কি অপূর্ব সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো মন জুড়িয়ে গেল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য,,, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এত সুন্দর প্রকৃতি আল্লাহ সৃষ্টি করেছেন,,,
সুমন ভাই জানেন কি করে সাধারণ থেকে সাধারণ দৈনন্দিন জীবন যাত্রা নিয়ে কি অসাধারণ ভিডিও বানানো সম্ভব। রবি ঠাকুরের কবিতাকে কি অসাধারণ দক্ষতায় আপনি তুলে ধরেছেন। মন ছুয়ে গেল মায়ের চাদর গায়ে দেওয়ার বিষয় টি জেনে। আমরা অনেকেই মায়ের চাদর গায়ে দিয়ে এমন অনুভূতি অনুভব করেছি কিন্তু কজন এমন করে বলতে পেরেছি, খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।
শিশির ভেজা ফসলের মাঠ, কুয়াশা, ধানের ডগায় সোনালী আভায় প্রজ্জ্বলিত শিশির বিন্দু, কৃষকের কর্ম ব্যাস্ততা এগুলো যেন পল্লী প্রকৃতির এক অনবদ্য রুপ সৃষ্টি করেছে। so very nice video.
অপূর্ব সুন্দর পরিবেশ, আমরা বাঙালিরা এই সোনার বাংলাকে আমাদের হৃদয়ে ধারণ করি, চিন্তনে অনুভব করি। আপনার এই সমস্ত কাজ, মানুষ, প্রাণ ও প্রকৃতির এই সুন্দর সমাগমের দলিল হয়ে থেকে যাবে চিরকাল। ধন্যবাদ সুমন ভাই।
"মায়ের চাদর গায়ে জড়িয়ে, এ এক অন্যরকম অনুভূতি" -- এই এক বাক্যটি কত হাজার সহস্রাধিক আবেগ যে বহন করে, তা ভাষায় ব্যক্ত করার নয়। ❤ সত্যিই কথাটা শুনে অনেক অনেক বছর আগের স্মৃতিতে হারিয়ে গেলাম। আমার আম্মু ইন্তেকাল করেছে বহু আগেই। কিন্তু মনে হয়, এইতো সেদিন আম্মুর চাদর গায়ে জড়িয়েছিলাম.... ❤
আমি বাংলাদেশের নাগরিক হিসেবে যতটুকু চেনার কথা তার চেয়েও অনেক বেশি দেশের মাটি কে চিনতে পেরেছি আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক দেশের প্রামাণ্যচিত্র তুলে ধরে দেখানোর সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে সুমন ভাই।
সত্যি সত্যি ....... পৃথিবীতে জুড়ে জতোই সুন্দর সুন্দর জায়গা থাকুক না কেন মহান আল্লাহ তায়ালা আমার বাংলাকে যে কত সুন্দর করে গুছিয়ে সৃষ্টি করেছেন কল্পনা শক্ত ।সবহানাআল্লাহ
@@SalahuddinSumon ইসলামী মৌলবাদ এই সোনার বাংলা কে ধ্বংস করে দিয়েছে।।চারিদিকে শুধু সংখ্যালঘু নির্যাতন,দেশ ছাড়তে হয়েছে ওদের জন্য।। হায় রে সোনার বাংলা।।
দীর্ঘদিন ধরে প্রবাসে জীবন যাপন করছি,,কিন্তু যখনি আপনার গ্রাম বাংলা নিয়ে এই ভিডিও গুলো দেখি মনে হয় যেন দেশেই আছি,,ধন্যবাদ ভাই,,দোয়া করি আল্লাহ তায়া’লা যাতে আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে
আপনার ভিডিও দেখলে ছোট বেলার কথা মনে পড়ে যায়,,,আর খুবই কষ্ট এবং আফসোস লাগে শৈশবের সেই আনন্দময় সময়গুলোর কথা মনে পড়লে,,,, শৈশবকাল যেন খুব দ্রুত শেষ হয়ে যায়,,, এরকম সময় ধান কেটে ঘরে উঠানোর পর মাঠে যে ধান পড়ে থাকে সেগুলো খেতে শালিকসহ বিভিন্ন পাখি আসে,,,ছোট বেলায় ফাঁদ পেতে কত শালিক ধরেছি তার হিসাব নাই,,,যত দিন যাচ্ছে ততই গ্রামবাংলার রূপ বদলে যাচ্ছে,,, শৈশবের রূপ, স্মৃতি বিজড়িত মাঠ-ঘাট এখন আর আগের মতো দেখা যায় না
