Assalamu Alaikum. This was really a unique show that you made Faruque vai. Hats off! Especially your valuable comments on agriculture was excellent and I hope it will definitely motivate the young people in BD. Waiting for your next vlog.
বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের কৃষিতে খুব একটা ফারাক নেই। বিদেশের মাটিতে দেশি সবুজের গন্ধ এনে দিলো আপনার ভিডিও। ধন্যবাদ এমন তথ্যসংবলিত ভিডিওর জন্য। Love from India ❤️
ভারতীয় হয়েও ভিডিও টি দেখে গর্বিত হলাম,, দেশ পৃথক হলে কি হবে, ভাষা আমাদের কখনও আলাদা করতে পারেনি,, একই ভাষাভাষী মানুষ যখন পৃথিবীর যেকোনো স্থানে লড়াই করে সফলভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে ওঠে, তখন গর্বে বুক কেঁদে ওঠে,,, আর বিশেষ করে আমি গ্রামের ছেলে তাই গ্রাম থেকে উঠে এসে, আপনারা যেভাবে আমেরিকার মানুষের জন্য কৃষি কাজ করে তাঁদের দৈনন্দিন চাহিদা মেটাতে সক্ষম হচ্ছেন, তা এককথায় আমি অভিভূত,, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর দাদা আপনাকে ধন্যবাদ দেবার ভাষা খুঁজে পাচ্ছি না,, যেভাবে সুদূর আমেরিকার গ্রামীণ চিত্র তুলে ধরে আমাদের উপহার দিয়ে চলেছেন তাতে আমরা মুগ্ধ। সঙ্গে আছি,, এগিয়ে চলুন আগামীর জন্য।।
কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাণে, তেমনি উনারা আমাদের বাঙালি কৃষক পরিবারের গর্ব , সুদূর আমেরিকা গিয়েও কৃষি করা ভুলেনি। অনেক দোয়া ও আশির্বাদ রইল উনাদের জন্য। এবং আজকে আপনাদেরও খুব চমৎকার লাগতেছে।
আমার জীবনে প্রথম আমেরিকা গ্রাম দেখলাম পৃথিবীটা এত সুন্দর, আলহামদুলিল্লাহ, যে ভাই কস্ট করে ভিডিও করেছেন মহান আল্লাহ যেন সে ভাইজানে হায়াত বাড়িয়ে দেয় আমিন, আমি সিলেট, হবিগঞ্জ, মাধবপুর থেকে দেখেছি।
খোকন আংকেল আর আন্টিকেও আপনাদের মত গেটাপে আনলে চমৎকার দেখাতো। আমেরিকায় একটা মিনি বাংলাদেশ দেখালেন আংকেল। উনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিবেন আমাদের পক্ষ্য থেকে। (ফারিহামনি)
রাস্তার দু'ধারের মন কেমন করা সব দৃশ্য, মাঠ ভরা ফসল, সেই ঐতিহ্যবাহী বাংলাদেশী আতিথেয়তা সব মিলিয়ে আমেরিকার বুকে এক টুকরো বাংলাদেশ উপহার দেওয়ায় আপনাকে অনেক ধন্যবাদ।
একদম ভিডিও এর শেষের দিকে একজন মুরব্বি নওগাঁ ডিসট্রিক আক্কেলপুর এর কথা যে বললেন 😊। আসলে আমি ওনার কথার ধরন শুনেই বুঝতে পারছি যে ওনি আমাদের এলাকার হবেন 😊😊। ভালোবাসা অবিরাম সকলের জন্য ❤
বাংলাদেশ থেকে ও এমেরিকার এত সুন্দর দৃশ্য টি দেখে অনেক ভালো লাগছে পাশাপাশি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী গর্ভবুদ করার একটি এই কৃষি কাজ অসংখ্য অসংখ্য আপনাকে ❤️
আমি বাংলাদশের মানিক গঞ্জ থেকে আপনাদের ট্যুর ডাইভ দেখছি,তবে আমার খুবই ভালো লাগছে, আমাদের বাংলাদেশ মানুষ আজ আমেরিকার মতো একটি দেশে প্রতিষঠিত।আমাদের সকল বাংলাদেশের মানুষের জন্য দোয়া রইলো, ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আপনাকে কারণ আপনার এই প্রচেষ্টার মাধ্যমে কত মানুষ এধরনের বিরাট কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত হতে পারলো। আমি নিশ্চিত যে একদিন অনেক মানুষ এখানে অথবা নিজের দেশের মাটিতে এই রকম চাষাবাদের সাথে যুক্ত হবে। আর তাহলেই আপনার ভাবনার ফলশ্রুতি নিজের চোখে দেখতে পাবেন। আমি কোলকাতা থেকে বাংলাদেশের অনুষ্ঠানের দর্শক। ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ্ অসম্ভব সুন্দর হয়েছে। আপনি ও আপনারাই আমাদের দেশ ও দেশের ঐতিহ্য উপস্থাপন করতেছেন বিশ্বব্যাপী সুদুর আমেরিকাতে থেকেও। ধন্যবাদ আপনাদের এই সুন্দর উদ্যোগের জন্য।
দারুণ!পুরো ভিডিও এবং আপনার উপস্থাপনা খুব ভালো লেগেছে! আমার বাংলাদেশি কমিউনিটির যাঁরা কৃষিকাজটাকে ওখানে রিপ্রেজেন্ট করছেন,সে সকল ভাইদের জন্য আমার প্রাাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন আর শুভ কামনা রইল!
