পদ প্রকরণ (পর্ব - ৪) | বিশেষ্য ও বিশেষণ চেনার উপায় | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 658

  • @Askphy
    @Askphy 3 ปีที่แล้ว +3

    আমার দেখা মতে আপনিই একমাত্র শিক্ষক যিনি প্রতিটি কমেন্ট ও প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন শত ব্যস্ততার মধ্যেও 😊
    প্রতিটি মানুষের কথাই আপনি রাখার চেষ্টা করেন সবসময় ❤

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +3

      ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
      ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
      ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
      ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
      ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞

    • @mitro_amv
      @mitro_amv 2 ปีที่แล้ว

      @@ShawonsBangla 22:16 তে দিন-রাত দিয়ে একটি বাক্য হতে পারে সেটি হলো - " সে দিন-রাত পরিশ্রম করে " এখানে তো দিন-রাত বিশেষন পদ হওয়ার কথা...plz reply diben sir🙏🏻❤

  • @shanu1036
    @shanu1036 2 ปีที่แล้ว +8

    আপনার প্রায় সবগুলো ক্লাস করছি।আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝিয়েছেন। কিন্তু এই টপিকটা বুঝতে পারলাম না 😥😥

  • @mustainbillah1373
    @mustainbillah1373 3 ปีที่แล้ว +2

    আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার অনেকগুলো ক্লাস সশরীরে করেছি। অনেক ভালো লাগে আপনার পড়ানোর কৌশলগুলো।
    আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি। দোয়া চাই।

  • @abusayedbeensayem773
    @abusayedbeensayem773 3 ปีที่แล้ว +7

    Via really apnake j ato valolage amar....apnar presentation just wow.....love you...❤️🥰

  • @tanzimahmed717
    @tanzimahmed717 2 ปีที่แล้ว +7

    আমার জীবনের বাংলার Best Class🥰🥰🥰

  • @nourjahan616
    @nourjahan616 2 ปีที่แล้ว +4

    ভাইয়া, বিশেষণ টপিক টা আমি ক্লিয়ার না।
    বিশেষ্য এর আপনার ক্লাস টা করলাম। আলহামদুলিল্লাহ অনেকটা সহজ হয়ে গেছে।
    বিশেষণের ও এমন একটা ক্লাস দিন প্লিজ।
    এডমিশন এক্সাম দিচ্ছি এবার। হাতে সময় একদমই অল্প, বুঝতেই পারছেন।
    যদি বিশেষণের একটা ক্লাস দেন,খুব উপকৃত হই।
    ধন্যবাদ ভাইয়া।
    আপনার ক্লাস গুলা খুব সুন্দর এবং সহজ ❤️

  • @mahinprodan6142
    @mahinprodan6142 2 ปีที่แล้ว +8

    সার ‍আপনার প্রশংসা করে এখানে শেষ করা যাবে না ‍। শুধু এতটুকু বলতে চাই আপনি, আমার দেখা এই পর্যন্ত বাংলা শেরা শিক্ষক। আল্লাহ আপনার নেক হায়াত এবং বিচক্ষণতা বাড়িয়ে দেক (আমিন)

  • @noman7175
    @noman7175 3 ปีที่แล้ว +1

    অসাধরন ক্লাস ভাইয়া❤️
    কল্পনা করতাম এইভাবে কেউ বুঝিয়ে দিলে অনেক ভালো হতো এবং আমি কল্পিত মানুষটিকে খুঁজে পেয়েছি 🥰
    সেটা আপনি😇

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @sumucraftzone1683
    @sumucraftzone1683 3 ปีที่แล้ว

    আপনার ভিডিয়ো প্রথম আমি দেখি ক্লাসরুমের ক্লাসগুলোয়।আপনার কথা বলার ধরন কিছুটা হানিফ সংকেতের মত।খুব সুন্দরভাবে আপনার কথাগুলো মাথায় গেথে যায়।দোয়া রইলো।প্রত্যয় এর ক্লাসগুলো খুঁটিনাটিসহ দিলে খুব উপকৃত হবো।ধন্যবাদ❤️

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      শীঘ্রই পাবেন।
      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @MoinUddin-zx1zn
    @MoinUddin-zx1zn 3 ปีที่แล้ว +2

    এতো ভাল ক্লাস। আপনার সাবস্ক্রাইবার সংখ্যা 50k+ হওয়া উচিত।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +2

      চ্যানেলের বয়স মাত্র ১.৫ মাস। আপনারা পাশে থাকলে 50k+ না, 500k+ ও হতে পারে ইনশাআল্লাহ। 💞🥰

    • @MoinUddin-zx1zn
      @MoinUddin-zx1zn 3 ปีที่แล้ว

      @@ShawonsBangla আপনি যতোটা এফোর্ট দিচ্ছেন ইনশাআল্লাহ খুব জলদি অনেক বড় বড় মাইলফলক পার করতে পারবে চ্যানেলটি। আমার দুঃখ হয় অনেক লেইম কন্টেন্ট ক্রিয়েটরদের ভূরি ভূরি সাবস্ক্রাইবার। হয়তো শিক্ষা রিলেটেড বলে প্রচার কম। তবে নিশ্চয়ই অনেকে এই চ্যানেলের উপর আস্থা রাখবে। শুভ কামনা রইলো।

