দেশে প্রথমবারের মতো অ্যাভোকাডোর বাণিজ্যিক চাষ | Shykh Seraj | Channel i |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • দেশে প্রথমবারের মতো অ্যাভোকাডোর বাণিজ্যিক চাষ
    সম্পূর্ণ ভিডিও- • দেশে প্রথমবারের মতো অ্...
    ========================
    চাহিদা বেশি থাকায় বাংলাদেশের অনেক কৃষকই উদ্যোগী হচ্ছেন নতুন নতুন উচ্চমূল্যের ফলফসল উৎপাদনে। এর মাঝে দেশে বাড়ছে মেক্সিকো ও মধ্য আমেরিকার ফল অ্যাভোকাডোর চাষও। বিশেষজ্ঞের অভিমত অ্যাভোকাডোর বাণিজ্যিক চাষের পূ্র্বে প্রয়োজন বহুমুখী গবেষণার।
    প্যাকেজ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের হারুন অর রশীদ মুছা। স্কুলের শিক্ষকতার পাশাপাশি নতুন ফলফসল চাষে দারুণ সফল। দেশে প্রথমবারের মতো অ্যাভোকাডোর বাণিজ্যিক চাষ শুরু করেছেন মুছা।
    দারুণ পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় ইউরোপ আমেরিকায় স্বাস্থ্য সচেতন মানুষের কাছে অ্যাভোকাডোর বেশ জনপ্রিয়তা। আমাদের দেশেও অ্যাভোকাডোর যথেষ্ট চাহিদা রয়েছে। ফলে অ্যাভোকাডো চাষে উদ্যোগী হচ্ছেন অনেকেই। প্রশ্ন হচ্ছে এসব ফল-ফসল চাষ মাটি, পানি ও পরিবেশে কোনো প্রভাব ফেলছে কিনা তা কতটুকু যাচাই করা হচ্ছে?
    ভবিষ্যতের কথা চিন্তা করে অ্যাভোকাডোর বাণিজ্যিক চাষ শুরুর আগে গবেষণার মাধ্যমে চাষ উপযোগিতা যাচাই করার পরামর্শ উদ্যান বিশেষজ্ঞ মেহেদী মাসুদের।
    Facebook: / shykhseraj
    TH-cam: / shykhseraj
    Twitter: / shykhseraj
    Instagram: / shykhseraj
    Linkedin: / shykhseraj
    #SSERAJ #avacado #অ্যাভোকাডো

ความคิดเห็น • 492

  • @languageaddict
    @languageaddict ปีที่แล้ว +23

    আমি জানতে পেরেছি যে, আভোকাডো নাকি সবগুলো ফলের চেয়ে পুষ্টিকর। তাই, এই ফল আমাদের দেশে আরও বেশি চাষ করা প্রয়োজন।

  • @insafchannel78
    @insafchannel78 ปีที่แล้ว

    আমি সব সময় আপনার ভিডিও গুলো দেখি আমার অনেক ভালো লাগে। এই সমস্ত বাগান করতে আমার খুব ইচ্ছা করে কিন্তু এরকম জায়গা জবিন নাই বলে পারিনা

  • @nadiabegum248
    @nadiabegum248 ปีที่แล้ว

    আমার ছোট একটি এ্যলোভেরা বাগান আছে। মাঝে মধ্যে এটা থেকে বড় কিছু করার সপ্ন খুজে পাই।।।।

  • @shidulalam6705
    @shidulalam6705 ปีที่แล้ว +1

    আমি একটা আভ‍াগ‍্যাতু গাছ এনেছিলাম জামালপুরের থেকে সেইটা দুই বছর পযর্ন্ত আমার ছাদের উপরে ছিল কিন্তু আমি দেশে গিয়ে ভিটা মাটির মধ্যে নামিয়ে দিয়েছি কিন্তু কিছু দিন পরে গাছটি কে চুরি করে নিয়ে গিয়েছে মনে অনেক কষ্ট পেয়েছি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এস্তানিয় মানুষ কিসের গাছ সেইটা চিনেন না,,,, আভাগ‍্যাতু অনেক শক্তিশালী একটি ফল আমি 19 বছর পযর্ন্ত ফ্রেশ ফ্রুটের জুস তৈরী করি আরব দেশে সবাই দোয়া করবেন,,,🤲🤲🤲

  • @aklimabegum3385
    @aklimabegum3385 ปีที่แล้ว

    ওনার সাথে যোগাযোগ করতে পারলে আমি ও চেষ্টা করতাম সফলতা অর্জন করা।

  • @mdhosen4461
    @mdhosen4461 11 หลายเดือนก่อน

    Vai ami ei bagan korte chai
    Help please

  • @wasimsk5195
    @wasimsk5195 ปีที่แล้ว

    Gorom masalata amar barite ache

  • @MV24News
    @MV24News ปีที่แล้ว +5

    উদ্যান বিশেষজ্ঞের আরো জ্ঞানের প্রয়োজন।
    তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে।

