'ভ্রমন' কথাটি শুনলেই মন কেমন যেন নেচে ওঠে, ব্যাকুলিত প্রাণ বেরিয়ে পড়তে চায় হেতা নয় হেতা নয় অন্য কোথা।শিবাজী দাদা ও পৃথ্বীজিৎ দাদার এক্সপ্লোর দেখলেও মনে ও প্রাণে একই অনুভূতি বিকশিত হয়।এক একটা পর্ব এমন এক দুর্দান্ত মায়াময় অনুভূতির সৃষ্টি করে যে রক্তে শিহরণ খেলে যায়।তেমনই এক চলমান পর্ব হল নেপাল পর্ব।যেটি অবলীলায় অষ্টম পর্ব অতিক্রান্ত।তাই কবিগুরুর ভাষায় বলতে ইচ্ছে করে "না জানি কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।" পোখারার শেষ পর্বটি মন ছুঁয়ে গেছে।কেবিল কারের থেকেও বিশেষভাবে মন ছুঁয়েছে ফেওয়া হ্রদে নৌকাবিহার ও মায়ের মন্দির।আর বিশেষ আকর্ষন ছিল পৃথ্বীজিৎ দাদার মাংস নিয়ে টানাটানি সংলাপটি।সপ্তম পর্বে প্রথমতঃ সোফা বাস আমি প্রথম দেখলাম,খুব কষ্টকর বাসযাত্রা ছিল।আর আমাদের নদী ও নদীসংগম দেখাবেন বলে,দাদার কেবিনে বসে বিস্তর ধুলো খাওয়া সত্যিই বেদনাদায়ক। এর জন্য দাদাকে কুর্নিশ জানাই 🙏।আর খাওয়ার টেবিলে পৃথ্বী দাদার মাংস পরিবর্তন করে মাছ নেওয়া আবারও প্রমাণ করল,আমরা বাঙালী।মাছে ভাতে বাঙালী😊।শুধু 'মনকামনা মন্দির' দেখার মনসকামনাটা পূর্ণ হল না😄।অষ্টম পর্বে কাটমান্ডু এক অপরূপ দৃশ্যপটের সৃষ্টি করেছে,যা আপনি এবং আপনার ছবিগ্রাহক যন্ত্র ছাড়া প্রায় অসম্ভব।সয়ম্ভুনাথ মন্দির,কাটমান্ডু দরবার স্কোয়ার,পাঠান দরবার স্কোয়ার অভূতপূর্ব।আর আপনার ঐ শঙ্খচিলটি(ড্রোন)দিয়ে সয়ম্ভুনাথ মনাস্ট্রি ও শহর অপূর্ব লেগেছে।আর আবারও পৃথ্বীরাজ দাদার এক চমকপ্রদ সংলাপ: "চীনেরা চিনে চিনে এখানেও চলে এসেছে,সেটা দেখে ভারতীয় হিসাবে একটা চিনচিনে চিন্তা হচ্ছে😄"।দুঃখ একটাই ,অনুমতির অভাবে শত ইচ্ছা সও্বেও "পশুপতিনাথ মন্দির" দর্শন হল না😂।কাটমান্ডুর এত সৌন্দর্য্য দেখে মনে পড়ে যাচ্ছে,সত্যজিৎ রায়ের সেই চিত্রনাট্য,"যত কান্ড কাটমান্ডুতে"😲।আর আপনার মাথার ব্যাথা ঠিক আছে তো🤔?আজ আরেক নতুন পর্ব "ভক্তপুরের" ভিডিও দেখার জন্য মুখিয়ে আছি☺️।আশা করছি আরো অভূতপূর্ব হবে,আর থাকবে কোনো নতুন চমক।বিশেষ অনুরোধ রইল মধ্যপ্রদেশ সফরের জন্য।আপনাদের চোখে বান্ধবগড়,পাঁচমারি,পেঞ্চ,পান্না,জব্বলপুরের ধোঁয়াঘাট জলপ্রপাত,মান্ডু দুর্গ এইসবকটি দেখতে চাই দাদা। খুব ভালো থাকবেন দাদারা🤗🤗।আগামীর জন্য রইল অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।❤️❤️❤️ "এক্সপ্লোরার শিবাজীর" আগামীর পথ আরও সুদৃঢ় ও মসৃণ হোক । 🙏🙏🙏💐💐💐