  • @sadekhossain8599
    @sadekhossain8599 3 ปีที่แล้ว +1

    প্রথমে জটিল মনে হচ্ছিল। পরে আস্তে আস্তে বুঝতে সমর্থ হলাম। ধন্যবাদ এই রকম ক্লাসের জন্য।

  • @sajalbiswas5920
    @sajalbiswas5920 3 ปีที่แล้ว

    ভিডিও বড় হলে কোনো সমস্যা নেই।সবকিছু বিস্তরিত জানতে& বুঝতে চাই।এক কথায় আপনার ক্লাস খুবই ভালো লাগে।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @lopamudraghosh3740
    @lopamudraghosh3740 ปีที่แล้ว +2

    Sir negative comments er dike dhayan deben na❤❤❤. Apni khub valo poran.amra vison upokrito hoi.🙏

  • @akashkhan-mm7zz
    @akashkhan-mm7zz 3 ปีที่แล้ว

    আমার জীবনে দেখা সবচেয়ে সেরা বাংলা ব্যাকরণ শিক্ষক আপনি.....

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰
      আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞

  • @arkochakroborty1166
    @arkochakroborty1166 2 ปีที่แล้ว

    ভাইয়া আপনার ক্লাস সত্যিই অসাধারণ 🙏 সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুক ❤️❤️❤️best teacher ❤️❤️❤️

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 ปีที่แล้ว

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @naimaniha530
    @naimaniha530 2 ปีที่แล้ว +1

    আইকন প্লাস এ আপনার ক্লাস বেশি দিন করার সুযোগ পাইনি😢😢।।আপনার ক্লাসগুলো অসাধারণ ছিল ভাইয়া। আপনার ক্লাসগুলা খুব মিস করতাছি।।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 ปีที่แล้ว +3

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

    • @naimaniha530
      @naimaniha530 2 ปีที่แล้ว

      @@ShawonsBangla ❤️❤️❤️,,vaiya ebave short technique gula diye amder hlp korar jn apnak osogkko donnobad..

  • @md.saifulalam4543
    @md.saifulalam4543 2 ปีที่แล้ว +2

    জীবনের জয়গান,জীবনের সাহিত্য,,এইগুলো তো সবাই জানেনা,তারা কিভাবে করবে??

  • @shifamonir1166
    @shifamonir1166 2 ปีที่แล้ว +2

    ভাই তুমি বাংলার গুরু❤

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 ปีที่แล้ว +2

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @sciencelove4431
    @sciencelove4431 ปีที่แล้ว +2

    আমি অঙ্কের ছেলে হয়ে কনসেপ্ট টা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি। আশা রাখছি প্রশ্ন আসলে এক নম্বর নিশ্চিত।
    কিছু জনের কমেন্ট দেখলাম তাতে বুঝলাম মাথায় গোবর ছাড়া কিছু নাই 😂😂😂
    ❤ কোলকাতা থেকে

  • @sumaiya5901
    @sumaiya5901 3 ปีที่แล้ว +1

    অসাধারণ ক্লাস ভাইয়া।
    ক্রিয়া বিশেষণ নিয়ে একটা ভিডিও দিলে ভালো হত।

    • @Hossain_Ul_Islam
      @Hossain_Ul_Islam 3 ปีที่แล้ว

      ক্রিয়া বিশেষণ important একটা Topic ভিডিয়ো দিলে ভালো হতো

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      কাল পরশু বাচ্য নিয়ে ভিডিয়ো আপলোড করব ভাবছি। তারপর দেখি

  • @ummehoneyraha932
    @ummehoneyraha932 2 ปีที่แล้ว +1

    ভাইয়া আপনার ক্লাস খুব ভাল লাগে☺️☺️,,বিশেষণের প্রকারভেদ গুলো নিয়ে একটা ক্লাস নিয়েন প্লিজ☺️

  • @151aahs
    @151aahs 2 ปีที่แล้ว +1

    awesome chilo vai comment na kore parlm na❤️❤️❤️❤️

  • @shahriarrashid503
    @shahriarrashid503 3 ปีที่แล้ว

    আপনাকে অনেক ধন্যবাদ, এই টপিক নিয়ে অনেক সমস্যায় ছিলাম, বিশেষ করে বিশেষ্যের পরে বিভক্তি টেকনিক টা অনেক হেল্প করেসে

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @rownakjahan3684
    @rownakjahan3684 3 ปีที่แล้ว

    Technique গুলো দারুন❤️

  • @afsanasikderafsanasikder4847
    @afsanasikderafsanasikder4847 3 ปีที่แล้ว

    Opekkhai chilam oshongkho dhonnobad ...💕💕💞✌✌

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @aslampakhi1907
    @aslampakhi1907 3 ปีที่แล้ว

    স্যার অাপনাকে অসংখ্য ধন্যব্দ,,,, এমন একটা ক্লাস প্রত্যাশা করেছিলাম,

  • @germanbhaban4088
    @germanbhaban4088 2 ปีที่แล้ว

    দারুন চরম ভালো ( 100 ওর মধ‍্যে 100 পেয়েছেন।👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @hasiburrahmanrony4607
    @hasiburrahmanrony4607 3 ปีที่แล้ว

