‘অঞ্জনা-নদী-তীরে চন্দনী গাঁ’ কোথায়?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • ‘অঞ্জনা নদী’ নামটি মনে আছে?
    ‘চন্দনী গাঁ’? ‘পোড়ো মন্দির’?
    আমি স্মরণ করাতে চাইছি রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতার লাইন- ‘অঞ্জনা-নদী-তীরে চন্দনী গাঁয়ে,
    পোড়ো মন্দিরখানা গঞ্জের বাঁয়ে।’
    আপনাদের কি কখনও জানতে ইচ্ছে করে- সেই অঞ্জনা নদীটি কোথায়, এখন তার কী দশা? চন্দনী গাঁ-টি ঠিক কোথায়, এখন তার নাম কী? পোড়ো মন্দিরখানা কি এখনও বর্তমান?
    আমি এসেছি সেই ‘অঞ্জনা-নদী-তীরে চন্দনী গাঁয়ে’।
    ক্যামেরা: উজ্জ্বল দেব
    #সহজপাঠ
    #অঞ্জনানদী
    #চন্দনীগাঁ
    #চন্দনদহ

ความคิดเห็น • 469

  • @ashisroy8679
    @ashisroy8679 5 หลายเดือนก่อน +100

    ইউটিউব সার্থক ও সুন্দর হোক এই ধরনের পোস্টের মাধ্যমে।ধন্যবাদ ।

  • @kanchanstudents8357
    @kanchanstudents8357 5 หลายเดือนก่อน +89

    আপনার জন্য বিশ্বকবির কবিতার অঞ্জনা নদী, চন্দনী গ্রামকে দেখতে পেলাম। অনেক ধন্যবাদ।

    • @PlayVIDEO12321
      @PlayVIDEO12321 5 หลายเดือนก่อน

      Are bhai Chandana hobe

    • @srayjohn
      @srayjohn 4 หลายเดือนก่อน

      না​@@PlayVIDEO12321

  • @vnag7572
    @vnag7572 5 หลายเดือนก่อน +73

    আপনাকে দেখে আবার সেই ছোট বেলা র কবিতা ও পড়াশুনা, মাস্টার মশাই এর মার সব মনে পড়ে গেল। আমরা যে পড়া পড়েছি সেই সব পড়া এখন ইতিহাস। খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে।❤

    • @prabirsarkhel8662
      @prabirsarkhel8662 5 หลายเดือนก่อน

      এইরকম সুন্দর ভিডিও করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন।

    • @AnadiMukherjee-d9c
      @AnadiMukherjee-d9c 4 หลายเดือนก่อน

      ঠিক বলেছেন.

  • @purnimamukherjee2757
    @purnimamukherjee2757 5 หลายเดือนก่อน +30

    এই অঞ্জনা নদীতে আমি সাঁতার শিখেছি, প্রতিদিন এই নদীতে স্নান করতাম এখন এই শুকনো নদী দেখে খুবই মনটা খারাপ লাগলো।

    • @golamrabbani6042
      @golamrabbani6042 3 หลายเดือนก่อน

      এটি কোথায় অবস্হিত????

  • @SahidulIslam-ty8ij
    @SahidulIslam-ty8ij 5 หลายเดือนก่อน +48

    আপনাকে দেখলে বাংলা-প্রেম মনে জেগে ওঠে। তৃপ্তি পায়। আপনার চোখ দিয়ে বাংলাকে আমি খুব সুন্দর দেখতে পাই।

    • @Banglaobanglarprokriti
      @Banglaobanglarprokriti  5 หลายเดือนก่อน +2

      আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

    • @commonman4964
      @commonman4964 5 หลายเดือนก่อน +1

      বাহ ! খুব সুন্দর বলেছেন।

    • @VijayChakraborty-or6hd
      @VijayChakraborty-or6hd 4 หลายเดือนก่อน

      You are great for me to the right

  • @alokeacharya560
    @alokeacharya560 5 หลายเดือนก่อน +27

    খুব সুন্দর একটা প্রতিবেদন। ছোটবেলার কথা মনে পড়ে যায়।

  • @gnghosh1889
    @gnghosh1889 5 หลายเดือนก่อน +11

    সত্যি প্রতিবেদনটি খুবই সুন্দর ও মনোগ্রাহী এবং অতীতের স্মৃতি আমাদের সামনে সার্থকভাবে প্রতিফলিত হয়েছে।
    কবি গুরুর এই কবিতাটি আমি আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়েছিলাম। এই স্মৃতি বিজরিত কবিতাটি আজও সুখ স্মৃতি বহন করে নিয়ে চলেছে আমার জীবনে।
    প্রতিবেদনটি উপস্থাপনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @sudiptatalit1547
    @sudiptatalit1547 5 หลายเดือนก่อน +33

