Moloyo Batashe ( মলয় বাতাসে ) | Sahana Bajpaie | New Bengali Single | SVF Music | 2017

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • দ্বিজেন্দ্রলাল রায়ের এই অসাধারণ গান শুনুন সাহানা বাজপেয়ির কণ্ঠে
    Watch the festive song Moloyo Batashe performed by Sahana Bajpaie, directed by Arkav Banerjee, on the onset of Durga Pujo. The lyrics has been penned by the literary genius Dwijendralal Roy. Click now to listen to the song of celebration and love on this happy occasion.
    ...............................................................................................
    Song Name : Moloyo Batashe
    Singer : Sahana Bajpaie
    Composed By : Dwijendralal Roy
    Arranged by : Samantak Sinha
    Directed by : Arkava Banerjee
    DOP : Somnath Halder
    Production Designer : Shibaji Pal
    Bass : Sunny Bhattacharya
    Violin : Souptik Mazumder
    Drums : Ritoban Das Ludo
    Piano : Krishh Datta
    Mix & Master: Tirthankar Majumdar (Tito)
    ..................................................................................................
    To download callertune sms MBT to 56060
    Songs Available On :
    Itunes : itunes.apple.c...
    Hungama : www.hungama.com...
    Wynk : wynk.in/u/101tR...
    Spotify : open.spotify.c...
    _________________________________________
    Bangladeshi subscribers can listen it on:
    BL Vibe: bit.ly/MoloyoBa...
    Robi Splash: bit.ly/MoloyoBa...
    GP Music: bit.ly/MoloyoBa...
    ..................................................................................................
    Set as Caller Tune :
    Vodafone Subscribers Dial 5379834936
    Airtel Subscribers Dial 5432116369268
    Idea Subscribers Dial 567899834936
    ------------------------------------------------------------------------------
    Enjoy and stay connected with us!!
    Subscribe Us :
    / svfmusic
    Like us on Facebook
    / svfmusic
    Follow us on
    / svfmusic

ความคิดเห็น • 989

  • @mrittikamaji9653
    @mrittikamaji9653 ปีที่แล้ว +27

    আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
    কুসুমের মধু করিবো পান
    ঘুমাবো কেতকী সুবাস শয়নে
    চাঁদের কিরনে করিবো স্নান।
    কবিতা করিবে আমাকে বীজন
    প্রেম করিবে স্বপ্নসৃজন,
    স্বর্গের পরী হবে সহচরী,
    দেবতা করিবে হৃদয়দান।
    সন্ধ্যার মেঘে করিবো দুকূল,
    ইন্দ্রধনুরে চন্দ্রহার
    তারায় করিবো কর্ণের দুল
    জড়াবো গায়েতে অন্ধকার।
    বাষ্পের সনে আকাশে উঠিব
    বৃষ্টির সনে ধরায় লুটিব
    সিন্ধুর সনে সাগরে ছুটিব
    ঝঞ্ঝার সনে গাহিব গান।

  • @shankhanilsarkar2161
    @shankhanilsarkar2161 3 ปีที่แล้ว +22

    দ্বিজেন্দ্রলাল রায়ের শহর কৃষ্ণনগর থেকে কমেন্ট করছি!! দারুন ❤️

  • @liakothosenliaju8103
    @liakothosenliaju8103 4 ปีที่แล้ว +13

    কমেন্ট রেখে গেলাম। অনেকদিন পরে যখন আমরা কেউই থাকবো না, আমাদের পরিচিত কিংবা অপরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদেরই মত, তাদের সময়ে যেভাবে তারা নীরব সন্ধ্যায়,উদাস দুপুরে,উচ্ছল বিকালে অথবা হতাশ রাতে গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে,সময় বদলাবে,ঋতুও বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!

    • @adianddivi2610
      @adianddivi2610 6 หลายเดือนก่อน

      So true❤

    • @imamazam5293
      @imamazam5293 4 หลายเดือนก่อน

      অসাধারন লিখেছেন। আমরা চলে যাবো, এ গান থেকে যাবে ।

  • @acousticwithshishir5776
    @acousticwithshishir5776 4 ปีที่แล้ว +1021

    গানের গায়কি, আবেগ , ভিডিওগ্রাফি সবই চমৎকার ! কিন্তু একটা জায়গা মিসিং এতো সুন্দর গান টা যে রচনা করেছে ( দ্বিজেন্দ্রলাল রায় ) তার নাম টা কি শিরোনাম এ দেওয়া যেতো না.. ?

