I wish I can write these two lines " বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক -- মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে, কবির মতো দুঃস্থ উদার হোক -- তোমার ব্যারাকে ব্যবহৃত সৈনিক হৃদয়" on the wall of all cantonments of this planet.
Even Bangladeshi Band can cover the other International legendary bands song, Music & accent Properly. But Dream Theatre Obviously Can be cover 'Sohid Soroni' All music part. But Accent which may be Much difficult to any International band.
গানের ব্যাখ্যা গান: শহীদ সরণি ব্যান্ড : আর্টসেল লিরিকঃ রুম্মান আহমেদ "ভোর হোক তোমার জানালায় ভোর হোক ধ্বংসস্তূপে চাপা পড়া শহরে শহীদ সরণীর পীচঢালা পথে রৌদ্র আসুক আশাবাদী অক্ষর হয়ে" (লিরিক্স) এখানে যুদ্ধবিধ্বস্ত একটি শহরের কথা উল্লেখ করা হয়েছে,যা যুদ্ধের ধ্বংসলীলায় চাপা পড়েছে। সেই শহরে নতুন দিন আসবে শান্তির পরশ নিয়ে সেই আসাবাদ ব্যক্ত করা হয়েছে শেষের লাইনটি দ্বারা। উপমা হিসেবে রৌদ্র ব্যবহার করা হয়েছে। "বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে। তোমার স্থল-মাইন আবাদি মাটির প্রাণরসে ভিজে কান্নাসিক্ত পৃথিবী হোক তোমার জানালায় মৃত শিশু পড়ে থাকে যুদ্ধাহত সময়ের বাসি রোদ।" (লিরিক্স) মানবজাতির টিকে থাকার জন্য নিজেদের মধ্যে সংঘাত বন্ধ করা প্রয়োজন। মানবজাতির গোড়াপত্তনের সময় থেকে টিকে থাকার মূলে রয়েছে একে অপরের সাথে শান্তিময় বসবাস। যে জমিতে চাষ করে মানবজাতির সভ্যতার সূচনা হয়েছিল, আজ সেই জমিতে মানুষ মাইন পুতে রাখে অন্য মানুষকে হত্যা করতে। যুদ্ধের ধ্বংসলীলায় প্রাণ হারায় হাজারো শিশু,যাদের জানা নেই মৃত্যু কি জিনিস! মানুষে মানুষে এই হিংস্রতায় প্রাণ হারায় অসংখ্য মানুষ, কান্নাসিক্ত হয়ে পড়ে পৃথিবী। যুদ্ধের ধ্বংসলীলাকে যুদ্ধের বাসি রোদ বলে অভিহিত করা হয়েছে। "কবির মতন দুঃস্থ উদার হোক তোমার ব্যারাকে ব্যবহৃত প্রতিটি সৈনিক হৃদয়।" (লিরিক্স) একজন কবির মন সাধারণত উদার প্রকৃতির হয়ে থাকে। তারা প্রকৃতি এবং মানুষকে ভালবাসে। হিংস্র যুদ্ধের সৈনিকদের মন কে কবির মনের মত হওয়ার আহ্বান জানানো হয়েছে। যেন কবির মত সবাই কে ভালবাসতে পারে এবং হিংস্রতা পরিহার করতে পারে। "তোমার বিনিদ্র প্রহরার রাত শব্দ পাক মানুষের গরাদ ভাঙার। ভোর হোক তোমার অন্ধ চোখে যুদ্ধের অহর্নিশ ধ্বংসস্তূপ, ইতিহাস..." (লিরিক্স) এখানে "তোমার" বলতে যুদ্ধরত সৈনিককে বলা হয়েছে যারা রাত নির্ঘুম কাটায় যুদ্ধের উদ্দেশ্য। তাদেরকে মানুষের প্রতি এই অত্যাচার, অবিচার বোঝার আহ্বান জানানো হয়েছে। তাদের এই হিংস্র যুদ্ধ করার ভুল ধারণা ত্যাগ করে শান্তির পথে অগ্রসর হতে বলা হয়েছে কারণ যুদ্ধের ইতিহাসে পড়ে রয় মানবজাতির কলঙ্কিত এক অধ্যায় যেখানে শুধু ধ্বংস আর মানুষের প্রতি মানুষের হিংস্রতা "তোমার বিনিদ্র প্রহরার রাত শব্দ পাক মানুষের গরাদ ভাঙার। ভোর হোক তোমার অন্ধ চোখে যুদ্ধের অহর্নিশ ধ্বংসস্তূপ, ইতিহাস..." (পূর্বের ব্যাখা) "বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে। কবির মতন দুঃস্থ উদার হোক তোমার ব্যারাকে ব্যবহৃত প্রতিটি সৈনিক হৃদয়।" (পূর্বের ব্যাখা) #বিঃদ্রঃ আর্টসেলের গানের লিরিক্স অনেকটাই কঠিন হয়ে থাকে, তাই ব্যাখায় অনেক ভুল ভ্রান্তি থাকতো পারে। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
