হজম শক্তি বাড়ানোর উপায়। গ্যাস্ট্রিক ও কোষ্ঠ কাঠিন্য থেকে আজীবন মুক্তি পান।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024

ความคิดเห็น • 664

  • @DiscoverHealth
    @DiscoverHealth  4 ปีที่แล้ว +259

    nux vomica 30c
    গ্যাসের সমস্যা দেখা দিলে, 5 ফোটা ওষুধ এক চামচ পানিতে গুলে খেতে হবে। ওষুধ টা কিছুক্ষন জিব্বার নিচে রাখলে বেশী ভাল রেজাল্ট পাওয়া যাবে। এটি হজম জনিত যে কোন সমস্যার জন্য কার্জকরি, যদি কারো বমি বমি লাগে বা বমি হয় তবে এটি বমি বন্ধ করতে জাস্ট কয়েক মিনিটস এর মধ্যে কাজ করবে। কারো রাত ২ টায় পেট ব্যাথা হলে প্রথমেই এই ওষুধ টি খাইয়ে দিন। সো এক কথায় হজম জনিত সব সমস্যায় এটি বেশ কার্যকরি। বাচ্চাদের জন্য ১ ফোটা ওষুধ ১ চামচ পানির সাথে গুলে খাওয়াতে হবে। কোষ্ঠকাঠিন্যর জন্য ও এটি কাজ করে তবে যাদের এন্টি বায়োটিক্স খাওয়ার ফলে সমস্যা হয়েছে তাদের জন্য প্রোবায়োটিক বা বাওল নোসডস লাগবে।
    ওষুধ টির কোন রকম কোন সাইড ইফেক্ট নেই তবে একদিনে ৪ বারের বেশী খাওয়া ঠিক হবে না।

    • @delwarhossain-xo2te
      @delwarhossain-xo2te 4 ปีที่แล้ว +1

      এটা কি হোমিওপ্যাথিক ওষধ

    • @delwarhossain-xo2te
      @delwarhossain-xo2te 4 ปีที่แล้ว +10

      nux vomica ki এ্যালেপ্যাথিকের সাথে খাওয়া যাবে??

    • @DiscoverHealth
      @DiscoverHealth  4 ปีที่แล้ว +12

      ji khaoa jabe

    • @mahbub7001
      @mahbub7001 4 ปีที่แล้ว

      ভাই আপনার হলদ পাকি আর গোলমরিচ খাওয়ার নিয়ম ওটা কি ডায়াবেটিস রোগীরা কি খেতে পারবে বা যাদের গ্যায়াসট্রিকের সমস্যা রয়েছে,,,
      প্লিজ জানাবেন!!!

    • @lalmia9899
      @lalmia9899 4 ปีที่แล้ว +5

      বস প্রোবায়োটিক একটানা কতদিন খেতেহয়

  • @hd-com.6198
    @hd-com.6198 3 ปีที่แล้ว +5

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আপনার মতো এমন ডাক্তারদের শ্রদ্ধা জানাই অনেক মেধাশক্তি আপনার আপনার প্রতিটি কথাই সত্য ভালোবাসা রইলো শ্রদ্ধেয় ডাক্তার ভাই।

  • @siddikrana8263
    @siddikrana8263 4 ปีที่แล้ว +53

    অামি এন্টিবায়োটিক খাওয়ার ফলে এই ধরনের সমস্যা ফেইস করতেছি।
    যেমন: গ্যাসের সমস্যা, হজমশক্তি কম, দূরচিন্তা, খাবারে ওরুচি, শরির দূবল লাগা, ইত্যাদি। এখন অামার কি করা উচিৎ বলে অাপনি মনে করেন???

  • @shorifahmed6807
    @shorifahmed6807 3 ปีที่แล้ว +5

    আল্লাহর শুকরিয়া এই আলোচনা আমার প্রয়োজন ছিল।

  • @rabiahmed8461
    @rabiahmed8461 4 ปีที่แล้ว +3

    আপনার প্রত্যেকটি ভিডিও আমি দেখি আমার খুব ভালোলাগে মহান আল্লাহ আপনাকে সুস্থ রাখে এবং এরকম মানুষের বিভিন্ন শারীরিক সমস্যার আয়ুর্বেদিক চিকিৎসার সমাধান দেবেন আমরা সবাই আশা করি হজম শক্তি ও বাথরুমের সমস্যা শরীর শুকিয়ে যাওয়া এটাই ভুগতেছি দীর্ঘদিন প্লিজ হেল্প মি

  • @kts3230
    @kts3230 4 ปีที่แล้ว +6

    Mohan Allahpak bless you. You are involve in great Sadka-E-Zaria.

