Little Rangeet River in Mim Tea Garden ~ Darjeeling ↑ Travel Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ส.ค. 2023
  • Bengali Travelogue
    মিম চা বাগানের রাস্তা দিয়ে বর্তমানে এই হোমস্টে যাতায়াত করা যাচ্ছে না। বিজনবাড়ির রাস্তা দিয়ে করতে হচ্ছে; তাতে কিছুটা হাঁটতে হয়। রাস্তার বিষয়ে হোমস্টের সাথে বিশদে কথা বলে নেওয়া ভালো।
    ✩ Google Location → Little Rangit Homestay & Camping: 81014 40342
    maps.app.goo.gl/AyFFMmCaS8TFb...
    ✩ Mim Tea Garden Travelogue → • Mim Tea Garden ~ Darje...
    ✩ Riverside Tourist Spot in North Bengal & Sikkim → • Riverside Tourist Spot...
    --------------------------------------------------------------
    Instagram - / viral.scope
    Facebook-- / viralscope.youtube
    --------------------------------------------------------------
    ✩ Music from Epidemic Sound, get 30 days free using the following referral link: share.epidemicsound.com/8icxa8
    --------------------------------------------------------------
    Drone: amzn.to/3PoGryH
    Computer: amzn.to/3DzciIJ
    Gorillapod: amzn.to/3P5sEfZ
    Camera Stand/Monopod: amzn.to/3RdWa59
    Monopod: amzn.to/3Rd4Ys3
    Mic: amzn.to/3bPSAxV
    Timelapse 360 tools:
    amzn.to/3NK4sP9
    Gopro Waterproof case: amzn.to/3aeecDW
    Head Phone: amzn.to/3yc9VbW
    --------------------------------------------------------------
    #viral_scope #santanu_ganguly #bengali_travel_guide #touristspot #offbeat

ความคิดเห็น • 640

  • @debjitchatterjee5828
    @debjitchatterjee5828 10 หลายเดือนก่อน +16

    প্রকৃতিকে যেন ঠিক এভাবেই উপলব্ধি করতে হয়।বৃষ্টিস্নাত গ্রাম্য পাহাড়, সঙ্গে নদী। দারুন। মনটা ভাল হয়ে গেল। ধন্যবাদ আপনাকে।

  • @biswajitpahari6500
    @biswajitpahari6500 6 วันที่ผ่านมา +1

    অসাধারন।গায়ে কাঁটা দিলো।খুব তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে রইলো।

  • @arnabsarkar7696
    @arnabsarkar7696 10 หลายเดือนก่อน +9

    অসাধারন। আপনার blog গুলো তে কোনো রকম অতিরিক্ত অভিনয়, অপ্রয়োজনীয় কথা, নেকামি, বড় বড় জ্ঞান কিছুই থাকে না। যেটা আপনার ভিডিও গুলো আমার কাছে আরো আকর্ষক করে তোলে। সাথে আপনার add করা music tone গুলোও খুব ভালো লাগে।

  • @tanoybanik2418
    @tanoybanik2418 10 หลายเดือนก่อน +6

    সত্যি অপূর্ব... মনে হচ্ছিল যেন নিজেই চলে গিয়েছি দার্জিলিং এর এই গ্ৰামে... এইভাবেই এগিয়ে যাও শান্তনুদা... রবিবার এর সন্ধ্যেটা just জমে ক্ষীর ❤❤❤❤

  • @Prosun84750
    @Prosun84750 10 หลายเดือนก่อน +2

    কোনো ভাষা নেই। এ যে শুধু দেখা আর উপলব্ধি করার মত ভিডিও।

  • @singalong88
    @singalong88 7 หลายเดือนก่อน +8

    পাহাড়, নদী, বর্ষা, সবুজ গাছপালা, পাহাড়ি পথ মিলে সত্যি এ যেন প্রকৃতির জলসাঘর।

  • @p.garden494
    @p.garden494 10 หลายเดือนก่อน +2

    আবার একটা মনমুগ্ধ করা জায়গা দেখালেন। অসংখ্য ধন্যবাদ।🙏🙏

  • @kiranmoykoley6804
    @kiranmoykoley6804 10 หลายเดือนก่อน +2

    বর্ষা তে পাহাড় মায়াবী হয়ে যায়। যার সঠিক মুর্হুত গুলো তুমি সুন্দর ভাবে তুলে ধরেছ। ❤️❤️

