আসসালামু আলাইকুম, আমি আপনার লেকচার দেখলেই শুনি। আপনার রেফারেন্স টানি। আমি একজন মেয়ে, ছোটকাল থেকে আত্নীয় স্বজনের কুফুরি কালামের শিকার হইসি। পাগল হয়ে যাবার মত অবস্থা ছিল। আমার বিয়েটাও আটকানো। বাসায় অনেক তাবিজ, পেরেক এটা সেটা বিভিন্ন সময়ে পাওয়া গেছে। সরল সহজ মা বাবা আমার, আত্নীয় স্বজন যা দিত পিঠা বানায়, খেতাম। পরে জেনেছি মিষ্টি খাইয়েও অনেক কিছু করা হয়। আমি দোয়া কালাম পড়ে হাল ছেড়ে দিয়েছি৷ কিছু শুভাকাঙ্ক্ষী বলে আপনার নিকটে যেতে যাতে ভালো কোন কবিরাজ আমার চিকিৎসা করতে পারে। আমি খুব সমস্যার মধ্যে আছি। আমি কিছুই করতে পারতেসি না। আমার বিয়ের বয়স পাড় হয়ে যাচ্ছে। আমাকে সাহায্য করেন প্লিজ।
প্রথমত দোয়া করতে করতে নিরাশ হওয়া যাবেনা' এটা শয়তানের ধোকা ধরেন আপনি একজন উর্ধতন অফিসারের কাছে নিজের একটা ভালো ক্যারিয়ার বা চাকরির জন্য দরখাস্ত করলেন যেনো তেনো ভাবে' দরখাস্তের ভাষায় যদি আপনি অফিসার কে ইম্প্রেস না করতে পারেন তাহলে আপনার চাকরি টা কি হবে??? তেমনি আল্লাহর কাছেও আমাদের চাইতে যানতে হবে প্রথমত ৫ওয়াক্ত নামাজ সময়ের মধ্যেই আদায় করবেন' শুরুর দিকে প্রতিরাত কষ্ট হলেও তাহাজ্জুদ আদায় করুন নামাজের সিজদাহ্ এ যাওয়ার পর ৩বার কমন তসবিহ টা পরার পর আল্লাহর কাছে মন থেকে যা ইচ্ছা সুন্দর ভাবে চান প্রতি সিজদাহ্ তে ও চাইতে পারেন বা একদম শেষের সিজদাহ সময় লম্বা করে মোনাজাতে যা বলেন তা বলতে পারেন এরপর নামাজ শেষ করে এরপর প্রতি নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ পরবেন ৭০/১০০ বার পাঠ করবেন এরপর ১বার সুরা ইখলাস ১বার সুরা ফালাক ১বার সুরা নাস প্রত্যেক সুরার আগে বিসমিল্লাহ পড়া অবশ্যক এভাবে পড়ার পর মোনাজাত এর মত হাত উঠিয়ে হাতে ৩টা ফু দিবেন এরপর দু হাত মাথা থেকে পা অব্দি মাসেহ করে দিবেন এভাবে আরো ২বার উক্ত সুরা গুলি পাঠ করে একি নিয়মে মাসেহ করবেন' মোট ৯বার সুরাহ ৩বার মাসেহ শেষে মোনাজাত করবেন প্রথমে রসুলের (সঃ) উপর দরুদ এরপর আল্লাহর গুনগান এর কিছু দোয়া আছে অগুলা বলবেন (ইউটিউব এর পাবেন ছোট ছোট দোয়া গুলি) এরপর নিজের যত সমস্যা কষ্ট দুর্দশা আছে সব আল্লাহর কাছে খুলে বলবেন পরিশেষে আবারো দুরুদ পাঠ করে মোনাজাত শেষ করে দিবেন এভাবে আমল করুন ইনশাআল্লাহ আল্লাহই একমাত্র যথেষ্ট আমাদের জন্য এটা কোন কবিরাজি চিকিৎসা না এটা আল্লাহর ইবাদত এবং আল্লাহর কাছে নিজেকে শফে দেয়া
Assalamualaikum my request all Muslim brothers and sisters and respect person pray for me I am very tention and bad condition pray for me earlier recovery
আমি কখনো আমার সামীর পকেট থেকে টাকা চুরি করি নাই৷ কিলাভ চুরি করে৷ আলহামদুলিল্লাহ আমি যখন টাকা চাই তখন সে আমাকে দেয় আমার যখন যা প্রয়োজন আমি পাই৷ তাহলে শুধু শুধু কেন তার পকেট থেকে চুরি করবো৷ ❤❤❤❤❤🎉🎉🎉🎉
ধন্যবাদ হুজুর এই ভূল আমি করছিলাম এখন কথা হয় না আল্লাহ তাকে ভালো রাখুক আর তার মন থেকে আমাকে মুছে দিক সে আমাকে ভুলে জাক আল্লাহ্ আমাকে হেদায়াত দান করুক আমি আজকে দায় মুক্ত হইলাম😊😊😊
আসসালামুয়ালাইকুম হুজুর। হুজুর আমরা যে প্রেম করি দুই ফ্যামিলি কেউ রাজি না আমাদের বিয়ে দিতে তাহলে কি করা উচিত মেয়ে ইসলামিক ধার্মিক প্লিজ হুজুর উত্তরটা দিয়েব
Hujur ktha gulo shune valo laglo kintu amije amar mner manutake chhara bachbona or maya pre gechhi please airkom cre blona take anek ta valobasi jdi chharte hy tahle mrejaoya chhara kono upai na ami khub kshhte achhi hujur amake kono ekta pthdekhai doao dua cro ami jdi halal vabe pai amin summa ami 😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর আপনার কতা গুলো অনেক ভালো লাগে 🥰 হুজুর আমি অনেক চিন্তাই আছি বিয়ে করা নিয়ে তাই বিয়ে করতে ইচ্ছা হয় না বয় করে?? শারীরিক ক্ষমতা হারিয়ে ফেলছি মনে হয় তার বিকল্প আর কোনো রাস্তা আছে সুস্থ হবার জন্য
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ হযরত আমি আল্লামা হাফেজ জুবায়ের আহমেদ আনসারী কে এবং খালেদ সাইফুল আইয়ুবী মামুনুল হক ও শাহ আহমদ শফী হুজরতকে স্বপ্নের যুগে দেখেছি এবং আমি সকলের কপালে নামাজ পড়ার পর যেটা দাগ পরে এ দাগের মধ্যে আমি চুমা খেতেছি
আসসালামু আলাইকুম যদি ছেলে দূরে থাকে আর মোবাইলের মাধ্যমে বিয়ে করার ক্ষেত্রে যদি শুধু ছেলের পক্ষে সাক্ষী উপস্থিত থাকে আর মেয়ের পক্ষে কোনো সাক্ষী না থাকে তাহলে কি বিয়ে হবে হুজুর.?
