এই স্বপ্ন ঘরের দেয়াল জুড়ে আকাশ দেখার চোখ, তোমার স্বপ্ন ভাঙার গানটা নাহয় আজকে আমার হোক। বলো জোনাক পাখি, জোনাক পাখি মৃত্যু কত দূরে ? আমি তোমার জন্য গাইছি এ গান মন ভাঙনের সুরে।। তুমিও কি স্বপ্ন দেখে চমকে ওঠো কেঁদে ? আমার মতন মরছো কি আর গলা সেধে সেধে। আমার মনের নিশানা ভালো না স্বপ্ন ছুঁতে পারে না, বলো জোনাক পাখি, জোনাক পাখি মৃত্যু কত দূরে ? আমি তোমার জন্য গাইছি এ গান অবেলার সুরে ...
শেষ এর লিড, রিফ। আহহ...অন্য রকম কম্পোজিশন। ম্যাজিকাল 🖤
সত্যিই, অসাধারণ লিরিক্স গুলো।আর ও চমৎকার করে গাইলেন ভাই।এক কথায় আপনার প্রেমে পড়ে গেলাম।এভাবে সামনের দিকে এগিয়ে যাবেন।শুভকামনা রইল প্রিয় ভাই। ( Chander Gari )
❤️❤️❤️
সেরা গান গুলোর মধ্যে একটি। 💫
এমন গান মিলিয়ন ভিয়োস ডির্জাব করে! 🖤
Shei hoisy vhi💖💖
সেরা ভাই
বলো না জোনাক পাখি আর
কত পথ চেয়ে থাকবো মৃত্যুর অপেক্ষায় ?
প্রতিদিন ই একাধিকবার শুনে থাকি।
আজ কমেন্ট করলাম🤍💥
অসাধারণ ভয়েস🖤take love bro
❤️❤️❤️
এই স্বপ্ন ঘরের দেয়াল জুড়ে
আকাশ দেখার চোখ,
তোমার স্বপ্ন ভাঙার গানটা নাহয়
আজকে আমার হোক।
বলো জোনাক পাখি, জোনাক পাখি
মৃত্যু কত দূরে ?
আমি তোমার জন্য গাইছি এ গান
মন ভাঙনের সুরে।।
তুমিও কি স্বপ্ন দেখে
চমকে ওঠো কেঁদে ?
আমার মতন মরছো কি আর
গলা সেধে সেধে।
আমার মনের নিশানা ভালো না
স্বপ্ন ছুঁতে পারে না,
বলো জোনাক পাখি, জোনাক পাখি
মৃত্যু কত দূরে ?
আমি তোমার জন্য গাইছি এ গান
অবেলার সুরে ...
বন্ধু ❤️🌙
🥰💫✨
❤
🖤❤️