কেমন আছেন অভিনেত্রী আনোয়ারা বেগম? | Anowara Begum | Mukti | RumaN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 614

  • @mdrakibhassan7666
    @mdrakibhassan7666 ปีที่แล้ว +62

    ওনার প্রতি অফুরন্ত শ্রদ্ধা, সম্মান, দোয়া।❤ বুজ হবার পর থেকে ওনার অভিনয় দেখে আসছি।আমার সবচেয়ে পছন্দের অভিনেত্রী তিনি❤

  • @khadizaakther9425
    @khadizaakther9425 ปีที่แล้ว +167

    মাসুম বাচ্চাদের মতো মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন উনি 🥰❤ শত শত স্রদ্ধা- সম্মান ও দোয়া 🤲 আনোয়ারা ম্যাম এর জন্য ❤

    • @mdshalommdshalom8816
      @mdshalommdshalom8816 ปีที่แล้ว +1

      মমতা মিহি মা মা মা

    • @JannatBorsha
      @JannatBorsha ปีที่แล้ว +1

      Amar Mon r khota bolsan Apu,ak somi sobi e Abar baby hoia jai,Allah earth r sob briddo Manus k Valo rakuk,

    • @PinkiAkter-o2y
      @PinkiAkter-o2y ปีที่แล้ว +1

      Hmm amr o sm

    • @kohelyahmed1040
      @kohelyahmed1040 ปีที่แล้ว +1

      হুম,,,,আমিও এটাই ভাবছিলাম।

  • @deluarhossin4510
    @deluarhossin4510 ปีที่แล้ว +24

    ওনার প্রতি অফুরন্ত শ্রদ্ধা, সম্মান, দোয়া।❤ বুজ হবার পর থেকে ওনার অভিনয় দেখে আসছি।আমার সবচেয়ে পছন্দের অভিনেত্রী তিনি

  • @momotazbegum3500
    @momotazbegum3500 ปีที่แล้ว +54

    আপনি যে আম্মার এতো কেয়ারিং করতেছেন সে জন্য আপনাকে স্যালুট।
    এভাবেই সব সময় মায়ের পাশে থাকুন ফি আমানিল্লাহ ❤❤❤

    • @yasinyasin4144
      @yasinyasin4144 ปีที่แล้ว

      হ্যালো মমতাজ তুমি খুব কিউট আই লাভ ইউ❤

    • @Shawn-bw7be
      @Shawn-bw7be ปีที่แล้ว

      ​@@yasinyasin4144 bhai re bhai😂

    • @yasinyasin4144
      @yasinyasin4144 ปีที่แล้ว

      ( 💋 🙋‍♂️💝 )

    • @PrinceShagor-fh5kl
      @PrinceShagor-fh5kl ปีที่แล้ว

      E

  • @mahmudabegum4262
    @mahmudabegum4262 ปีที่แล้ว +20

    আপুখুব ভালো লাগলো।মায়ের খেয়াল রাখার জন্য। এভাবেই পাশে থাকবেন

  • @shovonchowdhury8193
    @shovonchowdhury8193 ปีที่แล้ว +30

    মনটা কেমন যেন হু হু করে উঠল,কত অভিনয় তার দেখেছি,কত সুন্দর অভিনয় ছিল..আল্লাহ রহম করুন

  • @naznichoudhury-wq3fh
    @naznichoudhury-wq3fh ปีที่แล้ว +98

    আনোয়ারার মেয়ে মায়ের কাছ থেকে ভদ্রতাটা ১০০% অরজন করেছে🌺
    আনোয়ারার সুস্থতা কামনা করছি🙏

  • @NoreAlamsStory
    @NoreAlamsStory ปีที่แล้ว +36

    উনি আমার পছন্দের অভিনেত্রী ছিলেন। উনার পরিপূর্ণ সুস্থতা আমি মহান আল্লাহর কাছে কামনা করছি। ❤

    • @tabasumkhatun5493
      @tabasumkhatun5493 ปีที่แล้ว

      ছিলেন! এখন নাই?