  • @mirazkhan678
    @mirazkhan678 ปีที่แล้ว +5

    বাউ ব্রো মুরগি বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ চার বছর আগে গবেষণা করে জাত উন্নয়ন করে কিন্তু এখন সেটার কী অবস্থা তার কোন আপডেট নেই স্যার আমার এর আপডেট চাই এখনো কেন সেই জাত মাঠ পর্যায়ে চাষ শুরু হলো না আর হলেও তার বর্তমান আপডেট চাই স্যার

  • @holydaystar24
    @holydaystar24 ปีที่แล้ว +15

    দাদা আপনার মাধ্যমে এবা গো ডোর ফল এই প্রথম দেখতে পেয়ে খুব ভালো লাগল। বানিজ্যিক বাগান টাও অনেক বড়।

  • @alomgirhossintatka2464
    @alomgirhossintatka2464 ปีที่แล้ว +8

    দেশিয় ফল যত বিলুপ্ত হচ্ছে। বিদেশি ফল বাজারে যত আসিতেছে ততই দাম বৃদ্ধি হচ্ছে। এবং খাদ্য ঝুঁকি বাড়ছে

  • @belalhossain8941
    @belalhossain8941 ปีที่แล้ว +8

    আভোকাডো ফলটা অনেক সাধের ফল আমি অনেক খেয়েছি মাশআল্লাহ আজকে দেখতে পেলাম যে আমাদের দেশেও হচ্ছে

  • @pialkhondoker7324
    @pialkhondoker7324 ปีที่แล้ว +12

    দেখতে দেখতে বুড়ো হয়ে গেলেন।
    আমিও বড় হয়ে গেলাম।
    আপনার এপিসোড গুলো দেখলে বিশেষ করে আপনার চেহারা দেখলেই সেই ছোট বেলায় ফিরে যায়।
    ভালো থাকবেন স্যার দোয়া করি 💘💘💘

  • @tahminashewly6220
    @tahminashewly6220 ปีที่แล้ว +60

    এটা আমাদের বাগান 🌳🌳
    আর আমার বাবা 😍😍
    স্যার আমাদের বাগানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ 😊😊

    • @chotovai9425
      @chotovai9425 ปีที่แล้ว

      আমার বাড়িও কোটচাঁদপুর🙂

    • @imranhossainkhan5554
      @imranhossainkhan5554 ปีที่แล้ว

      আপনার বাবার নাম্বার দিয়েন।কথা আছে।চাড়া লাগবে

    • @rajshahiagro
      @rajshahiagro ปีที่แล้ว +1

      Phn number ta diben

    • @vladimirminhaz4127
      @vladimirminhaz4127 ปีที่แล้ว +2

      চারা কুরিয়ার করে আনা যাবে?

    • @kamalahamed9723
      @kamalahamed9723 ปีที่แล้ว

      আমার বাড়ি চাঁদপুর জেলা, 2 টা আভোকাডো র চারা সংগ্রহ করতে চাই। কিভাবে পেতে পারি জানাবেন।

  • @mushfiqyofficial
    @mushfiqyofficial ปีที่แล้ว +79

    কালেমার দাওয়াত
    " লা~ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)"

    • @sazzadhossain1916
      @sazzadhossain1916 9 หลายเดือนก่อน

      তোমারে মাদ্রাসার হুজুরেরা পুটকি মারছে কিরকম

  • @saifwali7325
    @saifwali7325 ปีที่แล้ว +4

    কৃষক কোথাও ন্যায্য দাম পাচ্ছে না, টমেটো পেয়াজ সহ ইত্যাদি প্রান্তিক কৃষক তার খরচ উঠাতে পারছে না আপনার এইসব নিয়ে ভূমিকা রাখতে হবে,শুধু সফল কৃষক নিয়ে প্রতিবেদন বন্ধ করুন

    • @sabujmiya4377
      @sabujmiya4377 ปีที่แล้ว

      তুমি ত বর লোক দের কাছে যাও

    • @rashedmomin
      @rashedmomin ปีที่แล้ว +1

      এরা স্বার্থপর ধান্ধাবাজ লোক । এদের থেকে দুরে থাকাই মঙ্গল । নিজেদের স্বার্থে দে-শ ও দশের ক্ষতি করতে পিছুপা হয়না । সাধারনের মঙ্গল নয় ওরা নিজেদের মঙ্গল নিয়ে ব্যাস্ত ।

  • @SadiaSamiaAgro
    @SadiaSamiaAgro ปีที่แล้ว +13

    স্যার আপনার শেষের কথাগুলো ১০০% সঠিক। বিদেশি ফল ফসল বানিজ্যিক ভাবে চাষাবাদ করার পূর্বে সব দিক বিবেচনা করে চাষাবাদ কারা উচিত। ইউটিউব, ফেসবুক দেখে যাচাই-বাছাই না করে, আমাদের বিদেশি ফল, ফসল চাষাবাদ করা উচিত হবেনা।

