হিচ হাইক করে শিলিগুড়ি গেলাম | কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি রাস্তা কেমন? Hitchhiking experience | NH 12

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2024
  • Hitchhiking is popular among solo and budget travellers across globe, according to wikipedia the hitchhiking is: "Hitchhiking (also known as thumbing, autostop or hitching) is a means of transportation that is gained by asking individuals, usually strangers, for a ride in their car or other vehicle. The ride is usually, but not always, free."
    In this subcontinent this is not so popular method for travelling though, still we tried this as experiment.
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explorer_shibaji (Preferable)
    Facebook: bit.ly/explorershibajiFB
    Facebook group: bit.ly/bhromon_helpline
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicsound.com/referra...
    -------------------------------------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 1.3K

  • @explorershibaji
    @explorershibaji  13 วันที่ผ่านมา +137

    শিলিগুড়ি আর জলপাইগুড়ি নিয়ে ভিডিও হয়ে যাক? 😁

    • @banhisikhamitra1476
      @banhisikhamitra1476 13 วันที่ผ่านมา +3

      হোক! শিলিগুড়ি আমার বাপের বাড়ি... So...

    • @pradiptanath372
      @pradiptanath372 13 วันที่ผ่านมา +3

      Nischoiiiii👍👍

    • @himanishbose5771
      @himanishbose5771 13 วันที่ผ่านมา

      Ektu pahar hoba na....eto kache esa...siliguri te kichui nai..isckon mandir chara...Amar mamar bari..

    • @subratachhatui4256
      @subratachhatui4256 13 วันที่ผ่านมา +2

      Ok no problem

    • @swargabhoomi
      @swargabhoomi 12 วันที่ผ่านมา +2

      আপনাদের অ্যাডভেঞ্চার গুলো দারুন লাগে

  • @pritidas3731
    @pritidas3731 12 วันที่ผ่านมา +16

    উনি মণিপুরের তাই,, বাঙ্গালীদের মন যে এত বড় নয় যাক আমাদের জার্নী খুব ভালো ও সুন্দর হোক, ধন্যবাদ ভাই

  • @akashtalukdar4780
    @akashtalukdar4780 13 วันที่ผ่านมา +114

    এই কমেন্টটা হয়তো অনেকেরই গায়ে লাগবে তাও বলছি পাহাড়ের বেশিরভাগ মানুষই উদার মনের(কিছুজন বাদে)। পাহাড়ের দিকে হিচ হাইকিংয়ের চল রয়েছে তাই কিন্তু উনি বুঝতে পেরে দাঁড়ালেন এবং লিফ্ট দিলেন। পুরোটাই আমার ব্যক্তিগত মতামত।

    • @SWATIDASGUPTA
      @SWATIDASGUPTA 13 วันที่ผ่านมา +14

      পাহাড়ের বেশিরভাগ মানুষ খুব উপকারী হয় এবং বিশ্বাসযোগ্য হয় | এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা |

    • @sekharroy7878
      @sekharroy7878 13 วันที่ผ่านมา +6

      একমত।

    • @arpanhalder1696
      @arpanhalder1696 12 วันที่ผ่านมา +5

      I also agree.lrealized

    • @arpansarkar3003
      @arpansarkar3003 12 วันที่ผ่านมา +2

      একেবারে সহমত

    • @samirghosh6866
      @samirghosh6866 12 วันที่ผ่านมา +2

      Darunn laglo .. 👍👍

  • @kpmukherjee1993
    @kpmukherjee1993 13 วันที่ผ่านมา +65

    অবাক হয়ে গেলাম তোমাদের সাহস দেখে। এসব ব্যাপার বাংলায় একেবারে নতুন। একজন আঞ্চলিক ভাষার ভ্লগার হয়ে তোমার ধূমকেতুর মতো উত্থান, জনপ্রিয়তা আর অনন্য স্টাইল অনেক সমালোচকের ঈর্ষার কারণ হয়ে উঠতে শুরু করেছে। ভাই তুমি যেন এতে দমে যেও না। জানবে সমালোচনা বাড়ছে তোমার জনপ্রিয়তার জন্য। যে দেশে নেতাজী অবধি সমালোচিত হয়েছেন, সেখানে তুমি তো সামান্য শিবাজী..😜

    • @Pratim1974
      @Pratim1974 13 วันที่ผ่านมา +3

      Eta te khub sahosh lage bole apnar mone hoy? Proshonsha korte geye emon adikheta korben na jeta hassokor mone hoy😂😂

    • @arnabbose4332
      @arnabbose4332 12 วันที่ผ่านมา

      Darun comment. Upovaggyo...❤

  • @sekharroy7878
    @sekharroy7878 13 วันที่ผ่านมา +10

    সাহসী সিদ্ধান্ত। পূর্বোত্তর রাজ্যের একজনের সাহায্য পেয়ে গেলেন তাই এক গাড়িতে সহজেই পৌঁছে গেলেন। না হলে আপনাদের ইচ্ছে পূরণ হওয়াটা খুব কঠিন হোত। ভাল লাগল।

  • @ARNABCHANDA-yg4pg
    @ARNABCHANDA-yg4pg 13 วันที่ผ่านมา +13

    ৫০ বছরের বাঙালি পুরুষদের hitchhiking অকল্পনীয়, অবিশ্বাস্য । খুব রোমাঞ্চ হচ্ছে এই ব্লগ টা দেখে ❤❤।

  • @sanjaykumardatta3767
    @sanjaykumardatta3767 13 วันที่ผ่านมา +11

    অসাধারণ অসামান্য কি বিশেষণ প্রয়োগ করবো ভেবে পাচ্ছি না।এভাবেও যে যাত্রা করা যায় দেখিয়ে দিলেন, অভাবনীয়। সত্যি আপনারা ভুতের রাজার বর প্রাপ্ত । অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ। চরৈবেতি ..... এগিয়ে চলুন 💐💖

  • @niranjanhaldarveena
    @niranjanhaldarveena 13 วันที่ผ่านมา +6

    এটা সত্য কাহিনী, ভাগ্যিস ভালো মানুষ মিস্টার গান্ধী কে পেয়ে গেছিলে , নয়তো অনেক কিছুই হতে পারত, ভেঙে ভেঙে যেতে হতো, বিভিন্ন চালকের পাল্লায় পড়ে বিচিত্র সব ভালো মন্দ অভিজ্ঞতা হতে পারত। তোমরা সেই সব জেনেও এভাবে সাহসিকতার পরিচয় দিলে, তোমাদেরকে হ্যাটস অফ জানাই। খুউব ভাল লাগলো অভিনব প্রয়াস, অসামান্য প্রচেষ্টার ভিডিও টা।