    • @NoreAlamsStory
      @NoreAlamsStory ปีที่แล้ว

      @@tabasumkhatun5493 আছেন। এখনও আছেন। তবে এখন যেহেতু সেভাবে অভিনয় করেন না তাই কথাটা এখানে "উজ্জ্ব" থেকেছে।

    • @Shawn-bw7be
      @Shawn-bw7be ปีที่แล้ว

      Amin

  • @AbuhenakaisarRibbon-ko5zm
    @AbuhenakaisarRibbon-ko5zm ปีที่แล้ว +19

    বাংলাদেশের একজন আদর্শ শিল্পী যাঁকে অনুসরণ বা অনুকরণ করা যায় তাঁর জন্য অনেক অনেক শুভ কামনা 🤲🤲🤲

  • @mplove2711
    @mplove2711 ปีที่แล้ว +30

    সবচেয় বেশি ভালোলাগলো মুক্তি আপুকে উনি অনেক পর্দা করে ব্লগ টা করলো মহান আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক

    • @maysamariya6438
      @maysamariya6438 ปีที่แล้ว

      পর্দা কাকে বলে আপনি জানেন জানলে পর্দা কথাটা উচ্চারণ করতেননা

  • @alamalamu
    @alamalamu ปีที่แล้ว +34

    এটাই বাস্তব আমাদের জীবনে গতি একদিন ফুরিয়ে যাবে তাই সময় থাকতে আল্লাহর কাছে তওবা কোরে সাহায্য চাও আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ কোরেদিন আমিন

  • @mdnurulislamkhan568
    @mdnurulislamkhan568 ปีที่แล้ว +61

    আমার প্রিয় অভিনেত্রী তিনি। ওনার সুস্থতা কামনা করছি।

  • @mdjasimuddin9995
    @mdjasimuddin9995 ปีที่แล้ว +26

    তার অভিনয় দেখে অনেক কেদেছি, আল্লাহ মানুষকে কিভাবে পরিবর্তন করে, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।

  • @swapnarani5364
    @swapnarani5364 ปีที่แล้ว +19

    বাস্তব ও সিনেমা দুই জায়গাতেই ভালো লাগে ওনাকে।

  • @abdulquyyum9860
    @abdulquyyum9860 ปีที่แล้ว +82

    একজন আদর্শ মানুষ, আলোকিত মানুষ। আল্লাহর কাছে উনার দ্রুত সুস্থতা প্রার্থনা করছি 🤲

  • @MainUddiy5890
    @MainUddiy5890 ปีที่แล้ว +44

    আনোয়ারা যখন মায়ের অভিনয় করতেন আমরা হলে গিয়ে দেখতাম এবং চোখের পানি ধরে রাখতে পারতাম না। উনার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করছি।

    • @akramrana7014
      @akramrana7014 ปีที่แล้ว

      Apni to mone koren manush more na khali paTa pati kore
      bekkol😂😂😂😂😂moira zak
      magi

  • @MistiLifeStyel257
    @MistiLifeStyel257 ปีที่แล้ว +19

    অনেক দিন পরে দেখলাম আল্লাহ ওনাকে তারাতারি সুস্থতা দান করুন আমিন

  • @ziniatulferdous1720
    @ziniatulferdous1720 ปีที่แล้ว +26

    অভিনয় শিল্পীদের শেষ জীবন টা অনেক কষ্টের হয় সেই হিসেবে আনোয়ারা অনেক সৌভাগ্যবান যে উনার সন্তান উনার পাশে রয়েছেন আলহামদুলিল্লাহ l আল্লাহ উনার সুস্থতা দেন আমিন

  • @SumonSumon-oj1bi
    @SumonSumon-oj1bi ปีที่แล้ว +24

    ছোট বেলায় থেকে যখন টিভি দেখতাম মায়ের অভিনয় দেখতাম চোখের ঝাল চলে আসতো ৩ বছর আগে উনার সাথে উনার মেয়ে সাথে বিমানবন্দরে ভিতরে দেখা হলো বস একটি ছবি তুললাম উনি খুব সাদা মনের মানুষ দোয়া রইলো আপনার জন্য।

