ভীমরতি || নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ค. 2023
  • .
    .
    .
    .
    .
    #nrisingha_prasad_bhaduri #purana #shastra #india #indology #bengal #bengali #historyofbengal #bengalilanguage #বাংলা #বাংলা_ভাষা

ความคิดเห็น • 74

  • @dipteshroy
    @dipteshroy ปีที่แล้ว +25

    আপনার এই সব কাজ গুলো যদি ভীমরতি হয় তবে বলতে হবে এই ভীমরতি তে অনেকেই অনেক কিছু শিখতে পারছে😊

  • @alnaeem3394
    @alnaeem3394 ปีที่แล้ว +6

    ইউটিউব এর জন্য প্রায় প্রতিদিনই আপনার জ্ঞানগর্ভ আলোচনা গুলো শোনার সৌভাগ্য হচ্ছে।
    বাংলাদেশ থেকে আমার শ্রদ্ধা জানবেন।

  • @ratnapravadas9172
    @ratnapravadas9172 ปีที่แล้ว +12

    অসাধারণ গবেষণা! শতকোটি দন্ডবৎ
    প্রণাম নিবেন। প্রযুক্তির কল্যাণে আপনার
    মুখনিঃসৃত বাণী শোনার সৌভাগ্য হওয়ায়
    জীবন ধন্য মনেহচ্ছে।

  • @suklalahiry6008
    @suklalahiry6008 ปีที่แล้ว +4

    ভীমরতিবশত এত সুন্দর ব্যাখ্যা দিলে তা সাদরে গ্রহনীয, সশ্রদ্ধ প্রণাম নেবেন

  • @somabal7173
    @somabal7173 ปีที่แล้ว +2

    আপনার এমন ভীমরতি তে আমরা বড়ো উপকৃত হচ্ছি sir, 🙏🙏🙏🙏🙏🙏😄

  • @avashchakraborty524
    @avashchakraborty524 ปีที่แล้ว +3

    প্রণাম নেবেন 🙏🙏🙏
    ভীষণ ভালোলাগে আপনার কথা।
    অনেক কিছু জানতে পারি শিখতে পারি। আপনি ভালো থাকুন❤️❤️❤️❤️❤️

  • @manashimajumder8798
    @manashimajumder8798 ปีที่แล้ว +4

    আপনার মতো ভীমরতি যদি আরো কিছু সাতাত্তর বছর সাত মাস সাত দিনের বেশি বয়সীদের হতো, তাহলে আমাদের পরের প্রজন্ম বড় উপকৃত হতো। আমাদের প্রজন্মের বিদ্যা নেই, কিন্তু প্রকৃত জ্ঞানী মানুষকে চিনবার, তাদের কথা শুনে আনন্দ পাবার শক্তিটুকু আছে। কিন্তু পরের প্রজন্ম সেই সৌভাগ্য থেকেও বঞ্চিত।

  • @tushardas4140
    @tushardas4140 ปีที่แล้ว +6

    Sir, I always remain waiting for your videos that shine an enlightening glimmer of knowledge in front of your eyes.

  • @ranjitachakraborty8252
    @ranjitachakraborty8252 ปีที่แล้ว +3

    🙏অসম্ভব ভালো লাগল।

  • @nanditabaksi9407
    @nanditabaksi9407 ปีที่แล้ว +1

    Ashadharon...

  • @sanghamitrabanerjee
    @sanghamitrabanerjee ปีที่แล้ว +12

    কখনো যদি 'মান্ধাতা' বিষয়ে আলোকপাত করেন খুবই বাধিত থাকব।অশেষ প্রণাম 🙏🙏

  • @sayantanbanerjee4602
    @sayantanbanerjee4602 ปีที่แล้ว +4

    স্যার যে যা বলে বলুক, আপনি শুনবেন না, আপনি আমাদের শিখিয়ে যান 🙏 শিক্ষার মাধ্যমটা তো সময়ের সাথে পাল্টাবেই। কিন্তু শিক্ষাটা রয়ে যাবে।

  • @hiyagoswami2130
    @hiyagoswami2130 ปีที่แล้ว +2

    খুব মজা পেলাম....❤

  • @satamech
    @satamech ปีที่แล้ว +2

    দারুণ

  • @dulalkumarpal9957
    @dulalkumarpal9957 ปีที่แล้ว +3

    প্রণাম আচার্য 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @XXYY66
    @XXYY66 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @mdshajjad6914
    @mdshajjad6914 8 หลายเดือนก่อน

    👍❤️

  • @gourkumar8992
    @gourkumar8992 ปีที่แล้ว +2

    প্রণাম 🙏🙏🙏

  • @brewedmeditation2886
    @brewedmeditation2886 ปีที่แล้ว

    Heard

  • @chitralekharoy7464
    @chitralekharoy7464 ปีที่แล้ว

    Apurbo.....ei bisleshion....ar kichhu prokash khomota nei...

