Santanu দাদা, আপনি একমাত্র Vlogger যার প্রতিটি Vlog আমি বুকমার্ক করে Save করেছি । উত্তরবঙ্গের পাহাড়ের এমন সুন্দর জায়গার ভিডিও আপনার প্রতিটি ব্লগেই পাওয়া সম্ভব । সাধারণকে অসাধারণভাবে পরিবেশনার ক্ষমতা আপনার আছে I আপনার মাধ্যমে কতো অচেনা অজানা জায়গার ছবি দেখি । খুব ভালো লাগে । জীবনে হয়তো সব জায়গা যাওয়া সম্ভব নয় কিন্তু আপনার জন্য সেটাও সম্ভব হচ্ছে।সত্যি অসাধারণ লাগলো।
Visited 2 years ago...We spent 4 memorable days there.This is really a very beautiful place to stay... Ashish and Joshila never made us feel like we were not in home. It's difficult to see such great hospitality anywhere else today. The food was awesome all the time especially the 'Natural Tea ' which we used to take 4-5 times daily. People of the village are satisfied with limited resources and facilities and they are never complaining.. I would suggest everyone to visit there at least once and spend some days in the lap of nature with these children of God...
Apnar channel ta akhono Ato underrated kano bujhi Na. U should be the best of best in the bengali travel vlogging community. Apnar voice over r videography proti baar anonder jol ene dai chokhe. Apurbo presentation, unbeatable sense of videography. Keep shining.
অনেক অনেক ধন্যবাদ, এই কবিতার মতো ভ্রমণ দৃশ্য উপস্থাপনার জন্য। অনেক দিন পর এতো স্বাভাবিক 🌳 দেখলাম। তোমার স্বীকারোক্তি যথার্থ, এই জায়গা সকলের জন্য নয়। আড়াই থেকে তিন দিন থাকলে উপলব্ধি করা যাবে। হোমস্টের সকলকে ই খুব ভালো মনের মানুষ মনে হলো। আবার ধন্যবাদ জানাই। ভালো থেকো। ❤✌🤞👍
বাংলাদেশ দেখে দেখছি। দার্জেলিং, মূলত অঞ্জন দত্তের গানে আমার শোনা। তারপর কোলকাতার বেশকিছু আর্টফিল্ম এ দেখেছি। যাবার শখ আগেও ছিলো, আপনার উপস্থাপনা তা আরো দ্বিগুণ করে দিলো। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। ভালো থাকবেন।
দাদা,সাধারণকে অসাধারণভাবে পরিবেশনার ক্ষমতা আপনার আছে I আপনার মাধ্যমে কতো অচেনা অজানা জায়গার ছবি দেখি।খুব ভালো লাগে।জীবনে হয়তো সব জায়গা যাওয়া সম্ভব নয় কিন্তু আপনার জন্য সেটাও সম্ভব হচ্ছে।সত্যি অসাধারণ লাগলো।
Woke up to an unforgettable Sunday. A calm morning, the sunlit mountainscape, the green treks (loved that light lavender flower most), and of course the twinkling fairy lights of the evening. Loving the treescapes too, as usual, breathtakingly beautiful.