    এক কথায় অসাধারণ উপস্থাপনা🤘❤️

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @multinationalclips
    @multinationalclips 3 ปีที่แล้ว

    ভাই, আপনি সেই।❤️
    দোয়া রইলো❤️

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      একটা ভিডিয়ো করতে যে কী পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি। তবে দিন শেষে আপনার কমেন্টের মতো এরকম কিছু কমেন্ট যখন দেখি তখন সারাদিনের ক্লান্তি ভুলে যাই। পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হয়। আসলে আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ।
      আর একটা কথা, আমাদের মূল লক্ষ্য বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করা। তবে তা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই, আপনি যদি ভিডিয়ো থেকে সামান্য কিছু হলেও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। ধন্যবাদ ভাইয়া। 🥰💞

  • @mahbubaislam4483
    @mahbubaislam4483 3 ปีที่แล้ว

    Apnar class gula kore e bangla bekaron porar agroho pai....💗

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

    • @mahbubaislam4483
      @mahbubaislam4483 3 ปีที่แล้ว

      In sha allah💗

  • @md.shahidulislam2677
    @md.shahidulislam2677 2 ปีที่แล้ว

    Mashallah,bhia.I love it .Thanks for your video

  • @মাইমুনাররান্নাঘর

    Kisu bolar nai ❤️❤️ak kothai oshadharon vaiya apnar class gulo

  • @DisappointedCat1
    @DisappointedCat1 ปีที่แล้ว +2

    আগে যতটুকু পারতাম, এই ক্লাস দেখার পর এখন মনে হচ্ছে আগের গুলাও ভুলে গেলাম এত পেঁচাইছেন আপনে 🤦

  • @joyshill500
    @joyshill500 2 ปีที่แล้ว

    আপনার মত স্যার আছে বলেই এখনো সপ্ন দেখার সাহস পাই

  • @anwerhosainshakib3032
    @anwerhosainshakib3032 2 ปีที่แล้ว +1

    ক্লাসটা সেরা স্যার❣️❣️🥀

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 ปีที่แล้ว

      ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
      ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
      ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
      ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
      ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞

  • @jebunnaherlipi7292
    @jebunnaherlipi7292 3 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ ভাইয়া❤️অসাধারণ ক্লাস 😊

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      একটা ভিডিয়ো করতে যে কী পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি। তবে দিন শেষে আপনার কমেন্টের মতো এরকম কিছু কমেন্ট যখন দেখি তখন সারাদিনের ক্লান্তি ভুলে যাই। পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হয়। আসলে আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ।
      আর একটা কথা, আমাদের মূল লক্ষ্য বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করা। তবে তা আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই, আপনি যদি ভিডিয়ো থেকে সামান্য কিছু হলেও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। ধন্যবাদ ভাইয়া। 🥰💞

    • @jebunnaherlipi7292
      @jebunnaherlipi7292 3 ปีที่แล้ว

      @@ShawonsBangla শুভকামনা রইল ভাইয়া❤️

  • @promitamandal9855
    @promitamandal9855 3 ปีที่แล้ว

    Khub khub khub valo laglo dada ...vary helpful video

  • @AnamulHaque-ge6mz
    @AnamulHaque-ge6mz 3 ปีที่แล้ว

    অনেক উপকৃত হলাম❤️❤️❤️

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰
      আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞

    • @AnamulHaque-ge6mz
      @AnamulHaque-ge6mz 3 ปีที่แล้ว

      @@ShawonsBangla ❤️❤️

  • @shamimmiah1813
    @shamimmiah1813 11 หลายเดือนก่อน +1

    অসাধারণ শাওন ভাই ❤

  • @gazimd.saifulalam931
    @gazimd.saifulalam931 3 ปีที่แล้ว

    ভাই, আপনার টিচিং স্টাইল সুন্দর। যদি 'বাচ্য' টপিকটা নেক্সটে কোন ভিডিওতে আলোচনা করতেন, কারণ কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্ম-কর্তৃবাচ্যের মধ্যে কনফিউশন লেগে যায়।

  • @tajkiasultana8292
    @tajkiasultana8292 ปีที่แล้ว

    অনেক ভালো লেগেছে।Thank you so much Sir❤

  • @sujanpaul8988
    @sujanpaul8988 3 ปีที่แล้ว +1

    অাপনার ক্লাসটা খুব ভালো লাগল

  • @ayonkhandakar2003
    @ayonkhandakar2003 2 ปีที่แล้ว +3

    Just impressed ❤❤❤

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 ปีที่แล้ว +1

      আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাই করে থাকি। Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো করে যদি আপনি সামান্য হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন। আমি চাই, বাংলা বিষয়টা যে সহজে পড়া যায়, জটিল বিষয়গুলোরও যে সহজ সমাধান রয়েছে তা সকলের মধ্যে ছড়িয়ে যাক। বাংলা ব্যাকরণ পড়তে আর কেউ ভয় না পাক।
      তবে এই কাজটি আমার একার পক্ষে সম্ভব নয়। তাই আমার অনুরোধ ভিডিয়োগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন; জানিয়ে দেবেন বাংলা বিষয়ের জন্য সহজ, সাবলীল ও হৃদয়গ্রাহ্য ভিডিয়ো ক্লাসগুলো পাওয়া যাবে Shawon's Bangla ইউটিউব চ্যানেলে।
      আমার জন্য দোয়া করবেন। যেন সুস্থ থাকি, যেন আপনাদের জন্য বেশি বেশি সেবামূলক কাজ করতে পারি। Shawon's Bangla ইউটিউব চ্যানেলের সাথে থাকবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

