দাদা আমি বাংলাদেশ থেকে, আপনার সুন্দরবনের দ্বীপ অঞ্চলের ভ্রমণের ভিডিও গুলো দেখছি। সুন্দরবন সংলগ্ন দ্বীপ অঞ্চলের মানুষের জীবন যাত্রা কতটা কষ্টের, কতটা ভয়ানক আবার কতটা বৈচিত্র্যময় না দেখলে বোঝা যাবে না। বাংলাদেশের সর্ব দক্ষিণে গেলেই সুনন্দরবনের কোল ঘেঁষে আমার বাড়ি। বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে উত্তাল শিবসা নদী। এরকম খরস্রোতা উত্তাল নদীর বুক চিরে ট্রলারে করে আমাদের বাড়ি ফিরতে হয় শহর থেকে। সুন্দরবন সংলগ্ন দ্বীপ অঞ্চলের মানুষের জীবন যাত্রার সাথে আমাদের অঞ্চলের মানুষের জীবন যাত্রার সাদৃশ্য রয়েছে। গ্রামের মানুষগুলো কত সসজ, সরল সাদা মনের হয়। ইট পাথরের শহরে বাস করা মানুষের সাথে তাদের মিলানো যায় না। মানুষকে তারা সহজে আপন করে নিতে পারে।যা হোক আপনার ভিডিও গুলোর মাধ্যমে অঁজ পাড়া গাঁয়ের সহজ সরল মানুষ গুলোর জীবন জীবিকার যে তথ্য সেগুলো সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাক। ভালো থাকুক সেই মানুষ গুলো সাথে আপনার ও সুসাস্থ্য কামনা করি। ভালো থাকবেন এবং এরকম আরো অনেক ভিডিও আপলোড করবেন।
সুমন্ত স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏 আপনাদের জীবন কতটা কঠিন কিভাবে বাস্তব কঠিন পরিস্থিতির সাথে সংগ্রাম করে জীবন যাপন করেন আমি আপনাদের মত মানুষের সাক্ষাৎ না পেলে হয়তো বুঝতে পারতাম না । ভগবান উপরওয়াল আপনাদের ভালো রাখুক এ রেমাল স্যারের কঠিন পরিস্থিতিতে ভগবান আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক সকলকে 🙏🙏🙏🙏🙏
আমাদের উপকূলীয় অঞ্চলের বেঁড়ি বাঁধ গুলো অনেক নাজুক। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের সময় মানুষের চেখে ঘুম থাকেন না। নিদ্রাহীন রাত কাটে সবার। এভাবে কত শত ভয়ংকর পরিস্থিতির সাক্ষী হয়েছি সেই শৈশব থেকে।এই শহরে বসে বাড়ির মানুষগুলোর জন্য মন ব্যকুল হয়ে যায়, এই বুঝি কখন স্বজন হারানোর আর্তনাদ কানে ভেসে আসে? আজকের চিত্রটাও দেখলাম ২০০৯ সালের ২৫ মে মহা প্রলয়ংকারী আইলর মত,নদীর পাড়ে হাজার হাজার মানুষ মহাবিপদের আশংকায়। তবুও আমরা আমাদের অস্ত্বিত্বের রক্ষায় এই অঞ্চলে টিকে আছি। আমাদের দেশে আসার জন্য আপনাকে স্বাগত জানালাম দাদা
দাদা আমি সুন্দরবন এ কারুর নির্দিষ্ট বাড়ি যাই না সুন্দরবনের যতগুলো দ্বীপ আছে সব কটা দ্বীপে সেখানকার জীব বৈচিত্র্য জীবনধারা ভিডিও করার জন্য মাঝে মাঝে যাই । আর সুন্দরবনে আমার পরিচিত বা নিজস্ব কেউই থাকে না যদি থাকতো তাহলে তো খুবই ভালো হতো আমার পক্ষে
এই নিয়ে একটা ভিডিও আছে ছোট রাক্ষস খালি দেখে আপনার নিজের খুব খারাপ লাগবে যে গর্ভবতী মহিলারা একদিক থেকে অন্য দ্বীপ তারপরে অন্যদিক তারপর অন্যদিকে এইভাবে ৪-৫ ঘন্টা পর গিয়ে হাসপাতালে পৌঁছাতে পারে
Onek travel vlog dekhi puri digha mandarmoni...eita hochhe ashol bongodesh...sheta tule dhorbar jonye onek dhonyobad...apni sundarbon onchol niye aro video korun... canning er kache amar farmhouse achhe...tai ami amar aro beshi bhalo lage...onek dhonyobad apnake...