  • @hasibulislam144
    @hasibulislam144 ปีที่แล้ว +20

    মায়ের সুস্থতা কামনা করি আল্লাহপাকের কাছ থেকে।

  • @Mdjamal-vm5bh
    @Mdjamal-vm5bh ปีที่แล้ว +9

    দোয়া করি মা আনোয়ারে তাড়া তাড়ি সুশত করে দেও😊🤲🤲🤲🤲

  • @sahedtube
    @sahedtube ปีที่แล้ว +6

    আমার মায়ের প্রিয় একজন অভিনেত্রী। অনেক অনেক অনেক বছর পরে দেখলাম আপনাদের সুবাদে। তার জন্য দোয়া রইল। 🥰🥰🥰

  • @RaihanNasir
    @RaihanNasir ปีที่แล้ว +10

    আহা রে কি অমায়িক একজন মানুষ ❤
    ছোট থেকে তার ছবি দেখে বড় হয়েছি
    হটাৎ অসুস্থ হয়ে কি হয়ে গেলে প্রিয় অভিনেত্রী 😢
    আপনি সুস্থ হয়ে যাবেন প্রিয় আনু ম্যাম🥹🥹🥹😊

  • @abdurrahmankuri4838
    @abdurrahmankuri4838 ปีที่แล้ว +12

    উনি আমাদের সময়ের অভিনেত্রী, ওনার অভিনয় আজও মনের মাঝে সৃতি হয়ে আছে,ওনার জন্য অনেক দোয়া রইল মহান আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমিন।

  • @jhannatulakter
    @jhannatulakter ปีที่แล้ว +17

    অভিনেত্রীর জন্য দোয়া রইল যাতে সুস্থ হয়ে ওঠা

  • @sahmed1533
    @sahmed1533 ปีที่แล้ว

    গুনি অভিনেত্রী ছিলেন, বিশেষ করে মায়ের চরিত্র উনি করেছেন অসাধারণ,
    সবাই বৃদ্ধ হয়,
    আপনার ভিডিও প্রথম দেখলাম,

  • @fardinkhan2412
    @fardinkhan2412 ปีที่แล้ว +12

    আল্লাহ পাকের দরবারে তার জন্য সুস্থতার ফরিয়াদ করছি।
    ভালো থাকুক প্রিয় মানুষগুলো।

  • @mdjamiluddin9989
    @mdjamiluddin9989 ปีที่แล้ว +1

    একসময়ের সেরা অভিনেত্রী। অসাধারণ অভিনয় ছিল ওনার। আমি ওনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।

  • @jb_r14
    @jb_r14 ปีที่แล้ว +2

    ডলি আর আনোয়ারা মায়ের চরিত্র যে ভাবে ফুটিয়ে তুলত এককথায় অসাধারণ

  • @goutomday8829
    @goutomday8829 ปีที่แล้ว +17

    ❤ওনার সুস্থতা কামনা করি❤

  • @nazmoulnazmoul7677
    @nazmoulnazmoul7677 ปีที่แล้ว

    আনোয়ারা মেম অসাধারণ অভিনয় করতেন তাঁর অভিনয় গুলো খুব ভাল লাগত।ম্যাম আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল❤❤❤❤❤