    • @tanzimahmed717
      @tanzimahmed717 2 ปีที่แล้ว

      @@ShawonsBangla ♥♥♥

    • @Abdullah-l8w-y7f
      @Abdullah-l8w-y7f 2 ปีที่แล้ว +1

      @@ShawonsBangla ভাইয়া, আমরা হিমালয় পর্বত বলতে পারি না? গীতাঞ্জলি কাব্য বলতে পারি না? তাহলে তো এগুলো সব বিশেষণ হতে পারে। হিমালয় পর্বত বললে কি "পর্বত" বিশেষ্য হয় না?

    • @mdanowarhossain7123
      @mdanowarhossain7123 2 ปีที่แล้ว

      @@ShawonsBangla sir আপনি যদি আমাদের ইংলিশ part of speech এভাবে শিখিয়ে দিতেন প্লিজ।আমরা বুঝতে পারছি না ইংরেজি এত সহজে

  • @pm.shakilhossen8122
    @pm.shakilhossen8122 ปีที่แล้ว +3

    কী সুন্দর ফুল ফুটেছে।এখানে কী কোন পদ?
    Ans.বিশেষণে
    তুমি এতক্ষণ কী করেছো? এখানে কী কোন পদ?
    Ans.সর্বনাম
    অনুগ্রহ করে এই ২টার যদি ব্যাখা দিতেন খুবই উপকার হতো ভাইয়া,প্লিজ

  • @samratrasel1637
    @samratrasel1637 3 ปีที่แล้ว +1

    tnx sir. bangla bisoye erokom shikhonio aro video cai

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰
      আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞

  • @alintora1204
    @alintora1204 2 ปีที่แล้ว

    sob bangla study channel theke ei channel tar presentation beshi shundor...
    Onno bangla teacher der bangla uccharon shunlei class korte mon chay nah but vaiya apnar class awesome 💖👍

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 ปีที่แล้ว +2

      একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
      মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
      তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊

  • @bikrombetal
    @bikrombetal 2 ปีที่แล้ว +117

    সত্যি কথা বলতে Concept ক্লিয়ার হয়নি ভাই। কল্পিত শব্দ তো হাজার উপায়ে বানানো যায় ! প্রদত্ত শব্দের সামনে-পিছে , বিভক্তি যুক্ত করে হাজার উপায়ে কল্পিত শব্দ জুড়ে দেয়া যায়, কমেন্ট পড়ে যা বুঝলাম আমার মত অনেকেরই এটা জাতীয় সমস্যা, আশা করি শাওন ভাই খুব শীঘ্রই এর সমাধান দিবেন।

    • @rahatarju9118
      @rahatarju9118 2 ปีที่แล้ว +6

      মাথা খাটান বুঝে জাবেন। একবার না বুঝলে টেনে বার বার দেখুন আর গভিরে গিয়ে ভাবুন

    • @tanmoydas6316
      @tanmoydas6316 2 ปีที่แล้ว +11

      সহমত ৷ কনসেপ্ট মোটেই ক্লিয়ার হয়নি ৷ ভাইয়া ২০ন; উদা হরনে শক্তির পেছনে আসীম লাগিয়ে বলেছেন যে ঐটা বিশেষ্য ৷ কিন্তু আমি যদি বলি শক্তিশালী তাহলে তো কল্পিত শব্ধ টি পরে যায় তবে তো এইটা বিশেষণ হয়ে যাবে ।

    • @isratsraboni2322
      @isratsraboni2322 2 ปีที่แล้ว +2

      Yeah right concept clear hoyni.amr onek confusion ache

    • @darkhorse2553
      @darkhorse2553 2 ปีที่แล้ว +2

      আমারও কনসেপ্ট ক্লিয়ার হয় নি। এবারের টেকনিক ভালো হয় নি। বরং আরো confusing..

    • @muhaiminulislam730
      @muhaiminulislam730 2 ปีที่แล้ว +1

      ভাই শক্তি আর শক্তিশালী সম্পূর্ণ আলাদা দুটি শব্দ ।

  • @dipbiswas6479
    @dipbiswas6479 2 ปีที่แล้ว +1

    Best class for me....❤️❤️❤️❤️

  • @nadiasultana3187
    @nadiasultana3187 2 ปีที่แล้ว +1

    Eto shob how to learn English channel er vire apnr ei sahoshi bangla shikar channel dekhe shottie ovivuto

  • @multinationalclips
    @multinationalclips 3 ปีที่แล้ว

    ভাই, প্রকৃতি ও প্রত্যয় নিয়ে ক্লাস চাই।❤️

  • @JannatulFerdous-nw7yg
    @JannatulFerdous-nw7yg 2 ปีที่แล้ว

    Thank you sir.....apnar class gula amr khub valolage

  • @arunroy744
    @arunroy744 3 ปีที่แล้ว

    স্যার,গ্রামারের ক্লাস গুলো যদি ধারাবাহিক ভাবে দিতেন তাহলে অনেকের উপকার হতো।

  • @nayansardar9716
    @nayansardar9716 3 ปีที่แล้ว

    সমার্থক শব্দ,, বিপরীত শব্দ,, সন্ধি বিচ্ছেদ ,,সমাস এই সব ক্লাস গুলো দেন ভাই,, প্লিজ।