  • @sanjoydey3593
    @sanjoydey3593 ปีที่แล้ว +2

    Sir TH-cam er doulotey amra aapnar kach thekey onek shohojey onek kichu jantey bujhtey parchi. Prottonter manusherao upokrito hochen. Onek dhonyobad ei chotto kothatir eto gobhir itihash o alochonar jonno. Gyan to bitoroner jonnei. Aar TH-cam shei Gyan shudha ke pouchey dichey bangalir ghorey ghorey. E khub proyojon. Tai jara bolen TH-cam korey aapnar bhimroti ba ratri hoechey tader nijeder i chintar doinyota achey ebong jugopojogi projuktir obomanona etao ekta bhimroti
    Kajei sir aapnakey onurodh aapni doya korey youtubey eishob omulyo o oshadharon alochona guli chaliey Jaan. Dhonyo hok bangali.
    Pronaam🙏

  • @parthamondal6522
    @parthamondal6522 ปีที่แล้ว

    🙏

  • @somamishra8443
    @somamishra8443 ปีที่แล้ว

    ভীষণ ভীষণ ভালো লাগল , প্রণাম নেবেন 🙏

  • @dranandamay
    @dranandamay ปีที่แล้ว +8

    গীতা-র ব্যাখ্যা নিয়ে যদি কখনো বলেন, অনুরোধ রইলো।

  • @deepanjanachakraborty2756
    @deepanjanachakraborty2756 ปีที่แล้ว +2

    আপনার কাছ থেকে রামায়ণ ।মহাভারত এর কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে মন চায় যা আমাদেরকে ভাবায় বা কখনো কখনো মনটাকে শান্তি আসে।

  • @user-ib9mv6rz1i
    @user-ib9mv6rz1i 10 หลายเดือนก่อน

    Asaadhaaran tathya jante parlam sir. Sashraddha pronam roilo sir. Prithwish chakraborty. Batanagar

  • @purnimanath5389
    @purnimanath5389 ปีที่แล้ว

    প্রণাম নেবেন, ইউ টিউবে আপনি এসেছেন বলেই আপনার মুখনিঃসৃত মধুর বাণী শুনে ধন্য হতে পারছি।

  • @itsSodepur
    @itsSodepur 8 หลายเดือนก่อน

    এটা যদি ভীমরতি হয়, তবে এটাই আরো চাই

  • @g9chakraborty
    @g9chakraborty ปีที่แล้ว

    I just want to say wow.

  • @blueman710
    @blueman710 ปีที่แล้ว +1

    Apnar Bhimrotir dhirghayu kamona kori

  • @sumanbanerjee3464
    @sumanbanerjee3464 ปีที่แล้ว +3

    আপনি যা বলবেন, তা চোখ বুজে শুনবো স্যার।

  • @anuragbahadur5687
    @anuragbahadur5687 ปีที่แล้ว +1

    emon ekta channel er sathe jukto thakte para tao khub anonder ebong gorber bisoy. koto ki6u jante par6i ebong ekta bisoyer songe arekta kibhabe connected setao apni bojha66en. erom kaj sotti khub dorkar. amar pronam apnake 🙏🙏🙏🙏🙏🙏

  • @anirbankundu2412
    @anirbankundu2412 9 หลายเดือนก่อน

    প্রণাম নেবেন। আপনার এই জ্ঞান বিতরণের ক্ষেত্রে কোনও নঞর্থক উপমা প্রয়োগ করলে যেটা হয়, সেটাই ভীমরতি।

  • @rk8604
    @rk8604 ปีที่แล้ว +1

    Sir Bhagwat gitar opor ekti dedicated video banan

  • @namashiva1
    @namashiva1 ปีที่แล้ว

    সশ্রদ্ধ প্রণাম নেবেন ।

  • @joydeep.ghosh_
    @joydeep.ghosh_ 10 หลายเดือนก่อน

    Bhogobaneri hoyechhe ei shobdoti. Amar shathe kotha hoy. Jani. Ar sheijonnyei prithibir ei obostha...😢

  • @piyalibasudutta1631
    @piyalibasudutta1631 ปีที่แล้ว +1

    Sir Hanuman o Ravan er sammandhe aro bistarito jante chai...apnar dristibhongi diye...doya kore alada duti porbo upohar deben.Pronam neben.