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। সবাই মিলে যদি সারা বাংলাদেশ আগের মত কৃষিকাজে ফিরে যেতে, তাহলে প্রিয় জন্মভূমি সব সময় খাদ্য সংসম্পন্ন থাকতো।ধন্যবাদ সুমন ভাই শীতের সকালে এতো সুন্দর একটি ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
@@SalahuddinSumon যারা নিজের জন্মভূমি থেকে দূরে অন্য দেশে থাকে শুধু তারাই বুঝতে পারেন এই ধরনের ভিডিও গুলো কতটা মূল্যবান। আর যারা আমার মত অবাঙালি কে বিয়ে করে সারা জীবনের জন্য অন্য দেশে পাড়ি দেয় তারা বুঝতে পারেন। লুকিয়ে রাখা স্মৃতি গুলি অজান্তেই হাসি হয়ে যায় 😊
সুমন ভাই আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আপনার ভিডিওগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আমি একজন প্রকৃতি প্রেমিক মানুষ যে ভালোবাসাটা আমি সম্পূর্ণ তৃপ্তি পাই আপনার ভিডিও দেখে
Bogura♥️♥️ te jonmo boro howa.ato sundor kore Dekha hoi ni .apnar video dekhe nijer jonmovumi notur kore abishkar korse.sundor video.bogurar aro video dekhte chai.
প্রকৃতির রূপ যেরকম সুন্দর হয় সে রকমই ভয়ঙ্কর হয় সুমনদা। অনেক বছর আগে আমিও এমন একটা জায়গা দেখেছিলাম যেটা দেখার পরে বহু বছর পেরিয়ে গেছে সেই প্রকৃতির সৌন্দর্যটা আজও আমার মনে দাগ কেটে চলেছে। যারা প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতও তাদেরকে অনেক বেশি ভালোবাসে। আর যে ব্যক্তিকে প্রকৃতি ভালোবাসে না তার আয়ু ঘনিয়ে আসে। এরকম সুন্দর সকাল প্রকৃতির মায়া রূপ আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সুমন দা আপনাকে।
I used to see your video from Adam Pahar (👣 print) from Sri Lanka 📍 And I'm loving your videos after watching this episode. I Feel like I could die for this... Thank you Sumon Bhaiya and camera man who beautifully captured all the moment of our sonar Bangla 😊
সুমন , আত্রাই নদী কে নিয়ে একটি ভিডিও করলে খুব ভালো লাগবে। আরেকটু বেশি করে বলি , উত্তরবঙ্গের সব নদীগুলোকে নিয়ে একটা প্রতিবেদন সিরিজ শুরু কর, খুব ভালো হয় । প্রতিটি নদীর উৎস এবং শেষ কোথায় , আমরা বুড়োরা ছাড়াও বাচ্চারাও সব শিখতে পারবে। ভালো থেকো।
গ্রাম বাংলার শীত সেখানের গরিব মানুষের জন্য কী কষ্টদায়ক তা সেখানের মানুষরাই বুঝে। এই কষ্টকে তারা ভুলেগিয়ে সুখ হিসেবে গ্রহণ করে। আমরা শহরের মানুষ সেখানে গিয়ে এক মাস থাকলে সেই সুখ হাড়েহাড়ে টের পাবো।
সুমন মানে গ্রাম বাংলার দর্পণ,ঘরে বসেই দেখুন বাংলাদেশের পথ প্রান্তর।ধন্যবাদ সুমন ভাই এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য
আপনারা ভালোবাসেন বলেই আমি কাজ করার শক্তি পাই❤️
@@SalahuddinSumon এমন ভিডিও আরো চাই ভাই 💖💖
@@SalahuddinSumon আপনার ভিডিও দেখার পরে মনে শান্তি আসে
ভাই আমাগে বাগেরহাট আসেন।
অসাধারণ কমেন্ট। আপনার সাথে একমত। সুমন ভাইয়ের সব ভিডিও আমি নিয়মিত দেখি। ভীষণ ভালো লাগে। মন ছুয়ে যায়!