    স্যার , আপনি অসাধারণ কাজ শুরু করেছেন।
    এগুলি ভবিষ্যতের গবেষণার দলিল হয়ে থাকবে।

  • @Manikruidas-l2h
    @Manikruidas-l2h 5 หลายเดือนก่อน +45

    যা দেখালেন তাতে জীবন ধন্য হয়ে গেল।
    আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

  • @suya8297
    @suya8297 5 หลายเดือนก่อน +107

    কবিগুরুর স্মৃতি জীবন্ত রাখতে ওখানে একটা মন্দির তৈরি করা দরকার।

    • @bikashmaiti184
      @bikashmaiti184 5 หลายเดือนก่อน +3

      Ekmot

    • @rangorekha
      @rangorekha 5 หลายเดือนก่อน +1

      রবীন্দ্রনাথ মন্দিরে বিশ্বাসী নন। প্রতিমা পূজা করেননি ।

    • @rabichatterjee3133
      @rabichatterjee3133 5 หลายเดือนก่อน

      ooom🥰maoaalalo. Oklol, ao🥰❤️Kink😄2¿#​@@bikashmaiti184

    • @dipankarchandrasaha8102
      @dipankarchandrasaha8102 4 หลายเดือนก่อน +2

      আপনার চিন্তা শক্তি প্রশংসা র দাবিদার। আমি সমর্থন করি।

    • @subratachakraborty5167
      @subratachakraborty5167 4 หลายเดือนก่อน

      আপনার তথ্যের জন্য ধন্যবাদ

  • @prasantakumarghosh6672
    @prasantakumarghosh6672 5 หลายเดือนก่อน +19

    অসংখ্য ধন্যবাদ স্যার, নদীটি সংস্কার করে, পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য স্থানীয় জনগণ, প্রশাসনিক কতৃপক্ষ ও সরকারের সচেষ্ট হ ওয়া উচিত।

  • @sibnathbasak5823
    @sibnathbasak5823 5 หลายเดือนก่อน +13

    খুব সুন্দর উপস্থাপনা, নদীর গতিপথ ও তার পুনরুজ্জীবনের জন্য প্রশাসনের ও নাগরিক সমাজের এগিয়ে আসা দরকার, খুবই খারাপ লাগে যখন পুরনো ম্যাপে দেখা যায় এই বাংলার বুক থেকে অনেক নদী নিশ্চিহ্ন হয়ে গেছে আরো অনেক নদী নিশ্চিহ্নের পথে, যার জন্যে আমারাই দায়ী।

  • @pranabdutta7427
    @pranabdutta7427 5 หลายเดือนก่อน +9

    মাষ্টার মহাশয় আপনার বহুমুখী প্রতিভার তুলনা নেই,আপনার এই বহুমুখী প্রতিভার ফলস্বরূপ আমরা অনেক অজানা তথ্য জানতে পারছি। নমস্কার, ভালো থাকবেন।

  • @snag434
    @snag434 5 หลายเดือนก่อน +9

    চোখ সার্থক হলো ছোটবেলার কবিতা পড়া সেই অঞ্জনা নদী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার 52 বছর বয়সেই প্রথম দেখলাম অঞ্জনা নদী

  • @khagendrakumarroy4042
    @khagendrakumarroy4042 5 หลายเดือนก่อน +7

    কবিগুরুর কবিতার স্থান গুলোর সন্ধান ও খুঁজে পাওয়া ,আমাকে সেই ছোটবেলার প্রাইমারি স্কুল রোদ্দুরে ছোটাছুটি,মাস্টার মশায়ের বকুনি অনেক ছাবি চোখের সামনে ভেসে উঠলো! আপনি এমনি করে আমাকে বার বার ছোট বেলায় নিয়ে চলুন, রোমন্থন করি

  • @Anonymous-wv8ur
    @Anonymous-wv8ur 5 หลายเดือนก่อน +23

    দারুন প্রাচীন বাংলার জিনিস স্থান জানলাম ।
    আপনার জন্য।
    আপনাকে ধন্যবাদ ।

  • @DurgaDas-u6k
    @DurgaDas-u6k 3 หลายเดือนก่อน

    এই কবিতাটির সত্য উদঘাটনের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই

  • @sweetswapnavlog1999
    @sweetswapnavlog1999 3 หลายเดือนก่อน +1

    ভিডিওটি দেখে খুব ভালো লাগলো আমারা এখনও প্রতি রবিবার করে বান্ধবীরা মিলে এই প্রানহীন নদীর ধারে বসে গল্প করি।