Ami agey khub raag kortam, Artcell ei gaan ta live e kortoi na, and this used to be my favourite. But now I realise, how tough this song is to play live Infront of mass audience. So many variations and changes, superb. Not many people understands the depth of this creation and so it remains underrated. Definitely one of the best compositions of Artcell.
"তোমার জানালায় মৃত শিশু পড়ে থাকে যুদ্ধাহত সময়ের বাসি রোদ কবির মতন দুঃস্থ উদার হোক তোমার ব্যারাকে ব্যবহৃত প্রতিটি সৈনিক হৃদয়" How on earth these lines became so fucking relevant in 2024!
Artcell, your music has always been a source of inspiration for me. You have touched the hearts of millions with your unique sound and meaningful lyrics. Keep making magic, and thank you for being a part of my life.
Let morning dawn in your window too, Let the city be crushed by the doomsday tower. On the road of the Martyrs' Cemetery, Let hope arise with the letters of rain. Let your rifle be humble in the enthusiasm to survive, On the feet of endless human history. Let your place be soaked in the lifeblood of the Mine Settlement soil, Let the world be overwhelmed with tears. In your window, a dead child is lying, A resident of the war-torn time. Be sad and generous like a poet, Every soldier in your barracks heart. In your sleepless hours of night, Let the sound break through the wall of human noise. Let morning dawn in your blind eyes, The indomitable doomsday tower of history.
এখানে আর্টসেল যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর কথা বলেছে, এই গানটা শুনলে যুদ্ধ বিধ্বস্ত নিপীড়িত সহিংসতার শিকার দেশগুলোর কথা মনে হয়, ছোটবেলায় গানটা শুধুই মুখস্ত করেছিলাম কিন্তু এখন এর প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে পারি
ভোর হোক তোমার জানালায় ভোর হোক ধ্বংসস্তূপে চাপা পড়া শহরে শহীদ সরণীর পিচ ঢালা পথে রৌদ্র আসুক আশাবাদী অক্ষর হয়ে বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে তোমার স্থল-মাইন আবাদি মাটির প্রাণরসে ভিজে কান্নাসিক্ত পৃথিবী হোক তোমার জানালায় মৃত শিশু পড়ে থাকে যুদ্ধাহত সময়ের বাসি রোদ কবির মতো দুঃস্থ উদার হোক তোমার ব্যারাকে ব্যবহৃত প্রতিটি সৈনিক হৃদয় তোমার বিনিদ্র প্রহরার রাত শব্দ পাক মানুষের গরাদ ভাঙার ভোর হোক তোমার অন্ধ চোখে যুদ্ধের অহর্নিশ ধ্বংসস্তূপ, ইতিহাস তোমার বিনিদ্র প্রহরার রাত শব্দ পাক মানুষের গরাদ ভাঙার ভোর হোক তোমার অন্ধ চোখে যুদ্ধের অহর্নিশ ধ্বংসস্তূপ, ইতিহাস বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে কবির মতো দুঃস্থ উদার হোক তোমার ব্যারাকে ব্যবহৃত সৈনিক হৃদয় Translate to English
"কবির মতো দুঃস্থ উদার হোক,
তোমার ব্যারাকে ব্যবহৃত প্রতিটি সৈনিক হৃদয়" আর্টসেল 👏
আমার এটা অনিকেত প্রান্তরের থেকে অনেক বেশি ভাল্লাগে। বিশেষ করে শেষের দুই মিনিট লম্বা গিটার সলো টা! এত্তত্তো soulful...
