একটা জায়গা আপনারা প্রত্যেকে miss করে গেছেন দেখলাম, গানটি একা জয়তী গাননি l মনোময় ভট্টাচার্য এবং নবাগতা সম্ভাবনাময়ী গায়িকা শ্রীমতি শ্রাবনী রায় একসাথে মিলে গানটি গেয়েছেন l "মল্লিকা চামেলী... .. গাঁথ বকুল মালিকা " অবধি শ্রাবনী রায় গেয়েছেন ও শেষে একসাথে তিনজনে মিলে গেয়ে গানটি শেষ করেন l
even the most complicated adjectives fail to behold the beauty of this ballad, but can we all take a moment to appreciate how beautifully it's English translation is done in the caption?
মনে যা হচ্ছে, তা প্রকাশ করার ভাষা আমার নেই এই মুহূর্তে। গান টা মধুর দুটো কারণে, সুর আর কথা। আর ভাণু সিংহের পদাবলী তে কথাই বেশি গুরুত্বপূর্ন । আর এই সুন্দর কথার জন্যই আরো মধুর লাগলো।
For all my convent schooling, obsession with correct grammar, foreign jobs etc. Rabindradangeet melts my Bengali heart… I feel like giving up everything and moving to Lal Mati’r Shantiniketan ❤ I will be eternally grateful to Aparna Sen, Rituparno Ghosh, Srijit Babu and Shiboprasad Babu for their heartwarming Bangla movies… Ki je boli… Rabindranath was an incarnate of God ! Sudhu bhagobaan i eto sundar Srishti korte paren 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
একটা জায়গা আপনারা প্রত্যেকে miss করে গেছেন দেখলাম, গানটি একা জয়তী গাননি l মনোময় ভট্টাচার্য এবং নবাগতা সম্ভাবনাময়ী গায়িকা শ্রীমতি শ্রাবনী রায় একসাথে মিলে গানটি গেয়েছেন l "মল্লিকা চামেলী... .. গাঁথ বকুল মালিকা " অবধি শ্রাবনী রায় গেয়েছেন ও শেষে একসাথে তিনজনে মিলে গেয়ে গানটি শেষ করেন l
Sa, Sa, Ni Sa, Sa Ni Sa Sa Ni Sa, Re Re Sa Re Re Sa Re Re Sa Re .... Ga Ma Pa Ni Sa, Sa, Ni Sa, Sa Ni Sa Sa Ni Sa.... Ma Pa Ni Sa Re Re Sa Re Re Sa Re Re Sa Re ... A a a a .... Hats Off to U Joy Da for this Innovation in Gurudeb's song .... Monomoy Dar shadhano kora kora galaye apurbo legeche ei chotto classical touch ta ... Jayati Di & Sraboni Di o ashadharon shundor geyechen ... Shab miliye just ek kaljoyi creation hoyeche .... (Y) (Y)...
@@TravelWithTheBong Absolute truth ... Actually amar mone hoy onar aro anek movie te gaan gawa uchit ... Onar udarto kontho sathi bangla Movie miss kore ...
@@ishanchoreographyandlifest7577 fyi, brajabuli is an artificial literary language which was created by mixing maithili & bengali...vidyapati popularised it, and later Rabindranath wrote a number of songs in brajabuli
Thik. maje maje monehoi amar desh ta ses hoeagalo rajnoitik vedavede .kintu ekante jakhon Rabindranath ergan suni.takhon monehoi ber ber jeno ei desei janmai.
The setting and the location of the song is beautiful. I didn't know it is a Rabindrasangeet and was wondering who could have penned such a beautiful lyrics.
Amar shabcheye bhalo laglo Monomoy Dar chotto classical touch in the song - Aha ki ashadharon - Oi chotto sargam bar bar shunchi - just mindblowing ... Jayati Di sang superb too..
My favourite song...Heart touching & full of emotions are expressrd by my favourte two Jayati Chakrobarty & Monomoy Bhattacharya...Thank you so very much for added 'ভানুসিংহ পদাবলী' in Bilu Rakhshas Film.