  • @1111tanu
    @1111tanu 10 หลายเดือนก่อน +1

    মনের গভীরস্থল থেকে একটাই শব্দ বেরিয়ে এলো আহা আহা প্রাণ মন জুড়িয়ে গেল। এখানে জীবন সবুজে ভরা। নদীর স্রোতে ভেসে যাওয়া র রাতের গভীর অন্ধকারে হারিয়ে যাওয়া। 💞

  • @soumyakantamajumder3304
    @soumyakantamajumder3304 10 หลายเดือนก่อน +35

    আজ আমি প্রথম কমেন্ট করলাম, আসলে শান্তনুবাবু আপনার ভিডিও ছাড়া রবিবার একদম অচল।।

    • @Viral_Scope
      @Viral_Scope  10 หลายเดือนก่อน +7

      আমি খুব চেষ্টা করি প্রতি রবিবার ভিডিও আনার।

    • @mdjahiralimondal
      @mdjahiralimondal 10 หลายเดือนก่อน

      ​@@Viral_ScopePray for us n me ❤️🙂

    • @aritrasinha4577
      @aritrasinha4577 9 หลายเดือนก่อน

      ​@@Viral_Scope6:03 audio Name please

  • @sharmisthabiswas374
    @sharmisthabiswas374 11 วันที่ผ่านมา +1

    Bhisoni bhalo laglo apnar presentation

  • @apupaul8130
    @apupaul8130 10 หลายเดือนก่อน +2

    দাদা আপনার ভিডিও গুলি অন্য সবার থেকে আলাদা, অসাধারণ সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ভিডিও বানান আপনি।

  • @masumrana1914
    @masumrana1914 3 หลายเดือนก่อน +1

    অসাধারণ উপস্থাপনা। অপূর্ব সুন্দর।প্রকৃতির শব্দের সাথে কথা গুলো মিলে মিশে একাকার।

  • @mihirmalakar7523
    @mihirmalakar7523 10 หลายเดือนก่อน +2

    Ato sundor 1ta jaga ami age kokhono deki ni..... Sotti omahik..... Dhonyobad Dada apnake

  • @panisundarthetraveller3601
    @panisundarthetraveller3601 10 หลายเดือนก่อน +5

    সত্যি দাদা, বর্ষার পাহাড় আর প্রকৃতি যে কত সুন্দর হতে পারে তা উপভোগ করলাম আপনার এই ভিডিওটিতে। কমেন্ট না করে থাকতে পারলাম না। অপূর্ব সুন্দর।

    • @Viral_Scope
      @Viral_Scope  10 หลายเดือนก่อน +1

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 💐

  • @sakyamajumder7609
    @sakyamajumder7609 10 หลายเดือนก่อน +5

    অসম্ভব সাবলীল উপস্থাপনা, মন ভালো করে দেওয়া নেপথ্য সঙ্গীত, ততোধিক ভালো পরিচালনা। ঘরে নিজেকে আটকে রাখাটাই কঠিন হয়ে পড়ছে। খুব ভালো থাকুন আর আমাদেরকেও ভালো রাখুন। ❤

    • @Viral_Scope
      @Viral_Scope  10 หลายเดือนก่อน

      অজস্র ধন্যবাদ আপনাকে

  • @parnachatterjee1241
    @parnachatterjee1241 10 หลายเดือนก่อน +1

    মুগ্ধ হলাম আবারো। আপনার প্রতিটা ভিডিও আপনার মনের আপনার দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে

  • @rumaballav2688
    @rumaballav2688 10 หลายเดือนก่อน +5

    আপনার ভিডিও দুবার না দেখলে মন ভরে না।মন ভরপুর না হলে লেখা যায়!!।ভিডিওর শুরুতেই পুরো গল্পটা দেখা হয়ে যায়।তার পর একে একে সুন্দরের প্রকাশ।পর্দা সরে বেরিয়ে এলো পাহাড় নদীর সবুজের কোলে একফালি স্বর্গ হোমস্টে।ঝিপঝিপে বৃষ্টির ফোঁটা য় ,ভিজে পাতার গন্ধে মন ভেসে গেছে। নদীর সাথে কিছু ক্ষণ, কখনো সরু সাকোয় পা ফেলে চলা। সময় বয়ে যায় নদীর স্রোতের ন্যায়। ঠিক তাই।ভিডিও কখন শেষ হলো বোঝা গেলো না। শুধু রয়ে গেলো এক পেয়ালা চা, নদীর শব্দ,মাছ পোড়ার গন্ধ।আর কৃষ্ণপক্ষের মায়াময় হোমস্টে । অপূর্ব 👍🙏💐💐💐