  • @rubayetmrs9829
    @rubayetmrs9829 4 ปีที่แล้ว +11

    খুব সুন্দর , তথ্যবহল , শিক্ষা মুলক একটি পোষ্ট, ধন্যবাদ

  • @mdimtiaz4093
    @mdimtiaz4093 4 ปีที่แล้ว +9

    ভাই লম্বা হবার বেপারে একটা ভিডিও দিয়াছিলেন আপনি, আচ্ছা হিউমেন গ্রুথ হরমোন বারানোর খাবার কি কি বলেন,দরকার হলে আরো একটা লম্বা হবার ভিডিও দেন. প্লিজ... ♥♥

  • @AminulIslam-qo2dp
    @AminulIslam-qo2dp 4 ปีที่แล้ว +7

    স্যার গ্যাসের সমাস্যায় খুব কষ্ট পাচ্ছি। আপনি আরও ভিডিও করুন।

  • @jubedahmed4225
    @jubedahmed4225 4 ปีที่แล้ว +15

    ভাই আপনি অনেক উপকারী তথ্য দিয়ে মানুষের হেল্প করছেন।ধন্যবাদ।💕

  • @agnitapaul1229
    @agnitapaul1229 4 ปีที่แล้ว +5

    Vaiya ami apnr channel er regular viewer☺️☺️.. apnr sob vdo e dekhechi khubi helpful.. unfortunately ,😔😔😭😭 amr je prb tar kono vdo e pelam na.. ami ektu kaj korlei(porle ba cooking a )pither thik majh borabor onk betha hoy... Mone hoy merudonder thik middle part e ... Vaiya plz eta niye ekta vdo den.. ami computer engineering porchi so meximum time laptop er samne.. age 1/2 hour porle ba kaj korle pain start hoto... But ekhn 20 min o kaj korte pari na... I need salutation bro😣😣😣... Please...,,
    Thanks in advance.🥰

  • @HB-gq8gu
    @HB-gq8gu 4 ปีที่แล้ว +3

    Maashaa Allaah
    May Allaah except you and give you hayatan thayibah
    Aameen

  • @alwayseverythingforallah8588
    @alwayseverythingforallah8588 4 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন.?আজ দেশবাসী আপনার মতো একজন ভালো ডাঃ পেয়ে আমরা সত্যিই গর্বিত।আল্লাহ সুবহানাহুতায়ালা আপনার নেক আয়াত দান করুক।স্যার আমি নিরুপায় হয়ে আমার শরীরের সমস্যা নিয়ে কয়েকটি কথা আপনাকে বলতে চাই।আমার নাম মোঃ মেহেদী হাসান। বয়স ২৬ বছর। ১.আমার শরীরের HBS পজিটিভ। ২.আমার শরীরে থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়।আমি পানীয় যা খাই খাওয়ার সাথে সাথে ঘাম হয়ে বের হয়ে যায়।৩.সকালে ঘুম থেকে উঠে মুখ ভর্তি লালা থুতু জমে থাকে। স্যার আমি আজও কোনো ডাঃ এর চিকিৎসা নেই নি। আমি ঔষুধ সেবনে আগ্রহী না। স্যার আমি আমার এই শরীরের সমস্যা জন্য আপনার পরামর্শ পেতে চাই এবং খুবই উপকৃত হবো।🙏🙏🙏

  • @mdmominmia8240
    @mdmominmia8240 4 ปีที่แล้ว +11

    ভাই আপনার বক্তব্য ভালো লাগে ।good সাজেশন

  • @aminulislamislam342
    @aminulislamislam342 3 ปีที่แล้ว +3

    অনেক মুল‍্যবান আলোচনা করেছেন ধন্যবাদ।

  • @jariabegum5655
    @jariabegum5655 4 ปีที่แล้ว +5

    Your vedio is absolutely amazing. May Allah keep you safe and sound now and forever.
    May Allah bless you with strong iman and Aamole salih. Ameen 🙏💐💝

    • @jariabegum5655
      @jariabegum5655 4 ปีที่แล้ว

      Can I have your contact number please
      If you don't mind.