প্রথম শটে দুজনকে বসে চা খেতে দেখেই খুব ভালো লেগে গেল। ক্রমশঃ বিবরণী এগিয়ে চলেছে আর একেকটা নতুন পাতা নতুন গন্ধ নিয়ে আমার সামনে 'আশ্চর্য প্রদীপে'র মতো হাজির হয়ে চলেছে। পাহাড়ে মাটির মেঝে দেখে ভালো লাগলো। তবে সন্ধ্যার আলো ঝলমলে দার্জিলিং ভালো লাগলেও। দিনের দার্জিলিং দেখে মনে হচ্ছে ওপর থেকে কেউ যেন সবুজের ওপর ময়লা ফেলে দিয়েছে। অবশ্য আমাদের দেশের প্রায় সব শৈলশহর দিনের বেলায় এমনি দেখতে লাগে। যাইহোক, পরের ব্লগের অপেক্ষায় থাকলাম। ভালো থাকুন ভাই।
Goto bochor december e ei oshadharon homestay te chilam. Gram er soundorjo ebong ashish dada ar didr athithiyota onek bhalo legechilo. Icche ache samne bochor abar jawar ar 3-4 din katiye ashar. Ei jayga ti ke tule dhorar jonno onek dhonnobad
আমি নিজে যেমন ঘুরতে পছন্দ করি, ট্রাভেল ভ্লগও দেখি অনেক। তোমার ঘোরাঘুরির স্টাইলটা অনেকটাই আমার মতো। আমিও এভাবেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করি। তবে সব সময় একা ঘুরি না, মাঝে মাঝে বন্ধুরাও থাকে। থ্যাংকস এত সুন্দর সুন্দর জায়গাগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য। আমি ইউটিউবে শুধুমাত্র একটা চ্যানেল সাবস্ক্রাইব করেছি, সেটা তোমার এই চ্যানেল। শুভকামনা শান্তনু।
I have visited DARJEELING so many times Awesome experience Hospitality of hill people is amazing and iam so happy after watching your video Hill people are very beautiful hardworking good nature people Salute to them
অসাধারণ, এরম জায়গা কার না ভালো লাগতে পারে, আজ নিজের শহর থেকে অনেক দূরে বসে, ভিডিও টা দেখতে দেখতে একটু emotional e হয়ে গেলাম. While watching the vlog, I felt like I was dreaming... অনেক ধন্যবাদ...
Apnar tulir tanee North Bengal hoye utheche oditiya...... N.Bengal ke ato sundor kore promote korar jonno apnake govt er recognition Kora uchit . Amader moto dorshok er torop theke toh osongkho bosmoy o dhonnobad royeche e.
Srijoni dir sonada Homestay r blog to dekhechi...uni he ekhane enader help krte esechen dekhe khuub bhalo laglo... bhabchi apner blog dekhe chilam ekbr karseoung ghure Asi ...❤❤❤ as usual etao asadharon blog...alada kichu boler apekkha rakhena
Khub sundor jayga...gato december e ghurey eshechi...tobe ekhan theke 1.5-2km trek kore niche neme gele ekta durdanto waterfalls ache jangoler moddhey picnic kora jai...enara sob babostha koren...niribiletey prokritir majhe darun ekta din katano jay
"চা বাগান আর ঝর্ণা পাহাড়ের গায়ে বসানো আছে" এটা সেরা।
Santanu দাদা, আপনি একমাত্র Vlogger যার প্রতিটি Vlog আমি বুকমার্ক করে Save করেছি । উত্তরবঙ্গের পাহাড়ের এমন সুন্দর জায়গার ভিডিও আপনার প্রতিটি ব্লগেই পাওয়া সম্ভব ।
সাধারণকে অসাধারণভাবে পরিবেশনার ক্ষমতা আপনার আছে I আপনার মাধ্যমে কতো অচেনা অজানা জায়গার ছবি দেখি । খুব ভালো লাগে । জীবনে হয়তো সব জায়গা যাওয়া সম্ভব নয় কিন্তু আপনার জন্য সেটাও সম্ভব হচ্ছে।সত্যি অসাধারণ লাগলো।
😊😊 অনেক ধন্যবাদ আপনাকে
এতটাই সুন্দর লাগছে যে সারা জীবন ওখানে গিয়ে কাটানো চিন্তা মাথায় আসেছে 🥰🥰🥰
আমি দার্জিলিঙে অনেক দিন ছিলাম
আপনি একমাত্র vlogger যার প্রতিটি vlog আমি বুকমার্ক করে রাখছি.. খুব ভালো.. এগিয়ে চলুন... 🙏
অনেক ধন্যবাদ
Visited 2 years ago...We spent 4 memorable days there.This is really a very beautiful place to stay... Ashish and Joshila never made us feel like we were not in home. It's difficult to see such great hospitality anywhere else today. The food was awesome all the time especially the 'Natural Tea ' which we used to take 4-5 times daily. People of the village are satisfied with limited resources and facilities and they are never complaining.. I would suggest everyone to visit there at least once and spend some days in the lap of nature with these children of God...