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল 💌🙏🙏 Sir
সত্যি মাতাল করা মনেরম পরিবেশ, অনেক সুন্দর ভিডিও দাদাভাই 🙏
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো স্যার
আপনার ভিডিও দেখে ভালো লাগলো
দাদা আমি বাংলাদেশ থেকে, আপনার সুন্দরবনের দ্বীপ অঞ্চলের ভ্রমণের ভিডিও গুলো দেখছি। সুন্দরবন সংলগ্ন দ্বীপ অঞ্চলের মানুষের জীবন যাত্রা কতটা কষ্টের, কতটা ভয়ানক আবার কতটা বৈচিত্র্যময় না দেখলে বোঝা যাবে না। বাংলাদেশের সর্ব দক্ষিণে গেলেই সুনন্দরবনের কোল ঘেঁষে আমার বাড়ি। বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে উত্তাল শিবসা নদী। এরকম খরস্রোতা উত্তাল নদীর বুক চিরে ট্রলারে করে আমাদের বাড়ি ফিরতে হয় শহর থেকে। সুন্দরবন সংলগ্ন দ্বীপ অঞ্চলের মানুষের জীবন যাত্রার সাথে আমাদের অঞ্চলের মানুষের জীবন যাত্রার সাদৃশ্য রয়েছে। গ্রামের মানুষগুলো কত সসজ, সরল সাদা মনের হয়। ইট পাথরের শহরে বাস করা মানুষের সাথে তাদের মিলানো যায় না। মানুষকে তারা সহজে আপন করে নিতে পারে।যা হোক আপনার ভিডিও গুলোর মাধ্যমে অঁজ পাড়া গাঁয়ের সহজ সরল মানুষ গুলোর জীবন জীবিকার যে তথ্য সেগুলো সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাক। ভালো থাকুক সেই মানুষ গুলো সাথে আপনার ও সুসাস্থ্য কামনা করি। ভালো থাকবেন এবং এরকম আরো অনেক ভিডিও আপলোড করবেন।
সুমন্ত স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏 আপনাদের জীবন কতটা কঠিন কিভাবে বাস্তব কঠিন পরিস্থিতির সাথে সংগ্রাম করে জীবন যাপন করেন আমি আপনাদের মত মানুষের সাক্ষাৎ না পেলে হয়তো বুঝতে পারতাম না । ভগবান উপরওয়াল আপনাদের ভালো রাখুক এ রেমাল স্যারের কঠিন পরিস্থিতিতে ভগবান আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক সকলকে 🙏🙏🙏🙏🙏
আমাদের উপকূলীয় অঞ্চলের বেঁড়ি বাঁধ গুলো অনেক নাজুক। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের সময় মানুষের চেখে ঘুম থাকেন না। নিদ্রাহীন রাত কাটে সবার। এভাবে কত শত ভয়ংকর পরিস্থিতির সাক্ষী হয়েছি সেই শৈশব থেকে।এই শহরে বসে বাড়ির মানুষগুলোর জন্য মন ব্যকুল হয়ে যায়, এই বুঝি কখন স্বজন হারানোর আর্তনাদ কানে ভেসে আসে? আজকের চিত্রটাও দেখলাম ২০০৯ সালের ২৫ মে মহা প্রলয়ংকারী আইলর মত,নদীর পাড়ে হাজার হাজার মানুষ মহাবিপদের আশংকায়। তবুও আমরা আমাদের অস্ত্বিত্বের রক্ষায় এই অঞ্চলে টিকে আছি। আমাদের দেশে আসার জন্য আপনাকে স্বাগত জানালাম দাদা
অসাধারণ ভিডিও বাংলাদেশ থেকে অভিনন্দন রইল ❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো স্যার 🙏
😅❤❤ আমরা ও মাতাল র ঢেউ দেখেছি খুব ভয় করছিল
সত্যিই খুব ভয়ানক মাতলা নদী
dangerous journey indeed. government should take some action
Right
Asadharan laglo video ta. Back karar episode tao dekhbo.