জায়গাটার নাম কি।নিউইয়র্ক আসলে অনেক ইচ্ছে আছে দেখতে যাওয়ার ।খুব খুব খুবই ভালো লাগছে ।আমার খুব ইচ্ছে ফার্ম করার, করিও।বৃহদাকারে করার ইচ্ছে আছে ।আমার ইচ্ছে শাক সব্জি ফল ফলাদি সবই।অনেক ধন্যবাদ সবাইকে ।
কিষান - কিষানী সাজে ফারুক ভাই ও মালা ভাবীকে বেশ মানিয়েছে এবং আমরাও মুগ্ধ। সাথে খোকন ভাই ও ভাবীকেও ভাল্লাগলো। অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার জন্য। সাথে বাংলাদেশী আমেরিকান ভাইদের প্রশংসনীয় কৃষি কাজের উদ্যোগকে লাখো সালাম জানাই। সত্যিই তারা করিতকর্মা মানুষ।
Uncle ami thaki Delhi te amar bari Kolkata .apni jokhon us te theke Bangladesh er ktha bolen apni koto khusi hon bujte pari ami nijer Des e theke nijer bari nijer State ta k koto miss kore ajker video ta khub valo laglo. Apni koto updated..sotti apnar theke anak kichu shiki in future shikbo..thank you lots of love to you and aunty
আমি আপনার ভিডিওগুলো অনেকদিন যাবত দেখি,কিন্তু কখনও কমেন্ট করিনি,আজকেই প্রথম। আপনার ব্লগগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি একজন অতি সাধারণ গৃহিণী। তবুও আপনার ব্লগগুলো দেখে, দেখে মনে হয় আমিও যেনো আপনার দেখানো প্রতিটা স্হানে ঘুরে বেড়িয়েছি। ভালো থাকুন সবসময় এই কামনা করছি। পরবর্তী ভিডিও এর অপেক্ষায় রইলাম। আল্লাহ্ হাফেজ।
very2 good farming, my heartfelt congsts to all Bangladeshi youhs who engaged themselves in a foreign country sacrificing their family attachment which really a hardship contribution for a nation, love you all, Insallah
সকল কে হাজার সালাম জানাচ্ছি। এতটা বড়ো সুন্দর। কি বলবো মোট কথা সবাই কে হাজার স্যালুট।এক কথায় দারুণ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাবধানে গাড়ি ড্রাইভ করিবেন। কারণ সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশি। কুয়েত থেকে দেখিতেছি। ৫/৬ মাষ আগে ও দেখে ছি আজ একটু লিখিলাম। জে বাংয়ালিরা কৃষি কাজ নিয়ে এমুন কথা বলে তাদের মতো মানুষ ই না খেয়ে মরে।#
দাদা সত্যিই অপূর্ব লাগলো।আমার পূর্বপুরুষরা বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা ছিলেন।সেই সূত্রে আমি বাঙাল😀।জানি না কেনো জানি কোনো বাংলাদেশের মানুষদের কথা শুনলে অদ্ভুদ একটা টান অনুভব করি।আপনার ভিডিও আর কথা শুনতে আমার খুব ভালো লাগে দাদা।বিদেশে থেকেও যে দেশের টান ভোলেন নি এটা খুব ভালো লাগে।চিরদিন এমনি থাকবেন।ভালো থাকবেন সবাই।
ফারুক ভাই ভাবছিলাম মেইল করেই লিখব,নাহ্ কমেন্টেই লিখি।আমি এক্টা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।গত ৮ই জুলাই ভোর ৫ঃ৩০ আমি এক্টা দুর্ঘটনার শিকার হয়েছিলাম ইঞ্জিনের ফ্লাই হুইলে (হাই স্পীড অংশে )যার দরুণ আমার বাম হাতের রিং এন্ড পিংকি দুটো আংগুল মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়।পিংকি অর্ধেক অংশ কেটে চলে যায়।১২তারিখ অপারেশন এর পর গত কাল পর্যন্ত রেষ্ট এ ছিলাম।এই ১ মাসের আমার নিত্তসংগী ছিল আমার এন্ড্রয়েড টিভিতে আপ্নার ভিডিও গুলো।সব.. আমি আবারো বলি দেখা না দেখা সব ভিডিও দেখেছি।আপনাকে আরো আগেই শুভকামনা জানাতাম কিন্ত মোবাইল হাতেই নেই নি। আল্লাহ্ আপনাকে আর মালা ভাবীকে সুস্থ্য রাখুক ভাই।ভাল থাকবেন ❤❤ অফিস শুরু করেছি আজ থেকে।
Assalamu Alaikum. This was really a unique show that you made Faruque vai. Hats off! Especially your valuable comments on agriculture was excellent and I hope it will definitely motivate the young people in BD. Waiting for your next vlog.