  • @mrinalkundu5678
    @mrinalkundu5678 5 หลายเดือนก่อน +4

    ভালো ভিডিও, রাজনৈতিক কচকচি ছেড়ে বাংলা ভাষা আলোচনায় কান জুড়াল, প্রাণ জুড়াল। 🙏
    জয় শ্রী রাম 🙏
    আল্লা হো আকবর ❤

  • @oneyearstranger
    @oneyearstranger 5 หลายเดือนก่อน +12

    বাংলার জানা-অজানা-স্বল্পচেনা ইতিহাস ও প্রকৃতির সন্ধানে আপনার নিরলস উৎসাহ অত্যন্ত আশাব্যঞ্জক। যাঁরা বাঙালির ঐতিহাসিক মেধাচর্চার ধারাটি একান্তে ও নিভৃতে বজায় রাখতে এখনও আগ্রহী, তাঁরা অবশ্যই আপনার থেকে প্রেরণা পাবেন।

  • @asokchakrabarti9432
    @asokchakrabarti9432 5 หลายเดือนก่อน +12

    এই কবিতাটি আমার স্বপ্নের কবিতা ছেলেবেলাকার স্মৃতি অঞ্জনা নদী চন্দনা গা পুরা মন্দির কুঞ্জ নিয়ে এসে বাসা অন্ধ সন্ন্যাসী জমিদার সঞ্জয় সেন কম্বল দান করেছেন

    • @asokchakrabarti9432
      @asokchakrabarti9432 5 หลายเดือนก่อน

      খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাল থাকুন

    • @ckmowla7822
      @ckmowla7822 4 หลายเดือนก่อน

      Thanks .Many many thanks .Progress yourself.

  • @sanjoypal-f6s
    @sanjoypal-f6s 5 หลายเดือนก่อน +82

    অঞ্জনা নদীতে আমি জল দেখেছি বাদকুল্লার কাছে, প্রায় চল্লিশ বছর আগে,আর আমার ঠাকুমার কাছে শুনেছি এখন যেখানে কৃষ্ণনগরের শক্তিনগর এলাকা সেখানে অঞ্জনার দুপারে আগে জঙ্গল ছিল আর সন্ধ্যাবেলা সেখান থেকে বাঘের ডাক শোনা যেত। অনেকদিন আগে কৃষ্ণনগরের প্রাচীন লোকেদের কাছে শুনেছি অঞ্জনা নদী আসলে একটি খাল, রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়ীর সুরক্ষার জন্য এটির সংস্কার করিয়েছিলেন। এর পরে বিভিন্ন কারণে এই নদীটি মজে গেছে। এই অঞ্চলে এবং নদীয়া জেলার বেথুয়াডহরির জঙ্গলে কেঁদো বাঘ বলে এক বিলুপ্ত প্রজাতির বাঘের বসবাস ছিল, যা দেখতে সুন্দরবনের বাঘের থেকে আলাদা, আকারে বড় মাপের কুকুরের মতো, গায়ের রঙ সিংহীর মত। এটা প্রায় 120 বছর আগেকার কথা শোনা, এছাড়াও রবীন্দ্রনাথের " এক যে ছিল কেঁদো বাগ " কবিতায় এর উল্লেখ পাওয়া যায়।

    • @sankarghosh230
      @sankarghosh230 5 หลายเดือนก่อน +3

      THANK YOU FOR DETAILS.

    • @sanjoypal-f6s
      @sanjoypal-f6s 5 หลายเดือนก่อน

      @@sankarghosh230 আমরা আসলে কৃষ্ণনগরেরই মানুষ, কিন্তু কাজের সুত্রে আমার ঠাকুরদা কলকাতায় চলে আসেন।তাও ওখানে আমাদের জ্ঞাতি কাকা, জ্যাঠা দের বাড়ি আছে, আমার বয়স প্রায় 60 বছর, অন্তত একশ বছর আগেকার দিনের কৃষ্ণনগরের ইতিহাস আমার শোনা আছে, ধন্যবাদ।

    • @shrabantisarkar1576
      @shrabantisarkar1576 5 หลายเดือนก่อน +2

      Haaa atai right ata dogachhi alakai porcha r kobi guru rabindronath takur akana asai kobita likachin r pora mandir ajo acha

    • @rituparnabanerji3797
      @rituparnabanerji3797 4 หลายเดือนก่อน +1

      বটে আপনি কেঁদো বাঘ দেকে ছেন?