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো স্যার back korar somoy ভয়তে কাপতে কাপতে ফিরেছি ক্যামেরা করবার মানসিকতা হারিয়ে নৌকার ভেতরে একটা খুঁটি ধরে বসে ছিলাম 🙏🙏🙏🙏
Thank you. Upload more videos from Sundarbans
দাদা আমার তো ....... আউট হয়ে যাচ্ছিল😮
তবে নতুন অভিজ্ঞতা
😲🤣🤣🤣
আমার কল্যাণী বাড়ি
আপনাকে অসংখ্য ধন্যবাদ রইলো
Bhalo lagloo
তুমি সুন্দরবনে যাদের বাড়ি যাও তাঁদের বাড়ি যাওয়া যাবে
দাদা আমি সুন্দরবন এ কারুর নির্দিষ্ট বাড়ি যাই না সুন্দরবনের যতগুলো দ্বীপ আছে সব কটা দ্বীপে সেখানকার জীব বৈচিত্র্য জীবনধারা ভিডিও করার জন্য মাঝে মাঝে যাই । আর সুন্দরবনে আমার পরিচিত বা নিজস্ব কেউই থাকে না যদি থাকতো তাহলে তো খুবই ভালো হতো আমার পক্ষে
@@minturoyvlog তুমি যাদের সাথে নৌকো তে যাও তারা
🎉🎉🎉🎉❤❤❤❤মাতলা !!
ধন্যবাদ
দাদা আপনি সুন্দরবনে আসবেন
♥️♥️♥️♥️♥️♥️
সুন্দরবন আতাউল ঘাটে আমার বাড়ি
সুন্দরবনে আমার বাড়ি আতাপুর ঘাটে
দাদা ভালো আছেন তো আমার মগরাহাটে ঘর আমি যদি সন্দেশখালী যেতে হলে কি ভাবে যাবো আমার দক্ষিণ ২৪ পরগানা মগরাহাট রেল স্টেশন
কি যে বলেন দাদা আপনার নিজের ঘর মগরাহাটে আপনি আবার আমাকে জিজ্ঞাসা করছেন 👍
সুন্দরবনে যেদিন আপনি আসবেন সেদিন আমাকে জানাবেন
Sir Apnar Phone Number Deben
Khub Bipodjannok Nouka Poth 😢
একদম ঠিক বলেছেন
দাদা এনাদের যদি কোন এমার্জেন্সি মেডিক্যাল পরিসেবার প্রয়োজন হয় ,এনারা কিভাবে ম্যানেজ করেন
এই নিয়ে একটা ভিডিও আছে ছোট রাক্ষস খালি দেখে আপনার নিজের খুব খারাপ লাগবে যে গর্ভবতী মহিলারা একদিক থেকে অন্য দ্বীপ তারপরে অন্যদিক তারপর অন্যদিকে এইভাবে ৪-৫ ঘন্টা পর গিয়ে হাসপাতালে পৌঁছাতে পারে
This is not Matla, this is Raymangal river.
Local resident Inform me that is Raymongal bidyadhari and Most Critical river Matla
সবাই তোমার কাকু ?????? তুমি আর বড়ো হবে না ,,,,,
🤣🤣🤗
Plz doctor babur nomber