হুজুর আমি জানতে চাই আমি একজন মহিলার নিরাপত্তার দায়িত্বে হিসাবে আছি সে নামাজ পরেনা পর্দা করেনা কিন্তু আমি আল্লাহ্ হুকুম মানার চেস্টা করি এতে আমার কোনো গুনাহ হবে কিনা বা এর থেকে বাচার উপায় কি।
মহিলার নিরাপত্তার দায়িত্ব পালন করলে সমস্যা নাই' কিন্তু আপনার চোখের দৃষ্টি নামিয়ে কাজ করতে হবে' কখনোই তার প্রতি আকৃষ্ট হয়ে অন্যকোনো ভাবনা মনে আনা যাবেনা' তাহলে আপনার কোনো গুনাহ হবেনা ভাই
আসসালামু আলাইকুম,, হুজুর আমি তো অবিবাহিত কিন্তু আমি সপ্নে দেখছি যে আমি বিবাহিত এবং আমার একটা মেয়েও আছে প্রায় ওর ৭বা৮মাস হবে এখন এই সপ্নের ব্যখাটা যদি একটু বলতেন আর যেই ছেলেটাকে ভালোবাসি তার বউ দেখলাম আমি,,, হুজুর দয়া করে এই সপ্নের ব্যাখা একটু বলে দেন।।।
শাইখের একটা ভিডিও দেখি যে দুইজন প্রাপ্ত বয়স্ক সাক্ষীর উপস্থিতিতে ছেলে মেয়েকে প্রস্তাব দিলে বিয়ে হয়ে যায়। এখানে বুঝতে পারছিলামনা যে দুইজন ছেলে অথবা দুইজন মেয়ে একজন ছেলে সাক্ষি রাখতে হবে। না বুঝার কারনে একজন ছেলে এবং একজন মেয়ে সাক্ষীর উপস্থিতিতে বিয়ে করা হয়। এখন বিয়েটা কি হবে? সাক্ষি দুইজন প্রাপ্ত বয়স্ক ছিলো এবং ছেলে মেয়েও প্রাপ্ত বয়স্ক ছিলো
আমার সামি আমাকে বিয়ে করার পরে ডিভোর্স পেপারে সাইন নিয়েছিলো তার পরে আবার আমাকে রেখে এসে আবার নিয়ে এসেছে যে তুমি আমার বউ আছো ওই কাগজ আমি নষ্ট করে ফেলেছি এখন ২ মাস পরে আবার😥 বলছে আমি তার বউ নাই আমি সত্যি তার বউ নাই আমাকে বলবেন প্লিজ হুজুর
আসসালামু আলাইকুম জি আমি একটু আগে স্বপ্নে দেখলাম (ভোর-৪:৩৯ am)) আমার প্রিয় মানুষটা আমাকে ইগনোর করে অন্য একটা মেয়ের সাথে মেসেজ ই কথা বলছে এর মানের কি প্লিজ বলে দিন রিপ্লাই দিন প্লিজ 😭😭😭
হুজুর আমার একটা প্রশ্ন ছিলো? ভালোবাসার মোহে শয়তানের দোকায় অবৈধ সম্পর্কে জডিয়ে পরি কিন্তু আমি জানি তাকে বিয়ে করা ফরজ। কিন্তু সমাজের মানুষ ও পরিবার তাকে বিয়ে করার বিষয়টা মেনে নিবেন না,,, সেক্ষেত্রে আমি এখন কি করবো। আমি তো পাপ কাজে লিপ্ত হয়েছি,না পারছি পরিবারের উপরে কথা বলতে না পারছি তাকে ছারতে।কেউ কোনো বাজে মন্তব্য না করলে খুশি হবো!
আমি আমার প্রেমিকের সাথে সামনে বসে তিনবার কবুল বলেছিলাম। আমার প্রেমিক আমাকে প্রস্তাব করেছিলো যে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি, আমি বলছিলাম আলহামদুলিল্লাহ আমি রাজি, তার পর ২ জনেই ৩ বার করে কবুল বলেছি, আর সামনে ১৮ বছরের উপরে ২ টা ছেলে আর ১ মেয়ে উপস্থিত ছিলো, আমরাও প্রাপ্ত বয়স্ক ছিলাম। এখন কি আমাদের বিয়ে হয়ে গেছে...? প্লিজ কেও জানাবেন..😢😢
হুজুর আমাদের বিয়ে পড়ানোর সময় কাজি ২বার করে কবুল বলায়ছে বিয়ে হয়েছে কিনা?? আর এই বিয়েতে আমাদের দুইজনেরই সম্মতি ছিলো ❤আমাদের দুইবার কবুল বলানো হয়েছে বিয়েটাকি হয়েছে ইসলামিক মতো প্লিজ হুজুর রিপ্লাইটা চাই 😢
হুজুর এ প্রশ্নের উত্তরটা জানাবেন দয়া করে মেয়ের বয়স ১৯ ছেলের বয়স ২১ এখন তারা মা-বাবাকে না জানিয়ে বিয়ে করেছে দুইজন সাক্ষী রেখে এখন বিয়ে কি হবে নাকি হবে না
আসসালামু আলাইকুম হুজুর কেউ যদি কোরআন শরীফ সামনে রেখে মোবাইলে সামনে কোনআন ধরে বিয়ে করলে কি বিয়ে টা হবে কোরআন শরীফ কে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে টা কবুল বললে কবুল হবে
ইসলামে বিয়ের রুকন বা মৌলিক ভিত্তি এক. বর-কনে উভয়ে বিয়ে সংঘটিত হওয়ার ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্ত হওয়া। দুই. ইজাব বা প্রস্তাবনা: এটি হচ্ছে বরের কাছে মেয়ের অভিভাবক বা তার প্রতিনিধির পক্ষ থেকে বিয়ের প্রস্তাব উপস্থান করা। যেমন, ‘আমি অমুককে তোমার কাছে বিয়ে দিলাম’ অথবা এ ধরনের অন্য কোনভাবে প্রস্তাব পেশ করা। তিন: কবুল বা গ্রহণ করা: এটি বর বা তার প্রতিনিধির সম্মতিসূচক বাক্য। যেমন, ‘আমি কবুল বা গ্রহণ করলাম’ ইত্যাদি। বিয়ে শুদ্ধ হওয়ার শর্ত (১) বর-কনে উভয়কে গ্রহণযোগ্যভাবে নির্দিষ্ট করে নেয়া। (২) বর-কনে একে অন্যের প্রতি সন্তুষ্ট হওয়া। রাসুল (সা.) বলেন, ‘স্বামীহারা নারী (বিধবা বা তালাকপ্রাপ্তা)-কে তার সিদ্ধান্ত ছাড়া (অর্থাৎ পরিষ্কারভাবে তাকে বলে তার কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে) বিয়ে দেয়া যাবে না। কুমারী মেয়েকে তার সম্মতি (কথার মাধ্যমে অথবা চুপ থাকার মাধ্যমে) ছাড়া বিয়ে দেয়া যাবে না। লোকেরা জিজ্ঞেস করল, ইয়া রাসুলুল্লাহ (সাঃ)! কেমন করে তার সম্মতি জানব? তিনি বললেন, চুপ করে (লজ্জার দরুন) থাকাটাই তার সম্মতি। ’ (বুখারি, হাদিস নং : ৪৭৪১) (৩) বিয়ের আকদ (চুক্তি) করানোর দায়িত্ব মেয়ের অভিভাবককে পালন করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বিয়ে দেয়ার জন্য অভিভাবকদের প্রতি নির্দেশনা জারি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা তোমাদের মধ্যে অবিবাহিত নারী-পুরুষদের বিবাহ দাও। ’ (সুরা নুর, ২৪:৩২) রাসুল (সা.) বলেন, ‘যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। ’ (তিরমিজি, হাদিস নং : ১০২১) (৪) বিয়ের আকদের সময় সাক্ষী রাখতে হবে। রাসুল (সা.) বলেন, ‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই। ’ (সহিহ জামে, হাদিস নং : ৭৫৫৮) সাক্ষী এমন দুইজন পুরুষ (স্বাধীন) সাক্ষী বা একজন পুরুষ (স্বাধীন) ও দুইজন মহিলা সাক্ষী হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য উপস্থিত থেকে শুনতে পায়। (আদ-দুররুল মুখতার-৩/৯; ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮) বিয়ের প্রচারণা নিশ্চিত করাও জরুরি। রাসুল (সা.) বলেন, ‘তোমরা বিয়ের বিষয়টি ঘোষণা কর। ’ (মুসনাদে আহমাদ, হাদিস নং: ১০৭২) কনের অভিভাবক হওয়ার জন্য শর্ত ১. সুস্থ মস্তিষ্কসম্পন্ন হওয়া। ২. প্রাপ্তবয়স্ক হওয়া। ৩. দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত হওয়া। ৪.অভিভাবক কনের ধর্মানুসারী হওয়া। সুতরাং কোনো অমুসলিম ব্যক্তি মুসলিম নর-নারীর অভিভাবক হতে পারবে না। ৫. ন্যায়পরায়ণ হওয়া। অর্থাৎ ফাসেক না হওয়া। কিছু কিছু আলেম এ শর্তটি আরোপ করেছেন। অন্যেরা বাহ্যিক ‘আদালত’কে (ধর্মভীরুতা) যথেষ্ট বলেছেন। আবার কারো কারো মতে, যাকে তিনি বিয়ে দিচ্ছেন তার কল্যাণ বিবেচনা করার মত যোগ্যতা থাকলেও চলবে। ৬.পুরুষ হওয়া। প্রিয় নবী (সা.) বলেন, ‘এক নারী অন্য নারীকে বিয়ে দিতে পারবে না। অথবা নারী নিজে নিজেকে বিয়ে দিতে পারবে না। ব্যভিচারিনী নিজে নিজেকে বিয়ে দেয়। ’ (ইবনে মাজাহ, হাদিস নং : ১৭৮২; সহিহ জামে : ৭২৯৮) ৭. বিয়ের ক্ষেত্রে বর-কনের ‘কুফু’ বা সমতা ও অন্যান্য কল্যাণের দিক বিবেচনা করতে পারার যোগ্যতাবান হওয়া। ফিকাহবিদরা অভিভাবকদের ধারা নির্ধারণ করেছেন। সুতরাং কাছের অভিভাবক থাকতে দূরের অভিভাবকের অভিভাবকত্ব গ্রহণযোগ্য নয়। কাছের অভিভাবক না থাকলে দূরের অভিভাবক গ্রহণযোগ্য হবে।