    • @Viral_Scope
      @Viral_Scope  10 หลายเดือนก่อน

      💗💗

  • @dhimansarkarcenex
    @dhimansarkarcenex 10 หลายเดือนก่อน +2

    আবারও প্রমাণ হলো আপনার দেখার চোখ সকলের থেকে আলাদা। যেখানেই যান তার রূপ আপনার চোখে যেভাবে দেখি তা হয়তো নিজে দেখেও অনুধাবন করতে পারতাম না। খুব স্নিগ্ধ হলাম। অনেক শিক্ত হলাম।

    • @Viral_Scope
      @Viral_Scope  10 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼

  • @mdsaifullah2826
    @mdsaifullah2826 10 หลายเดือนก่อน +3

    মাশা-আল্লাহ, অনেক সুন্দর জায়গা 😍

  • @purnaghosh5298
    @purnaghosh5298 12 วันที่ผ่านมา +1

    Khub bhalo laglo. Apnar mim related ager blog dekhe Tagdo Homestay te theke esechhi. Khub bhalo legechhilo. Onek dhonyobad

  • @sabihasultana7108
    @sabihasultana7108 9 หลายเดือนก่อน +1

    খুব সুন্দর জায়গা সেই সাথে আপনার উপস্থাপনা। আমার খুব ভালো লেগেছে।অনেক অনেক ধন্যবাদ।

  • @user-od2cj9rs9c
    @user-od2cj9rs9c 10 หลายเดือนก่อน +3

    আমি আজি আপনার ভিডিও প্রথম দেখছি,,,দৃশ্য গুলো এক দম এলবামে বাধানো ছবির মতো,,,মনটা ভোরে গেলো ভিডিও টা দেখে,,,কতো সুন্দর করে এ পৃথিবী টা সৃষ্টি করেছে আল্লাহ তাআলা,,, ❤❤❤

  • @arunimajasu701
    @arunimajasu701 3 หลายเดือนก่อน +1

    অপূর্ব, অসাধারণ, এক কথায় অনবদ্য...স্বপ্নের মতো পরিবেশ😃🥺❤

  • @skashik7815
    @skashik7815 19 วันที่ผ่านมา +1

    অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য

  • @subhajitbasak7232
    @subhajitbasak7232 12 วันที่ผ่านมา +1

    সত্যিই কি দারুন শোভা ❤, দার্জিলিং এতো টা সুন্দর না দেখলে বুঝতেই পারতাম না। জানিনা কবে যেতে পারবো।

  • @durlovghosh9309
    @durlovghosh9309 10 หลายเดือนก่อน +1

    Excellent place also homestay, ei offbeat place tomar vedio chara r kothao dekha jai na, thanks Santanu

  • @soumyajithor6
    @soumyajithor6 10 หลายเดือนก่อน +2

    Ajj 1st time Upner video dekhlum. Khub valo laglo , Awesome Video graphics. 👏. ❤Amar dekha Best Bengali Travel Vlog…

  • @pranabghosh8486
    @pranabghosh8486 10 หลายเดือนก่อน +1

    খুব খুব সুন্দর লাগলো দেখতে, দেখে আনন্দে মন ভরে গেল 👍👍👌👌❤️❤️

  • @debabratadebnath6736
    @debabratadebnath6736 10 หลายเดือนก่อน +1

    আপনি খুবি ভাগ্যবান ,প্রকৃতি কে এতো সুন্দর ভাবে উপভোগ করেন ۔۔
    আর তার۔ এতো সুন্দর ভাবে ব্যাখ্যা করেন ۔۔সত্যি অতুলনীয় ۔۔

    • @Viral_Scope
      @Viral_Scope  10 หลายเดือนก่อน

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 💐

  • @somnathde8680
    @somnathde8680 3 หลายเดือนก่อน +1

    Excellent.Thanks.
    যতোবার দেখি ভালো লাগে।

  • @eternalbliss8202
    @eternalbliss8202 3 หลายเดือนก่อน +1

    Osadharon ekta vlog....monta juriye gelo.....