This song has more complex drum patterns
আমার যদি ক্ষমতা থাকতো তাহলে মানুষদের জোড় করে হলেও এইসব গান শুনাইতাম ✊
Take love #Artcell 🖤
বন্ধু 🥰
কবির মতো দুঃস্থ উদার হোক
তোমার ব্যারাকে ব্যবহৃত প্রতিটি সৈনিক হৃদয়
Ki intro plucking!!
Metallica standard
grand salute to Ershad Zaman.the finest composer i have ever seen
Ershad is a legend 🤘🤟
I wish I can write these two lines " বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক -- মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে, কবির মতো দুঃস্থ উদার হোক -- তোমার ব্যারাকে ব্যবহৃত সৈনিক হৃদয়" on the wall of all cantonments of this planet.
Even Dream Theater will be proud to perform this track.
What a concept. Hardly appreciated it bro.
Even Bangladeshi Band can cover the other International legendary bands song, Music & accent Properly. But Dream Theatre Obviously Can be cover 'Sohid Soroni' All music part. But Accent which may be Much difficult to any International band.
Dream Theater don't play easy
Dream theatre paikhana band
Ershad vai 💥💖
Oniket prantor full album টা একটা লিজেন্ডারি album.🤟🤟🤎🖤💜❤️💖💚💓💗💽🎸🎹🎹📀
2021.. still kaan ta gorom hoye jai... haate chole ashe guitar aar drumming er shadow...
ki ekta oshadharon composition
অনেক খোঁজার পর গানটা পেলাম.. পাথর বাগান আপলোড দেন
Vai pathor bagan upload deya hoise
Imagine Radio app use korte paren dada
That art of song makes Lincoln immortal .
গানের ব্যাখ্যা
গান: শহীদ সরণি
ব্যান্ড : আর্টসেল
লিরিকঃ রুম্মান আহমেদ
"ভোর হোক তোমার জানালায়
ভোর হোক ধ্বংসস্তূপে
চাপা পড়া শহরে
শহীদ সরণীর পীচঢালা পথে
রৌদ্র আসুক আশাবাদী অক্ষর হয়ে"
(লিরিক্স)
এখানে যুদ্ধবিধ্বস্ত একটি শহরের কথা উল্লেখ করা হয়েছে,যা যুদ্ধের ধ্বংসলীলায় চাপা পড়েছে। সেই শহরে নতুন দিন আসবে শান্তির পরশ নিয়ে সেই আসাবাদ ব্যক্ত করা হয়েছে শেষের লাইনটি দ্বারা। উপমা হিসেবে রৌদ্র ব্যবহার করা হয়েছে।
"বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক
মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে।
তোমার স্থল-মাইন
আবাদি মাটির প্রাণরসে ভিজে
কান্নাসিক্ত পৃথিবী হোক