    • @sanjoypal-f6s
      @sanjoypal-f6s 4 หลายเดือนก่อน

      @@rituparnabanerji3797 আমার বাবা আর ঠাকুমার কাছে গল্প শুনেছি।

  • @SriRMouli1234
    @SriRMouli1234 5 หลายเดือนก่อน +4

    এখানেই বোধহয় সাহিত্যের সার্থকতা। অসাধারণ এক মুহূর্তের সাক্ষী রইলাম।

  • @shaswatipanday1608
    @shaswatipanday1608 5 หลายเดือนก่อน +5

    কত ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। ছোট বেলার এই পরটার কথা মনে পড়ে গেল। খুব ভালো লাগলো।

  • @alokekumarghosal4726
    @alokekumarghosal4726 5 หลายเดือนก่อน +19

    মন্দির টিকে গ্রাম বাসি গণ পুনরায় গড়ে তুলুন। আর্থিক সহায়তা অনেকেই করবেন।এটি একদিন ঐতিহাসিক স্থান হবেই হবে।

  • @sisirbanerjee5078
    @sisirbanerjee5078 5 หลายเดือนก่อน +3

    আমি অনেক দিন ধরেই এই কবিতা টার খোঁজ করে আসছি।আজ পেয়ে গেলাম।ধন্যবাদ।

  • @binachaudhuri1339
    @binachaudhuri1339 5 หลายเดือนก่อน +4

    আমারও ছোটবেলার কথা খুব মরে পড়ছে তার সাথে সাথে একটা সুন্দর ছায়াঘেরা গ্রামের ছবি💖

  • @biswanathbhattacharjee609
    @biswanathbhattacharjee609 4 หลายเดือนก่อน

    Oti chamatkar laglo, onusthan ti sunte sunte takhonkar abeshe chole gachilam,kalponae mone mone gramer oi chalchitre chilam video ta dakha porjonto

  • @radhakantamudi3676
    @radhakantamudi3676 5 หลายเดือนก่อน +2

    বেশ ভালোই লাগলো ছোট বেলার পড়া কবিতার কথা মনে করালেন সঙ্গে চন্দনী গাঁয়ের সন্ধান দিলেন। খুব সুন্দর। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @ParimalDatta-x7p
    @ParimalDatta-x7p 4 หลายเดือนก่อน

    অসাধারণ,
    শুধু রাজনীতি আর রাজনীতি
    সেখান থেকে আপনি একদম ছোটবেলায় নিয়ে গেলেন খুব ভালো লাগলো নমস্কার

  • @nirmaldebnath5450
    @nirmaldebnath5450 5 หลายเดือนก่อน +14

    আমি গেছি ওখানে প্রায় ১৫ বছর আগে৷ অসাধারন ছবির মতো সুন্দর৷ তখন মন্দির বটগাছের ঝুরিতে ঢাকা পড়েছিলো৷

    • @commonman4964
      @commonman4964 5 หลายเดือนก่อน

      এটা ঠিক কোন জায়গায় ?

    • @nirmaldebnath5450
      @nirmaldebnath5450 5 หลายเดือนก่อน

      বাতকুল্লা স্টেশনে নেমে চাঁদরার দিকে৷

    • @nirmaldebnath5450
      @nirmaldebnath5450 5 หลายเดือนก่อน

      বাতকুল্লা স্টেশনে নেমে চাঁদরার দিকে৷

  • @sanjoymondal520
    @sanjoymondal520 5 หลายเดือนก่อน +2

    আপনার এই প্রতিবেদনটি খুবই ভাল লাগল ছোট বেলার কবিতার বাস্তব চিত্র একদম চোখর সামনে ।বাঃ বাঃ খুব সুন্দর ।👌

  • @pampakundu1305
    @pampakundu1305 5 หลายเดือนก่อน +8

    নদী - তুমি কি কেবলই স্মৃতি ! ❤

  • @abhijitdhar1232
    @abhijitdhar1232 5 หลายเดือนก่อน +4

    খুব সুন্দর উপস্থাপনা। খুব ভাল প্রচেষ্টা আর খুব ভাল লাগল।সহজ পাঠের সেই দিনগুলো খুঁজে ফিরি। খুঁজে ফিরি ছোট বেলার কিশলয় বইকে তার বিকল্প কোথাও নেই। মনে পড়ে 'গেছো বাবা' 'মেলার মজা' প্রবন্ধগুলো? প্রিয়ংবদা দেবীর প্রার্থনা কবিতা কিংবা কবি সুনির্মল বসুর 'ঐ এল ঝড়'? কোথায় হারিয়ে গেল সেই সব হৃদয়ের গভীরে দাগ কাটা সরল সাহিত্য চর্চা? সমাজে আর সরলতা নেই। সুকোমল প্রবৃত্তি নেই‌। কি করে হবে। এগুলো আবার ফিরে আসুক।