    • @ahanadas8764
      @ahanadas8764 4 ปีที่แล้ว +26

      Achhe.. Description box e first paragraph e

    • @AyonamRay
      @AyonamRay 4 ปีที่แล้ว +61

      @@ahanadas8764 Thik. Thik. Kintu jekhaney Credits gulo naam dhorey dhorey daoa aachey shekhaney "Lyrics: Dwijendralal Ray" ta add korley hoyto shokol-er chokhey porto. Small things, but matter a lot. Nevertheless, a beautifully rendered song.

    • @pamelahalder8780
      @pamelahalder8780 4 ปีที่แล้ว +11

      Akdom thik bolechen.

    • @ahanadas8764
      @ahanadas8764 4 ปีที่แล้ว +5

      @@AyonamRay yes

    • @sayeedasultana7542
      @sayeedasultana7542 4 ปีที่แล้ว +2

      Love it

  • @moumitasaha7021
    @moumitasaha7021 7 ปีที่แล้ว +105

    কণ্ঠটা এই গানটার জন্যই সৃস্টি যেন।

  • @samiulhauquechowdhury2740
    @samiulhauquechowdhury2740 3 ปีที่แล้ว +65

    বঙ্গদেশের সমস্ত রসগোল্লা একত্রে করিয়া এমন মিস্টি কন্ঠ আর পাইবো কি!

  • @SanjibBera509
    @SanjibBera509 7 ปีที่แล้ว +210

    শাহানাদির গান শুনলে সারাদিনের ক্লান্তি কোথায় যেনো একনিমেশে হওয়া হয়ে যায়। অনেক ধন্যবাদ দিদিভাই। ☺️

  • @sudeshnasen8845
    @sudeshnasen8845 4 ปีที่แล้ว +45

    বন্ধন-মুক্তির কথা, স্বাধীনতার কথা ও যে এত কোমল ভাবে বলা যায়, এত মধুর ভাবে গাওয়া যায়.....

    • @kathaykathaypialisarkar3993
      @kathaykathaypialisarkar3993 ปีที่แล้ว

      শ্রদ্ধেয় কবি দ্বিজেন্দ্রলাল রায়ের স্ত্রী সন্তানসম্ভবা জেনে (শ্রী দিলীপ কুমার রায়ের জন্মের আগের ঘটনা) এবং ঠিক সেই সময়েই তাঁদের বিবাহবার্ষিকীর দিন এসে পড়লে তিনি এই গানটি রচনা ক'রে তাঁর স্ত্রীকে শুভক্ষণের উপহার হিসেবে শোনান। এটি দেশাত্মবোধক নয়।

  • @theanonymous2787
    @theanonymous2787 3 ปีที่แล้ว +27

    দিদি তুমি অনেক ভাগ্যবতী,
    আল্লাহ সবাইকে এমন মায়া মাখানো কন্ঠ দিয়ে কিন্ত দুনিয়াতে পাঠায় না। ❤️
    এক আকাশ ভালোবাসা দিদি❤️

    • @ranajit2355
      @ranajit2355 ปีที่แล้ว +3

      ভাই খাটতে হয়।কেবল আল্লার /ভগবানের দান নয়

  • @kamrulhasan9174
    @kamrulhasan9174 ปีที่แล้ว +4

    আমার সবচেয়ে প্রিয় ফিমেল আর্টিস্ট😍
    i am just falling in love with her voice again and again and again...❤️

  • @preityneogie9623
    @preityneogie9623 2 ปีที่แล้ว +48

    এই গান আর পাহাড়ের ধারে ছোট ঘর। প্রিয়জন কেউ পাশে নেই। এমন অনুভূতি এ জগতের নয় ❤️

    • @fariasanem8512
      @fariasanem8512 ปีที่แล้ว +1

      Yeah. Free from everything

    • @zecon990
      @zecon990 ปีที่แล้ว

      A Fantasy

    • @mintudhar5118
      @mintudhar5118 ปีที่แล้ว

      স্বর্গীয় অনূভুতি একদম...

  • @manishdey007
    @manishdey007 5 ปีที่แล้ว +35

    Was studying for an exam for last few weeks. Cracked it today. Thought will sleep tight, but unable to catch sleep even for a moment. Tomar kotha mone pore majhe majhei..achieved many things till now, but lost you somewhere in between...always thought you would be there to share all this. But life had different plans. Sometime moving on is very difficult. Trying since last 9 yrs and will keep on trying cos I never give up

  • @rupnabasak3610
    @rupnabasak3610 ปีที่แล้ว +6

    আমি এই গানটা কতো বার যে শুনেছি তার হিসেব নেই। তবে যতবারই শুনি আবার শুনতে ইচ্ছে করে।

  • @_FarjanaRahman
    @_FarjanaRahman 3 ปีที่แล้ว +20

    এই গানটা শুনলে আগে কীসব মনে পড়তো জানিনা। এখন শুনলে নিজের জন্যে প্রচণ্ড মায়া হয়। এত সুন্দর! এত আদর একটা গানে। ❤️

    • @vaishalighosh3285
      @vaishalighosh3285 2 ปีที่แล้ว

      Apnar comment khoob e shundor.