  • @spc3461
    @spc3461 13 วันที่ผ่านมา +21

    আপনার হিচ হাইকিং অভিজ্ঞতা দেখে মনে হচ্ছে আপনি সত্যিই একজন দুর্দান্ত অভিযাত্রী! কৃষ্ণনগর থেকে শিলিগুড়ির পথের বর্ণনা এবং আপনার সাহসিকতা অনুপ্রেরণা দেয়। আরো এরকম ভিডিওর অপেক্ষায় থাকব।

  • @rajibghosh56
    @rajibghosh56 13 วันที่ผ่านมา +23

    ইস্, ঐ সময় ঐ জায়গায় যদি আমি গাড়ি নিয়ে যেতাম আর পৃথ্বিজীৎ দা Lift লেখা নিয়ে দাঁড়িয়ে আছে পাশে শিবাজী দা তাহলে নিজেকে ভাগ্যবান মনে করতাম ।
    বেলঘরিয়া থাকি পাশেই সোদপুর কিন্তু আজ পর্যন্ত আপনাদের সাথে দেখার সৌভাগ্য হয়নি , আজ যদি এমন হতো এই পথেই দেখা পেতাম তাহলে বড়ো সৌভাগ্যবান হতাম , যাক কোনদিন নিশ্চয়ই আমার স্বপ্নের বাজীগড় দের সাথে দেখা হবেই 💐

    • @shuklamajumder7232
      @shuklamajumder7232 13 วันที่ผ่านมา +2

      Daroon korle tomra. Khub moja laglo.

    • @shuklamajumder7232
      @shuklamajumder7232 13 วันที่ผ่านมา +2

      Tobe risky. Ami to amar gari te unknown karoke lift debo na

    • @Sumanbiswas-nv5wl
      @Sumanbiswas-nv5wl 9 วันที่ผ่านมา +1

      Aei apni chup korun to .... vogoban naki uffff
      Ato bar khaiye ki paan ?

  • @ciarahanna2499
    @ciarahanna2499 13 วันที่ผ่านมา +8

    আজকে ভোর বেলায় সাংঘাতিক একটা খবর দেখে মনটা খুবই ভারাক্রান্ত। জলদাপাড়া সংলগ্ন ঐতিহাসিক হলং বাংলো আগুনে সম্পূর্ণ ভষ্মীভুত। শিবাজী দা তোমরা যেহেতু শিলিগুড়িতে আছ, তাই পারলে এই ব্যাপারটা খোঁজ নিয়ে আমাদের একটু জানিও। অপেক্ষাতে রইলাম। দুইদিন রুম নং ৫ এ থেকেছিলাম, সেই অভিজ্ঞতা কোনোদিনও ভুলে যাওয়ার নয়। সারা ভারতের প্রায় অনেকটাই ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি হলং বন-বাংলো সারা ভারতের মধ্যে অন্যতম সেরা বন-বাংলো ছিল।😭

    • @subratachhatui4256
      @subratachhatui4256 13 วันที่ผ่านมา

      এটা আগের ভিডিও এডিট করে তো ছেড়েছে পরে

  • @tapaskumar1666
    @tapaskumar1666 13 วันที่ผ่านมา +4

    পাপ্পু দা ধাবা মালিক আমাদের JIAGANJ এর মানুষ। অরিজিৎ সিং এর সম্পর্কে ভাই হয়।

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 13 วันที่ผ่านมา +22

    বাংলা ট্রাভেল ব্লগে কি সর্বপ্রথম হিচহাইকিং! বেশ অভিজ্ঞতা, ভালো থাকবেন দাদারা ❤️🙏

    • @TataiVlog
      @TataiVlog 12 วันที่ผ่านมา

      na prothom noi ami anek agei korechi, dekhe neben amar youtube e

    • @shilpimazumder7987
      @shilpimazumder7987 8 วันที่ผ่านมา

      @@TataiVlog problem ta hchhe apnake keo chene na, ba apni paren ni dag kat te

    • @TataiVlog
      @TataiVlog 8 วันที่ผ่านมา +1

      @@shilpimazumder7987 Budhaditya babu akta proshno korechen ami reply diyechi eitukui, apni miche rag korchen. Dag kata na holeo prothom hoya jaye.

  • @sauravchatterjee142
    @sauravchatterjee142 13 วันที่ผ่านมา +40

    NOMADIC INDIAN, NOMAD SHUBHAM, best hitchhikers witnessed in India. Their passion for hitchhiking was legendary.

    • @AD-tl6dr
      @AD-tl6dr 12 วันที่ผ่านมา

      They started their journey through hitchhiking 😃

    • @sauravchatterjee142
      @sauravchatterjee142 12 วันที่ผ่านมา

      @@AD-tl6dr exactly.

    • @BikashRoy-jn5be
      @BikashRoy-jn5be 12 วันที่ผ่านมา +1

      Mountaintraker ❤🎉❤
      Barun vagish

    • @stmusicsmomentum
      @stmusicsmomentum 11 วันที่ผ่านมา

      Ekdom eai concept ta orai popular kreche sob deshe giye giye

    • @AmartyaBiswasguiterguy
      @AmartyaBiswasguiterguy 8 วันที่ผ่านมา

      Themountain trekker started this concept for 🇮🇳

  • @ruswanderlust
    @ruswanderlust 12 วันที่ผ่านมา +4

    শিবাজী বাবু ও পৃথ্ব্বিজিৎ বাবু, আমরাও ছোট খাটো hitchhiking করেছি। বিশেষ করে কাশ্মীরে বেতাব ভ্যালী, দুধপাথরী যাবার সময় আর মামাল শিব মন্দির থেকে ফেরার সময়। আমাদের তাবাকোশিতেও কিছুটা রাস্তায়। আমার মনে হয় বাঙালিরা একটু সন্দেহপ্রবণ হওয়ায় লিফট পাওয়া মুশকিল। খুব ভালো লাগলো আপনাদের এই ভ্রমণ।

  • @priyankadey546
    @priyankadey546 13 วันที่ผ่านมา +6

    'পথে নামলে destination এ পৌঁছবেন' কথাটা দারুন ভাবে inspire করলো। সারা জীবন মনে থাকবে।

    • @debadritadas1159
      @debadritadas1159 13 วันที่ผ่านมา

      এই কথা টা সত্যি খুব সুন্দর বলেছেন 😊

  • @parthaganguly1239
    @parthaganguly1239 12 วันที่ผ่านมา +5

    আমাদের এই রাজ্যে Hitchhiking বা lift কালচার টা খুব একটা চালু নয়। আপনারা বরং Trekking চালু করুন । আমার বিশ্বাস আপনারা সফল হবেন । যেমন কিন্নর কৈলাশ/ মনি মহেষ/ পিনডারী গ্লেসিয়ার বা শ্রীখণ্ড কৈলাশ ।