শিবাজি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলের ধনুষা ধাম এবং জানকী মন্দির নিয়ে নতুন ভিডিওটি দেখে খুব ভালো লাগল। নেপালের এই সুন্দর স্থানগুলো দেখে আমার মনে হলো আমি নিজেই সেখানে যাচ্ছি। ধন্যবাদ শিবাজি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলের জন্য এই ভিডিওটি তৈরি করার জন্য।
অসাধারণ লাগলো জনকপুর । অনেক অজানা তথ্য জানলাম আজ । মৈথিলী ভাষার প্রয়োগ সম্পর্কে তথ্য আমার জানা ছিল না । শহর টি কে আপাত দৃষ্টি তে ঘিঞ্জি মনে হলেও খুব প্রাণবন্ত লাগলো । বিমান যাত্রার পূর্বে পৃথ্বী বাবুর উক্তি বিশেষ ভাবে আকর্ষণ করলো । আগামী পর্বের অপেক্ষায় থাকলাম ।
অসাধারণ লাগলো জনকপুর । কোন দিন যেতে পারবো কী না জানি না। আপনাদের উপস্থাপনা মন কেড়েছে, এবং আপনাদের ও খুব ভাল লেগেছে।শিবাজী দাদা ও পৃথ্বীজিৎ দাদা তোমরা দুজনেই খুব ভালো থেকো।
আপনার প্রতিটি ভ্রমণে আমি সঙ্গি হই । মনে হয় আমারও বেড়ান হল। প্রচুর তথ্য সংগ্রহ করে রাখি। শার্লক হোমস ওয়াটসন ছাড়া অসুম্পুর্ন । আপনার ক্ষেত্রে পৃথ্বীজিৎ তেমনি। অসম্ভব ভালো আপনাদের জুটি। ভালো থাকবেন
সত্যিই দারুন, দারুন শিবাজীদা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখান আমাদেরকে, মনে হয় আমরা আপনাদের সাথে উপস্থিত আছি সেই জায়গা, খুব ভালো লাগে, আগেরবার সিকিম দেখিয়েছিলেন আপনার ওই ভিডিও দেখে সিকিম গেছিলাম দারুন লেগেছিলো, নামচি যেখানে চারধাম ওই জায়গাটা দারুন লেগেছে, স্কাইওয়াক আরে অনেক কিছু এখানেও যেতে ইচ্ছে করছে, রামায়ণ পড়েছি হরধনু ভঙ্গ জায়গাটা দেখছি কী সৌভাগ্য আমাদের। খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏🙏
অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে ,ঘরে বসে সিতা মায়ের মন্দির দর্শন পেলাম , ত্রেতা যুগের পৌরাণিক কাহিনী মন মুগ্ধ হয়ে গেল , রামায়ণে উল্লেখ আছে সিতা মায়ের পাতাল ভস্ব এই সম্পর্কে যদি প্রতিবেদন তৈরী করেন খুব ভালো লাগবে ,নমস্কার ।🙏🙏🙏
খুব সুন্দর উপস্থাপনা ,খুব ভালো লাগলো,আমি 2023 এর অক্টোবর মাসে দুর্গা পূজার সময় গেছিলাম ,খুব সুন্দর একটা জায়গা জনক পুর ধাম,তবে জানকি মন্দিরে জুতো খুলে ঢুকলে জুতো চুরি হয় না 😄 আমি তো রাত্রে ও গেছি তখন চিন্তা হচ্ছিলো যে চুরি হয়ে গেলে খালি পায়ে হোটেল এ ফিরতে হবে ,আমরা ওখান থেকে টোটো তে করে ধানুশা ধাম গেছিলাম 500/- নিয়েছিল নেপালি রুপি তে ,টোটো ওয়ালা আমাদের সব ঘুড়িয়ে দেখিয়ে ছিলো পরশুরাম গ্রামে ও ঘুড়িয়ে দেখিয়ে ছিলো ও তারপরে জয়নগর স্টেশন এ আমাদের পৌঁছে দিয়েছিল