    • @mihirdas9364
      @mihirdas9364 16 วันที่ผ่านมา

      কেমন যেন সব বদলে যাচ্ছে। হারিয় যাচ্ছে, গান, মাটি, হাওয়া নির্জনতা আর দুঃখ৷ মাখা ভালো লাগা

  • @Lordhere123
    @Lordhere123 5 ปีที่แล้ว +2

    Ei Bajpaie ER konthe madokota ache & it's true. Unar gaan shunle hariye jete baddho. Hats off to you. Love from Bangladesh

  • @Medhaa15
    @Medhaa15 5 ปีที่แล้ว +4

    এতো অপূর্ব। 💜 সব পিছুটান ভুলে শুধু মলয় বাতাসেই ভেসে যাই। হারিয়ে যায় মলয় বাতাসের জগতে। ভালবাসা শাহানা দি।

  • @iftik
    @iftik 7 ปีที่แล้ว +45

    একটা অদ্ভুত স্নিগ্ধতা আছে...

  • @gourabojha8021
    @gourabojha8021 5 ปีที่แล้ว +10

    সাহানা দিদি মানেই সেরা... সে যে এমন এক গলা শুধু মনে হয় বারে বারে শুনতেই থাকি 🤗🤗😍😍 ধন্যবাদ দিদি ভাই ☺

  • @joydeepchaudhuri9712
    @joydeepchaudhuri9712 5 ปีที่แล้ว +2

    অপূর্ব, অনবদ্য ।সাহানার গান সবসময়ই ভালো লাগে ।মলয় বাতাসে সাহানার কন্ঠের জাদুতে এক অন্য মাত্রা পেয়েছে ।

  • @muktideb5140
    @muktideb5140 3 ปีที่แล้ว +8

    অসম্ভব সুন্দর ❤️আর মন ছুঁয়ে যাওয়া গান। যতবার শুনি ততবারই মনে হয় নতুনত্ব কি যেন একটা আছে।এত নেশা এই গানে বিভোর হয়ে থাকতে ইচ্ছে করে সারাক্ষণ
    ❤️❤️

  • @atasimandal1761
    @atasimandal1761 4 ปีที่แล้ว +2

    এক কথায় Divine.... হৃদয়ের কোন অন্তঃপুরে গিয়ে যে বিধলো গানটা বলে বোঝাতে পারবো না।

  • @sukanyabose6149
    @sukanyabose6149 7 ปีที่แล้ว +44

    মনকে আরাম দিল. তোমার কণ্ঠে মায়া আছে......

  • @sumaiyachowdhury-hv3sg
    @sumaiyachowdhury-hv3sg ปีที่แล้ว +2

    Ei juge emon ekta gaan.... Rucir prosongsa pauyar juggo🥰

  • @mdshakilshuvo1798
    @mdshakilshuvo1798 3 ปีที่แล้ว +4

    এইধরনের গান গুলো যেনো এক অন্যরকম ভালোবাসা।।অন্যরকম এক নতুন প্রেম।।ভাবনার আছে অনেক কিছু❤

  • @jesminchowdhury9721
    @jesminchowdhury9721 ปีที่แล้ว +3

    "অনেক কিছু লিখতে ইচ্ছে করছে ,, পাছে আমার কলম না থেমে যায় "" আলপনা চৌধুরী"

  • @manidipamukherjee7251
    @manidipamukherjee7251 5 ปีที่แล้ว +9

    আমরা মলয় বাতাসে ... সমন্তকের গীটারের কোনো তুলনা হয়না।

  • @indranathbhattacharyya8122
    @indranathbhattacharyya8122 3 ปีที่แล้ว +2

    আমার বয়স বেশি না...কিন্ত দ্বিজেনবাবুর এই গানে...আনন্দমেলা পড়ার মজাই আলাদা।

  • @sumaiyakarimoyshi
    @sumaiyakarimoyshi 7 ปีที่แล้ว +131

    Love From Bangladesh...Sahana Bajpaie is one of my favourite Singer...I like her lot

    • @IpsitaGhosh135
      @IpsitaGhosh135 4 ปีที่แล้ว

      th-cam.com/video/w2owPYGe4Xg/w-d-xo.html

    • @AdvikaMajumdar2012
      @AdvikaMajumdar2012 4 ปีที่แล้ว

      even i like her

    • @SandipDas-oz1dy
      @SandipDas-oz1dy 2 ปีที่แล้ว

      SOMEWHERE READ U LLIKE HERO ALOM A LOT.