সৌদি আরব থেকে আপনার ভিডিও সব সময় দেখি ভাই, 💗 আপনার ভিডিও দেখলে দেশের কথা মনে পড়ে যায় ভাই,, চোখের সামনে ভেসে ওঠে সেই নিজের প্রিয় গ্রামটা,, 💗
আমিওও বন্ধু
আমি একজন আলেম হয়ে আপনি এবং সকল প্রবাসীর জন্য দুহাত তুলে দোয়া করছি।
আল্লাহ যেনো আপনাদেরকে প্রবাসে সুখে শান্তিতে এবং নিরাপদে রাখেন।আমিন
@@jahidsaifullah6570 আমিন
আমারো মনে পরে জায়
আমি দেখি সৌদি আরব থেকে
আহা কি সুন্দর শীতের সকাল । এই না হলে গ্রাম বাংলা । গ্রামছাড়া এসব দৃশ্য দেখা যাবে না । ধন্যবাদ সুমন দা এতো সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য
ভালো থাকুন, সব সময়।❤️
আপনার কমেন্ট অনেক ভালো লাগলো। দোয়া ও শুভকামনা রইলো।
মাশাল্লাহ, অনেক সুন্দর ভাই। ছোট বেলার সেই দিনগুলোর কথা মনে পরে গেলো। 🥰❤
এটা দেখে মনে হচ্ছে সর্বকালের সেরা গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। সত্যিই অসাধারন 👍👍
আমি শহরে থাকি। সেইভাবে কখনও গ্রামের শীত উপভোগ করা হয় নাই। আপনার ভিডিওতে গ্রামের শীতকালীন দৃশ্য দেখে সত্যিই অসাধারণ লাগছে!!!
Onk sundor kobita bollan vai...Mon ta vore galo
মাশাল্লাহ, আমার সোনার বাংলা যে এত সুন্দর তা না দেখলে বুঝা যায় না। ধন্যবাদ সুমন ভাই,রূপসী বাংলার অপরুপ সুন্দর দেখানোর জন্য।।
সালাউদ্দিন সুমন ভাইকে অভিনন্দন জানাই আন্তরিক ভাবে।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সত্যি অপূর্ব গ্রাম বাংলার রূপ । ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য।
গ্রামের শীতের এই মায়াবী সুন্দর স্নিগ্ধ সকাল মনকে খুবই উৎফুল্ল করে ।
কি অপূর্ব সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো মন জুড়িয়ে গেল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য,,, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এত সুন্দর প্রকৃতি আল্লাহ সৃষ্টি করেছেন,,,
সুমন ভাই জানেন কি করে সাধারণ থেকে সাধারণ দৈনন্দিন জীবন যাত্রা নিয়ে কি অসাধারণ ভিডিও বানানো সম্ভব। রবি ঠাকুরের কবিতাকে কি অসাধারণ দক্ষতায় আপনি তুলে ধরেছেন। মন ছুয়ে গেল মায়ের চাদর গায়ে দেওয়ার বিষয় টি জেনে। আমরা অনেকেই মায়ের চাদর গায়ে দিয়ে এমন অনুভূতি অনুভব করেছি কিন্তু কজন এমন করে বলতে পেরেছি, খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে।
অনেক দিন পর গ্রামের শীতের সকাল দেখে মন ভরে গেল। 🥰
ধন্যবাদ সুমন ভাই। 🖤
আপুর দাওয়াত
আমারো
@@mituakterakter1084আপনার ওওও
আপনার তো বিডিও নাই
এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই ভিজিট করুন #arifinsvlog
Support Him ❤️
নিসন্দেহে সালাউদ্দিন সুমন ভাই একজন জ্ঞানী মানুষ,,, তার কথায় বুজা যায়। শুভকামনা ভাই আরো বড় হন। আপনার মত মানুষের সফলতা হওয়া দেশের জন্য গর্ব❤️✌️
আশীর্বাদ করবেন আমার জন্য❤️
ইনশাআল্লাহ ভাই আরো বড় হবেন আমি বিদেশে এ আছি ইনশাআল্লাহ আশা আছে দেশে আসলে আআপনার সাথী হবো কোনো এক ট্যুরে, যদি আপনি চান।
এই অপরূপ দৃশ্য দেখে আমি মুগ্ধ
দাদা অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন।
আহ্........ কী মনোমুদ্ধকর। শান্তিতো ওখানে, ইট-পাথরের দেয়ালে নয়.....