শ্রীলঙ্কার ভ্রমন দৃশ্য খুব .খুব ভাল লেগেছে আর লেকের প্রাকৃতিক দৃশ্যের সাথ তোমাদের জামার কালারের সাথে মিলেমিসে একাকার হয়েগিয়েছিল .খুব ভাল লাগল সেই সাথে আবার গানের কলি
“বেচেঁ থাকাটাই তো মিরাকেল!” কি অসাধারণ জীবনদর্শন 😇 এই ফ্রাস্ট্রেটেড জীবনের কিছুটা সময় ভালো থাকার ঠিকানা হলো এক্সপ্লোরার শিবাজী ✌️ অনেক ভালোবাসা দাদা ❤️
পৃথ্বী দার কথাটা তো মন ছুঁয়ে গেলো, আশাবাদী অথচ বাস্তব।। কিছু মানুষের দুষ্কর্ম কিভাবে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করে এবং তার সুস্থ স্বাভাবিক চিন্তায় ব্যাঘাত ঘটায়, তা দেখে খুব খারাপ লাগছিল।। উপস্থাপনা নিয়ে প্রশংসার ভাষা আমার জানা নেই।।পরের পর্ব খুব তাড়াতাড়ি পাবো, সেই নিয়ে আশাবাদী রইলাম।।🙏
Uposthapona khub sundar tomar janya amra.gharr bose sab dekhte pachhi
'ভ্রমন' কথাটি শুনলেই মন কেমন যেন নেচে ওঠে,
ব্যাকুলিত প্রাণ বেরিয়ে পড়তে চায় হেতা নয় হেতা নয় অন্য কোথা।শিবাজী দাদা ও পৃথ্বীজিৎ দাদার এক্সপ্লোর দেখলেও মনে ও প্রাণে একই অনুভূতি বিকশিত হয়।এক একটা পর্ব এমন এক দুর্দান্ত মায়াময় অনুভূতির সৃষ্টি করে যে রক্তে শিহরণ খেলে যায়।তেমনই এক চলমান পর্ব হল নেপাল পর্ব।যেটি অবলীলায় অষ্টম পর্ব অতিক্রান্ত।তাই কবিগুরুর ভাষায় বলতে ইচ্ছে করে "না জানি কেনরে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।" পোখারার শেষ পর্বটি মন ছুঁয়ে গেছে।কেবিল কারের থেকেও বিশেষভাবে মন ছুঁয়েছে ফেওয়া হ্রদে নৌকাবিহার ও মায়ের মন্দির।আর বিশেষ আকর্ষন ছিল পৃথ্বীজিৎ দাদার মাংস নিয়ে টানাটানি সংলাপটি।সপ্তম পর্বে প্রথমতঃ সোফা বাস আমি প্রথম দেখলাম,খুব কষ্টকর বাসযাত্রা ছিল।আর আমাদের নদী ও নদীসংগম দেখাবেন বলে,দাদার কেবিনে বসে বিস্তর ধুলো খাওয়া সত্যিই বেদনাদায়ক। এর জন্য দাদাকে কুর্নিশ জানাই 🙏।আর খাওয়ার টেবিলে পৃথ্বী দাদার মাংস পরিবর্তন করে মাছ নেওয়া আবারও প্রমাণ করল,আমরা বাঙালী।মাছে ভাতে বাঙালী😊।শুধু 'মনকামনা মন্দির' দেখার মনসকামনাটা পূর্ণ হল না😄।অষ্টম পর্বে কাটমান্ডু এক অপরূপ দৃশ্যপটের সৃষ্টি করেছে,যা আপনি এবং আপনার ছবিগ্রাহক যন্ত্র ছাড়া প্রায় অসম্ভব।সয়ম্ভুনাথ মন্দির,কাটমান্ডু দরবার স্কোয়ার,পাঠান দরবার স্কোয়ার অভূতপূর্ব।আর আপনার ঐ শঙ্খচিলটি(ড্রোন)দিয়ে সয়ম্ভুনাথ মনাস্ট্রি ও শহর অপূর্ব লেগেছে।আর আবারও পৃথ্বীরাজ দাদার এক চমকপ্রদ সংলাপ: "চীনেরা চিনে চিনে এখানেও চলে এসেছে,সেটা দেখে ভারতীয় হিসাবে একটা চিনচিনে চিন্তা হচ্ছে😄"।দুঃখ একটাই ,অনুমতির অভাবে শত ইচ্ছা সও্বেও "পশুপতিনাথ মন্দির" দর্শন হল না😂।