একটা জায়গা আপনারা প্রত্যেকে miss করে গেছেন দেখলাম, গানটি একা জয়তী গাননি l মনোময় ভট্টাচার্য এবং নবাগতা সম্ভাবনাময়ী গায়িকা শ্রীমতি শ্রাবনী রায় একসাথে মিলে গানটি গেয়েছেন l "মল্লিকা চামেলী... .. গাঁথ বকুল মালিকা " অবধি শ্রাবনী রায় গেয়েছেন ও শেষে একসাথে তিনজনে মিলে গেয়ে গানটি শেষ করেন l
Listen to Billu Rakkosh Full Album
JioSaavn : bit.ly/2RgO1AH
Gaana : bit.ly/2TaTOW4
Wynk Music : bit.ly/2rUCIzR
Spotify : spoti.fi/2Tc7pMy
Amazon Music: amzn.to/2LytJgQ
Apple Music/iTunes : apple.co/2ER8XbH
Hungama : bit.ly/2JQcriI
Resso : bit.ly/3qA5tiL
TH-cam Music : th-cam.com/video/FfhBMORSBBg/w-d-xo.html
T
😊
Acha
Àx8i
শুধু রবীন্দ্র সঙ্গীত শোনার জন্য আবারও বাঙালি হয়ে জন্মগ্রহণ করতে চাই।
Amio❤️❤️❤️
@@prosenjkar2313 gv7 ujj
Sotti tai
@@pritikanahazra7465 yy
বড় সহজ করে দামী একটা কথা বলেছেন ।
এই গানের মান বিচার করার যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই আমার নেই, শুনে শুধু মুগ্ধ হয়ে যাওয়া ছাড়া উপায় নেই 🙏🏻 কবিগুরুকে শত কোটি প্রণাম 🙏🏻
একটা জায়গা আপনারা প্রত্যেকে miss করে গেছেন দেখলাম, গানটি একা জয়তী গাননি l মনোময় ভট্টাচার্য এবং নবাগতা সম্ভাবনাময়ী গায়িকা শ্রীমতি শ্রাবনী রায় একসাথে মিলে গানটি গেয়েছেন l "মল্লিকা চামেলী... .. গাঁথ বকুল মালিকা " অবধি শ্রাবনী রায় গেয়েছেন ও শেষে একসাথে তিনজনে মিলে গেয়ে গানটি শেষ করেন l
Amar just chokh bhije jachhe
Khub satti balechen
Akdam khati katha bolla
Sotti nirbaak ami
বিশ্বকবি মানেই বিস্মিত বিস্ময়! আমার আর ভাষা নেই অন্তত তাঁকে ব্যাখ্যা করার জন্য।
Really.. no word..
কবিগুরু, তোমার অবারিত সৃষ্টির মুগ্ধতায় নিজেকে হারিয়ে ফেললাম। তোমাকে প্রণাম। 🙏
🙏
even the most complicated adjectives fail to behold the beauty of this ballad, but can we all take a moment to appreciate how beautifully it's English translation is done in the caption?
My daughter loves this song. She is only 1 year and 2 months. She always stops crying!
Now she is 5 years old??
টেনশন হলেই কানে হেডফোন লাগিয়ে রবীন্দ্র শুনি। যেন হাওয়ায় উড়ি।
❤❤❤❤
মনে যা হচ্ছে, তা প্রকাশ করার ভাষা আমার নেই এই মুহূর্তে।
গান টা মধুর দুটো কারণে, সুর আর কথা।
আর ভাণু সিংহের পদাবলী তে কথাই বেশি গুরুত্বপূর্ন । আর এই সুন্দর কথার জন্যই আরো মধুর লাগলো।
এগানের মুগ্ধতা কখনোই ভাষায় প্রকাশ করা যাবেনা।
কবিগুরুর প্রশংসার জন্য বাংলাভাষাকে আরো একটি রবীন্দ্রনাথ উপহার দিতে হবে।
💝
কানে মধু ঢেলে দেওয়া হয়তো একেই বলে ❤
মনে হয় যেন রাবীন্দ্রিক যুগে ফিরে এলাম। অপূর্ব কন্ঠ।।
মৈথিলী ভাষায় অনবদ্য সৃষ্টি
এতো সুন্দর একটি গানকে মানুষেরা unlike দেয় কি ভাবে ??...