  • @mithusiddique6675
    @mithusiddique6675 4 ปีที่แล้ว +1

    আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করতেছি, আমার অনেক আগে থেকেই হজমের সমস্যা যেমন, আমার খাবার রুচি খুব ভালো কিন্তু আমার পায়খানার কোন চাপ হয়না যদি আমি নিজে থেকে পায়খানা করতে না যায় । মাঝে মাঝে সকালে পানি পান করলে পায়খানা হতো কিন্তু ইদানীং খাবার আমি ঠিকই খাচ্ছি কিন্তু পায়খানা কোন ভাবেই হচ্ছে না । এই সমস্যা টা আগে থেকেই কিন্তু ইদানীং খুব বেশি ।

  • @RobiulIslam-ul1wu
    @RobiulIslam-ul1wu 4 ปีที่แล้ว +3

    আসসালামু আলাইকুম ভাই আপনি অনেক ভালো কাজ করছেন, আল্লাহ যেন আপনাকে সাহায্য করেন,,, আমিন,,,,,,ভাই কিভাবে মুখে মাংস বাড়বে বা চাপা ভাংগা দুর হবে?? জানালে উপকৃত হতাম,,,,

  • @asifislam1109
    @asifislam1109 4 ปีที่แล้ว +12

    ভাই গ্যাস্ট্রিক আলসার নিয়ে ভিডিও বানাবেন, Please

  • @Jubaer1357
    @Jubaer1357 4 ปีที่แล้ว +2

    খুবই ভালো পরামর্শ দিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে।

  • @Unknown-zt1ds
    @Unknown-zt1ds 4 ปีที่แล้ว +11

    "We worship Only You (Allah) and seek help from You."
    Qur'an 1: 5
    “আমরা একমাত্র আপনার (আল্লাহর) ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই।”
    কোরআন১:৫

  • @swarupdas2209
    @swarupdas2209 4 ปีที่แล้ว +19

    দাদা আপনি যদি কোন দিন কোলকাতায় আসেন একটু জানবেন ,আমার আপনাকে সামনে থেকে দেখার খুবই ইচ্ছে |

    • @rajamollick6791
      @rajamollick6791 4 ปีที่แล้ว +2

      Besh vlo Kaj kre kintu

    • @abdulkader7794
      @abdulkader7794 4 ปีที่แล้ว +1

      ধন্যোবাদ বাংলা বাষি ভারতিয় দাদা Stay home stay safe tnx

  • @mdmahafuz5060
    @mdmahafuz5060 4 ปีที่แล้ว +5

    I honestly say to you that your good and effective informers.you must made next videos.a great thanks for you.

  • @fahim_ahmed_10
    @fahim_ahmed_10 4 ปีที่แล้ว +4

    যৌন চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসা নাকি এলোপেথিক কোনটির কার্যকারিতা বেশি....plzz janaben

  • @forhadahmad5879
    @forhadahmad5879 4 ปีที่แล้ว +14

    স্যার আমার গ্যাস্ট্রিক, হজম শক্তি কম এবং আমি অনেক কস্ট পাচ্ছি। এজন্য কোন ঔষধ খেলে ভাল হবে বলেন প্লিজ? ধন্যাবাদ স্যার

  • @farhanakeya6723
    @farhanakeya6723 4 ปีที่แล้ว +2

    আমি নাক্স ভম ৩০ খাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি, আরেকটা ঔষধ এর সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি

  • @gubindasaha7408
    @gubindasaha7408 4 ปีที่แล้ว +21

    Bowel movement এর উপর একটা ভিডিও চাচ্ছি।।
    IBS থেকে মুক্তির উপায় জানতে চাচ্ছি
    হোমিওপ্যাথিক এ

  • @tsshagar707
    @tsshagar707 4 ปีที่แล้ว +1

    Jazak allah kair hridoy Islam vai

  • @dr.jahanaranasrin4763
    @dr.jahanaranasrin4763 4 ปีที่แล้ว +1

    Yes. Ami o apnar sathe ek mot. Ebong arekti vdo Asha korchi. Thanks.

  • @shiblesadik9353
    @shiblesadik9353 4 ปีที่แล้ว +5

    নাক্সভম মেডিসিন টা আসলেই ভালো,আমি অনেক ভালো আছি,আর একটা কথা আমি এ্যালো মেডিসিন খাইনা