কাটমান্ডুর এত সৌন্দর্য্য দেখে মনে পড়ে যাচ্ছে,সত্যজিৎ রায়ের সেই চিত্রনাট্য,"যত কান্ড কাটমান্ডুতে"😲।আর আপনার মাথার ব্যাথা ঠিক আছে তো🤔?আজ আরেক নতুন পর্ব "ভক্তপুরের" ভিডিও দেখার জন্য মুখিয়ে আছি☺️।আশা করছি আরো অভূতপূর্ব হবে,আর থাকবে কোনো নতুন চমক।বিশেষ অনুরোধ রইল মধ্যপ্রদেশ সফরের জন্য।আপনাদের চোখে বান্ধবগড়,পাঁচমারি,পেঞ্চ,পান্না,জব্বলপুরের ধোঁয়াঘাট জলপ্রপাত,মান্ডু দুর্গ এইসবকটি দেখতে চাই দাদা। খুব ভালো থাকবেন দাদারা🤗🤗।আগামীর জন্য রইল অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।❤️❤️❤️ "এক্সপ্লোরার শিবাজীর" আগামীর পথ আরও সুদৃঢ় ও মসৃণ হোক । 🙏🙏🙏💐💐💐
শিবাজি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলের ধনুষা ধাম এবং জানকী মন্দির নিয়ে নতুন ভিডিওটি দেখে খুব ভালো লাগল। নেপালের এই সুন্দর স্থানগুলো দেখে আমার মনে হলো আমি নিজেই সেখানে যাচ্ছি। ধন্যবাদ শিবাজি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলের জন্য এই ভিডিওটি তৈরি করার জন্য।
আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে।ভারতবর্ষ এবং ভারত বর্ষের বাইরের আমাদের সনাতন ধর্মের তীর্থ ধামগুলো দেখে মনটা জুড়িয়ে যায়।আপনাদের জন্য শুভ কামনা রইলো।
খুব ভাল লাগলো কোন দিন যেতে পারবো কী না জানি না। আপনাদের উপস্থাপনা মন কেড়েছে, এবং আপনাদের ও খুব ভাল লেগেছে।,❤️❤️❤️
Excellent Excellent Excellent
খুব সুন্দর
Joi Mata Sita
অসাধারণ লাগলো জনকপুর । অনেক অজানা তথ্য জানলাম আজ । মৈথিলী ভাষার প্রয়োগ সম্পর্কে তথ্য আমার জানা ছিল না । শহর টি কে আপাত দৃষ্টি তে ঘিঞ্জি মনে হলেও খুব প্রাণবন্ত লাগলো । বিমান যাত্রার পূর্বে পৃথ্বী বাবুর উক্তি বিশেষ ভাবে আকর্ষণ করলো । আগামী পর্বের অপেক্ষায় থাকলাম ।
আপনাদের দুজনের এই জুটিটা যেনো অটুট থাকে।মনে হচ্ছে যেনো ফেলুদা আর তোপসে,আরও আরও explore করুন।শুভেচ্ছা রইলো।
খুব ভালো লাগলো ঘরে বসে নেপাল৷ দেখা এবং আপনার উপস্থাপনা খুবই ভালো
খুব ভালো লাগলো জনকপুর
পুরো দিনটা বেশ এনজয় করলাম 👍👍
এতো ভালো লাগলো। উপস্থাপনা অসাধারণ। ঘরের ছেলে মনে হয়।ভাই মনে হয়। এতো লোককে আপন করে নেওয়া সহজ ব্যাপার নয়।জনকপুর খুব সুন্দর লাগলো।রোজ অপেক্ষা করি। ভালো থেকো।
একদম খুব সুন্দর ভ্রমণ কাহিনী দেখলাম / শুনলাম / উপভোগ করলাম । একটা অ্যাড্'ভেন্চারের গন্ধ বের হচ্ছে সবসময় । খুব সমৃদ্ধ হলাম ধন্যবাদ 🙏
জয় শ্রী রাম
প্রণাম মা জনকি
খুব ভালো লাগলো
জয় শ্রী রাম ! 🙏🙏
সুন্দর উপস্থাপনা ,সাবলীল বাচনভজ্ঞী !