    • @ranajit2355
      @ranajit2355 ปีที่แล้ว

      ​@@SandipDas-oz1dy he is quite an interesting man

  • @prince2fun
    @prince2fun 6 ปีที่แล้ว +400

    শিরোনামঃ মলয় বাতাসে
    কন্ঠঃ সাহানা বাজপেয়ী
    কথাঃ দ্বিজেন্দ্রলাল রায়
    আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
    কুসুমের মধু করিবো পান
    ঘুমাবো কেতকী সুবাস শয়নে
    চাঁদের কিরনে করিবো স্নান।
    কবিতা করিবে আমাকে বীজন
    প্রেম করিবে স্বপ্নসৃজন,
    স্বর্গের পরী হবে সহচরী,
    দেবতা করিবে হৃদয়দান।
    সন্ধ্যার মেঘে করিবো দুকূল,
    ইন্দ্রধনুরে চন্দ্রহার
    তারায় করিবো কর্ণের দুল
    জড়াবো গায়েতে অন্ধকার।
    বাষ্পের সনে আকাশে উঠিব
    বৃষ্টির সনে ধরায় লুটিব
    সিন্ধুর সনে সাগরে ছুটিব
    ঝঞ্ঝার সনে গাহিব গান।

    • @joydip7639
      @joydip7639 5 ปีที่แล้ว +11

      Thank you so much. Nahole vebei niechilam Tagore song

    • @arpitadatta3618
      @arpitadatta3618 5 ปีที่แล้ว +1

      swaralipi ta deben plz....harmonium e tolar jonno

    • @debasishdas1945
      @debasishdas1945 5 ปีที่แล้ว

      Nice

    • @lipika.chumkirahabasu9717
      @lipika.chumkirahabasu9717 4 ปีที่แล้ว +7

      @@arpitadatta3618 শুনে শুনে তুলতে চেষ্টা করুন।সেটাই আসল শিক্ষা।

    • @davehaste5875
      @davehaste5875 4 ปีที่แล้ว +2

      @@joydip7639 ধরেই নিয়েছিলাম প্রায় কবি গুরুর লেখা।

  • @shuvrosadik8970
    @shuvrosadik8970 7 ปีที่แล้ว +796

    আমরা - মলয় বাতাসে ভেসে যাবো
    শুধু কুসুমের মধু করিব পান;
    ঘুমোবো কেতকী সুবাস শয়নে
    চাঁদের কিরণে করিব স্নান।
    কবিতা করিবে আমারে বীজন
    প্রেম করিবে স্বপ্নসৃজন,
    স্বর্গের পরী হবে সহচরী,
    দেবতা করিবে হৃদয়দান।
    সন্ধ্যার মেঘে করিব দুকূল, ইন্দ্রধনুরে চন্দ্রহার
    তারায় করিব কর্ণের দুল
    জড়াবো গায়েতে অন্ধকার।
    বাষ্পের সনে আকাশে উঠিব
    বৃষ্টির সনে ধরায় লুটিব
    সিন্ধুর সনে সাগরে ছুটিব
    ঝঞ্ঝার সনে গাহিব গান।

  • @ashadujjamansarkar2748
    @ashadujjamansarkar2748 4 ปีที่แล้ว +2

    Didi u r great.....
    তোমার গান বাঁচার ইন্ধন যোগায়....

  • @abhi.1729
    @abhi.1729 6 ปีที่แล้ว +64

    I feel whenever Sahana Bajpaie sings, she gives it her everything. Absolute commitment. Lots of respect. The harmony by Samantak is awesome.

  • @Ranahasan06
    @Ranahasan06 7 ปีที่แล้ว +18

    অনন্যাসাধারণ।
    একেই সম্ভবত “স্বর্গীয়
    সুর বলে”!

  • @ArjunDasgupta1
    @ArjunDasgupta1 11 หลายเดือนก่อน +4

    অনেকের গান শুনেছি l আপনার গানে খুঁত খুঁজে পাই না l নির্ভুল l

  • @peoplessurvives3552
    @peoplessurvives3552 3 ปีที่แล้ว +8

    It was awesome. Love from Chittagong, Bangladesh.

  • @riyadabusaeed2779
    @riyadabusaeed2779 7 ปีที่แล้ว +52

    Sahana's voice is exceptionally beautiful. I like whatever she sings. Thanks for this rendition.

  • @soumyadatta2201
    @soumyadatta2201 ปีที่แล้ว

    দারুন লাগলো..... ❤❤❤❤ এমন কথা আর পাওয়া যাবে কী না তা জানানেই। খুব ভালো....