  • @mamunsikdersikder1428
    @mamunsikdersikder1428 ปีที่แล้ว +38

    উনার অভিনয় দেখে চোখের পানি ফেলছি আর কারো অভিনয় দেখে এত কাঁদিনি

  • @nayeemahmed2050
    @nayeemahmed2050 ปีที่แล้ว +2

    আমার চোখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী গণের মধ্যে ম্যাডাম আনোয়ারা অন্যতম। তাঁর অভিনয়ের কোনো তুলনা হয়না। বিশেষ করে নয়নমণি, সুন্দরী, গোলাপি এখন ট্রেনে, গোলাপি এখন ঢাকায়, ভাত দে, নবাব সিরাজউদ্দৌলা, দুই পয়সার আলতা প্রভৃতি ছবিতে তার অনবদ্য অভিনয় আমার মনে দাগ কেটে থাকবে। ইউটিউবের বদৌলতে ছবিগুলো দেখতে পেয়েছি, বারবার ই দেখেছি। আমার দুর্ভাগ্য 😭, কেননা আমি নব্বই দশকের একেবারে শেষভাগে জন্মেছি বলে। তাঁদের সময়ে জন্মালে হলে গিয়ে ছবিগুলো দেখতে পারতাম🙏. আমার সৌভাগ্য 🥰 ম্যাডাম আনোয়ারা যে দেশে জন্মেছেন আমি সেই দেশে জন্মেছি বলে।
    উনার অভিনয় প্রাণের কথা বলতো, জনমানুষের নিত্য জীবনগাঁথা ফুটে ওঠতো তাঁর অভিনয়ে। কত যে ভালবাসি কত যে শ্রদ্ধাভরে স্মরণ করি তাঁকে, তা বলে বুঝানোর ভাষা আমার নাই। তিঁনি সদা সুস্থ থাকুন, আরও বহুযুগ বেঁচে থাকুন আমাদের মাঝে, আবার অভিনয় করুন আমি এই কামনা করি 🙏

  • @rasin2838
    @rasin2838 ปีที่แล้ว +5

    ছেলেমেয়েরা ওনাকে ভালো রেখেছেন একটা আলহামদুলিল্লাহ।

  • @AbdulKarim-dp6eb
    @AbdulKarim-dp6eb ปีที่แล้ว +2

    Good efforts, many thanks for your caring to your beloved mother. She was so brilliant in her profession. May Almighty Allah relief her from disease.

  • @dulenakhatun7291
    @dulenakhatun7291 ปีที่แล้ว +3

    ওনাকে আল্লাহ পাক সুস্থতার সহিদ নেকহায়াত দান করুক। ওনার অভিনয় খুবই সুন্দর ছিল। ফি আমানিল্লাহ

  • @limachowdhury7444
    @limachowdhury7444 ปีที่แล้ว +5

    She is a fine actress!!! One of the top female actors of her time and always she delivered good performances MashAllah!!! Hard to replace these ladies they are GOLD!!!! May Allah give her good health and long life!! Amen

  • @mskabir1383
    @mskabir1383 ปีที่แล้ว +3

    ওনার জন্য শ্রদ্ধা এবং দোয়া রইলো।
    আপনিও সেই তেমনই আছেন, এখনো পছন্দের তালিকায়।

  • @mottakinurrahmanwasek4096
    @mottakinurrahmanwasek4096 ปีที่แล้ว +172

    আনোয়ারার মত মায়াময় অভিনয় আর কেউ করতে পারেনি। অনেক ছবিতেই তার অভিনয় দেখে কেঁদেছি। আল্লাহ তাকে সুস্থ তা দান করুন।

    • @mdfoyes220
      @mdfoyes220 ปีที่แล้ว +4

      আমিন

    • @MdMamun-bb5rm
      @MdMamun-bb5rm ปีที่แล้ว

      নাম ধরে বলাটা তোমার ঠিক হয়নি।। রাজ্জাক আ্্কেল এর ও আগের

    • @lalonkhan6632
      @lalonkhan6632 ปีที่แล้ว

      আমিন🕋

    • @rabeyaakter1274
      @rabeyaakter1274 ปีที่แล้ว

      ​ ❤মল

    • @nipaakter4007
      @nipaakter4007 ปีที่แล้ว

  • @NurIslam-xn3ht
    @NurIslam-xn3ht ปีที่แล้ว

    প্রিয় অভিনেত্রী দোয়া ও আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি 👍♥️🌹

  • @belalhossain8941
    @belalhossain8941 ปีที่แล้ว +41

    মায়ের জন্যে আমি পবিত্র সৌদি আরব থেকে দোয়া করছি আল্লাহ যে মাকে অতি তারাতারি সুস্থ করে দেন

  • @mihossain2844
    @mihossain2844 ปีที่แล้ว +4

    ছোটবেলায় উনার অভিনিত অনেক মুভি দেখেছি।।।। অনেক ভালো লাগতো।। আল্লাহ উনাকে সুস্থতা দান করুক।।। আমিন❤❤❤

  • @rashidbablu1606
    @rashidbablu1606 ปีที่แล้ว +1

    অনেকদিন পর আনোয়ারা ম্যামকে দেখলাম। ছোট বেলায় সিনেমায় ওনার দুঃখ দেখে অনেক কান্না করেছি।ওনি দেখি অনেক বৃদ্ধ হয়েগেছে।