  • @arisudandatta4308
    @arisudandatta4308 10 หลายเดือนก่อน +2

    দারুন জায়গা, শীতে রাবার ইচ্ছে আছে।

  • @mousumiduttamajumder3032
    @mousumiduttamajumder3032 10 หลายเดือนก่อน +1

    মন ভরে গেলো দারুন দারুন

  • @debashishmukherjee8387
    @debashishmukherjee8387 หลายเดือนก่อน +1

    অসাধারণ, অসাধারণ, অসাধারণ..
    ব্যাস, আমার কথা শেষ, এবার আবার ভিডিও দেখার পালা 😊

  • @keyaganguly46
    @keyaganguly46 10 หลายเดือนก่อน +2

    যত আপনার ভিডিও দেখছি, তত কঠিন হচ্ছে প্রসংশার ভাষা খুঁজে পাওয়া। এই ভিডিওটি যেন সেরার সেরা। এত নির্ভেজাল নির্মল প্রকৃতি, তার কোলে বসবাসরত মানুষগুলি যেন একে অপরের পরিপূরক। আবার মুগ্ধ হলাম সপরিবারে কৃষিকাজে অংশগ্রহণ করা দেখে। সত্যি এরা আদর্শ, অনুকরনীয়। শুধু নদীর উপর সেতুটি মজবুত হওয়া একান্ত প্রয়োজন। দুপাশ খোলা সেতুটির বিষয়েও নিরাপদ ব্যবস্থা দরকার। এই অপূর্ব সুন্দর স্থানটির নির্জনতা যেন বজায় থাকে এই কামনা করি। অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

    • @Viral_Scope
      @Viral_Scope  10 หลายเดือนก่อน

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 💐

  • @swarnanjali
    @swarnanjali 10 หลายเดือนก่อน +1

    Dui Chokh jurie gelo.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤asadharon😊 📹 santanu da

  • @rajibdas4533
    @rajibdas4533 10 หลายเดือนก่อน +2

    শান্তনু তোমার সেরা ব্লগ। অসাধারণ জায়গা ও খুবই ভালো তথ্যমুলক ফটোগ্ৰাফি । এগিয়ে চল বন্ধু । এইরকম নির্জন জায়গা আরও দেখতে চাই ।

    • @Viral_Scope
      @Viral_Scope  10 หลายเดือนก่อน

      অজস্র ধন্যবাদ আপনাকে

  • @arnab5898
    @arnab5898 10 หลายเดือนก่อน +4

    তোমার ক্যামেরায় পাহাড় দেখার একটা আলাদা অনুভুতি আছে। ধন্যবাদ সান্তনু দা❤

    • @mousumibanerjee7361
      @mousumibanerjee7361 10 หลายเดือนก่อน

      Ekdom🎉🎉🎉🎉❤❤❤❤

    • @arunkumarbhattacharya9396
      @arunkumarbhattacharya9396 10 หลายเดือนก่อน

      উনি নিজেকে দেখানো না বলে আরো উপভোগ্য হয়।

  • @sancharimahapatra278
    @sancharimahapatra278 10 หลายเดือนก่อน +4

    December মাস এ গেছিলাম তখন নদীর পাশের homestay কাজ চলছিল, আমরা ছিলাম Little forest homestay। অসাধারন অপূর্ব সুন্দর গ্রাম, আজ আপনার video দেখে সেই দিন গুলো মনে পড়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে রবী বার গুলো এতো সুন্দর করে দেওয়ার জন্য।❤

    • @sovanlalchakraborty9994
      @sovanlalchakraborty9994 10 หลายเดือนก่อน

      আমারও একই কথা মনে হল়।

  • @adiscreation5844
    @adiscreation5844 7 หลายเดือนก่อน +1

    Darjeeling eto sundor jaiga ache na dekhle bissas kortam na, ek ekta jaiga jeno ekta view point.❤❤❤❤❤