শিশির ভেজা ফসলের মাঠ, কুয়াশা, ধানের ডগায় সোনালী আভায় প্রজ্জ্বলিত শিশির বিন্দু, কৃষকের কর্ম ব্যাস্ততা এগুলো যেন পল্লী প্রকৃতির এক অনবদ্য রুপ সৃষ্টি করেছে। so very nice video.
আসলেই প্রবাসে থাকার কারনে খুব মিস করি এই অসাধারণ সোনার বাংলার মনোমুগ্ধকর পরিবেশ,,,ভালোবাসি প্রিয় দেশ ও দেশের মেহনতি মানুষ গুলোকে
এমন সুন্দর গ্রামের সকাল ছোট বেলায় দেখেছি।। সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন অপূর্ব সুন্দর শীতের সকালের গ্রামের দৃশ্য দেখানোর জন্য।
এখানেই আমার প্রিয় মাতৃভূমি, এখানেই আমার সুনার বাংলাদেশ, প্রায় ২ মাস হলো দেশ ছেড়ে ইংল্যান্ড এ
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ❣️।২ মাস হলো দেশটা থেকে অনেক দূরে 🖤
ভাই আমিও 😭😭😭
প্রকৃতি আর সুমন এর সরলতা এক হয়ে আমাদের মনের মধ্য অগ্রহায়ন এর মিষ্টি ভোরের আমেজ নিয়ে এলো ।
অশেষ কৃতজ্ঞতা।❤️💕❤️
বাংলার এই প্রকৃতির বুকে যার জন্ম, তারাই তো প্রকৃত বাঙালি ।গর্ব করি এই বাংলায় জন্ম নিয়ে❤️❤️
মনটা ভরে গেল,,,এমন দৃশ্য দেখে,,,আর তাছাড়া ছোট বেলার কথা মনে পড়ে গেলো,,
শীত এলো গুটি গুটি পায়ে
ভাসব মোরা সুমন ভাই এর নায়ে।
শিশির সিক্ত ঘাসের আগায় হীরক দ্যুতি দেখি
মাটির কাছাকাছি থেকে মাটিতেই চোখ রাখি।
ধন্যবাদ সুমন ভাই ।
অসাধারণ। ভালো থাকবেন দাদা❤️
@@SalahuddinSumon পুনশ্চ ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।খুব খুব ভালো লাগলো।
খুব মিস করছি নিজ গ্রামের সেই শীতের দিনগুলি
এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই ভিজিট করুন #arifinsvlog
Support Him ❤️
অপূর্ব সুন্দর পরিবেশ, আমরা বাঙালিরা এই সোনার বাংলাকে আমাদের হৃদয়ে ধারণ করি, চিন্তনে অনুভব করি। আপনার এই সমস্ত কাজ, মানুষ, প্রাণ ও প্রকৃতির এই সুন্দর সমাগমের দলিল হয়ে থেকে যাবে চিরকাল। ধন্যবাদ সুমন ভাই।
গ্রাম বাংলার চিরাইত অপরুপ চিত্র তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ সুমন ভাই আপনাকে।
প্রবাসে থেকে এমন দৃশ্য দেখলে মনটা শীতল হয়ে যায়
একদম ছোটবেলায় ফিরে গেলাম সুমন ভাইয়া।গ্রামেই বেড়ে উঠেছি কিন্তু এখন শহুরে জীবন যাপন করতে হয় কিছুটা বাধ্য হয়েই। আবেগপ্রবণ হয়ে গেলাম ভিডিওটা দেখে।
ধন্যবাদ ভাইয়া ❤❤❤
গ্রাম বাংলার অপরূপ বৈচিত্র্য ও সুমনদার ছন্দে ভরা মিষ্টি কথা, সবমিলিয়ে অসাধারণ ভিডিও।
প্রবাসে তাকি গ্রামের এ দৃশ্য দেখে আর কবি গুরু এ কবিতা শুনে চোখে জল এসেছে ভাই 😭😭😭😭😭😭😭🙏🙏