হুজুরের কাছে আমার একটা প্রস্ন বিয়ের সময় মেয়ের সাক্ষি আছে কিন্তু ছেলের সাথে কেও নেই তাহলে সেই বিয়ে কি জায়েজ হবে। ছেলে মেয়ে যদি নিজেরা নিজেরা বিয়ে করে ছেলের ও মেয়ের কারও সাক্ষি থাকলো না সে বিয়ে কি জায়েজ হবে
হুজুর আসসালামু আলাইকুম কেউ যদি বলে মসজিদে আজান দিচ্ছে৷ আর বলে কোরআনের কসম করে আমাকে কবুল বল তিন বার এবং ছেলেটাও এটাই করে তাহলে কি স্বামী স্ত্রী র মত হবে সম্পর্ক টা তো মনের ব্যবপার বাবা মা কে জানাতে কিন্তু একটু দেরি হবে এটা কি হয়েছে কারন কোরআন হচ্ছে আগুন পৃথিবীর সবচেয়ে বড় সত্যি আল্লাহর কালাম
যেটার নিয়ম ইসলামের শরিয়তে যেভাবে আছে সেভাবেই করতে হবে' কোরান কেনো যদি আপনারা ছেলে মেয়ে দুজন আল্লাহর ক্বাবা ঘরের সামনে গিয়েও নিজেদের মধ্যে কবুল বলে বলে বিয়ে পড়ান বা বিয়ে করেন তাও বিয়ে হবেনা' বিয়ে ছেলের পক্ষে যে কোন সাক্ষি মেয়ের পক্ষে মেয়ের নিজের বাবা/ভাই/মা/মামা/দাদা/দাদি/নানা নানি থাকতে হবে এরপর ভালো একজন কাজী/ইমাম ডেকে বিয়ে পড়াতে হবে আপনাদের পরিবার যদি মানতে দেরি করে তাহলে হালাল সম্পর্ক চালিয়ে যান ফিসিকালে যাওয়ার বাহান খুজার দরকার নাই ফিসিকাল সম্পর্কে যাওয়ার এতই তাড়া থাকলে আপনাদের একমাত্র আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারবেনা ধন্যবাদ ❤
ইসলামে বিয়ের রুকন বা মৌলিক ভিত্তি এক. বর-কনে উভয়ে বিয়ে সংঘটিত হওয়ার ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্ত হওয়া। দুই. ইজাব বা প্রস্তাবনা: এটি হচ্ছে বরের কাছে মেয়ের অভিভাবক বা তার প্রতিনিধির পক্ষ থেকে বিয়ের প্রস্তাব উপস্থান করা। যেমন, ‘আমি অমুককে তোমার কাছে বিয়ে দিলাম’ অথবা এ ধরনের অন্য কোনভাবে প্রস্তাব পেশ করা। তিন: কবুল বা গ্রহণ করা: এটি বর বা তার প্রতিনিধির সম্মতিসূচক বাক্য। যেমন, ‘আমি কবুল বা গ্রহণ করলাম’ ইত্যাদি। বিয়ে শুদ্ধ হওয়ার শর্ত (১) বর-কনে উভয়কে গ্রহণযোগ্যভাবে নির্দিষ্ট করে নেয়া। (২) বর-কনে একে অন্যের প্রতি সন্তুষ্ট হওয়া। রাসুল (সা.) বলেন, ‘স্বামীহারা নারী (বিধবা বা তালাকপ্রাপ্তা)-কে তার সিদ্ধান্ত ছাড়া (অর্থাৎ পরিষ্কারভাবে তাকে বলে তার কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে) বিয়ে দেয়া যাবে না। কুমারী মেয়েকে তার সম্মতি (কথার মাধ্যমে অথবা চুপ থাকার মাধ্যমে) ছাড়া বিয়ে দেয়া যাবে না। লোকেরা জিজ্ঞেস করল, ইয়া রাসুলুল্লাহ (সাঃ)! কেমন করে তার সম্মতি জানব? তিনি বললেন, চুপ করে (লজ্জার দরুন) থাকাটাই তার সম্মতি। ’ (বুখারি, হাদিস নং : ৪৭৪১) (৩) বিয়ের আকদ (চুক্তি) করানোর দায়িত্ব মেয়ের অভিভাবককে পালন করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বিয়ে দেয়ার জন্য অভিভাবকদের প্রতি নির্দেশনা জারি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা তোমাদের মধ্যে অবিবাহিত নারী-পুরুষদের বিবাহ দাও। ’ (সুরা নুর, ২৪:৩২) রাসুল (সা.) বলেন, ‘যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। ’ (তিরমিজি, হাদিস নং : ১০২১) (৪) বিয়ের আকদের সময় সাক্ষী রাখতে হবে। রাসুল (সা.) বলেন, ‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই। ’ (সহিহ জামে, হাদিস নং : ৭৫৫৮) সাক্ষী এমন দুইজন পুরুষ (স্বাধীন) সাক্ষী বা একজন পুরুষ (স্বাধীন) ও দুইজন মহিলা সাক্ষী হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য উপস্থিত থেকে শুনতে পায়। (আদ-দুররুল মুখতার-৩/৯; ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮) বিয়ের প্রচারণা নিশ্চিত করাও জরুরি। রাসুল (সা.) বলেন, ‘তোমরা বিয়ের বিষয়টি ঘোষণা কর। ’ (মুসনাদে আহমাদ, হাদিস নং: ১০৭২) কনের অভিভাবক হওয়ার জন্য শর্ত ১. সুস্থ মস্তিষ্কসম্পন্ন হওয়া। ২. প্রাপ্তবয়স্ক হওয়া। ৩. দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত হওয়া। ৪.অভিভাবক কনের ধর্মানুসারী হওয়া। সুতরাং কোনো অমুসলিম ব্যক্তি মুসলিম নর-নারীর অভিভাবক হতে পারবে না। ৫. ন্যায়পরায়ণ হওয়া। অর্থাৎ ফাসেক না হওয়া। কিছু কিছু আলেম এ শর্তটি আরোপ করেছেন। অন্যেরা বাহ্যিক ‘আদালত’কে (ধর্মভীরুতা) যথেষ্ট বলেছেন। আবার কারো কারো মতে, যাকে তিনি বিয়ে দিচ্ছেন তার কল্যাণ বিবেচনা করার মত যোগ্যতা থাকলেও চলবে। ৬.পুরুষ হওয়া। প্রিয় নবী (সা.) বলেন, ‘এক নারী অন্য নারীকে বিয়ে দিতে পারবে না। অথবা নারী নিজে নিজেকে বিয়ে দিতে পারবে না। ব্যভিচারিনী নিজে নিজেকে বিয়ে দেয়। ’ (ইবনে মাজাহ, হাদিস নং : ১৭৮২; সহিহ জামে : ৭২৯৮) ৭. বিয়ের ক্ষেত্রে বর-কনের ‘কুফু’ বা সমতা ও অন্যান্য কল্যাণের দিক বিবেচনা করতে পারার যোগ্যতাবান হওয়া। ফিকাহবিদরা অভিভাবকদের ধারা নির্ধারণ করেছেন। সুতরাং কাছের অভিভাবক থাকতে দূরের অভিভাবকের অভিভাবকত্ব গ্রহণযোগ্য নয়। কাছের অভিভাবক না থাকলে দূরের অভিভাবক গ্রহণযোগ্য হবে।
Hujr plz reply deban... Phone biya hole aita ki sotik hobe.cale dashe bahire. Ami 4 jon Shakkki rake kagi office giya ukil deya biya kori. Biyar kicu din por dibours hoya Jay o amk phone massage deya taluk bole. Nij kane suni ni. Ai biya ta ki rell hoice ar talouk ta. Reply plz...