  • @subhasisghosh2308
    @subhasisghosh2308 10 หลายเดือนก่อน +5

    রবিবার দুপুরের খাবারের পর জানালা দিয়ে বৃষ্টি দেখছেন এবং আপনার ব্লগ উপভোগ করছেন, এটা ঠিক স্বর্গের মতো।

    • @Viral_Scope
      @Viral_Scope  10 หลายเดือนก่อน

      ❤️❤️❤️❤️

    • @pijusbhadra6574
      @pijusbhadra6574 หลายเดือนก่อน

      0:00 0:00 0:00

  • @kusaldasgupta9109
    @kusaldasgupta9109 10 หลายเดือนก่อน +1

    Apurbo homestay location & decoration - cute place

  • @themaskaraltd9235
    @themaskaraltd9235 10 หลายเดือนก่อน +1

    অসাধারণ সুন্দর একটা ভিডিও দেখলাম আমরা কাছে খুব ভালো লাগলো

  • @subhashdatta7233
    @subhashdatta7233 10 หลายเดือนก่อน +1

    Ashadharon sundor video, amon nishkolush prokritir majhei harie jete icche kore 👌

  • @mitachowdhury578
    @mitachowdhury578 10 หลายเดือนก่อน +1

    আজ এই ভিডিও টা দেখে আমার মেয়ের ছোট্ট বেলার একটা কথা মনে পরে গেলো, সুন্দর জায়গা দেখলেই ও আদো আদো গলায় বলত, " কি সুন্দর জায়গা, আমাকে নিয়ে যাবে ",আজ আমারও বলতে ইচ্ছে করছে সেই একই কথা। ❤

  • @mahmudakhatun8632
    @mahmudakhatun8632 10 หลายเดือนก่อน +3

    Watching from Bangladesh. Often feel like quiting my job, settle down somewhere near the places you take us through your video.

  • @brenraz
    @brenraz 25 วันที่ผ่านมา +2

    Wonderful videos. Cheers from Malaysia 👍🏼🙏🏼🌞

    • @Viral_Scope
      @Viral_Scope  25 วันที่ผ่านมา

      Thank u so much 😊

  • @amlanmitra9620
    @amlanmitra9620 10 หลายเดือนก่อน +2

    যেনো স্বপ্ন দেখলাম। অনেক ধন্যবাদ শান্তনু,এই রকম উপহার দেবার জন্য।❤❤❤

    • @Viral_Scope
      @Viral_Scope  10 หลายเดือนก่อน

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 💐

  • @shouvicksvk31
    @shouvicksvk31 10 หลายเดือนก่อน +1

    Khub sundor, darun laglo 👍👍

  • @somnathdas684
    @somnathdas684 10 หลายเดือนก่อน +1

    Asadharon videography, bornanao khub valo laglo 👍 aro valo kichur opekhay thaklam🌹 Suveccha roilo, 🙏

  • @vivekvlogs7932
    @vivekvlogs7932 10 หลายเดือนก่อน +1

    Darun laglo dada, khub sundor hoyeche vlog ta.

  • @manjumondal3700
    @manjumondal3700 4 หลายเดือนก่อน +1

    Ei prothom kono pranobonto vlog dekhlam ..onk dhonybad apnake ...

  • @sanjoygoswami7479
    @sanjoygoswami7479 10 หลายเดือนก่อน +1

    Darun hocche travelog guli...chaliye jan ❤❤❤

  • @aakashchatterjee3585
    @aakashchatterjee3585 9 หลายเดือนก่อน +1

    শান্তনু দা আকাশে ঘন কালো মেঘ করেছে সাথে মুসলধারে বৃষ্টি ও হচ্ছে সেই সাথে তোমার এই অসামান্য ভ্লগ দেখছি। মনে হচ্ছে আমিও তোমার সাথে গেছি বেড়াতে পাহাড়ে💞💝। কি যে সুন্দর অভিজ্ঞতা সেটা বলে বোঝাতে পারবোনা। এই ভাবে নুতন নুতন এমন সুন্দর ভিডিওর জন্য অপেক্ষা করে রইলাম।আবারও প্রমাণ হলো আপনার দেখার চোখ সকলের থেকে আলাদা। যেখানেই যান তার রূপ আপনার চোখে যেভাবে দেখি তা হয়তো নিজে দেখেও অনুধাবন করতে পারতাম না। প্রকৃতিকে যেন ঠিক এভাবেই উপলব্ধি করতে হয়।বৃষ্টিস্নাত গ্রাম্য পাহাড়, সঙ্গে নদী। দারুন। মনটা ভাল হয়ে গেল। পরপর যে উৎকৃষ্ট মানের ভিডিও আসছে এক একটা অনবদ্য জায়গার সন্ধান দিয়ে,মন ভরে যাচ্ছে পুরো ,ধন্যবাদ আপনাকে।