ওরা রোদ্দুরাসক্ত।
জয়তী চক্রবর্তীর গলারস্বর এতো সুন্দর
ভাষায় প্রকাশ করা যায় না
Satti vai
For all my convent schooling, obsession with correct grammar, foreign jobs etc. Rabindradangeet melts my Bengali heart… I feel like giving up everything and moving to Lal Mati’r Shantiniketan ❤
I will be eternally grateful to Aparna Sen, Rituparno Ghosh, Srijit Babu and Shiboprasad Babu for their heartwarming Bangla movies…
Ki je boli… Rabindranath was an incarnate of God ! Sudhu bhagobaan i eto sundar Srishti korte paren 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Joyoti chakroborty's voice is angelic
Sarmishtha Bandyopadhyay bolo film
একটা জায়গা আপনারা প্রত্যেকে miss করে গেছেন দেখলাম, গানটি একা জয়তী গাননি l মনোময় ভট্টাচার্য এবং নবাগতা সম্ভাবনাময়ী গায়িকা শ্রীমতি শ্রাবনী রায় একসাথে মিলে গানটি গেয়েছেন l "মল্লিকা চামেলী... .. গাঁথ বকুল মালিকা " অবধি শ্রাবনী রায় গেয়েছেন ও শেষে একসাথে তিনজনে মিলে গেয়ে গানটি শেষ করেন l
আপনার গাওয়া রবীন্দ্রসঙ্গীত খুব ভাল লাগল। অনেক শুভেচ্ছা।
Koneenica Bandyopadhyay 's dexterous acting melanged with the song is indeed a piece of wonder.
এই ধরনের গান শোনার জিনিস - এত সুন্দর কথা, সুর, গলা। চোখ বুজে শোনাই ভালো।
picturization বেশ সাধারণ মানের।
Very soothing !! Jayati's voice is soul stirring !!
Love 😍 Rabindra Sangeet 🎶 From Marathi माणूस from England.
you are know, this songs language is not Bengali? it's Moithali.
@@nipalsarkar4150It's brajabuli. Mixture of Maithili & Bengali.
@@nipalsarkar4150It's actually Brajabuli.
রবীন্দ্র সংগীত কতোই না মধুর!🖤
কবিগুরু , তুমি প্রাণের ঠাকুর 🙏🙏🙏🙏
বিমোহিত হয়ে গেলার।।। মুগ্ধতার সিমানা পেরিয়ে গেলো।
Apurbo !!!!! Kobir Gaan , Jayati di , Manomoy Babu , koneenica di , joy Babu....r saho obhineta obhinetri All are more than PERFECT
কনো ভাষা নেই শুধু গানটি বাড়ে বাড়ে শুনতে ইচ্ছে করে।
The blessed lady of the Grove who enchants the heart of the Lord of the worlds .
this is one of my favorite rabindra sangeet....beautifully composed n sung here
Land of bengal is blessed with such a beautiful culture,and people like rabindranath tagore...
রবীন্দ্র সংগীত গানে পুরা জীবনের ভবিষ্যৎ দেখতে পাওয়া যায় গান শুনে মনে শান্তি বজায় শিকার থাকে কিছু
Listening this song after long time alone in deep night which takes me to emotional period of Shreekrishna era at vrindavan.
Sa, Sa, Ni Sa, Sa Ni Sa Sa Ni Sa, Re Re Sa Re Re Sa Re Re Sa Re .... Ga Ma Pa Ni Sa, Sa, Ni Sa, Sa Ni Sa Sa Ni Sa.... Ma Pa Ni Sa Re Re Sa Re Re Sa Re Re Sa Re ... A a a a .... Hats Off to U Joy Da for this Innovation in Gurudeb's song .... Monomoy Dar shadhano kora kora galaye apurbo legeche ei chotto classical touch ta ... Jayati Di & Sraboni Di o ashadharon shundor geyechen ... Shab miliye just ek kaljoyi creation hoyeche .... (Y) (Y)...
Musical Swarani Bhattacharjee really its a masterpiece from Monomoy Da
@@TravelWithTheBong Absolute truth ... Actually amar mone hoy onar aro anek movie te gaan gawa uchit ... Onar udarto kontho sathi bangla Movie miss kore ...
I have lost myself in the vastness of Rabindranath's creation.