Waalaikum Assalam. Just saw your comment bhai. Responding 3 years later 🥰 💕💕
@@AdventureTube21 😃
😢@@AdventureTube21
😊
So nice Faruq sb. I am Kazi Helaluddin … Florida USA.
বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের কৃষিতে খুব একটা ফারাক নেই। বিদেশের মাটিতে দেশি সবুজের গন্ধ এনে দিলো আপনার ভিডিও। ধন্যবাদ এমন তথ্যসংবলিত ভিডিওর জন্য। Love from India ❤️
Thank you.
সত্যিই গর্বের বিষয়! আমেরিকার মাটিতে এমন কৃষি কাজ -- চিন্তাই করা যায় না! খুব ভালো লাগলো।
Thank you 😊
Right
@@AdventureTube21 can I have the name of the farm and address?
আসসালামু আলাইকুম মামা আপনি কেমন আছেন আপনার ভিডিও গুলি ইউটিউবে আমি প্রতিদিন দেখি খুব ভালো লাগে
আপনার এই ভিডিওটা চোখের অনেক আরাম দিল ভাই .বাংলাদেশি উদ্যোক্তা ভাইদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ❤️
Thank you 🥰
Mr fokrul
ভারতীয় হয়েও ভিডিও টি দেখে গর্বিত হলাম,, দেশ পৃথক হলে কি হবে, ভাষা আমাদের কখনও আলাদা করতে পারেনি,, একই ভাষাভাষী মানুষ যখন পৃথিবীর যেকোনো স্থানে লড়াই করে সফলভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে ওঠে, তখন গর্বে বুক কেঁদে ওঠে,,, আর বিশেষ করে আমি গ্রামের ছেলে তাই গ্রাম থেকে উঠে এসে, আপনারা
যেভাবে আমেরিকার মানুষের জন্য কৃষি কাজ করে তাঁদের দৈনন্দিন চাহিদা মেটাতে সক্ষম হচ্ছেন, তা এককথায় আমি অভিভূত,, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর দাদা আপনাকে ধন্যবাদ দেবার ভাষা খুঁজে পাচ্ছি না,, যেভাবে সুদূর আমেরিকার গ্রামীণ চিত্র তুলে ধরে আমাদের উপহার দিয়ে চলেছেন তাতে আমরা মুগ্ধ। সঙ্গে আছি,, এগিয়ে চলুন আগামীর জন্য।।
ঠিক বলেছেন। বৃটিশ যদি বংগভংগ না করত তাহলে তো আমরা এক বাংলাই থাকতাম। অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন। 🥰
অসাধারন।
কৃষি একটি সম্মানজনক পেশা। কারণ কৃষকরা কখনো দুর্নীতিবাজ চোর-ডাকাত হয় না।
একদম ঠিক বলেছেন।
Nice
Thank you 💕🥰
চমৎকার বলেছেন ভাইজান ।
...HATS OFF TO YOU......
100% true
কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাণে, তেমনি উনারা আমাদের বাঙালি কৃষক পরিবারের গর্ব , সুদূর আমেরিকা গিয়েও কৃষি করা ভুলেনি। অনেক দোয়া ও আশির্বাদ রইল উনাদের জন্য। এবং আজকে আপনাদেরও খুব চমৎকার লাগতেছে।
Thank you 😊
অন্যের প্রতিষ্ঠানে চাকরগিরি করে গোলামি করার চেয়ে সরকারি ও বেসরকারি সহায়তায় কৃষিকাজ করা ১০০% সম্মানের এবং বানিজ্যিকভাবে গৌরবের। ❤🇧🇩
অতি মূল্যবান কথা বললেন। ধন্যবাদ।
যথার্থ বলছেন
@@prasantagoswami1477 to
@@liakathossain8435 j9
হে আল্লাহ তুমি না জানি কত সুন্দর | খুব দেখতে ইচ্ছা করে মাঝে মাঝে সৃষ্টিকর্তাকে
💕
@@AdventureTube21 n.a. all :) :) Tuition a s u
@@AdventureTube21 ink min, uh :/ hit5 4chhiking 7(__, 7
আমাৱও।
প্রকৃতি এবং কৃষি বিষয়ক বিষয় গুলো আমাকে অনেক টানে।
আমেরিকার মত দেশে এমন দৃশ্য দেখতে বেশ ভাল লাগছে
অসাধারণ। আজ অনেক ভালো লাগছে ভিডিওটিদেখে বাংলাদেশের এই ভাইয়েরা আমেরিকার মাটিতে একধম দেশি ফসল ফলাছছে। আমাদের জন্য গরবের
আমার জীবনে প্রথম আমেরিকা গ্রাম দেখলাম পৃথিবীটা এত সুন্দর, আলহামদুলিল্লাহ, যে ভাই কস্ট করে ভিডিও করেছেন মহান আল্লাহ যেন সে ভাইজানে হায়াত বাড়িয়ে দেয় আমিন, আমি সিলেট, হবিগঞ্জ, মাধবপুর থেকে দেখেছি।
আমিন। ধন্যবাদ ভাই। May Allah bless us all.