  • @SIAgrofarm
    @SIAgrofarm ปีที่แล้ว +33

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ। এত সুন্দর প্রতিবেদন করার জন্য।

  • @shamimhossain-hj8ep
    @shamimhossain-hj8ep ปีที่แล้ว +1

    স্যার অনুগ্রহ করে উনার কনটাক ডিটেলস টা কি দেওয়া যাবে? আমি চাষ করতে চাই

  • @atikshaharia7211
    @atikshaharia7211 ปีที่แล้ว +21

    বাপের পর্যাপ্ত জায়গা জমি থাকলে এধরনের উদ্যোগ নেওয়াই যায়। অন্যথাই এটা ভাবা দিবাস্বপ্ন ছাড়া কিছুইনা।
    কারন প্রজেক্ট ফল করলে পথে বসতে হবে। অতিউৎসাহী মানুষদের অবশ্যই সতর্ক হওয়া উচিৎ।

    • @sazzadhossain1916
      @sazzadhossain1916 9 หลายเดือนก่อน

      তুই হতাশাবাদী তোরে দিয়ে ভালো কিছু হবেনা। তোর যোগ্যতা ফেসবুকে ইউটিউবে আইসা আজেবাজে কমেন্ট করা পর্যন্ত ই

  • @PrinceFarhad
    @PrinceFarhad ปีที่แล้ว +5

    আমাদের দেশ দিন দিন উন্নতর পথে চলছে এদেশে সবকিছুই সম্ভব অ্যাভোকাডো সাধারণ একটি বিষয়

    • @johirhasanovi
      @johirhasanovi ปีที่แล้ว

      Na, Bangladesh er jonno avocado kokhonoi Valo hobena

  • @rokeyaamatullahrokeyaamatu2714
    @rokeyaamatullahrokeyaamatu2714 ปีที่แล้ว +20

    আমি গর্ব অনুভব করি। উনি আমার শিক্ষক।
    খুব ভালো মানুষ।।

    • @nahidasultana7936
      @nahidasultana7936 5 หลายเดือนก่อน

      Apu amk unar PHN number ta dite parben...?

    • @reunion724
      @reunion724 2 หลายเดือนก่อน

      Amake unar phone number ta dite parben kau

  • @nagarkrishi
    @nagarkrishi ปีที่แล้ว +4

    আলহামদুলিল্লাহ আমি প্রতিনিয়ত গরু-মহিষের আপডেট ভিডিও দিয়ে থাকি

  • @nurjahanbegum2676
    @nurjahanbegum2676 ปีที่แล้ว +8

    আমার ছাদবাগানে অ্যাভোকাডো গাছে প্রচুর ফুল এসেছে আলহামদুলিল্লাহ।

    • @nabilmohtadi8856
      @nabilmohtadi8856 ปีที่แล้ว

      আপু আপনি কোথা থেকে চারা নিয়েছেন?

  • @moududahmed5062
    @moududahmed5062 ปีที่แล้ว +51

    শাইখ সিরাজ স্যার কে কৃষি মন্ত্রী হিসেবে দেখতে চাই।

    • @nmhumayun5238
      @nmhumayun5238 ปีที่แล้ว

      সাইখ সিরাজ চামচামি করতে পারে না। অতএব,.......................

  • @eshikascookingrecipes
    @eshikascookingrecipes ปีที่แล้ว +23

    মাটি ও মানুষ এই অনুষ্ঠান আমি প্রায় দেখি।অনেক ভালো লাগে।বাংলাদেশে অ্যাভোকাডোর যেই দাম।আমাদের মতো মধ্যে বিত্ত লোকজন কেনা তো দূরের কথা।খাবার নাম ও মুখে আনিনা।ধন্যবাদ এতো সুন্দর চিন্তা ভাবনার জন্য।

    • @manob7
      @manob7 ปีที่แล้ว

      I tried near Banani Bazar. Tk.1200 per KG. Almost same as USA West Coast Price. Ridiculously high price for Bangladesh and no reason it should be this expensive (probably imported from India). We can easily grow locally. Avocado is filled with nutrients and can be exported (air-freighted) to Middle East at great profit.

  • @togorvillagelife
    @togorvillagelife ปีที่แล้ว +70

    অনেক ভাল লাগলো যে আমাদের দেশের মানুষ ও থেমে নেই।।❤️🙂

  • @কৃিষিবাংলা
    @কৃিষিবাংলা ปีที่แล้ว +5

    বাংলাদেশ মালটা এবং কমলানি অনেক প্রতিবেদন করা হয়েছে কিন্তু মালটা কাছে তারা নিয়ে সবাই কিন্তু সফলতা পাচেনা অনেকে ক্ষতির মুখে যাচ্ছে