  • @somamukherjee4489
    @somamukherjee4489 12 วันที่ผ่านมา +3

    জীবনের প্রথম শখ ছিল বাড়াবো, কিন্তু ভাগ্য সাথী দেয় নি কোনো দিন, দাদা আপনাদের ভিডিও না থাকলে অনেক অপূর্ণ থেকে যেতো। দাদা আপনাদের জন্য অনেক কিছু জায়গা দেখতে পাই। কোন কোন জায়গায় দুবার করে ভিডিও ঘুরিয়ে দেখি। ভালো থাকবেন দাদা ❤❤

  • @SwarnayuMandal-zr5ni
    @SwarnayuMandal-zr5ni 11 วันที่ผ่านมา +2

    Hi shibaji da & prithijit da
    Amr bari maldai but ekhon for working purpose bire thaki...
    Amio gurte valobasi bisal jokhoni time pai office r bag rekhe palai pahar r jongol r sea r khoje... Ekta kahabat a6e na "iche thakle upai hoi" seta ekdm sotti... Ei gulo sb memories hoye theke jai... Protek ta jaigai gurte jawar por ekta ekta notun notun story create hoi... Pore jokhon mone pore mone abr Beria pori sabki6u chere❤
    Ami amr kache inspiration...
    Khub iche thaklo dekha korar😃😃
    Apnara malda hotel e cha khete gia6ile oikhane amio jokhon bari jai, jokhoni iche kore beria jai cha khete ...sudhu cha khetei r gari chalate r road enjy krte...😅

  • @rupalibose6530
    @rupalibose6530 13 วันที่ผ่านมา +6

    খুব ভালো লাগলো ব্লগ টা কিন্তু বউ বাচ্চা নিয়ে এসব দেখে কেউ অনুপ্রাণিত হবেন না কারণ ওনারা দুজন ই অনেক অভিজ্ঞতা প্রাপ্ত ও চলতে চলতে অনেক সাবলীল হয়ে গেছেন ।আমি এখন ওনাদের বয়েসের মহিলা , এক সময় স্বামী, বাচ্চা দের নিয়ে প্রচুর এরকম type এর সফর করেছি , ট্রেনের টিকিট পাইনি বা কোনো বিপর্যয়ের পূর্বাভাস এ বা ফ্লাইট ক্যান্সেল হওয়ার ফলে করেছি কিন্তু এখন আর সেই সাহস করতে বড্ড ভয় হয় কারণ দুটো ছেলে ,একজন 25 ও অপরজন 23 ।ওরা এখনো দাঁড়ায় নি সেভাবে ,আমাদের কিছু হলে একেবারে অনাথ হয়ে যাবে !!!!!অনেক কথা লিখলাম তবে খুব এনজয় করলাম ব্লগ , মনের কোনায় কোথাও তো রয়েছে ইচ্ছে গুলো , আবার যদি কখনো করতে পারি ,মন ও সারির দুটোই ফিট আছে 😊😊😊😊thank u Shibaji da n Prithwi da 😊😊😊😊

  • @snigdhaganguly173
    @snigdhaganguly173 13 วันที่ผ่านมา +3

    India তে Nomadic Indian এরকম অনেক হিচ হাইকিং করেছেন ,specially north east এ!খুব enjoy করছি ❤

  • @shibanibiswas217
    @shibanibiswas217 13 วันที่ผ่านมา +4

    এতক্ষণ ধরে টিভিতে এই ভিডিওটি দেখলাম… মোবাইল খুলে পেলাম বনবাংলোয় আগুন…খুব দুঃখজনক ব্যাপার…
    আমরা দিন পনের আগেই সড়কপথে গাড়িতে ডুয়ার্স যাওয়ার সময়ে গিয়েছিলাম… এর আগেও কয়েকবার গেলেও এবারের পথের যাত্রা অসাধারণ ছিল… অপূর্ব রাস্তা…
    শেষপর্যন্ত হিচ হাইকিং সফল হয়েছে এটাই খুব ভালো লেগেছে… আপনারা দুজনেই ভালো থাকুন আর এভাবেই সাফল্য লাভ করুন❤

  • @swastiksarkar4637
    @swastiksarkar4637 13 วันที่ผ่านมา +2

    Darun experiment... 5 years dhore ei channel follow korchi.. Ageo bolechi abar o bolchi apnara sotti e true traveller.. Egiye cholun..

  • @sayakpal4153
    @sayakpal4153 13 วันที่ผ่านมา +1

    "যদি মনে হয় যাত্রায় আসে শঙ্কা,
    সাথী আছে, করব না ভয়, বাজবে জয় ডঙ্কা"
    এই না হলে বাঙালি.. বাঙালি ব্লগিং এর hitch hiking দেখে সত্যি বলতে দারুন লাগলো , এই অনুভূতি সত্যি অভূতপূর্ব ... অনেকদিন পরে দেশের রাস্তায় বেরিয়ে vlogging ভালো উপভোগ করলাম .. আর তোমাদের মানস ভ্রমণ আমরা মোবাইল বা ড্রয়িং রুমে বসে দারুন ভাবে উপভোগ করি.. ভূতের রাজার বরের জোরে আরো ভিডিও আসুক , তোমরা দুজনেই সুস্থ থেকো..
    সব শেষে ..
    "পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা.."

  • @ciarahanna2499
    @ciarahanna2499 13 วันที่ผ่านมา +5

    শিবাজী দা তোমরা মধ্যমগ্রাম চৌমাথা থেকে চেষ্টা করে দেখতে পারতে। আমি আমার ছেলে এবং বৌ কে নিয়ে অনেকবার হিচ হাইক করে মধ্যমগ্রাম চৌমাথা থেকে কৃষ্ণনগর চলে গেছি। আবার কৃষ্ণনগর থেকে বহরমপুর পর্যন্ত গেছিলাম, তার বেশি আর দরকার পড়েনি। মধ্যমগ্রাম চৌমাথা থেকে সরাসরি বহরমপুর একবার যেতে পেরেছি।👍

  • @purnimaz9166
    @purnimaz9166 12 วันที่ผ่านมา +3

    শিবাজী দা আপনাদের অসিম ধৈর্য্য দেখে এটাই প্রমাণ হলো লৌখে পৌঁছাতে গেলে অনেক ধৈর্য্য এর দরকার তাই মন আরাক বার শক্ত করে আমি আমার লৌখের দিকে পৌঁছাতে চেষ্টা করছি