  • @nacok9681
    @nacok9681 ปีที่แล้ว +5

    আল্লাহ উনাকে সুস্থতা দান করুন, আমিন ❤️❤️❤️❤️❤️

  • @MdJamil-uf8hs
    @MdJamil-uf8hs ปีที่แล้ว

    আমি অভিনয় জগতে অনেক অভিনতার অনেক ছেলে মেয়ে কে দেখেছি..... অনার মেয়ে টা কত মারজিত.... আনোয়ারা অভিনয় ও করত অনেক মারজিত পরিবেশে... অনেক ভালো লাগল..., অনেক দোয়া ও ভালোবাসা রইল

  • @udaytourstravels4435
    @udaytourstravels4435 ปีที่แล้ว

    বাংলা সিনেমার আমার প্রথম ভালোলাগা দেবদাস ছবির অভিনীত আমাদের প্রিয় চন্দ্রবতী অভিনয় করেছিলেন আনোয়ারা আপা, সেই থেকে ওনার প্রতি ভালোবাসা! আপার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

  • @zahurachoudhury5409
    @zahurachoudhury5409 ปีที่แล้ว

    প্রিয় অভিনেত্রী আনোয়ারার দ্রুত আরোগ্য কামনা করছি l এদেশের চলচিত্রকে উনি অনেক দিয়েছেন l তার প্রতি আমরা কৃতজ্ঞ l

  • @EliyasAhmed-hm1xs
    @EliyasAhmed-hm1xs หลายเดือนก่อน

    খুব ভালো লাগলো দোয়া ও শুভকামনা রইল আপনাদের
    জন্য

  • @TanzirRahman
    @TanzirRahman ปีที่แล้ว +5

    আনোয়ারা ম্যাডামকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগলো। আল্লাহ ম্যাডামকে সুস্থতা দান করুক ও নেক হায়াত দান করুক।

  • @cookingwithtanisha594
    @cookingwithtanisha594 ปีที่แล้ว +1

    আপু,আপনি আপনার মা আমার খুবই প্রিয়, এবং ভালো মানুষ।দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক।

  • @sabiaakter9586
    @sabiaakter9586 ปีที่แล้ว +21

    আমরা কত অহংকার করি নিজেদের নিয়ে, টাকা নিয়ে, অর্থ নিয়ে, সম্পদ নিয়ে। এইযে আনোয়ারা আংটি যে একসময় প্রতিদিন ক্যামেরার সামনে দারাতো, আজ উনি নিজের পায়ে নিজে দাড়াতে পারছে না। আল্লাহ উনাকে সুস্থতা দান করো এবং নেক হায়াত দান করো।

    • @forhadhasan5533
      @forhadhasan5533 ปีที่แล้ว +2

      আহ দুনিয়ার জীবন পুরেটাই ধোকা।আজ যুবক তো কাল বৃদধ।আল্লাহএই আনোয়ারা আংটিকে সুস্থতা দান করুন। আমিন

    • @jannatshahid9035
      @jannatshahid9035 ปีที่แล้ว

      amin

  • @aneeali1911
    @aneeali1911 ปีที่แล้ว +1

    আল্লাহ্ তায়ালা উনাকে সুস্থতা দান করুক ভালো রাখুক এই শুভকামনা ও দোয়া রইলো 🤲❤️

  • @Looking2405
    @Looking2405 ปีที่แล้ว

    উনি বলতে গেলে চলচ্চিত্রের ই মা ।এই যে এতগুলো কমেন্ট একটাও বাজে কমেন্ট চোখে পরল না এটাই একজন চলচ্চিত্র কর্মীর অর্জন। আনোয়ারা বেগম মানেই আমাদের ছোটবেলার আবেগ ।ভালো থাকুক উনি এটাই একজন ভক্ত হয়ে আকুল আবেদন আল্লাহর কাছে