একটা বিষয়ে আমার জানার আছে ? আমদের বিয়ে হয়েছে 9 মাস হচ্ছে কিন্তু আমাদের যে বিয়ে পড়িয়ে ছিলেন তিনি আমায় 1 বার কবুল বলিয়ে ছিলেন আর আমার হাসবেন্ড কে দুই বার আমার জানা মতে 3 বার করে কবুল বলতে হয় এই বিয়ে টা কি সম্পূর্ণ হলো একটু বলবেন
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
এই ওয়াজ টা শুনে মনে শান্তি পেলাম।
আমারা যারা সুস্থ আছি সবাই আলহামদুলিল্লাহ বলি ❤️
Alhamdulillah
Alhamdulillah 😊
Alhamdulillah
মাশাল্লাহ
কালেমার দাওয়াত দিয়া গেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ 💞💞💞🕋🕋🕋💗💗💗💗🇧🇩🤲🤲🕋🕋🕋💗💗
ধন্যবাদ,,,,উত্তর টা জেনে অনেক উপকৃত হলাম,আল্লাহ মাফ করুক 🤲
Mashaallah. 👍🏻 Nice waz ❤✨
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ❤❤❤
আল্লাহ আপনাকে সর্বদা ঈমানের পথে রাখুক আল্লাহ আপনার মনের ভিতর প্রশান্তি দান করুক আল্লাহ আপনাকে সুস্থ রাখুক আমিন
ওয়াজ,,টা,শুনে,,,খুশি,,হইলাম
সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন সব গুলো রোজা রাখতে পারি
আজ হুজুরকে সপ্নে দেখেছি. উনি অজু করার জন্য অপেক্ষা করছিলেন. আমি কথা বলতে গেলে উনি বললেন আসরের পরে..এরপর ঘুম ভেঙ্গে গিয়েছে 😢
Allahamduliah allahdulilh allahamduliah allahdulilh allahamduliah allahdulilh allahamduliah allahdulilh allahamduliah allahdulilh allahamduliah allahdulilh allahamduliah allahdulilh mashallah 🥰
শায়েখ আহমাদুল্লাহ নাকি
@@rknorofficial ji
ওহ
কোন হুজুর 😮
ওয়াজটা শুনে খুশি হলাম
হুজুর গুরুত্বপূর্ণ কথা বলেছেন।এখানে জানার এবং বোঝার আছে অনেক কিছু।আল্লাহ আমরা তোমার নিয়ম অনুযায়ী পালন করতে পারি সেই তৌফিক দান করুন।আমিন🤲🤲🤲🤲
I love you allah 🥰🥰🥰 I love you too allah mashallah 🥰🥰🥰🥰❤❤❤❤
আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করে দেয় সবাই দোয়া করবেন আমিন
দোয়া করি আল্লাহ যেন আপনার মনের আসা পুরন করে আমিন
আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিক। আমিন
আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করে দিন এবং আমার মনের আশা ও পূরণ করে দিন।আমিন।
Onk valo akta oyaj
আসসালামু আলাইকুম, আমি আপনার লেকচার দেখলেই শুনি। আপনার রেফারেন্স টানি। আমি একজন মেয়ে, ছোটকাল থেকে আত্নীয় স্বজনের কুফুরি কালামের শিকার হইসি। পাগল হয়ে যাবার মত অবস্থা ছিল। আমার বিয়েটাও আটকানো। বাসায় অনেক তাবিজ, পেরেক এটা সেটা বিভিন্ন সময়ে পাওয়া গেছে। সরল সহজ মা বাবা আমার, আত্নীয় স্বজন যা দিত পিঠা বানায়, খেতাম। পরে জেনেছি মিষ্টি খাইয়েও অনেক কিছু করা হয়। আমি দোয়া কালাম পড়ে হাল ছেড়ে দিয়েছি৷ কিছু শুভাকাঙ্ক্ষী বলে আপনার নিকটে যেতে যাতে ভালো কোন কবিরাজ আমার চিকিৎসা করতে পারে। আমি খুব সমস্যার মধ্যে আছি। আমি কিছুই করতে পারতেসি না। আমার বিয়ের বয়স পাড় হয়ে যাচ্ছে। আমাকে সাহায্য করেন প্লিজ।
Allah apnar সমস্যার সমাধান দিক৷
দোয়া করি।
আপনার জন্য মায়া লাগলো
প্রথমত দোয়া করতে করতে নিরাশ হওয়া যাবেনা' এটা শয়তানের ধোকা
ধরেন আপনি একজন উর্ধতন অফিসারের কাছে নিজের একটা ভালো ক্যারিয়ার বা চাকরির জন্য দরখাস্ত করলেন
যেনো তেনো ভাবে' দরখাস্তের ভাষায় যদি আপনি অফিসার কে ইম্প্রেস না করতে পারেন তাহলে আপনার চাকরি টা কি হবে???