  • @user-oc3nm4wv9y
    @user-oc3nm4wv9y 12 วันที่ผ่านมา +1

    O my god 😄 Darun darun darun,ei rakam chinta exploreshibaji chanel ei dakha paoa jete pare.. asadharon dada apnader sotti dhannwad 🙏khub enjoy korlam
    Amra sabai sathe achi 🚙👈🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃

  • @puspitadas6573
    @puspitadas6573 วันที่ผ่านมา

    আপনাদের এই অভিনব 'হিট 5:03 কিচিং 'সত্যিই অভিনব প্রচেষ্টা। খুব এনজয় করছি ঠিকই। তবে শিবাজী আপনারা আপনাদের অলশ বানিয়ে দিচ্ছেন। তবুও এই সত্তর বছর বয়সে আপনাদের দেখে নিজেকে নতুন করে খুঁজে পেতে ইচ্ছে করছে। ভীষণ ভাবে অনুপ্রাণিত হচ্ছি। ধন্যবাদ শিবাজী ও পৃথিজিত।

  • @PROTYUSH_SPORTS
    @PROTYUSH_SPORTS 13 วันที่ผ่านมา +3

    এই জার্নিটা সত্যিই অসাধারণ ছিল❤

  • @LITTLEKOUSHANISSTORY
    @LITTLEKOUSHANISSTORY 12 วันที่ผ่านมา +3

    ৯ বছর ধরে চেয়েছিলাম নিজের একটা বাড়ি হ্যাঁ আজ পেরেছি।। কথা টা ভীষন ভাবে সত্যি মন থেকে চাইলে নিশ্চয়ই পাওয়া যাবে সেটা আশা ছাড়লে চলবে না ।।

  • @sayaksc3590
    @sayaksc3590 13 วันที่ผ่านมา +1

    Areey Baah Daroon daroon 👌❤️ fantastic Vlog ❤️ Ekta onnorokom Jatra r upobhog korlam..Hitchhiking ta besh unique to...Durdanto journey ❤❤Hats off tmader sahosh achhe..Excellebt presentation..keep it up ❤️❤️❤️

  • @kakalibanerjee9322
    @kakalibanerjee9322 12 วันที่ผ่านมา +1

    ❤অন্য রুটে ----🎉❤😊 খুব ভালো লাগলো Explorer Shibaji ar Moner manush Pritthwijeet ❤❤️

  • @aninditascreationandcooker7121
    @aninditascreationandcooker7121 12 วันที่ผ่านมา +10

    আমার বয়স টা 57 , কিন্তু একবার এইভাবে কোথাও যাবার চেষ্টা করবো, ভাবছি, কি বলেন, শিবাজী ভাই ও পৃথ্বী জীৎ , শুনতে চাই advaic.

  • @jamalahmed2084
    @jamalahmed2084 13 วันที่ผ่านมา +3

    First off, a massive congratulations for stepping out of your comfort zone, Shibaji and Prithiwi! It’s no small feat to embrace adventure and take on the forgotten bygone world of hitchhiking. This mode of travel, so popular in the western world from the '50s to the '80s, has all but disappeared due to contemporary safety and security concerns. Both lift providers and hikers now often shy away from it, making your journey all the more special and courageous. The Sean Penn movie "Into the Wild" is a must see for the Hike lovers.
    This episode brought back a flood of memories personally for me, taking me back to our epic road trip from Lataguri to Kolkata in 2018. We remember the 4+ hour traffic jam at Dalkhola and all those smaller jams along NH-34. That highway was still under construction, and we did have an adventure navigating through it all! Those moments are still so fresh in my mind, and your journey has rekindled that beautiful nostalgia.
    Thank you for sharing your experience and reminding us of the thrill of the open road, the unexpected adventures, and the timeless stories that come from such journeys. Keep exploring, keep pushing boundaries, and most importantly, keep inspiring us all to step out of our comfort zones.
    Cheers to many more adventures, Shibaji & Prithiwi!

  • @jayotidutta2037
    @jayotidutta2037 11 วันที่ผ่านมา +1

    অসাধারণ দাদা, আপনাদের উদ্যম ,সাহসিকতা, প্রাণবন্ত কথোপকথন তুলনাহীন। ( অবশ্যই সহনীয়তা )
    এগিয়ে যান❤

  • @indranidas9977
    @indranidas9977 13 วันที่ผ่านมา +1

    এপিসোড টা দেখে দারুণ মজা পেলাম। অসম্ভব সুন্দর আপনাদের মনের জোর। এগিয়ে চলুন, পাশে আছি ❤❤

  • @sanjushealsanjusheal1075
    @sanjushealsanjusheal1075 13 วันที่ผ่านมา +53

    দাদা পেঙ্গুইন দেখাবে কবে অনেক তো হলো দেশ ঘোড়া এবার আটলান্টিক মহাদেশ আয়োজন করো ❤

    • @souviksaha322
      @souviksaha322 13 วันที่ผ่านมา +9

      একদম দেখতে চাই

    • @A1-nh3ot
      @A1-nh3ot 13 วันที่ผ่านมา +5

      Dada amra apanader sange ashi

    • @_____rofiq_342
      @_____rofiq_342 13 วันที่ผ่านมา +2

      Ekdom dekte chAi

    • @sriparnachatterjee7948
      @sriparnachatterjee7948 13 วันที่ผ่านมา +3

      Northern Lights dekhte Chai..😅

    • @saleheentv8742
      @saleheentv8742 13 วันที่ผ่านมา

      🎉 গাছে কাঁঠাল গোঁফে তেল

  • @sarojpatra8159
    @sarojpatra8159 13 วันที่ผ่านมา +6

    অন্যান্য হিন্দি ইউটিউবারদের মত, হিচহাইকিং এর ফুল এপিসোড করুন, তাহলে ভারতে ওরকম একটা রেভোলিউশন আসবে। এবং এপিসোড গুলো বেশি ইন্টারেস্টিং হবে। ব্যাপারটাতে একটা আলাদা রোমাঞ্চ থাকে।