    • @Viral_Scope
      @Viral_Scope  8 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ দাদা

  • @rumadasgupta1194
    @rumadasgupta1194 3 หลายเดือนก่อน +1

    অসাধারণ লাগে তোমার প্রতিটি Vlog,মুগ্ধ হয়ে দেখি .মনের গভীরে গিয়ে স্পর্শ করে .তুমি বয়সে আমার অনেক ছোটো তাই তুমি করেই সম্বোধন করলাম .একসময় ইচ্ছে হলেই বেরিয়ে পড়তাম ,এখন বয়স বেড়ে গেছে ইচ্ছে করলেই প্রকৃতি র কাছে যেতে পারিনা .তোমার Vlog দেখে সেই আকাঙ্ক্ষা metai এভাবেই আমাদের মতো মানুষদের আনন্দ দিও আর না বেরোতে parar kasto টা গুছিয়ে দিও .খুব ভালো থেকো .

    • @Viral_Scope
      @Viral_Scope  3 หลายเดือนก่อน

      অবশ্যই চেষ্টা করবো, ভালো থাকবেন।

  • @DebuSengupta-po8kv
    @DebuSengupta-po8kv 9 หลายเดือนก่อน

    , অসাধারণ প্রকৃতি ও অসাধারণ ভিডিও।

  • @rakhisett8188
    @rakhisett8188 3 หลายเดือนก่อน +1

    আপনার vlog অসাধারন ❤️

  • @subhadeepbiswas9396
    @subhadeepbiswas9396 10 หลายเดือนก่อน +1

    kono rupkothar pata theke jeno ektukro pahari gram dekhlam.... loved it!

  • @shinjinichakraborti6655
    @shinjinichakraborti6655 10 หลายเดือนก่อน +1

    পরপর যে উৎকৃষ্ট মানের ভিডিও আসছে এক একটা অনবদ্য জায়গার সন্ধান দিয়ে,মন ভরে যাচ্ছে পুরো❤😊
    আহা আহা চোখ জুড়ানো সৌন্দর্য্য ❤❤❤❤

  • @ashimmania2185
    @ashimmania2185 10 หลายเดือนก่อน

    অনেক ভালো লাগলো পুরো ভিডিওটি।

  • @sonjoyroy5925
    @sonjoyroy5925 10 หลายเดือนก่อน +1

    আমি আপনার ভক্ত, দারুন সব ভিডিও আপনার। মন প্রান ছটফট করছে এখানে যাওয়ার জন্য। জানিনা সেই দিন কবে আসবে।

  • @theanishaandanirban
    @theanishaandanirban 10 หลายเดือนก่อน +2

    মন ছুয়ে যাওয়া vlog ❤

  • @creativemotivation5935
    @creativemotivation5935 10 หลายเดือนก่อน +1

    Sotti bolchi dada,apnar vromon blog er just preme pore jai।।।।ektao miss kori na। asadharon।

  • @RideWithArman
    @RideWithArman 10 หลายเดือนก่อน +1

    Shantanu da darun darun darun❤❤❤❤ , mone holo okhane royechi virtually

  • @sagarmondal6369
    @sagarmondal6369 10 หลายเดือนก่อน

    DARUUUN JAYGA DADA RO KOTO JEM LUKIYE ACHE AI PAHARE

  • @arnabduttta
    @arnabduttta 10 หลายเดือนก่อน +1

    দাদা আপনার ভিডিও দেখে সব মন খারাপ চলে যায়

  • @silpipaul2573
    @silpipaul2573 7 หลายเดือนก่อน

    Ki asadharon ekta jaega.......