ধন্যবাদ। বাংলাদেশ থেকে ❤
অসাধারণ লাগলো জনকপুর । কোন দিন যেতে পারবো কী না জানি না। আপনাদের উপস্থাপনা মন কেড়েছে, এবং আপনাদের ও খুব ভাল লেগেছে।শিবাজী দাদা ও পৃথ্বীজিৎ দাদা তোমরা দুজনেই খুব ভালো থেকো।
Baah daroon laglo Vlog ta 👌👌❤️ Abaro Osaadharon episode 🔥 Apuurbo Janakpur 👌❤️ Joy Sitaram 🙏🙏kotoo ojana jinis jaante parlam..Janak Mandir durdanto 👌 Dhanusha Dham bhisoon bhalo laglo..Excellent presentation..Porer golper opekkhay thaklam ❤️❤️❤️❤️
পুরো খাদ্যনালী ধুলুময় হয়ে গেল, দুর্দান্ত দাদা, আপনাদের জন্যই আমরা ঘরে বসে দেখতে পায়, অসংখ্য ধন্যবাদ দাদা
জয় মা সীতা ধন্যবাদ দাদারা এত পুরানো স্মৃতি দেখানোর জন্য
জনকপুর অসাধারণ। অনেক অজানা তথ্য জানলাম এবং দেখলাম। অনেক ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন। 💐💐
অনেক সুন্দর দাদা জয় শ্রী রাম🙏
জয় শ্রী রাম🙏
আপনার প্রতিটি ভ্রমণে আমি সঙ্গি হই । মনে হয় আমারও বেড়ান হল। প্রচুর তথ্য সংগ্রহ করে রাখি। শার্লক হোমস ওয়াটসন ছাড়া অসুম্পুর্ন । আপনার ক্ষেত্রে পৃথ্বীজিৎ তেমনি। অসম্ভব ভালো আপনাদের জুটি। ভালো থাকবেন
খুব ইন্টারেস্টিং লাগে শিবাজী বাবুর উপস্থাপনা আর ওনার আকর্ষণীয় কণ্ঠ, খুব ইন্টারেস্টিং ওনার ভ্রমণ ভিডিও গুলো। I enjoy it
আপনার প্রতিটি video khub Bhalo lagche
জয় সীতারাম
অনেক সুন্দর হয়েছে আপনার উপস্থাপনা, আমি চট্টগ্রাম বাংলাদেশ থেকে❤❤❤
❤❤❤ from India.
