জ্যাক দেরিদা ও ভর্তৃহরিঃ ভাষার উৎসের প্রশ্ন ।। দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ।। বোধিচিত্ত
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- বোধিচিত্তের আয়োজনে "জ্যাক দেরিদা ও ভর্তৃহরিঃ ভাষার উৎসের প্রশ্ন" প্রসঙ্গে আলাপ করেন ইণ্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটের লিঙ্গুস্টিক রিসার্চ ইউনিটের অধ্যাপক দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।
দেরিদা, ভর্তৃহরি ও নাগার্জুন-- এই তিনের কাজের তুলনামূলক পরিচয় ও বিচার নিয়ে বোধিচিত্তের সাথে দুই পর্বের দীর্ঘ আলাপ করেছেন অধ্যাপক দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। দুই পর্বের আলাপটি শীঘ্রই প্রকাশিত হবে যেখানে এই আলাপের খানিকটা পুনরাবৃত্তিও থাকবে। সাউন্ড কোয়ালিটির খুবই বাজে দশা থাকা সত্ত্বেও অনেকের কাজে লাগতে পারে ভেবে এই আলাপটি প্রকাশ করা হল, যেহেতু এখানে তিনি ছক এঁকে একেবারেই সহজ করে বুঝিয়ে বলেছেন। - বোধিচিত্ত
অসংখ্য ধন্যবাদ ।
অডিও অত্যন্ত খারাপ হওয়া সত্ত্বেও ভীষণই কাজের ভিডিও । নিজেরা একটু কসরত করলে অনেক লাভবান হওয়া সম্ভব ।
আপনারা এটার অনুলিখন করলে বেশ হয়। অনুরোধ রইলো। খুব দামী সংকলন হতে তাহলে।
2nd part দেখতে পাচ্ছি না কেন ?
দেবুবাবু প্রচণ্ড প্রভাবশালী ভাষাতাত্ত্বিক, পরিকাঠামোটাকে উন্নত করে ওনাকে নিয়ে আরও আলোচনার আয়োজন করা উচিত।
দারুণ। কোন বন্ধুও এভাবে বোঝাতে পারবে না৷ স্যারকে আরো কিছু বিষয়ে আলোচনা করার অনুরোধ জানাচ্ছি।
কৌশিকদার সেই চ্যালা নাকি!!
ভয়াবহ অডিও!
অডিওটা টেক্সটে দেখালেই হয়ে যাবে। নট এ ডিফিকাল্ট টাস্ক।
৪র্থ অবস্থাটাকে তুরীয় বলা হয়!
It's really painful to listen to