"মায়ের চাদর গায়ে জড়িয়ে, এ এক অন্যরকম অনুভূতি" --
এই এক বাক্যটি কত হাজার সহস্রাধিক আবেগ যে বহন করে, তা ভাষায় ব্যক্ত করার নয়। ❤
সত্যিই কথাটা শুনে অনেক অনেক বছর আগের স্মৃতিতে হারিয়ে গেলাম।
আমার আম্মু ইন্তেকাল করেছে বহু আগেই।
কিন্তু মনে হয়, এইতো সেদিন আম্মুর চাদর গায়ে জড়িয়েছিলাম.... ❤
হৃদয় ছুয়ে যাওয়া দৃশ্য। ধন্যবাদ সুমন ভাই।
চমৎকার অনেক সুন্দর খুব সুন্দর ♥️👌
উফ,,,,,কি সুন্দর আমাদের দেশ,,,,, সুবহানাল্লাহ
সত্ত্যিতো শীতের শুরুর অনুভুতি এক অসাধারণ স্মৃতিচারণ,,,, শুধু বাংলার ঘরে ঘরে,,,, এক অসাধারণ শিহরণ!
বাংলার সকালের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ ❤️❣️
আবেগে আপ্লূত হয়ে গেছি এই দৃশ্য দেখে, হারিয়ে গিয়েছিলাম শৈশবে,বিশেষ করে মায়ের গায়ের চাদরের কথায় চোখ পানি চলে এসেছে
Love from India, Tripura ❤️🇮🇳
আমি বাংলাদেশের নাগরিক হিসেবে যতটুকু চেনার কথা তার চেয়েও অনেক বেশি দেশের মাটি কে চিনতে পেরেছি আপনার এই ভিডিওর মাধ্যমে অনেক দেশের প্রামাণ্যচিত্র তুলে ধরে দেখানোর সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে সুমন ভাই।
অপূর্ব সুন্দর আমাদের বাংলার প্রকৃতি ❤️❤️
ওপর বালা আপনাকে কি দিয়ে যে তৈরি করেছেন সুমন দা, আপনার ব্যক্তিত্ব, সততা, সুমধুর কণ্ঠ, বলার ভাষা সব ফুটে উঠেছে একটি ভিডিও মাধ্যমে।
দাদা আপনার ভিডিও গুলি দেখলে আপনার উপস্থাপনা শুনলে। মনের কোনে প্রশান্তির ছোয়া দিয়ে যায়।আপনার এমন কোন ভিডিও নাই যেটা আমি দেখি নাই। Love you dada❣️
এক কথায় অসাধারণ সুমন ভাই আর আপনার উপস্থাপনা ও বিশ্লেষণ আমাকে মুগ্ধ করে গরু দিয়ে হাল চাষ অনেক মিস করি
এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি।
আহা আমার সোনার সোনালী বাংলাদেশ 💙
দেখা যাবে অনুভব করা যাবে কিন্তু ভাষায় প্রকাশ করে বুঝানো কঠিন 💕💕💕💕💕
খুব মিস করতেছি গ্রাম বাংলার শীতের সময় গুলো 😒
সুমন ভাইয়ের মাধ্যমে ভিডিও দেখি উপভোগ করি গ্রাম বাংলার চিত্র গুলো ❤️
এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই ভিজিট করুন #arifinsvlog
Support Him ❤️
সত্যি সত্যি ....... পৃথিবীতে জুড়ে জতোই সুন্দর সুন্দর জায়গা থাকুক না কেন মহান আল্লাহ তায়ালা আমার বাংলাকে যে কত সুন্দর করে গুছিয়ে সৃষ্টি করেছেন কল্পনা শক্ত ।সবহানাআল্লাহ
Amazing views of winter's village of Bengal.👌And also mind blowing illustrations by you,Suman Bhai👌😊Thank you🇮🇳🇧🇩From India west bengal.