  • @MdMehediHasan-pv3tn
    @MdMehediHasan-pv3tn 3 ปีที่แล้ว +2

    স্যার প্রকৃতি প্রত্যয় এর ক্লাস চাই,,

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      শীঘ্রই পাবেন।
      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

    • @sandipbiswas650
      @sandipbiswas650 3 ปีที่แล้ว

      কিভাবে এতো সুন্দর করে বোঝানো সম্ভব

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      দোয়া করবেন ভাই যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💞

  • @sathilhossain7439
    @sathilhossain7439 3 ปีที่แล้ว

    ভাইয়া আপনার ক্লাস অসাধারণ।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @mdalaminahmedtoufick8517
    @mdalaminahmedtoufick8517 2 ปีที่แล้ว

    sir... আপনার ক্লাস গুলো খুব ভালো৷৷

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 ปีที่แล้ว

      ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
      ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
      ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
      ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
      ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞

  • @Uafu.
    @Uafu. ปีที่แล้ว +1

    ৭নং এ--
    হিমালয় শব্দের পরে কল্পিত শব্দ হিসেবে পর্বত শব্দ ধরা যায় অর্থাৎ হিমালয় পর্বত। সে হিসেবে তো এটা বিশেষণ হওয়ার কথা!
    যদিও হিমালয় পর্বতটা আবার নাম বাচক বিশেষ্য হয়ে যায়.। কিন্তু এই টেকনিক অনুসারে তো......
    sir clear করলে অনেক ভালো হতো!

  • @mamunsikder8523
    @mamunsikder8523 2 ปีที่แล้ว +1

    আসসালামুআলাইকুম ভাই
    যদি কোনো শব্দে বিভক্তি যুক্ত করা যায় আবার কল্পিত শব্দও পরে বসানো যায় এক্ষেত্রে কোন টেকনিক টাকে প্রাধান্য দিবো ? বিভক্তি যুক্ত করার টেকনিক নাকি কল্পিত শব্দের টেকনিক কোনটার গুরত্ব বেশি ?

  • @drs1824
    @drs1824 2 ปีที่แล้ว +1

    অসাধারণ ক্লাস ❤️

  • @সুবর্ণা-ত১প
    @সুবর্ণা-ত১প 2 ปีที่แล้ว +2

    ভাইয়া ক্রিয়ার কাল নিয়ে একটা ভিডিও দিবেন ।

  • @juvorajkhan2227
    @juvorajkhan2227 3 ปีที่แล้ว +1

    Ami apner classgula dakha suru korsi..

  • @ItachiUchiha-fb5xe
    @ItachiUchiha-fb5xe 3 ปีที่แล้ว

    Bhai dhatu niye ekta video koren.icon + ar solve class eo apni dhatur class nenni.tai dhatu niye ekta video cherle onk bhalo hoy

  • @tomarumi7665
    @tomarumi7665 3 ปีที่แล้ว

    ভালো লাগলো ক্লাসটি। ধন্যবাদ।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। 🥰
      একটা ভিডিয়ো তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট হয়, কত বার যে ঘাম মুছি, একটা কথা ভুল বললে তা কতবার যে রিটেক দেই তা শুধু আমি জানি আর উপরওয়ালা জানে।
      তারপরও দিন শেষে আপনাদের কিছু অনুপ্রেরণামূলক কমেন্ট ঐ সকল কষ্টগুলোকে মুছে দেয়। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। 😊
      সাথে থাকবার জন্য তাই অশেষ ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা, বাংলা বিষয়টাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো যদি ভালো লাগে, ভিডিয়ো থেকে যদি ন্যূনতম কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিয়োগুলো শেয়ার করবেন। মূলত, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞

  • @LEEEB
    @LEEEB 2 ปีที่แล้ว +1

    ভাই, Question 17 তে 'দিন-রাত' কে তো এভাবেও ইউজ করা যায়ঃ দিন-রাত পরিশ্রম , এখানে 'দিন-রাত' কি পরিশ্রমকে মডিফাই করছে না? তাহলে দিন-রাতও তো adjective/বিশেষণ হয়।

  • @barsharoy5026
    @barsharoy5026 2 ปีที่แล้ว +1

    ভাইয়া দ্বিরুক্তি নিয়ে ডিটেইলস আলোচনা করবেন প্লিজ।

  • @taslimamorshedmazumder5978
    @taslimamorshedmazumder5978 2 ปีที่แล้ว

    Khub valo laglo, Shahriar Baia.

  • @mitasamanta233
    @mitasamanta233 3 ปีที่แล้ว

    Sir
    Apnar class khub valo lage. Apni WB PRIMARY TET er Jonnye class deben please. Thank you sir.