  • @suvasreechatterjee7903
    @suvasreechatterjee7903 ปีที่แล้ว

    amon bhimroti sokol scholar er hok...tate amader kichu upokar hoy....

  • @sayangupta7992
    @sayangupta7992 ปีที่แล้ว

    TH-cam er soubhagyo , ei jinis archive a theke jache .... Aapni sushtho thakben ....

  • @malyasree_speaks
    @malyasree_speaks ปีที่แล้ว +1

    Apnar moto bhimrati jeno.sakaler hoi

  • @AnupomGhosh
    @AnupomGhosh 9 หลายเดือนก่อน

    হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষে এরকমই দেওয়া আছে৷

  • @sumitguha1667
    @sumitguha1667 10 หลายเดือนก่อน

    Sujata mehta r chobi?

  • @mrashokpaul2371
    @mrashokpaul2371 ปีที่แล้ว

    vimroti sundar vabe bollen.Harmormormori kathar utso ki.

  • @tapanmajumdar9379
    @tapanmajumdar9379 ปีที่แล้ว +1

    Sir, Please Start A Course ( six months) of Sanskrit Learning, I am All Most Ignoren and Intarested

  • @lalchandmolla7140
    @lalchandmolla7140 3 หลายเดือนก่อน

    দুঃখিত
    আপনার সময় কালে থাকলে সঠিক answer ta ditam
    ভীম হলো একের অধিক কিন্তূ একই চিন্তা (,রসিকতা,লালসা) কোনো একজনের মধ্যে আসা এমন বিষয় টা।

  • @gourisankarmitra5762
    @gourisankarmitra5762 ปีที่แล้ว

    আপনার মাধ্যমে আমরা আলোকিত হচ্ছি। আপনাকে প্রণাম।
    তাহলে, ভীমরতি শব্দটা যে উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেটা ঠিক নয়, তাই না?

  • @saswataguha4910
    @saswataguha4910 ปีที่แล้ว +2

    নমস্কার। আপনার ভীমরথী অথবা অন্য কেউ যা যা লিখেছেন আমি তার বিষয়ক কিছুই জানি না। আপনার যে এ সবের কিছুই ঘটেনি তাইই আমার মনে হয়েছিল। ভালো থাকবেন। ধন্যবাদ 😅

  • @apratimdasgupta5361
    @apratimdasgupta5361 ปีที่แล้ว

    দয়া করে ইংরেজি subtitle যোগ করুন। এই জ্ঞান ছড়িয়ে পড়া প্রয়োজন।

  • @outoffcus3556
    @outoffcus3556 ปีที่แล้ว

    ত্রৈগুণ্যবির্ষয়া বেদা সি;স্ত্রৈগুণ্যো ভবার্জ্জু;।
    সি;র্দ্বন্দ্বা সি;ত্যসত্ত্বস্থা সি;র্যাগক্ষেম আত্মবান্॥৪৫॥
    er mane ta keu ektu bujhiye deben?

  • @shubhsengupta
    @shubhsengupta 6 หลายเดือนก่อน

    Sir, apni janen na hoyetoh, j apni koto lokjon chele meyeder k koto easy bhabhe knowledge share korchen.
    Actually jara kaaj koren tara kintu somolochona kore na, jader kono kaaj neyi, akormonno tader kaache anek time thake kotha bolbar.
    Apni knowledge diye Jaan, apnar class full attendance sobsomoy thakbe.

  • @kalidas1965
    @kalidas1965 9 หลายเดือนก่อน

    এই শ্লোক আর অর্থ তো বহুকাল আগেই হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষে দিয়ে গেছেন! এর জন্য অত অভিধান খুঁজতে হলো কেন, বুঝলাম না!

  • @Mohan12119
    @Mohan12119 9 หลายเดือนก่อน

    রথ্থী থেকে রতি হলো ঠিক আছে, কিন্তু মধ্যম পাণ্ডব এখানে কেন, বুঝলাম না।

  • @ritwikdutta-gr6ll
    @ritwikdutta-gr6ll ปีที่แล้ว

    Koto taka pan eisob korte

  • @phom3080
    @phom3080 ปีที่แล้ว +4

    মতিভ্রম থেকে ভ্রমমতি এবং পরে ভীমমতি ,অবশেষে ভীমরতি।কারও আচরণে ভ্রম দেখে তার ভীমরতি হয়েছে বলা হয়। শ্লোকের ব্যাখ্যা বাস্তবে শব্দটির প্রয়োগের সঙ্গে মেলে না। মেলানোর জন্য কষ্ট কল্পনার দরকার হয়।