  • @sadimahmud811
    @sadimahmud811 ปีที่แล้ว +1

    বাংলাদেশ এ অনেক খুজছি,পাইছিলাম না।এভোকাডো প্রচুর পুষ্টিসমৃদ্ধ একটা ফল।

  • @jannatulrakib1820
    @jannatulrakib1820 ปีที่แล้ว +5

    আমি সাউথ আফ্রিকা থেকে বলছি অ্যাভোকাডো সাউথ আফ্রিকা প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এটা আমার খুব প্রিয় একটা ফল ভেবেছিলাম বাংলাদেশের এর বীজ নিয়ে যাবো অথবা কয়েকটি ফল নিয়ে যাব চারা করার জন্য এই এপিসোড দেখে । অনেক খুশি হলাম এই ভেবে যে আমার আর কষ্ট করে চারা নেওয়া বা বীজ নেওয়ার দরকার পড়বে না

    • @dominiquesarkar7001
      @dominiquesarkar7001 ปีที่แล้ว

      আমি ৯৭ সালে জাম্বিয়া থেকে বীজ এনে চারা করে লাগাইছি। কোন যত্ম করি নাই।পুকুরপারে লাগাইছি। একটাই গাছ অনেক ফল হয়। এখন বিরাট রড় গাছ হইছে।

    • @SohojBanglaQuranmojid
      @SohojBanglaQuranmojid ปีที่แล้ว

      @@dominiquesarkar7001 ভাইজান কিভাবে একটা চারা গাছ পাব জানাবেন দয়া করে

    • @dominiquesarkar7001
      @dominiquesarkar7001 ปีที่แล้ว

      আমিতো এখন দেশের বাহিরে

  • @MdSohel-hs2pi
    @MdSohel-hs2pi ปีที่แล้ว +21

    তরুণ প্রজন্মের ছেলেদের জন্য এটা খুব ভালো একটা প্রতিবেদন যদি কেউ গুরুত্ব দেয় আমাদের দেশের উচ্চ শিক্ষিত সমাজ চাকরির পেছনে মূল্যবান সময় নষ্ট না করে ছোট ছোট প্রজেক্টের দিকে আসার আহ্বান রইল ধন্যবাদ ।

  • @manha10k
    @manha10k ปีที่แล้ว +6

    আমি ওমান থেকে বলছি.. অ্যাভোকাডো ফলের জুস এতো মাজার আলহামদুলিল্লাহ.....

  • @UnseenAFRICA
    @UnseenAFRICA ปีที่แล้ว

    একটা এভোকাডো আমরা আফ্রিকার মোজাম্বিকে ০৫টাকা করে কিনতে পাই। পাকা এভোকাডো সকাল বিকাল নাস্তা করি চিনি দিয়ে মাখিয়ে। অনেকটা পায়েসের আদলে খাই!💗

  • @AzizurRahman-hp2lc
    @AzizurRahman-hp2lc ปีที่แล้ว +5

    নিরাপত্তার স্বার্থে সিট বেল ব্যবহার করা উচিত

  • @mdrajumiha7680
    @mdrajumiha7680 ปีที่แล้ว +32

    শাইখ সিরাজ স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

  • @KrishiBanglabd
    @KrishiBanglabd ปีที่แล้ว +3

    মুসা ভাই অনেক ভালো মানুষ। ২০২১ সালে কৃষি বিষয়ক অনুষ্ঠানে সাথে সাক্ষাৎ হয়েছিল

    • @worldjahan1077
      @worldjahan1077 ปีที่แล้ว

      উনার নাম্বার টা পাওয়া গেলে ভালো হতো

    • @KrishiBanglabd
      @KrishiBanglabd ปีที่แล้ว

      @@worldjahan1077 number nai vai

  • @tonikcomputer2011
    @tonikcomputer2011 ปีที่แล้ว +3

    আপনার প্রতিবেদনের অপেক্ষায় থাকি, কারণ হৃদয়ে মাটি ও মানুষ থেকে অনেক কিছুই শিখতে পারছি।

  • @fmmehedihasan9458
    @fmmehedihasan9458 ปีที่แล้ว +2

    আমাদের সোনার দেশের সিন্ডিকেটের কারনে উচ্চ মূল্যের ফল চাষ করে সাবলম্বী হবার কোন সুযোগই নেই। এই যেমন বর্তমানে বাজারে ক্যাপসিকাম কেজি মাত্র 60/70 টাকা।

  • @ahmedfaruk4189
    @ahmedfaruk4189 ปีที่แล้ว +7

    শায়েখ সিরাজ সারের মত মানুষ জদি কৃষিমন্ত্রী হতেন। তাহলে কৃষকের অনেক উপকার হতো।কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য সারের কোনো বিকল্প নেই।

    • @mostofa2274
      @mostofa2274 ปีที่แล้ว

      কৃষি মন্ত্রী হলে উনি তো বিপদে পড়বেন। আওয়ামী লীগের মন্ত্রী হলে বিএনপির চক্ষুশূল আর বিএনপির হলে আওয়ামী লীগের চক্ষুশূল। এখন উনি সব দলের অতি শ্রদ্ধাভাজন ভালো মানুষ।

    • @ahmedfaruk4189
      @ahmedfaruk4189 ปีที่แล้ว

      @@mostofa2274 দেশের উন্নয়ন এর সার্থে দল মত নির্বিশেষে উনাকে এই পদ দেওয়া উচিত ছিল তাহলে কৃষকের অনেক উপকার হতো।

  • @tahseen0071
    @tahseen0071 ปีที่แล้ว +4

    This is a very wrong crop for Bangladesh! Avocado cultivation requires massive amount of water creating a vaccuam underneath huge area surrounding the field. In Canada and US (and many parts of Europe) Avocado cultivation is discouraged by policy. Instead, they rely on imported Avocado preliminary coming from Latin American and poor Asian countries who have no regard for environment!