Ei vlog ta ami 3 bar dekhlam. Tao mon vorche na. Darun hoeche video ta, thanks dui dada ke🙏🙏🙏
আগে জনকপুর সম্বন্ধে কিছু অস্পষ্ট ধারণা ছিল মাত্র। আপনার ব্লগের দৌলতে অনেক কিছুই জানতে পারলাম। অনেক ধন্যবাদ।
সত্যিই দারুন, দারুন শিবাজীদা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখান আমাদেরকে, মনে হয় আমরা আপনাদের সাথে উপস্থিত আছি সেই জায়গা, খুব ভালো লাগে, আগেরবার সিকিম দেখিয়েছিলেন আপনার ওই ভিডিও দেখে সিকিম গেছিলাম দারুন লেগেছিলো, নামচি যেখানে চারধাম ওই জায়গাটা দারুন লেগেছে, স্কাইওয়াক আরে অনেক কিছু এখানেও যেতে ইচ্ছে করছে, রামায়ণ পড়েছি হরধনু ভঙ্গ জায়গাটা দেখছি কী সৌভাগ্য আমাদের। খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন। 🙏🙏
আপনাদের কথোপকথন আমার খুব ভাল লাগে।বোঝা যায় আপনারা খুব রসিক ও সাহিত্যপ্রেমী। আমি অভিভূত ও মুগ্ধ। ধন্যবাদ
আমি বাংলাদেশ থেকে, আপনার প্রতিটি পর্বই দেখি,অনেক অনেক ভালো লাগে।।এগিয়ে যান ভাইয়া।।
Khub bhalo lagche
Opurbo ,Oshadharon .....Mon jeno sei juge pouche gelo🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
.
Uff..darun laglo..ki jibon e na katacchen..eta ke bole puro puri ..jotokhani sombhob osul kora❤
খুব ভালো লাগলো ,আমরা নেপাল গিয়েও জনকপুর যাইনি তাই দেখা হয়ে গেলো আপনার video তে ,ধন্যবাদ🙏 আনন্দে ভ্রমণ করুণ ❤
khub 2 valo laglo . asadharan harodhanu ghre bose darsan korlam .thank you so much
খুব সুন্দর উপস্থাপনা করেছেন এবং আপনার ভয়েস ক্যোয়ালিটি খুব ভাল
অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে ,ঘরে বসে সিতা মায়ের মন্দির দর্শন পেলাম , ত্রেতা যুগের পৌরাণিক কাহিনী মন মুগ্ধ হয়ে গেল , রামায়ণে উল্লেখ আছে সিতা মায়ের পাতাল ভস্ব
এই সম্পর্কে যদি প্রতিবেদন তৈরী করেন খুব ভালো লাগবে ,নমস্কার ।🙏🙏🙏
খুব সুন্দর উপস্থাপনা ,খুব ভালো লাগলো,আমি 2023 এর অক্টোবর মাসে দুর্গা পূজার সময় গেছিলাম ,খুব সুন্দর একটা জায়গা জনক পুর ধাম,তবে জানকি মন্দিরে জুতো খুলে ঢুকলে জুতো চুরি হয় না 😄 আমি তো রাত্রে ও গেছি তখন চিন্তা হচ্ছিলো যে চুরি হয়ে গেলে খালি পায়ে হোটেল এ ফিরতে হবে ,আমরা ওখান থেকে টোটো তে করে ধানুশা ধাম গেছিলাম 500/- নিয়েছিল নেপালি রুপি তে ,টোটো ওয়ালা আমাদের সব ঘুড়িয়ে দেখিয়ে ছিলো পরশুরাম গ্রামে ও ঘুড়িয়ে দেখিয়ে ছিলো ও তারপরে জয়নগর স্টেশন এ আমাদের পৌঁছে দিয়েছিল
আমি ত্রিপুরা থেকে দেখছি খুব ভালো লাগলো দর্শনীয় স্থান গুলো দেখে
You're welcome and thank you for your information. Hare Krishna Hare Krishna Radhe Radhe Joy Netai gour hori bol
খুব ভালো লাগলো ভিডিও তে আপনাদের সাথে নেপাল ঘুড়ি। ভিষণ ভালো লাগলো।
জয় সীতারাম 🙏🙏 শিবাজী দা তুমি বাংলার গর্ব। বাংলার সেরা ট্রাভেল ব্লগার তুমি।
You are absolutely right 🙏
Aamar opinion e Nepal series Er eta best video...maa sitar jonomosthan dekhe nostalgic hoye porlam...
আমার খুব ভালো লাগলো ভাইয়া খুব খুশি হলাম ঈশ্বর আপনার মঙ্গল করুন ❤❤সীতা মার বাপের বাড়ি দর্শনকরা ভাগ্যের দরকার খুব সুন্দর খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
Apuuuurbo laglo Janakpur Bhromon !!Voktopur dekhar Apekkhaye roilam. Valo thakben Explorer Shibaji Prittwijeet. Anek Suveccha.