  • @kanadutta9366
    @kanadutta9366 10 หลายเดือนก่อน +1

    Ufff... Ki sundor ❤❤

  • @sharmisthamukherjee6941
    @sharmisthamukherjee6941 10 หลายเดือนก่อน +1

    Perfect place for meditation and soul searching

  • @rukminath1533
    @rukminath1533 10 หลายเดือนก่อน +1

    শান্ত মন শান্ত জীবন।শান্তি আর শান্তি👍👍❤❤

  • @debasishmaji6660
    @debasishmaji6660 10 หลายเดือนก่อน +6

    It reveals the true essence of the mountain village 👍

    • @Viral_Scope
      @Viral_Scope  10 หลายเดือนก่อน +1

      Yes it does!

  • @madhurichattopadhyay9633
    @madhurichattopadhyay9633 9 หลายเดือนก่อน +1

    আজি যেতে মন চাইছে, দারুন লাগলো আপনার ভিডিও টি

  • @KhadijaIslam-ft2jz
    @KhadijaIslam-ft2jz หลายเดือนก่อน +1

    নিজেও জানি না এই ভিডিওটা এই পর্যন্ত কতবার দেখেছি ,,এত সুন্দর ভাবে বর্ননা আর এত সুন্দর ছবি তোলা যে মাঝে মাঝে মনে হয় ওখানে বসে আছি love from 🇧🇩

    • @Viral_Scope
      @Viral_Scope  หลายเดือนก่อน

      🥰🥰🥰

  • @sujitsinha9098
    @sujitsinha9098 10 หลายเดือนก่อน +1

    As usual mind-blowing Santanu Babu you are just awesome!!!!!

    • @Viral_Scope
      @Viral_Scope  10 หลายเดือนก่อน

      Thank you so much 😀

  • @sudiptabhowmick-ih6nj
    @sudiptabhowmick-ih6nj 2 หลายเดือนก่อน +1

    আপনার ভিডিও যত দেখি ততই পাগল হয়ে যাই ।

  • @somnathpal2109
    @somnathpal2109 10 หลายเดือนก่อน

    Khub ভালো laglo

  • @Sudip_Sarkar_Charles_Edwards
    @Sudip_Sarkar_Charles_Edwards 3 หลายเดือนก่อน +1

    Long exposure photo gulo darun.

  • @som3450
    @som3450 10 หลายเดือนก่อน +2

    দৃশ্যায়ন আর বাচনভঙ্গি খুব সুন্দর

    • @arunkumarbhattacharya9396
      @arunkumarbhattacharya9396 10 หลายเดือนก่อน

      ভিডিও তে নিজেকে না দেখানোয় আরও সুন্দর লাগে।

  • @tuhinmukherjee9425
    @tuhinmukherjee9425 10 หลายเดือนก่อน

    অপূর্ব ভিডিও আহা।❤

  • @nirmalyabanerjee4776
    @nirmalyabanerjee4776 10 หลายเดือนก่อน +1

    পাগল করা দৃশ্য❤

  • @Ugtraveleatbhappy5
    @Ugtraveleatbhappy5 4 หลายเดือนก่อน

    Today I had a tough day…ekhuneee eta dekhey mon halka hoye giye I was transported to a beautiful world…oshadharon…odbhut shundor…Prakritir shoundarjya kono bhasha neyee prokash kora…Enchanting!

  • @gandhorbi
    @gandhorbi 10 หลายเดือนก่อน

    Khub valo laglo

  • @goutamsaha9949
    @goutamsaha9949 10 หลายเดือนก่อน

    Sudhu bolbo, osadharon❤❤

  • @parimalray5387
    @parimalray5387 4 หลายเดือนก่อน +1

    SPLENDID . APNAR VIDEO REALLY BEAUTIFUL. AGAIN SPLENDID.