যতক্ষণ ভিডিও দেখেছিলাম ততক্ষণ আমেরিকায় ছিলাম ভিডিও শেষ করে দেখলাম আমি বাংলাদেশেই আসি 🥰
💕
আমি ভারতের একটি ছোট শহর শিলচর থেকে বলছি। বাঙালি বলে গর্বিত লাগছে। ইউ টিউব সবাইকে খুব কাছে এনেছে । ভিডিও টি দেখে খুব খুশি হলাম । খুব সুন্দর।
শিলচর তো ভারতের আসামে আর আসাম অনেক সুন্দর সবুজ
Ami mumbai thake.i proud i am bangaly
❤️❤️❤️❤️❤️
Kemon achan vai
@@sefalikhatun2259 assalamu alaikum
খোকন আংকেল আর আন্টিকেও আপনাদের মত গেটাপে আনলে চমৎকার দেখাতো। আমেরিকায় একটা মিনি বাংলাদেশ দেখালেন আংকেল। উনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিবেন আমাদের পক্ষ্য থেকে। (ফারিহামনি)
Thank you dear.
আমেরিকায় বাংলাদেশী কৃষি কাজ খুব সুন্দর লাগলো, ধন্যবাদ
Welcome.
0
Qatar Bangladesh কৃষক আছে
ভিডিওটি দেখে আবার মনে হলো সারা পৃথিবীর সব মানুষ যেন আমার খুব পরিচিত। খুব কাছের।
মাশাআললাহ ! খুবই গব’বোধ করছি বিদেশের মাটিতে দেশের ছোয়া ।সোনার ফসল ।আললাহ ওনাদের জীবনকে উজ্জ্বলময় করে তুলেন । great 👍
আজ প্রথম দেখলাম ,অসম্ভব ভালো লেগেছে ।বাংলাদেশের কৃষি সব দেশে হোক ।
💕
@@AdventureTube21 hello
@@mohammedradowan4869 Hi.
রাস্তার দু'ধারের মন কেমন করা সব দৃশ্য, মাঠ ভরা ফসল, সেই ঐতিহ্যবাহী বাংলাদেশী আতিথেয়তা সব মিলিয়ে আমেরিকার বুকে এক টুকরো বাংলাদেশ উপহার দেওয়ায় আপনাকে অনেক ধন্যবাদ।
Welcome dear. Sorry for the late response 💕
Another bangladesh
একদম ভিডিও এর শেষের দিকে একজন মুরব্বি নওগাঁ ডিসট্রিক আক্কেলপুর এর কথা যে বললেন 😊।
আসলে আমি ওনার কথার ধরন শুনেই বুঝতে পারছি যে ওনি আমাদের এলাকার হবেন 😊😊।
ভালোবাসা অবিরাম সকলের জন্য ❤
Thank you 😊
ভাইয়া আপনাকে এবং ভাবীকে কৃষক কৃষানীর ড্রেসে দারুণ মানিয়েছে।প্রবাসে থেকে এক টুকরো বাংলাদেশ দেখলাম,অনেক ধন্যবাদ আপনাকে
সত্যি খুবই ভালো লেগেছে, পৃথিবীতে যে প্রান্তেই আমাদের দেশি মানুষগুলো রয়েছে। আল্লাহ সবাইকে মনের নেক আশা পূরন করুক এবং সুস্হতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করুক।
Ameen
অনেক ধন্যবাদ কৃষিকাজে জড়িত বাংলাদেশী ভাইদের ।
My pleasure 💕
আপনার ব্যবহার ও কৃষকদের প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ । ধন্যবাদ আপনাকে ভাই 👍👍👍
My pleasure 💕
প্রবাসে গিয়েও যারা দেশের সংস্কৃতি, ঐতিহ্যকে লালন করে তারাই প্রকৃত বাঙ্গালী। স্যালুট!
Thank you 😊
আপনার সাথে কি বাভে যোগাযোগ করবো
@@AdventureTube21 আপনার সাথে যোগাযোগ করতে চাই দাদা
বাংলাদেশ থেকে ও এমেরিকার এত সুন্দর দৃশ্য টি দেখে অনেক ভালো লাগছে পাশাপাশি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী গর্ভবুদ করার একটি
এই কৃষি কাজ অসংখ্য অসংখ্য আপনাকে ❤️
Thank you
সালাম ভাই, আমিও নিউ ইয়র্ক এ থাকি কিন্তু এই জায়গার কথা জানতামই না ! অনেক অনেক ধন্যবাদ !
কি অপুর্ব !!!
আপনাদের সব্বাইকে অনেক অনেক শুভেচ্ছা !!!
Walaikum assalam. Thank you dear 💕
@@AdventureTube21 You are most welcome bhai ! Be well ...