জনকপুর নিয়ে খুব সুন্দর ভিডিও দেখলাম ও বিস্তারিত জানলাম।
শ্রীলঙ্কার ভ্রমন দৃশ্য খুব .খুব ভাল লেগেছে আর লেকের প্রাকৃতিক দৃশ্যের সাথ তোমাদের জামার কালারের সাথে মিলেমিসে একাকার হয়েগিয়েছিল .খুব ভাল লাগল সেই সাথে আবার গানের কলি
Ai jonomer tirthodarson hoye gelo apner you tube channel a , valo thakun sustho thakun,agiye cholun Shibaji thank you .
খুব সুন্দর ভিডিওগুলো আপনাদের।বাংলা ব্লগ গুলোর মধ্যে আপনারা সেরা।
Thanks for good video এমন ভালো উপস্থাপনা করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ
Khub sundor laglo vlog ta ,historical place always good.
খুব সুন্দর প্রতিবেদন এর জন্য ধন্যবাদ
Khub bhalo lagche napal tour asadharan information dabar jonno Shivaji da and prithijit da .
দারুন আপনার উপস্থাপনা। মনে হল নিজের চোখেই দেখলাম।
Nagarkot khub sundor jaiga,aami ghure aeshechhi.
As usual vivid description, besh bhalo laglo,blhar r Nepal er akta connection ache,Buddhism er hat dhore🙏
মনটাই ভালো হয়ে গেছে। ধন্যবাদ
সবার প্রথম লাইক দিবো আপনার ভিডিও তে অনেক দিনের ইচ্ছে ছিল,, আজ তা পূরণ হলো,, ❤️😍
খুব ভালো লাগলো ❤️😍👌👌দাদা,,,, ভালো ও সুস্থ থাকুন আপনি ও পৃথিজিৎ দা 😍❤️
আপনাদের ভিডিও গুলো খুব ভালো লাগে। এভাবেই দেখতে চাই। আপনারা দুজনেই খুব ভালো থাকবেন।
আপনাদের ভিডিওটা আমার ভীষণ ভালো আছে একটা অসাধারণ জায়গা দেখতে পেলাম 👌
Nepal tour আপনি বেশ অন্যরকমভাবে উপস্থাপন করছেন, ভালো লাগছে। পরের vlogএর অপেক্ষায় রইলাম। অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।
“বেচেঁ থাকাটাই তো মিরাকেল!”
কি অসাধারণ জীবনদর্শন 😇
এই ফ্রাস্ট্রেটেড জীবনের কিছুটা সময় ভালো থাকার ঠিকানা হলো এক্সপ্লোরার শিবাজী ✌️
অনেক ভালোবাসা দাদা ❤️
সুন্দর উপস্থাপনা
Khub bhalo laglo.
@@indranibiswas1285 thank u mam 🙏
@@SahaBariDiscover yes indeed ✌️
Enjoying every bit of your Nepal trip…Continued best wishes.
Atow shundor dekhlam Janakpur, Janaki Temple, Sree Ram Chandrer HaraDhanur vhognabosesh , MAA Janoki Gangashagar ja amader monomugdho korlen, apnader oshonko dhonnobad, nomoshkar janai, bhalow thakben vai.
হরেকৃষ্ণ আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নেবেন রাঁধে রাঁধে
Apurba,apner jonno amer haradhanu darshan holo,eta kintu ja ta baper noy ,darun bhabe uposthapan korlen,many many thanks to both of you.