তেমনি আল্লাহর কাছেও আমাদের চাইতে যানতে হবে
প্রথমত ৫ওয়াক্ত নামাজ সময়ের মধ্যেই আদায় করবেন' শুরুর দিকে প্রতিরাত কষ্ট হলেও তাহাজ্জুদ আদায় করুন
নামাজের সিজদাহ্ এ যাওয়ার পর ৩বার কমন তসবিহ টা পরার পর আল্লাহর কাছে মন থেকে যা ইচ্ছা সুন্দর ভাবে চান
প্রতি সিজদাহ্ তে ও চাইতে পারেন
বা একদম শেষের সিজদাহ সময় লম্বা করে মোনাজাতে যা বলেন তা বলতে পারেন এরপর নামাজ শেষ করে
এরপর প্রতি নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ পরবেন ৭০/১০০ বার
পাঠ করবেন
এরপর ১বার সুরা ইখলাস
১বার সুরা ফালাক
১বার সুরা নাস
প্রত্যেক সুরার আগে বিসমিল্লাহ পড়া অবশ্যক
এভাবে পড়ার পর মোনাজাত এর মত হাত উঠিয়ে হাতে ৩টা ফু দিবেন
এরপর দু হাত মাথা থেকে পা অব্দি মাসেহ করে দিবেন
এভাবে আরো ২বার উক্ত সুরা গুলি পাঠ করে একি নিয়মে মাসেহ করবেন'
মোট ৯বার সুরাহ
৩বার মাসেহ
শেষে মোনাজাত করবেন
প্রথমে রসুলের (সঃ) উপর দরুদ
এরপর আল্লাহর গুনগান এর কিছু দোয়া আছে অগুলা বলবেন (ইউটিউব এর পাবেন ছোট ছোট দোয়া গুলি)
এরপর নিজের যত সমস্যা কষ্ট দুর্দশা আছে সব আল্লাহর কাছে খুলে বলবেন
পরিশেষে আবারো দুরুদ পাঠ করে
মোনাজাত শেষ করে দিবেন
এভাবে আমল করুন ইনশাআল্লাহ আল্লাহই একমাত্র যথেষ্ট আমাদের জন্য
এটা কোন কবিরাজি চিকিৎসা না এটা আল্লাহর ইবাদত এবং আল্লাহর কাছে নিজেকে শফে দেয়া
Same obbustate achi
😮😮😮😮😮
সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে দেন আমিন
দোয়া করি আল্লাহ যেন আপনার মনের আসা পুরন করে দেয় আমিন
@AbdusSatter-cz7tm আলহামদুলিল্লাহ
@AbdusSatter-cz7tm আমার একটাই আশা আল্লাহ যেন আমাকে একটা নেক সন্তান দান করেন
দোয়া করি আপনার মনের আশা যেন আল্লাহ পূরন করে আমিন❤❤❤
Allah jeno sobar moner nek asha puron kore
আপনি সত্যিই বলেছেন
Thanks a ansartar jonno❤❤❤
সুবহানাল্লাহ।
Assalamualaikum my request all Muslim brothers and sisters and respect person pray for me I am very tention and bad condition pray for me earlier recovery
Allah swt bless you!
Pray for me too ( same situation)
আমি কখনো আমার সামীর পকেট থেকে টাকা চুরি করি নাই৷ কিলাভ চুরি করে৷ আলহামদুলিল্লাহ আমি যখন টাকা চাই তখন সে আমাকে দেয় আমার যখন যা প্রয়োজন আমি পাই৷ তাহলে শুধু শুধু কেন তার পকেট থেকে চুরি করবো৷ ❤❤❤❤❤🎉🎉🎉🎉
মাশাআল্লাহ
কবুল না বলে আলহামদুলিল্লাহ আমি রাজি বললে বিবাহ হবে। কবুল না বলে আলহামদুলিল্লাহ আমি রাজি বললে বিবাহ হবে
ওয়াজ টা সুনে অনেক ভালো লাগলো
হুজুরের কথাগুলো অনেক ভালো লাগে
অনেক সুন্দর বয়ান করেন হুজুর ❤❤
লা ইলা হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
Alhamdulillah Alhamdulillah Alhamdulillah
আমি একটা কথা অনেক বার দেখেছি সেটা হলো মা বাবার অমতে বিয়ে করলে সেই বিয়ে বাতিল বাতিল বাতিল বলেছেন আমার প্রিয় রাসূল (সাঃ)।
দলিল দেন
মা-বাবার কথা কোথায় বলা আছে দলিল দেন?
ইসলামে নিজের পছন্দে বিয়ে করার কথা বলা হয়েছে
না এই কথার কোনো দলিল নেই
প্রাপ্ত বয়স্ক হলে কোনো সমস্যা নাই
Allah hu akbar ❤ yaa rasul allah ❤
ধন্যবাদ হুজুর এই ভূল আমি করছিলাম এখন কথা হয় না আল্লাহ তাকে ভালো রাখুক আর তার মন থেকে আমাকে মুছে দিক সে আমাকে ভুলে জাক আল্লাহ্ আমাকে হেদায়াত দান করুক আমি আজকে দায় মুক্ত হইলাম😊😊😊
হুজুর আপনারওয়াজঅনেক ভালো লাগে
আমি এখন কি করতে পারি বাবা আমার একটা প্রশ্ন ছিল আমি আমার মা-বাবাকে অপেন করতে চাই কিন্তু আমার ছোট ভাইয়ের জন্য আমি পারিনা আসসালামু আলাইকুম হুজুর
আসসালামুয়ালাইকুম হুজুর। হুজুর আমরা যে প্রেম করি দুই ফ্যামিলি কেউ রাজি না আমাদের বিয়ে দিতে তাহলে কি করা উচিত মেয়ে ইসলামিক ধার্মিক প্লিজ হুজুর উত্তরটা দিয়েব
হুজুর সাহেব আমার জন্য দোয়া করবেন আল্লাহ জেনো আমার মনের আশা পুরোন করেন
Hujur ktha gulo shune valo laglo kintu amije amar mner manutake chhara bachbona or maya pre gechhi please airkom cre blona take anek ta valobasi jdi chharte hy tahle mrejaoya chhara kono upai na ami khub kshhte achhi hujur amake kono ekta pthdekhai doao dua cro ami jdi halal vabe pai amin summa ami 😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর
আপনার কতা গুলো অনেক ভালো লাগে 🥰
হুজুর আমি অনেক চিন্তাই আছি বিয়ে করা নিয়ে
তাই বিয়ে করতে ইচ্ছা হয় না বয় করে??
শারীরিক ক্ষমতা হারিয়ে ফেলছি মনে হয়
তার বিকল্প আর কোনো রাস্তা আছে সুস্থ হবার জন্য
ami onek khusi sholam pursnota sune
আলহামদুলিল্লাহ
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ হযরত আমি আল্লামা হাফেজ জুবায়ের আহমেদ আনসারী কে এবং খালেদ সাইফুল আইয়ুবী মামুনুল হক ও শাহ আহমদ শফী হুজরতকে স্বপ্নের যুগে দেখেছি এবং আমি সকলের কপালে নামাজ পড়ার পর যেটা দাগ পরে এ দাগের মধ্যে আমি চুমা খেতেছি
আসসালামুআলাইকুম ,, হুজুর কাজ করার পর পারিশ্রমি না দিলে তার শাস্তি কি,
Amin
A66a hujur jodi biye sakkhi chara hoyna, tahole talaq a sikkhir proyojon nei kno plz janaba
আজ আপনাকে প্রথমবার ডাইরেক্ট উত্তর দিতে দেখলাম। আলহামদুলিল্লাহ।
আস্সালামুয়ালাইকুম ওয়ার রহমা তুললা
Hujur ami apnake sopne dekhechi apnar sathe rastay kotha bolte bolte rastay hatchi tar por noukay chore nodi parchi.
Good answer
আলহামদুলিল্লাহ ❤❤❤
হুজুকে কিছু জিজ্ঞেস করলে কি বাবে করবো একটু বলবেন প্লিজ
হুজুর.... আল্লাহ কাছে কোনো মেয়ে যদি কোনো ছেলের জন্য কাঁদে তাহলে কি গুনাহ হবে প্রিজ বলেন💝😓
😂😂
শেরেক হবে🤪🙊🤭🤭🤭
Amar isse ase freelancer howar.....amar jonno shobai dowa rakhben ......
এতো কমেন্ট দেখে
আমি জে কি কমেন্ট করবো বুঝতে পারছি না 😢😢
আল্লাহ আমাদেৱ মাফ কৱুন আমিন
আসসালামু আলাইকুম
যদি ছেলে দূরে থাকে আর মোবাইলের মাধ্যমে বিয়ে করার ক্ষেত্রে যদি শুধু ছেলের পক্ষে সাক্ষী উপস্থিত থাকে আর মেয়ের পক্ষে কোনো সাক্ষী না থাকে তাহলে কি বিয়ে হবে হুজুর.?