  • @AsimMajee-v9l
    @AsimMajee-v9l 3 หลายเดือนก่อน

    আপনার জন্য আবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে এলাম প্রায় পঞ্চাশ বছর পর।
    আপনাকে ভালো লেগেছে এই রকম একটা ছবিতে কাজ করার জন্য ধন্যবাদ।।

  • @TriptiRajbanshi-f6i
    @TriptiRajbanshi-f6i 4 หลายเดือนก่อน

    খুব সুন্দর লাগলো। আমার মতো অনেকের স্বপ্নের মতো লাগছে। আজকে সত্যিই বাস্তবে দেখতে পেলাম অঞ্জনা নদীর তীরে চন্দনা গা পুড়ো মন্দির। খুব ভালো লাগলো। ছোটবেলায় উদ্বিগ্ন হয়ে ভাবতাম এমন সুন্দর জায়গা কোথায় আছে।

  • @suchirasarkar5720
    @suchirasarkar5720 4 หลายเดือนก่อน

    খুব সুন্দর। ছোট্ট বেলায় পড়া ।অনেক অনেক কবিতা গল্পের মধ্যে দিয়ে স্বপ্নের রাজ্যে ঘোরা,আর আজকে এক টুকরো বাস্তবে দেখা।
    অনেক ধন্যবাদ দাদা।

  • @এdu9735
    @এdu9735 5 หลายเดือนก่อน +3

    এই কবিতার গ্রামটি সম্পর্কে জানতে আমিও খুব উৎসুক ছিলাম আপনার বদৌলতে আজ সম্পূর্ণ হলো ধন্যবাদ আপনাকে

  • @shibanitapader2847
    @shibanitapader2847 4 หลายเดือนก่อน

    ভীষণ ভালো লাগলো । কবিতাটি যেন পুরো চোখের সামনে ভেসে উঠল । স্যার ভীষণ ভালো আপনার এই প্রচেষ্টা । এইরকম আরো কিছু জানতে চাই দেখতে চাই । প্রণাম নেবেন

  • @malachakraborty5510
    @malachakraborty5510 5 หลายเดือนก่อน +1

    অনেক বছর আগে মানস চোখে দেখতাম, এখন স্বচক্ষে দেখলাম! আমি সত্যিই আপ্লুত স্যার আপনার এই পোস্টে 🙏🙏🙏

  • @Dinabandhudas-dn9jg
    @Dinabandhudas-dn9jg 5 หลายเดือนก่อน +1

    দাদা আপনি আজ আমাদের রবি ঠাকুরের কবিতার মধ্যে অঞ্জনা, নদী, চন্দনা গাঁ অস্তিত্ব আজও বেঁচে আছে তা আপনি দেখিয়ে আমাদের দারুন উৎসাহিত করিলেন যা আমরা আমাদের সন্তানদের কাছে বলতে পারব, আপনাকে, বিশেষ ধন্যবাদ

  • @Two_wheels7373
    @Two_wheels7373 5 หลายเดือนก่อน +6

    স্যার আমি একজন আপনার সোশ্যাল মিডিয়ার গুণগ্রাহী। হুগলি জেলার হরিপাল হয়ে মশাট কদমতলা হয়ে ভগবতীপুর পর্যন্ত কৌশিকী নদী নামে একটি খরস্রোতা নদী ছিল। বর্তমানে তা অস্তিত্ব হীন। ছোটো ছোটো কিছু কচুরিপানা সমৃদ্ধ ডোবার চিহ্ন আজও বিদ্যমান।

  • @tapankumarmandal1111
    @tapankumarmandal1111 5 หลายเดือนก่อน +4

    অত্যন্ত মনমুগ্ধকর ভিডিও,, এই গ্রামটি কৃষ্ণনগরের কাছাকাছি বুঝতে পেরেছি, কিন্তু সঠিক লোকেশন টা বুঝতে পারলাম না,, স্যার আপনাকে অশেষ ধন্যবাদ,,

    • @nk4907
      @nk4907 5 หลายเดือนก่อน

      বাদকুল্লা

  • @kuldippurkait3559
    @kuldippurkait3559 4 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো আপনার ভিডিও তে বাংলা র কথা বাংলা র মাটি কথা ফুটে ওঠে । আপনাকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা 👍👍💯💯💯💯