সবজি গুলি দেখে খুবই লোভাতুর হয়ে গেলাম।
উদ্যোগীদের উদ্যোগকে সাধুবাদ জানাই।
সবাইকে ধন্যবাদ।
Thank you 😊
আমি বাংলাদশের মানিক গঞ্জ থেকে আপনাদের ট্যুর ডাইভ দেখছি,তবে আমার খুবই ভালো লাগছে, আমাদের বাংলাদেশ মানুষ আজ আমেরিকার মতো একটি দেশে প্রতিষঠিত।আমাদের সকল বাংলাদেশের মানুষের জন্য দোয়া রইলো, ভালো থাকবেন।
Thank you 😊
প্রাণটা ভরে গেলো!!
ধন্যবাদ সকল কৃষক ভাইদের!!
আমি দক্ষিন কোরিয়াতে এরকম বাঙ্গালি ভাইদের চাষাবাদ করতে দেখেছি!!
Thank you 🥰
ওনাদের ফার্মে যাওয়ার উপায় কি একটু বলবেন ভাই?
অসংখ্য ধন্যবাদ পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আপনাকে কারণ আপনার এই প্রচেষ্টার মাধ্যমে কত মানুষ এধরনের বিরাট
কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত হতে পারলো।
আমি নিশ্চিত যে একদিন অনেক মানুষ এখানে অথবা নিজের দেশের মাটিতে এই রকম চাষাবাদের সাথে যুক্ত হবে।
আর তাহলেই আপনার ভাবনার ফলশ্রুতি নিজের চোখে দেখতে পাবেন।
আমি কোলকাতা থেকে বাংলাদেশের অনুষ্ঠানের দর্শক। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ 🥰
আসসালামুআলাইকুম,
প্রথম দেখলাম আপনার ব্লগ, মাশাআল্লাহ্ 🤗🤗🤗🤗অসাধারণ লেগেছে 👌👌👌
সবুজ প্রান্তর, ফার্ম, ফার্মার, তাদের প্রতি সন্মান বোধ সব মিলিয়ে অপূর্ণ ভ্রমণ পিপাসু মন জুড়িয়ে গেল!
Walaikum assalam. Thank you dear.
এত সুন্দর একটা ভিডিও কেউ ডিসলাইক দিতে পারে জানা ছিল না l আমার মনে হয় এরা সবাই নাবালক l অনেক সুন্দর এবং তথ্যমূলক একটি ভিডিও l
Thank you 😊
আলহামদুলিল্লাহ্ অসম্ভব সুন্দর হয়েছে।
আপনি ও আপনারাই আমাদের দেশ ও দেশের ঐতিহ্য উপস্থাপন করতেছেন বিশ্বব্যাপী সুদুর আমেরিকাতে থেকেও।
ধন্যবাদ আপনাদের এই সুন্দর উদ্যোগের জন্য।
Many thanks dear💕🥰
খুব ই ভাল লাগলো। বিদেশে দেশী শাক সবজি। আমিও ছোট্ট পরিসরে বাগান করি। ধন্যবাদ আপনাকে। আপনার উপস্থাপনা ভালো লাগে
Ebar America Bangladesh hoyegelo....dekhe Mone santi pelam America Akhon Bengali Manush der sobji hoi... Proud of you.... Amio akjon Indian Bengali
এতেই বুজাযায় আপনি বাংলার মানুষকে কতো ভালোবাসেন, আপনার কেমেরার ফ্রেমে তুলে ধরেছেন, আল্লাহ আপনাকে হেফাজত করুক।
Ameen.
অনেক অনেক ভাল লাগল, আমার স্বপ্ন ছিল আমেরিকা যাবার, আমেরিকা যাবার জন্য শেষ হয়ে গেছি।
😞
আমিবাংলাদেশ বরিশাল, উজিরপুর থেকে বলছি, আমার খুব ভালো লাগছে, বাংলা দেশে বসে, আমরিকা দেখেছি, আপনাকে
ধন্যবাদ।।
Welcome dear
দারুণ!পুরো ভিডিও এবং আপনার উপস্থাপনা খুব ভালো লেগেছে! আমার বাংলাদেশি কমিউনিটির যাঁরা কৃষিকাজটাকে ওখানে রিপ্রেজেন্ট করছেন,সে সকল ভাইদের জন্য আমার প্রাাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন আর শুভ কামনা রইল!
Thank you
চমৎকার 💝💞 কৃষি একটা সম্মানজনকপেশা ভালো লাগল sir
বাংলাদেশের প্রতিটা প্রবাসী ভাইয়ের সাফল্য আমরা অনেক গর্বিত সন্মানিত সবাই ভালো থাকবেন
Thank you
মনে হলো রবীন্দ্রনাথের ছোট গল্পের মত,,, শেষ হয়েও হইলোনা শেষ। Eagerly Waiting for 2nd part.