তোমার জানালায় মৃত শিশু পড়ে থাকে
যুদ্ধাহত সময়ের বাসি রোদ।"
(লিরিক্স)
মানবজাতির টিকে থাকার জন্য নিজেদের মধ্যে সংঘাত বন্ধ করা প্রয়োজন। মানবজাতির গোড়াপত্তনের সময় থেকে টিকে থাকার মূলে রয়েছে একে অপরের সাথে শান্তিময় বসবাস। যে জমিতে চাষ করে মানবজাতির সভ্যতার সূচনা হয়েছিল, আজ সেই জমিতে মানুষ মাইন পুতে রাখে অন্য মানুষকে হত্যা করতে। যুদ্ধের ধ্বংসলীলায় প্রাণ হারায় হাজারো শিশু,যাদের জানা নেই মৃত্যু কি জিনিস! মানুষে মানুষে এই হিংস্রতায় প্রাণ হারায় অসংখ্য মানুষ, কান্নাসিক্ত হয়ে পড়ে পৃথিবী। যুদ্ধের ধ্বংসলীলাকে যুদ্ধের বাসি রোদ বলে অভিহিত করা হয়েছে।
"কবির মতন দুঃস্থ উদার হোক
তোমার ব্যারাকে ব্যবহৃত প্রতিটি সৈনিক হৃদয়।"
(লিরিক্স)
একজন কবির মন সাধারণত উদার প্রকৃতির হয়ে থাকে। তারা প্রকৃতি এবং মানুষকে ভালবাসে। হিংস্র যুদ্ধের সৈনিকদের মন কে কবির মনের মত হওয়ার আহ্বান জানানো হয়েছে। যেন কবির মত সবাই কে ভালবাসতে পারে এবং হিংস্রতা পরিহার করতে পারে।
"তোমার বিনিদ্র প্রহরার রাত
শব্দ পাক মানুষের গরাদ ভাঙার।
ভোর হোক তোমার অন্ধ চোখে
যুদ্ধের অহর্নিশ ধ্বংসস্তূপ, ইতিহাস..."
(লিরিক্স)
এখানে "তোমার" বলতে যুদ্ধরত সৈনিককে বলা হয়েছে যারা রাত নির্ঘুম কাটায় যুদ্ধের উদ্দেশ্য। তাদেরকে মানুষের প্রতি এই অত্যাচার, অবিচার বোঝার আহ্বান জানানো হয়েছে। তাদের এই হিংস্র যুদ্ধ করার ভুল ধারণা ত্যাগ করে শান্তির পথে অগ্রসর হতে বলা হয়েছে কারণ যুদ্ধের ইতিহাসে পড়ে রয় মানবজাতির কলঙ্কিত এক অধ্যায় যেখানে শুধু ধ্বংস আর মানুষের প্রতি মানুষের হিংস্রতা
"তোমার বিনিদ্র প্রহরার রাত
শব্দ পাক মানুষের গরাদ ভাঙার।
ভোর হোক তোমার অন্ধ চোখে
যুদ্ধের অহর্নিশ ধ্বংসস্তূপ, ইতিহাস..."
(পূর্বের ব্যাখা)
"বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক
মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে।
কবির মতন দুঃস্থ উদার হোক
তোমার ব্যারাকে ব্যবহৃত প্রতিটি সৈনিক হৃদয়।"
(পূর্বের ব্যাখা)
#বিঃদ্রঃ আর্টসেলের গানের লিরিক্স অনেকটাই কঠিন হয়ে থাকে, তাই ব্যাখায় অনেক ভুল ভ্রান্তি থাকতো পারে। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
Pathor bagan er ekta bekkha diyen bro
In my opinion this is the best song of artcell
Pinnacle of Bangla progressive rock, it was!
রক্ত গরম করা একটা গান!!