  • @journeyofjkdavi5456
    @journeyofjkdavi5456 4 หลายเดือนก่อน

    খুব সুন্দর..... দেখে মনে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হচ্ছে।

  • @sreelekhaghatak-jw1jj
    @sreelekhaghatak-jw1jj 4 หลายเดือนก่อน

    ধন্যবাদ আপনাকে আমাদের পুরোন সংস্কৃতির কাছে নিয়ে যাবার জন্য। এই রকম আরো vedio দেবেন। নমস্কার।

  • @aniruddha162
    @aniruddha162 4 หลายเดือนก่อน

    অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @tapasghosh5089
    @tapasghosh5089 5 หลายเดือนก่อน +2

    ধন্যবাদ স্যার। অসাধারণ প্রচেষ্টা। নদীটিকে কি আবার বাঁচিয়ে তোলা সম্ভব? ঐ বয়স্ক ভদ্রলোক ঠিকই বলেছেন। কবিতার বইয়ের পাতায় বেঁচে থাকবে এই ইতিহাস। আমরা ইতিহাসকে ধ্বংস করে বর্তমানকে আরও অনিশ্চিত করে তুলছি সাময়িক স্বার্থ চরিতার্থ করতে। নমস্কার।

    • @mdraktimislam7108
      @mdraktimislam7108 5 หลายเดือนก่อน

      রবীন্দ্রনাথ কে বাঁচিয়ে তোলা সম্ভব ?

  • @kazimdhasanur1955
    @kazimdhasanur1955 5 หลายเดือนก่อน +4

    আপনার চিন্তা ভাবনা খুব ভালো।

  • @tarunkumarbej6981
    @tarunkumarbej6981 3 หลายเดือนก่อน

    দারুন লাগলো। দারুন দারুন।

  • @dipalichowdhury8939
    @dipalichowdhury8939 3 หลายเดือนก่อน

    Apponak onek dhyannabad vdota korar jonno

  • @mmotin8426
    @mmotin8426 5 หลายเดือนก่อน +1

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি উপহার দেওয়ার জন্য।

  • @achintyaroy699
    @achintyaroy699 5 หลายเดือนก่อน +6

    ওখানে যে গঞ্জ ছিল সেটা দেখালেন না। জমিদার সঞ্জয় সেনের বাড়িটির ও উল্লেখ করলেন না। তাহলে আমরা আর একটু বেশি উজ্জীবিত হতাম। যাইহোক, আপনার এই প্রচেষ্টা ধন্যবাদার্হ।

  • @SurajitSarkar-f4c
    @SurajitSarkar-f4c 5 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ এইরকম একটি উপস্থাপনার জন্য।

  • @s.c.s230
    @s.c.s230 5 หลายเดือนก่อน

    ধন্যবাদ আপনাকে
    আমি ভাবতাম কবিতা টি কল্পনায় রচিত একন দেখি বাস্তব ভালো লাগল খুব

  • @kalicharansaha80
    @kalicharansaha80 5 หลายเดือนก่อน +1

    এই কবিতার বাস্তবচিত্র দেখে আনন্দিত হলাম। ধন্যবাদ স্যার 🙏

  • @BashuMaji-ji7xh
    @BashuMaji-ji7xh 4 หลายเดือนก่อน

    ছোটো বেলার সেই প্রাইমারির কথা স্মৃতি পটে জাগিয়ে দিলেন,কি সুন্দর ছিল অতিতের সেই দিন তা আপনি আবার মনে করিয়ে দিলেন আমার বয়স এখন ৫৮,বৎসর।

  • @pbghosh5305
    @pbghosh5305 4 หลายเดือนก่อน

    Beautiful 🎉 coverage ... keep it up.

  • @uttam191
    @uttam191 4 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো দাদা ধন্যবাদ

  • @uttamkumarbagchi3518
    @uttamkumarbagchi3518 5 หลายเดือนก่อน +1

    দাদা খুব ভালো একটা উপস্থাপনা।অশেষ ধন্যবাদ আপনাকে।🙏🙏

  • @sabitrimaity6504
    @sabitrimaity6504 5 หลายเดือนก่อน

    অনেক ধন্যবাদ ছোটবেলায় পড়া কবিতা মন ভালো হয়ে গেল

  • @sarmisthachakraborty3843
    @sarmisthachakraborty3843 4 หลายเดือนก่อน

    Asadharon anuvuti.anek dhonyobad

  • @anasristimithu8263
    @anasristimithu8263 5 หลายเดือนก่อน

    আপনার ভিডিও গুলো সবসময়ই ভীষণ আকর্ষণীয় হয়। আজকের ভিডিও দেখে আবেগে ভাসলাম। অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