  • @shahidahammed5032
    @shahidahammed5032 4 ปีที่แล้ว +3

    exactly জাজাকাল্লাহ খাইরান

  • @asifbodor6633
    @asifbodor6633 4 ปีที่แล้ว +7

    অ্যাজমা ও অ্যালার্জি নিয়ে একটি ভিডিও বানানোর জন্য অনুরোধ করছি

  • @MamunHossain-pv7cz
    @MamunHossain-pv7cz 4 ปีที่แล้ว +4

    ভাই আমাকে ডাক্তার ১০ দিনের এন্টিবায়োটিক দিচ্ছে সাথে কোনো গ্যাস্টিকের টেবলেট দেয়নি, সো আমি ওই এন্টিবায়োটিক টেবলেট খেয়ে এখন গ্যাস্টিকে ভুগছি অনেক, বুকে পেটে ব্যথা, মুখে কিছু খেতে ভালো লাগছে না তেতো লাগছে, মাঝে মাঝে শ্বাস নিঃশ্বাস ও কষ্ট হয়। এখন আমি গ্যাস্টিকের টেবলেট সাথে সিরাপ ও খাচ্ছি কিন্তু যতক্ষণ খাই ততোক্ষণ ভালো থাকি। সো আমি এখন কি করবো প্লিস কাইন্ডলি একটু উপদেশ দেন,

  • @user-gt4nj7gd8b
    @user-gt4nj7gd8b 4 ปีที่แล้ว +23

    জ্বি। আপনি আরো একটা ভিডিও বানান।

  • @pijushpijush7413
    @pijushpijush7413 4 ปีที่แล้ว +5

    ঘুমের গভীরতা খুবই কম।ঘুম clear হয় না এ বিষয় যদি বলতেন খুবই ভালো হতো

  • @amulyabhushanbarua6764
    @amulyabhushanbarua6764 3 ปีที่แล้ว +1

    Yes, pl do a video on Bowl nosods. Thank you very much. It is very informative.

  • @likhonsarkar3231
    @likhonsarkar3231 2 ปีที่แล้ว +1

    আমি প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যায় ভুগছি।গ্যাস বাড়লে বুক ধরফর করে,শরীর কাপে,শরীর জ্বলে,নিঃশ্বাস নিতে খুব খুব সমস্যা হয় মনে হয় এখনি মরে যাবো। প্লিজ পরামর্শ দিন। আপনার আলোচনা খিব ভালো লেগেছে। আপনার মতো ডাক্তার আমাদের গর্ব। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

  • @orkokhan3479
    @orkokhan3479 4 ปีที่แล้ว

    ভাইয়া আপনার কথাগুলো সবসময়ই যৌক্তিক তা দলিল সহ দিন এজন্য আপনাকে খুব ভাল লাগে,তবে আজ আপনাকে একটা রিকুয়েষ্ট করবো, প্রবাসী ভাইদের জন্য একটা ভিডিও বানাতে,বাংলাদেশে থাকতে কোন কাজ করে নি এমন অনেক ছেলে ই আছে,অনেক টাকা পয়সা খরচা করে বিদেশে যায়,দুই তিন দিন কাজ করার পর সারা শরীরে ব্যর্থা আসে,আর কাজ করতে পারে না, শরীরে যে পরিশ্রম করে সেই স্টামিনা থাকে না,যার ফলে অসুখে ভোগে বাধ্য হয়ে দেশে ফিরে আসতে হয়,এরুম হাজার হাজার প্রবাসী আছে এই সমস্যাতে ভোগে,বাহিরে যারা বাংলাদেশে থেকে যায় অত্যাধিক শ্রমের কাজ ই বেশির ভাগ মানুষ করে যা কল্পনা করা যায় না তাই তাদের শরীর কিভাবে ঠিক রাখতে পারে একটু বিশ্লেষণ মুলক ও পরামর্শ মুলক হেলথকেয়ার মুলক যদি একটা ভিডিও দিতেন আমাদের লাখো লাখো ভাই উপকৃত হতো।

  • @AminulIslam-ks4wq
    @AminulIslam-ks4wq 3 ปีที่แล้ว

    ভাই সালাম নিবেন। আপনি অবশ্যই ভিডিও বানাবেন। আমি একজন হোমিও অনুরাগী। হোমওি চিকিৎসা গ্রহণ করি পারিবারিকভাবে। হোমিও ঔষধ আপনি মাঝে মাঝে খেতে বলেন। এলোপ্যাথ হয়েও হোমিও ঔষধের কথা বলেন, কারণ হিসেবে আমি মনে করি এলোপ্যাথ থেকে হোমিও অতি উত্তম চিকিৎসা পদ্ধতি। তবে অকপটে স্বীকার করি হোমিও চিকিৎসা জগতে মেধাবি লোকের যথেষ্ট অভাব রয়েছে। এই হোমিও প্যাথিতে আপনাকে স্বাগতম।

  • @KobiJadu
    @KobiJadu 4 ปีที่แล้ว +2

    ভাই। এক্নি বা ব্রণ বা মুখের যেসব সমস্যা অইটা থেকে মুক্তি পাওয়ার কিছু টিপ্স দিয়েন ❤

  • @fahimhossainpranto5081
    @fahimhossainpranto5081 4 ปีที่แล้ว +5

    Thank you very much. Please make another video about homeopathic treatment.