Masterpiece
I used to sing this track on stage when i was in a band. To me, this is the best song of 'Artcell'🙏
গান টা আপলোড দেওয়ার জন্যে ধন্যবাদ 🥰
ধন্যবাদ @G Series এইসকল গান আপলোড দেওয়ার জন্য।
Take love❤️
"তোমার রাইফেল বিনীত হোক
মানুষের অন্ততকালের ইতিহাসের পায়ে।"
পেপার থেকে কাটপিস করে গানটা বানানো, এক কথায় ❤❤❤❤
Ami agey khub raag kortam, Artcell ei gaan ta live e kortoi na, and this used to be my favourite. But now I realise, how tough this song is to play live Infront of mass audience. So many variations and changes, superb. Not many people understands the depth of this creation and so it remains underrated. Definitely one of the best compositions of Artcell.
Yes!!! Yes!!! Yes!!!
Finally I got it
Thank you G Series 💗
"তোমার জানালায় মৃত শিশু পড়ে থাকে
যুদ্ধাহত সময়ের বাসি রোদ
কবির মতন দুঃস্থ উদার হোক
তোমার ব্যারাকে ব্যবহৃত প্রতিটি সৈনিক হৃদয়" How on earth these lines became so fucking relevant in 2024!
রৌদ্র আসুক আশাবাদী অক্ষর হয়ে
💥💥💥
ফিরে আসলাম শহীদ স্মরণী শুনতে 💝
Finally the official upload of Sohid Shoroni 🔥 The ending part of this song is deadly 🔥
One of the toughest song to perform undoubtedly ❤️
আহা
❤️
বেঁচে থাকার উৎসাহে
তোমার রাইফেল বিনীত হোক....
ARTCELL🤘 ❤️
অবশেষে , এই গান টা অফিশিয়ালি পাইলাম
One of the best creation of Artcell❤️❤️
Extreme 💁♂️
ভোর হোক তোমার জানালায়।
ভোর হোক ধংশস্তুপে।
Heartcell🥰
Artcell, your music has always been a source of inspiration for me. You have touched the hearts of millions with your unique sound and meaningful lyrics. Keep making magic, and thank you for being a part of my life.
That high note💥💥💥💥💥💣💣💣
Let morning dawn in your window too,
Let the city be crushed by the doomsday tower.
On the road of the Martyrs' Cemetery,
Let hope arise with the letters of rain.
Let your rifle be humble in the enthusiasm to survive,
On the feet of endless human history.
Let your place be soaked in the lifeblood of the Mine Settlement soil,
Let the world be overwhelmed with tears.
In your window, a dead child is lying,
A resident of the war-torn time.
Be sad and generous like a poet,
Every soldier in your barracks heart.
In your sleepless hours of night,
Let the sound break through the wall of human noise.
Let morning dawn in your blind eyes,
The indomitable doomsday tower of history.
wow
ইন্ট্রো শুনলে মনে হয় যুদ্ধের আহ্বান!
Yess! Atlast u have uploaded this track.. One of my favourite track from Oniket Prantor album❤️ thanks G Series💖
Please upload "তোমাকে" as well
২০২৪ এ এসে এই মাস্টারপিস গান কে কে শুনতেছেন লাইক দিয়ে জানিয়ে দিন
Masterpiece 🤟
The only preparation for tomorrow(04.08.2024).✊✊
emon kono artcellism ase je ershad vai r guitar shonar por body excitement control e rakhte pare?
যাক, প্রায় মনে হয় ১ বছর এর কাছাকাছি সময়ের পর গানটা আবার ইউটিউবে পাইলাম
best creation of Artcell❤❤
🤟🤟♥️♥️অনেক ধন্যবাদ 🤟🤟♥️♥️
Heartcell 🖤🖤🖤
ধন্যবাদ ভাই ❤️
রৌদ্র আসুক আশাবাদী🤘🤘
Gold ✨
Utshober utshahe er porei Shahid smoroni best
They say they listen to Artcell cause "জীবন মানে ১৬ঃ২০ সেকেন্ড" Me: 5:38 - 6:54
Duuude ❤️
obosheshe!!! thank you infinity
❤️🔥
Lyricsssssssss!!!!!!! 💯
এখানে আর্টসেল যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর কথা বলেছে, এই গানটা শুনলে যুদ্ধ বিধ্বস্ত নিপীড়িত সহিংসতার শিকার দেশগুলোর কথা মনে হয়, ছোটবেলায় গানটা শুধুই মুখস্ত করেছিলাম কিন্তু এখন এর প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে পারি
Artcellism🖤🖤🖤
severely underrated track by a Bangladeshi progressive band, tragic
লোমগুলো দাড়িয়ে যায়
at last!