  • @biswadipnandi
    @biswadipnandi 5 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো, ৮ দিন আগে লোকসভা ভোটের ডিউটি করে এলাম ওই গ্রামে।

  • @kamalmandal5089
    @kamalmandal5089 5 หลายเดือนก่อน

    খুব সুন্দর প্রতিবেদন । ছেলে বেলার স্মৃতি মনে পড়ল । আর এখনকার লেখাপড়া গাডডায গেল । স্যার আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ।

  • @tarunanjoy7609
    @tarunanjoy7609 4 หลายเดือนก่อน

    খুবই ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ধন্যবাদ

  • @skb2630
    @skb2630 5 หลายเดือนก่อน +5

    ধন্যবাদ স্যার , আপনার থেকে অনেক কিছু শিখছি ।

  • @pradipmahata6088
    @pradipmahata6088 5 หลายเดือนก่อน +2

    আপনার নিরলস প্রচেষ্টায় সাধুবাদ জানাই।

  • @sukumarghosh1195
    @sukumarghosh1195 5 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর প্রতিবেদন ধন্যবাদ

  • @ekla_chalo
    @ekla_chalo 5 หลายเดือนก่อน

    আপনার এই প্রচেষ্টা অসাধারণ , কবিতায় পড়েছিলাম কিন্তু আজ দেখতে পেলাম। ধন্যবাদ।

  • @pradipsurvey
    @pradipsurvey 5 หลายเดือนก่อน +3

    darun dada nostaljic....kobita porechi but nijeke sekhane uposthapon kora sotyi darun.

  • @bidyutghosh708
    @bidyutghosh708 4 หลายเดือนก่อน +8

    অতীত বড় মধুর কিন্তু বেদনাদায়ক

  • @RajaMukherjee0056
    @RajaMukherjee0056 5 หลายเดือนก่อน

    সত্যি দাদা আপনার জন্য খুব সুন্দর একটি ঘটনা জানতে পারলাম

  • @SanjitKumarGhosh-py7jg
    @SanjitKumarGhosh-py7jg 4 หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো।

  • @bittudutta3305
    @bittudutta3305 3 หลายเดือนก่อน

    এই 10 বছর ইউটিউব দেখে আজ মোনটা খুব ভালো লাগলো,, ভালো থাকবেন দাদা

  • @bholanathdas5065
    @bholanathdas5065 4 หลายเดือนก่อน

    Bhalo lagchhe , apnar anusandhan- o- uposthapana besh bhalo; subhechha roilo....

  • @amitavabasu4495
    @amitavabasu4495 5 หลายเดือนก่อน

    Darun sundor information...
    Khub bhalo laglo...

  • @tukumaniroy7464
    @tukumaniroy7464 4 หลายเดือนก่อน

    Monta vore gelo ata dekhe❤️

  • @protibadi2021
    @protibadi2021 5 หลายเดือนก่อน +1

    স্কুলে এই কবিতাটি মাঝে মাঝে বাচ্চাদের পড়াই এবং নিজেও পড়ে "সন্তোষ" পাই।আমার মনেও এই অঞ্জনা নদী, চন্দনী গ্রাম সম্পর্কে জানার আগ্রহ ছিল।আপনার মাধ্যমে সেই অপূর্ণ ইচ্ছা পূরণ হলো।

  • @KaushikKshetrapal
    @KaushikKshetrapal 4 หลายเดือนก่อน

    সমস্ত,নদীগুলোকে,পুনরুদ্ধার,করতে,হবেই😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤

  • @sankarguha9205
    @sankarguha9205 5 หลายเดือนก่อน

    আপনার পরিশ্রম সার্থক। আপনাকেও ধন্যবাদ।

  • @aroy9850
    @aroy9850 5 หลายเดือนก่อน

    Apner udyog ke swagata,apnake namaskar,chhoto belar smriti gulo Mane pare,r apni ter prakrita. Abasthan tule dhare aro bastabe niye galen ,darun

  • @bidishachakraborty2514
    @bidishachakraborty2514 4 หลายเดือนก่อน

    অসাধারণ! অপূর্ব! খুব খুব ভালো লাগল! আরও খুশী হতাম কবিতায় উল্লিখিত কুঞ্জবিহারী, সঞ্জয় সেন, সাতকরি ভঞ্জ- এদের উত্তরসূরিদের কথা জানলে। না কি গুরুদেব কবিতার প্রযোজনে ( "ঞ্জ" ব্যবহার শেখানোর উদ্দেশ্যে) এই নামগুলি সৃষ্টি করেছিলেন । পৃথ্বীশ চক্রবর্তী । বাটানগর ।

  • @indranilroy5633
    @indranilroy5633 5 หลายเดือนก่อน

    Nice Video about The Anjana River and The Chandani Village.