প্রতিবেদনটি দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আয়োজকবৃন্দকে। সকলের জন্য শুভ কামনা।
My pleasure 🥰
অসাধারণ দ্বিতীয় পর্বের অপেক্ষায়, আপনার লুঙ্গি ও গামছা আর মালা ভাবীর একপেচের শাড়ী বাড়তি আনন্দ যোগ করেছে।
Thank you 🥰💕
জায়গাটার নাম কি।নিউইয়র্ক আসলে অনেক ইচ্ছে আছে দেখতে যাওয়ার ।খুব খুব খুবই ভালো লাগছে ।আমার খুব ইচ্ছে ফার্ম করার, করিও।বৃহদাকারে করার ইচ্ছে আছে ।আমার ইচ্ছে শাক সব্জি ফল ফলাদি সবই।অনেক ধন্যবাদ সবাইকে ।
ছবির মত সুন্দর দেশ একদম সাজানো গোছানো। ধন্যবাদ এতো সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য।
My pleasure.
আপনার অনবদ্য উপস্থাপনা আর উচ্ছ্বাস মনকাড়া ছিল। সত্যিই আপনি খুব ভালবাসেন দেশকে। ।ভাল থাকবেন।
Thank you 🥰💕
আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমার মতে এটি আপনার শ্রেষ্ঠ ভিডিও । আমার স্বদেশী ভাইদের উৎপাদনশীল কর্মকাণ্ডে জন্য গর্বিত ।
My pleasure dear
সত্যি বলছি বাঙ্গালীর,,,, গর্ভের সময়,,,,,, সুদুর আমেরিকার মাটিতে,,,, কৃষি কর্মরত
এতো মানুষ জন,,,,,, ভালো সুন্দর লাগলো,,,,, ধন্যবাদ ভাই আপনাদেরকে,,,, অনেক অনেক শুভেচ্ছা থাকল,,,,,,,,, আগামী দিনের সাফল্য কামনা করছি,,,,,,,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you 🥰
Lovely,,,,,,lot of,,,,,, Thanks
আবার যেন,,,,,,,, দেখা,,,,,, হয়,,,,,,, হবেই,,,,,,,,, হবে,,,,,,
কিষান - কিষানী সাজে ফারুক ভাই ও মালা ভাবীকে বেশ মানিয়েছে এবং আমরাও মুগ্ধ। সাথে খোকন ভাই ও ভাবীকেও ভাল্লাগলো। অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার জন্য। সাথে বাংলাদেশী আমেরিকান ভাইদের প্রশংসনীয় কৃষি কাজের উদ্যোগকে লাখো সালাম জানাই। সত্যিই তারা করিতকর্মা মানুষ।
Thank you dear 💕🥰
আপনার ভিডিওগুলো আমার অশান্ত মনকে শান্ত করে দেয়✌️✌️ আল্লাহতালা আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখুন!!❤️
Ameen. May Allah bless us all.
Darun sundor video dada. Ghore bosei jeno aponader sathe kichuta somoy ghurte parlam.valo laglo khub.
Thank you
ভাই আমি বিথী টরেন্ট থেকে। আপনার আজকের ভিডিও এক কথায় অসাধারণ। আপনার মাধ্যমে সেলুট জানাই এই উদ্যোগী ভাইদের কে। ভালো থাকবেন।
Thank you dear 🥰
Hi
সব দেশের সেরা ভাই আমার দেশের চাষা।
ধন্যবাদ সবাইকে। নারায়ণগঞ্জ থেকে।
💕🥰
আমি গর্বিত আপনার জন্য
Uncle ami thaki Delhi te amar bari Kolkata .apni jokhon us te theke Bangladesh er ktha bolen apni koto khusi hon bujte pari ami nijer Des e theke nijer bari nijer State ta k koto miss kore ajker video ta khub valo laglo. Apni koto updated..sotti apnar theke anak kichu shiki in future shikbo..thank you lots of love to you and aunty
True uncle. We appreciate our home lot more when we are away from it. Thank you 💕
অসাধারন কৃষি একটি সম্মানজনক পেশা। কারণ কৃষকরা কখনো দুর্নীতিবাজ চোর-ডাকাত হয় না। হে আল্লাহ তুমি না জানি কত সুন্দর | আপনাদের কে অসংখ্য ধন্যবাদ।
My pleasure
কাজ হলো কাজ । সেটা বৈধ যে কোন কাজই সম্মানজনক । কৃষি কাজ হলো একটি মহান পেশা ।
Thank you
কবি ও তো বলছে?
সব সাদকের বড় সাদক আমার দেশের চাষা
আপনার সব ভিডিও দেখি! আমি পপশ্চিমবাংলার বাঙালি । খুব ভালো লাগে দেখতে
Thank you dear.
মনে হচ্ছে বাংলাদেশের ক্ষেতের আইল দিয়ে একজন গ্রামের নারী হেঁটে যাচ্ছে!
বাহ খুব সুন্দর
Thank you 😊
আমি আপনার video গুলো সব দেখি খুবই ভালো লাগে। আপনি খুবই smart একজন মানুষ। অনেক অনেক শুভকামনা আপনার ও আপনার পরিবারের জন্য।
Thank you dear
সব কিছু মিলিয়ে অসাধারন লেগেছে খুব ভাল লাগলো সেয়ার করার জন্য অনেক ধন্যবাদ পাশে আছি পাশে থাকবেন
Thank you.