  • @sfariful3697
    @sfariful3697 4 ปีที่แล้ว +17

    ভাই আমার শরীরে যত সমস্যা বা ইনফেকশন হজমজনিত সমস্যা সবকিছুই বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে তাই দয়া করে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য হোমিওপ্যাথিক বাউল নোসডস এর ভিডিও করবেন প্লিজ। আমি আপনার একজন পুরাতন সাবস্ক্রাইবার এবং আপনার প্রত্যেকটি ভিডিও বন্ধু আত্মীয় স্বজনদের মাঝে সবথেকে বেশি শেয়ার করেছি।

  • @arfinrahad3419
    @arfinrahad3419 4 ปีที่แล้ว

    আমার একবার জ্বর হইছিলো আর একটা আনকমন ওষুধ খাইছিলাম,নামটা মনে নেই।এরপর থেকেই আমার ডাইজেসন জনিত সমস্যা।পরবর্তী ভিডিও চাই। আর এই ভিডিও থেকেও অনেক কিছু শিখলাম,ধন্যবাদ।

  • @mahadihasan281
    @mahadihasan281 4 ปีที่แล้ว +3

    সুন্দর আলোচনা

  • @shamimashilpi
    @shamimashilpi 4 ปีที่แล้ว +5

    Hi, That medicine for hangover. That one works for gas too ?

  • @asimbasak6293
    @asimbasak6293 4 ปีที่แล้ว +3

    ঔষধ টির নাম এবং খাওয়ার পদ্ধতি টা একটু যদি লিখে পাঠান খুব ভালো হয়

  • @rajarani-fl1ce
    @rajarani-fl1ce 4 ปีที่แล้ว +1

    Thank you. IBS problem niee please ekti video koren .Allah apner monggol korun .

  • @mdebrahimmia501
    @mdebrahimmia501 3 ปีที่แล้ว +1

    ধন্যবাদ স্যার মানুষের উপকার করার ভিডিও সবসময় দেয়ার জন্য

  • @ansaruddin8424
    @ansaruddin8424 4 ปีที่แล้ว

    জনাব,
    আচ্ছালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে রোজা এবং স্বাস্থ্য বিষয়ক অনেক উপদেশ দেওয়ার জন্য। অনেক দিন ধরে একটি সমস্য ভুগছি, কোন উন্নতি হচ্ছে না। তাই বাধ্য হয়ে আপনার স্বরণাপূর্ণ হলাম। পাজরের ডান পাশ্বে বুকের শেষ হাড়ের নিচে মনে হয় লিভারের ভিতর ব্যাথা করে। ডান পাশে অভূক্ত অবস্থায় থাকলে বুদ বুদ/বিড় বিড় করে গ্যাস তৈরি হয়। ইফতারির সময় পানি খেলে/ইফতারি খেয়ে উঠলে তলপেটে চিড়িক মেরে প্রচন্ড টয়লেটের বেগ হয় এবং পায়খানায় ছুটতে হয় ধরে রাখা কোনমতে সম্ভব হয় না। টয়লেটে প্রচুর সাদা আম পড়ে। মাস খানেক এই সমস্যায় ভূগছি। প্রশার ১২০/৮০ ডায়াবেটিস ১২ ছিল বর্তমান ৬-৭। বয়সঃ ৬০ বছর ওজন ৫৯। ক্ষুধাপেটে থাকলে গ্যাস হয়। আপনার সদোত্তের অপেক্ষায় থাকলাম। অনেক মোবাঃ করেছি ধরেন নাই তাই লেখে যদি কোন উত্তর পায় এই আশায় থাকলাম। ধন্যবাদ।
    মোঃ আনছার উদ্দিন প্রধান শিক্ষক, গালিমপুর সোনাবান বালিকা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ,ঢাকা।
    ০১৮২২৯২৩০৪৬।

  • @ashrafchowdhury608
    @ashrafchowdhury608 4 ปีที่แล้ว +2

    Thanks, also say some probiotics name or easy source.