Joss
Artcell like a heartcell
কত খুজসি এই গানটা!
Thank u artcell
😍😍😍
"Shohid Shoroni" should also be tagged to help it appear on the search. Onek koshte khuje paisi. Plz do proper SEO
এমন একটা গান কি আর্টসেল ছাড়া কেও তৈরি করতে পারে বা পারবে? আর্টসেল ইজ আর্টসেল
yes
তোমার রাইফেল বিনীত হোক 🙂
No Ershad No more Artcell
here the guitar sounds wonderful reminding me of john petrucci
শহীদ স্মরণী❤️💀
Believe in Artcell Supremacy🔥
Artcell er most underrated gaan eta!
Artcell ar Itihash song tah jodi G Series world music a official vabe upload hoy valo hotoh❤❤❤
My gym workout song
আমি কেবল মনোবল শুনি
🖤🖤🥀
5:11
5:11
5:11
5:18
5:18
5:18
#Heartcell
ঘুনে খাওয়া রোদ গানটা আপলোড চাই
ভোর হোক তোমার জানালায়
ভোর হোক ধ্বংসস্তূপে
চাপা পড়া শহরে
শহীদ সরণীর পিচ ঢালা পথে
রৌদ্র আসুক আশাবাদী অক্ষর হয়ে
বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক
মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে
তোমার স্থল-মাইন
আবাদি মাটির প্রাণরসে ভিজে
কান্নাসিক্ত পৃথিবী হোক
তোমার জানালায় মৃত শিশু পড়ে থাকে
যুদ্ধাহত সময়ের বাসি রোদ
কবির মতো দুঃস্থ উদার হোক
তোমার ব্যারাকে ব্যবহৃত প্রতিটি সৈনিক হৃদয়
তোমার বিনিদ্র প্রহরার রাত
শব্দ পাক মানুষের গরাদ ভাঙার
ভোর হোক তোমার অন্ধ চোখে
যুদ্ধের অহর্নিশ ধ্বংসস্তূপ, ইতিহাস
তোমার বিনিদ্র প্রহরার রাত
শব্দ পাক মানুষের গরাদ ভাঙার
ভোর হোক তোমার অন্ধ চোখে
যুদ্ধের অহর্নিশ ধ্বংসস্তূপ, ইতিহাস
বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক
মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে
কবির মতো দুঃস্থ উদার হোক
তোমার ব্যারাকে ব্যবহৃত সৈনিক হৃদয়
Translate to English
Pathor bagan upload diyen
Shit gets real at 5:38
Why aren't any of these songs on Spotify?
বুলেট
Rupok(ekti gaan) single release koren.
উৎসবের উৎসাহে আপলোড দিন😊🙂
সংশয়, তোমাকে আপলোড দেন!!
Somebody please make a digital quality karaoke version of this song and I'll make the English version on it.....
Where are other 2 songs?
This song makes my blood boil
My girlfriend said "it's either me or Artcell"?🥀
sometimes i miss her.💔💔
A gaan shunle mone hoi onno arekta realm a darai asi
ছেড়া আকাশ প্লিজ?
এই গানে এত কম ভিউ?
কি ভাই?
ভূল হইছে নাকি কোনো??
সব মস্তিষ্কের জন্য এসব গান না এজন্যই ভিউ কম
Kan diye rokto portese. Unmelodic.
This is the best song of Artcell
what!
@@shazid9779 They should learn from Dream Theatre.