    • @johngreen4147
      @johngreen4147 ปีที่แล้ว +2

      Avocado trees don't need a "massive amount of water", or don't "create a vacuum" ... don't degrade the environment. Avocados grow in tropical/subtropical climates not fit for cold climates like in Canada, most parts of America, and Europe. Avocados are called green gold. Latin America, especially Mexico earns dillions exporting avocados to North America. In some parts of Japan, farmers started avocado farming because it's more profitable than orange.

    • @rashedmomin
      @rashedmomin ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে সত্যটা তুলে ধরার জন্য । পরিবেশ বিনষ্ট কারী স্বার্থপর লোকের ফসল এভাকাডো । অপর উত্তর দাতা সম্ভবত সেও একজন সেই শ্রেণীর প্রতিনিধিত্ব কারী -- যারা শুধু নিজেরটা ছাড়া অন্য কিছু বোঝে না । ধংশ হয়ে যাক পৃথিবী - সমস্যা নেই , তবুও আমি ভালো থাকতে হবে । কিন্তু অর্বাচীনরা এটা বুঝতে চায়না - যে , পৃথিবী না থাকলে আমিও থাকবো না ।

  • @md.alauzzamankazi8646
    @md.alauzzamankazi8646 ปีที่แล้ว +5

    মা শা আল্লাহ্ , বিদেশী বিভিন্ন ফল ও সব্জী এর উৎপাদন দেখে খুবই ভাল লাগতেছে , শুভেচ্ছা ও মোবারকবাদ জানালাম ❤
    কানাডা থেকে ।

  • @imranbinmonir1994
    @imranbinmonir1994 ปีที่แล้ว +1

    আমার সব চেয়ে পছন্দের ফল আবুকাডো।। আমি ইউরোপে প্রায় নিয়মিতই খাই এটা।।অতি পুষ্টিকর ফল।

  • @Rina_N42929
    @Rina_N42929 ปีที่แล้ว +2

    আমার মনে হচ্ছে যে সব জায়গাতে অনেক পানি উঠে সেখানে অবকাডো চাষ করা ভালো।

    • @rashedmomin
      @rashedmomin ปีที่แล้ว

      এটা উপরের পানি খায়না ।
      খায় নিচের পানি ।
      ধংশ করে দেবে ইকো সিষ্টেম ।

  • @AbdulWaududChowdhury
    @AbdulWaududChowdhury ปีที่แล้ว +1

    It's a water thirsty plant, so not very environmentally friendly.

  • @visitworld1129
    @visitworld1129 ปีที่แล้ว +1

    South africa atar procur cahida ache. Amra akhane avocado 🥑 70 to 100 taka sale Kori.

  • @shoyebakhter9942
    @shoyebakhter9942 ปีที่แล้ว +12

    আপনার দীর্ঘ জীবন কামনা করি!

  • @Krishokkrishani
    @Krishokkrishani ปีที่แล้ว +13

    স্যার আপনার হাত ধরে এগিয়ে যাচ্ছে এ দেশের কৃষি।
    আপনাকে দেখে অনুপ্রানিত হয়ে আমাদের কৃষক কৃষানী চ্যানেলের যাত্রা শুরু।
    শুভ কামনা আপনার জন্য।

  • @rahimsv
    @rahimsv ปีที่แล้ว +13

    সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ
    - যার বেতন হচ্ছে জান্নাত

  • @sheulisultana6799
    @sheulisultana6799 ปีที่แล้ว +16

    মাশাআল্লাহ স্যার দাঁড়ি রেখে দিছেন।।।মাশাআল্লাহ দীর্ঘজীবি হন।।।

  • @ziaulislam9772
    @ziaulislam9772 ปีที่แล้ว +25

    সাইখ সিরাজ স্যারের প্রোগ্রাম ১৯৮০ সাল থেকে দেখছি। বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে তাঁর অনেক অবদান রয়েছে।

    • @safegroup9607
      @safegroup9607 ปีที่แล้ว

      apner real age koto??

    • @ziaulislam9772
      @ziaulislam9772 ปีที่แล้ว

      @@safegroup9607 54. but why bro?

    • @muradhosan2546
      @muradhosan2546 ปีที่แล้ว

      কি ভাবে দেখতেন

    • @safegroup9607
      @safegroup9607 ปีที่แล้ว

      @@ziaulislam9772 1980 te Tumi fidder kheta bro!