আপনার ভিডিও গুলো দেখলে মনটা ভরে যায় ...আল্লাহপাক আপনার পরিবারকে হেফাজতে রাখুন...এবং আপনাকে নেকহায়াত দান করুন
Ameen.
অসাধারণ অসাধারণ সুন্দর একটি মন্তব্য, আপনাকে অনেক ধন্যবাদ
Welcome 💕
আপনাকে অনেক ধন্যবাদ
খুব ভালো লাগলো, ওনাদের সবাইকে ধন্যবাদ।
Thank you 😊
প্রকৃতি সবুজ শ্যামল ভরা অনেক সুন্দর সবকিছুই আল্লাহর সৃষ্টি আমিন
Alhamdulillah
আপনাদের গেট আপ অসাধারণ হয়েছে।মালা ভাবি পুরাই গায়ের বধু।আজকের ভিডিও ধারনটা অনেক ভালো হয়েছে। শাইক সিরাজ স্টাইলে।
Thank you 🥰
আমি আপনার ভিডিওগুলো অনেকদিন যাবত দেখি,কিন্তু কখনও কমেন্ট করিনি,আজকেই প্রথম। আপনার ব্লগগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি একজন অতি সাধারণ গৃহিণী। তবুও আপনার ব্লগগুলো দেখে, দেখে মনে হয় আমিও যেনো আপনার দেখানো প্রতিটা স্হানে ঘুরে বেড়িয়েছি। ভালো থাকুন সবসময় এই কামনা করছি। পরবর্তী ভিডিও এর অপেক্ষায় রইলাম। আল্লাহ্ হাফেজ।
অনেক ধন্যবাদ কমেনটের জন্য। দোয়া করি ভাল থাকুন।
Thanks for your Bangladeshi vegetable garden. Allah apner mongle korun.
Ameen. Thank you dear.
আমিও বুইত্তারশাক খাই
কাতার থেকে আপনার ভিডিওটা দেখলাম সত্যি অসাধারণ
ধন্যবাদ।
কি যে ভালো লাগলো ভিডিওটা দেখে, ভাষায় বোঝাতে পারবো না। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।
Welcome.
Just wow blog.. Salute to all farmers. Thanks a lot Dada
আমি ভারতের একটি Small city karimganj থেকে দেখছি,অনেক ভালো লাগছে।
এটা কি আসামে? ধন্যবাদ।
আমি ঢাকাথেকে অসাধারণ খুব ভালো লাগচে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর দেশ
Thank you dear
@@AdventureTube21 ধন্যবাদ
very2 good farming, my heartfelt congsts to all Bangladeshi youhs who engaged themselves in a foreign country sacrificing their family attachment which really a hardship contribution for a nation, love you all, Insallah
বিদেশে কৃষকদের অনেক সম্মান দেওয়া হয়। কিন্তু আপসোস আমাদের বাংলাদেশে তেমন কোনও সম্মান দেওয়া হয় না
☹️
অপোরুপ সো নাইছ মাশাআললাহ
আমি কাতার থেকে দেখচি সততি আমারকাচে অনেক বালোলাগচে সবাইকে অনেক দন্যবাদ
go
ভাইয়া আপনাদের দুই জনারে এতটাই ভাল বাসি যা ভাষায় বুজাতে পারবো না দোয়া রইল ফুল ফ্যামিলির জন্য
Thank you dear 💕🥰
@@AdventureTube21 sar Ami apnake Mawya ghatte dekhesi
খুব ভালো লাগেছে অসাধারন।
Thank you.
অন্য কারো ভিডিও থেকে আপনার ভিডিওর ধরন অন্য রকম৷ তাই ভাল লাগে❤❤🇧🇩🇦🇪
Thank you 💕
সকল কে হাজার সালাম জানাচ্ছি। এতটা বড়ো সুন্দর। কি বলবো মোট কথা সবাই কে হাজার স্যালুট।এক কথায় দারুণ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাবধানে গাড়ি ড্রাইভ করিবেন। কারণ সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশি। কুয়েত থেকে দেখিতেছি। ৫/৬ মাষ আগে ও দেখে ছি আজ একটু লিখিলাম। জে বাংয়ালিরা কৃষি কাজ নিয়ে এমুন কথা বলে তাদের মতো মানুষ ই না খেয়ে মরে।#
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম দিশ্ গুলো দেকার জন্য
বৌত্তা শাক খুবই উপাদেয় , আমার কাছে অনেক ভালো লাগে।
শুটকি দিয়ে, বিশেষ করে চ্যাপা শুটকি দিয়ে অসাধারন। 💕
ভাই আমি যদি আমেরিকা কৃষি কাজে যাই কত টাকা লাগবে আর বেতন কেমন হবে
তবু ও মহান আল্লাহ তায়ালা নেয়ামতের বাহার, মাশাআল্লাহ ❤️ মাশাআল্লাহ ❤️ মাশাআল্লাহ ❤️
💕🥰
দাদা সত্যিই অপূর্ব লাগলো।আমার পূর্বপুরুষরা বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা ছিলেন।সেই সূত্রে আমি বাঙাল😀।জানি না কেনো জানি কোনো বাংলাদেশের মানুষদের কথা শুনলে অদ্ভুদ একটা টান অনুভব করি।আপনার ভিডিও আর কথা শুনতে আমার খুব ভালো লাগে দাদা।বিদেশে থেকেও যে দেশের টান ভোলেন নি এটা খুব ভালো লাগে।চিরদিন এমনি থাকবেন।ভালো থাকবেন সবাই।
অনেক ধন্যবাদ ভাই। দোয়া করি ভাল থাকুন 💕🥰
জামাই-বউ আজ চলে এসেছেন ক্ষেত-খামার। লুঙ্গি পরা কাঁধে গামছা উপযুক্ত চাষী, গ্রামীন কায়দায় শাড়ি পরা বউ।
কৃষকদের কৃষিকাজ, ফসল দেখে মন ভালো হয়ে গেল।
Thank you dear.