    • @explorershibaji
      @explorershibaji  13 วันที่ผ่านมา +6

      ঠিক, শুরু করলাম, এটা এক্সপেরিমেন্ট ছিল, এরপর রেগুলার হবে।

    • @sarojpatra8159
      @sarojpatra8159 13 วันที่ผ่านมา

      অপেক্ষায় থাকলাম, শুভকামনা রইল, এগিয়ে যান​@@explorershibaji

  • @aditisarkar7164
    @aditisarkar7164 12 วันที่ผ่านมา +1

    আমি এই কয়েক দিন আগেই , আপনাদের চ্যানেল টা দেখা শুরু করলাম। সাবস্ক্রাইব করলাম। সত্যি বলতে কি, এত ভালো লাগছে আপনাদের vlog গুলো, যে পুরো না দেখে থামতে পারছি না। তারপর আপনাদের 2টো podcast দেখেও খুব ভালো লাগলো।
    আজকের vlog টা দেখে তো অবাক হয়ে গেছি, বেশ সাহস আছে আপনাদের, তবে আপনারা 2জন থাকায় অনেকটা সুবিধা হয়। তবে এটা শীতকালে করলে বেশী ভালো হত। যাইহোক, খুব enjoy করছি.....কারণ আমি প্রায় আপনাদের বয়সী(52yr)👍👍❤❤

  • @jayantasikdar6253
    @jayantasikdar6253 12 วันที่ผ่านมา +1

    নতুন ধরনের অভিজ্ঞতা দেখে ভালো লাগলো। এইভাবেই চালিয়ে যাও। ❤

  • @prodyotsharma5481
    @prodyotsharma5481 13 วันที่ผ่านมา +4

    ভাই শিবাজী ও পৃথ্বীজিৎ গত 75-79 সাল পর্যন্ত আমি সারগাছি রামকৃষ্ণ মিশনে পড়তাম। আমরা যারা বহরমপুর থেকে আসতাম তারা ঐ NH 34 এর ওপরে hitch hiking করেই দশ পয়সা বাসভাড়া বাঁচিয়ে নিতাম। অনেক সদয় ট্রাক ড্রাইভার আমাদের তাদের ট্রাকে করে বহরমপুর নামিয়ে দিতেন । তখন এর গুরুত্বটা বোঝা হয়নি আজ তোমাদের দেখে সেই দিনগুলো খুবই মনে পড়ে যাচ্ছে ।

  • @PrabhaChatterjee-yf6gh
    @PrabhaChatterjee-yf6gh 13 วันที่ผ่านมา +4

    ছবি বর্ণনা , আপনাদের কুশলী হাতে বিছানায় শুয়ে বসে থাকা বৃদ্ধকে সুস্থ্য থাকতে সাহায্য করছে।আমি কৃতজ্ঞ।

  • @subratachhatui4256
    @subratachhatui4256 13 วันที่ผ่านมา +1

    আজকের Experience টা অনবদ্য লাগলো আমার কাছে।
    আমি ভাবতে পারিনি এরকম Hitchhiking বলে কোন ভিডিও উপলব্ধি করবো।
    যেগুলো সিনেমাতেই দেখেছি সেগুলো বাস্তবে উপলব্ধি করলাম।

  • @shraddhapal1305
    @shraddhapal1305 5 วันที่ผ่านมา

    প্রচুর মজা নিলাম। আর বার বার আমার এটাই মনে হইছে যে এই ছোট্ট মজার মাধ্যমে জীবনের গল্পের যে অমূল্য বার্তা আপনারা দিলেন তা সত্যি শিক্ষণীয় তা জীবনের বিশ্বাস হোক কিংবা ধৈর্য❤❤❤

  • @sattwiksarkar999
    @sattwiksarkar999 13 วันที่ผ่านมา +4

    আসলে হিচহাইকিং সেই রাস্তা তে হবে যেখানে নরমাল পরিবহণ ব্যবস্থা নেই বা কম .. এখানে অধিকাংশ লোকের একটাই সন্দেহ হবে আপনি এত বাস থাকতে লিফ্ট চাইবেন কেন

  • @AnupamRoy022
    @AnupamRoy022 13 วันที่ผ่านมา +15

    শিবাজী দাদা তুমি যদি kerela vlog na deo তাহলে আমি আর তোমার ভিডিও দেখবো না। কবে আসবে বলো??❤️

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 13 วันที่ผ่านมา +5

      আসবে তাড়াতাড়ি😊

    • @AnupamRoy022
      @AnupamRoy022 13 วันที่ผ่านมา +3

      @@PrithwijitOMonerManus ❤️ পৃথ্বী দা ❤️❤️❤️ অপেক্ষায় আছি

  • @partharoychowdhury1469
    @partharoychowdhury1469 12 วันที่ผ่านมา +1

    পথেই জীবন পথেই মরণ সব কিছুই পথের বুকে(শ্যামল মিত্র) ।আপনাদের যাত্রা শুভ হোক, খুব আনন্দ লাগছে।

  • @chandranichakraborti1882
    @chandranichakraborti1882 12 วันที่ผ่านมา +1

    দাদা great attempt। আমার school krishnagar theke আরো যেতে হয়। এই ধরনের hitchhikking এ আমরা অভ্যস্ত ও বাধ্য ছিলাম। Ambulance থেকে ছাগলের গাড়ি কিছু বাদ ছিল না। NH ১২ তৈরি থেকে সব পাল্টে গেছে। করোনার পর থেকে মানুষের লিফট দেওয়ার প্রবণতা কমে গেছে। এখন যাতায়াত taff hoye গেছে।

  • @user-wq1ib9tl7p
    @user-wq1ib9tl7p 13 วันที่ผ่านมา +3

    অসাধারণ ভাই, মোঃজাকিরুল সরকার ঢাকা সাভার, বাংলাদেশ থেকে, 🇧🇩🇧🇩👍

  • @barefootbangali
    @barefootbangali 7 วันที่ผ่านมา

    অসাধারণ অসাধারণ অসাধারণ!!!! Varun Vagish কে দেখেছি, Nomad Shivam, কিন্তু বাঙালী কেউ, এবং এই বাঙলাতেই এইটা দেখবো,এত তাড়াতাড়ি সেটা আশা করিনি। দুর্দান্ত। এগিয়ে যান।

  • @adventuretushar.9350
    @adventuretushar.9350 8 วันที่ผ่านมา

    এই ভিডিওটি দেখে আমার ২০২১ স্মৃতি ফিরে পেলাম, আমি ও আমার এক বন্ধু সৈকত দুজন মিলে কলকাতা থেকে শিলিগুড়ি গিয়েছিলাম সাধারণ বাংলা সাইকেল নিয়ে, সময় লাগে ৩দিন।

  • @rupabose2761
    @rupabose2761 13 วันที่ผ่านมา +1

    I am speechless ...tan tan exitement puro vlog jure..age.kokhhono ei topic e vlog dekhi ni tai hoito ashombhob bhalo laglo...I am very proud of u both friend...Take care..God bless..