Very nice 👍
Thank u so much
Apnar channel ta akhono Ato underrated kano bujhi Na. U should be the best of best in the bengali travel vlogging community. Apnar voice over r videography proti baar anonder jol ene dai chokhe. Apurbo presentation, unbeatable sense of videography. Keep shining.
Thanks a million 😊
প্রকিতই হোমস্টে, ভীষণ ভাবে গ্রাম্য পরিবেশ, অসাধারন,
সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য। মন জুড়িয়ে গেল। ভিডিওটি দেখে দার্জিলিং যাবার ইচ্ছে অনেক বেড়ে গেল।
Khub Sundar video bondhu. Khub valo laglo.
Bhalo laglo vlog ta.
Ei vill ta besh sundor r homestay's gulo secluded.
To my liking.
Thanks.
Arekta notun jaygay r sondhan....Bhalo hoyechee vlog ta....
মন চায়, জীবন সংসার চাকরি সব ছেড়ে ছুড়ে দিয়ে এমন একটা পাহাড়ে সারাজীবন কাটিয়ে দিতে...
বসে থাকা যায় বইকি। পছন্দের বই কিংবা গান আর পাহাড়, সাথে ধোঁয়া-ওঠা-দার্জিলিং চা, জীবনে এর চাইতে বেশি শান্তি আর কিছুতেই নেই বোধ করি। 💙💚
আহা
@@Viral_Scope🥰🥰
সত্যি... মানুষ হয়তো এর থেকে বেশী র সুখী হতে পারবেনা....
Wi fi ache ki?
যা বলেছেন ভাই !! এর চেয়ে আর ও ভালো কমেন্ট আমার স্টকে নেই !👍👍
Khub sundor jaiga ta...jete echye korche khub.
কি অপূর্ব জায়গা। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
অজস্র ধন্যবাদ আপনাকে
Bah ! Oshadharon !!! khub khub Valo laglo....!!!
স্বর্গের মতো সুন্দর। আর তেমন সুন্দর উপস্থাপনা।
অনেক অনেক ধন্যবাদ, এই কবিতার মতো ভ্রমণ দৃশ্য উপস্থাপনার জন্য। অনেক দিন পর এতো স্বাভাবিক 🌳 দেখলাম। তোমার স্বীকারোক্তি যথার্থ, এই জায়গা সকলের জন্য নয়। আড়াই থেকে তিন দিন থাকলে উপলব্ধি করা যাবে। হোমস্টের সকলকে ই খুব ভালো মনের মানুষ মনে হলো। আবার ধন্যবাদ জানাই। ভালো থেকো। ❤✌🤞👍
অসংখ্য ধন্যবাদ 💐
proti ta travel vlog osadharon...joto dekhi aar paharer proti taan ta aro ektu kore bere chole..thanks to Shantanu aar Viral Scope...
Ami apner video bes kichhui proyojon moto dekhi.
ei prothom apnake valo kore dekhlam. Gwaldom dekhe janiechhilam... ami rupkund giechhilam.
বাংলাদেশ দেখে দেখছি। দার্জেলিং, মূলত অঞ্জন দত্তের গানে আমার শোনা। তারপর কোলকাতার বেশকিছু আর্টফিল্ম এ দেখেছি। যাবার শখ আগেও ছিলো, আপনার উপস্থাপনা তা আরো দ্বিগুণ করে দিলো। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ দাদা
অসাধারণ লাগলো আপনার ভিডিও।
সকালে নাস্তা সেরে আপনার ভিডিও দেখে মন ভরে গেলো।
একবার যাবো।
আমি ঢাকা থেকে দেখছি
খুব ভালো লেগেছে । কম কথা বলে আপনি শুধু জায়গা টাকে প্রাধান্য দিয়েছেন । অসাধারণ জায়গা । এখানে একা গিয়ে থাকা উচিত।
একদম। এইরকম কোনো কিছু একাই উপলব্ধি করা যায়।
jemon oporup jayga temon অসাধারণ উপস্থাপনা.......শ্রেষ্ঠ 👍
অনেক ধন্যবাদ আপনাকে
অসাধারন, অনবদ্য।আপনার তুলনা আপনিই।
অনেক ধন্যবাদ আপনাকে
দাদা,সাধারণকে অসাধারণভাবে পরিবেশনার ক্ষমতা আপনার আছে I আপনার মাধ্যমে কতো অচেনা অজানা জায়গার ছবি দেখি।খুব ভালো লাগে।জীবনে হয়তো সব জায়গা যাওয়া সম্ভব নয় কিন্তু আপনার জন্য সেটাও সম্ভব হচ্ছে।সত্যি অসাধারণ লাগলো।
অজস্র ধন্যবাদ আপনাকে
Khub bhalo videography, protyek ta video dekhar moto.