    • @manob7
      @manob7 ปีที่แล้ว +1

      @@muradhosan2546 East Pakistan e B/W TV Broadcast shuru 1965-e. Color TV Broadcast start hoi around 1978.

  • @thatsgreatfood991
    @thatsgreatfood991 ปีที่แล้ว +1

    দেশী ফল হারিয়ে যাচ্ছে এটা নিয়ে মাথা ব্যাথা নেই। শুধু বিদেশি ফল নিয়ে মাথা ব্যাথা।

  • @sahaalam3019
    @sahaalam3019 ปีที่แล้ว +2

    আল্লাহ আয়েশা হাফেজাকে নেক হায়াত দান করুন আমীন। তার পাশাপাশি কোরআনের প্রতি আমল করার তৌফিক দিন আমীন ইয়া রাব্বুল আলামীন

  • @abbasuddin3732
    @abbasuddin3732 ปีที่แล้ว +1

    মাশাআল্লাহ ফল গুলো অনেক বড়ো হয়েছে। তবে বাংলাদেশে এই ফেলের দাম অনেক বেশি। সৌদিআরবে এর কিলো ১২/১৫ রিয়াল দামে পাওয়া যায়।

  • @Jannatulkona
    @Jannatulkona ปีที่แล้ว +1

    অ্য‌ভোকেভো বাংলাদেশের মানুষ খুব বেশি পছন্দ করবে বলে মনে হয় না। এত রপ্তানি করাও সম্ভব না।

  • @swoponali8039
    @swoponali8039 ปีที่แล้ว +1

    আবোকদু এই ফলটার জুস অনেক পুষ্টি কর।এটা খালি খেতেও অনেক সুসাধু।

  • @abeergaming01
    @abeergaming01 ปีที่แล้ว +1

    কৃষক ভাইটি শিক্ষিত, মার্জিত, গোছানো কথাবার্তা, চিন্তাধারা একদমই ক্লিয়ার।

  • @subratamallick1157
    @subratamallick1157 ปีที่แล้ว +1

    Sir. Apnar video gulo khub valo. Apna k o khub valo laglo. Many many years. INDIA.

  • @ShahriarShahin
    @ShahriarShahin ปีที่แล้ว +1

    অ্যাভোকাডো খাইতে ততটা মজা না

  • @mdrayhanahmedsurnami1835
    @mdrayhanahmedsurnami1835 ปีที่แล้ว +1

    কোন সাধ নেই যদি কিনেন টাকা নষ্ট করবেন ।

  • @mahbubahussain7572
    @mahbubahussain7572 ปีที่แล้ว +1

    যেহেতু এভেকাডো বেশী পানি শোষণ করে তাই , এ বৃক্ষটি নদীনালা বা জলাভুমির পাশে চাষ করলে পরিবেশের জন্য ভালো হবে কি? যদি তাই হয় , তাহলে আমাদের উপকুলীয় জেলাগুলোতে চাষ করা হলে কি বেশী ভালো হবে?

  • @Mus3122
    @Mus3122 ปีที่แล้ว +1

    মূসা স্যারের ছেলে দেখতে অনেকটা বিতর্কে পটু ক্যাডেট রাকিবের মতন😮

  • @allarakhamahmuda8246
    @allarakhamahmuda8246 ปีที่แล้ว +5

    একজন হাফিজা কে নিয়ে সবাই পড়ে আছেন।এই প্রতি বেদনটা কখন দেখলেন। সে দোয়া চেয়েছে দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ বলটা আমরা মুসলমানদের জন্য ভালো তো।

  • @litondeb8203
    @litondeb8203 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ভাই
    কিছু চারা নিতে পারবো আপনার থেকে ভাই

  • @abdulmanan8273
    @abdulmanan8273 ปีที่แล้ว +1

    বাংলাদেশে যখন এই ফলটা,হচ্ছে,তখন এই ফলটার সহজ একটা নাম বাংলায় দিলে মনে হয় ভালো হতো,তাহলে সহজেই ফলটাকে মানুষ চিনত।।

  • @arifmahmud7488
    @arifmahmud7488 ปีที่แล้ว

    সিটবেল্ট লাগানো বাধ্যতামূলক। ভিডিও বানানো স্বার্থে হলেও আইন অমান্য করা উচিত হয়নি।

  • @mdtopufg9390
    @mdtopufg9390 ปีที่แล้ว +1

    স্যার আপনার সব পতিবেদন দেখি খুব ভাল লাগে। 😥😥😓😓স্যার আমার জমি ৪ ফসলের জমি😓😓😓😭😭। আমার জমির পাশের জমি বেকু দিয়ে মাটি নিতেছে এখন, আমি কি করব। আমার লোকেশন (ঢাকা ধামরাই দেপাশাই গাম) আমরা উপজেলায় বলার পরও কিছুই হলনা স্যার তাহলে আমি কি করব স্যার বলবেন পিলিজ 😪😪😪 আবু তাহের