  • @fuadal9869
    @fuadal9869 3 ปีที่แล้ว +3

    বাহ! চমৎকার!
    ♥ From #BANGLADESH

  • @Shib_adityaa
    @Shib_adityaa 10 หลายเดือนก่อน +1

    Sahana bajpaie didir golay maa Saraswatir baaashh...music,instrument charai onar gaan shunle pagol howar moto obostha❤❤

  • @fatimaadreeta
    @fatimaadreeta 4 ปีที่แล้ว +3

    এক অনন্য স্বপ্নজগতে নিয়ে যায় এই গান। অসাধারণ। 💚

  • @somabiswas8650
    @somabiswas8650 2 ปีที่แล้ว

    Sahana.... Tomar gaan khub priyo.... Bolpur er puro bhot( Municipal election) er.... Tarokar chokhe... Khub bhalo... R o bhalo 2 gaan koro...

  • @Sayedimg
    @Sayedimg 4 ปีที่แล้ว +3

    শুনছি এক সন্ধ্যায়, হালকা কুয়াশায়!
    মিষ্টি এই সময়টা আজ থামিয়ে দিলাম।
    ১০.১০.২০২০

  • @mukul5509
    @mukul5509 3 ปีที่แล้ว +2

    Darun mishti Ganer gala.

  • @MdNaeem334
    @MdNaeem334 3 ปีที่แล้ว +6

    সারাদিনের ক্লান্তি দূর করতে একটা গানই যথেষ্ট ❤️❤️

  • @sppaul7228
    @sppaul7228 4 ปีที่แล้ว +2

    কত মাধুর্যতার সাথে গানটা শুনালেন দিদি,,,,,,!!!!!বিমোহিত হয়ে গেলাম

  • @sayantanpal1769
    @sayantanpal1769 2 ปีที่แล้ว +29

    It's 6am in this cold morning, I'm in the bus listening to the song, and regretting why haven't I listened to this masterpiece yet!

  • @sadikmohammad3307
    @sadikmohammad3307 6 ปีที่แล้ว +32

    What a fine melodious voice.
    The singer herself drank the necter of musical honey.

  • @durjoysarker6084
    @durjoysarker6084 3 ปีที่แล้ว +5

    এক নিমিষেই ক্লান্তি দূর হয়ে যায় সুরটা শুনলে 😍

  • @Hoppipolla86
    @Hoppipolla86 6 ปีที่แล้ว +12

    গলার কাছটায় কি যেন একটা দলা পাকিয়ে ওঠে শুনতে শুনতে, কষ্ট হয়, তবু আরেকবার শুনতে ইচ্ছে করে।

    • @imamazam5293
      @imamazam5293 3 หลายเดือนก่อน

      অপূর্ব অসাধারণ অতুলনীয়। কে আপনি? একবার দেখতে চাই।

  • @Manzurulmilon
    @Manzurulmilon 4 ปีที่แล้ว +2

    আহা! দ্বিজেন্দ্রলাল রায়। অসাধারণ দেশাত্মবোধক গান।

  • @Abir-fr6qb
    @Abir-fr6qb 3 ปีที่แล้ว +3

    রেজওয়ানা চৌধুরী বন্যা'র পর আপনার কণ্ঠটাই সবচে ভালো লাগে।
    কি সুন্দর, কি সুন্দর!!
    🖤🥀

  • @mdnasiruddin1805
    @mdnasiruddin1805 3 ปีที่แล้ว +3

    সুর-লহরী অসাধারন, মর্মস্পর্শী গায়কী,দীজেন্দ্রলালের মেধাদীপ্ত আবেগি প্রেমের শেষ উপাখ্যান।

  • @amritaghosh3798
    @amritaghosh3798 3 ปีที่แล้ว +3

    যেদিন গানটি প্রথম শুনি ,,, গলা র স্বর লগ্নজিতা র মনে করে ভুল হয়েছিল! গানটি সত্যিই ভীষণ সুন্দর

  • @Beyond-with-roy
    @Beyond-with-roy 4 ปีที่แล้ว +1

    মনে গেঁথে গেছে এই গান।
    লিরিক, সুর সব মিলিয়ে যেন আস্তো একটা বোমা ফাটলো।

  • @nabiltajwarnabil0305
    @nabiltajwarnabil0305 ปีที่แล้ว +3

    ৫ বছর হয়ে গেছে, তবুও গানটার আবেদন ফুরোয়নি একটুও। প্রিয় একটা গান।

  • @TheBongGirL_14
    @TheBongGirL_14 3 ปีที่แล้ว +5

    2021 এ দাড়িয়েও এই গানটি শুনছি কি যেন একটি অদ্ভুৎ মায়া আছে গানটির মধ্যে ❤️ যে কোনো মুড এর জন্য এই গানটি একদম perfect ❤️