  • @ডাক্তারসেবাঅলটাইমডাঃমোঃআনিসু

    প্রথমে আমার পক্ষ থেকে ওনাকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম। বাংলাদেশ চলচ্চিত্রে আনোয়ারা বেগমের অভিনয় খুবই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। বাংলাদেশের সকল জনগণ আজীবন গভীর ভাবে তাকে শ্রদ্ধা করবে। হে আল্লাহ ওনাকে সুস্থ রাখুন।

  • @nmhumayun5238
    @nmhumayun5238 ปีที่แล้ว +18

    হে আল্লাহ আমার এই মা-কে সুস্থ করে দাও ।

  • @yeasminlima7491
    @yeasminlima7491 ปีที่แล้ว

    আপনাদের দুজনকে দেখেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললাম। দোয়া আর ভালবাসা রইলো। রমজানুল মোবারক।

  • @mdmdatik6114
    @mdmdatik6114 ปีที่แล้ว +2

    আমার ভীষণ পছন্দের অভিনেত্রী উনি,,

  • @NasrinAkterFDC
    @NasrinAkterFDC ปีที่แล้ว +1

    আপা কে কতদিন দেখিনা, দেখতে মন চায়। খুব মিস করি। আল্লাহ আপা কে সুস্থ রাখুন ভালো রাখুন। আমিন 🙏

  • @MostafizurRahman-kl3rn
    @MostafizurRahman-kl3rn ปีที่แล้ว +9

    বর্তমান মুভিতে কিংবদন্তি মান্না ও আনোয়ারা অসাধারণ অভিনয় করেছে ❤️❤️❤️

  • @soniashabnam1331
    @soniashabnam1331 ปีที่แล้ว

    আপু খুব ভালো লাগলো মায়ের খেয়াল রাখার জন্য। মহান আল্লাহ উনাকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।

  • @AdritaTarin
    @AdritaTarin 8 หลายเดือนก่อน

    খুব ভালো মেয়ে ও মেয়ে জামাই পেয়েছেন উনি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সহায় হোক। আমিন।

  • @MdJahangiralomMdJahangir-mi7zk
    @MdJahangiralomMdJahangir-mi7zk ปีที่แล้ว +1

    আনোয়ারার মধ্যে মায়ের ভালোবাসা ও মমতা আছে উনার শরীরে মা মা গন্ধ আছে❤❤❤❤❤

  • @shaistahussin9696
    @shaistahussin9696 ปีที่แล้ว

    জনাবা আনোয়ারার অনেক ছায়া ছবি দেখেছি। আমার পছন্দের এক জন অভিনেত্রী।আজ উনিও বৃদ্দ আমি ও বৃদ্দ। আমার মনেহয় উনি আমার চেয়ে কিছু বড় হতে পারেন। দোয়া রইল উনার প্রতি।খোদা হাফেজ।

  • @sultanahossain6419
    @sultanahossain6419 ปีที่แล้ว +1

    উনি ভালো একজন অভিনেত্রী, ভালো মানুষ , উনার বয়স এখন কতো ? দোয়া করি আল্লাহর কাছে উনি ভালো থাকুন সুস্থ থাকুন।

  • @musafir1280
    @musafir1280 ปีที่แล้ว

    ওনাকে দেখলে মা মনে হয়।ছোট বেলা কত সিনেমা দেখেছি। খুব ভালো লাগলো ভিডিওটা দেখে।

  • @kaisarhamid3916
    @kaisarhamid3916 ปีที่แล้ว

    Onek onek Dua korchi Anowara Maam er jonno.. 🙏 She is a legend, a finest actress of Bengali Film Industry..