  • @avishek0205
    @avishek0205 10 วันที่ผ่านมา +1

    Hitchikng এর ভিডিও টা সত্যি খুব এন্টারটেইনিং কিন্তু আপনারা খুব easily destination এ পৌঁছে গেলেন। Generally যেটা হয়না। অনেক কষ্ট করতে হয়। তাই যদি ২-৩ টে ট্রান্সপোর্ট এর মাধ্যমে যদি পৌঁছাতেন বেশ ভালো হতো। সবভীত hitchiking এ AC প্রাইভেট car এর কপাল হয়না। দারুন লেগেছে। বেস্ট পার্ট "আমরা শিবাজী explorer, কেউ তো দাড়াও।" মনে হচ্ছিলো ঐ দিন ওই রাস্তা দিয়ে ওই সময়ে আমি কেন গেলামনা।

    • @avishek0205
      @avishek0205 วันที่ผ่านมา

      কি খুশি হলাম শিবাজী দা। আমার কমেন্ট তুমি পড়েছো আর লাইক করেছো। One of your biggest fans. Seen each and every video. একটাও ভিডিও আজ অব্দি মিস করিনি। তোমার "রুদ্রাপ্রয়াগ এ লু বইছে" ভিডিও টে কমেন্ট করেছি। দেখবে। ভালো লাগলে জানিয়ো

  • @SonalisCanvas
    @SonalisCanvas 13 วันที่ผ่านมา +1

    Darun inspiration pelam dada ei video tar dekhe ....eche thakle egiye jaoa jay eta ekdom thik........❤

  • @deeptangshupaul4010
    @deeptangshupaul4010 12 วันที่ผ่านมา +2

    ফাঁকা লরি তে হাত দেখালে থেমে যায়, কিন্তু লেখা হাতে নিয়ে, ক্যামেরা হাতে নিয়ে, ব্যাপার টা সাজানো হয়ে ওঠে।

  • @sistersvibe2482
    @sistersvibe2482 13 วันที่ผ่านมา +1

    E to darun experiment. "Lift চাই" .. darun darun

  • @user-wj6hj6zl7v
    @user-wj6hj6zl7v 8 วันที่ผ่านมา

    Hitchhiking video ta aaj dekhlam! Apni Etto real Shibaji je karoney apnader prottek video te Ei honesty of purpose ta dekha jaye aar apnader songay drawing room e boshey Ei bhramon gulo amader o onoboddo obhighonta. Bhalo thakben bondhura ❤️

  • @manojsarkar2159
    @manojsarkar2159 12 วันที่ผ่านมา +2

    Excellent Shibaji babu. Though the idea is different in our city but you have reached the goal. I am always follow your channel. The presentation is very good. I have also seen your full Ladakh trip. I have visited the Ladakh in 2019.

  • @DWAI_M
    @DWAI_M 13 วันที่ผ่านมา +1

    অসাধারণ, আপনাদের সাহস আর ইচ্ছেশক্তি কে কুর্নিশ। দারুণ লাগলো, আপনাদের সাথে আমরাও hitchhiking করে নিলাম, পদে পদে উত্তেজনা আর suspense, পুরো থ্রিলার ❤😂😅

  • @runuganguly522
    @runuganguly522 12 วันที่ผ่านมา +1

    দারুন অনুভব congratulations both of you.

  • @arnabbose4332
    @arnabbose4332 12 วันที่ผ่านมา +1

    Akdom notun rakomer uposthapona, vabna, presentation, shabdo chayon, energy, ak kothaye oshadharon. Ei sob amader moto veto bangalee chintai korte pare na, vromoner ak notun disha dilen, veamon mane sudhu ghure barano noy, vramon mane bandhutyo, vatrittyo, ak opprisheem vorsha akjon manush r akjoner proti..... Great initiative.....

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 12 วันที่ผ่านมา

      অনেক ধন্যবাদ আপনাকে 😊❤

  • @sudeepsanyal143
    @sudeepsanyal143 12 วันที่ผ่านมา +1

    ভীষণই অন্যরকম অনবদ্য
    ভালো থাকবেন দুজনেই !!

  • @DSTRAVELS_DEBSAHA
    @DSTRAVELS_DEBSAHA 13 วันที่ผ่านมา +1

    bangla travel vlog e ak notun chapter shuru holo..... oshadharon concept sir.... but the only thing is the safety.... but the experiment was fabulous.....Keep it up❤❤

  • @biswajitdutta3225
    @biswajitdutta3225 12 วันที่ผ่านมา +1

    Onek din pore sotti 1 ta exciting vlog gift korlen.
    Khub enjoy korlam.
    U both are now REAL TRAVELLERS IN MY OPINION.
    Jeta ami onek foreign traveller der vlog gulote pai.
    Very nice.
    Keep it up.
    EBC TREK TA KOBE HOCCHE?

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 12 วันที่ผ่านมา

      অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমাদের তরফ থেকে 😊🙏

  • @rupakchatterjee9513
    @rupakchatterjee9513 12 วันที่ผ่านมา +1

    Darun ek eventful adventure. Khub bhalo laglo. Thank you.

  • @rashidasultana7982
    @rashidasultana7982 13 วันที่ผ่านมา

    আরেকটি নতুন অভিযানের অভিজ্ঞতা উপভোগ করলাম। আপনি সফল হবেন না তা হতেই পারে না। সবাই কে প্রতি টি এপিসোড এ যে শিক্ষা আপনারা দিচ্ছেন তা বলা বাহুল্য। অনেক ধন্যবাদ। এভাবেই জীবনকে উপভোগ করুন এবং আমরা ও করছি। 😊😊

  • @MrRupaksaha
    @MrRupaksaha 13 วันที่ผ่านมา +1

    বাহ, খুব ভালো লাগলো আপনাদের Hitchhiking করতে দেখে । সত্যি আমাদের দেশে Hitchhiking করাটা খুবই মুশকিল। আমি প্রথম Varun Vagish কে দেখেছি Hitchhiking করতে, এছাড়াও South Indian একটি মেয়ে আছে Hitchhiking করে, Nomad Subham, Nomadic Indian ওরাও শুরুতে Hitchhiking করত। আমি ওদের দেখেই ব্যাপারটা জেনেছি। আজ বাঙালি Hitchhiking করছে দেখে সত্যি খুবই ভালো লাগছে। আপনাদের Channel আরও বড় হোক। Best wishes ❤

  • @niranjanhaldarveena
    @niranjanhaldarveena 13 วันที่ผ่านมา +1

    অভিনব এবং দুর্দান্ত একটা প্রচেষ্টা। অবশ্যই নির্ভেজাল এডভেঞ্চার । খুব খুব খুব ভালো লাগলো। তোমরা ভ্রমণের ইতিহাস গড়বে, নিশ্চয়ই গড়বে ❤
    তোমাদের লিফট চাই জানলে হয়তো এক হাজার গাড়ি এসে যেত, কিন্তু তাতে এই এডভেঞ্চার টা পূর্ণ হতনা।