অজস্র ধন্যবাদ আপনাকে
Offbeat location niye eto shundor video der bhandar shudhu aapnar e ache, aro chai. Namashkar. 🙏🏼
Khub sundor
কি বলবো । এক কথায় অসাধারণ।
ভালো থাকুন সবসময়।
অনেক ধন্যবাদ আপনাকে
Santanu Da, Osadharon ekta place discover korlam tomar videor medium e. Thank you.. Keep Exploring..
Aahhhhh sudhu dui chokh jure sobuj prokrti k upobhog kora.❤❤❤❤❤❤asadharon uposthapana😊😊😊
Puro nesha lege gelo
Darun darun ..... Dawaipani o khub bhalo jaiga ....to feel real home stay feel
আপনার ভিডিও দেখতে দেখতে কখন শেষ হয়ে যায় মুগ্ধতায় ... যেন শেষ না হলেই বেশ হতো ❤️
Excellent excellent excellent
Many many thanks
অভূতপূর্ব অসাধারণ মন ছুঁয়ে গেল
Darun jayga...
Sundar video👌👌👌
এমন স্বর্গীয় জায়গায় শুধুই বসে বসে অনেকগুলো দিন কাটানো যায়। 💞
Khub sundor laglo dada bhai
অপূর্ব সুন্দর ভিডিওটা। প্রকৃতি ও পাহাড় মিলেমিশে একাকার।
অনেক ধন্যবাদ আপনাকে
Darun laglo ei video ta ... ❤❤
Ei type er mountain village explore er r o video bananor request roilo ....
Khub sundor, darun jaigata.
Khub sunder, valo lagar moto view
অসাধারণ লাগলো । দারুন ফটোগ্ৰাফি । আমি নিরামিষাশী । পাতার থালা খাবার পদগুলো দারুন । নির্জন পাহাড় ও জঙ্গল ভালো লাগে । শান্তনু তোমাকে অনেক ভালোবাসা জানাচ্ছি।
🥰🙏🏼🙏🏼🙏🏼
স্বর্গীয় অনুভুতি , অনেক অনেক ধন্যবাদ দাদা 🙏
Woke up to an unforgettable Sunday. A calm morning, the sunlit mountainscape, the green treks (loved that light lavender flower most), and of course the twinkling fairy lights of the evening. Loving the treescapes too, as usual, breathtakingly beautiful.
🙏🏼🙏🏼💗
Osadharon.....vobisotte sujog pele nishoi jabo..
👌😊❤️ উত্তরবঙ্গের পাহাড়ের এমন সুন্দর জায়গার ভিডিও আপনার এই ব্লগেই পাওয়া সম্ভব ❤এমন সৌন্দর্য দেখে মনটা আবার চাঙ্গা হয়ে ওঠে 🎉
অসংখ্য ধন্যবাদ 💐
অসাধারণ লাগলো....জায়গাটিতে যাওয়ার ইচ্ছে রইলো😊
Ami aj thekei prothom apnar blog dekha suru korlam. Apnar kotha o blog e kono fabrication nei. Ekdom original information.