You are most welcome❤️
@@SalahuddinSumon love you দাদা
@@SalahuddinSumon ইসলামী মৌলবাদ এই সোনার বাংলা কে ধ্বংস করে দিয়েছে।।চারিদিকে শুধু সংখ্যালঘু নির্যাতন,দেশ ছাড়তে হয়েছে ওদের জন্য।। হায় রে সোনার বাংলা।।
দীর্ঘদিন ধরে প্রবাসে জীবন যাপন করছি,,কিন্তু যখনি আপনার গ্রাম বাংলা নিয়ে এই ভিডিও গুলো দেখি মনে হয় যেন দেশেই আছি,,ধন্যবাদ ভাই,,দোয়া করি আল্লাহ তায়া’লা যাতে আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে
বগুড়ার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন প্রাণ জুড়িয়ে গেল।
সত্যি।এক কথায়।অসাধারণ অসাধারণ অসাধারণ। ভারতের। মুর্শিদাবাদ জেলা থেকে।
এমন ভিডিও আরো চাই শীতের রিক্তত্তাই ভরা এমন মায়াবী প্রকৃতির অপরূপ সৌন্দর্য,,ভিডিও বড় করবেন সুমন ভাই 🥰❤️
সাধারণত আমি কোথাও কমেন্ট করিনা কিন্তু সুমন ভাইয়ের এই গ্রামবাংলার অপরূপ সৌন্দর্যের ভিডিও দেখে কমেন্ট না করে পারলা না সত্যি অসাধারণ।
অসাধারণ লাগলো🌺 আজকাল কিছু কিছু অঞ্চলে গ্রাম বাংলা তার আসল রুপ,সৌন্দর্য হারাতে বসেছে। 😑
আপনার ভিডিও দেখলে ছোট বেলার কথা মনে পড়ে যায়,,,আর খুবই কষ্ট এবং আফসোস লাগে শৈশবের সেই আনন্দময় সময়গুলোর কথা মনে পড়লে,,,, শৈশবকাল যেন খুব দ্রুত শেষ হয়ে যায়,,, এরকম সময় ধান কেটে ঘরে উঠানোর পর মাঠে যে ধান পড়ে থাকে সেগুলো খেতে শালিকসহ বিভিন্ন পাখি আসে,,,ছোট বেলায় ফাঁদ পেতে কত শালিক ধরেছি তার হিসাব নাই,,,যত দিন যাচ্ছে ততই গ্রামবাংলার রূপ বদলে যাচ্ছে,,, শৈশবের রূপ, স্মৃতি বিজড়িত মাঠ-ঘাট এখন আর আগের মতো দেখা যায় না
আমি ও North Bengal এর মেয়ে 🌚🥺♥️।
ভালোবাসা রইলো আলিপুরদুয়ার থেকে ♥️
বাংলার সৌন্দর্য সবসময় আমাকে উন্মাদনা দেয়, প্রশান্তি দেয়। বারবার ফিরে যেতে ইচ্ছে করে সেই দেশে। প্রবাস জীবনে দেশের সবুজ শ্যামল প্রকৃতিকে বড্ড মিস করি
অনেক সুন্দর আমার সোনার বাংলাদেশ ❤️❤️
সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। সবাই মিলে যদি সারা বাংলাদেশ আগের মত কৃষিকাজে ফিরে যেতে, তাহলে প্রিয় জন্মভূমি সব সময় খাদ্য সংসম্পন্ন থাকতো।ধন্যবাদ সুমন ভাই শীতের সকালে এতো সুন্দর একটি ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