Allhamdullilah
Please help...ami akjonke abeger bose tinbar kobul bole6ilam...ami bujte par6ina je sei biye ta kobul hoye gache ki na...plz kew bolen😢
Sakki na thakle Biye hobe na.. Duijon lagbe must...tao kono hojur er sathe kotha bolen...
Allah tomar Kase akantoi chauya Jake Ami tinbar kobul ble i take amr biye korar toufic Dan Koro
Assalamualaikum hujor ami akta jinis jante cai
MashaAllah
আসসালামুয়ালাইকুম হুজুর আমার কাজী বিয়ে হইছে,এখন কি আমি যার সাথে কাজী বিয়ে হইছে তার সাথে দেখা করতে পারবো?????
হুজুর আমি জানতে চাই আমি একজন মহিলার নিরাপত্তার দায়িত্বে হিসাবে আছি সে নামাজ পরেনা পর্দা করেনা কিন্তু আমি আল্লাহ্ হুকুম মানার চেস্টা করি এতে আমার কোনো গুনাহ হবে কিনা বা এর থেকে বাচার উপায় কি।
মহিলার নিরাপত্তার দায়িত্ব পালন করলে সমস্যা নাই' কিন্তু আপনার চোখের দৃষ্টি নামিয়ে কাজ করতে হবে' কখনোই তার প্রতি আকৃষ্ট হয়ে অন্যকোনো ভাবনা মনে আনা যাবেনা' তাহলে আপনার কোনো গুনাহ হবেনা ভাই
হুজুর কোরআন শরিফ ছুয়ে ফোনে বিয়ে করলে হবে কিনা আশা করি জানাবেন
Qur’an sofoth korai to shirik eta abr jayez hoi ki kore
না ১০০ বার জায়েজ নেই
Amar family ke amar biyar kotha bolchi but amar family akhhon na kore diche ami ki korbo bojtachi na
আমি রিলেশন থেকে বেরিয়ে এসেছি কিন্তু তাকে বিয়ে করার কথা দিয়েছি পরে কি এই কথা রাখতে হবে?
Baba mar omote valobasar Manus k biye korli sey biye kobul Hobe ki??
আসসালামু আলাইকুম,,
হুজুর আমি তো অবিবাহিত কিন্তু আমি সপ্নে দেখছি যে আমি বিবাহিত এবং আমার একটা মেয়েও আছে প্রায় ওর ৭বা৮মাস হবে এখন এই সপ্নের ব্যখাটা যদি একটু বলতেন আর যেই ছেলেটাকে ভালোবাসি তার বউ দেখলাম আমি,,, হুজুর দয়া করে এই সপ্নের ব্যাখা একটু বলে দেন।।।
এই হুজুরের কথা গুলো ভালো লাগে
আসেন একে অপরকে সাপোর্ট করে দেই❤❤
আমাদের এখানে মসজিদ ছুয়ে বলছে আমরা স্বামী স্ত্রী আজকে থেকে, হুজুর এটা কি হবে।
শাইখের একটা ভিডিও দেখি যে দুইজন প্রাপ্ত বয়স্ক সাক্ষীর উপস্থিতিতে ছেলে মেয়েকে প্রস্তাব দিলে বিয়ে হয়ে যায়। এখানে বুঝতে পারছিলামনা যে দুইজন ছেলে অথবা দুইজন মেয়ে একজন ছেলে সাক্ষি রাখতে হবে। না বুঝার কারনে একজন ছেলে এবং একজন মেয়ে সাক্ষীর উপস্থিতিতে বিয়ে করা হয়। এখন বিয়েটা কি হবে? সাক্ষি দুইজন প্রাপ্ত বয়স্ক ছিলো এবং ছেলে মেয়েও প্রাপ্ত বয়স্ক ছিলো
আমার সামি আমাকে বিয়ে করার পরে ডিভোর্স পেপারে সাইন নিয়েছিলো তার পরে আবার আমাকে রেখে এসে আবার নিয়ে এসেছে যে তুমি আমার বউ আছো ওই কাগজ আমি নষ্ট করে ফেলেছি এখন ২ মাস পরে আবার😥 বলছে আমি তার বউ নাই আমি সত্যি তার বউ নাই আমাকে বলবেন প্লিজ হুজুর
Apni tar ekhon kisui na
Apni tar ekhon kisui na
আসসালামু আলাইকুম জি আমি একটু আগে স্বপ্নে দেখলাম (ভোর-৪:৩৯ am)) আমার প্রিয় মানুষটা আমাকে ইগনোর করে অন্য একটা মেয়ের সাথে মেসেজ ই কথা বলছে এর মানের কি প্লিজ বলে দিন রিপ্লাই দিন প্লিজ 😭😭😭
হুজুর আমার একটা প্রশ্ন ছিলো?
ভালোবাসার মোহে শয়তানের দোকায় অবৈধ সম্পর্কে জডিয়ে পরি কিন্তু আমি জানি তাকে বিয়ে করা ফরজ। কিন্তু সমাজের মানুষ ও পরিবার তাকে বিয়ে করার বিষয়টা মেনে নিবেন না,,, সেক্ষেত্রে আমি এখন কি করবো। আমি তো পাপ কাজে লিপ্ত হয়েছি,না পারছি পরিবারের উপরে কথা বলতে না পারছি তাকে ছারতে।কেউ কোনো বাজে মন্তব্য না করলে খুশি হবো!
আপনার উচিত বিয়ে করা,,, কারণ বিবাহ যোগগো ছেলে মেয়েকে জোর করে বিবাহ দেওয়া র অধিকার আল্লাহ পিতা মাতাকে দেননি
Hujur er number kothay pawa jabe? Khub besi proyojon
আমি আমার প্রেমিকের সাথে সামনে বসে তিনবার কবুল বলেছিলাম। আমার প্রেমিক আমাকে প্রস্তাব করেছিলো যে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি, আমি বলছিলাম আলহামদুলিল্লাহ আমি রাজি, তার পর ২ জনেই ৩ বার করে কবুল বলেছি, আর সামনে ১৮ বছরের উপরে ২ টা ছেলে আর ১ মেয়ে উপস্থিত ছিলো, আমরাও প্রাপ্ত বয়স্ক ছিলাম। এখন কি আমাদের বিয়ে হয়ে গেছে...? প্লিজ কেও জানাবেন..😢😢
Amr jnne sobai dua korben, ami jeno GST te chance pai..