অপূর্ব অনবদ্য❤❤
havn't heard such a beautiful rendition of tagore's jem
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া,
মৃদুলগম শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া।
পিনহ ঝটিত কুসুমহার,
পিনহ নীল আঙিয়া।
সুন্দরী সিন্দূর দেকে
সীঁথি করহ রাঙিয়া।
সহচরি সব নাচ নাচ
মিলন-গীতি গাও রে,
চঞ্চল মঞ্জীর-রাব
কুঞ্জগগন ছাও রে।
সজনি অব উজার মঁদির
কনকদীপ জ্বালিয়া,
সুরভি করহ কুঞ্জভবন
গন্ধসলিল ঢালিয়া।
মল্লিকা চমেলী বেলি
কুসুম তুলহ বালিকা,
গাঁথ যূথি, গাঁথ জাতি,
গাঁথ বকুল-মালিকা।
তৃষিতনয়ন ভানুসিংহ
কুঞ্জপথম চাহিয়া
মৃদুল গমন শ্যাম আওয়ে,
মৃদুল গান গাহিয়া।
Kakoli Sarker thanks
Kakoli Sarker অনেক ধন্যবাদ
Kakoli Sarker the
Kakoli Sarker
অসাধারণ রবিঠাকুর এর গান
এখনো যে এত আআধুনিক ♥
lovely
Speechless ....proud to be a Bengali
😂 sorry eta bangla gan noi eta brajabuli
@@ishanchoreographyandlifest7577hya kintu rabindra sangeet bole hoeto era emon korche, kabiguru vidyapati o bhalo besh
@@ishanchoreographyandlifest7577 fyi, brajabuli is an artificial literary language which was created by mixing maithili & bengali...vidyapati popularised it, and later Rabindranath wrote a number of songs in brajabuli
This is maithli + bengali song ...
বাংলা গানের মর্ম বোঝার জন্যে যেনো বার বার বাঙালি হয়ে জন্মাতে পারি❤
Khub sundor ❤❤❤ mon bhore gelo
খুব সুন্দর , আমার তো দারুণ লাগে,, আর৷ কার কার ভালো লাগছে,,, তারা সবাই হাত তুলুন☺🙋
Osadharon
🙋
🙆
🙋🏻♀️
🙋🏻🙋🏻
যতবার শুনি ততবার নতুন করে পাই নিজেকে .. কবি তোমার গান মোদের কাছে প্রাণবাযু
Shrabani roy rocked in 3 lines 🫡
অপূর্ব সৃষ্টি....
manomay asadharon sangoto korlen...fabulous song..jayati madam anoboddo
অসাধারণ
Osadharon👌👌
Excellent rendition and music Arrangement !!
অসাধারণ, চমৎকার।
Khub bhalo laglo .
Gaan ta katobar geyechi .
মনটা ভরে গেল 😍😍😍
Thik. maje maje monehoi amar desh ta ses hoeagalo rajnoitik vedavede .kintu ekante jakhon Rabindranath ergan suni.takhon monehoi ber ber jeno ei desei janmai.
A Genius. A Bard. A Legend. An Immortal. Tagore Is a Blessing.
The setting and the location of the song is beautiful. I didn't know it is a Rabindrasangeet and was wondering who could have penned such a beautiful lyrics.
Amar shabcheye bhalo laglo Monomoy Dar chotto classical touch in the song - Aha ki ashadharon - Oi chotto sargam bar bar shunchi - just mindblowing ... Jayati Di sang superb too..
ekdom.....thik bolechhen
Swastika Chatterjee no
Lovely melody ❤❤❤❤
Ei gan sunle mon pran vore jay
No words ....just wow💕
দারুন ❤❤❤
Kudos to whoever subtitled the song
Shudhu ektai shobdo "oshadharon"
Mishti spiritual love - what genius of composition and superlative rendering.🎉
See the richness of Bengali music and orchestra lyrics. Amazing
This is brajabuli, not bengali... maitali + bengali
খুব সুন্দর, সবার যদি এরকম সুন্দর সংসার হতো, পৃথিবীটা আরও সুন্দর হতো।
Ohhh soothing to hear this song with the wonderful original tune!!!
গানের কথা গুলোর sathe aapnar kontho apurbo laglo.
💕💕💕💕💕💕💕 Darun
মনের মতো গান কবি গুরুই লিখে গেছেন। ❤
Apurbo ❤
যতবার শুনি...মুগ্ধ হই!
