জনাব, না না এমনটা নয়। আমাদের সমগ্র ইন্ডিয়ার মানুষ, সবাই এমন ভাবনা রাখেনা। যেটা দেখা যায় বাস্তবে সেটা নয়। হয়তো দুই দেশেরই কিছুকিছু ব্যক্তিবর্গ নিজেদের স্বার্থে বিভিন্ন উস্কানমূলক কথাবার্তা প্রচার করেছেন। আর সেগুলো মিডিয়াতে আরও উস্কে দিয়েছে। চিরজীবনই এমন ব্যতিক্রম লোকজন থাকবে। তাই বলে সবাইকে একই পাল্লায় মাপলে হবেনা। আসলে ত আপনাদের বাংলাদেশের মানুষ অনেক অতিথি আপ্যায়ন প্রিয়। সেটা আমাদের ইন্ডিয়ার মানুষজনও কমবেশি জানেন। আমরা সবাই একে অপরের পার্শ্ববর্তী দেশের মানুষ। হিংসা, ক্রোধ নয়। সকল মানুষের মাঝে চিরজীবন ভালোবাসা, মেলবন্ধন, সুসম্পর্ক বজায় থাকুক এই কামনা করি। ভালো থাকুন জনাব। ❤️
খুব সুন্দর ভিডিও ভাল লাগল।
অসংখ্য ধন্যবাদ! নববর্ষের শুভেচ্ছা। 🥰
ভাই ইহা ভারতের কোন জেলায়?
উত্তর চব্বিশ পরগনা।
উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ।
হে গো সাবধানে বাংলা দেশের মানুষ খারাপ গো এ-ই দিকে এসো না কামুর দিবে❤
জনাব, না না এমনটা নয়। আমাদের সমগ্র ইন্ডিয়ার মানুষ, সবাই এমন ভাবনা রাখেনা। যেটা দেখা যায় বাস্তবে সেটা নয়। হয়তো দুই দেশেরই কিছুকিছু ব্যক্তিবর্গ নিজেদের স্বার্থে বিভিন্ন উস্কানমূলক কথাবার্তা প্রচার করেছেন। আর সেগুলো মিডিয়াতে আরও উস্কে দিয়েছে। চিরজীবনই এমন ব্যতিক্রম লোকজন থাকবে। তাই বলে সবাইকে একই পাল্লায় মাপলে হবেনা। আসলে ত আপনাদের বাংলাদেশের মানুষ অনেক অতিথি আপ্যায়ন প্রিয়। সেটা আমাদের ইন্ডিয়ার মানুষজনও কমবেশি জানেন। আমরা সবাই একে অপরের পার্শ্ববর্তী দেশের মানুষ। হিংসা, ক্রোধ নয়। সকল মানুষের মাঝে চিরজীবন ভালোবাসা, মেলবন্ধন, সুসম্পর্ক বজায় থাকুক এই কামনা করি। ভালো থাকুন জনাব। ❤️