  • @sahangirhasab2130
    @sahangirhasab2130 2 ปีที่แล้ว +1

    অসাধারন🥀🥀🥀

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 ปีที่แล้ว +1

      আমার জন্য দোয়া করবেন ভাইয়া যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💕
      আর আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করা। তাই আপনি যদি এই চ্যানেলের ভিডিয়োগুলো দেখে ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের নিকট ভিডিয়োগুলো শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিবেন। ধন্যবাদ। 🥰

  • @tahirashilpi3023
    @tahirashilpi3023 3 ปีที่แล้ว +1

    অবসান শব্দের পদ নির্নয় করে দেখিয়েছেন
    চূড়ান্ত অবসান, কিন্তু এভাবে করা যাবে কি?
    অবসান ঘটেছে এক্ষেত্রে কল্পিত শব্দ পরে তাহলে বিশেষণ হয়

  • @ওমরফারুক-ঘ৩ভ
    @ওমরফারুক-ঘ৩ভ 3 ปีที่แล้ว

    সত্যিই মনোমুগ্ধকর

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      ১৫-২০ মিনিটের একটা ভিডিয়ো করতে সময় লাগে প্রায় ১২-১৪ ঘণ্টা। আর ভিডিয়ো আরও বড়ো হলে তো বুঝতেই পারছেন কত সময় লাগে। মাঝে মাঝে কিছু ভিডিয়ো তৈরি করতে ৩/৪ দিন সময় লেগে যায়।
      স্লাইড তৈরি, অ্যানিমেশন বসানো, স্লাইড অনুসারে ভিডিয়ো রেকর্ড করা, ভিডিয়ো এডিট করা, স্লাইড আর ভিডিয়ো মার্জ করা, ফাইনাল ভিডিয়ো এক্সপোর্ট করা, চ্যানেলে আপলোড দেওয়া, আপলোড দেওয়ার সময় টাইটেল-ডেসক্রিপশন লেখা, ট্যাগ ব্যবহার করা, প্রোমো ভিডিয়ো তৈরি করা, সেটা ফেসবুকে আপলোড দিয়ে মূল ভিডিয়োর কথা আপনাদের জানানো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ আছে। কিন্তু এই সবকিছুর পরও আপনাদের উপকার হলেই আমার কষ্ট সার্থক। 💕
      আর একটা কথা, বাংলা বিষয়টিকে আপনাদের নিকট সহজভাবে উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে এই কাজ আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।
      আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞

  • @taniasultana1813
    @taniasultana1813 ปีที่แล้ว

    ভাইয়া আপনার বোঝানো টা অনেক সুন্দর
    আল্লাহ তায়ালা আপনার ভালো করূক দোয়া করি আমিন

  • @abusiddik921
    @abusiddik921 3 ปีที่แล้ว

    চিলমারী থেকে জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @ferdausahmed188
    @ferdausahmed188 3 ปีที่แล้ว +1

    যদি বলে শক্তির বড়াই? তাহলে তো শক্তি বিশেষ্য হওয়ার কথা!

    • @sss-nx2rm
      @sss-nx2rm 3 ปีที่แล้ว

      Hmm... Amio concept clear naaa

    • @sabbirhasan9639
      @sabbirhasan9639 3 ปีที่แล้ว +1

      'শক্তি'তো বিশেষ্যই।

  • @armunnajarmunnaj9252
    @armunnajarmunnaj9252 2 ปีที่แล้ว

    আপনার ক্লাস দেখেই স্বপ্ন দেখতে পারি

  • @ashiqabid1050
    @ashiqabid1050 3 ปีที่แล้ว

    Quality content 💯

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের অনুপ্রেরণা না পেলে, ভিডিয়ো সবার মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা না করলে কাজ করার আগ্রহ পাই না।
      তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে সামান্য কিছুও যদি শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💞

  • @mahinchowdhury2785
    @mahinchowdhury2785 3 ปีที่แล้ว

    সমাস এর বাকি ক্লাস গুলা দেন ভাই প্লিস।।আর কইদিন পর পাবলিক পরীক্ষা শুরু।আর আমাদের admission batch এর জন্য একটা ভিডিও দেন ভাই।।কেমনে পরলে শেষ সময় টা কাজে লাগানো যাবে এর উপর।।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      আসলে সবাই যার যার যে ভিডিয়ো দরকার সবাই সেই সেই ভিডিয়োর কথাই বলছে। মাঝখান থেকে আমি পড়েছি বিপাকে। 🥴
      যতগুলো ভিডিয়ো আপলোড করেছি তার সবগুলোই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নেওয়া। যাই হোক, আপনার উল্লিখিত ভিডিয়োগুলোও পেয়ে যাবেন ইনশা আল্লাহ।
      আর একটা কথা, ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @Jamal-if9lu
    @Jamal-if9lu 2 ปีที่แล้ว +1

    আপনাকে যে, কি বলে ধন্যবাদ দিবো!