তামিলনাড়ু থেকে দেখছি ভাই, আমি বাঙালি, ছোটবেলার কথা মনে পড়ে গেল ❤
অনেক ধন্যবাদ❤️
@@SalahuddinSumon যারা নিজের জন্মভূমি থেকে দূরে অন্য দেশে থাকে শুধু তারাই বুঝতে পারেন এই ধরনের ভিডিও গুলো কতটা মূল্যবান। আর যারা আমার মত অবাঙালি কে বিয়ে করে সারা জীবনের জন্য অন্য দেশে পাড়ি দেয় তারা বুঝতে পারেন। লুকিয়ে রাখা স্মৃতি গুলি অজান্তেই হাসি হয়ে যায় 😊
জানি না কেনো এই ভায়ের ভিডিও গুলো খুব ভালো লাগে আমার । সব থেকে বেশি ভালো লেগেছে গ্রাম আছে মানুষ নেই এই ভিডিও টা । আর কথা গুলো শুনতে খুব ভালো লাগে ।👌👌
শীতে মায়ের চাঁদর নিজে পরিধান করার আবেগ এক অন্য অনুভূতি।।💖💖
এখনো মায়ের জন্য তেমন কিছুই করতে পারিনি 😓😓
গ্রাম বাংলা কি অপুর্ব দৃশ্য
এ ভিডিওটা তুলার জন্য ভাই কে
অভিনন্দন জানাই।
অসাধারণ দৃশ্য মনটা ভরে গেলো😌
এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই ভিজিট করুন #arifinsvlog
Support Him ❤️
অনেক ভালোবাসা সুমন দা..🇮🇳🇮🇳 (পশ্চিমবঙ্গ থেকে)
কবিতা টা সেই ছিল দাদা🥰 মনটা যেন জুড়িয়ে গেল 🤗🤗
গ্রাম বাংলার অপরুপ সৌন্দর্য তুলে ধরা হয়েছে ধন্যবাদ।
ভিডিওটা অসাধারণ হয়েছে প্রবাসে বসে দেশের শীতকালে যে আবহাম শুরু হয়েছে ভিডিওটি দেখে খুবই ভালো লাগলো।
ভাই অসম্ভব সুন্দর শীতের বাংলার সকাল❣️
সুমন ভাই আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আপনার ভিডিওগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আমি একজন প্রকৃতি প্রেমিক মানুষ যে ভালোবাসাটা আমি সম্পূর্ণ তৃপ্তি পাই আপনার ভিডিও দেখে
Greetings from Indonesia, a very fertile village...
It's usual in Bangladesh.
গ্রাম বাংলারূপ দেখে মন বরে গেলে
ভাই আপনার ভিডিও তে ইংরেজি ক্যাপশন এখন সময়ের দাবী।
আন্তর্জাতিকভাবে এগিয়ে যান,,বাংলাদেশের নাম উজ্জ্বল করুন♥️♥️♥️
ছোটবেলার পড়া সেই বাংলা ২য় পার্ট রবীন্দ্রনাথের সেই কবিতাটা পড়ে তা থেকে ২,৩ দিন লাইনে সারমর্ম লিখা ওও। খুবই মিস করি সেই ছোটবেলার সোনালী দিনগুলি
আহা গ্রামের এই শীতের সকাল খুব মিস করছি❤️❤️❤️❤️
Bogura♥️♥️ te jonmo boro howa.ato sundor kore Dekha hoi ni .apnar video dekhe nijer jonmovumi notur kore abishkar korse.sundor video.bogurar aro video dekhte chai.