  • @harismahmodsharik8311
    @harismahmodsharik8311 6 ปีที่แล้ว +17

    তারায় করিব কর্ণের দূল,
    জড়াব গায়েতে অন্ধকার 💜

  • @greatsudipta
    @greatsudipta 3 ปีที่แล้ว +1

    এটা সম্পূর্ণ ভালো লাগা। অন্য শব্দের কাজই নেই।
    অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা। এমনি সবুজ, চিরন্তনী হয়ে থাকুন অনন্তকাল।💕💐

  • @arniganguly
    @arniganguly 3 ปีที่แล้ว +3

    কন্ঠ, যন্ত্রানুসঙ্গ, গানের কথা। খুব ভাল লাগল ❤️

  • @barshabristisarkar831
    @barshabristisarkar831 3 ปีที่แล้ว +1

    Apnar golai সরস্বতি thakar বাস করছে।
    ভগবান আপনার ভালো করুক।
    গড ব্লেস ইউ।।।

  • @neelnehal4696
    @neelnehal4696 5 ปีที่แล้ว +10

    Sir Arkav Banerjee, you have done an impressive job undoubtedly, specially all of that Harmonizing you have done! Amazing!!!!

  • @chaitalichatterjee4750
    @chaitalichatterjee4750 10 หลายเดือนก่อน +1

    আহা....হৃদয়ে অমৃতের স্বাদ ❤❤❤

  • @aparnasdiary3310
    @aparnasdiary3310 3 ปีที่แล้ว +6

    চিরকাল প্রিয় আর প্রিয় হবে এই গান 🥰

  • @snsagar2470
    @snsagar2470 11 หลายเดือนก่อน +1

    সত্যি মন ছুঁয়ে গেল 😌✨

  • @debasisroy97
    @debasisroy97 3 ปีที่แล้ว +3

    সন্ধ্যার মেঘে করিবো দুকূল
    ইন্দ্রধনুরে চন্দ্রহার
    তারায় করিবো কর্ণের দুল
    জড়াবো গায়েতে অন্ধকার
    সন্ধ্যার মেঘে করিবো দুকূল
    ইন্দ্রধনুরে চন্দ্রহার
    তারায় করিবো কর্ণের দুল
    জড়াবো গায়েতে অন্ধকার❤

  • @nafismuhaiminchowdhury9166
    @nafismuhaiminchowdhury9166 3 ปีที่แล้ว +2

    ক্যাপশনে ডি.এল. রায় এর নাম লিখা উচিৎ ছিল। তার কারনে এত সুন্দর গান পেয়েছ 🙂

  • @arifsabuj912
    @arifsabuj912 6 ปีที่แล้ว +10

    স্বর্গের জন্য এই গান সংরক্ষণ হোক ।

  • @nurnabiarman2687
    @nurnabiarman2687 3 ปีที่แล้ว +1

    কন্ঠ সুন্দর হবেই এটা স্বাভাবিক তাই বলে এতো অসাধারণ🥺❤️

  • @soheavaktarevan6208
    @soheavaktarevan6208 3 ปีที่แล้ว +3

    আহ্ শান্তি,
    প্রতিদিন 🎧

  • @srijasrj5881
    @srijasrj5881 3 ปีที่แล้ว +1

    Ai ganta ato tai valo hoyche , bar bar saradin suni❤️❤️❤️❤️❤️

  • @kabirdeb3380
    @kabirdeb3380 7 ปีที่แล้ว +12

    Sahana Di...tumi protyek Pujo'r best gift deow

  • @samihajainab2557
    @samihajainab2557 6 ปีที่แล้ว +3

    এত সুন্দর একটি গান! নতুন করে দ্বিজেন্দ্রলাল রায়কে ভালবাসতে শিখলাম!

  • @neepa4
    @neepa4 ปีที่แล้ว

    Sahanar gaan shune sokal shuru mane saradin mon bhalo thaka....

  • @nejumhasan8332
    @nejumhasan8332 4 ปีที่แล้ว +10

    Excellent rendition by sahana di..just amazing.. God bless you...

  • @Debajyoti_Banerjee
    @Debajyoti_Banerjee 4 ปีที่แล้ว +1

    কি মধুর... কি স্নিগ্ধ... কি মায়াবী... সাহানা আপনার গান অনবদ্য....

  • @evaadhikary6695
    @evaadhikary6695 3 ปีที่แล้ว +3

    তাহার সাথে শোনা একসাথে শেষ গান🍂

    • @srt35787
      @srt35787 2 ปีที่แล้ว

      😭😭

  • @foodmirror2458
    @foodmirror2458 3 ปีที่แล้ว +2

    মন খারাপ থাকলে আর কি,, এই গান টা শুনি,,মন এমনই ভালো হয়ে যায় ♥️♥️♥️🥀

  • @muntasirrahman4820
    @muntasirrahman4820 4 ปีที่แล้ว +28

    such a refreshing song, so fresh, so soothing, so sooo peaceful, whenever i feel low, this song works like a charm

  • @saheligoswami1200
    @saheligoswami1200 5 หลายเดือนก่อน

    That subtle comfort behind these songs. May be that comfort home food.