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 ปีที่แล้ว +1

      আমার জন্য দোয়া করবেন ভাইয়া যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💕
      আর আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করা। তাই আপনি যদি এই চ্যানেলের ভিডিয়োগুলো দেখে ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের নিকট ভিডিয়োগুলো শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিবেন। ধন্যবাদ। 🥰

  • @farhanaousro950
    @farhanaousro950 3 ปีที่แล้ว +1

    স্যার প্রকৃতি প্রত্যয়ের ক্লাস দিবেন দয়া করে

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      আসলে সবাই যার যার যে ভিডিয়ো দরকার সবাই সেই সেই ভিডিয়োর কথাই বলছে। মাঝখান থেকে আমি পড়েছি বিপাকে। 🥴
      যতগুলো ভিডিয়ো আপলোড করেছি তার সবগুলোই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নেওয়া। যাই হোক, আপনার উল্লিখিত ভিডিয়োগুলোও পেয়ে যাবেন ইনশা আল্লাহ।
      আর একটা কথা, ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

    • @atiquzzamananwar7
      @atiquzzamananwar7 3 ปีที่แล้ว

      স্যার প্রকৃতি প্রত্যয়ের একটা শর্টকাট যদি দিতে তাঞরে অনেক ভালো হতো।

  • @mohammadafnan4022
    @mohammadafnan4022 3 ปีที่แล้ว +1

    প্রকৃতি প্রত্যয় নিয়ে ভিডিও চাই

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      শীঘ্রই পাবেন। আর ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @SadiaIslam-dk8js
    @SadiaIslam-dk8js 3 ปีที่แล้ว +1

    ক্রিয়ার কাল নিয়ে একটা class নিলে উপকার হতো

  • @binty7804
    @binty7804 3 ปีที่แล้ว

    ইউ আর দা বেস্ট💜

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

    • @jehanontu2372
      @jehanontu2372 3 ปีที่แล้ว

      Nice class

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      দোয়া করবেন ভাইয়া যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💞

  • @ukhaimongmarma7269
    @ukhaimongmarma7269 2 ปีที่แล้ว +2

    ভাইয়া Special technique 2 তে কল্পিত শব্দ আনতে কষ্টকর বলতে গেলে অসাধ্য

  • @MahamudulHasanShihab-d4d
    @MahamudulHasanShihab-d4d 10 หลายเดือนก่อน +1

    ভাই কল্পিত শব্দ ধরার উপায় জানতে চাই। মানে আসলে কিভাবে সহজেই বিভিন্ন কল্পিত শব্দ ধরব তার উপায় জানতে চাই।

  • @nihaakter6671
    @nihaakter6671 3 ปีที่แล้ว

    Sir ssc 2022 short syllabus akare ki rkm qs hobe.... Airkm akta vedio make krle khushi hobo☺️☺️

  • @RIArif-uo9nd
    @RIArif-uo9nd 2 ปีที่แล้ว +2

    সুন্দরের সাথে তো বিভক্তি যুক্ত করা যায়। তাহলে বিশেষ্য হলো না কেন এটা?

  • @ayeshasiddiqa3584
    @ayeshasiddiqa3584 3 ปีที่แล้ว +19

    ভাইয়া প্লিজ সমাস এর বাকি ক্লাস গুলো দেন। প্লিজ ভাইয়া! আর প্রত্যয় এর ক্লাস অ যদি দিতেন!!!

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +37

      আসলে সবাই যার যার যে ভিডিয়ো দরকার সবাই সেই সেই ভিডিয়োর কথাই বলছে। মাঝখান থেকে আমি পড়েছি বিপাকে। 🥴
      যতগুলো ভিডিয়ো আপলোড করেছি তার সবগুলোই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নেওয়া। যাই হোক, আপনার উল্লিখিত ভিডিয়োগুলোও পেয়ে যাবেন ইনশা আল্লাহ।
      আর একটা কথা, ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @nivontoalo2668
    @nivontoalo2668 ปีที่แล้ว

    ধন্যবাদ, আপনার ক্লাস করে ক্লিয়ার হয়েছে।

  • @learnwithfun258
    @learnwithfun258 2 ปีที่แล้ว

    বিশেষণের আলাদা একটা ক্লাস নিলে খুবই খুবই খুবই উপকৃত হতাম

  • @turinchy4838
    @turinchy4838 ปีที่แล้ว +2

    Thanks sir 😍

  • @mahabubulalam639
    @mahabubulalam639 2 ปีที่แล้ว +2

    16:35
    সে সফল । এখানে কল্পিত শব্দ যদি 'সে' হয় তাহলেত আপনার টেকনিক অনুযায়ী 'সফল' বিশেষ্য হওয়ার কথা । দয়া করে একটু বুঝিয়ে দিবেন ।

    • @taslimakhatun2405
      @taslimakhatun2405 2 ปีที่แล้ว

      ঠিক

    • @mostakimchowdhurysamy7677
      @mostakimchowdhurysamy7677 ปีที่แล้ว

      সে (হয়) সফল। এখানে "সফল" বিশেষণ। কারণ "সফল" "সে" সর্বনামের দোষ,গুণ,অবস্থা প্রকাশ করছে অর্থাৎ "সফল" শব্দটি "সে" সর্বনামকে বিশেষায়িত করছে।

  • @sadiyaafrinjuma1805
    @sadiyaafrinjuma1805 3 ปีที่แล้ว +1

    আসসালামুয়ালাইকুম স্যার

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      ওয়ালাইকুম সালাম ভাইয়া

  • @tarekislam1770
    @tarekislam1770 3 ปีที่แล้ว +1

    বহুব্রীহি সমাস নিয়ে একটি ক্লাস নিন

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      আসলে সবাই যার যার যে ভিডিয়ো দরকার সবাই সেই সেই ভিডিয়োর কথাই বলছে। মাঝখান থেকে আমি পড়েছি বিপাকে। 🥴
      যতগুলো ভিডিয়ো আপলোড করেছি তার সবগুলোই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নেওয়া। যাই হোক, আপনার উল্লিখিত ভিডিয়োগুলোও পেয়ে যাবেন ইনশা আল্লাহ।
      আর একটা কথা, ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @arif5373
    @arif5373 3 ปีที่แล้ว

    ভাইয়া আপনি কোন বই প্রকাশিত করছেন প্লিজ একটু জানাবেন?????