  • @anilkrishnaghosh359
    @anilkrishnaghosh359 13 วันที่ผ่านมา +2

    Khub balo laglo Siliguri tour 1st to last deklam.❤❤❤❤❤

  • @jhumurbandyopadhyay5205
    @jhumurbandyopadhyay5205 12 วันที่ผ่านมา +1

    আপনাদের সাফল্য দেখে মনে হচ্ছে নিজেই জিতে গেছি।এরম রোমাঞ্চকর অভিঞ্জতার সাক্ষী হতে পেরে খুউউউউব ভাল লাগছে ভাই এভাবেই সাফল্য আপনাদের সাথে থাকুক। ❤❤❤❤❤

  • @SouravDas-lb2bb
    @SouravDas-lb2bb 13 วันที่ผ่านมา +1

    বেশ Interesting লাগলো পুরো ব্যাপার টা

  • @krishnadey2505
    @krishnadey2505 12 วันที่ผ่านมา

    আপনাদের এই প্রচেষ্টা দেখে মনে হচ্ছে, সত্য আপনার dom আছে, কোথায় আছে, যে আন্তরিক ভাবে শ্রম দেয় তাঁকে ঈশ্বর সাহায্য করেন এটা যেমন সত্য, আমিও এই মতো হতে হতে প্রমান পেয়েছি ভালো থাকুন, আপনার প্রয়াস সফল হোক।

  • @SuparnaSarkar-gl5wm
    @SuparnaSarkar-gl5wm 10 วันที่ผ่านมา

    এক অভূতপূর্ব অভিজ্ঞতা হলো। সিনেমায় কয়েকবার দেখেছি কিন্ত আপনার এই ভিডিওর সাথে আমাদেরও এক দারুণ অভিজ্ঞতা হলো। সত্যি আপনাদের এই অসাধারণ অ্যাডভেঞ্চারের সাথে আমরাও সাক্ষী হয়ে রইলাম।ভালো থাকবেন আর এইরকম দারুণ, দারুন অ্যাডভেঞ্চার আমাদের উপহার দেবেন ❤❤

  • @dipanjan82
    @dipanjan82 13 วันที่ผ่านมา +2

    কলকাতা - শিলিগুড়ি রুটের রাস্তা এখন চমৎকার. ২০২২ এ আমি নিউটাউন - লাটাগুড়ি আর ২০২৩ এ লাটাগুড়ি - নিউটাউন ড্রাইভ করেছি. উভয়ক্ষেত্রেই ১৪ ঘন্টা মতো লেগেছে. তাও তখন রায়গঞ্জ আর বহরমপুর বাইপাস খোলে নি. এবং এই ১৪ ঘন্টার মধ্যে ৩-৪ টে ব্রেক ইনক্লুডেড

  • @SantanuPaul1967
    @SantanuPaul1967 13 วันที่ผ่านมา +1

    এরকম একটা অনিশ্চিত পথে আপনারা নেমে পড়বেন ভাবতেই পারিনি। All the best 👍

  • @sannitipathak4873
    @sannitipathak4873 12 วันที่ผ่านมา +1

    Darun laglo. Risky but experimental. Khub enjoy korlam.

  • @smitamukherjee5368
    @smitamukherjee5368 9 วันที่ผ่านมา

    দারুন লাগলো! এই হিচ হাইক ব্যাপার টা ভারত বা আমাদের বাংলায় সত্যিই অভিনব। আপনারা যখন লিফট পেতে অসফল হয়ে প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছিলেন,তখন খুব খারাপ লাগছিল,কিন্তু মনের কোণে একটা আশা ছিলই যে ঈশ্বর যিনি সবসময় পরিশ্রমী আর সৎ প্রচেষ্টা রত মানুষের পাশে দাঁড়ান, তিনি আপনাদের সাহায্য করবেন ই। আর তাই হলো,আপনাদের সাফল্য বহু মানুষ যারা শতবার ব্যর্থতার পর ও তাদের সৎ উদ্দেশ্য ও স্বপ্ন সাকার করার জন্য চেষ্টা চালিয়ে যান তাদের মনে আশার আলো জ্বালাবে। এই hitch hiking er নানা সম্ভাব্য বিপদ ও তার সমাধান সম্পর্কে আপনি যে আলোচনা করলেন,সেটিও খুব ই গুরুত্ব পূর্ণ👍

  • @Anirban1989
    @Anirban1989 12 วันที่ผ่านมา +1

    Ami first hitchiking er video dekhechilam Nomadic Indian youtube channel, dipanshu sangwan er video guwahati to roing arunachal ota amar ekhono porjonto best hitchhiking video. Apnra jodi hitchiking kono truck or kono chota hati tempor pichone bose travel kora ek onno anubhuti.. but you both did very well ....

  • @rimpibhowmick3268
    @rimpibhowmick3268 10 วันที่ผ่านมา

    দারুণ লাগলো দাদা এই এপিসোড টা।আসলে দীর্ঘ 5 বছর ওই রাস্তা দিয়ে কৃষ্ণনগর থেকে বেথুয়া যেতাম।তখন সবে এন এইচ 34 সম্প্রসারণ হচ্ছে।এই নতুন রাস্তা খুব ভালো লাগলো,হা করে চেয়ে ছিলাম,যদি তোমাদের ভিডিও তে নিজের পুরোনো স্কুল টা দেখতে পাই,কিন্ত পেলাম না।কিন্ত এই অভিজ্ঞতা, সাথে গান্ধী জির সাহায্যকারী মনোভাব খুব ভালো লাগলো।

  • @aniruddhaghosh8223
    @aniruddhaghosh8223 13 วันที่ผ่านมา +1

    শিবাজি বাবু, আমিও আপনাদের থেকে বছর ২/৩ এর বড়, আমার ইচ্ছে থাকলেও উপায় কম, তাই আপনাদের দেখে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি, এগিয়ে চলুন ভাই, শুভেচ্ছা রইলো

  • @archismanghosh6104
    @archismanghosh6104 12 วันที่ผ่านมา +1

    অসাধারণ লাগলো দাদা আপনার এই সফর।আমার মনে হচ্ছিল আমিও আপনাদের সফরসঙ্গী হয়েছিলাম।

  • @abhijtsadhukhan4384
    @abhijtsadhukhan4384 13 วันที่ผ่านมา

    Osadharon..experience holo…thanks to both of you..❤

  • @saikatkghose8501
    @saikatkghose8501 12 วันที่ผ่านมา +1

    দারুন একটা নতুন প্রচেষ্টা, সফল হবেই🙏🙏🙏বন্ধু পথেই এবার হবে সাথী ,পথেই হবে এই পথ চলা ।।

  • @koloco
    @koloco 13 วันที่ผ่านมา

    দারুণ! নতুন এক্সপেরিয়েন্স হলো, দাদারা চালিয়ে যান. Please stay safe. Hitchhiking is discouraged even in other countries because of a few bad apples, both amongst drivers and hikers.