  • @josimjosim3766
    @josimjosim3766 ปีที่แล้ว +44

    মানুষ দুই বার শিশু হয় তার অবশ্যই সুস্থ কামনা করি।

  • @MdSohel-wj2gy
    @MdSohel-wj2gy ปีที่แล้ว +2

    অভিনেত্রীর জন্য দোয়া রইল

  • @fokirmasud8717
    @fokirmasud8717 ปีที่แล้ว +2

    আস্সালামু আলাইকুম
    আনোয়ারা আন্টির সু-স্বাস্হ ও দীর্ঘায়ু কামনা করছি। আমিন🙏

  • @Eva.Rahman.180
    @Eva.Rahman.180 ปีที่แล้ว

    মমতাময়ী মা জননী,, আমার খুব প্রিয় ভালবাসা একজন মানুষ 🤲🤲🤲🤲🤲

  • @bidhanghosh5164
    @bidhanghosh5164 ปีที่แล้ว

    প্রিয় এবং শ্রদ্ধার অভিনেত্রী ❤️

  • @shabnamalam1992
    @shabnamalam1992 ปีที่แล้ว

    Assalamu walaikum mukti Apu ,Aunty ka onek bosor por daklam , Alhamdulella dakhe kub valo laglo . Aunty kishoregonj e bas koibar amdar basai aschen Amr Abbu ka vai dakten , kub valo moner manus Aunty , Ato bosor por dakhe Amr choke pane chole aslo , Allah jano Aunty ka valo rakhen ai dua kore ❤

  • @ohe-yd5mm
    @ohe-yd5mm ปีที่แล้ว

    আমার প্রিয় অভিনেত্রী, তারজন্য রইলো দোয়া ভালোবাসা।

  • @shobhan171
    @shobhan171 ปีที่แล้ว

    মনোয়ারা দাদি অনেকটা শিশু সুলভ কথা বলতেছেন। আল্লাহ উনাকে সুস্থতা দান করুক।

  • @mdeyakub5041
    @mdeyakub5041 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤ আমার প্রিয় একটা মানুষ ❤❤❤❤❤। দোয়া করি আপনার জন্য। আল্লাহ যেন সুস্থ করে দেন।

  • @najmulalhsn9974
    @najmulalhsn9974 ปีที่แล้ว +1

    আমি আপনার মায়ে জন্য সকল মায়ের জন্য দোয়া কামনা করছে💐💐💐❤️🌺🌷🤲🏿🤲🏿🤲🏿

  • @reyaakthir4615
    @reyaakthir4615 ปีที่แล้ว

    আন্টির জন্য দোয়া রইলো আপু ভাল থাকবেন
    আর,আন্টিকে আল্লাহ যেন তারা তাড়ি সুস্থ্য করে দেন আমিন

  • @dmromon3949
    @dmromon3949 ปีที่แล้ว

    সব চাইতে চলচিত্র অভিনেত্রী আনোয়ারা আনটিকে মায়ের অভিনয়ে বেশি মানায় আই লাভ ইউ মা🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rumaakter3273
    @rumaakter3273 ปีที่แล้ว

    আমার অনেক পছন্দের একজন অভিনেত্রী ❤

  • @pallabimurmuusa
    @pallabimurmuusa ปีที่แล้ว +3

    My favorite actress! Praying for her heathy life!

  • @Sahjidshawon
    @Sahjidshawon ปีที่แล้ว

    ধন্যবাদ মুক্তি আপু তুমাকে তুমার মা কে ভালো বাসার জন্য তুমি খুব খুব ভালো থেকো ❤

  • @mmsahidulislamrafin5871
    @mmsahidulislamrafin5871 ปีที่แล้ว

    সিলভার বাটোনের খুবই কাছাকাছি চ্যানেল, শুভ কামনা বন্ধু,ঈমানের আব্বু। এগিয়ে যাও আপনা ইচ্ছের ডানায়,শুভ কামনা সব সময়।

  • @HeatHot-u5v
    @HeatHot-u5v ปีที่แล้ว

    ভালো থাকবেন প্রিয় অভিনেত্রী ❤

  • @ratulhassan1443
    @ratulhassan1443 ปีที่แล้ว +2

    আমার খুব পছন্দের একজন অভিনেত্রী আনোয়ারা মেডাম।
    হুমায়ুন আহমেদ স্যারের নাটক,সিনেমাতে ওনার অভিনয় দেখে বড় হয়েছি।শ্রাবণ মেঘের দিন সিনেমাতে ওনার অভিনয়ের কখনো ভুলবোনা।
    ওনার জন্য অনেক অনেক দোয়া রইলো।

  • @perabutjayajimattamanmelaw1524
    @perabutjayajimattamanmelaw1524 ปีที่แล้ว

    একজন গুনি অভিনেত্রী হলেন আমাদের সবার প্রিয় আনোয়ারা ম‍্যাডাম।।।অনেক অনেক দোয়া ও ভালোবাসা ওনার জন্য

