon uposhapona
Khub bhalo laglo
Ki opurbo ❤❤❤
Kane ak Santi anuvob korlam..❤
খুব ভালো কাজ হয়েছে।
আহ নিদারুণ মন ছুঁয়ে দিলো। 😩
আওয়াজ❤❤❤আহা❤️ পরবর্তী গানের অপেক্ষায়
আমার তোমায় ছাড়া নেইতো কোথাও যাওয়ার... :')
Jeno koto kaal ei gaan er jonno e opekkha korchilam...❤
Ekjon bhokto barlo apnader...❤
Sathe achi...
অপূর্ব ❤
অসাধারণ,, মন ভরে গেলো ❤
এতো নরম এই গানটা!
A real masterpiece in 21st century for solo lovers. Take love...
Kemon jeno mon ta huhu kora gaan❤
অপূর্ব..!!
Darunnnnn .... Ufhhh ki darunnn
Khub bhalo
Aktu alada type er 💗
Sundor kaaj!! ❤
Osadharon
খুব ভালো লাগলো ❤
Ki darun geyechhen ma'am @aparstuti
Excellent
অসাধারণ।। 👌❤
খুব সুন্দর। ❤