Sakkhi na niye kobul bolle kichu hoy na taina aktu riply diben plz
Alhmdulillah
আমরা ওয়াফক জমি বাড়ি বানাইছি ৷মরজিদে জায়গা টাকা দিয়ে কিনেছি এখনো দলিল হয়নি এখন কি দলিল করতে।পারবো জানাবেন
Right
হুজুর আমাদের বিয়ে পড়ানোর সময়
কাজি ২বার করে কবুল বলায়ছে বিয়ে হয়েছে কিনা?? আর এই বিয়েতে আমাদের দুইজনেরই সম্মতি ছিলো ❤আমাদের দুইবার কবুল বলানো হয়েছে বিয়েটাকি হয়েছে ইসলামিক মতো প্লিজ হুজুর রিপ্লাইটা চাই 😢
আল্লাহকে সাক্ষী রেখে যদি কবুল বলা হয় বিয়ে কি হয়ে যাবে
হুজুর আমারা সুনেছি ফরজ গোসল না করেও জদি সেহেরি খাওয়া যায় তাহলে কি অন্য সময় ও কি গোসল ফরজ হলে খাবার খাওয়া জাবে বলবেনকি
কেউ জানলে বলবেন
Khabar khawa jabe Tobe roja hobena age foroj gosol Korte Kore hobe
আমি অনেক বার হুজুর কে স্বপ্নে মুলাকাত করতে দেখছি আমার সাথে
Alhamdulillah
হাওয়া আদমের বিবাহ কোন হুজুর পড়াইচেন এবং সাককি কে ছিলো জানাবেন
The creator of all huzur Allah subhanatullah..❤❤❤
হুজুর এ প্রশ্নের উত্তরটা জানাবেন দয়া করে
মেয়ের বয়স ১৯ ছেলের বয়স ২১ এখন তারা মা-বাবাকে না জানিয়ে বিয়ে করেছে দুইজন সাক্ষী রেখে এখন বিয়ে কি হবে নাকি হবে না
HOBE BIYA
আসসালামু আলাইকুম হুজুর কেউ যদি কোরআন শরীফ সামনে রেখে মোবাইলে সামনে কোনআন ধরে বিয়ে করলে কি বিয়ে টা হবে কোরআন শরীফ কে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে টা কবুল বললে কবুল হবে
কালিমা পড়ে কোরআন শরীফ সামনে রেখে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে করলে বিয়ে টা হবে তিনবার কবুল বললে
@@KoliKosumna hobena
হুজুর বিবাহের ক্ষেত্রে 1 জন পুরুষ ও একজন মহিলা সাক্ষী হলে বিবাহ কি শুদ্ধ হবে ? প্লিজ হুজুর একটু দয়া করে উওর টা দিবেন ।
ইসলামে বিয়ের রুকন বা মৌলিক ভিত্তি
এক. বর-কনে উভয়ে বিয়ে সংঘটিত হওয়ার ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্ত হওয়া।
দুই. ইজাব বা প্রস্তাবনা: এটি হচ্ছে বরের কাছে মেয়ের অভিভাবক বা তার প্রতিনিধির পক্ষ থেকে বিয়ের প্রস্তাব উপস্থান করা।
যেমন, ‘আমি অমুককে তোমার কাছে বিয়ে দিলাম’ অথবা এ ধরনের অন্য কোনভাবে প্রস্তাব পেশ করা।
তিন: কবুল বা গ্রহণ করা: এটি বর বা তার প্রতিনিধির সম্মতিসূচক বাক্য।
যেমন, ‘আমি কবুল বা গ্রহণ করলাম’ ইত্যাদি।
বিয়ে শুদ্ধ হওয়ার শর্ত
(১) বর-কনে উভয়কে গ্রহণযোগ্যভাবে নির্দিষ্ট করে নেয়া।
(২) বর-কনে একে অন্যের প্রতি সন্তুষ্ট হওয়া। রাসুল (সা.) বলেন, ‘স্বামীহারা নারী (বিধবা বা তালাকপ্রাপ্তা)-কে তার সিদ্ধান্ত ছাড়া (অর্থাৎ পরিষ্কারভাবে তাকে বলে তার কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে) বিয়ে দেয়া যাবে না। কুমারী মেয়েকে তার সম্মতি (কথার মাধ্যমে অথবা চুপ থাকার মাধ্যমে) ছাড়া বিয়ে দেয়া যাবে না। লোকেরা জিজ্ঞেস করল, ইয়া রাসুলুল্লাহ (সাঃ)! কেমন করে তার সম্মতি জানব? তিনি বললেন, চুপ করে (লজ্জার দরুন) থাকাটাই তার সম্মতি। ’ (বুখারি, হাদিস নং : ৪৭৪১)
(৩) বিয়ের আকদ (চুক্তি) করানোর দায়িত্ব মেয়ের অভিভাবককে পালন করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বিয়ে দেয়ার জন্য অভিভাবকদের প্রতি নির্দেশনা জারি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা তোমাদের মধ্যে অবিবাহিত নারী-পুরুষদের বিবাহ দাও। ’ (সুরা নুর, ২৪:৩২)
রাসুল (সা.) বলেন, ‘যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। ’ (তিরমিজি, হাদিস নং : ১০২১)
(৪) বিয়ের আকদের সময় সাক্ষী রাখতে হবে। রাসুল (সা.) বলেন, ‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই। ’ (সহিহ জামে, হাদিস নং : ৭৫৫৮)
সাক্ষী এমন দুইজন পুরুষ (স্বাধীন) সাক্ষী বা একজন পুরুষ (স্বাধীন) ও দুইজন মহিলা সাক্ষী হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য উপস্থিত থেকে শুনতে পায়। (আদ-দুররুল মুখতার-৩/৯; ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮)
বিয়ের প্রচারণা নিশ্চিত করাও জরুরি। রাসুল (সা.) বলেন, ‘তোমরা বিয়ের বিষয়টি ঘোষণা কর। ’ (মুসনাদে আহমাদ, হাদিস নং: ১০৭২)
কনের অভিভাবক হওয়ার জন্য শর্ত
১. সুস্থ মস্তিষ্কসম্পন্ন হওয়া।
২. প্রাপ্তবয়স্ক হওয়া।
৩. দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত হওয়া।
৪.অভিভাবক কনের ধর্মানুসারী হওয়া। সুতরাং কোনো অমুসলিম ব্যক্তি মুসলিম নর-নারীর অভিভাবক হতে পারবে না।
৫. ন্যায়পরায়ণ হওয়া। অর্থাৎ ফাসেক না হওয়া। কিছু কিছু আলেম এ শর্তটি আরোপ করেছেন। অন্যেরা বাহ্যিক ‘আদালত’কে (ধর্মভীরুতা) যথেষ্ট বলেছেন। আবার কারো কারো মতে, যাকে তিনি বিয়ে দিচ্ছেন তার কল্যাণ বিবেচনা করার মত যোগ্যতা থাকলেও চলবে।
৬.পুরুষ হওয়া। প্রিয় নবী (সা.) বলেন, ‘এক নারী অন্য নারীকে বিয়ে দিতে পারবে না। অথবা নারী নিজে নিজেকে বিয়ে দিতে পারবে না। ব্যভিচারিনী নিজে নিজেকে বিয়ে দেয়। ’ (ইবনে মাজাহ, হাদিস নং : ১৭৮২; সহিহ জামে : ৭২৯৮)
৭. বিয়ের ক্ষেত্রে বর-কনের ‘কুফু’ বা সমতা ও অন্যান্য কল্যাণের দিক বিবেচনা করতে পারার যোগ্যতাবান হওয়া।
ফিকাহবিদরা অভিভাবকদের ধারা নির্ধারণ করেছেন। সুতরাং কাছের অভিভাবক থাকতে দূরের অভিভাবকের অভিভাবকত্ব গ্রহণযোগ্য নয়। কাছের অভিভাবক না থাকলে দূরের অভিভাবক গ্রহণযোগ্য হবে।
হুজুরের কাছে আমার একটা প্রস্ন বিয়ের সময় মেয়ের সাক্ষি আছে কিন্তু ছেলের সাথে কেও নেই তাহলে সেই বিয়ে কি জায়েজ হবে।
ছেলে মেয়ে যদি নিজেরা নিজেরা বিয়ে করে ছেলের ও মেয়ের কারও সাক্ষি থাকলো না সে বিয়ে কি জায়েজ হবে