অজস্র ধন্যবাদ আপনাকে
প্রথম শটে দুজনকে বসে চা খেতে দেখেই খুব ভালো লেগে গেল। ক্রমশঃ বিবরণী এগিয়ে চলেছে আর একেকটা নতুন পাতা নতুন গন্ধ নিয়ে আমার সামনে 'আশ্চর্য প্রদীপে'র মতো হাজির হয়ে চলেছে। পাহাড়ে মাটির মেঝে দেখে ভালো লাগলো। তবে সন্ধ্যার আলো ঝলমলে দার্জিলিং ভালো লাগলেও। দিনের দার্জিলিং দেখে মনে হচ্ছে ওপর থেকে কেউ যেন সবুজের ওপর ময়লা ফেলে দিয়েছে। অবশ্য আমাদের দেশের প্রায় সব শৈলশহর দিনের বেলায় এমনি দেখতে লাগে। যাইহোক, পরের ব্লগের অপেক্ষায় থাকলাম। ভালো থাকুন ভাই।
অজস্র ধন্যবাদ আপনাকে
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন সবসময়
অনেক ধন্যবাদ আপনাকে
Goto bochor december e ei oshadharon homestay te chilam. Gram er soundorjo ebong ashish dada ar didr athithiyota onek bhalo legechilo. Icche ache samne bochor abar jawar ar 3-4 din katiye ashar. Ei jayga ti ke tule dhorar jonno onek dhonnobad
ওনাদের আতিথ্য পেয়ে আমারও খুব ভালো লেগেছে।
Rent kto per day?
1200 per head
আমি নিজে যেমন ঘুরতে পছন্দ করি, ট্রাভেল ভ্লগও দেখি অনেক। তোমার ঘোরাঘুরির স্টাইলটা অনেকটাই আমার মতো। আমিও এভাবেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করি। তবে সব সময় একা ঘুরি না, মাঝে মাঝে বন্ধুরাও থাকে। থ্যাংকস এত সুন্দর সুন্দর জায়গাগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য। আমি ইউটিউবে শুধুমাত্র একটা চ্যানেল সাবস্ক্রাইব করেছি, সেটা তোমার এই চ্যানেল। শুভকামনা শান্তনু।
অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন। ভালো করে ঘুরুন।
প্রাণ জুড়িয়ে যায়, মন ভরে যায় আপনার video দেখলেই ❤️
Video ta khub Bhalo laglo
অনেক ধন্যবাদ আপনাকে
I have visited DARJEELING so many times
Awesome experience
Hospitality of hill people is amazing and iam so happy after watching your video
Hill people are very beautiful hardworking good nature people
Salute to them
Yes, you are right
What an simple & cutest couple...God bless you..
Really...
দেখে খুব আনন্দ লাগলো 👌👌👍👍❤️❤️
Very nice video, thank you .
Thank you too
অসাধারণ, এরম জায়গা কার না ভালো লাগতে পারে, আজ নিজের শহর থেকে অনেক দূরে বসে, ভিডিও টা দেখতে দেখতে একটু emotional e হয়ে গেলাম. While watching the vlog, I felt like I was dreaming... অনেক ধন্যবাদ...
অজস্র ধন্যবাদ আপনাকে
আরও একটা দারুন Video.
Apnar tulir tanee North Bengal hoye utheche oditiya......
N.Bengal ke ato sundor kore promote korar jonno apnake govt er recognition Kora uchit .
Amader moto dorshok er torop theke toh osongkho bosmoy o dhonnobad royeche e.
অনেক ধন্যবাদ আপনাকে
Srijoni dir sonada Homestay r blog to dekhechi...uni he ekhane enader help krte esechen dekhe khuub bhalo laglo... bhabchi apner blog dekhe chilam ekbr karseoung ghure Asi ...❤❤❤ as usual etao asadharon blog...alada kichu boler apekkha rakhena
Sunday manei Viral Scope er mon valo kora video..Thanks a ton Santanu da..