আপনার ভিডিও দেখে মন চলে যায় সেই কিশোর জীবনে৷
কতোইনা সুন্দর জীবন চিলো৷
ধন্যবাদ সুমন ভাই আমাদের এভাবে দেশ বিদেশ এর প্রকৃতি ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য😍💚🇧🇩🌺
আপনার ভিডিওগুলো দেখলে খুব ভালো লাগে। ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়।।
কী সুন্দর দৃশ্য সকাল বেলা
প্রকৃতির রূপ যেরকম সুন্দর হয় সে রকমই ভয়ঙ্কর হয় সুমনদা। অনেক বছর আগে আমিও এমন একটা জায়গা দেখেছিলাম যেটা দেখার পরে বহু বছর পেরিয়ে গেছে সেই প্রকৃতির সৌন্দর্যটা আজও আমার মনে দাগ কেটে চলেছে। যারা প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতও তাদেরকে অনেক বেশি ভালোবাসে। আর যে ব্যক্তিকে প্রকৃতি ভালোবাসে না তার আয়ু ঘনিয়ে আসে। এরকম সুন্দর সকাল প্রকৃতির মায়া রূপ আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সুমন দা আপনাকে।
ভাই বিদেশে থেকে বাংলাদেশের মজার দিন গুলো মিস করতেছি ♥♥
এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই ভিজিট করুন #arifinsvlog
Support Him ❤️
আমি একবার দেখি, বারবার দখি বাংলা মায়ের মুখ। অপূর্ব সকাল!!! 🇧🇩
Nice presentation as always.... 💚
অসম্ভব সুন্দর ভিডিও, যারা গ্রামের মানুষ তারা এর মর্ম বুঝতে পারবে 💚💚💚💚💚
I used to see your video from Adam Pahar (👣 print) from Sri Lanka 📍
And I'm loving your videos after watching this episode. I Feel like I could die for this... Thank you Sumon Bhaiya and camera man who beautifully captured all the moment of our sonar Bangla 😊
Love from Bangladesh 🇧🇩 ❤️
কিসের সুইজারল্যান্ড আর কিসের ইউরোপ । বাংলাদেশের (দুই বাংলা)মতন প্রাকিতিক সৌন্দর্য পৃথিবীর এর কথাও নেই।
পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ❤
শীতের সকাল অনেক সুন্দর 🥰🥀❤️মাশআল্লাহ ❤️
শিতের সকল গ্রাম বাংলায় কাটাতে ভালোই লাগে ।
চিরপরিচিত গ্রাম বাংলার দৃশ্য সুমন ভাইয়ের ক্যামেরায় এবং কথার মূর্ছনায় কাব্যিক রূপ ধারণ করে। ধন্যবাদ সুমনভাই - কলকাতা থেকে।
সুমন ভাই আরো গ্রামে'র শীতের এপিসোড চাই🙂গতবার আপনার গ্রামের বাড়ি'র আলুর ঘাটির এপিসোড দেখে মোহিত হয়েছিলাম।
সেরকম এপিসোড চাই সুমন ভাই🙂🙂
অনেক দিন পরে আপনার ভিডিও দেখে আবেগাপ্লুত হয়ে গেছি,এটাই বিদেশি ভিডিও দেশি ও গ্রামের ভিডিওর পার্থক্য
সুমন , আত্রাই নদী কে নিয়ে একটি ভিডিও করলে খুব ভালো লাগবে।
আরেকটু বেশি করে বলি , উত্তরবঙ্গের সব নদীগুলোকে নিয়ে একটা প্রতিবেদন সিরিজ শুরু কর, খুব ভালো হয় । প্রতিটি নদীর উৎস এবং শেষ কোথায় , আমরা বুড়োরা ছাড়াও বাচ্চারাও সব শিখতে পারবে।
ভালো থেকো।
গ্রাম বাংলার শীত সেখানের গরিব মানুষের জন্য কী কষ্টদায়ক তা সেখানের মানুষরাই বুঝে। এই কষ্টকে তারা ভুলেগিয়ে সুখ হিসেবে গ্রহণ করে। আমরা শহরের মানুষ সেখানে গিয়ে এক মাস থাকলে সেই সুখ হাড়েহাড়ে টের পাবো।
সুমন ভাই নামাজ পড়ুন ইসলাম কে আকড়ে ধরুন মহান আল্লাহ্ আপনার সহায় হোন......আমীন.......আপনার পথ সহজ হোক........
শীত নিয়ে, আমার দেখা সবচেয়ে সুন্দর ডকুমেন্টারি।
আপনাকে অনেক ধন্যবাদ মন বরে অনেক দিন পর গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেকলাম ❤️❤️❤️❤️❤️
শিশির ভেজা প্রাকৃতিক সৌন্দর্য আর সরস বর্ননা অসাধারণ!
খুব সুন্দর একটি ভিডিও অপূর্ব অসাধারণ।এর অনুভূতি শুধু তারাই জানেন যারা পল্লী গ্রামে বসবাস করছেন।
From India West Bengal
অনেক কৃতজ্ঞ ভাই আপনার কাছে, এই ইট কাঠের শহরে আল্লাহ আপনার কল্যাণে অনেক সুন্দর কিছু স্মৃতি মনে করিয়ে দিলেন।