Refresh yourself with this bunch full of creative excitement
Ohh mm you are great. Great jayati mm.voice god special gifted. Salute mm.🙏🙏🙏🙏🙏🙏
কবিশ্রেষ্ঠ বলেই সম্ভব ।
আমি দীক্ষিত নই, রামকৃষ্ণ মিশনের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু এই গানটা শুনলে গায়ে কাঁটা দেয় কেনো বুঝি না
আহা।বড়ই সুন্দরতায় ভরা
Darun 😊😘
Oo
Osadharon
মন ভালো করার জন্য এইসব দরকার ❤️❤️
কি যে ভালো লাগছে....অসামান্য!!👏👏
This song is an all time favorite but.... After watching this movie..... This clip turned a heartbreaker......
এমন আকুল মধুর সুরে সুরে মন প্রাণ হারিয়ে যায় !
My favourite song...Heart touching & full of emotions are expressrd by my favourte two Jayati Chakrobarty & Monomoy Bhattacharya...Thank you so very much for added 'ভানুসিংহ পদাবলী' in Bilu Rakhshas Film.
মায়ের ও আমার পছন্দের শিল্পী ... অসাধারণ .... মোহময়✨🪄❤️💖
A masterpiece ❣
khub valo laglo arrangement ta....Jio Joy Sarker
Just mon chuye galo😍😍
Asadharan song sunle mon bhore jay
মন ছুঁয়ে যায়..
Fantastic!
দারুণ
অপূর্ব লেগেছে 👍👌
Awesome 💕💕💕
I just love this song. Superbly sung. asish mukhopadhyay, canad
Thank you Rabindranath r Rituporno beautiful Maithali k present korar jonno.
একটা জায়গা আপনারা প্রত্যেকে miss করে গেছেন দেখলাম, গানটি একা জয়তী গাননি l মনোময় ভট্টাচার্য এবং নবাগতা সম্ভাবনাময়ী গায়িকা শ্রীমতি শ্রাবনী রায় একসাথে মিলে গানটি গেয়েছেন l "মল্লিকা চামেলী... .. গাঁথ বকুল মালিকা " অবধি শ্রাবনী রায় গেয়েছেন ও শেষে একসাথে তিনজনে মিলে গেয়ে গানটি শেষ করেন l
অনেক ধন্যবাদ... সমুদ্র মন্থনে মধ্যে আমার ভূমিকা একটা পিঁপড়ের 😀। তাও আপনি বুঝেছেন এটাই অনেক পাওয়া 🙏
th-cam.com/video/FfhBMORSBBg/w-d-xo.html
@@srabaniroy8580 🙏
অপূর্ব ......
Manomoy da asodharan...apnar golata just onto ektu mane ene diyeche gaan take
অসাধারণ ❤️🌹
Beautiful .... love the camera display movement . Daroon laglo
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া
মৃদুলগমন শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া
মৃদুলগমন শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া
পিনহ ঝটিত কুসুমহার
পিনহ নীল আঙিয়া
পিনহ ঝটিত কুসুমহার
পিনহ নীল আঙিয়া
সুন্দরী সিন্দূর দেকে
সীঁথি করহ রাঙিয়া
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া
সহচরি সব নাচ নাচ
মিলন গীতি গাও রে
চঞ্চল মঞ্জীর-রাব
কুঞ্জ-গগন ছাও রে
সজনি অব উজার মঁদির
কনকদীপ জ্বালিয়া
সজনি অব উজার মঁদির
কনকদীপ জ্বালিয়া
সুরভি করহ কুঞ্জ-ভবন
গন্ধসলিল ঢালিয়া
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া
মল্লিকা চমেলী বেলি
কুসুম তুলহ বালিকা
গাঁথ যূথি, গাঁথ জাতি
গাঁথ বকুল-মালিকা
তৃষিতনয়ন ভানুসিংহ
কুঞ্জপথম চাহিয়া
তৃষিতনয়ন ভানুসিংহ
কুঞ্জপথম চাহিয়া
মৃদুল গমন শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া
মৃদুল গমন শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া
সজনি, সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া
মৃদুলগমন শ্যাম আওয়ে
মৃদুল গান গাহিয়া
সজনি, সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া
Ashadharan hoyeche