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      ৪৩ তম BCS এর পরে 'অন্বেষণ' ও 'ধ্রুব' নামে দুটি বই পাবেন ইনশা আল্লাহ।

  • @stanlee8482
    @stanlee8482 2 ปีที่แล้ว

    কেমন জানি গ্যাজ দিয়ে দিলেন স্যার । কল্পিত শব্দ টা কিভাবে ধরব , এটার রুলস টা দিলে ভালো হতো !

  • @teamsbpvision9675
    @teamsbpvision9675 3 ปีที่แล้ว

    HSC exam 2022 এ কীভাবে প্রশ্ন আসবে এবং কীভাবে কি উত্তর করতে হবে? একটা ডিটেইলড ভিডিও চাই

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว

      আসলে এত অল্প সময়ে এতটা অগ্রসর হতে পারব এটা কল্পনা করিনি। আর আমার উপর আপনাদের আস্থার জায়গাটা যে এত দ্রুত বৃদ্ধি পাবে এটাও আমার ধারণার বাইরে ছিল।
      এখন যেটা হয়েছে - সবাই যার যার মতো করে ভিডিয়ো আপলোড করার অনুরোধ করছে। কেউ বলে সমাস নিয়ে করতে, কেউ বলে কারক, কেউ বলে সন্ধি, কেউ পদ প্রকরণ, কেউ বিরচন অংশ। মোট কথা, যার যে টপিকে ঝামেলা সে সেই টপিকের উপর ভিডিয়ো আপলোড করার অনুরোধ করে।
      এখন আমি পড়েছি বিপাকে। কোন দিকে যাব, কারটা শুনব। একারণে আমি সব টপিকেরই গুরুত্বপূর্ণ ও দ্বিধান্বিত বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করার চেষ্টা করি।
      তবে এত সবকিছুর পরও এটা ভেবে মনে শান্তি পাই যে চ্যানেলটা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হচ্ছেন। আর আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - আপনারা চ্যানেলের ভিডিয়োগুলো দেখে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। কারণ বাংলা বিষয়টিকে সকলের নিকট সহজভাবে উপস্থাপন করাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
      আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰

    • @teamsbpvision9675
      @teamsbpvision9675 3 ปีที่แล้ว

      @@ShawonsBangla Obviously Bhai! As u know, Bangladesh e Bangla 2nd Part niye keu kaj koreni valovabe. Er jonno apnake bolchi.. Sobar e Bangla 2nd Part e somossa. Er jonnoi boltesi bhai. Sobai Valo Bangla content khujtese. So, HSC 2022 er jonno Bangla 2nd Part er ekta detailed video khub dorkar..
      Btw, Love u vai❤️

  • @mabiarahman1671
    @mabiarahman1671 2 ปีที่แล้ว +1

    আমি আমি ১২ বছরে যা শিখিনি আপনার এই ক্লাসে তা শিখেছি

  • @SUSANTASARKAR-l9f
    @SUSANTASARKAR-l9f 9 หลายเดือนก่อน

    গাছ,আম গাছ, ফজলি আম গাছ -কোনটা কোন প্রকার বিশেষ্য?আলোচনা করে দিলে ভালো হয়।

  • @md.masudrana2213
    @md.masudrana2213 2 ปีที่แล้ว +1

    ভাই কল্পিত শব্দটা কি ভাবে ধরব?

  • @mohammadmasudkaiser534
    @mohammadmasudkaiser534 3 ปีที่แล้ว +1

    এক দিন (কল্পিত শব্দ দিন) = বিশেষণ। কিন্তু,
    "একতাই বল" বললে তখন কি হবে?

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      ভাই, 'এক' আর 'একতা' তো কখনোই এক না। একতা বিশেষ্য। কোনো শব্দের শেষে তা/ত্ব/ত ইত্যাদি যুক্ত থাকলে তা বিশেষ্য। 💞

  • @aminulislam1157
    @aminulislam1157 3 ปีที่แล้ว

    Love u vai....onk thanks

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 ปีที่แล้ว +1

      অনেক সময় ব্যস্ত থাকার কারণে আপনাদের সকল কমেন্টের প্রত্যুত্তর দিতে পারি না। তবে যখনই ফ্রি হই তখনই চেষ্টা করি আপনাদের কমেন্টের প্রত্যুত্তর দেওয়ার জন্য।
      আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি এই চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করে তুলবে।
      আর হ্যাঁ, ছোট্ট একটা রিকুয়েস্ট আছে - ভিডিয়ো ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো ক্লাসটি থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিয়োগুলো ছড়িয়ে দিবেন। বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে দুঃসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ। 😍