পৃথ্বী দার কথাটা তো মন ছুঁয়ে গেলো, আশাবাদী অথচ বাস্তব।।
কিছু মানুষের দুষ্কর্ম কিভাবে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করে এবং তার সুস্থ স্বাভাবিক চিন্তায় ব্যাঘাত ঘটায়, তা দেখে খুব খারাপ লাগছিল।।
উপস্থাপনা নিয়ে প্রশংসার ভাষা আমার জানা নেই।।পরের পর্ব খুব তাড়াতাড়ি পাবো, সেই নিয়ে আশাবাদী রইলাম।।🙏
Dada Khoub Bhalo. Khabarer dokan gulo, Darun Vlog, Best Of Lak💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
সত্যই দারুন। আপনার মাধ্যমে একটা নতুন স্থান দেখা হলো। আপনাকে ধন্যবাদ।
খুব সুন্দর উপস্থাপনা,দারুণ লাগলো ভাই
darun video dada.. 6:11 mins e pechhoner oi meyetar chokh 2to khub sundor.. 👌👌
খুব ভালো লাগলো। ইচ্ছে হচ্ছিলো আপনাদের সঙ্গী হই
খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
ধন্যবাদ দুই দাদাদের। আপনারদের সাথে জনক পুর ঘুরে এলাম ❤
Ki je bhalo laglo bhai! Thanku so much 👍👌👌
খুব সুন্দর লাগলো জনকপুর ঘুরে দেখতে। ভালো থাকবেন দাদারা ❤️🙏
আবার একটা অসাধারণ ভিডিও দেখলাম 👍 খুব ভালো লাগলো ❤️👍
Apnar video amar khub val lage 💖 lots of love 💖 from konnagar 🙏🏼💐jay siyaram
জনকপুর খুব ভালো লাগলো,দারুন।👍👍🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻
দারুণ সুন্দর লাগলো, বাগবাজার গৌড়ীয় মঠ ও চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের উপর ভিডিও বানান তাহলে খুব ভালো হয়
এত সুন্দর জনকপুর দেখলুম
আপনার জন্য। ধন্যবাদ।
Joy sita Mayer joy pranam Mata ji 🎉🎉🎉❤❤❤ khub sundor
আপনাদের 'সৌজন্যে আমার পরম আরাধ্য পরম পুরুত্তোম শ্রী শ্রী রাম মা সীতার 'স্মৃবিজড়িত 'স্থান দেখানোর জন্য ধন্যবাদ।
Thank you for your description of diff. seans of Nepal's Janak Puri.
বাংলাদেশ থেকে বলছি জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাম
Khub sundor laglo apnader Nepaler vedio gulu.
Darun akta uphar dilen bhai sakol manusher jaoyar toh khamota nei aapnar madhyam ta dekhlam ! Asong khak dhannya bad !
খুব সুন্দর ভিডিও।খুব ভালো লাগলো।🙏🙏
সনাতন ধর্মের তীথ স্থান গুলো আপনারা দে গিয়ে। আমাদের অনেক মন ভালো করে দিচ্ছেন।। আপনাদের মঙ্গল হোক।।
সনাতন ধর্মের Joy
জয় সীতা রাম 🙏
অবিরাম ভালোবাসা শিবাজী দা
বাংলাদেশ থেকে
Jak apnader chokh die nepal darshan holo,anek aneeek dhanyabad ,valo thakun,sustha thakun ,aro kichu dekhanor janya.
Khub valo laglo video ta dekhte thank you so much video ti share korar jonno r plz mask bebohar korben journey korar somoy
WIT র Yendrila আর তোমার উপস্থাপনা ভীষণ সুন্দর। মন ভরে যায়।
আপনার আর অনিন্দ্য দার ভ্লগ গুলোর একটা ক্লাস আছে।👌👌
Darun laglo janakpur.Anek kichu jante parlam .
পিরথিজ বাবু আপনি অনেক অনেক শুভেচ্ছা জানাই ধন্যবাদ জয়গুরু নেবেন ❤❤❤❤❤
কিছু bolar নেই khub sundar thanks😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
Good morning dadara apnader video gulo dekhchi osomvob valo lagchhe👌👌👌👌👌
Nice presentation. Enjoyed this vlog very well. Stay well. Thank you. From Cooch Behar town.
Khub khub sundor laglo aponara val0 thakun
অসাধারণ লাগলো আপনার ভিডিও আর উপস্থাপনা 👌👌
off beat nepal , খুব ভালো লাগলো এই পর্বটি