  • @Aazikka
    @Aazikka 6 ปีที่แล้ว +138

    I'm a Malayali and I loved it❤️

  • @toneofheart5668
    @toneofheart5668 4 ปีที่แล้ว +2

    যতবার শুনি শোনারই শেষ হয়না, শুনতে বসলে অন্তত পাঁচবার শুনি একসাথে তবু প্রতিবার নতুন লাগে।

  • @trimegistus
    @trimegistus 7 ปีที่แล้ว +19

    ki bhison sundor! ek kaley sahana di-r gaan shuney rabindra sangeet key notun korey chinechilam..ebar dwijen gitir paalaa

  • @srt35787
    @srt35787 4 ปีที่แล้ว +2

    আহা!!! যাদু যাদু।রোজ গানটা শুনতেই হয়।

  • @abidasabrina6594
    @abidasabrina6594 7 ปีที่แล้ว +47

    আমরা মলয় বাতাসে ভেসে যাবো শুধু
    কুসুমের মধু করিবো পান
    ঘুমাবো কেতকী সুবাস শয়নে
    চাঁদের কিরনে করিবো স্নান।

  • @jinim7085
    @jinim7085 3 ปีที่แล้ว +2

    Eita spotify te hole khub bhalo lagto

  • @tuhindas2312
    @tuhindas2312 4 ปีที่แล้ว +3

    স্বর্গের ও পরি হবে সহচরী 🌸

  • @sadiaafrin1461
    @sadiaafrin1461 4 ปีที่แล้ว +1

    ইশশ এতো সুন্দর গানটা এতো দিন পর শুনলাম😌

  • @pranjaldas1762
    @pranjaldas1762 2 ปีที่แล้ว +3

    The song is beautiful, and violin by Souptik Mazumder was amazing.

  • @sleeplesspolash6320
    @sleeplesspolash6320 2 ปีที่แล้ว +1

    আহা! কি সুন্দর 🖤🥀

  • @kalpanamandal2478
    @kalpanamandal2478 3 ปีที่แล้ว +3

    কি সুন্দর গান টা ম প্রাণ ভরে গেল সব দুঃখ যেন ভুলে গেলাম! গান টা তিনি গাইলেন দারুন!১২:৬:২১

  • @tanjinasiddiqueshikhi4337
    @tanjinasiddiqueshikhi4337 5 ปีที่แล้ว +1

    নেশাগ্রস্থের মতো শুনছি. কী নেশা কণ্ঠে

  • @MysticalMadness327
    @MysticalMadness327 7 ปีที่แล้ว +57

    আমরা মলয়ো বাতাসে ভেসে যাবো শুধু
    কুসুমের মধু করিবো পান
    ঘুমাবো কেতকি সুবাস শয়নে
    চাঁদের কিরণে করিবো স্নান
    মলয়ো বাতাসে ভেসে যাবো শুধু
    কুসুমের মধু করিবো পান.
    কবিতা করিবে আমারে প্রিজন
    প্রেমও করিবে স্বপ্ন সৃজন
    কবিতা করিবে আমারে প্রিজন
    প্রেমও করিবে স্বপ্ন সৃজন
    স্বর্গের পরী হবে সহোচরী
    দেবতা করিবে হৃদয়ও দান
    মলয়ো বাতাসে ভেসে যাবো শুধু
    কুসুমের মধু করিবো পান.
    সন্ধ্যার মেঘে ভরিবো দুকূল
    ইন্দ্রধনুরে চন্দ্রহার
    তারায় করিবো কর্ণেরও দুল
    জড়াবো গায়েতে অন্ধকার
    সন্ধ্যার মেঘে ভরিবো দুকূল
    ইন্দ্রধনুরে চন্দ্রহার
    তারায় করিবো কর্ণেরও দুল
    জড়াবো গায়েতে অন্ধকার
    বাস্পের সনে আকাশে উঠিব
    বৃষ্টির সনে ধরায় লুটিবো
    বাস্পের সনে আকাশে উঠিব
    বৃষ্টির সনে ধরায় লুটিবো
    সিন্ধুর সনে সাগর ছুটিবো
    ঝঞ্ঝার সনে গাহিবো গান
    মলয়ো বাতাসে ভেসে যাবো শুধু
    কুসুমের মধু করিবো পান
    ঘুমাবো কেতকি সুবাস শয়নে
    চাঁদের কিরণে করিবো স্নান
    মলয়ো বাতাসে ভেসে যাবো শুধু
    কুসুমের মধু করিবো পান
    মলয়ো বাতাসে.
    কুসুমের মধু করিবো পান...