    • @rashedmomin
      @rashedmomin ปีที่แล้ว

      ইউ , এন , ও , এবং লোকাল চেয়ারম্যানের সহায়তা চাইতে পারেন । প্রয়োজনে পুলিশ কমপ্লেন করে দেখতে পারেন । অন্য কোনো ভাবে কিছু না হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিন । তখন সকলেই নড়েচড়ে বসতে বাধ্য হবে ।

  • @jahidul3022
    @jahidul3022 ปีที่แล้ว +8

    মাশাআল্লাহ মাশাআল্লাহ

  • @mujahidbds1750
    @mujahidbds1750 ปีที่แล้ว

    ছোট থেকে থেকেই আপনাকে ভালো লাগতো।
    কিন্তু আপনিও চোড়......দু:খিত সিরাজ সাহেব।

  • @emnizar357
    @emnizar357 ปีที่แล้ว

    এভোকাডো কিভাবে খায় সেটা আগে প্রচার করুন। অন্যথায় খামারী ক্ষতিগ্রস্ত হবে ১০০% নিশ্চিত।

  • @HardsoulBrother
    @HardsoulBrother ปีที่แล้ว +3

    When watching your videos, I accidentally hit ‘like’ and never knew when! Really a beautiful and magnificent work. I also sent you a sea of love and appreciation and my permanent connection. Also my full package of support. Thanks for your honesty!

  • @mdbut6904
    @mdbut6904 6 หลายเดือนก่อน

    স্যার, আমি আফ্রিকার দেশ কঙ্গো দেখছি, গত অক্টোবর ২০২৩ এ এখানে এসে প্রথম আ্যভোকাডো দেখতে পাই এবং এর জুস এর স্বাদ গ্রহন করি। এখনো কঙ্গোতে অবস্থান করছি।

  • @nusratkamal9884
    @nusratkamal9884 ปีที่แล้ว +5

    দারুণ বাংলাদেশ !!!
    অসাধারণ বাংলাদেশ !!!

  • @rehanamukta6755
    @rehanamukta6755 ปีที่แล้ว

    আপনার অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে।আমি এ‍্যাভোক‍্যাডো ছাদে লাগাতে চাই।এ ব‍্যাপারে আপনার পরামর্শ চাই।আমি কিভাবে এটার চারাগাছ পেতে পারি।পাবনা থেকে বলছি

  • @miahhossain1892
    @miahhossain1892 ปีที่แล้ว

    স্যার গাছ আমার অনেক প্রিয়
    আমি কিছু বিদেশি চারা গাছ চাই
    যেমন এভোকাডো কাঠবাদাম আহরোট পেস্ত কাজোবাদাম
    কেউয়া এই গাছগুলু কোথায় পাবো আমার বাড়িতে ছোট একটা বাগান করতে চাই
    প্লিজ দয়া করে বলবেন স্যার

  • @mdhasanmehedee7412
    @mdhasanmehedee7412 6 หลายเดือนก่อน

    আমি কঙ্গোর বেষ্ট এভোকাডো লাগিযেছি। গাছ অনেক বড় হয়েছে। কিন্তু ফুল/ ফল আসছেনা। কি করব?

  • @abmobilepoint
    @abmobilepoint ปีที่แล้ว

    আমি ভিডিও টা দেখে!
    নিজেরই ইচ্ছে হচ্ছে একটি বাগান করার জন্য!
    কোথায় থেকে চারা পাওয়া যাবে..?
    এবং চারা কত টাকা করে লাগবে যদি কেউ হেল্প করতে পারতেন উপকৃত হতো!

  • @bpshahar8956
    @bpshahar8956 5 หลายเดือนก่อน

    হারুন স্যারের নাম্বার টা চাই খাওয়ার জন্য কিছু অ্যাভোকাডো নিতে চাই..!!

  • @mdanowarulhaque6216
    @mdanowarulhaque6216 ปีที่แล้ว +9

    দারুণ প্রতিবেদন। অসাধ্য সাধন করছেন হারুনুর রশিদ।

  • @3gamer773
    @3gamer773 4 หลายเดือนก่อน

    ভাই আমার একটা অ্যাভোকাডু একটা লং গান, রামবুটান একটা করে লাগবে রাঙামাটি সদরে পাঠানো যাবে? ধন্যবাদ

  • @IshaKhan-k3h
    @IshaKhan-k3h ปีที่แล้ว

    আপনাদের ঠিকানা কোথায়?অনলাইনে/কুড়িয়ারে/কি আপনারা এভোকাডো চারা বিক্রি করেন?আমি চারা অর্ডার করতে চাই???