  • @hvactechnician762
    @hvactechnician762 4 ปีที่แล้ว +2

    Help full advice

  • @ahnajmulhasan3014
    @ahnajmulhasan3014 3 ปีที่แล้ว +12

    ভাই কুষ্ঠকাঠিন্যর জন্য সমাধান নিয়ে ভিডিও দিবেন.৷৷৷ প্লিস

  • @funfactss5
    @funfactss5 4 ปีที่แล้ว

    Vhaiya amar antibiotic tablet khaoyar por theka ay somossa hocche.apni jodi bowel noodles er opore akti vedio banaten tahole onk opokrito hotam

  • @harunorrashid6380
    @harunorrashid6380 3 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম স্যার, আপনি একজন রিয়েল হিরো। I love you.

  • @IkbalJafor
    @IkbalJafor 4 ปีที่แล้ว +9

    ভাই, কোস্টকাঠিন্য থেকে মুক্তির জন্য হোমিও পাথিক ওষুদের নাম বলবেন

    • @juliesiegel902
      @juliesiegel902 4 ปีที่แล้ว +1

      ওষুধ দের নাম কি বলবেন

  • @sumaaktar6320
    @sumaaktar6320 4 ปีที่แล้ว +5

    ভাইয়া কানের পরদায় ছিদ্র এবং কান দিয়ে পুজ পড়ে ছিদ্র বনধো হওয়ার উপায় কি ও পুজ পড়া কিভাবে বনধো হবে।

  • @shadathossain6173
    @shadathossain6173 4 ปีที่แล้ว +3

    স্যার আমার দিনে তিন থেকে চার বার পায়খানাই যাওয়া লাগে প্রায়,প্রচুর গ্যাস সমস্যাই ভুগতেছি বেশ কয়েক বছর এবং পাইলস এর সমস্যা আছে এখন পায়খান করতে গেলে মাঝে মাঝে ভিতরে বায়ুপথ জ্বলে, অপারেশন করায়ছি দুবার....স্যার একটা পরার্মশ্য দেন...

  • @muklesurrahman7621
    @muklesurrahman7621 4 ปีที่แล้ว +3

    অনেক উপকারী 🥰

  • @TravelWithEmrul
    @TravelWithEmrul 4 ปีที่แล้ว +1

    Vai amar Erosive antral gastritis hoyese. Amake ektu help koren. Ki khabo ki khabo na..help me..Please.

  • @shohansheikh7399
    @shohansheikh7399 4 ปีที่แล้ว

    I like your all video

  • @mdabdulawal2298
    @mdabdulawal2298 4 ปีที่แล้ว +2

    হ্যাঁ, Nux Vom হজম সংক্রান্ত বিষয়ে ভাল কধ করে।

  • @monojkrmazumder7697
    @monojkrmazumder7697 4 ปีที่แล้ว +1

    Sir I have bowel movement problem, please help, n make video, thank you

  • @abdurrobislamicmedia4936
    @abdurrobislamicmedia4936 4 ปีที่แล้ว +3

    ভাইয়া ঔষধ টার নামটা বলুন, আমি গ্যসের পেট ব্যথায় মরে যাচ্ছি, প্লিজ ভাইয়া ঔষধ টার নাম লিখে দেন

  • @karttonpriyapagli595
    @karttonpriyapagli595 4 ปีที่แล้ว +1

    Tomar,video gulo ,teke ,tomar ceharata ,sundor lage,amay pagol kore day amay ,I like u

  • @farzanaurme4556
    @farzanaurme4556 3 ปีที่แล้ว

    Alhamdulillah homeopathy is great Im a patient of homeopathy.

  • @mamun4020
    @mamun4020 4 ปีที่แล้ว

    Onk upokari akta vedio.....you are soo intelligent.....👍👍👍 facial hair remove niye akta vedio banale onk onk onk upokar hoto......plz plz plz

  • @basirbd5239
    @basirbd5239 4 ปีที่แล้ว

    Fine. Please make more and more Video about bad and good bacteria

  • @jubayertanim486
    @jubayertanim486 3 ปีที่แล้ว

    Thanks. Its very informative.

  • @emonemmon8845
    @emonemmon8845 4 ปีที่แล้ว +2

    I am suffering from Erosive esophagus. I have taken so many medicine. Temporary those medicine give me comfort but after sometimes again I feel discomfort. Plz suggest me any permanent solution. I would be greatful to you.

  • @timurmalik4260
    @timurmalik4260 4 ปีที่แล้ว

    Hi ! Guy I love you..Do research work for sake the humanity.. Don't be greedy and serve poorer section of sociaty..