  • @annesha7923
    @annesha7923 ปีที่แล้ว

    এখনকার ফালতু গান থেকে কত্ত সুন্দর এই গানটা ❤
    সাথে শাহানা দির অসাধারণ গলা❤

  • @pankajdasgupta9322
    @pankajdasgupta9322 6 ปีที่แล้ว +4

    সাধু সাধু,,,,,
    অসাধারণ গায়কী,,,,,।

  • @Raziasultana-qs7wt
    @Raziasultana-qs7wt 4 ปีที่แล้ว +1

    আহা ! এমন একটা গান, প্রতিদিন অন্তত একবার না শুনলে আমার ভালো লাগে না...

  • @kanchanmaladey1770
    @kanchanmaladey1770 5 ปีที่แล้ว +6

    It's a brilliant song . I listen it every day. It is a soft song which keeps our mind happy and fresh and also remembering the person whom we
    like the most .

  • @shahidulanuar8406
    @shahidulanuar8406 4 ปีที่แล้ว +1

    মনে হলো, আধুনিক রবীন্দ্র সঙ্গীত!!

  • @saptarshisinha9388
    @saptarshisinha9388 5 ปีที่แล้ว +17

    Masterclass from D.L Roy and amazing rendition by Sahana...loved it...😍😍😍

  • @yousufreja1199
    @yousufreja1199 5 ปีที่แล้ว +1

    গানের কথাগুলো এতো যে সুন্দর!
    শাহানা দিদির কন্ঠে আরো সুন্দর লাগছে 💜👌

  • @suranjanchattopadhyay8040
    @suranjanchattopadhyay8040 4 ปีที่แล้ว +8

    গানটির সম্পর্কে বিশেষ কিছু বলার নেই কিন্তু পরিবেশন সম্পর্কে দু একটি একান্ত ব্যক্তিগত মত আছে (সংগীতজ্ঞের নয়, শ্রোতার) যা এখানে বলতে চাই। সাহানা বাজপেয়ীর কণ্ঠমাধুর্য্য অসাধারণ, গলায় মড্যুলেশন আছে ঠিক যেমনটি চাই। উচ্চারণ কিন্তু স্পষ্ট ও তীক্ষ্ণ হওয়া চাই, এখনকার মতো কিঞ্চিৎ আধোআধো বা আদুরে হলে গানের মাধুর্য্যকে ওনার কণ্ঠমাধুর্য্য ছাপিয়ে যাবে বা যাচ্ছে, যা কাম্য নয়। এই গানটি মূল স্তম্ভ মীড় ও মূর্ছনা। বেশ কয়েকটা জায়গায় যেখানে গান মীড় ও মূর্ছনার জন্যই মাধুর্য্যের শিখরে পৌঁছয়, সেখানে গানের চরণ গীত হচ্ছে একটা স্টেপ নিয়ে, স্ট্যাকাটো ভঙ্গিমায় যা এই গানের মেজাজের সঙ্গে বেমানান। উদাহরণস্বরূপ ০:৫৯ মিনিটে "চাঁদের কিরণে করিব স্নান..." চরণটি শেষ হল একটা স্টেপ নিয়ে, বা ২:৫৮ মিনিটে "...ইন্দ্রধনুরে চন্দ্রহার..." গাইবার সময় ইন্দ্র থেকে ধনুরে যাওয়ার সময় একটা মূর্ছনা নিয়ে যাওয়ার কথা কিন্তু আবার সেই স্টেপ নিয়ে গেলেন যার জন্য কান প্রস্তুত নয়। তফাৎটা বোঝা যাবে কৃষ্ণা চট্টোপাধ্যায় বা সন্ধ্যা মুখোপাধ্যায় বা রবীন বন্দোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনলে। আর একটা ব্যাপার আমার ঠিক পছন্দ হয়নি সেটা হলো বিশেষ জায়গায় অনুরণনের মতো হাস্কি পুরুষকণ্ঠের যোগদান, যা গানের মেজাজের সঙ্গে একেবারেই বেমানান লেগেছে আমার। এই গান একলা কণ্ঠে গাইবার গান, সে গানের বাণীতে যতই "আমরা..." বলা থাকুক না কেন। সাহানা বাজপেয়ীর কাছে এই মন্তব্য পৌঁছবে কিনা জানিনা, কিন্তু আমি আবারো বলি এই সব অভিমত আমার একান্ত ব্যক্তিগত এবং কাউকে যদি আহত করে তবে আমি আগেভাগে ক্ষমাপ্রার্থী। এমন কণ্ঠমাধুর্য্য নিয়ে উনি আমাদের আরো অনেক গান শোনাবেন এই আশা রাখি।