  • @aeysaakter2089
    @aeysaakter2089 ปีที่แล้ว

    এভোকাডো বানিজ্যিকভাবে ৯/১০ বছর আগে সাভারের মেইটকা গ্রামে চাষ হচ্ছে।

  • @mdsalimrana007
    @mdsalimrana007 ปีที่แล้ว

    শাইখ সিরাজ ভালো হয়ে যা
    মানুষকে ভুলভাল পরামর্শ দিয়ে পথের ফকির বানিয়েছিস

  • @MorshadAlam-h9i
    @MorshadAlam-h9i ปีที่แล้ว

    আসসালামুয়ালাইকুম আপনি ওনার নাম্বারটা দিবেন আমি কিছু চারা সংগ্রহ করতে চাই

  • @lakaimitra8380
    @lakaimitra8380 ปีที่แล้ว

    আমি বিদেশ থেকে বলছি, আপনাদের ভিডিও গুলো অনেক দেখি আমার কাছে অনেক ভালো লাগে। যদি সম্ভব হয় আমাকে আপনাদের নম্বর টা দয়া করে দিলে ভালো হয়।

  • @abutoha17
    @abutoha17 ปีที่แล้ว +1

    স্যার ওনার মোবাইল নাম্বারটা কি দেয়া যাবে? কিছু ছারা নিতাম।

  • @tasniatonima1082
    @tasniatonima1082 ปีที่แล้ว

    আমি ছাদ এ avocado লাগাতে চাই।আমাকে একটু পরামর্শ দিলে ভালো হই।

  • @rashedmomin
    @rashedmomin ปีที่แล้ว

    উচ্চ মূল্যের ফল ফসলে সাধারণ মানুষের কোনো উপকার হয়না । সুবিধা ভোগী উচ্চ বিত্তের মানুষেরই রসনা বিলাস হবে । বরই -- পেয়ারাই ঠিক ছিল - সেটাই সাধারন মানুষের পুষ্টি চাহিদার সমন্বয়ক । এ ধরনের দেশীয় ফল বানিজ্যিক আকারে আবাদ করুন --- সাধারণ মানুষ ও দেশ উপকৃত হবে । ওভাবে আপনি নিজেই লাভবান হবেন - দেশ নয় । হবে পরিবেশের ভারসাম্য নষ্ট ।

  • @samadshaikh3005
    @samadshaikh3005 ปีที่แล้ว

    বীজ থেকে চারা করে গাছ লাগিয়ে ছিলাম, তার বয়স এখন প্রায় ১৫ বছর। গাছও বেশ বড় হয়েছে কিন্তু আজও তাতে ফল আসেনি। কারণ কি?

  • @selimmia2560
    @selimmia2560 ปีที่แล้ว +3

    স্যারের অবদানে আজ বাংলাদেশ কৃষিতে সমৃদ্ধি অর্জন করেছে।

  • @md.monirulislam3084
    @md.monirulislam3084 ปีที่แล้ว

    আমি এ্যভোক্যট চারা খোজ করছি কোথায় পাব জানালে উপকৃত হতাম

  • @sumaiarahmansik6858
    @sumaiarahmansik6858 6 หลายเดือนก่อน

    স্যার ওনার ফোন নাম্বারটা দেওয়া যাবে ওনার কাছ থেকে অ্যাভোকাডো নিতাম প্লিজ

  • @moududahmed5062
    @moududahmed5062 ปีที่แล้ว +4

    শাইখ সিরাজ স্যার কে কৃষি মন্ত্রী হিসেবে দেখতে চাই।

    • @mdshahariar8247
      @mdshahariar8247 ปีที่แล้ว

      Tahole e Bangladesh a krishi thakbo na oii ekta batpar

  • @al-romansiah
    @al-romansiah ปีที่แล้ว

    ফল আমার খুব বেশি প্রিয় ,আমি কিছু চারা নিতে চাই কোথায় পাবো দয়া করে যদি একটু জানান

  • @ashrafulanas2767
    @ashrafulanas2767 ปีที่แล้ว +1

    স্যার, আমি সৌদি প্রবাসী, এখানে এবুকাডোর জুস খুব চলে

  • @mdfaysal-cr6tt
    @mdfaysal-cr6tt ปีที่แล้ว

    আমাদের বাড়িতে একটা আছে আমার ভাইয়া সৌদি আরব থেকে আবেকানো ফলের বীজ এনেছে

  • @muntaha1516
    @muntaha1516 ปีที่แล้ว +1

    আপনার কাছ থেকে সবসময় ভালো লাগার জিনিস গুলো পাই, আপনার ভিডিও দেখে আনেকেই উপকৃত হয়।

  • @SADMAN_BROOOOO
    @SADMAN_BROOOOO ปีที่แล้ว +4

    আমাদের ঝিনাইদহ 🥰

  • @asiftuhin6289
    @asiftuhin6289 ปีที่แล้ว +1

    আহারে হাবারে।।হাবা মারার শেষ নাই।😂😅

  • @mahuaful5801
    @mahuaful5801 11 หลายเดือนก่อน

    এই বাগানের মালিকের সাথে যোগাযোগের নাম্বারটা পেলে উপকৃত হতাম।

  • @RushoHossain-l3q
    @RushoHossain-l3q 26 วันที่ผ่านมา

    আমার ১টা গাছ আছে কিন্তু ফলন হয় নাই, ৪ বছর হয়েছে। কি করব এখন।