  • @mmartv1
    @mmartv1 4 ปีที่แล้ว +52

    আমি ইসলামিক ভিডিও বানাই ,
    ইসলাম প্রচার করতে আপনাদের সাপোর্ট
    প্রয়োজন।
    তাই সবাই আমার চেনেলে এসে ভিডিওগুলো দেখুন প্লিজ।

  • @user-bw3ns4vo8o
    @user-bw3ns4vo8o 4 ปีที่แล้ว +1

    ভাই গো ভাই আমি আপনার এই ভিডিও টি দেখেই আপনার চ্যানেলটি subscribe করে রেখেছি, আমি অতিরিক্ত এন্টিভাইটিক খেয়ে কোষ্টকাঠিন্যে ভূগতেছি, অমিপ্রাজল, ইসুমিপ্রাজল, খেয়েও তেমন কোনো ফল পাচ্চিনা

  • @masudpatwary1709
    @masudpatwary1709 4 ปีที่แล้ว

    Very good video Dear f

  • @mdkamruzzaman4925
    @mdkamruzzaman4925 3 ปีที่แล้ว

    Dear brother, thanks for your cordial

  • @amzadhabib3000
    @amzadhabib3000 4 ปีที่แล้ว +1

    Thanks vaia.waiting for your next video

  • @barichoudhury5591
    @barichoudhury5591 4 ปีที่แล้ว

    Most valuable video.Thanks

  • @MdMunna-fm7kr
    @MdMunna-fm7kr 4 ปีที่แล้ว +4

    স্যার সবসময় আপনার ভিডিও চাই

  • @sheikhkhurshidanwar2024
    @sheikhkhurshidanwar2024 4 ปีที่แล้ว +1

    I thank you areupholding homeo syimptomological science. Really nux is a strong digestive remady . Nux v is such a medicine ' when nothing to prescribe, then prescribe nux ' it's a homeo quote. Thanks a lot.

  • @karnakumarnaskar8094
    @karnakumarnaskar8094 4 ปีที่แล้ว

    খুব সুন্দর- আমি বর্তমানে এই সমস্যায় আক্রান্ত এলোপ্যাথিক উপেক্ষা করে হোমিওপ্যাথি চিকিৎসা করছি।
    আমি পেটের ফটো করলে Impression__iver is borderline enlarged in size & acid peptic disorders may be considered.
    স্যার এই লিভার ও গ্যাস নিয়ে ৪-৫বছর ভুগছি এবং রোগাহয়ে গেছি ।কোমর প্রায় ২ ইঞ্চি কমে গেছে।এর একটু সমাধান করে দেন স্যার

  • @poulamichaki2204
    @poulamichaki2204 4 ปีที่แล้ว +1

    Nux Vomica 30 C ki Mother tincture use korbo? Janaben please.

  • @lilakhanra5488
    @lilakhanra5488 4 ปีที่แล้ว +2

    Thank you have a nice day

  • @user-lt4ep5ch7v
    @user-lt4ep5ch7v 2 ปีที่แล้ว +1

    মাহশ আল্লাহ অনেক সুন্দর

  • @muntasirmahamud4982
    @muntasirmahamud4982 4 ปีที่แล้ว +2

    ভাইয়া আমার প্লালস বাড়তি থাকে এঞ্জাইটি ভুগি,গ্যাস সমস্যা আছে খুব, প্রায় টইলেট রাস্তা ধরে থাকে। এল্যারজি সমস্যা আছে, প্রায় সময়ই প্রেসার কমে যায় আমার করনীয় কি?

  • @mdkamruzzaman4925
    @mdkamruzzaman4925 3 ปีที่แล้ว +1

    Thanks for your sincerity regarding your lectures topics, u may add Argentum Nit. 6/30 after Nux Vom.

  • @sohel_4stexcrafts773
    @sohel_4stexcrafts773 4 ปีที่แล้ว

    সুন্দর ও আকর্ষণীয় উপস্থাপন!
    নাক্সভোমিকা ৩০ খুবই ভালো কাজ করে।
    হেপাটাইটিস-বি (HbsAg) নিয়ে ভিডিও আশা করছি।

  • @anarulislam4550
    @anarulislam4550 3 ปีที่แล้ว

    Very useful vedio for all

  • @TwoMinutesforEnglish
    @TwoMinutesforEnglish 4 ปีที่แล้ว +5

    Thank you sir for telling the truth.