  • @shinjini_gini2388
    @shinjini_gini2388 13 วันที่ผ่านมา

    Osadharon ekta experience!! Erokom kauk pawa satti bhagger byapar... But still erokom korar icche roilo... Ek kathay darun.

  • @user-wn5sr4us1z
    @user-wn5sr4us1z 13 วันที่ผ่านมา +1

    শিবাজী দা❤ হিচ হাইকিং বিষয়টা ভিডিওটা অসাধারণ বানিয়েছে🥰 অনেক ভালো লাগলো দুজনেই ভালো থাকুন সুস্হ থাকুন

  • @geosov2
    @geosov2 13 วันที่ผ่านมา +2

    Sibaji da, ami ar Amar wife Jayanti gechilam 2016 er December e, 4 din chilam.. ta buxa fort dekhte jabo..kintu kichu pacchi na... ar pocket eo oto chilo na je cab book korbo... ta hata surukorechilm je santrabari jabar je main road sekhane gie ja pai dhore nebo... ta km khanek hete.. hotat dekhi akta lory jacche.... hat dekhie bollam aktu pouche deben mor obdi? Bollo ha... uthe asun... chole gelam mor obdi.... darun laglo.... hoegelo partial hitchhiking... apnader video dekhe Ota mone pore gelo... khub valo laglo...apnader sathe achi carry on

  • @Rsuranjana
    @Rsuranjana 11 วันที่ผ่านมา

    দারুণ লাগল.. Hitchhiking কে এই ভাবে যদি এগিয়ে দেওয়া যায়.. পথেই এবার নামো সাথী এইবার হবে পথ চেনা..

  • @debashischoudhury5020
    @debashischoudhury5020 13 วันที่ผ่านมา +1

    Nomad Shubham, এক দুর্দান্ত Travel youtuber. 3 Million subscriber base. Hitch hiking, Couch surfing প্রচুর করেছে। প্রচুর বিদেশি বন্ধু বান্ধবী।

  • @bananeemukherjee5850
    @bananeemukherjee5850 13 วันที่ผ่านมา +1

    ভাই একটু কিষানগঞ্জ দেখালে না। এখানে জীবনের ২৮ বছর কাটিয়েছি। আমার শ্বশুর বাড়ি। বর্তমানে কেষ্টোপুরে র বাসিন্দা। প্রায় ১০ বছর ওখানে যাইনি। যাইহোক তখন খুব শিলিগুড়ি যেতাম। খুব খুব ভালো লাগলো তোমাদের তোমাদের এক্সপেরিমেন্ট। এইভাবে ই তোমরা এগিয়ে চলো। সঙ্গে চলুক আমার মানস ভ্রমণ। খুব ভালো থেকো তোমরা ।❤❤❤❤

  • @somnathchatterjee1613
    @somnathchatterjee1613 4 วันที่ผ่านมา

    আমি অনেকদিন পর আপনাদের ব্লগ পুরোটা দেখলাম। কারন ইদানিং আপনাদের ব্লগ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছেছেন। কিন্তু আমার একটু গতানুগতিক লাগে। এরকম একটা অফবিট চিন্তা ভাবনার জন্য অভিনন্দন।

  • @subhajitghosh8601
    @subhajitghosh8601 13 วันที่ผ่านมา

    Hats off to you both 👍..... Unmatched dedication 🙏 অসাধারণ একটা অভিজ্ঞতা👌

  • @suchetarsatsatero4875
    @suchetarsatsatero4875 7 วันที่ผ่านมา

    Asomvob valolaga thake sobsomoy tomader video te .....ei Video r concept ta annotamo matra enedilo.....apurbo laglo❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rumkipaul1321
    @rumkipaul1321 13 วันที่ผ่านมา

    দারুণ ব্যাপার। নতুন অভিজ্ঞতার সাক্ষী থাকলাম। আপনারা এভাবেই এগিয়ে চলুন। সঙ্গে আছি।❤

  • @NRaGePlaYz
    @NRaGePlaYz 13 วันที่ผ่านมา +1

    Dada hats off to u apnara just exceptional.....aei blog ta apnader the best till now, aro agia jan

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 12 วันที่ผ่านมา +1

    Khub bhalo laglo apner vedio r nobotomo songjojon hitch hiking .Kintu ai risk amra nite parbo na.Tobe apner songe Siliguri chole asechi....abar anno kothao anno kono khane.Bhalo thakben

  • @ashokghosh1203
    @ashokghosh1203 13 วันที่ผ่านมา +1

    LIFT চাই !!
    এটা অসাধারণ অভিজ্ঞতা!!
    এটা best.
    ❤❤

  • @rekhaghosh8723
    @rekhaghosh8723 13 วันที่ผ่านมา +1

    "pothe eber namo sathi, pothe hobe e poth chena ." Because " jaboi ami jaboi Siliguri jaboi."awesome.

  • @MeghpeonerVlog
    @MeghpeonerVlog 13 วันที่ผ่านมา

    লকডাউনে প্রথম আপনার ভিডিও দেখেছিলাম, এবং প্রথম দেখাতেই অদ্ভুত একটা ভাইব পেয়েছিলাম, আপনার কথা মুগ্ধ করেছিল, একটু হিংসেও হত বইকি! এত ঘুরছেন, আর আমি পারছিনা, কিন্তু ওই ওইটুকু পবিত্র হিংসা নিয়েও দেখতাম আপনার ভিডিও আর ভাবতাম একদিন আমিও হয়তো ঘুরতে পারবো আপনাদের মতো! কিন্তু ভ্লগ করবো কোনো দিন ভাবিনি, একসিডেন্টালি সেটাও শুরু হলো, এত কিছু বলার কারণ একটাই, আপনি আমার অনুপ্রেরণা, আশীর্বাদ করবেন, আপনাদের মতো এনার্জি যেন আমিও ধরে রাখতে পারি আপনাদের মতন বয়সে গিয়ে।

  • @ivabhattacharya3419
    @ivabhattacharya3419 13 วันที่ผ่านมา +1

    দারুন দারুন, খুব ভালো লাগছে, আপনাদের দেখে খুব মজা লাগছে, মনে হচ্ছে আমি ও যেন আমাদের সঙ্গে যাচ্ছি, খুব ভালো লাগছে 👌👌👍👍