  • @alamgirhaider7986
    @alamgirhaider7986 ปีที่แล้ว +1

    আপনার জন্য অনেক দোয়া রইল ❤

  • @maladas5880
    @maladas5880 ปีที่แล้ว

    অনেক ভালো একজন অভিনেত্রী উনার কত সিনেমা দেখেছি।মা আনোয়ারা তুলনা হয় না। ঈশ্বর তাকে সুস্থ করুন।

  • @GiFi-zo7kf
    @GiFi-zo7kf ปีที่แล้ว +1

    দোয়া করি ওনার জন্য আল্লাহ বাচিয়ে রাখুন

  • @jituhasanhasan687
    @jituhasanhasan687 ปีที่แล้ว

    Mon theke dowa roilo khub valo manush 🤲

  • @rohimajannat8584
    @rohimajannat8584 10 หลายเดือนก่อน

    দোয়া করি মা আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ মা মেয়ে অনেক সুন্দর অভিনয় করতেন ❤❤❤❤

  • @farhadabbas2939
    @farhadabbas2939 ปีที่แล้ว +4

    হায়রে জীবন, কত সুন্দর স্মৃতি বিজড়িত অতীত কত জাঁকজমকপূর্ণ মধুর স্মৃতি এক নিমিষেই হারিয়ে গেছে। মনে হয় এইতো সেদিন একটা সুন্দর সকাল ছিল একটা অলস দুপুর ছিল। কোথায় গেল সেই সব দিনগুলো। চোখের পলকে তিরিশ বছর পন্চাশ বছর অতীত হয়ে যায়।

  • @nishatakhtar9832
    @nishatakhtar9832 ปีที่แล้ว +2

    মুকতি আপু আপনাকে আমার খুব ভালো লাগে।এরখম পদদা করেই ভিডিও করবেন।

  • @robimd8095
    @robimd8095 ปีที่แล้ว +1

    আমাদের প্রিয় শিল্পী আমাদের মা আনোয়ারা বেগমকে সুস্থ রাখেন ভাল রাখেন।

  • @alemaakter8483
    @alemaakter8483 ปีที่แล้ว

    দোয়া রইলো। আপনার মা এবং আপনার জন্য। আল্লাহর কাছে তাওবা করে বাকী জীবন আল্লাহর বিধান মতো জীবন যাপন করার চেষ্টা করুন।মহান আল্লাহ আপনাদের কবুল করবেন ইনশাআল্লাহ।

  • @mirmosaddequehossain2780
    @mirmosaddequehossain2780 ปีที่แล้ว

    Assalamualaikum Wa Rahmatullah Wa Barakat 💚
    My liked Woman. Pray for her good health and safety.
    Aameen 💐

  • @sharifulsabur4960
    @sharifulsabur4960 ปีที่แล้ว +17

    দেখতে দেখতে চোখের পলকে বয়স বুড়ো হয়ে যায়😢

  • @momtahinmiron5917
    @momtahinmiron5917 ปีที่แล้ว

    দুই পয়সার আলতা ছবিতে শাবানার "লাল চাচি" বলে সম্বোধন করা সত্যিই অসাধারণ ছিল।। ভাল থাকুন, দীর্ঘজীবি হোন এই দোয়া করি। গর্ববোধ করি কারণ আপনিত আমাদের কুমিল্লার ই সন্তান

  • @missatefamissatefa4049
    @missatefamissatefa4049 ปีที่แล้ว

    সত্যি অসাধারণ একজন অভিনেত্রী আমার খুব পছন্দের

  • @amadersathekichukhon3085
    @amadersathekichukhon3085 ปีที่แล้ว

    কি সুন্দর, প্রানবন্ত অভিনয় করতেন,,আর আজ কেমন নিশ্চুপ, শান্ত হয়ে গেছে,দেখে খুব মায়া লাগছে,,

  • @enamulenamul1346
    @enamulenamul1346 ปีที่แล้ว

    অনেক শ্রদ্ধা আপনার প্রতি ❤