  • @PrachiDebbarma
    @PrachiDebbarma 9 หลายเดือนก่อน +1

    Wow ki sundor jaga.tripura te o khub sundor sundor village ase❤❤

  • @suvojit123
    @suvojit123 10 หลายเดือนก่อน

    যেতে হবে। অবশ্যই বর্ষায়। অসাধারণ সন্ধান। ধন্যবাদ

  • @sudipasarma9646
    @sudipasarma9646 15 วันที่ผ่านมา +1

    Your video are really amazing

  • @user-cv3uf1dx6l
    @user-cv3uf1dx6l 8 หลายเดือนก่อน +1

    ❤ অসাধারণ একটা জায়গা

  • @ekikri8476
    @ekikri8476 5 หลายเดือนก่อน

    Got hypnotised. Beautiful

  • @sarojbose6015
    @sarojbose6015 10 หลายเดือนก่อน +1

    খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤

  • @piulibhar7674
    @piulibhar7674 10 หลายเดือนก่อน +1

    Adbhut sundor dada ❤️❤️

  • @sujoyroy813
    @sujoyroy813 10 หลายเดือนก่อน +2

    অপূর্ব সুন্দর উপহার। এমন হয়ে গেছে, যে আপনার নতুন কাজ সামনে আসতে না আসতেই ঝাঁপিয়ে দেখে আমার ছোট্ট ছেলেও। উত্তর বঙ্গের ওপরে এত ভালো কাজ বাঙলার আর কেউ করেছেন কিনা, জানা নেই।

    • @Viral_Scope
      @Viral_Scope  10 หลายเดือนก่อน

      বাহ 🥰

  • @subirkumardas100
    @subirkumardas100 10 หลายเดือนก่อน +1

    Darun laglo apnar uposthapana. Great, enjoyed a lot❤

  • @DilipKumar-wx8ep
    @DilipKumar-wx8ep 9 หลายเดือนก่อน +1

    আজই প্রথম চোখে পড়লো চমৎকার আপনার ভিডিওটি, ভীষণ ভীষণ ভালো লাগলো তাই সাবস্ক্রাইব করে দিলাম আপনার অন্যান্য ভিডিও গুলি দেখতে পাবো বলে, অনেক অনেক শুভ কামনা রইলো ....

    • @Viral_Scope
      @Viral_Scope  9 หลายเดือนก่อน

      অনেক ধন্যবাদ আপনাকে

  • @souravjana3824
    @souravjana3824 10 หลายเดือนก่อน

    অপূর্ব সুন্দর করে ঘোরালেন। ধন্যবাদ দাদা

  • @syedmosharof7685
    @syedmosharof7685 10 หลายเดือนก่อน +1

    সুন্দর, ভাই আপনার ভিডিও সত্যি সুন্দর। ধন্যবাদ

  • @sayantikadutta643
    @sayantikadutta643 9 หลายเดือนก่อน +33

    আপনি আসলেই vlog করতেই জানেন না, আপনি আসলে ছবি আঁকেন.. প্রকৃতি ওপর সৌন্দর্য নিয়ে সবসময় আমাদের ডাকে, আমরা শুনতে পেলেও উপভোগ করতে জানি না... আপনি ছবি আঁকেন, এত সুন্দর ছবি কে যে বলি... আপনাকে সামনাসামনি দেখতে পাবো না কিন্তু আয়নার এই ছবিগুলো থেকে যাবে, অসাধারণ প্রেজেন্টেশন।

    • @Viral_Scope
      @Viral_Scope  9 หลายเดือนก่อน +2

      🙏🏼🙏🏼🙏🏼

    • @sayantikadutta643
      @sayantikadutta643 9 หลายเดือนก่อน

      @@Viral_Scope আমি আপনার padmachen এর ভিডিওটা দেখে যেতে চাই... কিভাবে ট্যুর টা করবো বলতে পারেন???

    • @prof.ashissarkar2747
      @prof.ashissarkar2747 3 หลายเดือนก่อน

      Ami ei homestay ti toiri hotey dekhechi. Amra Mim cha bagan e chilam. ...(2022 Nov).Rangeet er shoundorjyo lifetime experience. Oshadharon poribesh... Bhultey parina.
      Thank you for this exceptional video.

    • @sukantanils739
      @sukantanils739 7 วันที่ผ่านมา

      Akmot apnar songe. Onar presentation/sound selection sob mile ak Onno jogote niye jai. Akta meditation er moto. Khub Matir sathe Mishe thaken. Amar favourite #viralscope

  • @arijitchatterjee243
    @arijitchatterjee243 10 หลายเดือนก่อน +1

    Apni boddo sundor video banan dada. Bhison valo lage dekhte. :)

  • @JoyJeetStudio
    @JoyJeetStudio 21 วันที่ผ่านมา

    Sotti Khub Sundor