  • @sohalrana312
    @sohalrana312 4 ปีที่แล้ว

    Bai apnar sob video golo ami dakhi apnar vidio very vary halp full

  • @farukahmed5931
    @farukahmed5931 4 ปีที่แล้ว

    Very thanks for your vidio doctor

  • @user-ym3cn9zn3z
    @user-ym3cn9zn3z 4 ปีที่แล้ว +4

    স্যার হজমের জন্য একটি ওষুধের নাম বরাবর শোনা যায় এ্যাক্টেরিয়া প্রবায়টিকস স্যার আমি কি এই ওষুধটি হজমের জন্য খেতে পারব এবং খেতে পারলে কতদিন যাবত খেতে পারব, একটু যদি জানাতেন খুব উপকার হত আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার সাথে দীর্ঘজীবী করুন। স্যার আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে খুব সুন্দর করে সাবলীল ভাষায় আমাদেরকে ওষুধ এবং রোগ সম্পর্কে আমাদেরকে সতর্ক করে থাকে আপনার ভিডিওর নোটিফিকেশন আসার সাথে সাথে আমি আপনার ভিডিও দেখে ফেলাই কোনদিন এক নম্বর ভিউয়ার্স কোনদিন 5-6 অধিকাংশ সময় আমি 10 নম্বর ভিউয়ার্স এর ভিতরে থাকি আল্লাহ তাআলা আপনাকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর তৌফিক দান করুক আপনি যদি স্যার প্রোবাইটিক সম্পর্কে একটি ভিডিও বানাতেন হয়তো আমাদের জন্য অনেক উপকার হত জাযাকাল্লাহু খাইরান

  • @digontodrawing3064
    @digontodrawing3064 4 ปีที่แล้ว +1

    Nice

  • @vivonew1691
    @vivonew1691 4 ปีที่แล้ว +3

    ভাই আমার হজম সমস্যা আর পেটের ভিতর গ্যাস আছে টক ঢেকুর হয় মাথা ভারি এবং ব্যাথা হয় কি করবো জানাবেন

  • @nishandas3750
    @nishandas3750 4 ปีที่แล้ว +5

    এলার্জির চুলকানির জন্য কি করব প্লিজ বলবেন কিন্তু।

  • @swapanledlcdcare4972
    @swapanledlcdcare4972 4 ปีที่แล้ว +2

    Sir আমার খুব ই গলা বুক জালা করে হজম ভালো হয় না এক দিন বাদে এক দিন গ্যাসের ট্যাবলেট খেতে হয়। পাইখানা ক্লিয়ার হয় না nusk vomika খাবো। নিয়ম টা বলবেন প্লিজ.. 🙏 🙏

  • @mdlaskar3432
    @mdlaskar3432 4 ปีที่แล้ว +4

    আমি খুব অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম এখন এমন রোগে ভুকছি কি করবো এখন

  • @mdrajedulislam5041
    @mdrajedulislam5041 4 ปีที่แล้ว +14

    ভাইয়া আমার মানোষিক রোগ আছে তাই আমার পেট এ অনেক খারাপ লাগে টয়লেট এর চাপ দেয় তখন অনেক চিন্তা হয় তখন Dreprason হয়ে পড়ি অনেক খারাপ লাগে আবার টয়লেট হলে আর কোন চিন্তা থাকে না তখন ভালো লাগে প্লিজ ভাইয়া হেল্প করেন

  • @mumunkutubi5566
    @mumunkutubi5566 3 ปีที่แล้ว

    ভাই আপনার টিপস্ টা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ আমি ঔষধ টা নিয়েছি। কিন্তু কি ভাবে খাব বা সেবন করব একটু ভালো ভাবে আর একটা রিভিউর মাধ্যমে যদি বলেন, শুধু আমি না আপনার দর্শক সবাইর জন্য খুব বেশি উপকার হবে, আর একটি কথা আমি আপনার নিয়মিত ভিড়িও গুলো দেখে থাকি, ধন্যবাদ ভাই তারাতাড়ি যদি বলেন আরেক টা ভিডিওর মাধ্যমে ।

  • @salamandsalam7113
    @salamandsalam7113 4 ปีที่แล้ว +1

    Uric acid এর জন্য হোমিও চিকিৎসার কি কোন ভালো ঔযধ এবং কি করতে পারি জানালে খুশি হব। ধন্যবাদ।

  • @biswajitghose6718
    @biswajitghose6718 4 ปีที่แล้ว +1

    আমার স্ত্রীর গলব্লাডার অপারেশনের পর এখন হজম জনিত সমস্যা খুবই প্রকট হয়েছে এবং তীব্র পেট ব্যথা হয় । গেস্ট্রিকের ঔষধ নিয়মিত খেয়েও কাজ হোচ্ছেনা। সমাধান জানালে খুব উপকৃত হব। ধন্যবাদ আপনাকে ।

  • @mrinalsek1271
    @mrinalsek1271 4 ปีที่แล้ว

    thanks for all the information.