    • @dipalidas56
      @dipalidas56 ปีที่แล้ว +1

      আমিও আমার ক্ষুদ্রবুদ্ধিতে 'ভীমরতি' শব্দের সঙ্গে V.S.Apte-র Sanskrit to English Dictionary-কে উদ্ধৃত করে '৭৭ বছর ৭ মাস ৭ দিন' সময়কে উনি কি করে মিলিয়ে দিলেন - তা ঠিক বুঝতে পারলাম না ।

  • @truepresentation37
    @truepresentation37 ปีที่แล้ว +1

    যেকোনো বয়সের পুরুষ ও নারী যেকোনো মাধ্যমে নিজের বক্তব্য প্রকাশ করতে পারেন তবে টা যুক্তি সম্মত হতে হবে। তবে স্বয়ং পরিচালিত মাধ্যমে বক্তব্য প্রকাশে যে স্বাধীনতা পাওয়া যায় অন্য পরিচালিত মাধ্যমে সেটা কতটা পাওয়া যাবে সেটা মাধ্যমের মালিকের উপর নির্ভর করে।

  • @akbasu3934
    @akbasu3934 ปีที่แล้ว +1

    আমি কিছুদিন আগে,ফেসবুক এ এই শব্দটি ব্যবহার করেছিলাম।নব্বুই অতিক্রান্ত হয়ে ফেসবুক এ লেখা কি ভীমরতি ?

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 ปีที่แล้ว +1

    🙏❤️ কিন্ত ভিমরতি শব্দ বাক্যে ব্যবহারে ভ্রম মতি বা ভুল করা বা ভুল বোঝা হিসেবে বোঝানো হয় সেটা কি করে সম্ভব যদি জানান তাহলে উপকৃত হই

  • @suprabhat54321
    @suprabhat54321 ปีที่แล้ว +1

    জ্ঞানের আকর একবারে।শুনলাম যে আপনি প্রায় কাউকেই প্রকৃত ভাবে শ্রদ্ধা করেন না।শ্রদ্ধা করার ভান দেখিয়ে আসলে প্রায় সবাইকে নিয়েই হাসাহাসি বা অশ্রদ্ধা করে গেলেন।কি অসম্ভব জীবন দর্শন!!এই ভাবে আপনি আসলে নিজেকেই ছোট করে গেলেন।চালিয়ে যান। তা না হলে বাঙালি বুদ্ধিজীবী!আর একটা কথা এই যে বললেন এখন এক দু বছরে প্রমোশন হয়ে যায় সেটাও দরকার নাও হতে পারে আপনি যে মাননীয়া এর অন্ধ সমর্থক তার শ্রী হাত মাথায় থাকলে সেটাও জানেন নিশ্চয়ই।

  • @sribaschowdhury3741
    @sribaschowdhury3741 ปีที่แล้ว +1

    আমাদের বাংলায় একটা কথা আছে যে বাহাত্তুরে ধরেছে, সেটা কি ভীমরতির কাছাকাছি? সেটাও তো সত্তর বছরের পর হয়।।

    • @phom3080
      @phom3080 ปีที่แล้ว

      সত্তর বছরের আগেই ভীমরতি হতে পারে।

  • @paragchaudhuri5075
    @paragchaudhuri5075 ปีที่แล้ว +2

    🙏

  • @debapomdas5895
    @debapomdas5895 ปีที่แล้ว +2

    এই ভীমরথী রাত্রের বর্ণনা রাজশেখর বসু তাঁর একটি গল্পে আছে

    • @ajitduttagupta4051
      @ajitduttagupta4051 ปีที่แล้ว

      আমার কয়কটা বিষয় জানার আছে একমাত্র আপনি পারেন আমাকে সাহায্য করতে ।
      মহাভারতে দ্রৌপদীর ব্স্ত্র হরণের সময় থেকে শ্রীকৃষ্ণের দেখা পাই কিন্তু কোথায় ও রাধার উল্লেখ নেই ।শ্রীকৃষ্ণের সাথে রাধার পরিচয় কোথায় এবং কি ভাবে? কোন সাহিত্য থেকে রাধার আবির্ভাব এবং কতদিন পযর্ন্ত শ্রীকৃষ্ণের জীবনে রাধার স্থায়িত ? শ্রীকৃষ্ণের প্রাক বিবাহিত জীবনে রাধার কোন ভূমিকা ছিল কি? রাধার পিতা মাতার নাম ই বা কি?
      আরও একটা বিষয়ে জানতে চাই পঞ পাণ্ডব ও পৃথা পুত্র তাদের পিতা দের পরিচয় জানত ?

  • @cookroocook5127
    @cookroocook5127 ปีที่แล้ว

    🙏🙏