হুজুর আসসালামু আলাইকুম কেউ যদি বলে মসজিদে আজান দিচ্ছে৷ আর বলে কোরআনের কসম করে আমাকে কবুল বল তিন বার এবং ছেলেটাও এটাই করে তাহলে কি স্বামী স্ত্রী র মত হবে সম্পর্ক টা তো মনের ব্যবপার বাবা মা কে জানাতে কিন্তু একটু দেরি হবে এটা কি হয়েছে কারন কোরআন হচ্ছে আগুন পৃথিবীর সবচেয়ে বড় সত্যি আল্লাহর কালাম
দদ
Na
Hm
যেটার নিয়ম ইসলামের শরিয়তে যেভাবে আছে সেভাবেই করতে হবে'
কোরান কেনো যদি আপনারা ছেলে মেয়ে দুজন আল্লাহর ক্বাবা ঘরের সামনে গিয়েও নিজেদের মধ্যে কবুল বলে বলে বিয়ে পড়ান বা বিয়ে করেন
তাও বিয়ে হবেনা'
বিয়ে ছেলের পক্ষে যে কোন সাক্ষি
মেয়ের পক্ষে মেয়ের নিজের বাবা/ভাই/মা/মামা/দাদা/দাদি/নানা নানি থাকতে হবে
এরপর ভালো একজন কাজী/ইমাম ডেকে বিয়ে পড়াতে হবে
আপনাদের পরিবার যদি মানতে দেরি করে তাহলে হালাল সম্পর্ক চালিয়ে যান
ফিসিকালে যাওয়ার বাহান খুজার দরকার নাই
ফিসিকাল সম্পর্কে যাওয়ার এতই তাড়া থাকলে আপনাদের একমাত্র আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারবেনা
ধন্যবাদ ❤
ইসলামে বিয়ের রুকন বা মৌলিক ভিত্তি
এক. বর-কনে উভয়ে বিয়ে সংঘটিত হওয়ার ক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্ত হওয়া।
দুই. ইজাব বা প্রস্তাবনা: এটি হচ্ছে বরের কাছে মেয়ের অভিভাবক বা তার প্রতিনিধির পক্ষ থেকে বিয়ের প্রস্তাব উপস্থান করা।
যেমন, ‘আমি অমুককে তোমার কাছে বিয়ে দিলাম’ অথবা এ ধরনের অন্য কোনভাবে প্রস্তাব পেশ করা।
তিন: কবুল বা গ্রহণ করা: এটি বর বা তার প্রতিনিধির সম্মতিসূচক বাক্য।
যেমন, ‘আমি কবুল বা গ্রহণ করলাম’ ইত্যাদি।
বিয়ে শুদ্ধ হওয়ার শর্ত
(১) বর-কনে উভয়কে গ্রহণযোগ্যভাবে নির্দিষ্ট করে নেয়া।
(২) বর-কনে একে অন্যের প্রতি সন্তুষ্ট হওয়া। রাসুল (সা.) বলেন, ‘স্বামীহারা নারী (বিধবা বা তালাকপ্রাপ্তা)-কে তার সিদ্ধান্ত ছাড়া (অর্থাৎ পরিষ্কারভাবে তাকে বলে তার কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে) বিয়ে দেয়া যাবে না। কুমারী মেয়েকে তার সম্মতি (কথার মাধ্যমে অথবা চুপ থাকার মাধ্যমে) ছাড়া বিয়ে দেয়া যাবে না। লোকেরা জিজ্ঞেস করল, ইয়া রাসুলুল্লাহ (সাঃ)! কেমন করে তার সম্মতি জানব? তিনি বললেন, চুপ করে (লজ্জার দরুন) থাকাটাই তার সম্মতি। ’ (বুখারি, হাদিস নং : ৪৭৪১)
(৩) বিয়ের আকদ (চুক্তি) করানোর দায়িত্ব মেয়ের অভিভাবককে পালন করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা বিয়ে দেয়ার জন্য অভিভাবকদের প্রতি নির্দেশনা জারি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা তোমাদের মধ্যে অবিবাহিত নারী-পুরুষদের বিবাহ দাও। ’ (সুরা নুর, ২৪:৩২)
রাসুল (সা.) বলেন, ‘যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। ’ (তিরমিজি, হাদিস নং : ১০২১)
(৪) বিয়ের আকদের সময় সাক্ষী রাখতে হবে। রাসুল (সা.) বলেন, ‘অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই। ’ (সহিহ জামে, হাদিস নং : ৭৫৫৮)
সাক্ষী এমন দুইজন পুরুষ (স্বাধীন) সাক্ষী বা একজন পুরুষ (স্বাধীন) ও দুইজন মহিলা সাক্ষী হতে হবে, যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য উপস্থিত থেকে শুনতে পায়। (আদ-দুররুল মুখতার-৩/৯; ফাতওয়ায়ে হিন্দিয়া-১/২৬৮)
বিয়ের প্রচারণা নিশ্চিত করাও জরুরি। রাসুল (সা.) বলেন, ‘তোমরা বিয়ের বিষয়টি ঘোষণা কর। ’ (মুসনাদে আহমাদ, হাদিস নং: ১০৭২)
কনের অভিভাবক হওয়ার জন্য শর্ত
১. সুস্থ মস্তিষ্কসম্পন্ন হওয়া।
২. প্রাপ্তবয়স্ক হওয়া।
৩. দাসত্বের শৃঙ্খল হতে মুক্ত হওয়া।
৪.অভিভাবক কনের ধর্মানুসারী হওয়া। সুতরাং কোনো অমুসলিম ব্যক্তি মুসলিম নর-নারীর অভিভাবক হতে পারবে না।
৫. ন্যায়পরায়ণ হওয়া। অর্থাৎ ফাসেক না হওয়া। কিছু কিছু আলেম এ শর্তটি আরোপ করেছেন। অন্যেরা বাহ্যিক ‘আদালত’কে (ধর্মভীরুতা) যথেষ্ট বলেছেন। আবার কারো কারো মতে, যাকে তিনি বিয়ে দিচ্ছেন তার কল্যাণ বিবেচনা করার মত যোগ্যতা থাকলেও চলবে।
৬.পুরুষ হওয়া। প্রিয় নবী (সা.) বলেন, ‘এক নারী অন্য নারীকে বিয়ে দিতে পারবে না। অথবা নারী নিজে নিজেকে বিয়ে দিতে পারবে না। ব্যভিচারিনী নিজে নিজেকে বিয়ে দেয়। ’ (ইবনে মাজাহ, হাদিস নং : ১৭৮২; সহিহ জামে : ৭২৯৮)
৭. বিয়ের ক্ষেত্রে বর-কনের ‘কুফু’ বা সমতা ও অন্যান্য কল্যাণের দিক বিবেচনা করতে পারার যোগ্যতাবান হওয়া।
ফিকাহবিদরা অভিভাবকদের ধারা নির্ধারণ করেছেন। সুতরাং কাছের অভিভাবক থাকতে দূরের অভিভাবকের অভিভাবকত্ব গ্রহণযোগ্য নয়। কাছের অভিভাবক না থাকলে দূরের অভিভাবক গ্রহণযোগ্য হবে।
এই হুজুরের সাথে কথা বলতে চাই ৷ কিভাবে বলবো।
হুজুর বড় ভাইয়ের শালি কে দেবরের বিয়ে করতে পারবে কিনা জানার খুব প্রয়োজন।
প্রিয় হুজুর আমি আর আমার প্রেমিকা এমনে কবুল বলছি বিয়ে হবে নাকি হুজুর
Hujr plz reply deban...
Phone biya hole aita ki sotik hobe.cale dashe bahire. Ami 4 jon Shakkki rake kagi office giya ukil deya biya kori. Biyar kicu din por dibours hoya Jay o amk phone massage deya taluk bole. Nij kane suni ni. Ai biya ta ki rell hoice ar talouk ta. Reply plz...
Hasalay len apni
একটা বিষয়ে আমার জানার আছে ?
আমদের বিয়ে হয়েছে 9 মাস হচ্ছে কিন্তু আমাদের যে বিয়ে পড়িয়ে ছিলেন তিনি আমায় 1 বার কবুল বলিয়ে ছিলেন আর আমার হাসবেন্ড কে দুই বার আমার জানা মতে 3 বার করে কবুল বলতে হয় এই বিয়ে টা কি সম্পূর্ণ হলো একটু বলবেন
একবার বললেই হয়
Jokhon dari takhe na mane nay tokhon ki kora uchit bolo
আপনার কথা শুনে পথ চলতে পারিনা কারন আমার সামি মাসে তিন হাজার টাকা দেয় আমার দুই বাচ্চা আছে আমি কি করে চলি
হুজুর আমার একটা কথা ছিলো