অনেক ধন্যবাদ আপনাকে
অসাধারণ জায়গা। দারুন বর্ণনা।
Tomar channel dekhe ami paharar preme pore gechi 😊❤
Only pahar ok !!! 😊
Darun laglo,asadharon jaigata ❤️
Thank you so much
Ato sundor swapno roj keno dekhi na 😃😊 😍😍❤❤❤❤❤❤❤❤
Khub valo laglo apnar travel ,
আমি ছিলাম এখানে , আমার খুব ভালো লেগেছে সাথে জঙ্গলে পিকনিক
Khub sundor video.....skip na kreo ektuo boring laglo na❤
Darun shundor....khub bhalo laglo
স্বর্গীয় অনুভূতি❤️
খুব ভালো লাগলো শুধু রাতের দৃশ্য গুলো বড় কম হল ঠিক আছে পরের বার পাব
অসংখ্য ধন্যবাদ 💐
Dada video ta khub sundor hoyeche aapna sathei ghure Aslam minaral spring
আমরা দু'বার গেছি...Aciz আর Joshila খুব ভালো মানুষ...শান্ত নিঝুম জায়গা...মধুর স্মৃতি...
সত্যিই দাদা তোমার ভিডিও গুলো দেখতে দারুন লাগে❤
I have stayed in this home stay.. the simplicity and and lovingness of asish dada and joshila di will make you feel like home
Exactly...
Khub Sundar vdo, night photography osadaron,sab theke Bhalo laglo sabji kenar system.apnar motion manusra ei dhoroner homestay goloke prochar korle ei dhoroner homestay gulo survive korbe. Bohu Manus ei dhoroner nirjan jaiga pochhondo koren kintu na janar karone jete paren na. Bhalo thakben.
অজস্র ধন্যবাদ আপনাকে
Sublime view as well as place. To be enjoyed. Thank u ❤️ for information from viral scope.
মনোরম প্রাকৃতিক সৌন্দর্য।
Khub valo laglo dada thanks for exploring beauty of darjeeling new subscriber keep going God bless🙏🙏🙏
@@09Dare thank you so much 🙏🏼
Khub sundor jayga...gato december e ghurey eshechi...tobe ekhan theke 1.5-2km trek kore niche neme gele ekta durdanto waterfalls ache jangoler moddhey picnic kora jai...enara sob babostha koren...niribiletey prokritir majhe darun ekta din katano jay
হ্যাঁ আমরা সেখানে যাচ্ছিলাম, কিন্তু ধ্বসে রাস্তা ছিল না বলে আর যেতে পারি নি। সত্যিই খুব সুন্দর জায়গা।
Sotti aj video ta oshadharon.❤❤❤❤
অনেক ধন্যবাদ আপনাকে
So lovely video...
Respect from Bangladesh
Osadharon laglo dada❤😊
Pahare ja dekhabe tai bhalo lagbe. Chinta nei. Tumi egie jao. Khub upobhog korlm jaega ta. ❤❤
MIND BLOWING DADA .....
As usual osadharon. Onakdin por true sense a kono homestay daykhlam. ❤️❤️❤️
হ্যাঁ
খুব সুন্দর হয়েছে
সন্ধ্যার দূশ্য সত্যিই অপরূপ❤
মনে হচ্ছে ঝাঁকে ঝাঁকে অসংখ্য জোনাকিরা জ্বলজ্বল করছে। খুব ভালো লাগলো👍👌
হ্যাঁ অসাধারন
অপরিসীম মুগ্ধতায় মন ভরে গেল।যদি কোনোদিন যেতে পারি !
রাতের দৃশ্য তো যেন স্বপ্নের মতো। এমন পাহাড়ি ঢালে বেঞ্চে বসে আড্ডা দেওয়া, উপরি পাওনা আবার বন্য হরিণ দেখতে পাওয়া। অপূর্ব অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, বলুন?
পাহাড়ে প্রত্যেক বারই নতুন কিছু পেয়ে যাই। কখনো তাই একঘেয়ে লাগে না
I got a feeling of real home stay video instead some super sophisticated ones
👍👍
অনন্য সুন্দর উপস্থাপনা
BHAI EXCELLENT . ALWAYS MAKE VIDEO WITH YOUR LOVE AND PASSION. GOD BLESS YOU.
Thank you 🙏🏼
Khub sundor aapnar presentation. Aapne Rongo river valley opor ekta blog korte paren. Khub sundor place.
হ্যাঁ ইচ্ছে আছে
অসাধারণ অনুভব করলাম 🙏
Mon vore gelo
Sudhu ek cup cha r Samner view er theke valo sokal ki ba hote pare.darun
সেটাই