Agree
অসাধারণ দেখে মনটা ভরে গেল ❤❤❤
সালামু আলাইকুম ভাই আমরা শাকসবজি সবকিছুকেই জীবন বাচাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ
আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আপনার এই ভিডিও টা কম পক্ষে হানডেট বার দেখছি অনেক সুন্দর যায়গা টা সৌন্দর্য দেখে কমেন্টস করতে ভুলে যাই ধন্যবাদ
Walaikum assalam. Really glad that you enjoy it dear. Thank you.
আসলে মহান রাব্বুল আলামিন সারা পৃথিবীর স্তলভাগ সৃষ্টি করেছে একমাএ খাদ্য উৎপাদন করে খাইতে পারে যেন।
love for Bangladesh 🇧🇩 from India🇮🇳 West Bengal 😌
Thank you.
Vai amr bari o west bengal
It is heartening that you , your wife, your friends have retained Bengali flavour in your life style, behaviour, talk. May all Bengalis do the same.
Thank you 😊
Khub valo laglo video ta dekhe America te Bangladeshi ra eshe onek change eneche tai to amra ekhon onek deshi jinish pacchi
Thank you.
কৃষাণ-কৃষানীর জুটি টা ভালোই মানিয়েছে। 😍
মালা আন্টি কে দিয়েও মাঝে মাঝে কথা বলাইয়েন আঙ্কেল 😊
Thank you uncle.
@@AdventureTube21 Mala Aunty er mukh HOP kore rakhle valo lage na Auncle!
কি কয়
নওগাঁর কাকার কথা খুব ভালো লাগলো।
Thank you.
নওগাঁ ❤ জেলা থেকে...❤
It's amazing to see jute plants being cultivated without alluvial soil and standing water ❤️👏
Thank you 😊
Akdom Bangladesh er Khet er moto .
Valo laglo asholei.
❤❤❤
💕
U & Ur wife dress up also heartily address for BD farmers + worldwide all farmers, we appreciate U and Ur group thanks.USA
Welcome 🥰
মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনাকে ধন্যবাদ
ফারুক ভাই ভাবছিলাম মেইল করেই লিখব,নাহ্ কমেন্টেই লিখি।আমি এক্টা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।গত ৮ই জুলাই ভোর ৫ঃ৩০ আমি এক্টা দুর্ঘটনার শিকার হয়েছিলাম ইঞ্জিনের ফ্লাই হুইলে (হাই স্পীড অংশে )যার দরুণ আমার বাম হাতের রিং এন্ড পিংকি দুটো আংগুল মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়।পিংকি অর্ধেক অংশ কেটে চলে যায়।১২তারিখ অপারেশন এর পর গত কাল পর্যন্ত রেষ্ট এ ছিলাম।এই ১ মাসের আমার নিত্তসংগী ছিল আমার এন্ড্রয়েড টিভিতে আপ্নার ভিডিও গুলো।সব.. আমি আবারো বলি দেখা না দেখা সব ভিডিও দেখেছি।আপনাকে আরো আগেই শুভকামনা জানাতাম কিন্ত মোবাইল হাতেই নেই নি। আল্লাহ্ আপনাকে আর মালা ভাবীকে সুস্থ্য রাখুক ভাই।ভাল থাকবেন ❤❤
অফিস শুরু করেছি আজ থেকে।
শুনে খুবই কষ্ট পেলাম ভাই। দোয়া করি আল্লাহ আপনাকে ভাল রাখুন। ধন্যবাদ।
বাংলা বেত্তিত সব দেশেই কৃষক এর মূল্য অনেক
ভারতে কৃষকের কোন মুল্যই নেই তা কি জানা আছে
একে বারে পাকা পাকা লাগে তেমন কোন লোক জন নেই বেসি গর আড়িও নেই আর আমরা একটু থাকার জাগা পাই না
India theke dekhlam. Ami abhibhuto dada. Onek onek subhechchha roilo Bangladeshi bhaider janna...
Thank you dear