  • @parthachattrejee3882
    @parthachattrejee3882 5 หลายเดือนก่อน +2

    সরকারের কাছে অনুরোধ এই নদী এবং মন্দির এর সংস্কার করার জন্য তাহলে এটি একটি ট্যুরিস্ট স্পট হবে এবং কবি গুরুর প্রতি শ্রদ্ধা জানানো হবে আর দাদা আপনাকে অনেক ধন্যবাদ ছোট বেলার কবি গুরুর এই কবিতা মধ্যে দিয়ে কিছুক্ষন হলেও শৈশবে ফিরিয়ে দেওয়ার জন্য। নমস্কার

  • @ManjuKumar-c8j
    @ManjuKumar-c8j 5 หลายเดือนก่อน

    Khub jante ichcha kare aapnake anoke dhannabad.

  • @siprabakshi214
    @siprabakshi214 5 หลายเดือนก่อน

    আহা! কী সুন্দর স্মৃতি!

  • @radhemohan2733
    @radhemohan2733 5 หลายเดือนก่อน +16

    ধন্যবাদ স্যার আপনাকে। আপনার মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে ও দেখতে পাই ।

  • @user-bichitraofficial
    @user-bichitraofficial 4 หลายเดือนก่อน

    আপনার এই প্রয়াস দারুণ লাগলো।❤❤

  • @easypeasymathematics9042
    @easypeasymathematics9042 5 หลายเดือนก่อน

    Khub valo laglo. Sei anjana nodi chandoni gaa. Sotti vaba jaina. Upnake anek dhonnobad dada

  • @mdenamulzahirr669
    @mdenamulzahirr669 5 หลายเดือนก่อน

    দাদা এই ধরনের অনেক ভিডিও চাই ভীষণ ভালো লাগলো।

  • @basude4330
    @basude4330 5 หลายเดือนก่อน

    আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক পরিশ্রম করে ভিডিওটি দেখিয়েছেন। ছোটবেলায় সুর করে পড়েছি যে কবিতাটি তার অবস্থান কোথায় তাযে দেখতে পাবো কোনোদিন ভাবতে পারি নি। আপনাকে আবার ধন্যবাদ জানাই।

  • @mdrezaulkarim5066
    @mdrezaulkarim5066 4 หลายเดือนก่อน

    আবার সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে গেল। এর সঙ্গে সৃত জড়িত থাকার বহু কথা আজ মনে পড়ল।

  • @SudiptaBasu-f8l
    @SudiptaBasu-f8l 5 หลายเดือนก่อน +1

    বড় সুন্দর উদ্যোগ।

  • @achintyachandra4036
    @achintyachandra4036 5 หลายเดือนก่อน

    দারুন পোস্ট। দেখে মন ভোরে গেলো।

  • @romanticsongscollection...2763
    @romanticsongscollection...2763 5 หลายเดือนก่อน

    Khub sundor khub e mon vore galo ro bse bse kore amra amader bangal er history jante chai jgulo amra boi te poreche dekhe mone tripti holo but nodi ta dekhte pele khub khushi hotm but ota na thaka ter pechon e kichu manus e daye r ei somaj e daye

  • @debasish4809
    @debasish4809 5 หลายเดือนก่อน +3

    আমি ছোটবেলায় সাঁতার শিখেছি এই অঞ্জনা নদীর বক্ষে 😢😢😢

    • @mohanbiswas4944
      @mohanbiswas4944 4 หลายเดือนก่อน

      Ata kothai

    • @debasish4809
      @debasish4809 4 หลายเดือนก่อน

      @@mohanbiswas4944 badkulla, Nadia

  • @Pitamatasantan1
    @Pitamatasantan1 4 หลายเดือนก่อน

    Khub sundor

  • @PanchananSingha-pv5jt
    @PanchananSingha-pv5jt 4 หลายเดือนก่อน

    রবি ঠাকুরের সহজ পাঠের প্রথম ভাগে একেবারে শেষেরদিকে আছে। এই কবিতাটি!

  • @seemasrannaghar6287
    @seemasrannaghar6287 5 หลายเดือนก่อน +1

    Sir আমার বাড়ি অঞ্জনা নদীর তীরে অঞ্জন গড় গ্রামে, ছোটো বেলাতে নদীতে ডুবে গেছিলাম এখন সেখানে গরু ঘাস খায়, আজ আর সেই দিন নেই ❤️